Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এবং এক্সচেঞ্জ গুলি => Topic started by: Malam90 on February 19, 2021, 02:47:21 AM
-
AMEPAY আগের সব রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড $0.07 তে ছুঁয়েছে আজ। গত কিছুদিন আগেও $0.005 ছিলো কিন্তু কিনতে সাহস হয়নি অথচ আজকে প্রায় ১৩০০% বেশি উঠে গেছে যা AMEPAY এর দাম আগে কখনো এত বাড়েনি। টিম অনেক একটিভ হয়ে কাজ করতেছে। সামনে বিনান্সে লিস্ট করার গুজব চলতেছে। যদি সেটা সত্যি হয় তাহলে তো AMEPAY এর দাম $0.10 বা $0.20 হলেও অবাক হওয়ার কিছুই থাকবেনা।
সিএমসি লিংক: https://coinmarketcap.com/currencies/amepay/
(https://i.imgur.com/XG6YKS4.jpg)
-
AMEPAY আগের সব রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড $0.07 তে ছুঁয়েছে আজ। গত কিছুদিন আগেও $0.005 ছিলো কিন্তু কিনতে সাহস হয়নি অথচ আজকে প্রায় ১৩০০% বেশি উঠে গেছে যা AMEPAY এর দাম আগে কখনো এত বাড়েনি। টিম অনেক একটিভ হয়ে কাজ করতেছে। সামনে বিনান্সে লিস্ট করার গুজব চলতেছে। যদি সেটা সত্যি হয় তাহলে তো AMEPAY এর দাম $0.10 বা $0.20 হলেও অবাক হওয়ার কিছুই থাকবেনা।
সিএমসি লিংক: https://coinmarketcap.com/currencies/amepay/
(https://i.imgur.com/XG6YKS4.jpg)
ভাই এই নিউজটা দেখে অত্যন্ত খারাপ লাগে আমার মনে হয় শুধু আমার না অনেকেই খারাপ লাগবে তার কারণ হলো যখন একটু কম ছিল তখন আমরা এই দামে বিক্রি করতে পারিনি কিন্তু এখন বিক্রি শেষে হঠাৎ করেই দাম বৃদ্ধি পেয়ে গেল আসলে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কোন কিছু আগে থেকে বলার উপায় নেই কপালে থাকলে আসে না থাকলে আসেনা ।
-
AMEPAY আগের সব রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড $0.07 তে ছুঁয়েছে আজ। গত কিছুদিন আগেও $0.005 ছিলো কিন্তু কিনতে সাহস হয়নি অথচ আজকে প্রায় ১৩০০% বেশি উঠে গেছে যা AMEPAY এর দাম আগে কখনো এত বাড়েনি। টিম অনেক একটিভ হয়ে কাজ করতেছে। সামনে বিনান্সে লিস্ট করার গুজব চলতেছে। যদি সেটা সত্যি হয় তাহলে তো AMEPAY এর দাম $0.10 বা $0.20 হলেও অবাক হওয়ার কিছুই থাকবেনা।
সিএমসি লিংক: https://coinmarketcap.com/currencies/amepay/
(https://i.imgur.com/XG6YKS4.jpg)
ভাই এই নিউজটা দেখে অত্যন্ত খারাপ লাগে আমার মনে হয় শুধু আমার না অনেকেই খারাপ লাগবে তার কারণ হলো যখন একটু কম ছিল তখন আমরা এই দামে বিক্রি করতে পারিনি কিন্তু এখন বিক্রি শেষে হঠাৎ করেই দাম বৃদ্ধি পেয়ে গেল আসলে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কোন কিছু আগে থেকে বলার উপায় নেই কপালে থাকলে আসে না থাকলে আসেনা ।
ফ্রিতে যা পাইছেন তাই লাভ। আমিও পাইছিলাম কিছু। কিন্তু সাপ্লাই আর বাউন্টি রিওয়ার্ড এর কারণে দাম কমবে এটা ভেবে আমিও সেল করে দিয়েছিলাম $0.012 রেট এ। এখন থাকলে চার গুন বেশি পাওয়া যেতো। অতীতে না তাকিয়ে ভবিষ্যতে কি হবে তা দেখেন। আল্লাহ চাইলে আরও ভালো কিছু পাবো ইনশাআল্লাহ।
-
সাধুবাদ জানাই সে সকল হোল্ডারদের যারা এখন পর্যন্ত Amepay টোকেন হোল্ড করে রেখেছেন।যেহেতু এই মুদ্রার দাম তার সর্বোচ্চ রেকর্ড গড়ে নিয়েছে এবং তার দাম 0.07 ডলার ছুঁয়েছে তাই আশা করা যায় খুব দ্রুত 10 সেন্ট হতে পারে প্রতি টোকেন এর মূল্য। তবে বর্তমানে টোকেন এর মূল্য তুলনামূলকভাবে ডাম্পিং করেছে অনেক।
-
নিউজটি দেখে অনেকের মত আমারও বেশ খারাপ লাগছে ।কেননা কিছুদিন আগে এর দাম অনেক কম ছিলো। আমার কাছে যতগুলো amepay টোকেন ছিল তার সবগুলোই বিক্রি করে দিয়েছি অনেক কম দামে। মনে হচ্ছিল এর দাম আর বৃদ্ধি পাবে না। এজন্যই বলা হয় কখন কি হবে তা আগাম বোঝা মুশকিল।
-
Listing Update on $AME in Houbi and Binance. 🚀🚀🚀
We are in touch with Houbi and Binance for listing $AME.
Both exchanges were inactive during Chinese New Year.
Positive interactions have recently started with both exchanges them.
We had planned to list in Houbi in Feb and Binance in March.
There can be very minor delay due to exchange inactivity for last 2-3 weeks.
Binance has heard our shoutout in Twitter (Thanks to @ALperxAmepay for the twitter campaign) and talks are in advanced stages.
We will keep you updated on regular basis!! 🔥🔥🔥
*The above image was provided as we submitted the application form of Binance and rights were given to use it.
We are pushing harder for both exchanges.
Also we know to create wealth for investors without any further listing too. So hold $AME harder.
Amepay এর আপডেট হচ্ছে-তারা হাউবি এবং বিনান্সের সাথে লিস্ট করার ব্যপারে অনেক কাছাকাছি চলে এসেছে। আগামী মাসে তারা হাউবিতে লিস্ট করাবে এবং এপ্রিলে তাদের লক্ষ্য হচ্ছে বিনান্সে লিস্ট করাবে এবং সেভাবেই এগুচ্ছে। সুতারং Amepay মনে হচ্ছে সামনে আরো পাম্প হতে যাচ্ছে।
-
আমার অনেক amepay ছিলো কিন্তু পর্যায়ক্রমে প্রায় ৮০℅ বিক্রি করে দিয়েছি। বাকি ২০℅ নাই মনে করে রেখে দিয়েছি। এখন যদি টীম ভালো কাজ করে ও বাইন্যান্স এ লিষ্ট করাতে পারে তাহলে আমার ২০℅ ই আমাকে অনেক দিবে। সেই আশায় রইলাম।
-
আমার অনেক amepay ছিলো কিন্তু পর্যায়ক্রমে প্রায় ৮০℅ বিক্রি করে দিয়েছি। বাকি ২০℅ নাই মনে করে রেখে দিয়েছি। এখন যদি টীম ভালো কাজ করে ও বাইন্যান্স এ লিষ্ট করাতে পারে তাহলে আমার ২০℅ ই আমাকে অনেক দিবে। সেই আশায় রইলাম।
বিনান্সে লিস্ট হলে তো আপনার ২০% দিয়ে ৮০% এর ক্ষতি পুষিয়ে নিতে পারবেন। হোল্ড করুন আর নিয়মিত আপডেট রাখুন। অলটকয়েন সিজন, এখন হিউজ পাম্প সময়ের ব্যপার মাত্র।
-
টিম অনেক কষ্ট করতেছে তাদের টোকেনকে ভালো জায়গায় নিয়ে যেতে তারা তাদের অফিসিয়াল গ্রুপে binance আর huobir কথা পোস্ট করছে এই দুইটার মধ্যে একটায় লিস্ট করার কথা। দেখা জাক কি হয়।
-
Listing Update on $AME in Houbi and Binance. 🚀🚀🚀
We are in touch with Houbi and Binance for listing $AME.
Both exchanges were inactive during Chinese New Year.
Positive interactions have recently started with both exchanges them.
We had planned to list in Houbi in Feb and Binance in March.
There can be very minor delay due to exchange inactivity for last 2-3 weeks.
Binance has heard our shoutout in Twitter (Thanks to @ALperxAmepay for the twitter campaign) and talks are in advanced stages.
We will keep you updated on regular basis!! 🔥🔥🔥
*The above image was provided as we submitted the application form of Binance and rights were given to use it.
We are pushing harder for both exchanges.
Also we know to create wealth for investors without any further listing too. So hold $AME harder.
Amepay এর আপডেট হচ্ছে-তারা হাউবি এবং বিনান্সের সাথে লিস্ট করার ব্যপারে অনেক কাছাকাছি চলে এসেছে। আগামী মাসে তারা হাউবিতে লিস্ট করাবে এবং এপ্রিলে তাদের লক্ষ্য হচ্ছে বিনান্সে লিস্ট করাবে এবং সেভাবেই এগুচ্ছে। সুতারং Amepay মনে হচ্ছে সামনে আরো পাম্প হতে যাচ্ছে।
আসলে Amepay টোকেনের দাম বাড়ার একমাত্র কারণ আমি দেখতেছি বাইনান্স এ লিস্ট হওয়াটা অন্যথায় কোন কারণতো আমি আর দেখিনা। বাউন্টি করে 28হাজার টোকেন পেয়েছিলাম কিন্তু টাকার দরকার ছিল বলে সেল করে দিয়েছি তাছাড়া টিম মাঝখানে একদম নিষ্ক্রিয় ছিল মার্কেট সম্বন্ধে যার কারনে দাম 0.005 সেন্ট এ নেমে গেছিলো। তাই আমি টোকেনের উপর তেমন ভরসা করতে পারিনী এবং সেল করে দিয়েছি এখন দেখা যাক Amepay-2 থেকে যা পাব তা কিছু করতে পারি কিনা।
-
আপনার সাথে আমি একমত কারণ Binance সে যদি এমনিতে কয়েন অ্যাড করা হয় তাহলে অবশ্যই অবশ্যই এটির দাম অনেক বেড়ে যাবে কারণ গুলো ডিলিট হয়েছে তা অবশ্য অবশ্যই পাম্প করে এবং অনেক অনেক বেশি পাম্প করে বলে জানা গেছে এবং আমরা দেখেছি বর্তমান সময় আপনারা যারা এই টোকেনটি করেছেন তারা অবশ্যই অবশ্যই আর কিছুদিন অপেক্ষা করুন আমিও এখানে কিছু টেকেন আউট করেছি প্রায় 10 হাজারের মতো দেখি কি হয় আপনারা একটু ধৈর্য্য ধরে দেখুন এটি কোন পর্যায়ে পৌঁছে যায় অবশ্য অবশ্যই পর্যায়ে চলে যাবে এবং অনেক অনেক দাম বৃদ্ধি পাবে
-
আপনার পোষ্টটি তৈরি করার এক সপ্তাহ না হতেই AMEPAY নিজের সর্বোচ্চ মূল্য $০.১৫ তে পৌছে গিয়েছে। যারা AMEPAY টোকেনটি $০.০০৫ এ ক্রয় করেছেন এবং এখন পর্যন্ত হোল্ড করতে পেরেছেন, তাদের অনেক লাভ হয়েছে। যখন AME টোকেনটি সর্বনিম্ন মূল্যে ছিল, তখন অনেকেই হয়তো ভেবেছিলেন যে, এই টোকেনটি আর বৃদ্ধি পাবে না এবং অনেকেই আশা ছেড়ে দিয়েছিলেন। কিন্ত যারা আশা রেখেছেন, তাদেরকে সাধুবাদ জানাই ।
-
আপনার পোষ্টটি তৈরি করার এক সপ্তাহ না হতেই AMEPAY নিজের সর্বোচ্চ মূল্য $০.১৫ তে পৌছে গিয়েছে। যারা AMEPAY টোকেনটি $০.০০৫ এ ক্রয় করেছেন এবং এখন পর্যন্ত হোল্ড করতে পেরেছেন, তাদের অনেক লাভ হয়েছে। যখন AME টোকেনটি সর্বনিম্ন মূল্যে ছিল, তখন অনেকেই হয়তো ভেবেছিলেন যে, এই টোকেনটি আর বৃদ্ধি পাবে না এবং অনেকেই আশা ছেড়ে দিয়েছিলেন। কিন্ত যারা আশা রেখেছেন, তাদেরকে সাধুবাদ জানাই ।
আমি নিজেও তখন ১০০ ডলার নিয়ে কেনার ইচ্ছা করেছিলাম কিন্তু ভেবেছিলাম এমন শিট কয়েন একবার পড়লে আর উঠবেনা। তাই আর কিনিনি। এখন যখন শুনলাম সামনে তারা বিনান্স ও হাউবিতে লিস্ট করতে যাচ্ছে তখন তো শুনে মাথায় হাত। এছাড়া আগেও আমার ৫০কে+ টোকেন ছিলো সবগুলো সেল দিছি শিট কয়েন ভেবে। তবে টিম কাজ করে যাচ্ছে প্রজেক্টটাকে সামনে নিয়ে আসতে।
-
AME এর প্রাইস গতকাল 0.11 সেন্ট হয়ে গিয়েছিল। AME কে প্রথমে অবহেলিত টোকেন মনে হচ্ছিল। কিন্তু এখন এর টিম এত ভালোভাবে কাজ করছেন যে AME এর বর্তমান অবস্থাই অবিশ্বাস্য। এবং এর দাম 50 সেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যাদের এই টোকেন রয়েছে নির্দ্বিধায় হোল্ড করুন। ইনশাআল্লাহ অবশ্যই ভাল প্রফিট অর্জন করতে পারবেন।
-
এই টোকন ইতোমধ্যেই 0.18$ ছাড়িয়ে গিয়েছে। যেখানে টকির দাম ছিল 0.008 সেখানে আজকে দাঁড়িয়েছে 0.18 । কখনো কেউ ভেবেছিল না এতদূর পর্যন্ত এই টোকন যেতে পারবে। যার কারণে সবাই আগেই টোকেন গুলো বিক্রি করে দিয়েছিল। বড় রকমের একটি ক্ষতিগ্রস্ত হয়েছে সবাই। সবাই এখন টোকেনটি দেখে আফসোস করবে।
-
AMEPAY আগের সব রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড $0.07 তে ছুঁয়েছে আজ। গত কিছুদিন আগেও $0.005 ছিলো কিন্তু কিনতে সাহস হয়নি অথচ আজকে প্রায় ১৩০০% বেশি উঠে গেছে যা AMEPAY এর দাম আগে কখনো এত বাড়েনি। টিম অনেক একটিভ হয়ে কাজ করতেছে। সামনে বিনান্সে লিস্ট করার গুজব চলতেছে। যদি সেটা সত্যি হয় তাহলে তো AMEPAY এর দাম $0.10 বা $0.20 হলেও অবাক হওয়ার কিছুই থাকবেনা।
সিএমসি লিংক: https://coinmarketcap.com/currencies/amepay/
(https://i.imgur.com/XG6YKS4.jpg)
আমি কখনো ভাবি নি এই কয়েন এতদুর পর্যন্ত চলে যেতে পারে। যার কারণে আমি এক সেন্টে বিক্রি করে দিয়েছিলাম। কিন্তু এখন এর দাম দেখে আমাকে আফসোস করতে হচ্ছে। ইতিমধ্যেই কয়েন 15 সেন্ট ছাড়িয়ে গিয়েছিল।আশা করেছিলাম না এতদূর পর্যন্ত যেতে পারবে। তারপরও জারা হোল্ড করেছেন দীর্ঘ মেয়াদী হোল্ড করুন। ভবিষ্যতে ভালো রকমের প্রফিট পাবেন। ভবিষ্যতে তারা বিনান্স এক্সচেঞ্জার এর লিস্ট করার চিন্তা ভাবনা করছে।
-
Amepay টোকেন এর দাম তার সকল রেকর্ড ভেঙে 0.18$উঠেছিল। আমরা সবাই ভেবেছিলাম এই টোকেন এর দাম হয়তো আর পাম্পিং করবে না। কিন্তু শেষ মুহূর্তে এই টোকেন এর দাম অনেক বেশি পাম্প করে। বর্তমানেও এর টোকেন এর দাম 0.08 আছে। বাইনান্স এর লিস্ট হলে হয়তো 1 ডলার হিট করতে পারে। যাদের কাছে এখনও এই টোকেন রয়েছে তারা এখন কোটিপতি।
-
Amepy এর মূল্য হঠাৎ করে বৃদ্ধি পাওয়ার কারণ আছে। অনেকেই বলাবলি করছিল এই টোকেন বিনান্স এক্সচেঞ্জে লিস্ট হবে। এই নিউজ প্রকাশিত হওয়ার পর থেকেই এই দোকানটির মূল্য হুমরি খেয়ে বৃদ্ধি পেতে থাকে। এইতো গ্যাসের মূল্য বৃদ্ধি পেয়ে সেভেন সেন্ট পর্যন্ত থেমে থাকেনি এর মূল্য 14 সেন পৌঁছে গিয়েছিল।