Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Lutera94 on February 19, 2021, 02:14:52 PM

Title: BSC নেটওয়ার্কের চাহিদা কি বেড়ে যাচ্ছে?
Post by: Lutera94 on February 19, 2021, 02:14:52 PM
আমরা সবাই ইথিরিয়াম নেটওয়ার্কের সাথে বেশী পরিচিত তার অন্যতম কারণ হলো আমরা যারা বাউন্টি করি তার ৯০ ভাগ প্রজেক্ট থাকে ইথিরিয়াম বেইস বা ERC-20 ।কিন্তু বর্তমানে ইথিরিয়ামের ট্রান্সজেকশন ফি আকাশ ছোয়া, তাই সবাই বিকল্পধারার কিছু খুজতেছে। আমার মনে হয় Binance Smart Chain (BSC) সেই সুযোগটা নিচ্ছে। অনেকে নতুন নতুন প্রজেক্ট BSC নেটওয়ার্ক এর আদলে আসছে। তাই আমার মনে হয় BSC এর চাহিদা আগের চেয়ে অনেক বেশি বেড়েছে, আপনাদের কি মনে হয়?
Title: Re: BSC নেটওয়ার্কের চাহিদা কি বেড়ে যাচ্ছে?
Post by: bmw1 on February 19, 2021, 02:19:13 PM
আমরা সবাই ইথিরিয়াম নেটওয়ার্কের সাথে বেশী পরিচিত তার অন্যতম কারণ হলো আমরা যারা বাউন্টি করি তার ৯০ ভাগ প্রজেক্ট থাকে ইথিরিয়াম বেইস বা ERC-20 ।কিন্তু বর্তমানে ইথিরিয়ামের ট্রান্সজেকশন ফি আকাশ ছোয়া, তাই সবাই বিকল্পধারার কিছু খুজতেছে। আমার মনে হয় Binance Smart Chain (BSC) সেই সুযোগটা নিচ্ছে। অনেকে নতুন নতুন প্রজেক্ট BSC নেটওয়ার্ক এর আদলে আসছে। তাই আমার মনে হয় BSC এর চাহিদা আগের চেয়ে অনেক বেশি বেড়েছে, আপনাদের কি মনে হয়?
হ্যাঁ আপনার কথা সঠিক যে ইথেরিয়াম নেটওয়ার্কের সাথে আমরা সবচেয়ে বেশি পরিচিত। যদি কোন টোকেন ট্রানজ্যাকশন করতে চাই তাহলে ইথেরিয়াম নেটওয়ার্ক ফি চাওয়া হয় কিন্তু ইথেরিয়াম এর নেটওয়ার্ক ট্রানজেকশন ফি অনেক বেশি। তাই বিকল্প পদ্ধতি হিসেবে আমাদের বাইনান্স স্মার্ট চেইন সুযোগটা নেওয়া আমাদের অনেক লাভ হবে।
Title: Re: BSC নেটওয়ার্কের চাহিদা কি বেড়ে যাচ্ছে?
Post by: Blue_sea on February 19, 2021, 02:58:35 PM
হ্যা এই কাজ টি করা প্রয়োজন আমরা এখন অতিরিক্ত গ্যাস ফি দিচ্ছি যা আমাদের মুল এসেটের চেয়েও অনেক বেশি অনেক ক্ষেত্রে। আমার মনে হয় এটি করা উচিত তা না হলে ইথিরিয়াম প্লাটফরম একক ভাবে তাদের মন মত চার্য কেটে নিবে।
Title: Re: BSC নেটওয়ার্কের চাহিদা কি বেড়ে যাচ্ছে?
Post by: Rafiq on February 19, 2021, 06:10:16 PM
আসলে ক্রিপ্টোজগতে বেশীরভাগ বাউন্টি প্রজেক্ট ইথিরিয়াম বেইস বা ERC-20 ব্যবহার করে থাকে; তাই আমরা যারা বাউন্টিতে প্রমোশনের কাজ করে থাকি, তারা স্বাভাবিক ভাবেই ইথিরিয়াম নেটওয়ার্কের সাথে বেশী পরিচিত। ইদানিং ইথেরিয়ামের নেটওয়ার্ক ট্রানজেকশন ফি অস্বাভাবিকভাবে  বেড়ে যাওয়ায় সবাই বিকল্প রাস্তা খুজছে। কারণ উচ্চ ফি এর জন্য ছোটখাটো ট্রানজেকশন করাই যায় না, যা কোন কোন ক্ষেত্র্র সম্পদের চেয়ে ফি বেশী দিতে হয়। বিকল্প হিসেব ট্রোন ওয়লেটসহ আরো প্লাটফরম থাকলেও Binance Smart Chain (BSC) এগিয়ে আছে। আমি ব্যক্তিগতভাবেও Binance Smart Chain (BSC) প্লাটফরম কেই বেশী পছন্দ করি।
Title: Re: BSC নেটওয়ার্কের চাহিদা কি বেড়ে যাচ্ছে?
Post by: Ogma on February 20, 2021, 04:56:21 AM
আমরা সবাই ইথিরিয়াম নেটওয়ার্কের সাথে বেশী পরিচিত তার অন্যতম কারণ হলো আমরা যারা বাউন্টি করি তার ৯০ ভাগ প্রজেক্ট থাকে ইথিরিয়াম বেইস বা ERC-20 ।কিন্তু বর্তমানে ইথিরিয়ামের ট্রান্সজেকশন ফি আকাশ ছোয়া, তাই সবাই বিকল্পধারার কিছু খুজতেছে। আমার মনে হয় Binance Smart Chain (BSC) সেই সুযোগটা নিচ্ছে। অনেকে নতুন নতুন প্রজেক্ট BSC নেটওয়ার্ক এর আদলে আসছে। তাই আমার মনে হয় BSC এর চাহিদা আগের চেয়ে অনেক বেশি বেড়েছে, আপনাদের কি মনে হয়?
বেশিরভাগ বাউন্টি হান্টার ইথেরিয়াম এর সাথে এক্সচেঞ্জ করে যার ফলে ইথার এর দাম আস্তে আস্তে বারতেছে কিন্তু সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে বাউন্টি হান্টার ওরা ম্যাক্সিমাম সময় ইথারের সাথে এক্সচেঞ্জ করে থাকে আর ইথারের সবচেয়ে বেশি ট্রানজেকশন ফি দিতে হয় ।থেকে 30 ডলার দেওয়া লাগে তাহলে আর কি থাকে ।তাই আমার মনে হয় যে ট্রানজেকশন ফি কমানোর জন্য বিএসসি নেটওয়ার্কের চাহিদা দিন দিন বেড়ে চলেছে ।
Title: Re: BSC নেটওয়ার্কের চাহিদা কি বেড়ে যাচ্ছে?
Post by: Lovepro Max on February 20, 2021, 06:41:56 AM
ভাই আপনার কথা শতভাগ ঠিক। বর্তমানে ইথেরিয়াম এর দাম অনেক বেশি যা বাউন্টি হান্টারদের নাগালের বাইরে। ছোট ছোট ট্রানজ্যাকশন করতে প্রায় 50 ডলার লেগে যায়। কিছু কিছু টোকেন বিক্রি করেও ট্রানজাকশন ফ্রী উঠানো সম্ভব নয়। তাই আমারও মনে হচ্ছে বিকল্প পদ্ধতি হিসাবে  BSC নেটওয়ার্কের চাহিদা বেড়ে যেতে পারে।
Title: Re: BSC নেটওয়ার্কের চাহিদা কি বেড়ে যাচ্ছে?
Post by: Alvida on February 20, 2021, 09:30:29 AM
হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আমরা সবাই ইথারিয়াম এর সাথে পরিচিত কারণ বাউন্টি করতে সাধারণত ইথেরিয়াম ওয়ালেট ব্যবহার করতে হয়। কিন্তু বর্তমান সময়ে ইথারিয়াম এর দাম বৃদ্ধি পাওয়াতে আমরা বিকল্প পদ্ধতি হিসেবে বাইনান্স স্মার্ট চেইন ব্যবহার করতেছি। কারণ বাইনান্স স্মার্ট  এ গ্যাস ফ্রি অনেক কম। তবে ইথেরিয়াম গ্যাস ফ্রি যদি এরকম বৃদ্ধি পেতে থাকে বা এরকম বেড়েই থাকে তাহলে একসময় দেখা যাবে যে ইথেরিয়াম এর জনপ্রিয়তা কমে যাচ্ছে।
Title: Re: BSC নেটওয়ার্কের চাহিদা কি বেড়ে যাচ্ছে?
Post by: Maynul96 on February 20, 2021, 03:06:08 PM
দিন দিন যে হারে ইথেরিয়াম নেটওয়ার্কেে ফি বৃদ্ধি পাচ্ছে তার ফলে আমরা সবাই প্রায়ই কোন না কোন সমস্যার সম্মুখীন হচ্ছি, এরফলে যারা বাউন্টিতে কাজ করে, তাঁরা সময়মতো পেমেন্ট পাচ্ছেন না। আর ইথেরিয়ামের ফি এতোটাই বেশি যে ৩০ ডলারের টোকেন বিক্রি করতে গেলে তার চেয়ে ফি দিতে হয়। তাই আমার মতে BSC নেটওয়ার্ক সবচেয়ে বেশি ভালো একটি সিস্টেম।                 
Title: Re: BSC নেটওয়ার্কের চাহিদা কি বেড়ে যাচ্ছে?
Post by: Herry on February 20, 2021, 03:16:33 PM
আমরা সবাই ইথিরিয়াম নেটওয়ার্কের সাথে বেশী পরিচিত তার অন্যতম কারণ হলো আমরা যারা বাউন্টি করি তার ৯০ ভাগ প্রজেক্ট থাকে ইথিরিয়াম বেইস বা ERC-20 ।কিন্তু বর্তমানে ইথিরিয়ামের ট্রান্সজেকশন ফি আকাশ ছোয়া, তাই সবাই বিকল্পধারার কিছু খুজতেছে। আমার মনে হয় Binance Smart Chain (BSC) সেই সুযোগটা নিচ্ছে। অনেকে নতুন নতুন প্রজেক্ট BSC নেটওয়ার্ক এর আদলে আসছে। তাই আমার মনে হয় BSC এর চাহিদা আগের চেয়ে অনেক বেশি বেড়েছে, আপনাদের কি মনে হয়?
বর্তমানে ইথেরিয়াম এর ট্রানজেকশন ফি আকাশ ছুঁয়ে ফেলেছে। ছোটখাটো ট্রানজাকশন করতেও অনেক বেশি লেগে যায় ফ্রী। হ্যাঁ আপনি ঠিক পয়েন্টে ধরেছেন আমরা যারা বাউন্টিতে কাজ করে তাদের 90% বাউন্টি তে ইথেরিয়াম অ্যাড্রেস ব্যবহার করতে হয়।কিন্তু বর্তমানে ইথেরিয়াম এর ট্রানজাকশন ফি অনেক বেশি। সেজন্য বিকল্প পদ্ধতি বা পন্থা হিসেবে BSC নেটওয়ার্ক এর চাহিদা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
Title: Re: BSC নেটওয়ার্কের চাহিদা কি বেড়ে যাচ্ছে?
Post by: AlviNess on February 21, 2021, 03:55:51 PM
বর্তমানে এই ব্লকচেইন এর চাহিদা অনেক বৃদ্ধি পাচ্ছে এর অন্যতম কারণ হিসেবে আমি মনে করি ইথারিয়াম ব্লকচেইন এর অতিরিক্ত গ্যাস ফ্রি।যদি ইথারিয়াম ব্লকচেইন এর গ্যাস ফ্রি মানুষের সাধ্যের মধ্যে না আসে তাহলে খুব শীঘ্রই এই প্লাটফর্মে তাদের জনপ্রিয়তা হারাবে।
Title: Re: BSC নেটওয়ার্কের চাহিদা কি বেড়ে যাচ্ছে?
Post by: JISAN on February 21, 2021, 04:12:51 PM
হুম দিনে দিনে Binance smart chain এর চাহিদা বেরে চলেছে ইথারের অতিরিক্ত গ্যাস ফির কারনে। আর bsc ব্লকচেইনের প্রজেক্টগুলো এখন হিউজ সাকসেস হচ্ছে। সামনের দিনে এটার চাহিদা আরো বাড়বে বলে মনে হচ্ছে।
Title: Re: BSC নেটওয়ার্কের চাহিদা কি বেড়ে যাচ্ছে?
Post by: Tubelight on March 22, 2021, 05:54:41 AM
ইথারিয়াম প্ল্যাটফর্মের অতিরিক্ত লেনদেনের কারণে বর্তমানে বিনান্স স্মার্ট ওয়ালেট এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে।যদি ইথারিয়াম লেনদেন কি মানুষের সাধ্যের মধ্যে না আসে তাহলে ইথেরিয়াম তার জনপ্রিয়তা সম্পূর্ণরূপে হারাতে পারে।
Title: Re: BSC নেটওয়ার্কের চাহিদা কি বেড়ে যাচ্ছে?
Post by: Azharul on April 25, 2021, 04:48:20 AM
হাঁ অবশ্যই, আমরা মনে করি BSC নেটওয়ার্কের এর চাহিদা দিনের পর দিন বেড়েই চলেছে।কারণ আমরা দেখেছি যে ইথারিয়াম এর অতিরিক্ত গ্যাস ফি এর কারণে BSC নেটওয়ার্ক এর চাহিদা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে।আবার আমরা মনে করি ইথারিয়াম এর গ্যাস ফি মানুষের নাগালের মধ্যে আসে,তবে আমরা আশা করছি খুব তাড়াতাড়ি BSC নেটওয়ার্কের চাহিদা অনেক কমে যাবে।
Title: Re: BSC নেটওয়ার্কের চাহিদা কি বেড়ে যাচ্ছে?
Post by: Mr.Eit on April 25, 2021, 05:14:34 AM
আমরা সবাই ইথিরিয়াম নেটওয়ার্কের সাথে বেশী পরিচিত তার অন্যতম কারণ হলো আমরা যারা বাউন্টি করি তার ৯০ ভাগ প্রজেক্ট থাকে ইথিরিয়াম বেইস বা ERC-20 ।কিন্তু বর্তমানে ইথিরিয়ামের ট্রান্সজেকশন ফি আকাশ ছোয়া, তাই সবাই বিকল্পধারার কিছু খুজতেছে। আমার মনে হয় Binance Smart Chain (BSC) সেই সুযোগটা নিচ্ছে। অনেকে নতুন নতুন প্রজেক্ট BSC নেটওয়ার্ক এর আদলে আসছে। তাই আমার মনে হয় BSC এর চাহিদা আগের চেয়ে অনেক বেশি বেড়েছে, আপনাদের কি মনে হয়?

ভাই আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর একটা পোস্ট করে আমাদের নতুন দের নতুন বিষয় সম্পর্কে জানতে সাহায্য করায়। ভাই আআমিও আপনার সাথে এক মত। কিন্তু বর্তমানে ইথিরিয়ামের ট্রান্সজেকশন ফি আকাশ ছোয়া, তাই BSC নেটওয়ার্কের চাহিদা বেড়ে যাচ্ছে
Title: Re: BSC নেটওয়ার্কের চাহিদা কি বেড়ে যাচ্ছে?
Post by: Angel julian on April 25, 2021, 07:03:27 AM
আসসালামু আলাইকুম আমরা সবাই ইথেরিয়াম নেটওয়ার্কের সাথে বেশি পরিচিত। কারণ আমরা প্রায় দেখা যাচ্ছে অনেকে বাউন্টিতে কাজ করেছি তার মধ্যে নিরানব্বই পারসেন্ট প্রজেক্ট এই ERC20 এই এড্রেসটি বেশি লাগছে। এখন দেখা যাচ্ছে ইথেরিয়াম এ বিভিন্ন রকম সমস্যা আছে সেটি করতেছে কিছু সেল দিতে গেলে ।অনেক বেশি ফি দিতে হয় ফলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের। বিভিন্ন সমস্যার জন্য বা অত্যাধিক ফ্রী নেওয়ার জন্য সবাই ইথেরিয়াম কে আর ব্যবহার করতে চাচ্ছে না তার বিকল্প খুজতেছে। সুযোগ নিয়েছে BSC । আমি কিছুদিন ধরে লক্ষ্য করছি যে আমি নিজেও ভান্টিতা কাজ করি প্রায় সকল বাউন্টিতে এখন BSC এই এড্রেসটি বেশি লাগছে। আমি মনে করি যে এই অ্যাড্রেসের চাহিদা অনেক আগের চেয়ে বেড়েছে। আমি আরো তারা মনে করে যে এই BSc এটি আরো দ্রুতগতিতে বৃদ্ধি পাবে।
Title: Re: BSC নেটওয়ার্কের চাহিদা কি বেড়ে যাচ্ছে?
Post by: Riddi on April 25, 2021, 07:13:09 AM
হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন। বর্তমানে ইথেরিয়াম ট্রানজেকশন কি অতিরিক্ত বৃদ্ধি হওয়ার কারণে অনেক বাউন্টি ইউজাররা ইথেরিয়াম প্ল্যাটফর্ম ব্যবহার না করে বাধ্য হয়ে তারা BSC(Binance smart chain)  নেটওয়ার্ক ব্যবহার করছে। কারণ ইথেরিয়াম ট্রানজেকশন ফ্রী থেকে বাইনান্স এক্সচেঞ্জের ট্রানজেকশন ফ্রী অনেক কম । এতে করে বাউন্টি হান্টারা অনেক ছোটো-খাটো পেমেন্টগুলো উইথড্র করতে পারে। তাই বর্তমানে বেশিরভাগ বাউন্টি ইউজাররা বাইনান্স এক্সচেঞ্জ (BSC) নেটওয়াক ব্যবহার করছে। ফলে BSC নেটওয়ার্ক এর চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
Title: Re: BSC নেটওয়ার্কের চাহিদা কি বেড়ে যাচ্ছে?
Post by: Lutera94 on April 25, 2021, 07:30:26 AM
তাই বর্তমানে বেশিরভাগ বাউন্টি ইউজাররা বাইনান্স এক্সচেঞ্জ (BSC) নেটওয়াক ব্যবহার করছে। ফলে BSC নেটওয়ার্ক এর চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
বাউন্টি প্রজেক্টের উপর নির্ভর করবে  হান্টাররা কি নেটওয়ার্ক ব্যাবহার করবে, প্রজেক্ট যদি ইথিরিয়াম নেটওয়ার্কের হয় তাহলে BSC নেটওয়ার্ক কিভাবে ব্যাবহার করবে? তবে এটা বলতে পারেন এখন অনেক প্রজেক্ট ই BSC নেটওয়ার্কের আওতায় আসছে।
Title: Re: BSC নেটওয়ার্কের চাহিদা কি বেড়ে যাচ্ছে?
Post by: babu10 on April 25, 2021, 07:52:08 AM
গত দুই, তিন দিন ধরে মনে হচ্ছে ইথারিয়াম গ্যাস ফি আবার আগের অবস্থানে চলে আসতেছে এবং যদি তাই হয় তবে সমস্ত প্রজেক্ট আবার ইথারিয়াম সেকশানে ফিরে যাবে কারণ এটা সবচেয়ে সহজ এবং জনপ্রিয় মাধ্যম টোকেন লেনদেন এর জন্য। আমি আগেই বলেছিলাম যেহেতু ইথরিয়াম টিম ব্যবসা করার জন্য বাজারে্ এসেছে তারা এই ব্যাপারে অবশ্যই একটা পদক্ষেপ নেবে না হলে সমস্ত প্রজেক্ট হাতছাড়া হবে। তাই হয়তো তারা আবার আগের সিদ্ধান্তে আসতে বাধ্য হয়েছে।
Title: Re: BSC নেটওয়ার্কের চাহিদা কি বেড়ে যাচ্ছে?
Post by: Sonjoy on April 25, 2021, 09:11:27 AM
আমরা সবাই ইথিরিয়াম নেটওয়ার্কের সাথে বেশী পরিচিত তার অন্যতম কারণ হলো আমরা যারা বাউন্টি করি তার ৯০ ভাগ প্রজেক্ট থাকে ইথিরিয়াম বেইস বা ERC-20 ।কিন্তু বর্তমানে ইথিরিয়ামের ট্রান্সজেকশন ফি আকাশ ছোয়া, তাই সবাই বিকল্পধারার কিছু খুজতেছে। আমার মনে হয় Binance Smart Chain (BSC) সেই সুযোগটা নিচ্ছে। অনেকে নতুন নতুন প্রজেক্ট BSC নেটওয়ার্ক এর আদলে আসছে। তাই আমার মনে হয় BSC এর চাহিদা আগের চেয়ে অনেক বেশি বেড়েছে, আপনাদের কি মনে হয়?
অবশ্যই বিনান্স স্মার্টচেইনের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং পাবে কারণ বিনান্স স্মার্ট চেইনে ট্রানজেকশন ফি অত্যন্ত কম এ জন্যই মানুষ বেশি আকৃষ্ট হচ্ছে এর প্রতি অপরদিকে প্ল্যাটফর্মের ট্রানজেকশন আকাশ ছোয়া সে ক্ষেত্রে মানুষ যেটা সুবিধা বেশি পাবে সেটাই তো আসবে এটাই স্বাভাবিক তাই বর্তমান সময়ে বিন এর ব্যবহার কিন্তু দিন দিন বেড়েই চলেছে এইভাবে চলতে থাকলে কিন্তু ইথেরিয়াম একদিন বিকলাঙ্গ হয়ে যাবে এবং ইথিরিয়াম কে কেউ ব্যবহার করতে চাইবে না তাই আমি ইতির আম প্ল্যাটফর্মকে সাজেস্ট করব তারা যেন খুব শীঘ্রই তাদের ট্রানজেকশন পিঠা যেন কমিয়ে আনে ধন্যবাদ।
Title: Re: BSC নেটওয়ার্কের চাহিদা কি বেড়ে যাচ্ছে?
Post by: HeartBit143 on April 25, 2021, 09:20:25 AM
 আমি নিঃসন্দেহে বলতে পারি যে এখন সম্প্রতি সময়ে বিএনবি / বিএসসি নেটওয়ার্ক এর চাহিদা আগের তুলনায় কয়েক গুন বেড়ে গেছে। এখন ইথেরিয়াম নেটওয়ার্ক এ  গ্যাস ফি অনেক বেশি এবং সে তুলনায় স্পীড কম থাকার কারনে বেশির ভাগ ইউজারই এখন বিএনবি/বিএসসি প্লাটফর্ম বেছে নিচ্ছে। এখানে গ্যাস ফী কম এবং সে তুলনায় স্পীড বেশী পাওয়া যায়।                                       
Title: Re: BSC নেটওয়ার্কের চাহিদা কি বেড়ে যাচ্ছে?
Post by: Niloy on April 25, 2021, 11:05:14 AM
আমরা সবাই দেখে আসছি যে আগে বেশিরভাগ বাউন্টি প্রজেক্ট গুলো ইথেরিয়াম বেস বা ERC20 ব্যবহার করত। কিন্তু বর্তমানে ইথেরিয়াম এর ট্রানজেকশন ফ্রী অতিরিক্ত বৃদ্ধি হওয়ার কারণে সবাই ইথেরিয়াম প্লাটফর্মে ব্যবহার থেকে বিরত আছে। এবং ইথেরিয়াম প্ল্যাটফর্ম এর বিকল্প হিসাবে সবাই বাইনান্স স্মার্ট এক্সচেঞ্জ (BSC) প্ল্যাটফর্ম ব্যবহার করতে শুরু করছে। Binance Smart Chain(BSC) প্লাটফর্মের ট্রানজেকশন ফ্রী সবার হাতের নাগালে হওয়ার। এখন প্রায় বেশিরভাগ বাউন্টি গুলো BSC প্ল্যাটফর্ম ব্যবহার করে থাকে। ফলে BSC নেটওয়ার্কের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
Title: Re: BSC নেটওয়ার্কের চাহিদা কি বেড়ে যাচ্ছে?
Post by: Crypto_Somrat on April 25, 2021, 12:01:46 PM
Binance Smart Chain (BSC) নেটওয়ার্ক এর চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং আরো বৃদ্ধি পাবে সেটা বলার অপেক্ষা রাখে না। কারণ অধিকাংশ ক্রিপ্টো প্রজেক্ট এখন Binance Smart Chain (BSC) নেটওয়ার্কে চালানো হচ্ছে। যদিও ইথিরিয়াম নেটওয়ার্কটি খুবই পরিচিত এবং খুবই জনপ্রিয় যেটা আমরা ব্যবহার করে অভ্যস্ত হয়েছিলাম কিন্তু অতিরিক্ত গ্যাস ফি আমাদেরকে বাধ্য করেছে Binance Smart Chain (BSC) ব্যবহার করতে। তাই আমি অবশ্যই মনে করি Binance Smart Chain (BSC) নেটওয়ার্ক এর জনপ্রিয়তা এবং চাহিদা বৃদ্ধি পাচ্ছে এবং পাবে।
Title: Re: BSC নেটওয়ার্কের চাহিদা কি বেড়ে যাচ্ছে?
Post by: Rothi roy on April 25, 2021, 12:29:35 PM
আমার মনে হয় BSC নেটওয়ার্ক এর চাহিদা বেড়ে যাচ্ছে। আমরা যারা আগে বাউন্টি করতাম। তার বেশিরভাগ প্রজেক্টে ইথেরিয়াম বেইস বা ERC-20 চাইতো কিন্তু বর্তমানে ইথেরিয়াম এর গ্যাস ফি অনেক বেশি হওয়ায়, বর্তমানে সবাই বাইনান্স স্মার্ট চেইন এর দিকে ঝুঁকছে।
Title: Re: BSC নেটওয়ার্কের চাহিদা কি বেড়ে যাচ্ছে?
Post by: saidul2105 on April 25, 2021, 06:55:22 PM
বিএসসি নেটওয়ার্ক এর চাহিদা আগের তুলনায় এখন অনেক বৃদ্ধি পেয়েছে। আর এর প্রধান  কারন  হলো এতো দিন ইথেরিয়াম নেটওয়ার্ক এর ট্রানজেকশন ফি অনেক বেশি ছিলো।  আর সে তুলনায় বিএসসি নেটওয়ার্ক এর ট্রানজেকশন ফি অনেক কম। 
তবে এই জনপ্রিয়তা কতো দিন থাকবে সেটা বলা মুশকিল।  কারণ ইথেরিয়াম নেটওয়ার্ক আবারও তাদের গ্যাস ফী অনেক কমিয়ে এনেছে।  এখন আবারও হয়তো সবাই ইথেরিয়ামের দিকে ঝুকে পরবে। সবাই হয়তো এখন আবার ইথেরিয়াম নেটওয়ার্ক এ প্রাধান্য দেবে।                                                 
Title: Re: BSC নেটওয়ার্কের চাহিদা কি বেড়ে যাচ্ছে?
Post by: sky20 on April 25, 2021, 07:16:41 PM
এখন যে কোন প্রজেক্ট আসলেই বি এস সি প্লাটফরমে আসে। ইথারিয়ামের যে গ্যাস ফি তাতে কেউ আর এই প্লাটফরমে কাজ করতে চাইবে না। আর এই প্রবলেমের কারনে সব নতুন এবং কিছু পুরাতন প্রজেক্টও নতুন করে এই প্লাটফরমে আসছে। এখন বি এস সি প্লাটফরমের পরিচিতি অনেক বেড়েছে।
Title: Re: BSC নেটওয়ার্কের চাহিদা কি বেড়ে যাচ্ছে?
Post by: Random203 on April 26, 2021, 12:18:14 AM
বিএনবি এখন অনেক জনপ্রিয় একটি প্লাটফর্ম।  এই প্লাটফর্মে ইথেরিয়ামের থেকে গ্যাস ফী কম কাটে।  যার কারনে এখানে এখন বেশির ভাগ প্রজেক্ট লাঞ্চ হয়।  এই বিএনবি প্লাটফর্ম এ ট্রানজেকশন স্পিডও অনেক ভালো।  তাই বিএনবি প্লাটফর্মটা ধিরে ধিরে সবার মনে জায়গা করে নিচ্ছে।                         
Title: Re: BSC নেটওয়ার্কের চাহিদা কি বেড়ে যাচ্ছে?
Post by: Angel julian on April 26, 2021, 10:30:01 AM
আসসালামু আলাইকুম আমরা বেশির ভাগই ইথেরিয়াম নেটওয়ার্কের সাথে বেশি পরিচিত। কারণ দেখা যাচ্ছে যে একশত বাউন্টি প্রজেক্ট এর মধ্যে 90% ইথেরিয়াম অ্যাড্রেস লাগে। এই ইথেরিয়াম থেকে অত্যাধিক পরিমাণে গ্যাস ফ্রিতে হচ্ছে। আমাদের সবাইকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যার 100 ডলার সেল দিতে গেলে তার অর্ধেক গ্যাস ফি দিতে হয়। বিএসসি নেটওয়ার্ক এর চাহিদা এখন আগের তুলনায় অনেক বেশি। কারণ বিএসসি নেটওয়ার্ক এ বেশি গ্যাস ফি দিতে হয় না এটি অল্প খরচে ডলার সেল সম্ভব হ য়। এখন সবাই বিএসসি এড্রেস এর উপর বেশি উপযোগী। দেখা যাচ্ছে প্রায় সকল প্রজেক্টর বিএসসি অ্যাড্রেস লাগে। কোন কোন এড্রেস কেমন হবে এ বিষয়ে বলা খুবই মুশকিল তবে এখন আমার মনে হচ্ছে একসময় ইথেরিয়াম এর মূল্য অনেক বাড়বে।
Title: Re: BSC নেটওয়ার্কের চাহিদা কি বেড়ে যাচ্ছে?
Post by: Jaya60 on April 26, 2021, 12:35:11 PM
বর্তমান সময়ে দেখা যায় ইথেরিয়াম প্ল্যাটফর্মের ট্রানজেকশন ফি বেশি হওয়ার জন্য প্রায় ক্যাম্পিয়ান আসে BSC প্লাটফর্মে। তার মূল কারন হচ্ছে এই প্লাটফর্মে খুবই কম ট্রানজেকশন ফি লাগে যে কারণে প্রায় ক্যাম্পিয়ান BSC প্লাটফর্মে লঞ্চ করে। এ কারণেই কিন্তু এই প্ল্যাটফর্মের চাহিদা দিন দিন খুবই বৃদ্ধি পাচ্ছে।
Title: Re: BSC নেটওয়ার্কের চাহিদা কি বেড়ে যাচ্ছে?
Post by: rashedul426 on April 26, 2021, 12:44:25 PM
আমরা সবাই ইথিরিয়াম নেটওয়ার্কের সাথে বেশী পরিচিত তার অন্যতম কারণ হলো আমরা যারা বাউন্টি করি তার ৯০ ভাগ প্রজেক্ট থাকে ইথিরিয়াম বেইস বা ERC-20 ।কিন্তু বর্তমানে ইথিরিয়ামের ট্রান্সজেকশন ফি আকাশ ছোয়া, তাই সবাই বিকল্পধারার কিছু খুজতেছে। আমার মনে হয় Binance Smart Chain (BSC) সেই সুযোগটা নিচ্ছে। অনেকে নতুন নতুন প্রজেক্ট BSC নেটওয়ার্ক এর আদলে আসছে। তাই আমার মনে হয় BSC এর চাহিদা আগের চেয়ে অনেক বেশি বেড়েছে, আপনাদের কি মনে হয়?
BSC ব্যাবহার আগের থেকে অনেক বৃদ্ধি পাচ্ছে এবং সুবিধাও পাওয়া যাচ্ছে। কিছুদিন যাবত অনেক বাউন্টিই আাসছে BSC ওয়ালেটে।যা আমাদের জন্যও লাভজনক।
Title: Re: BSC নেটওয়ার্কের চাহিদা কি বেড়ে যাচ্ছে?
Post by: Magepai on April 26, 2021, 03:40:11 PM
বর্তমান সময়ে বিনান্স স্মার্ট চেইন প্ল্যাটফর্ম এর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।এ প্লাটফর্ম এর মাধ্যমে কোন টোকেন বিক্রি করতে খুবই অল্প পরিমাণ ট্রানজেকশন ফি লাগে। কিন্তু ইথিরিয়াম প্ল্যাটফর্মের ট্রানজেকশন ফি খুবই বেশি লাগে যে কারণে ইথেরিয়াম প্ল্যাটফর্মের থেকে বিনান্স স্মার্ট চেইন এর জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে।
Title: Re: BSC নেটওয়ার্কের চাহিদা কি বেড়ে যাচ্ছে?
Post by: Mr.Eit on April 26, 2021, 05:32:30 PM
আসলে ক্রিপ্টোজগতে বেশীরভাগ বাউন্টি প্রজেক্ট ইথিরিয়াম বেইস বা ERC-20 ব্যবহার করে থাকে; তাই আমরা যারা বাউন্টিতে প্রমোশনের কাজ করে থাকি, তারা স্বাভাবিক ভাবেই ইথিরিয়াম নেটওয়ার্কের সাথে বেশী পরিচিত। ইদানিং ইথেরিয়ামের নেটওয়ার্ক ট্রানজেকশন ফি অস্বাভাবিকভাবে  বেড়ে যাওয়ায় সবাই বিকল্প রাস্তা খুজছে। কারণ উচ্চ ফি এর জন্য ছোটখাটো ট্রানজেকশন করাই যায় না, যা কোন কোন ক্ষেত্র্র সম্পদের চেয়ে ফি বেশী দিতে হয়। বিকল্প হিসেব ট্রোন ওয়লেটসহ আরো প্লাটফরম থাকলেও Binance Smart Chain (BSC) এগিয়ে আছে। আমি ব্যক্তিগতভাবেও Binance Smart Chain (BSC) প্লাটফরম কেই বেশী পছন্দ করি।

ভাই আমিও আপনার সাথে এক মত। ইদানিং ইথেরিয়ামের নেটওয়ার্ক ট্রানজেকশন ফি অস্বাভাবিকভাবে  বেড়ে যাওয়ায় সবাই বিকল্প রাস্তা খুজছে। কারণ উচ্চ ফি এর জন্য ছোটখাটো ট্রানজেকশন করাই যায় না তাই সবাই BSC নেটওয়ার্কের প্লাটফরম কেই বেশী পছন্দ করে।
Title: Re: BSC নেটওয়ার্কের চাহিদা কি বেড়ে যাচ্ছে?
Post by: Milon626 on April 26, 2021, 07:43:12 PM
অবশ্যই বিএসসি নেটওয়ার্ক এর চাহিদা অনেক বেড়ে গেছে। ইথেরিয়াম নেটওয়ার্ক এ গ্যাস ফী বেশী থাকার কারনে সবাই এখন বিএসসি নেটওয়ার্ক এর প্রতি আগ্রহ দেখাচ্ছে। অনেক প্রজেক্টও এখন বিএসসি নেটওয়ার্ক কে বেছে নিচ্ছে।  কারণ এই প্লাটফর্মে গ্যাস ফী তুলনামূলক ভাবে কিছুটা হলেও কম আছে এবং স্পিড একটু বেশি আছে।                                     
Title: Re: BSC নেটওয়ার্কের চাহিদা কি বেড়ে যাচ্ছে?
Post by: Angel julian on April 27, 2021, 06:29:10 AM
হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন। বর্তমানে ইথেরিয়াম ট্রানজেকশন কি অতিরিক্ত বৃদ্ধি হওয়ার কারণে অনেক বাউন্টি ইউজাররা ইথেরিয়াম প্ল্যাটফর্ম ব্যবহার না করে বাধ্য হয়ে তারা BSC(Binance smart chain)  নেটওয়ার্ক ব্যবহার করছে। কারণ ইথেরিয়াম ট্রানজেকশন ফ্রী থেকে বাইনান্স এক্সচেঞ্জের ট্রানজেকশন ফ্রী অনেক কম । এতে করে বাউন্টি হান্টারা অনেক ছোটো-খাটো পেমেন্টগুলো উইথড্র করতে পারে। তাই বর্তমানে বেশিরভাগ বাউন্টি ইউজাররা বাইনান্স এক্সচেঞ্জ (BSC) নেটওয়াক ব্যবহার করছে। ফলে BSC নেটওয়ার্ক এর চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
আসসালামু আলাইকুম ভাইয়া আপনি একদম সঠিক কথা বলেছেন। ইথেরিয়াম নেটওয়ার্ক নিয়ে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন আমি নিজেও হয়েছি। নেটওয়ার্কে অত্যাধিক পরিমাণে গ্যাস ফ্রিতে হয়। তাই আমার কাছে এখন বিএসসি ভালো। তবে আমি মনে করি যে এক সময় ইথেরিয়াম নেটওয়ার্ক ঠিক হবে কোন প্রকার সমস্যা হবে না। ইথেরিয়াম কে বিটকয়েনের রানী বলা হয়।
Title: Re: BSC নেটওয়ার্কের চাহিদা কি বেড়ে যাচ্ছে?
Post by: Triedboy on April 27, 2021, 09:36:07 AM
ইথারিয়াম প্ল্যাটফর্মের ট্রানজেকশন ফি বেশি হওয়ার জন্য বর্তমানে বিনান্স স্মার্ট চেইন জনপ্রিয়তা পেয়েছে। কারণ বিনান্স স্মার্ট চেইন এর পেয়ার কোন টোকেন বিক্রি করতে খুবই অল্প পরিমাণে নেটওয়ার্ক ফি লাগে। এজন্য বর্তমানে বিনান্স স্মার্ট চেইন এর জনপ্রিয়তা অনেক বৃদ্ধি পেয়েছে। এবং বর্তমানে অধিক বাউন্টি ক্যাম্পিয়ান বিনান্স স্মার্ট চেইনে লঞ্চ করছে। যে জন্য বিনান্স স্মার্ট চেইন এর জনপ্রিয়তা এত বেশি বৃদ্ধি পাচ্ছে।
Title: Re: BSC নেটওয়ার্কের চাহিদা কি বেড়ে যাচ্ছে?
Post by: Triedboy on April 27, 2021, 09:40:38 AM
হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন। বর্তমানে ইথেরিয়াম ট্রানজেকশন কি অতিরিক্ত বৃদ্ধি হওয়ার কারণে অনেক বাউন্টি ইউজাররা ইথেরিয়াম প্ল্যাটফর্ম ব্যবহার না করে বাধ্য হয়ে তারা BSC(Binance smart chain)  নেটওয়ার্ক ব্যবহার করছে। কারণ ইথেরিয়াম ট্রানজেকশন ফ্রী থেকে বাইনান্স এক্সচেঞ্জের ট্রানজেকশন ফ্রী অনেক কম । এতে করে বাউন্টি হান্টারা অনেক ছোটো-খাটো পেমেন্টগুলো উইথড্র করতে পারে। তাই বর্তমানে বেশিরভাগ বাউন্টি ইউজাররা বাইনান্স এক্সচেঞ্জ (BSC) নেটওয়াক ব্যবহার করছে। ফলে BSC নেটওয়ার্ক এর চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
আসসালামু আলাইকুম ভাইয়া আপনি একদম সঠিক কথা বলেছেন। ইথেরিয়াম নেটওয়ার্ক নিয়ে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন আমি নিজেও হয়েছি। নেটওয়ার্কে অত্যাধিক পরিমাণে গ্যাস ফ্রিতে হয়। তাই আমার কাছে এখন বিএসসি ভালো। তবে আমি মনে করি যে এক সময় ইথেরিয়াম নেটওয়ার্ক ঠিক হবে কোন প্রকার সমস্যা হবে না। ইথেরিয়াম কে বিটকয়েনের রানী বলা হয়।
আপনি ফুল মেম্বার হয়েছেন কিন্তু এখন পর্যন্ত আপনার পোস্টের মান লো কোয়ালিটি হচ্ছে। আপনি বলেছেন বিটকয়েন কে ইথারিয়াম এর রানী বলা হয় এটা কেমন কথা। ধরনের পোস্ট আমি আপনার কাছ থেকে প্রথমে শুনলাম। দয়া করে পোস্ট এর কোয়ালিটি চেঞ্জ করুন তা না হলে অবশ্যই কিন্তু আপনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। আমাদের ফোরামের মডারেটর ভাই কিন্তু এধরনের পোষ্ট দেখলে অবশ্যই আপনার বিরুদ্ধে অ্যাকশন নেবে। অতএব এখনো পোস্ট এর মান ভালো করুন।
Title: Re: BSC নেটওয়ার্কের চাহিদা কি বেড়ে যাচ্ছে?
Post by: Jacksoon99 on April 27, 2021, 09:42:38 AM
আসলে ক্রিপ্টোজগতে বেশীরভাগ বাউন্টি প্রজেক্ট ইথিরিয়াম বেইস বা ERC-20 ব্যবহার করে থাকে; তাই আমরা যারা বাউন্টিতে প্রমোশনের কাজ করে থাকি, তারা স্বাভাবিক ভাবেই ইথিরিয়াম নেটওয়ার্কের সাথে বেশী পরিচিত। ইদানিং ইথেরিয়ামের নেটওয়ার্ক ট্রানজেকশন ফি অস্বাভাবিকভাবে  বেড়ে যাওয়ায় সবাই বিকল্প রাস্তা খুজছে। কারণ উচ্চ ফি এর জন্য ছোটখাটো ট্রানজেকশন করাই যায় না, যা কোন কোন ক্ষেত্র্র সম্পদের চেয়ে ফি বেশী দিতে হয়। বিকল্প হিসেব ট্রোন ওয়লেটসহ আরো প্লাটফরম থাকলেও Binance Smart Chain (BSC) এগিয়ে আছে। আমি ব্যক্তিগতভাবেও Binance Smart Chain (BSC) প্লাটফরম কেই বেশী পছন্দ করি।
হ্যাঁ আমি আপনার সাথে একমত কারণ বর্তমান দেখা যাচ্ছে ইথেরিয়ামে ছোটখাটো ট্রানজেকশন করা যায় না কারণ অতিরিক্ত গ্যাস ফ্রি লাগে।
Title: Re: BSC নেটওয়ার্কের চাহিদা কি বেড়ে যাচ্ছে?
Post by: Angel julian on April 28, 2021, 06:26:19 AM
আমি মনে করি দিনদিন বিএসসি নেটওয়ার্ক এর চাহিদা বেড়ে চলেছে। কারণ কারণ ক্রিপ্টোকারেন্সি জগতে বেশিরভাগ বাউন্টিতে ইথেরিয়াম বেস্ট এয়ার সার্ভিস ব্যবহার করা হয়ে থাকে। স্বাভাবিকভাবে আমরা ইতিহাস নেটওয়ার্কের সাথে বেশি পরিচিত। কিন্তু এই 31 নেটওয়ার্ক ইদানিং ট্রানজেকশন অস্বাভাবিক ভাবে বেড়ে চলেছে বিকল্প কোন রাস্তা খুঁজে পাচ্ছিনা। বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কিছু ডলার সেল দিতে গেলে তার অর্ধেক ফি দিতে হয় ফলে আমাদের অনেক লজের মধ্যে পড়তে হয়। বিএসসি নেটওয়ার্কে এত ফি দিতে হয় না। পিএসসি নেটওয়ার্কের কোন ফি দিতে হয় না আর আমি মনে করি ব্যক্তিগতভাবে বিনান্স স্মার্ট সিন বিএসসি প্লাটফর্ম সবাই বেশি পছন্দ করবে এখন থেকে।
Title: Re: BSC নেটওয়ার্কের চাহিদা কি বেড়ে যাচ্ছে?
Post by: Malam90 on April 28, 2021, 12:02:45 PM
শুধুমাত্র এক প্যানকেকসোয়াপের কারণেই বিএসসির চাহিদা এখন তুঙ্গে। বর্তমানে সমগ্র ইথারিয়াম নেটওয়াকে যত ট্রানজেকশন হচ্ছে তারচেয়ে বেশি হচ্ছে শুধু এক প্যানকেকসোয়াপেই। আমি নিজেও প্যানকেকসোয়াপ ব্যবহার করি এখন। এছাড়া অন্যান্য বিএসসির সোয়াপ তো আছেই। তাই ইথারিয়ামকে পিছনে ফেলে বিএসসি এখন ট্রানজেকশনের দিক দিয়ে শীর্ষে।
Title: Re: BSC নেটওয়ার্কের চাহিদা কি বেড়ে যাচ্ছে?
Post by: bmw1 on April 29, 2021, 09:19:07 AM
আপনি ঠিকই বলেছেন আমরা সবাই সাধারণত ইথেরিয়াম এর সাথে সবচেয়ে বেশি পরিচিত কারণ আমরা বেশিরভাগ সময়ই ইথেরিয়াম এর ব্যবহার করে থাকি। ইথেরিয়াম দিয়ে আমরা অতি সহজে টোকেন ট্রানজেকশন করতে পারি এবং তাই এটি ব্যবহার করে থাকে কিন্তু এখন ইথেরিয়াম নেটওয়ার্ক ফি অনেক বেশি তাই আমাদের কিছু বিকল্প পদ্ধতি প্রয়োজন সে বিকল্প পদ্ধতি BSC টোকন যেমন:Bainance Smart Chain। এর নেটওয়ার্ক কি অনেক কম এবং এর জনপ্রিয়তা অনেক বেশী এজন্য ইথেরিয়াম এর পরিবর্তে বাইনান্স স্মার্ট চাইন ব্যবহার করা হচ্ছে।
Title: Re: BSC নেটওয়ার্কের চাহিদা কি বেড়ে যাচ্ছে?
Post by: Irfan12@ on April 29, 2021, 01:13:07 PM
আমরা সবাই ইথিরিয়াম নেটওয়ার্কের সাথে বেশী পরিচিত তার অন্যতম কারণ হলো আমরা যারা বাউন্টি করি তার ৯০ ভাগ প্রজেক্ট থাকে ইথিরিয়াম বেইস বা ERC-20 ।কিন্তু বর্তমানে ইথিরিয়ামের ট্রান্সজেকশন ফি আকাশ ছোয়া, তাই সবাই বিকল্পধারার কিছু খুজতেছে। আমার মনে হয় Binance Smart Chain (BSC) সেই সুযোগটা নিচ্ছে। অনেকে নতুন নতুন প্রজেক্ট BSC নেটওয়ার্ক এর আদলে আসছে। তাই আমার মনে হয় BSC এর চাহিদা আগের চেয়ে অনেক বেশি বেড়েছে, আপনাদের কি মনে হয়?
হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন আমরা যদি একশটা বাউন্টি ক্যাম্পেইনে কাজ করি তার নব্বই ভাগ বাউন্টি ক্যাম্পেইনে ইথেরিয়াম প্ল্যাটফর্ম এর টোকেন বিতরণ করা হয়। তবে বর্তমানে ইথেরিয়াম ট্রানজাকশন ফ্রী আকাশছোঁয়া হওয়ায় কিছু কিছু বাউন্টি ক্যাম্পেইন থেকে ইথেরিয়াম প্লাটফর্ম সরিয়ে বাইনান্স স্মার্ট চেইন ব্যবহার করা হচ্ছে।
Title: Re: BSC নেটওয়ার্কের চাহিদা কি বেড়ে যাচ্ছে?
Post by: Cadaver20 on April 29, 2021, 04:47:52 PM
বর্তমান সময়ে বিনান্স স্মার্ট চেইন প্ল্যাটফর্ম এর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।এ প্লাটফর্ম এর মাধ্যমে কোন টোকেন বিক্রি করতে খুবই অল্প পরিমাণ ট্রানজেকশন ফি লাগে। কিন্তু ইথিরিয়াম প্ল্যাটফর্মের ট্রানজেকশন ফি খুবই বেশি লাগে যে কারণে ইথেরিয়াম প্ল্যাটফর্মের থেকে বিনান্স স্মার্ট চেইন এর জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে।
মূলত ইথারিয়াম নেটওয়ার্কের বেশি ট্রানজেকশন ফি এর কারনেই সবাই এখন বিনান্স স্মার্ট চেইনের দিকে ছুটছে। তবে আশার কথা হচ্ছে ইথারিয়াম নেটওয়ার্কের ট্রানজেকশন ফি ধীরে ধীরে কমতে শুরু করেছে। আগে যেখানে ১০-১২ ডলার ফি লাগতো এখন সেখানে ৫-৬ ডলার ফি লাগছে। তবে এটাও বিনান্স স্মার্ট চেইনের তুলনায় অনেক অনেক বেশি। আমরা আশা করি আগামী জুনের মধ্যে ইথারিয়াম নেটওয়ার্কের ট্রানজেকশন ফি স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। তখন হয়তো ইথারিয়াম নেটওয়ার্ক তার হারানো জনপ্রিয়তা ফিরে পাবে।
Title: Re: BSC নেটওয়ার্কের চাহিদা কি বেড়ে যাচ্ছে?
Post by: raisajahan on April 29, 2021, 06:00:42 PM
হ্যা, ভাই আপনি সঠিক কথা বলেছেন কারন ইথারিয়াম নেটওয়ার্ক ব্যবহারের ফলে সকলে লেনদেন করতে বিরক্ত হয়ে উঠেছে আর তার কারন হল অতিরিক্ত ফি লেনদেনের উপর। আর সে কারনে দেখছি অনেক ভাল ভাল বাউন্টি ম্যানেজার ফোরামে ভাল ভাল বাউন্টি প্রোজেক্ট নিয়ে আসছে বিএসসি নেটওয়ার্ক ব্যবহার করে ফলে পেমেন্ট করতে সুবিধা হচ্ছে এবং আমরা যারা বাউন্টি নিয়ে কাজ করছি তাদের ও সুবিধা হচ্ছে লেনদেনের ফি কম হওয়ায়। 
Title: Re: BSC নেটওয়ার্কের চাহিদা কি বেড়ে যাচ্ছে?
Post by: Arnob63 on April 30, 2021, 08:00:34 AM
আমার ব্যাক্তিগত মতামত হ্যা BSC নেটওয়ার্ক এর চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে।এর অন্যতম কারন হলো ERC-20 নেটওয়ার্ক এর ফি অনেক বেশী এই ফি দিয়ে কাজ করা অনেক ব্যায়বহুল তাই বর্তমানে অনেক ভালো বাউন্টি BSC নেটওয়ার্কে আসতেছে। ERC-20 এর ফি যদি কমে আসে তাহলে BSC এর চাহিদা একটু কমতে পারে।