Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: bmw1 on February 18, 2021, 04:51:50 PM

Title: বাংলা বোর্ডকে দ্বিতীয় স্থানে নিয়ে যেতে হলে দিনে ন্যূনতম কতটি পোস্ট করতে হবে।
Post by: bmw1 on February 18, 2021, 04:51:50 PM
আমাদের এই বাংলা বোর্ডকে দ্বিতীয় বোর্ডে নিয়ে যেতে হলে নূন্যতম কতটি পোস্ট করতে হবে।
Title: Re: বাংলা বোর্ডকে দ্বিতীয় স্থানে নিয়ে যেতে হলে দিনে ন্যূনতম কতটি পোস্ট করতে হবে।
Post by: Ronald on February 18, 2021, 05:06:52 PM
এটা আমার জানা নেই্। তবে দেখেন যে বোর্ডে টপিক বেশি এবং পোস্ট বেশি সেই বোর্ডের সাথে আমাদের কমপেয়ার করলেই আসল তথ্যটি পাওয়া যেতে পারে। তাছাড়া সিনিয়র ভাইরা যা বলে সে দিকে খেয়াল রাখতে বলব।
Title: Re: বাংলা বোর্ডকে দ্বিতীয় স্থানে নিয়ে যেতে হলে দিনে ন্যূনতম কতটি পোস্ট করতে হবে।
Post by: Malam90 on February 18, 2021, 05:13:25 PM
দিনে কতটি পোস্ট করবেন সেটার চেয়ে আপনি যে কয়টি কমেন্ট করবেন সেটা যেন প্রাসঙ্গিক হয়। এবং একসাথে অনেকে দেখা যায় একটা বোর্ডে কমেন্ট করতে বসে ১৫-২০ টা পর্যন্ত কমেন্ট করতে দেখেছি বাংলা বোর্ডে যেটাও ঠিক নয়। একটা কাজ করতে পারেন-বাংলা মেইনে বোড ও ৮ টা চাইল্ড বোর্ড সব মিলে ৯ টা। আপনি যদি সুন্দর করে ১ টা করেও কমেন্টস করেন তাহলে ৯ টা। তাই একটা সেকশনে বেশি কমেন্টস একসাথে না করাই উত্তম। আর একঘন্টায় সব কমেন্টস করাও ঠিক নয়। আপনি দিনে কয়েকবার বসলেন কিছু কিছু করে কমেন্টস করবেন। একসাথে বসে অনেকগুলো কমেন্টস তাও আবার একটা মেইন বোর্ড বা চাইল্ড বোর্ডে করলে সেটাও খারাপ দেখা যায়। প্রাসঙ্গিক কমেন্টস করুন। ধন্যবাদ
Title: Re: বাংলা বোর্ডকে দ্বিতীয় স্থানে নিয়ে যেতে হলে দিনে ন্যূনতম কতটি পোস্ট করতে হবে।
Post by: saidul2105 on February 18, 2021, 05:46:30 PM
দিনে কতটি পোস্ট করবেন সেটার চেয়ে আপনি যে কয়টি কমেন্ট করবেন সেটা যেন প্রাসঙ্গিক হয়। এবং একসাথে অনেকে দেখা যায় একটা বোর্ডে কমেন্ট করতে বসে ১৫-২০ টা পর্যন্ত কমেন্ট করতে দেখেছি বাংলা বোর্ডে যেটাও ঠিক নয়। একটা কাজ করতে পারেন-বাংলা মেইনে বোড ও ৮ টা চাইল্ড বোর্ড সব মিলে ৯ টা। আপনি যদি সুন্দর করে ১ টা করেও কমেন্টস করেন তাহলে ৯ টা। তাই একটা সেকশনে বেশি কমেন্টস একসাথে না করাই উত্তম। আর একঘন্টায় সব কমেন্টস করাও ঠিক নয়। আপনি দিনে কয়েকবার বসলেন কিছু কিছু করে কমেন্টস করবেন। একসাথে বসে অনেকগুলো কমেন্টস তাও আবার একটা মেইন বোর্ড বা চাইল্ড বোর্ডে করলে সেটাও খারাপ দেখা যায়। প্রাসঙ্গিক কমেন্টস করুন। ধন্যবাদ
ভাই আমি নিজেও এক দিন এক ইউজারের কমেন্ট কাউন্ট করেছিলাম, সে একটানা সম্ভবত ১৩/১৪ টা কমেন্ট করেছিলো যা আসলে ঠিক নয় বলে আমার কাছে মনে হয়।  তার কিছু কিছু কমেন্ট অপ্রাসঙ্গিকও ছিলো।  শুধু মাত্র নিজের র‍্যাংক আপ করার জন্য এই ধরনের কাজ থেকে বিরত থাকাই শ্রেয় হবে।                       
Title: Re: বাংলা বোর্ডকে দ্বিতীয় স্থানে নিয়ে যেতে হলে দিনে ন্যূনতম কতটি পোস্ট করতে হবে।
Post by: Markuri33 on February 18, 2021, 06:41:15 PM
আমাদের বাংলা ফোরাম কে এগিয়ে নিয়ে যেতে হলে অবশ্যই তুমি তো পোস্ট করতে হবে সবাইকে।এবং যে পোস্টগুলো করা হবে সেই পোস্ট গুলো যেন ক্রিপ্টোকারেন্সি রিলেটেড হয়। অবশ্যই সেই পোস্টগুলা রোমান ভালো হতে হবে অনেক ইউজার রয়েছে যারা মাঝে মাঝে অপ্রাসঙ্গিক পোস্ট করছে রেংক এর আশায়। আমি মনে করি আমাদের এই বাংলা ভোট এগিয়ে নিয়ে যেতে হবে সেই সাথে সাথে পোস্ট এর কোয়ালিটি ভালো করতে হবে।
Title: Re: বাংলা বোর্ডকে দ্বিতীয় স্থানে নিয়ে যেতে হলে দিনে ন্যূনতম কতটি পোস্ট করতে হবে।
Post by: Dark Knight on February 19, 2021, 04:33:18 AM
কতটি পোস্ট করতে হবে ন্যূনতম সেটা বলা সম্ভব নয়।তবে ফোরাম কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। পোস্ট করতে হবে যাতে পোস্ট এর ধরন অনেক ভালো হয় এবং পোস্টগুলো ক্রিপ্টোকারেন্সি রিলেটেড হয়। তাহলেই এগিয়ে যাওয়া সম্ভব।
Title: Re: বাংলা বোর্ডকে দ্বিতীয় স্থানে নিয়ে যেতে হলে দিনে ন্যূনতম কতটি পোস্ট করতে হবে।
Post by: iRan Chy on February 19, 2021, 04:44:55 AM
দিনে কতটি পোস্ট করবেন সেটার চেয়ে আপনি যে কয়টি কমেন্ট করবেন সেটা যেন প্রাসঙ্গিক হয়। এবং একসাথে অনেকে দেখা যায় একটা বোর্ডে কমেন্ট করতে বসে ১৫-২০ টা পর্যন্ত কমেন্ট করতে দেখেছি বাংলা বোর্ডে যেটাও ঠিক নয়। একটা কাজ করতে পারেন-বাংলা মেইনে বোড ও ৮ টা চাইল্ড বোর্ড সব মিলে ৯ টা। আপনি যদি সুন্দর করে ১ টা করেও কমেন্টস করেন তাহলে ৯ টা। তাই একটা সেকশনে বেশি কমেন্টস একসাথে না করাই উত্তম। আর একঘন্টায় সব কমেন্টস করাও ঠিক নয়। আপনি দিনে কয়েকবার বসলেন কিছু কিছু করে কমেন্টস করবেন। একসাথে বসে অনেকগুলো কমেন্টস তাও আবার একটা মেইন বোর্ড বা চাইল্ড বোর্ডে করলে সেটাও খারাপ দেখা যায়। প্রাসঙ্গিক কমেন্টস করুন। ধন্যবাদ
ভাই আমি নিজেও এক দিন এক ইউজারের কমেন্ট কাউন্ট করেছিলাম, সে একটানা সম্ভবত ১৩/১৪ টা কমেন্ট করেছিলো যা আসলে ঠিক নয় বলে আমার কাছে মনে হয়।  তার কিছু কিছু কমেন্ট অপ্রাসঙ্গিকও ছিলো।  শুধু মাত্র নিজের র‍্যাংক আপ করার জন্য এই ধরনের কাজ থেকে বিরত থাকাই শ্রেয় হবে।                       
হ্যাঁ ভাই, আমি কয়েকদিন থেকে দেখছি, কিছু লোক রিপ্লাই দেয়, এই বিষয়ে আমার জানা নাই, তাই বলতে পারছিনা। মডারেটর আসলে বলবে। বা, এ বিষয়ে আমার জানা নাই তাই কিছু বলতে পারছিনা। নিজ থেকে কিছু করার ইচ্ছা আমি দেখিনা অনেকেরই। তারা শুধু র‍্যাঙ্কের পিছনে পড়ে আছে।
Title: Re: বাংলা বোর্ডকে দ্বিতীয় স্থানে নিয়ে যেতে হলে দিনে ন্যূনতম কতটি পোস্ট করতে হবে।
Post by: LeziT on February 19, 2021, 06:16:31 AM
এইরকম টপিক আশাকরি বাংলা বোর্ডের মেন সেকশনে তৌরি না করাটাই ভালো।কারণ এই রকম টপিক যদি বাংলা মেন সেকশনে তৈরি করা হয় তাহলে সেখানে প্রচুর পরিমাণে স্পামিং পোস্ট তৈরী হবে। পরবর্তী সময় আপনি অবশ্যই জেনে শুনে টপিক তৈরি করবে।তথ্যবহুল এবং কনস্ট্রাক্টিভ টপিক তৈরি করার চেষ্টা করবেন। যাতে করে সবাই কিছু শিক্ষা গ্রহণ করতে পারে। এরকম টপিক তৈরি করতে হলে আপনি চাইল্ড বোর্ড গুলোতে চলে যাবেন।সেখানে গিয়ে আপনি এইরকম টপিক তৈরি করতে পারে। ক্রিপ্টোকারেন্সি অপ্রাসঙ্গিক টপিক এখানে তৈরি করবেন না। স্পাম তৈরীর জন্য এরকম টপিক মেন সেকশনে দরকার নেই। আমি যা বলছি আপনি অবশ্যই সেটা বুঝতে পারছেন। এর আগেও আপনি দুই তিনটা টপিক তৈরি করেছেন যেগুলো কোনো কার্যকরী নয়।

আপনি পরবর্তী সময় নিচের দেওয়া লিংক সেকশনে টপিক তৈরি করবেন।
https://www.altcoinstalks.com/index.php?board=205.0 (https://www.altcoinstalks.com/index.php?board=205.0)
Title: Re: বাংলা বোর্ডকে দ্বিতীয় স্থানে নিয়ে যেতে হলে দিনে ন্যূনতম কতটি পোস্ট করতে হবে।
Post by: Malam90 on February 19, 2021, 06:29:53 AM
টপিকটা লক করে দিলাম। টপিক ৈতরি করলে তথ্যবহুল করা উচিৎ। বেসিক তথ্য জানতে চাইলে নতুনদের সেকশনে করা ভালো।