Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এবং এক্সচেঞ্জ গুলি => Topic started by: Malam90 on February 19, 2021, 02:39:03 AM

Title: AMEPAY এর দাম কি সামনে ১০ সেন্ট যাবে?
Post by: Malam90 on February 19, 2021, 02:39:03 AM
AMEPAY তো প্রায় সবাই সেল করে দিয়েছেন। এখন দাম বেড়ে গগনে চলে যাচ্ছে।

AMEPAY এর দাম কি সামনে ১০ সেন্ট যাবে? আপনাদের কি মনে হয়? মতামত ও ভোট দিন।
Title: Re: AMEPAY এর দাম কি সামনে ১০ সেন্ট যাবে?
Post by: Irfan12@ on February 20, 2021, 03:28:18 PM
Amepay টোকেন এর দাম সামনে 10 সেন্ট হতেও পারে আবার নাও হতে পারে এটা সঠিক করে বলা যাচ্ছে না। এই ক্রিপ্টোকারেন্সি এর দুনিয়ায় সকল কিছুই সম্ভব। কখন যে কোন মুদ্রার দাম চাঁদে গিয়ে পৌঁছায় তা বলা মুশকিল। আমরা হয়তো সকলেই ভেবেছিলাম যে এই মুদ্রাটি হয়তো সিট টোকেন। কিন্তু শেষের দিকে এসে এর দাম অনেক বৃদ্ধি পেয়েছে। তাই বলা যাচ্ছেনা যে এর দাম 10 সেন্ট হতে পারে কিনা।
Title: Re: AMEPAY এর দাম কি সামনে ১০ সেন্ট যাবে?
Post by: Malam90 on February 21, 2021, 07:18:21 AM
Amepay টোকেন এর দাম সামনে 10 সেন্ট হতেও পারে আবার নাও হতে পারে এটা সঠিক করে বলা যাচ্ছে না। এই ক্রিপ্টোকারেন্সি এর দুনিয়ায় সকল কিছুই সম্ভব। কখন যে কোন মুদ্রার দাম চাঁদে গিয়ে পৌঁছায় তা বলা মুশকিল। আমরা হয়তো সকলেই ভেবেছিলাম যে এই মুদ্রাটি হয়তো সিট টোকেন। কিন্তু শেষের দিকে এসে এর দাম অনেক বৃদ্ধি পেয়েছে। তাই বলা যাচ্ছেনা যে এর দাম 10 সেন্ট হতে পারে কিনা।

কথাটা কিন্তু সত্য। শিট টোকেন ভেবে আমি আমার সব টোকেন সেল করে দিছিলাম। এখন টিম যেভাবে কাজ করতেছে তাতে সবাই আশাবাদী। আগামী মাসে হাউবি তে এবঙ এপ্রিলে বিনান্সে লিস্ট করার জন্য খুব কাছাকাছি চলে এসেছে তারা। তাই ১০ সেন্ট বা তার চেয়ে বেশি দাম পাওয়া যেতে পারে বলে আমার বিশ্বাস।
Title: Re: AMEPAY এর দাম কি সামনে ১০ সেন্ট যাবে?
Post by: Laxmi Sharma on February 25, 2021, 10:45:42 AM
AMEPAY তো প্রায় সবাই সেল করে দিয়েছেন। এখন দাম বেড়ে গগনে চলে যাচ্ছে।

AMEPAY এর দাম কি সামনে ১০ সেন্ট যাবে? আপনাদের কি মনে হয়? মতামত ও ভোট দিন।
ব্রাদার AMEPAY টোকেন এর প্রাইস অলরেডি গতকাল 11 সেন্ট হয়ে গিয়েছিল। আমি মনে করি এই AMEPAY টোকেন ভবিষ্যতে আরো অনেক ভালো পজিশনে চলে যাবে। তাদের টিম খুব সক্রিয়। এবং তারা তাদের AMEPAY টোকেন কে এগিয়ে নিতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। আমি মনে করি এই AMEPAY টোকেন এর প্রাইস 50 সেন্টও হতে পারে।
Title: Re: AMEPAY এর দাম কি সামনে ১০ সেন্ট যাবে?
Post by: LeziT on February 25, 2021, 12:39:12 PM
AMEPAY তো প্রায় সবাই সেল করে দিয়েছেন। এখন দাম বেড়ে গগনে চলে যাচ্ছে।

AMEPAY এর দাম কি সামনে ১০ সেন্ট যাবে? আপনাদের কি মনে হয়? মতামত ও ভোট দিন।
amepay ইতিমধ্যে 0.18 ছাড়িয়ে গিয়েছে। আমার কাছে বেশ কিছু পরিমাণ এই টুকেন ছিল। আমি সবগুলো টকিং বিক্রি করে দিয়েছি 0.01 সেন্ড করে।তাহলে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে একটি লচ খেপ বিক্রি করে দিয়েছি।শুনতে পাচ্ছি এই টোকেন বিনান্স এক্সচেঞ্জার এর লিস্ট হবে।
Title: Re: AMEPAY এর দাম কি সামনে ১০ সেন্ট যাবে?
Post by: JISAN on March 01, 2021, 04:10:14 PM
Amepay তো খেপা দরে ১৬ সেন্ট পর্জন্ত উঠছিলো এখনো ১১ সেন্টে আছে টিম এর প্লান অনুযায়ী যদি টপ ৩ এক্সচেঞ্জে সত্যি লিস্ট করতে পারে তাহলে এটা ১ ডলার হতে পারে। কারন তারা অনেক টোকেন বার্ন করছে পাশা পাশি ৫০% টোকেন ১৮ মাসের জন্য লক করছে।
Title: Re: AMEPAY এর দাম কি সামনে ১০ সেন্ট যাবে?
Post by: Malam90 on March 04, 2021, 04:16:38 PM
AMEPAY $০.১৫ সেন্ট পর্যন্ত উঠেছিলো। বর্তমানে $০.১০ সেন্ট দাম আছে। যা অনেক। যারা আগে সেল করে বসে আছে তারা এখন আফসোস করতেছে।  :)

Amepay তো খেপা দরে ১৬ সেন্ট পর্জন্ত উঠছিলো এখনো ১১ সেন্টে আছে টিম এর প্লান অনুযায়ী যদি টপ ৩ এক্সচেঞ্জে সত্যি লিস্ট করতে পারে তাহলে এটা ১ ডলার হতে পারে। কারন তারা অনেক টোকেন বার্ন করছে পাশা পাশি ৫০% টোকেন ১৮ মাসের জন্য লক করছে।

টপ ২টা একচেঞ্জে লিস্ট করতে পারলে দাম আরো অনেক বাড়বে স্বাভাবিক ভাবেই। এছাড়া কয়েন বার্ন করে যদি সাপ্লাই কমায় তাহলেও সেটার প্রভাব মার্কেটে পড়বে।
Title: Re: AMEPAY এর দাম কি সামনে ১০ সেন্ট যাবে?
Post by: LazY on March 06, 2021, 07:11:11 PM
AMEPAY তো প্রায় সবাই সেল করে দিয়েছেন। এখন দাম বেড়ে গগনে চলে যাচ্ছে।

AMEPAY এর দাম কি সামনে ১০ সেন্ট যাবে? আপনাদের কি মনে হয়? মতামত ও ভোট দিন।
এই টোকেন এর দাম ইতোমধ্যে 10 সেন্ট হারিয়ে গিয়ে 16 সেন্ট পৌঁছে গিয়েছিল। কেউ কল্পনা করে ছিল না এই টোকেন দাম রাতারাতি ভাবে এতটা বৃদ্ধি পাবে। যারা এই টোকেন হোল্ড করে রেখেছিল বর্তমানে ভালো রকমের প্রফিট হাতিয়ে নিয়েছে। তারা চিন্তা করছে ভবিষ্যতে বিনান্স এক্সচেঞ্জার এর লিস্ট হবে। যদি বিনান্স এক্সচেঞ্জ আরে লিস্ট হয় তাহলে এই টোকেন এর দাম 1 ডলার ছাড়িয়ে যাবে।
Title: Re: AMEPAY এর দাম কি সামনে ১০ সেন্ট যাবে?
Post by: Tubelight on March 17, 2021, 10:05:08 AM
ভাই amipay টোকেন এর মূল্য কিন্তু অলরেডি১৪ সেন্ট অতিক্রম করেছিল। তবে আবার মার্কেট দাম হয়ে ৮ সেন্ট এ নেমে এসেছে।