Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এবং এক্সচেঞ্জ গুলি => Topic started by: babu10 on February 19, 2021, 06:52:20 AM

Title: BNB সর্বকালের সব রেকর্ড ভেঙ্গে ২৮৪ ডলার !!!!!
Post by: babu10 on February 19, 2021, 06:52:20 AM
(https://i.imgur.com/MzDlNyo.png)

বিএনবি সর্বকালের সব রেকর্ড ভেঙ্গে এখন সর্বেোচ্চ অবস্থানে আছে। আমি এটাকে সমন্বিত টিমওয়ার্ক বলব কারন বিএনবি টিম খুবই টেকনিক্যালি তাদের টোকেনকে উপরে নিয়ে যাচ্ছে। তারা নতুন টোকেন লিস্ট করতে BNB কে লক করায় যার ফলে বাজারে একধরণের সংকট সৃষ্টি হচ্ছে এবং মানুষ কিনছে যার ফলশ্রুতিতে দাম তরতর করে বেড়ে যাচ্ছে। এবং আরো আশার বাণিী হলো বিএনবি এখন সিএমসি রেংকিং এর ৩ নম্বরে।

(https://i.imgur.com/RFh0V3G.png)
Title: Re: BNB সর্বকালের সব রেকর্ড ভেঙ্গে ২৮৪ ডলার !!!!!
Post by: Ogma on February 19, 2021, 10:14:46 AM
আসলে এটি অত্যন্ত ভালো একটি ব্যাপার যে বিএনবির দাম ৩৫.৭% বেরে 284 ডলার হয়েছে । বিএনবি'র ইতিহাসে সর্বোচ্চ বৃদ্ধি যা আগে কখনো দেখা যায়নি ।
Title: Re: BNB সর্বকালের সব রেকর্ড ভেঙ্গে ২৮৪ ডলার !!!!!
Post by: Malam90 on February 19, 2021, 10:44:58 AM
৫টা BNB ছিলো। কয়েকদিন আগে সেল করে দিলাম ৭২ ডলার করে। এখন তো ৩০০ এর কাছাকাছি। এভাবে বাড়বে তা কেউ হয়তো ভাবতেও পারেনি। কারণ BNB অনেকটা স্টেবল হিসেব ছিলো মার্কেটে। BNB কয়েনের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে কারণ বিনান্স তার সব লাঞ্চপ্যাডে এখন থেকে BNB কয়েনের মাধ্যমে সম্পাদন করতেছে যার কারণে চাহিদাও বাড়ছে আবার তারা কয়েন বার্ণ করে কিছু সাপ্লাইও কমিয়েছে। সবমিলে BNB এখন হট কেক।
Title: Re: BNB সর্বকালের সব রেকর্ড ভেঙ্গে ২৮৪ ডলার !!!!!
Post by: Rafiq on February 19, 2021, 02:33:56 PM
বেশ কিছুদিন যাবত আমি বিএনবি পর্যবেক্ষণ করতেছি, বিএনবি এর দাম বৃদ্ধির এ হার অতীতে আমি কখনো দেখিনি। আমার জানামতে বিএনবি'র দাম বৃদ্ধির এ হার সর্বোচ্চ। আমি গত তিন দিন আগে ১৪০ ডলার করে বিএনবি বিক্রি করেছি, দাম কমলে আবার কিনার ইচ্ছা ছিল কিন্তু দ্রুত একটানা দাম বৃদ্ধির ফলে তা আর  কিনতে পারি নাই। আমার মনেহয় বিএনবি এর দাম আর ২০০ ডলারের নীচে নামবে না।
Title: Re: BNB সর্বকালের সব রেকর্ড ভেঙ্গে ২৮৪ ডলার !!!!!
Post by: Malam90 on February 20, 2021, 03:03:01 PM
বেশ কিছুদিন যাবত আমি বিএনবি পর্যবেক্ষণ করতেছি, বিএনবি এর দাম বৃদ্ধির এ হার অতীতে আমি কখনো দেখিনি। আমার জানামতে বিএনবি'র দাম বৃদ্ধির এ হার সর্বোচ্চ। আমি গত তিন দিন আগে ১৪০ ডলার করে বিএনবি বিক্রি করেছি, দাম কমলে আবার কিনার ইচ্ছা ছিল কিন্তু দ্রুত একটানা দাম বৃদ্ধির ফলে তা আর  কিনতে পারি নাই। আমার মনেহয় বিএনবি এর দাম আর ২০০ ডলারের নীচে নামবে না।

এখন অলটকয়েন সিজন চলতেছে। আর বিএনবি এখন ইথারিয়ামের পরে বেশি ওয়ান্টেড। কারণ বিনান্সে লাঞ্চপ্যাডের নতুন সিস্টেম অনুযায়ী বিএনবি হোল্ড করতে হয লক সহ। আর এতে করে যেমন বিএনবির সাপ্লাইও ঘাটতি পড়ে তেমনি ব্যবহারও বাড়তেছে হুড়হুড় করে। একারণে সবাই মনে করতেছে বিএনবিই হবে ইথারিয়ামের পরে সবচেয়ে ওয়ান্টেড কয়েন যদিও আমরা আগেই হাতছাড়া করেছি।
Title: Re: BNB সর্বকালের সব রেকর্ড ভেঙ্গে ২৮৪ ডলার !!!!!
Post by: GroundCrypto on February 22, 2021, 12:55:21 PM
ক্রিপ্টোকারেন্সি তে BNB এখন বহুল জনপ্রিয় কয়েন। BNB এর জনপ্রিয়তা দিন দিন আরো বেড়ে যাচ্ছে। আমি নির্দ্বিধায় বিশ্বাস করি BNB ভবিষ্যতে আরো অনেক ভালো পজিশনে চলে যাবে। এবং BNB এর ভবিষ্যত উজ্জ্বল।
Title: Re: BNB সর্বকালের সব রেকর্ড ভেঙ্গে ২৮৪ ডলার !!!!!
Post by: Laxmi Sharma on February 25, 2021, 10:42:32 AM
বর্তমানে BNB ভালো জনপ্রিয় একটি কয়েন ক্রিপ্টোকারেন্সি মহাবিশ্বে। BNB টোকেন এর জনপ্রিয়তা দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে এবং এই BNB টোকেন ভবিষ্যতে আরো অনেক ভালো পজিশনে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকেই BNB টোকেন হোল্ড করেছে। আমিও দুইটা BNB হোল্ড করে রেখেছি আশা করছি অনেক বড় ধরনের প্রফিট অর্জন করতে পারব।
Title: Re: BNB সর্বকালের সব রেকর্ড ভেঙ্গে ২৮৪ ডলার !!!!!
Post by: LeziT on February 25, 2021, 12:41:30 PM
বি এন বি টেকেন জারা হোল্ড করে রেখেছিল তারা বর্তমানে ভালো রকম প্রফিট পেয়েছে।যেখানে বিএনবি কয়েনের দাম ছিল 33 ডলার সেখানে বর্তমানে দাম বৃদ্ধি পেয়ে হয়ে গিয়েছে 304 ডলার। তাহলে দেখা যাচ্ছে বড় রকমের একটি পাম্পিং করেছে বিএনবি।দেখা যায় তাহলে দেখতে পাওয়া যাবে বিএনবি 300 ডলার ছাড়িয়ে গেছে। যাদের কাছে এখনো এই টোকেন গুলো রয়েছে তারা আরও বেশি করে হোল্ড করুন। ভবিষ্যতে ভালো রকমের প্রফিট পাবেন।
Title: Re: BNB সর্বকালের সব রেকর্ড ভেঙ্গে ২৮৪ ডলার !!!!!
Post by: Malam90 on March 04, 2021, 04:19:45 PM
৩০০ ডলার ছাড়িয়ে গিয়েছিলো তবে বর্তমানে ২৫০ ডলারের কাছাকাছি অবস্থান করতেছে। বিনান্স স্মার্ট চেইন যত বেশি পপুলার হবে, যত বেশি প্রজেক্ট লিস্ট হবে তাদের ইকোসিস্টেমে তত চাহিদা বাড়বে বিনান্স কয়েনের বা বিএনবি’র। এছাড়া সাপ্লাইও কমাইছে আগের চেয়ে। তাই তার প্রভাব সুদূর প্রসারী হতে পারে। এজন্য বিএনবির দাম ৫০০ ডলার গেলেও অবাক হওয়ার কিছু নেই কারণ তার ইউটিলিটি আছে বর্তমানে।
Title: Re: BNB সর্বকালের সব রেকর্ড ভেঙ্গে ২৮৪ ডলার !!!!!
Post by: LazY on March 06, 2021, 07:09:09 PM
বি এন বি ইতিমধ্যে সর্বকালের সব রেকর্ড ভেঙে দিয়ে 300 ডলার ছাড়িয়ে গিয়েছিল। কেউ কখনো বিশ্বাস করে ছিল না হঠাৎ এতটা বৃদ্ধি পাবে এর দাম। যেখানে বিএনবির দাম ছিল 30 ডলার সেখানে ছাড়িয়ে গিয়েছে 300 ডলার। ইতোমধ্যে সবাই এই টোকেন কিনে হোল করা শুরু করে দিয়েছে। আমি মনে করি এই টোকেন কিনে হোল্ড করলে ভালো রকমের প্রফিট পাওয়া সম্ভব হবে।
Title: Re: BNB সর্বকালের সব রেকর্ড ভেঙ্গে ২৮৪ ডলার !!!!!
Post by: Apower$ on March 08, 2021, 02:44:24 PM
বর্তমানে BNB আগের সব রেকর্ড ভেঙে দিয়ে নতুন করে রেকর্ড তৈরি করেছে। বর্তমানে BNB এর প্রাইস প্রায় 200 ডলারের উপরে। আগে BNB এর দাম ছিল 30 ডলার। কিছুদিন আগে BNB প্রাইস প্রায় 300 ডলার হয়েছিলো। এখন BNB এর চাহিদা একটু বেড়েছে। সবাই এই BNB টোকেন কিনে হোল্ড করতে শুরু করেছে। কারণ এই টোকেন হোল্ড করে রাখতে পারলে ভালো রকমের প্রফিট পাওয়া যাবে।
Title: Re: BNB সর্বকালের সব রেকর্ড ভেঙ্গে ২৮৪ ডলার !!!!!
Post by: Milon626 on March 13, 2021, 05:53:37 AM
ইতোমধ্যেই বিএনবি পূর্বের সকল রেকর্ড ভেঙে দিয়ে নতুন করে রেকর্ড গড়ে ফেলেছে।  আসলে এভাবে যে বিএনবি পাম্প করবে তা আমরা কেউ ভাবতেও পারিনি।  যাদের বিএনবি ছিলো তারা এখন অনেক লাভবান হতে পেরেছে।                       
Title: Re: BNB সর্বকালের সব রেকর্ড ভেঙ্গে ২৮৪ ডলার !!!!!
Post by: Tubelight on March 17, 2021, 09:48:28 AM
বিএন বি এর মূল্য কিছুদিন আগে 320 ডলার অতিক্রম করেছিল। আমরা যে জিনিসটা কল্পনা করতে পারিনা সেই জিনিস তাই করে দেখিয়েছে বিএন বি। ভবিষ্যতে হয়ত বিএনবি ইথারিয়াম কে ছাড়িয়ে যেতে পারে। কারন মানুষ এখন অতিরিক্ত লেনদেনের কারণে বিনান্স প্ল্যাটফর্মের দিকে এগিয়ে আসছে।
Title: Re: BNB সর্বকালের সব রেকর্ড ভেঙ্গে ২৮৪ ডলার !!!!!
Post by: Centus on March 17, 2022, 03:49:32 PM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আরেকটি অন্যতম কয়েন হলো BNB। বর্তমানে ক্রিপ্টোকারেন্সি  মার্কেটে এই কয়েনের অনেক জনপ্রিয়তা রয়েছে। বর্তমানে মার্কেট অবস্থা খারাপ হওয়ায় এই কয়েনের দাম অনেক ডাম্পিং করেছে। কিছুদিন আগে BNB কয়েনটি দাম বেড়ে নতুন রেকর্ড করেছিল। ভবিষ্যতে এই কয়েন এর অবস্থা অনেক উন্নতির দিকে অগ্রসর হবে। তাই কেউ যদি কয়েন হোল্ড করে রাখতে পারে তাহলে ভবিষ্যতে অনেক লাভবান হবে।
Title: Re: BNB সর্বকালের সব রেকর্ড ভেঙ্গে ২৮৪ ডলার !!!!!
Post by: Fulshai on March 17, 2022, 05:28:54 PM
বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মারকেটিং বি এন বি কয়েন অনেকটাই রেকর্ড গড়েছে। বর্তমান মার্কেটে বি এন বি হচ্ছে একটি জনপ্রিয় কয়েন। কিছুদিন আগে এই কয়েনটি দাম কম ছিল। কিন্তু বর্তমানে বি এন বি কয়েনের দাম 200 থেকে 284 ডলার হয়েছে। যা অনেকটাই রেকর্ড গড়ার মত। তাই আশা করি ভবিষ্যতে বিএনবি কয়েন রেকর্ড গড়বে।