Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Malam90 on February 19, 2021, 09:43:24 AM

Title: বাংলা সেকশনের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করুন এখানে।
Post by: Malam90 on February 19, 2021, 09:43:24 AM
বাংলা সেকশনের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করার জন্য এই টপিকটা করা হলো। এখন থেকে সবাই এখানে আলোচনা করবেন-

* অনেকেই বানান ভূল করে থাকেন, যেটা অনেক দৃষ্টিকটু। সেটা এবং তার সঠিক বানান নিয়ে।
* কেউ স্পাম করলে সেটার লিংক সহ আলোচনা করবেন।
* কেউ কপি পেস্ট করলে সেটার লিংক সহ আলোচনা করবেন।
* কেউ অসদারচরণ করলে তার লিংক ও প্রমান সহ আলোচনা করবেন।
* কেউ স্কাম করলে সেটা নিয়ে আলোচনা করবেন।
* কেউ ফোরামের রুলস ভঙ্গ করলে এবং তার সমাধান নিয়ে আলোচনা করবেন।
* কেউ বাউন্টি সেকশনে স্পাম করলে সেটা নিয়ে এখানে আলোচনা করবেন।
* যে কোন সমস্যা দেখলে সেটা নিয়ে আলোচনা করবেন।

তবে মনে রাখবেন কাউকে হেয় করার জন্য কোন আলোচনা করবেন না। কারো সংশোধনের জন্য আলোচনা করতে হবে। যার সমস্যা নিয়ে আলোচনা করা হবে সেটা সুন্দর ভাষায় আলোচনা করতে হবে, কটাক্ষ করা যাবেনা।

আবারও বলছি এটা কাউকে হেয় করার জন্য নয়। যার যেটা ছোট খাটো মিসটেক হচ্ছে সেটা সুন্দর করে ধরিয়ে দেওয়ার জন্যই আলোচনা। মনে রাখতে হবে সবাই অনেক ভালো। তাদের সম্মানও করতে হবে পাশাপাশি কোন ভুল দেখলে সেটা সুন্দর করে ভালোবেসে ধরিয়ে দিতে হবে। যাতে তিনিও কিছু মনে না করেন।
Title: Re: বাংলা সেকশনের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করুন এখানে।
Post by: Malam90 on February 19, 2021, 09:47:58 AM
আমিই প্রথম শুরু করলাম।


হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন বাংলা ফোরামে এই দুই সিনিয়র ভাইরা অনেক ভালো ভালো পোস্ট করে থাকেন। তাদের পোস্ট থেকে আমরা যারা আছি তারা অনেক কিছু শিখতে পারি। এবং তারা অনেক নতুন নতুন তথ্য আমাদেরকে জানিয়েছেন। টগরি এই দুই চীনের বয়রা আস্তে আস্তে আরো ভালো মানের পোস্ট করবে এবং সেখান থেকে আমরা যারা নতুন তারা অনেক কিছু শিখতে। আমরা সবসময় চেষ্টা করব  তাদেরকে অনুসরণ করার । শুভকামনা রইল সিনিয়র ভাইদের জন্য।

আপনার এই কমেন্ট এ কয়েকটা বানান একটু এডিট করে সংশোধন করে সেভ করুন।

টগরি এই দুই চীনের বয়রা
টগরি কি?
চীনের বলতে চীন কে বুঝি আমরা। এটা হবে সিনিয়র।
বয়রা অর্থ হচ্ছে কান কালা বা যিনি কানে শোনেন না। বয়রা হবে ভাইয়েরা।

আপনি একটু কারেকশান করে নিন। ধন্যবাদ ভাই  :)
Title: Re: বাংলা সেকশনের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করুন এখানে।
Post by: Cristiano on February 19, 2021, 10:06:20 AM
টপিকঃ এটি পূর্ণাঙ্গ ভাবে সবার প্রয়োজন। আমি মনে করি এই রকম টপিক অনেক আগেই ক্রিয়েট করা প্রয়োজন ছিল। কিন্তু সেটা মনে না থাকার কারণে ক্রিয়েট করা হয়নি। খুবই সুন্দর একটি টপিক তৈরি করেছেন। এরকম টপিক পিন পোস্ট করে রেখে দাও ভালো। কারণ এই টপিকটি প্রত্যেকের প্রয়োজন পড়বে। তখন আবার খুঁজে পাওয়া অনেক কষ্টকর হয়ে পড়বে।আমি চাই আপনি যেন এই টপিকটি পিন করে দেন যাতে করে খুব সহজেই সবাই খুঁজে নিতে পারে।এখানে সবাই সবার সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করা হবে।যদি এই ফোরামে কারো কোন সমস্যা হয় তাহলে এই টপিকে তুলে ধরতে পারেন এবং আপনার সমস্যার সমাধান সিনিয়র ভাইরা অথবা মডারেটর ভাই আপনার সমস্যার সমাধান করে দিবে। খুবই তুলনামূলক একটি টপিক তৈরি হয়েছে। যেখানে জুনিয়র থেকে শুরু করে লিজেন্ডারি মেম্বার পর্যন্ত কারো কোন সমস্যা হলে অবশ্যই সমস্যার সমাধান পেয়ে যাবে।
Title: Re: বাংলা সেকশনের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করুন এখানে।
Post by: Alvida on February 19, 2021, 10:41:16 AM
আমিই প্রথম শুরু করলাম।


হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন বাংলা ফোরামে এই দুই সিনিয়র ভাইরা অনেক ভালো ভালো পোস্ট করে থাকেন। তাদের পোস্ট থেকে আমরা যারা আছি তারা অনেক কিছু শিখতে পারি। এবং তারা অনেক নতুন নতুন তথ্য আমাদেরকে জানিয়েছেন। টগরি এই দুই চীনের বয়রা আস্তে আস্তে আরো ভালো মানের পোস্ট করবে এবং সেখান থেকে আমরা যারা নতুন তারা অনেক কিছু শিখতে। আমরা সবসময় চেষ্টা করব  তাদেরকে অনুসরণ করার । শুভকামনা রইল সিনিয়র ভাইদের জন্য।

আপনার এই কমেন্ট এ কয়েকটা বানান একটু এডিট করে সংশোধন করে সেভ করুন।

টগরি এই দুই চীনের বয়রা
টগরি কি?
চীনের বলতে চীন কে বুঝি আমরা। এটা হবে সিনিয়র।
বয়রা অর্থ হচ্ছে কান কালা বা যিনি কানে শোনেন না। বয়রা হবে ভাইয়েরা।

আপনি একটু কারেকশান করে নিন। ধন্যবাদ ভাই  :)
অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে আমার এই ছোটখাটো ভুল গুলো ধরিয়ে দেওয়ার জন্য। পোস্ট করার আগে আমি পরবর্তীতে অবশ্যই  একবার করে দেখে নেব। যাতে আমার পোস্টে কোন ভুল ত্রুটি আছে নাকি।
Title: Re: বাংলা সেকশনের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করুন এখানে।
Post by: Malam90 on February 19, 2021, 10:41:52 AM
টপিকঃ এটি পূর্ণাঙ্গ ভাবে সবার প্রয়োজন। আমি মনে করি এই রকম টপিক অনেক আগেই ক্রিয়েট করা প্রয়োজন ছিল। কিন্তু সেটা মনে না থাকার কারণে ক্রিয়েট করা হয়নি। খুবই সুন্দর একটি টপিক তৈরি করেছেন। এরকম টপিক পিন পোস্ট করে রেখে দাও ভালো। কারণ এই টপিকটি প্রত্যেকের প্রয়োজন পড়বে। তখন আবার খুঁজে পাওয়া অনেক কষ্টকর হয়ে পড়বে।আমি চাই আপনি যেন এই টপিকটি পিন করে দেন যাতে করে খুব সহজেই সবাই খুঁজে নিতে পারে।এখানে সবাই সবার সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করা হবে।যদি এই ফোরামে কারো কোন সমস্যা হয় তাহলে এই টপিকে তুলে ধরতে পারেন এবং আপনার সমস্যার সমাধান সিনিয়র ভাইরা অথবা মডারেটর ভাই আপনার সমস্যার সমাধান করে দিবে। খুবই তুলনামূলক একটি টপিক তৈরি হয়েছে। যেখানে জুনিয়র থেকে শুরু করে লিজেন্ডারি মেম্বার পর্যন্ত কারো কোন সমস্যা হলে অবশ্যই সমস্যার সমাধান পেয়ে যাবে।

পরামর্শটি সুন্দর। কারণ পিন না করলে সেটা তলায় পড়ে হারিয়ে যায় কয়েকদিন পরে। তখন সেটা আর কারো চোখে পড়েনা।
পিন করে দিলাম। সবাই গঠণমূলক আলোচনা করতে সুবিধা হবে।
Title: Re: বাংলা সেকশনের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করুন এখানে।
Post by: LeziT on February 19, 2021, 10:43:49 AM
আমিই প্রথম শুরু করলাম।


হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন বাংলা ফোরামে এই দুই সিনিয়র ভাইরা অনেক ভালো ভালো পোস্ট করে থাকেন। তাদের পোস্ট থেকে আমরা যারা আছি তারা অনেক কিছু শিখতে পারি। এবং তারা অনেক নতুন নতুন তথ্য আমাদেরকে জানিয়েছেন। টগরি এই দুই চীনের বয়রা আস্তে আস্তে আরো ভালো মানের পোস্ট করবে এবং সেখান থেকে আমরা যারা নতুন তারা অনেক কিছু শিখতে। আমরা সবসময় চেষ্টা করব  তাদেরকে অনুসরণ করার । শুভকামনা রইল সিনিয়র ভাইদের জন্য।

আপনার এই কমেন্ট এ কয়েকটা বানান একটু এডিট করে সংশোধন করে সেভ করুন।

টগরি এই দুই চীনের বয়রা
টগরি কি?
চীনের বলতে চীন কে বুঝি আমরা। এটা হবে সিনিয়র।
বয়রা অর্থ হচ্ছে কান কালা বা যিনি কানে শোনেন না। বয়রা হবে ভাইয়েরা।

আপনি একটু কারেকশান করে নিন। ধন্যবাদ ভাই  :)
অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে আমার এই ছোটখাটো ভুল গুলো ধরিয়ে দেওয়ার জন্য। পোস্ট করার আগে আমি পরবর্তীতে অবশ্যই  একবার করে দেখে নেব। যাতে আমার পোস্টে কোন ভুল ত্রুটি আছে নাকি।
সংশোধন করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি মনে করি আপনি পরবর্তী সময় থেকে অবশ্যই পোস্ট করার আগ মুহূর্তে পোস্টটি পূর্ণভাবে পড়ে তারপর পোস্ট করবেন। এভাবে যদি সবাই সবার ভুল ত্রুটি সংশোধন করে নেয় তাহলে বাংলা ফোরাম অবশ্যই উন্নতি ঘটবে।
Title: Re: বাংলা সেকশনের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করুন এখানে।
Post by: Alvida on February 19, 2021, 10:46:22 AM
আমিই প্রথম শুরু করলাম।


হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন বাংলা ফোরামে এই দুই সিনিয়র ভাইরা অনেক ভালো ভালো পোস্ট করে থাকেন। তাদের পোস্ট থেকে আমরা যারা আছি তারা অনেক কিছু শিখতে পারি। এবং তারা অনেক নতুন নতুন তথ্য আমাদেরকে জানিয়েছেন। টগরি এই দুই চীনের বয়রা আস্তে আস্তে আরো ভালো মানের পোস্ট করবে এবং সেখান থেকে আমরা যারা নতুন তারা অনেক কিছু শিখতে। আমরা সবসময় চেষ্টা করব  তাদেরকে অনুসরণ করার । শুভকামনা রইল সিনিয়র ভাইদের জন্য।

আপনার এই কমেন্ট এ কয়েকটা বানান একটু এডিট করে সংশোধন করে সেভ করুন।

টগরি এই দুই চীনের বয়রা
টগরি কি?
চীনের বলতে চীন কে বুঝি আমরা। এটা হবে সিনিয়র।
বয়রা অর্থ হচ্ছে কান কালা বা যিনি কানে শোনেন না। বয়রা হবে ভাইয়েরা।

আপনি একটু কারেকশান করে নিন। ধন্যবাদ ভাই  :)
অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে আমার এই ছোটখাটো ভুল গুলো ধরিয়ে দেওয়ার জন্য। পোস্ট করার আগে আমি পরবর্তীতে অবশ্যই  একবার করে দেখে নেব। যাতে আমার পোস্টে কোন ভুল ত্রুটি আছে নাকি।
সংশোধন করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি মনে করি আপনি পরবর্তী সময় থেকে অবশ্যই পোস্ট করার আগ মুহূর্তে পোস্টটি পূর্ণভাবে পড়ে তারপর পোস্ট করবেন। এভাবে যদি সবাই সবার ভুল ত্রুটি সংশোধন করে নেয় তাহলে বাংলা ফোরাম অবশ্যই উন্নতি ঘটবে।
ধন্যবাদ ভাই আপনাকে আপনি আরও ভালোভাবে আমাকে বুঝিয়েছেন। এরপর পোস্ট করার আগে সেখানে ভুল ত্রুটি আছে কিনা তা অবশ্যই দেখে নেব।
Title: Re: বাংলা সেকশনের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করুন এখানে।
Post by: Malam90 on February 19, 2021, 10:52:55 AM
Quote
ধন্যবাদ ভাই আপনাকে আপনি আরও ভালোভাবে আমাকে বুঝিয়েছেন। এরপর পোস্ট করার আগে সেখানে ভুল ত্রুটি আছে কিনা তা অবশ্যই দেখে নেব।

পোস্ট করার আগে অনেক সময় চোখে পড়েনা বিশেষ করে যারা মোবাইলে টাইপ করেন। তাই পোস্ট করার পরে অন্তত ১ বার চেক করে দেখে নিতে পারেন যে বানান ঠিক আছে কিনা। কারণ বানান ভুলে অর্থ পরিবর্তন হয়ে যায়। তাই চেক করে ভুল থাকলে এডিট করে ঠিক করে তারপর আবার সেভ করবেন, তাহলে সমাধান হয়ে যাবে।  :D
Title: Re: বাংলা সেকশনের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করুন এখানে।
Post by: Alvida on February 19, 2021, 11:03:23 AM
Quote
ধন্যবাদ ভাই আপনাকে আপনি আরও ভালোভাবে আমাকে বুঝিয়েছেন। এরপর পোস্ট করার আগে সেখানে ভুল ত্রুটি আছে কিনা তা অবশ্যই দেখে নেব।

পোস্ট করার আগে অনেক সময় চোখে পড়েনা বিশেষ করে যারা মোবাইলে টাইপ করেন। তাই পোস্ট করার পরে অন্তত ১ বার চেক করে দেখে নিতে পারেন যে বানান ঠিক আছে কিনা। কারণ বানান ভুলে অর্থ পরিবর্তন হয়ে যায়। তাই চেক করে ভুল থাকলে এডিট করে ঠিক করে তারপর আবার সেভ করবেন, তাহলে সমাধান হয়ে যাবে।  :D
হ্যাঁ ভাই ঠিক আছে এরপরে পোস্ট করলে অবশ্যই ভালোভাবে দেখে নেব।
Title: Re: বাংলা সেকশনের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করুন এখানে।
Post by: Malam90 on February 19, 2021, 05:06:42 PM
VPN অন রেখে ফোরাম ভিজিট করলে কোন সমস্যা হবে নাকি এই বিষয়ে আমার কোন ধারণা নেই। এ বিষয়ে সঠিক ধারণা নেই এ বিষয়ে এই ফোরামের সিনিয়র ভাইরা সঠিক ধারণা দিতে পারবেন তাদের কাছ থেকে পরামর্শ নিতে হবে আপনাকে।


Rakib00 আপনি অন্যের পোস্ট (https://www.altcoinstalks.com/index.php?topic=193125.msg1094183#msg1094183)  কপি করেছেন এবং সেখান থেকে কয়েকটা শব্দ এদিক ওদিক করে ঘুরিয়ে পোস্ট করেছেন যা ফোরামের নিয়ম বহির্ভূত। আপনি ওয়ার্ড স্পিনিং করে কপি পেস্ট করেছেন এজন্য আপনাকে প্রথম এবং শেষবার অনুরোধ করলাম যেন আর এমন কপি পেস্ট বা ওয়ার্ড স্পিনিং না করেন। পরবর্তীতে করলে প্লাগরিজম করার কারণে স্ট্রাইক খেতে পারেন। তাই শুধরানোর জন্য অনুরোধ করছি।
Title: Re: বাংলা সেকশনের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করুন এখানে।
Post by: Malam90 on February 20, 2021, 07:10:45 AM
(https://i.imgur.com/Nc42CjJ.jpg)


Lovepro Max বিরতি দিয়ে দিয়ে পোস্ট করুন।
Altcoins(অন্যান্য কয়েন)
নতুনদের
এএনএন ও অন্যান্য অনুবাদ
ক্রিপ্টোকুরেন্সি খবর
ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এবং এক্সচেঞ্জ গুলি
রেফারেল প্রোগ্রাম ও এয়ারড্রপ
স্কাম প্রকল্প ও বাউন্টি আলোচনা
অর্থনীতি ও ক্রিপ্টোকারেন্সি
সবগুলো চাইল্ড বোর্ডে ১-২ টা করে পোস্ট করুন। একসাথে একই সময়ে মেইন বোর্ডে এতগুলো কমেন্টস আর করবেন না দয়া করে। এটা কিন্তু স্পাম হয়ে যাচ্ছে। তাই সংশোধন করে নিন।
Title: Re: বাংলা সেকশনের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করুন এখানে।
Post by: Lovepro Max on February 20, 2021, 07:36:18 AM
(https://i.imgur.com/Nc42CjJ.jpg)


Lovepro Max বিরতি দিয়ে দিয়ে পোস্ট করুন।
Altcoins(অন্যান্য কয়েন)
নতুনদের
এএনএন ও অন্যান্য অনুবাদ
ক্রিপ্টোকুরেন্সি খবর
ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এবং এক্সচেঞ্জ গুলি
রেফারেল প্রোগ্রাম ও এয়ারড্রপ
স্কাম প্রকল্প ও বাউন্টি আলোচনা
অর্থনীতি ও ক্রিপ্টোকারেন্সি
সবগুলো চাইল্ড বোর্ডে ১-২ টা করে পোস্ট করুন। একসাথে একই সময়ে মেইন বোর্ডে এতগুলো কমেন্টস আর করবেন না দয়া করে। এটা কিন্তু স্পাম হয়ে যাচ্ছে। তাই সংশোধন করে নিন।
ধন্যবাদ ভাই সুন্দর উপদেশ দেওয়ার জন্য।হ্যাঁ আজকে আমি হয়তো একটু বেশি পোস্ট করে ফেলেছি। আমার মনে হয় আমাদের সকলকে এই বেশি বেশি পোস্ট এবং নতুন টপিক তৈরি করা উচিত। কেননা আমাদের এই বাংলা বোর্ডের পোষ্টের সংখ্যা খুবই কম।আমরা অন্যান্য লোকাল বোর্ডের সাথে যদি তুলনা করি। যেহেতু আমাদের এই লোকাল বোর্ড টাকে উন্নতির শিখরে দুই নম্বর অবস্থানে নিয়ে যেতে হবে। সেজন্য সবারই বেশি বেশি পোস্ট করা দরকার।
Title: Re: বাংলা সেকশনের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করুন এখানে।
Post by: Malam90 on February 21, 2021, 06:34:24 AM
16/02--22/02
Week:4
Telegram Campaign
1. https://t.me/Daily_Rewards/272698
2. https://t.me/ETHERC_Official/257988
3. https://t.me/laborcrypto/275629
4. https://t.me/JMBountyClub/1756206
5. https://t.me/Melecoin_BD/11438

বাউন্টি থ্রেডে যে পোস্ট করেছেন সেটা অন্যের চোখে পড়ার আগেই ডিলিট করে দেন। বাংলাদেশী বলে আমি আর রিপোর্ট করলাম না। আশা করি দ্রুত পোস্টটি সরিয়ে ফেলবেন।
Title: Re: বাংলা সেকশনের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করুন এখানে।
Post by: Malam90 on February 21, 2021, 07:35:50 AM
Sonjoy আপনার আগেও  একই বিষয়ে কয়েকজনকে বলেছি। প্রত্যেককে ধরে ধরে বলতে হবে কেন? সহজ ভাষায় যদি আপনারা না শুনেন তাহলে মডারেটরকে কঠিন হতে হবে।

(https://i.imgur.com/eOEHH05.jpg)


বিরতি দিয়ে দিয়ে পোস্ট করুন।
Altcoins(অন্যান্য কয়েন)
নতুনদের
এএনএন ও অন্যান্য অনুবাদ
ক্রিপ্টোকুরেন্সি খবর
ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এবং এক্সচেঞ্জ গুলি
রেফারেল প্রোগ্রাম ও এয়ারড্রপ
স্কাম প্রকল্প ও বাউন্টি আলোচনা
অর্থনীতি ও ক্রিপ্টোকারেন্সি
সবগুলো চাইল্ড বোর্ডে ১-২ টা করে পোস্ট করুন। একসাথে একই সময়ে মেইন বোর্ডে এতগুলো কমেন্টস আর করবেন না দয়া করে। এটা কিন্তু স্পাম হয়ে যাচ্ছে। তাই সংশোধন করে নিন।
Title: Re: বাংলা সেকশনের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করুন এখানে।
Post by: Lutera94 on February 21, 2021, 07:44:44 AM
Quote
ধন্যবাদ ভাই আপনাকে আপনি আরও ভালোভাবে আমাকে বুঝিয়েছেন। এরপর পোস্ট করার আগে সেখানে ভুল ত্রুটি আছে কিনা তা অবশ্যই দেখে নেব।

পোস্ট করার আগে অনেক সময় চোখে পড়েনা বিশেষ করে যারা মোবাইলে টাইপ করেন। তাই পোস্ট করার পরে অন্তত ১ বার চেক করে দেখে নিতে পারেন যে বানান ঠিক আছে কিনা। কারণ বানান ভুলে অর্থ পরিবর্তন হয়ে যায়। তাই চেক করে ভুল থাকলে এডিট করে ঠিক করে তারপর আবার সেভ করবেন, তাহলে সমাধান হয়ে যাবে।  :D
আমিও মোবাইলে লিখালিখি করি, তবে আমার টাইপিং স্পীড অনেক বেশি তবে সেক্ষেত্রে ভুল হওয়ার ও সম্ভাবনা কম থাকে কারণ আমি অনেক দিন ধরে এভাবে টাইপ করে অভ্যস্ত। তারপর ও পোস্ট করার আগে রিভিউ দিয়ে দেখি ঠিক আছে কি না। মাঝে মধ্যে কিছু ভুল পাই পরে তা সংশোধন করে ফেলি । তাই সবার উচিত এ ব্যাপারে লক্ষ্য রাখা।
Title: Re: বাংলা সেকশনের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করুন এখানে।
Post by: babu10 on February 21, 2021, 07:56:07 AM
খুবই যুগপোযোগী একটা পোষ্ট পেলাম মডারেটর ভাইয়ের কাছ থেকে যদিও উনার প্রতিটি পোষ্টই আমি মনোযোগদিয়ে পড়ি এবং উপকারী। আমরা সর্বোপরি সবার উপকার চাই এবং সকল ভাইবোনকে নিয়ে সুন্দরমতো বাংলা বোর্ডটাকে এগিয়ে নিতে চাই এজন্য আলোচনা দরকার এবং একটা প্লাটফর্মও আর মডারেটর ভাই সেইটা অনুধাবন করেই এই টপিকটা সৃষ্টি করেছেন। আমাদের কাজ করতে গেলে ভূলক্রুটি হবেই কিন্তু কারো কোন সমস্যা দেখাদিলে বা নজরে পড়লে এখানে সহজেই দেখিয়ে দিলে আমাদের ভাইবোনদের আর কোন অসুবিধা হবেনা তবে মনে রাখতে হবে কারো ভুল ধরিয় দেয়া মানে তাকে অপমান করা নয়, তার বন্দুর পথটাকে আরো মসৃন করা। তাই আমরা বা অন্য কেউ যদি কারো সংশোধনী বলেন তাহলে তড়িৎগতিতে সমাধান করবেন তাতে দিনশেষে আপনারই লাভ।
Title: Re: বাংলা সেকশনের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করুন এখানে।
Post by: AlviNess on February 21, 2021, 02:13:06 PM
অবশ্যই আমি এখানে আলোচনা করব। আমার যে বিষয়টা বুঝতে সমস্যা হবে অবশ্যই আমি এই সেকশনে আলোচনা করব।
Title: Re: বাংলা সেকশনের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করুন এখানে।
Post by: Malam90 on February 21, 2021, 02:41:50 PM
অবশ্যই আমি এখানে আলোচনা করব। আমার যে বিষয়টা বুঝতে সমস্যা হবে অবশ্যই আমি এই সেকশনে আলোচনা করব।

এখানে বুঝতে সমস্যা হলে আলোচনা করার মত  টপিক এটা না। আগে অবশ্যই মূল টপিক পড়ে তারপর মন্তব্য করার জন্য অনুরোধ করা হলো। দয়া করে কেউ অযথা মন্তব্য এই টপিকে করবেন না। এখানে শুধুমাত্র বাংলা সেকশনের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হবে।
Title: Re: বাংলা সেকশনের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করুন এখানে।
Post by: Fariwala on March 01, 2021, 03:35:01 AM
অসাধারণ একটি টপিক তৈরি করেছেন মালাম ভাই পোস্টটি আমি সুন্দর ভাবে পড়লাম এবং দেখলাম যে  মালাম ভাই যেগুলো কথা বলেছেন এগুলো যদি এই খানে পোস্ট করা যায় তাহলে অবশ্যই অবশ্যই ফোরাম এর কোয়ালিটি আরো ভালো হবে এবং সুন্দর হবে তাই মনে হচ্ছে আপনাদের যে কোন সমস্যা কারণ এখানে সবাই পোষ্ট করবেন এবং সুন্দরভাবে নম্র ভদ্র ভাষায় লিখবেন। কেউ যদি কপি পোস্ট করে তাহলে এখানে লিংক এবং প্রমানসহ পোস্ট করবেন এডমিন সেকশনে যারা আছে তারা এটি দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এবং এখানে আরো অন্যান্য সমস্যার কথাও হেয়ার  করতে পারেন ।
Title: Re: বাংলা সেকশনের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করুন এখানে।
Post by: Milon626 on March 04, 2021, 04:51:48 AM
Quote
ধন্যবাদ ভাই আপনাকে আপনি আরও ভালোভাবে আমাকে বুঝিয়েছেন। এরপর পোস্ট করার আগে সেখানে ভুল ত্রুটি আছে কিনা তা অবশ্যই দেখে নেব।

পোস্ট করার আগে অনেক সময় চোখে পড়েনা বিশেষ করে যারা মোবাইলে টাইপ করেন। তাই পোস্ট করার পরে অন্তত ১ বার চেক করে দেখে নিতে পারেন যে বানান ঠিক আছে কিনা। কারণ বানান ভুলে অর্থ পরিবর্তন হয়ে যায়। তাই চেক করে ভুল থাকলে এডিট করে ঠিক করে তারপর আবার সেভ করবেন, তাহলে সমাধান হয়ে যাবে।  :D
হুম, আমরা সবাই যদি প্রত্যেকটা পোস্ট করার পরে একবার ভালো করে মনযোগ দিয়ে পোস্টটি লক্ষ্য করি তাহলে পোস্টে বানান ভুল থাকলে সেইটা আমাদের চোখে পড়বে।  তারপর আমরা আবার সেইটা মোডিফাই করে সংশোধন করে নিতে পারি।  তাই আমাদের সকলেরই উচিৎ পোস্ট দেওয়ার পরেও একবার ভালো করে পোস্টটি পড়ে নেওয়া।                                   
Title: Re: বাংলা সেকশনের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করুন এখানে।
Post by: ttcsalam on March 04, 2021, 02:52:28 PM
(https://i.imgur.com/Nc42CjJ.jpg)


Lovepro Max বিরতি দিয়ে দিয়ে পোস্ট করুন।
Altcoins(অন্যান্য কয়েন)
নতুনদের
এএনএন ও অন্যান্য অনুবাদ
ক্রিপ্টোকুরেন্সি খবর
ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এবং এক্সচেঞ্জ গুলি
রেফারেল প্রোগ্রাম ও এয়ারড্রপ
স্কাম প্রকল্প ও বাউন্টি আলোচনা
অর্থনীতি ও ক্রিপ্টোকারেন্সি
সবগুলো চাইল্ড বোর্ডে ১-২ টা করে পোস্ট করুন। একসাথে একই সময়ে মেইন বোর্ডে এতগুলো কমেন্টস আর করবেন না দয়া করে। এটা কিন্তু স্পাম হয়ে যাচ্ছে। তাই সংশোধন করে নিন।
বিরতি দিয়ে দিয়ে পোষ্ট করা উচিত আমাদের। দ্রুত রাংখ বাড়াতে গিয়ে আইডি নষ্ট হলে কিন্তু বিপদ হয়ে যাবে। সবাই সচেতন হই।
Title: Re: বাংলা সেকশনের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করুন এখানে।
Post by: Rockalo on March 05, 2021, 03:20:54 PM
(https://i.imgur.com/Nc42CjJ.jpg)


Lovepro Max বিরতি দিয়ে দিয়ে পোস্ট করুন।
Altcoins(অন্যান্য কয়েন)
নতুনদের
এএনএন ও অন্যান্য অনুবাদ
ক্রিপ্টোকুরেন্সি খবর
ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এবং এক্সচেঞ্জ গুলি
রেফারেল প্রোগ্রাম ও এয়ারড্রপ
স্কাম প্রকল্প ও বাউন্টি আলোচনা
অর্থনীতি ও ক্রিপ্টোকারেন্সি
সবগুলো চাইল্ড বোর্ডে ১-২ টা করে পোস্ট করুন। একসাথে একই সময়ে মেইন বোর্ডে এতগুলো কমেন্টস আর করবেন না দয়া করে। এটা কিন্তু স্পাম হয়ে যাচ্ছে। তাই সংশোধন করে নিন।
অনেকদিন ধরে এখানে আছি। তবে তাড়াহুড়া করে পোস্ট করিনি। হঠাৎ করে যে কোন ইউজার তাড়াহুড়া করে পোস্ট করলে, পোস্ট গুলোতে যদি ভুল না থাকে তাহলে সেগুলো স্পামিং হবে বলে আমি মনে করি না। অনেক ইউজার প্রতিনিয়ত 100 টিরও বেশি পোস্ট করে থাকে। অনেক আগে অনেক ইউজার 100 টিরও বেশি করেছে। সেগুলো কি স্পামিং নয়? তবে শুধু আমাদের বাংলা ভাষাভাষীদের জন্য কেন এরকম রুলস করবেন?
আমি মনে করি বাঙালিরা যত খুশি পোস্ট করুক, অন্যান্য সেকশন এর দিকে তাকান, সেখানকার ইউজাররাও কিন্তু পদমর্যাদা বৃদ্ধি করার জন্য অনেক পোস্ট করে। আমি মনে করি বাঙালিদের মধ্যে করতে দেওয়া উচিত। বর্তমান মোডারেটর শান্তশিষ্ট, ভালো মনের মানুষ। সুতরাং ইউজারদের সমস্যা হবে না বলে আমি মনে করি।
Title: Re: বাংলা সেকশনের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করুন এখানে।
Post by: Malam90 on March 05, 2021, 03:53:58 PM
Rockalo
যেহেতু আপনি নতুন ইউজার, আপনাকে স্বাগতম। এবং আপনি আস্তে ধীরে এগুচ্ছেন, তাড়াহুড়া করতেছেন না-এটা ভালো দিক। আর কোনটা ভালো কোনটা মন্দ সেটা বুঝতে নতুনদের সময় লাগে। আমাদেরও লেগেছে। ভালো মন্দ বোঝার এবং বুঝানোর জন্য মডারেটর নিয়োগ দেওয়া আছে। তারা ফোরামের ভালো মন্দ নিয়ে চিন্তা করেন পাশাপাশি সকলের স্বার্থ নিয়ে চিন্তা করেন, তাই মডারেটররা যেটা বলেন চিন্তা ভাবনা করেই বলেন। তাদের সেই কাজে সহযোগীতা করুন। বাংলা বোর্ড হচ্ছে শিক্ষা গ্রহণ করার স্থান।
Title: Re: বাংলা সেকশনের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করুন এখানে।
Post by: Rockalo on March 05, 2021, 04:03:17 PM
Rockalo
যেহেতু আপনি নতুন ইউজার, আপনাকে স্বাগতম। এবং আপনি আস্তে ধীরে এগুচ্ছেন, তাড়াহুড়া করতেছেন না-এটা ভালো দিক। আর কোনটা ভালো কোনটা মন্দ সেটা বুঝতে নতুনদের সময় লাগে। আমাদেরও লেগেছে। ভালো মন্দ বোঝার এবং বুঝানোর জন্য মডারেটর নিয়োগ দেওয়া আছে। তারা ফোরামের ভালো মন্দ নিয়ে চিন্তা করেন পাশাপাশি সকলের স্বার্থ নিয়ে চিন্তা করেন, তাই মডারেটররা যেটা বলেন চিন্তা ভাবনা করেই বলেন। তাদের সেই কাজে সহযোগীতা করুন। বাংলা বোর্ড হচ্ছে শিক্ষা গ্রহণ করার স্থান।
ধন্যবাদ। খুব তাড়াতাড়ি রেসপন্স করেন বিষয়টা খুবই ভাল। আমি এখানে সিনিয়র সদস্য এর অ্যাকাউন্ট টেলিপোর্ট নিয়ে আসতে পারি। বিটকয়েন্টক থেকে। তবে 312 টি পোষ্ট এর জন্য আসতেছি না। কারণ 312 টি পোস্ট আমি নগন্য বলে মনে করি। আমি ম্যানুয়ালি পোস্ট করে পদমর্যাদা বৃদ্ধি করতে চাই। তাড়াহুড়া নেই। উপদেশ ও পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ। আরেকটি বিষয় হলো বাঙালি ইউজারদের বৃদ্ধি করতে সুযোগ করে দিন। তাহলেই বাঙালি কমিউনিটির অনেক বেশি শক্ত হবে। কারণ এরকম সেকশন পাওয়ার আমাদের ভাগ্যের ব্যাপার। বিটকয়েন্টক এ যুদ্ধ করেও এরকম সেকশন পাওয়া যাবে না।
Title: Re: বাংলা সেকশনের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করুন এখানে।
Post by: Goldlife on March 05, 2021, 06:00:27 PM
Quote
ধন্যবাদ ভাই আপনাকে আপনি আরও ভালোভাবে আমাকে বুঝিয়েছেন। এরপর পোস্ট করার আগে সেখানে ভুল ত্রুটি আছে কিনা তা অবশ্যই দেখে নেব।

পোস্ট করার আগে অনেক সময় চোখে পড়েনা বিশেষ করে যারা মোবাইলে টাইপ করেন। তাই পোস্ট করার পরে অন্তত ১ বার চেক করে দেখে নিতে পারেন যে বানান ঠিক আছে কিনা। কারণ বানান ভুলে অর্থ পরিবর্তন হয়ে যায়। তাই চেক করে ভুল থাকলে এডিট করে ঠিক করে তারপর আবার সেভ করবেন, তাহলে সমাধান হয়ে যাবে।  :D
মালাম আপনার ধারনাটি হান্ডেট পার্সেন্ট সঠিক কারণ কারণ কিছু কিছু মেম্বার আছে যারা মোবাইল দিয়ে টাইপিং করে এবং তারা নিজে হাতে দিলে কেউ না তারা ভয়েস টাইপিং করে পোস্ট করেন সেক্ষেত্রে অনেক বানান ভুল হয়ে যায় । আপনারা সবাই পোস্ট করার পূর্বে ভালোভাবে পোস্টটি পড়ে নিবেন এবং দেখবেন কোথাও ভুল আছে কিনা ভুল থাকলে শুধরে নেবেন এবং সেটি ফোরামের জন্য অনেক অনেক সুন্দর হবে।
Title: Re: বাংলা সেকশনের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করুন এখানে।
Post by: raisajahan on March 05, 2021, 06:07:39 PM
সর্ব প্রথম ধন্যবাদ জানাই এই রকম সুন্দর একটা সৃজনশীল টপিক তৈরী করার জন্য।  বাংলা ফোরামে দেখছি অনেকে হুটহাঠ করে টপিক তৈরী করছেন অভিজ্ঞতা ছাড়াই আবার টপিক খোলার সময় বানান ও ভুল করছেন। নতুন টপিক খুলতে হলে জেনে বুঝে খুলতে হবে।
Title: Re: বাংলা সেকশনের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করুন এখানে।
Post by: Malam90 on March 06, 2021, 05:07:59 PM
Rockalo
যেহেতু আপনি নতুন ইউজার, আপনাকে স্বাগতম। এবং আপনি আস্তে ধীরে এগুচ্ছেন, তাড়াহুড়া করতেছেন না-এটা ভালো দিক। আর কোনটা ভালো কোনটা মন্দ সেটা বুঝতে নতুনদের সময় লাগে। আমাদেরও লেগেছে। ভালো মন্দ বোঝার এবং বুঝানোর জন্য মডারেটর নিয়োগ দেওয়া আছে। তারা ফোরামের ভালো মন্দ নিয়ে চিন্তা করেন পাশাপাশি সকলের স্বার্থ নিয়ে চিন্তা করেন, তাই মডারেটররা যেটা বলেন চিন্তা ভাবনা করেই বলেন। তাদের সেই কাজে সহযোগীতা করুন। বাংলা বোর্ড হচ্ছে শিক্ষা গ্রহণ করার স্থান।
ধন্যবাদ। খুব তাড়াতাড়ি রেসপন্স করেন বিষয়টা খুবই ভাল। আমি এখানে সিনিয়র সদস্য এর অ্যাকাউন্ট টেলিপোর্ট নিয়ে আসতে পারি। বিটকয়েন্টক থেকে। তবে 312 টি পোষ্ট এর জন্য আসতেছি না। কারণ 312 টি পোস্ট আমি নগন্য বলে মনে করি। আমি ম্যানুয়ালি পোস্ট করে পদমর্যাদা বৃদ্ধি করতে চাই। তাড়াহুড়া নেই। উপদেশ ও পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ। আরেকটি বিষয় হলো বাঙালি ইউজারদের বৃদ্ধি করতে সুযোগ করে দিন। তাহলেই বাঙালি কমিউনিটির অনেক বেশি শক্ত হবে। কারণ এরকম সেকশন পাওয়ার আমাদের ভাগ্যের ব্যাপার। বিটকয়েন্টক এ যুদ্ধ করেও এরকম সেকশন পাওয়া যাবে না।

টেলিপোর্ট করতে পারেন। যেহেতু সুযোগ আছে, সেটা কে কাজে লাগানো যেতে পারে।
আরেকটা কথা-আমি আমার লোকাল ইউজারদের জন্য যতটুকু ফ্রেন্ডলী, সেটা গ্লোবাল মডারেটররাও জানে। ফোরামের রুলস অনুযায়ী স্বল্প সময়ে অনেকগুলো পোস্ট করাটাও স্পামের আওতায় পড়ে।

Quote
If the user is simply posting too many posts in a very short amount of time, then report the user here

তাই পোস্ট করতে আমি নিষেধ করিনা। নিষেধ করি কমেন্ট করতে বসে একসাথে ২৫-৩০টা কমেন্টস করে যেটা স্পাম। তারা সবগুলো চাইল্ডবোর্ড, মেইনবোর্ড মিলে বিরতি দিয়ে দিয়ে কমেন্টস করলে কারো চোখে পড়েনা এবং সেটাই তার জন্য ভালো।

Title: Re: বাংলা সেকশনের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করুন এখানে।
Post by: Tubelight on March 20, 2021, 05:15:06 PM
বাংলা সেকশনের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করার জন্য এই টপিকটা করা হলো। এখন থেকে সবাই এখানে আলোচনা করবেন-

* অনেকেই বানান ভূল করে থাকেন, যেটা অনেক দৃষ্টিকটু। সেটা এবং তার সঠিক বানান নিয়ে।
* কেউ স্পাম করলে সেটার লিংক সহ আলোচনা করবেন।
* কেউ কপি পেস্ট করলে সেটার লিংক সহ আলোচনা করবেন।
* কেউ অসদারচরণ করলে তার লিংক ও প্রমান সহ আলোচনা করবেন।
* কেউ স্কাম করলে সেটা নিয়ে আলোচনা করবেন।
* কেউ ফোরামের রুলস ভঙ্গ করলে এবং তার সমাধান নিয়ে আলোচনা করবেন।
* কেউ বাউন্টি সেকশনে স্পাম করলে সেটা নিয়ে এখানে আলোচনা করবেন।
* যে কোন সমস্যা দেখলে সেটা নিয়ে আলোচনা করবেন।

তবে মনে রাখবেন কাউকে হেয় করার জন্য কোন আলোচনা করবেন না। কারো সংশোধনের জন্য আলোচনা করতে হবে। যার সমস্যা নিয়ে আলোচনা করা হবে সেটা সুন্দর ভাষায় আলোচনা করতে হবে, কটাক্ষ করা যাবেনা।

আবারও বলছি এটা কাউকে হেয় করার জন্য নয়। যার যেটা ছোট খাটো মিসটেক হচ্ছে সেটা সুন্দর করে ধরিয়ে দেওয়ার জন্যই আলোচনা। মনে রাখতে হবে সবাই অনেক ভালো। তাদের সম্মানও করতে হবে পাশাপাশি কোন ভুল দেখলে সেটা সুন্দর করে ভালোবেসে ধরিয়ে দিতে হবে। যাতে তিনিও কিছু মনে না করেন।
আমাদের এই বাংলা সেকশন অনেক ভালো একটি সেকশন বলে আমি মনে করি। কারণ এই সেকশনে কোন সমস্যা নিয়ে পোস্ট করলে অবশ্যই অনেক পজিটিভ ফিডব্যাক পাওয়া যায়। আমরা আসলেই অনেক গর্বিত কারণ আমরা এই ধরনের একটি বোর্ড পেয়েছি।
Title: Re: বাংলা সেকশনের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করুন এখানে।
Post by: Malam90 on March 21, 2021, 01:58:10 PM
Tubelight

আপনাকে সতর্ক করে দিলাম। আপনি গত কয়েকদিন ক্রমাগত স্পাম করেই যাচ্ছেন।
ফোরামে একদিনে সব পোস্ট করার চিন্তা বাদ দিয়ে প্রতিদিন সময় নিয়ে নিয়ে পোস্ট করুন।
একই দিনে এত এত পোস্ট করবেন না। ধন্যবাদ
Title: Re: বাংলা সেকশনের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করুন এখানে।
Post by: Cristiano on March 30, 2021, 09:19:17 AM
আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কোয়ালিটি সম্পুর্ন পোস্ট করার জন্য ফুল নোট সম্পর্কে আমার তেমন একটা ধারণা ছিল না আপনার এই পোস্টটি থেকে আমি মোটামুটি ফুল সম্পর্কে একটি ধারণা পেলাম এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ।
এরকম আরো নিত্যনতুন পোস্ট আমাদের সামনে তুলে ধরবেন আশা করি তাহলে কিন্তু আমাদের ফোরামে একদিন উন্নতির শিখরে পৌঁছে যেতে পারবে ধন্যবাদ সকলকে
তিনি একজন ফোরামের সিনিয়র মেম্বার।তিনি আর এক সিনিয়র মেম্বার টপিকে কমেন্ট করেছেন এইগুলো। এটা একজন সিনিয়র মেম্বার এর কমেন্ট কখনো আশা করা যায় না। কমেন্টগুলো তথ্যবহুল এবং কনস্ট্রাক্টিভ করার চেষ্টা করুন। এ বিষয়ে জানতে পারলাম জানা ছিল না, অনেক উপকৃত হলাম, এগুলো কমেন্ট করা বাদ দিন। কারণ বর্তমানে এগুলোকে স্পামিং হিসেবে ধরা হচ্ছে।
Title: Re: বাংলা সেকশনের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করুন এখানে।
Post by: Tepona on March 31, 2021, 06:09:10 AM
আমি অনেকদিন ধরেই সিনিয়র ভাইদের সাথে এখানে কাজ করে যাচ্ছি। আমি দেখতে পাচ্ছি আমাদের কিছু বড় ভাই ইতোমধ্যেই বাংলা ভোট ছেড়ে দিয়েছে, আশা করি সব সিনিয়রদের বা জুনিয়রদের উচিত তাদেরকে ফিরে আনা। তাদেরকে ফিরে আনার জন্য অনুরোধ জানাচ্ছি।
Coin63@ ভাই আপনি বাংলা সেশনকে ফিরে আসুন। আমাদের কিছু হতভাগা পোলাপানরা আপনারে বাংলা বোর্ডে দেখতে চায়। আমরা কিছু নতুন পোলাপান এখানে জয়েন করেছি, আমরা থাকবো বাংলা বোর্ডে অথচ আপনি নেই, এটা বেমানান।
Title: Re: বাংলা সেকশনের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করুন এখানে।
Post by: Goldlife on March 31, 2021, 01:58:45 PM
আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কোয়ালিটি সম্পুর্ন পোস্ট করার জন্য ফুল নোট সম্পর্কে আমার তেমন একটা ধারণা ছিল না আপনার এই পোস্টটি থেকে আমি মোটামুটি ফুল সম্পর্কে একটি ধারণা পেলাম এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ।
এরকম আরো নিত্যনতুন পোস্ট আমাদের সামনে তুলে ধরবেন আশা করি তাহলে কিন্তু আমাদের ফোরামে একদিন উন্নতির শিখরে পৌঁছে যেতে পারবে ধন্যবাদ সকলকে
তিনি একজন ফোরামের সিনিয়র মেম্বার।তিনি আর এক সিনিয়র মেম্বার টপিকে কমেন্ট করেছেন এইগুলো। এটা একজন সিনিয়র মেম্বার এর কমেন্ট কখনো আশা করা যায় না। কমেন্টগুলো তথ্যবহুল এবং কনস্ট্রাক্টিভ করার চেষ্টা করুন। এ বিষয়ে জানতে পারলাম জানা ছিল না, অনেক উপকৃত হলাম, এগুলো কমেন্ট করা বাদ দিন। কারণ বর্তমানে এগুলোকে স্পামিং হিসেবে ধরা হচ্ছে।

এটা একটা কমন বিষয় হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে বাংলা ফোরামের যারা নতুন নতুন সিনিয়র মেম্বার রয়েছেন তারা কিন্তু এই ধরনের স্পামিং কিন্তু বেশিরভাগই করছেন এবং কিছু কিছু আইডি আপনি লক্ষ করে দেখবেন যে এক সপ্তার ভিতর প্রায় হিরো মেম্বার পর্যন্ত চলে গেছে আপনি একটু লক্ষ্য করলে সেটি দেখতে পারবেন তারা কি রকম পোস্ট করছে এবং কিরকম লো কলেটির পোষ্টের মাধ্যমে এতদুর পর্যন্ত যাচ্ছে এটা অবশ্যই মডারেটর ভাইদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে।চোখের পলকে কিন্তু কয়েকটি মেম্বার আমি দেখলাম যে হিরো মেম্বার হয়ে গেল এদিকে কিন্তু সবাইকে লক্ষ রাখতে হবে মডারেটর হিসেবে যারা দায়িত্বে আছেন
Title: Re: বাংলা সেকশনের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করুন এখানে।
Post by: Danilo Malaggay on April 01, 2021, 08:00:33 AM
ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ কথা গুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য
অনেকেই এই বিষয় গুলো নিয়ে কোন ধরনের পোষ্ট ই করেনা।
Title: Re: বাংলা সেকশনের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করুন এখানে।
Post by: Tepona on April 03, 2021, 07:15:14 AM
আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কোয়ালিটি সম্পুর্ন পোস্ট করার জন্য ফুল নোট সম্পর্কে আমার তেমন একটা ধারণা ছিল না আপনার এই পোস্টটি থেকে আমি মোটামুটি ফুল সম্পর্কে একটি ধারণা পেলাম এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ।
এরকম আরো নিত্যনতুন পোস্ট আমাদের সামনে তুলে ধরবেন আশা করি তাহলে কিন্তু আমাদের ফোরামে একদিন উন্নতির শিখরে পৌঁছে যেতে পারবে ধন্যবাদ সকলকে
তিনি একজন ফোরামের সিনিয়র মেম্বার।তিনি আর এক সিনিয়র মেম্বার টপিকে কমেন্ট করেছেন এইগুলো। এটা একজন সিনিয়র মেম্বার এর কমেন্ট কখনো আশা করা যায় না। কমেন্টগুলো তথ্যবহুল এবং কনস্ট্রাক্টিভ করার চেষ্টা করুন। এ বিষয়ে জানতে পারলাম জানা ছিল না, অনেক উপকৃত হলাম, এগুলো কমেন্ট করা বাদ দিন। কারণ বর্তমানে এগুলোকে স্পামিং হিসেবে ধরা হচ্ছে।

এটা একটা কমন বিষয় হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে বাংলা ফোরামের যারা নতুন নতুন সিনিয়র মেম্বার রয়েছেন তারা কিন্তু এই ধরনের স্পামিং কিন্তু বেশিরভাগই করছেন এবং কিছু কিছু আইডি আপনি লক্ষ করে দেখবেন যে এক সপ্তার ভিতর প্রায় হিরো মেম্বার পর্যন্ত চলে গেছে আপনি একটু লক্ষ্য করলে সেটি দেখতে পারবেন তারা কি রকম পোস্ট করছে এবং কিরকম লো কলেটির পোষ্টের মাধ্যমে এতদুর পর্যন্ত যাচ্ছে এটা অবশ্যই মডারেটর ভাইদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে।চোখের পলকে কিন্তু কয়েকটি মেম্বার আমি দেখলাম যে হিরো মেম্বার হয়ে গেল এদিকে কিন্তু সবাইকে লক্ষ রাখতে হবে মডারেটর হিসেবে যারা দায়িত্বে আছেন
ভাই আপনার সাথে আমি কখনোই একমত না। কারণ একজন ইউজার পরিশ্রমের মাধ্যমে হিরো মেম্বার পারে। আমাদের উচিত তাদেরকে সাপোর্ট করা। আমাদের একটি গ্রুপ এই ফোরামে রয়েছে আমরা সবাই ফোরামের বিষয়ে আলোচনা করি, তবে একটি আলোচনা সবচেয়ে বেশি হয়ে থাকে সেটা হল পোস্ট নিয়ে। সেখানে অনেক সিনিয়র ভাই আছেন যারা অন্যান্য লোকাল বোর্ড গুলোর দিকে তাকানোর কথা বলেন। অন্যান্য লোকাল বোর্ডে পোস্টগুলো কিন্তু এরকমই হয়। আমরা লোকাল ইউজার বলে লোকাল আমাদের ভাষায় এমন। সুতরাং পোস্টার কোয়ালিটি খারাপ স্প্যামিং করে এগুলো নিয়ে আলোচনা না করে আমাদের বাঙ্গালীদের সুযোগ করে দেওয়া উচিত। বিটকয়েন ফোরামে সুন্দর একটি বাংলা সেকশন ছিল। সেখানে লক্ষ করেন আদার্স ল্যাঙ্গুয়েজে চলে গেছ। সুতরাং বাঙালিরা যত বেশি নড়াচড়া করবে গলবাল পর্যায়ে তাদের পজিশন তত খারাপ হবে। তাই আমাদেরকে সুস্থ ও সুন্দর মাথায় চিন্তা করা উচিত। অর্থাৎ এখানে সবাই রিজিকের জন্য আসে। এখানে কিছু উপার্জন করতে আসে কাড়াকাড়ি করতে নয়। হিংসা বিদ্বেষ ভুলে আমাদেরকে প্রত্যেকের বিষয়ে যত্নশীল হওয়া উচিত। মানব ধর্ম পরম ধর্ম। সুতরাং হিংসা বিদ্বেষ ভুলে আমরা একে অপরের সাহায্য সহযোগিতা পরিপূর্ণতা লাভ করব।
Title: Re: বাংলা সেকশনের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করুন এখানে।
Post by: Malam90 on April 03, 2021, 10:06:40 AM
আমি বলেছি এই টপিকে বিভিন্ন সমস্যা নিয়ে রিপোর্ট করতে আর সবাই বেহুদা আলোচনা করতেছে। সমস্যা হচ্ছে-সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা-এমন হয়ে দাড়িয়েছে।
Title: Re: বাংলা সেকশনের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করুন এখানে।
Post by: Cristiano on April 14, 2021, 11:24:48 AM
কিভাবে ডিলিট করব। আমি ঠিক করতে পারছি না দয়া করে একটু বলবেন??
সে একজন ফুল মেম্বার অর্জনকারী একজন সদস্য। তার একটিভিটি সংখ্যা প্রায় 295 টি। সে যদি এরকম লো কলেটির পোস্ট তৈরী করে তাহলে বাকি সব ইউজার গুলো কি করবে। একজন ফুল মেম্বার ইউজার কারী যদি এরকম কমেন্ট তৈরি করে তাহলে নতুন ইউজাররাই এরকম করবে। মডারেটর বাইকের দৃষ্টি আকর্ষণ করবো তাকে সতর্ক করার জন্য।
Title: Re: বাংলা সেকশনের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করুন এখানে।
Post by: Malam90 on April 14, 2021, 02:07:04 PM
কিভাবে ডিলিট করব। আমি ঠিক করতে পারছি না দয়া করে একটু বলবেন??
সে একজন ফুল মেম্বার অর্জনকারী একজন সদস্য। তার একটিভিটি সংখ্যা প্রায় 295 টি। সে যদি এরকম লো কলেটির পোস্ট তৈরী করে তাহলে বাকি সব ইউজার গুলো কি করবে। একজন ফুল মেম্বার ইউজার কারী যদি এরকম কমেন্ট তৈরি করে তাহলে নতুন ইউজাররাই এরকম করবে। মডারেটর বাইকের দৃষ্টি আকর্ষণ করবো তাকে সতর্ক করার জন্য।

ডিলিট করে দেওয়া হয়েছে। রিপোর্ট করার জন্য ধন্যবাদ। +1 কারমা রইলো।
Title: Re: বাংলা সেকশনের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করুন এখানে।
Post by: Trumpet on October 14, 2021, 03:38:25 PM
আপনি এই টপিক পিন করে অনেক বুদ্ধিমানের কাজ করেছেন। কারণ আমি আপনার এই টপিক সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়েছি। এবং আমার কাছে মনে হয়েছে এই পোষ্ট সম্পূর্ণই ইনফরমেটিভ এবং দরকারি একটি পোস্ট। যেহেতু এই টপিকে ফোরামের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে তাই নতুন সদস্যরা যদি এই টপিক মনোযোগ সহকারে পড়ে তাহলে তারা এই বিষয়ে বিস্তারিত ধারণা লাভ করতে পারবে বলে আমি মনে করি।
Title: Re: বাংলা সেকশনের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করুন এখানে।
Post by: Criminal on October 17, 2021, 02:58:13 PM
টপিকঃ এটি পূর্ণাঙ্গ ভাবে সবার প্রয়োজন। আমি মনে করি এই রকম টপিক অনেক আগেই ক্রিয়েট করা প্রয়োজন ছিল। কিন্তু সেটা মনে না থাকার কারণে ক্রিয়েট করা হয়নি। খুবই সুন্দর একটি টপিক তৈরি করেছেন। এরকম টপিক পিন পোস্ট করে রেখে দাও ভালো। কারণ এই টপিকটি প্রত্যেকের প্রয়োজন পড়বে। তখন আবার খুঁজে পাওয়া অনেক কষ্টকর হয়ে পড়বে।আমি চাই আপনি যেন এই টপিকটি পিন করে দেন যাতে করে খুব সহজেই সবাই খুঁজে নিতে পারে।এখানে সবাই সবার সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করা হবে।যদি এই ফোরামে কারো কোন সমস্যা হয় তাহলে এই টপিকে তুলে ধরতে পারেন এবং আপনার সমস্যার সমাধান সিনিয়র ভাইরা অথবা মডারেটর ভাই আপনার সমস্যার সমাধান করে দিবে। খুবই তুলনামূলক একটি টপিক তৈরি হয়েছে। যেখানে জুনিয়র থেকে শুরু করে লিজেন্ডারি মেম্বার পর্যন্ত কারো কোন সমস্যা হলে অবশ্যই সমস্যার সমাধান পেয়ে যাবে।
আমি মনে করি ফোরামের প্রত্যেক সদস্যের জন্য এই রুলস গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যারা এই ফোরামে কাজ করতে এসেছি তাদের সকলের এই সাধারন বিষয়গুলো সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক। তাই যাদের বিভিন্ন বিষয়ক সমস্যা রয়েছে তারা যদি তাদের সমস্যা সম্পর্কে সমালোচনা করে অবশ্যই সিনিয়র মেম্বার রা তাদের সাহায্য করবে। তাই আমি মনে করি নিসন্দেহে এই পোষ্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোষ্ট।
Title: Re: বাংলা সেকশনের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করুন এখানে।
Post by: Lorix on November 04, 2021, 04:53:03 PM
আমরা বাঙালি তারপরও আমাদের বাংলা লেখালেখিতে অনেক সমস্যা রয়েছে । আমি অনেকের পোস্ট পড়ে দেখেছি যে তারা বিভিন্নভাবে পোস্ট করার সময় নানা রকম ভুল করে থাকেন । যেসব ভুল রয়েছে সেগুলো একটু সদিচ্ছাই পারে কমাতে শুধু একটা চেষ্টা প্রয়োজন । তাই আমি বলবো আপনারা যখন টাইপ করবেন একটু খেয়াল করে টাইপ করবেন এতে করে আপনাদের পোস্ট এর মান কত হবে । আপনার পোস্ট পড়ে আরো অনেক অনেক কিছু শিখতে পারবে ।
Title: Re: বাংলা সেকশনের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করুন এখানে।
Post by: Damrai5$ on November 04, 2021, 05:00:43 PM
আমাদের মাতৃভাষা বাংলা তাই আমরা অনেকেই বাংলায় কথা বলার সময় অনেক অশুদ্ধ ভাবে কথা বলে থাকি। তেমনি অনেক সময়ই আসলে বাংলায় পোস্ট করার সময় ভুল হয়ে থাকে। মূলত প্রায় ইউজার গুগল কীবোর্ড ইউজ করে এজন্য দেখা যায় মুখ দিয়ে একটা বললে অন্যটা হয়ে যাচ্ছে। এজন্য অবশ্যই পোস্ট করার আগে পুনরায় আপনি যা লিখছেন সেটি পড়ে দেখবেন। তারপরে পোস্ট করুন আশা করি একদমই ভুল হবেনা।
Title: Re: বাংলা সেকশনের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করুন এখানে।
Post by: Meta on November 08, 2021, 03:21:19 AM
বাংলা সেকশনের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করার জন্য এই টপিকটা করা হলো। এখন থেকে সবাই এখানে আলোচনা করবেন-

* অনেকেই বানান ভূল করে থাকেন, যেটা অনেক দৃষ্টিকটু। সেটা এবং তার সঠিক বানান নিয়ে।
* কেউ স্পাম করলে সেটার লিংক সহ আলোচনা করবেন।
* কেউ কপি পেস্ট করলে সেটার লিংক সহ আলোচনা করবেন।
* কেউ অসদারচরণ করলে তার লিংক ও প্রমান সহ আলোচনা করবেন।
* কেউ স্কাম করলে সেটা নিয়ে আলোচনা করবেন।
* কেউ ফোরামের রুলস ভঙ্গ করলে এবং তার সমাধান নিয়ে আলোচনা করবেন।
* কেউ বাউন্টি সেকশনে স্পাম করলে সেটা নিয়ে এখানে আলোচনা করবেন।
* যে কোন সমস্যা দেখলে সেটা নিয়ে আলোচনা করবেন।

তবে মনে রাখবেন কাউকে হেয় করার জন্য কোন আলোচনা করবেন না। কারো সংশোধনের জন্য আলোচনা করতে হবে। যার সমস্যা নিয়ে আলোচনা করা হবে সেটা সুন্দর ভাষায় আলোচনা করতে হবে, কটাক্ষ করা যাবেনা।

আবারও বলছি এটা কাউকে হেয় করার জন্য নয়। যার যেটা ছোট খাটো মিসটেক হচ্ছে সেটা সুন্দর করে ধরিয়ে দেওয়ার জন্যই আলোচনা। মনে রাখতে হবে সবাই অনেক ভালো। তাদের সম্মানও করতে হবে পাশাপাশি কোন ভুল দেখলে সেটা সুন্দর করে ভালোবেসে ধরিয়ে দিতে হবে। যাতে তিনিও কিছু মনে না করেন।
অসংখ্য ধন্যবাদ ভাই গুরুতপূর্ণ টপিক আমাদের মাঝে তুলে ধরার জন্য। ফোরামের রুলস মেনে সবারই কাজ করা উচিত।
Title: Re: বাংলা সেকশনের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করুন এখানে।
Post by: Mrkadir85 on November 08, 2021, 04:34:05 AM
 আপনার এ পোস্টটি ফোরামের সকলের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। ফোরামে পোস্ট করার সময় আমাদের সকলের উচিত পোস্ট শেষ করে তা পুনরায় ভালো করে দেখা। কারণ অনেক সময় বানান ভুল হয়ে থাকে যা পুরো পোস্টের অর্থ ও সৌন্দর্য কে নষ্ট করে। ফোরামে অনেক ইউজার রয়েছে যারা গুগোল বোর্ড থেকে লিখে থাকে। আমি মনে করি তাদের পোস্টগুলি খুব বেশি অসামঞ্জস্যপূর্ণ এবং বানান গুলিতে বেশি অসঙ্গতি দেখা যায়। আমাদের সকলকে এসব বিষয়ে সতর্ক থাকতে হবে।
Title: Re: বাংলা সেকশনের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করুন এখানে।
Post by: Bony11 on November 08, 2021, 04:46:44 AM
বাংলা সেকশনের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করার জন্য এই টপিকটা করা হলো। এখন থেকে সবাই এখানে আলোচনা করবেন-

* অনেকেই বানান ভূল করে থাকেন, যেটা অনেক দৃষ্টিকটু। সেটা এবং তার সঠিক বানান নিয়ে।
* কেউ স্পাম করলে সেটার লিংক সহ আলোচনা করবেন।
* কেউ কপি পেস্ট করলে সেটার লিংক সহ আলোচনা করবেন।
* কেউ অসদারচরণ করলে তার লিংক ও প্রমান সহ আলোচনা করবেন।
* কেউ স্কাম করলে সেটা নিয়ে আলোচনা করবেন।
* কেউ ফোরামের রুলস ভঙ্গ করলে এবং তার সমাধান নিয়ে আলোচনা করবেন।
* কেউ বাউন্টি সেকশনে স্পাম করলে সেটা নিয়ে এখানে আলোচনা করবেন।
* যে কোন সমস্যা দেখলে সেটা নিয়ে আলোচনা করবেন।

তবে মনে রাখবেন কাউকে হেয় করার জন্য কোন আলোচনা করবেন না। কারো সংশোধনের জন্য আলোচনা করতে হবে। যার সমস্যা নিয়ে আলোচনা করা হবে সেটা সুন্দর ভাষায় আলোচনা করতে হবে, কটাক্ষ করা যাবেনা।

আবারও বলছি এটা কাউকে হেয় করার জন্য নয়। যার যেটা ছোট খাটো মিসটেক হচ্ছে সেটা সুন্দর করে ধরিয়ে দেওয়ার জন্যই আলোচনা। মনে রাখতে হবে সবাই অনেক ভালো। তাদের সম্মানও করতে হবে পাশাপাশি কোন ভুল দেখলে সেটা সুন্দর করে ভালোবেসে ধরিয়ে দিতে হবে। যাতে তিনিও কিছু মনে না করেন।
অনেক সুন্দর একটি টপিক তৈরি করেছেন। আমরা অনেক সময় অনেক পোষ্টটে বিভিন্ন ধরনের বানান ভুল করে থাকি।এছাড়াও বিভিন্ন ধরনের সমস্যা সম্মুখীন হয়ে থাকি। আমাদের প্রত্যেকেরই এধরনের ভুল থেকে বিরত থাকা উচিত। আশা করি আপনার পোষ্টটি সবার জন্য অনেক উপকারে আসবে। আপনার পরামর্শ মোতাবেক সবাই সঠিকভাবে পোষ্ট দেওয়ার চেষ্টা করব।
Title: Re: বাংলা সেকশনের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করুন এখানে।
Post by: Riddi on November 08, 2021, 05:07:58 AM
আমরা যারা এই ফোরামে নতুন ইউজার আছি। আমরা অনেক সময় অনেকেই বিভিন্ন পোষ্ট করতে গিয়ে অনেক ধরনের ভুল করে থাকি। আমরা অনেক সময়  বিভিন্ন পোষ্টে বানান ভুল করে থাকি‌ আমাদের সবার উচিত ভালোভাবে সঠিক পদ্ধতিতে এবং সঠিক নিয়মে শুদ্ধ বানান দিয়ে পোষ্ট দেওয়া।আমরা কেউ বানান ভুল করে এবং কপি-পোষ্ট করবো না।যাতে করে ফোরামের নিয়ম অমান্য হয়।আশা করি আমরা সবাই মোডারেটর ভাইয়ের পরামর্শ অনুযায়ী সঠিক পদ্ধতিতে পোষ্ট করব।
Title: Re: বাংলা সেকশনের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করুন এখানে।
Post by: Maxtel on November 08, 2021, 05:54:23 PM
ফোরামে আমরা যতগুলো ইউজার রয়েছি সকালে একটি পরিবারের সদস্যের মতো। তাই কেউ কাউকে হেয় প্রতিপন্ন না করে যদি কেউ কোন প্রকার অসতর্কতার বসত ভুল করে থাকে তবে তার ভুল ধরিয়ে দিয়ে সঠিক পরামর্শ মাধ্যমে তাকে সংশোধিত হওয়ার সুযোগ করে দিতে হবে। কেউ যেন ফোরামে চিটিং বা অন্যান্য অসাধুপায় গ্রহণ না করে সেদিকে সকলকে সতর্ক থাকতে হবে। আমরা সকলেই চেষ্টা করব পোষ্ট করার সময় যেন আমাদের বানানগুলো কখনোই ভুল না হয়। সঠিক বানান লেখার চেষ্টা করতে হবে।
Title: Re: বাংলা সেকশনের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করুন এখানে।
Post by: Power420 on November 08, 2021, 07:07:03 PM
আমরা বিটকয়েন ফোরামে অনেকেই কাজ করে এসেছি। সেখানে কিন্তু এরকম অ্যালার্ট কয়েনের মতো সুযোগ-সুবিধা পাওয়া যায় না। কারণ আপনি মনের ভাষাটা প্রকাশ করার মত জায়গা বিটকয়েনে নেই এলোট কয়েন বর্তমানে এদিক থেকে ব্যাপক সুবিধা পাওয়া যাচ্ছে।
Title: Re: বাংলা সেকশনের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করুন এখানে।
Post by: Sumaiya2 on November 08, 2021, 07:24:13 PM
আমাদের মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করার জন্য বাংলা ফোরাম যথেষ্ট কাজ করেছে। কারণ গ্লোবাল সেকশনে গিয়ে আমরা কখনও এভাবে পোস্ট করতে পারব না কারণ ওখানে অনেক জ্ঞানী মানুষ ভালো ভালো পোস্ট করে। তাই এখানে আমরা বাংলা ভাষায় কথা বলি বলে সম্পূর্ণ মনের ভাব অবশ্যই প্রকাশ করতে পারি।
Title: Re: বাংলা সেকশনের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করুন এখানে।
Post by: Triedboy on November 09, 2021, 12:16:47 AM
যার যার দেশে নিজস্ব ফোরাম রয়েছে মূলত তার নিজস্ব ফোরাম থেকেই ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে শেখা হচ্ছে। অনেক ইউজার রয়েছে যারা বড় হয়ে তার নিজস্ব ফোরামকে ভুলে যায়। আমার বিশ্বাস এই ফোরামে অধিক ইউজারই কিন্তু আমাদের বাঙালি তাহলে কেন আমাদের বাংলা সেকশনে পোস্ট এর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে না। এখন কিন্তু ক্যাম্পিয়ান আসতে শুরু করেছে এজন্য আমি অনুরোধ করব সবাই বাংলা ফোরামে ফিরে আসুন কিছু কিছু নতুন টপিক তৈরি করুন।
Title: Re: বাংলা সেকশনের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করুন এখানে।
Post by: Papusha20 on November 09, 2021, 09:09:40 AM
যে ভাই মোবাইল দিয়ে টাইপ করে পোস্ট করেন সে সকল ভাইয়ের পোস্টে অনেক সময় ভুল দেখা যায়। তাই পোস্ট করার পূর্বে অবশ্যই একবার সকল অক্ষর গুলো এবং শব্দ গুলো ভালো করে দেখা যে কোনো ভুল আছে কিনা। এ ধরনের পদক্ষেপ নিয়ে যদি আপনি পোস্ট করেন তাহলে আপনার পোস্টে কোন ভুল থাকবেনা।