Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Altcoins(অন্যান্য কয়েন) => Topic started by: Malam90 on February 20, 2021, 09:21:07 AM

Title: USDT কি আবারো ৩য় র‌্যাংকে যেতে পারবে?
Post by: Malam90 on February 20, 2021, 09:21:07 AM
USDT গতকালকে বিএনবি এর কাছে ৩য় স্থান হস্তান্ত করে নিজেই ৪র্থ স্থানে চলে যায়। আজকে পলকাডট ৪র্থ স্থানে চলে আসায় চলে গেলো ৫ম এ। দুটি কয়েনের উত্থানের কারণে এমন পতন হয়েছে তার।

USDT কি আবারো ৩য় র‌্যাংকে যেতে পারবে?
Title: Re: USDT কি আবারো ৩য় র‌্যাংকে যেতে পারবে?
Post by: ttcsalam on February 20, 2021, 01:56:21 PM
আমার মনে হয় বেশি ট্রানজেকশন হয় যে সমস্ত কয়েন গুলো সে গুলো থেকে র‌্যাংক অনুযায়ী 1/2/3 এভাবে স্থান নির্ধারন হয় সে হিসাবে আমি ব্যাক্তিগত অভিমত দিচ্ছি  USDT মনে হয় না আর যেতে পারবে।শ্রেষ্ট এক্সচেন্জ হিসাবে BNB কিছু দিন মার্কেট পরিচালনা করবে এবং DOT ও তার অবস্থান ধরে রাখবে আশা করা যায়।
Title: Re: USDT কি আবারো ৩য় র‌্যাংকে যেতে পারবে?
Post by: Malam90 on February 21, 2021, 05:06:20 AM
আমার মনে হয় বেশি ট্রানজেকশন হয় যে সমস্ত কয়েন গুলো সে গুলো থেকে র‌্যাংক অনুযায়ী 1/2/3 এভাবে স্থান নির্ধারন হয় সে হিসাবে আমি ব্যাক্তিগত অভিমত দিচ্ছি  USDT মনে হয় না আর যেতে পারবে।শ্রেষ্ট এক্সচেন্জ হিসাবে BNB কিছু দিন মার্কেট পরিচালনা করবে এবং DOT ও তার অবস্থান ধরে রাখবে আশা করা যায়।

USDT কেন ৩য় স্থানে যেতে পারবেনা?
যদি বিএনবি এবং ডট দাম আর তেমন না বাড়ে অন্যদিকে ক্রিপ্টোকারেন্সির দাম বাড়তে থাকে তাহলে তো USDT এর সার্কুলেটিং সাপ্লাই বাড়াতে হবে চাহিদার যোগান মেটাতে। আর তখন তো USDT এর মার্কেটক্যাপও বেড়ে যাবে। যা ৩য় স্থানে যেতে সহায়তা করবে। তবে আমি মনে করি গেলেও দেরি হতে পারে যদি মার্কেট কারেকশান না হয়। আর কারেকশান হলেই তো USDT চলে যাবে ৩য় স্থানে।
Title: Re: USDT কি আবারো ৩য় র‌্যাংকে যেতে পারবে?
Post by: Review Master on February 22, 2021, 09:12:37 AM
USDT কে পূর্বের অবস্থানে যেতে হইলে আরো USDT Mint করতে হবে, কারণ এটি একটি স্টাবলকয়েন হওয়ায় এর মূল্য বাড়বে নাহ এবং মার্কেটক্যাপও একই থাকবে, যদি সার্কুলেটিং সাপ্লাই বৃদ্ধি না করা হয়। এটি হইলো একটি উপায় USDT কে পূর্বের অবস্থানে পৌছানোর। এছাড়াও আরো একটি উপায় রয়েছে এবং সেটি সম্ভাবনা এই সময়ে খুবই কম। আর সেটি হলো, মার্কেটে কারেকশন চলে আসা এবং বিএনবি, ডটসহ সকল অল্টকয়েনের মূল্যের অধঃপতন শুরু হওয়া।  ;D
Title: Re: USDT কি আবারো ৩য় র‌্যাংকে যেতে পারবে?
Post by: Malam90 on February 22, 2021, 10:50:43 AM
USDT কে পূর্বের অবস্থানে যেতে হইলে আরো USDT Mint করতে হবে, কারণ এটি একটি স্টাবলকয়েন হওয়ায় এর মূল্য বাড়বে নাহ এবং মার্কেটক্যাপও একই থাকবে, যদি সার্কুলেটিং সাপ্লাই বৃদ্ধি না করা হয়। এটি হইলো একটি উপায় USDT কে পূর্বের অবস্থানে পৌছানোর। এছাড়াও আরো একটি উপায় রয়েছে এবং সেটি সম্ভাবনা এই সময়ে খুবই কম। আর সেটি হলো, মার্কেটে কারেকশন চলে আসা এবং বিএনবি, ডটসহ সকল অল্টকয়েনের মূল্যের অধঃপতন শুরু হওয়া।  ;D

আপনি সুন্দর করেই উত্তর দিযেছেন। আপনার উত্তরের সাথে অনেকটা সাদৃশ্য আছে আমার উপরের কমেন্টের। এর মধ্যে একটা ছিলো মার্কেট কারেকশান হলে  USDT আবার ও ৩য় স্থানে চলে আসতে পারবে। কারেকশান আজকে কিছুটা হওয়ায় পলকাডট ও কাডানো কে পেছনে ফেলে ৪র্থ স্থানে চলে এসেছে। সামনে আছে শুধু বিএনবি। এটা কারেকশানের ফসল।
Title: Re: USDT কি আবারো ৩য় র‌্যাংকে যেতে পারবে?
Post by: LazY on March 06, 2021, 06:09:27 PM
USDT গতকালকে বিএনবি এর কাছে ৩য় স্থান হস্তান্ত করে নিজেই ৪র্থ স্থানে চলে যায়। আজকে পলকাডট ৪র্থ স্থানে চলে আসায় চলে গেলো ৫ম এ। দুটি কয়েনের উত্থানের কারণে এমন পতন হয়েছে তার।

USDT কি আবারো ৩য় র‌্যাংকে যেতে পারবে?
বর্তমানে দিনের চাহিদা অনুসারে বিএনবি অনেক দূর এগিয়ে গিয়েছে। মানুষ প্রচুর পরিমাণ চাহিদা দিচ্ছে বিনান্স কয়েন এর উপর। তবে অন্যদিকে ইউএসডিটি ভালো রকমের পারফরম্যান্স রয়েছে। আমি মনে করি হয়তো মার্কেট ভুল রানে চলে যাওয়ার কারণে ইউএসডিটি চতুর্থ স্থানে অবস্থান করেছে। আবার পুনরায় তারা ফিরে আসবে তৃতীয় স্থানে।
Title: Re: USDT কি আবারো ৩য় র‌্যাংকে যেতে পারবে?
Post by: ExtraPoint on March 08, 2021, 03:24:27 PM
USDT, BNB and polkadot এই কয়েন গুলো স্টাবল কয়েন স্থিতিশীল কয়েন। এই কয়েন গুলোর দাম ভালো অবস্থানে আছে। BNB কয়েনের দাম 233 ডলার আছে। যদি USDT কয়েনের দাম বৃদ্ধি পায় তাহলে হয়তো তৃতীয় অবস্থানে যেতে পারবে।
Title: Re: USDT কি আবারো ৩য় র‌্যাংকে যেতে পারবে?
Post by: Malam90 on March 12, 2021, 03:02:16 AM
মাঝে বিএনবি ডাউন হওয়াতে ইউএসডিটি ৩য় স্থানে চলে আসছিলো তবে গত কয়েকদিন ধরে বিএনবি বুলিশ ট্রেন্ডে আসায় আবারো ৪র্থ স্থানে চলে এসেছে। বর্তমানে ৩,৪,৫,৬ স্থানগুলোর নিয়মিত পরিবর্তন হচ্ছে যা মার্কেটের জন্য ইতিবাচক। আগে দেখা যেত শীর্ষস্থান গুলোতে তেমন পরিবর্তন হতোনা। এখন নিয়মিন হচ্ছে। এছাড়া ইউএসডিটির সাকূলেটিং সাপ্লাই নিয়মিত বাড়ার কারণে তাদের মার্কেটক্যাপও বেড়ে যাচ্ছে। গত ১ বছরে তাদের মার্কেটক্যাপ বেড়েছে ১০০০% বা ১০গুনের মত। যা তাদের র‌্যাংকে প্রভাব ফেলেছে।
Title: Re: USDT কি আবারো ৩য় র‌্যাংকে যেতে পারবে?
Post by: Mj joy on March 12, 2021, 04:40:25 AM
আমার মনে হয় বেশি ট্রানজেকশন হয় যে সমস্ত কয়েন গুলো সে গুলো থেকে র‌্যাংক অনুযায়ী 1/2/3 এভাবে স্থান নির্ধারন হয় সে হিসাবে আমি ব্যাক্তিগত অভিমত দিচ্ছি  USDT মনে হয় না আর যেতে পারবে।শ্রেষ্ট এক্সচেন্জ হিসাবে BNB কিছু দিন মার্কেট পরিচালনা করবে এবং DOT ও তার অবস্থান ধরে রাখবে আশা করা যায়।

USDT কেন ৩য় স্থানে যেতে পারবেনা?
যদি বিএনবি এবং ডট দাম আর তেমন না বাড়ে অন্যদিকে ক্রিপ্টোকারেন্সির দাম বাড়তে থাকে তাহলে তো USDT এর সার্কুলেটিং সাপ্লাই বাড়াতে হবে চাহিদার যোগান মেটাতে। আর তখন তো USDT এর মার্কেটক্যাপও বেড়ে যাবে। যা ৩য় স্থানে যেতে সহায়তা করবে। তবে আমি মনে করি গেলেও দেরি হতে পারে যদি মার্কেট কারেকশান না হয়। আর কারেকশান হলেই তো USDT চলে যাবে ৩য় স্থানে।
  হ্যাঁ মালাম  ভাই আপনি ঠিক বলেছেন যদি মার্কেট কারেকশন হয় তাহলে USDT  তৃতীয়  নাম্বারে যেতে বেশি দেরি হবে না ।  এক্ষেত্রে আমি আপনার সাথে একমত ।  আর USDT  মার্কেট প্রাইস সামনে অবশ্যই বৃদ্ধি পাবে আর  বৃদ্ধি পেলে  অবশ্যই তৃতীয় নাম্বারে  চলে যাবে ।
Title: Re: USDT কি আবারো ৩য় র‌্যাংকে যেতে পারবে?
Post by: Milon626 on March 12, 2021, 04:48:07 AM
USDT কে পূর্বের অবস্থানে যেতে হইলে আরো USDT Mint করতে হবে, কারণ এটি একটি স্টাবলকয়েন হওয়ায় এর মূল্য বাড়বে নাহ এবং মার্কেটক্যাপও একই থাকবে, যদি সার্কুলেটিং সাপ্লাই বৃদ্ধি না করা হয়। এটি হইলো একটি উপায় USDT কে পূর্বের অবস্থানে পৌছানোর। এছাড়াও আরো একটি উপায় রয়েছে এবং সেটি সম্ভাবনা এই সময়ে খুবই কম। আর সেটি হলো, মার্কেটে কারেকশন চলে আসা এবং বিএনবি, ডটসহ সকল অল্টকয়েনের মূল্যের অধঃপতন শুরু হওয়া।  ;D
হুম, আপনি ঠিকই বলেছেন।  আমি আপনার মতামতের সাথে পুরোপুরি ভাবে একমত পোষণ করছি।  এখন USDT কে পূর্বের অবস্থানে ফিরে যেতে হলে বিএনবি এবং পলকাডটের দাম অবশ্যই কমতে হবে। তাই মনে হচ্ছে USDT আবারও তৃতীয় স্থানে যাবে কিন্তু তার জন্য কিছুটা সময়ের প্রয়োজন আছে।                               
Title: Re: USDT কি আবারো ৩য় র‌্যাংকে যেতে পারবে?
Post by: Tubelight on March 16, 2021, 06:15:43 AM
আমার মনে হয় ক্রিপ্টোকারেন্সি তে সবচেয়ে বেশি লেনদেন হয় ইউ এস ডি টি। ক্রিপ্টোকারেন্সি তো দিনদিন ইউএসডিটি এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে। তবে আমার মনে হচ্ছে খুব শীঘ্রই হয়তো ইউএসডিটি আবার তৃতীয় অবস্থানে চলে আসবে।
Title: Re: USDT কি আবারো ৩য় র‌্যাংকে যেতে পারবে?
Post by: Rothi roy on March 16, 2021, 12:04:19 PM
আমার মনে হয় USDT তৃতীয় অবস্থানে যেতে পারবে। যদি এই ইউএসডিটি দাম বৃদ্ধি পায় তাহলে আবার তৃতীয় অবস্থানে যেতে পারবে। বাজারে এই কয়েনের ভালো চাহিদা রয়েছে তাই আমার মনে হয় খুব তাড়াতাড়ি এটি তৃতীয় অবস্থানে যেতে পারবে।
Title: Re: USDT কি আবারো ৩য় র‌্যাংকে যেতে পারবে?
Post by: Sonjoy on March 16, 2021, 06:41:01 PM
USDT গতকালকে বিএনবি এর কাছে ৩য় স্থান হস্তান্ত করে নিজেই ৪র্থ স্থানে চলে যায়। আজকে পলকাডট ৪র্থ স্থানে চলে আসায় চলে গেলো ৫ম এ। দুটি কয়েনের উত্থানের কারণে এমন পতন হয়েছে তার।

USDT কি আবারো ৩য় র‌্যাংকে যেতে পারবে?

আমার মনে হচ্ছে মার্কেটের কারেকশন হলে অবশ্য অবশ্যই আবার তৃতীয় স্থানে কিন্তু চলে যেতে পারে ইউএসডিটি আর অল্প কিছুদিনের মধ্যেই হয়তো চলে যাবে অবশ্য অবশ্যই কিন্তু অনেক কাঠ-খড় পোড়াতে হবে সে ক্ষেত্রে
Title: Re: USDT কি আবারো ৩য় র‌্যাংকে যেতে পারবে?
Post by: Rockalo on March 20, 2021, 06:33:42 AM
Usdt এর অবস্থান নিয়ে খুব একটা চিন্তিত নই। কারণ বর্তমানে এটি একটি স্টাবল মুদ্রা। আমি মনে করি, স্টাবল মুদ্রার সাথে অন্য কোন মুদ্রার তুলনা করে কোন লাভ নেই।
Title: Re: USDT কি আবারো ৩য় র‌্যাংকে যেতে পারবে?
Post by: Sonjoy on March 20, 2021, 12:45:23 PM
Usdt এর অবস্থান নিয়ে খুব একটা চিন্তিত নই। কারণ বর্তমানে এটি একটি স্টাবল মুদ্রা। আমি মনে করি, স্টাবল মুদ্রার সাথে অন্য কোন মুদ্রার তুলনা করে কোন লাভ নেই।
আমি এটা চাই কিন্তু হুট করে রাখি কারণ এতে কোনো রিস্ক রিস্ক থাকেনা আমি যখন তোকে মেসেজ করি তখন কিন্তু তোকে মিছিল দিয়ে কিন্তু ইউএসডিটি করে রাখি কারণ এটা খুবই স্টাফ লিস্ট এবং যখন আবার কিছু কিনতে যায় তখন কিন্তু আমি করি এবং
Title: Re: USDT কি আবারো ৩য় র‌্যাংকে যেতে পারবে?
Post by: EKRA13 on March 20, 2021, 03:45:02 PM
বর্তমানে ক্রিপ্টোকারেন্সি তে অনেকগুলো স্টাবল কয়েন রয়েছে তার মধ্যে USDT অন্যতম। কিছুদিন আগেও এটি তৃতীয় রাঙ্কে অবস্থান করছিল কিন্তু বর্তমানে তার স্থান হারিয়ে 5 নাম্বারে চলে গেছে ।অনেকে ধারণা করছে তার হারানো স্থান ফিরে পাওয়ার সম্ভাবনা নেই।
Title: Re: USDT কি আবারো ৩য় র‌্যাংকে যেতে পারবে?
Post by: kulkhan on March 24, 2021, 01:37:40 PM
আমি মনেকরি usdt আবার তার পূর্বের অবস্থায় ফিরে যাবে। এটা আমি মনে প্রানে বিশ্বাস করি। কারন usdt একটি স্টাবল কারেন্সি। এটা আমাদের সবার ইচ্ছা অনিচ্ছা সত্বেও ব্যবহার করা লাগে। এটার এখন খারাপ সময় যাচ্ছে কিন্তু আবার ভালো সময় ফিরে আসবে।
Title: Re: USDT কি আবারো ৩য় র‌্যাংকে যেতে পারবে?
Post by: Centus on March 25, 2021, 05:38:29 AM
USDT এর দাম ওঠানামা করে না। এটি একটি স্টাবল কয়েন। তাই এর র‌্যাংক যে অবস্থানে যায়না কেন লেনদেনের মান একই থাকবে। তবে ভবিষ্যতে চাহিদা বৃদ্ধি পাবে।
Title: Re: USDT কি আবারো ৩য় র‌্যাংকে যেতে পারবে?
Post by: Mist Joya on March 25, 2021, 05:54:44 AM
USDT কে পূর্বের অবস্থানে যেতে হইলে আরো USDT Mint করতে হবে, কারণ এটি একটি স্টাবলকয়েন হওয়ায় এর মূল্য বাড়বে নাহ এবং মার্কেটক্যাপও একই থাকবে, যদি সার্কুলেটিং সাপ্লাই বৃদ্ধি না করা হয়। এটি হইলো একটি উপায় USDT কে পূর্বের অবস্থানে পৌছানোর। এছাড়াও আরো একটি উপায় রয়েছে এবং সেটি সম্ভাবনা এই সময়ে খুবই কম। আর সেটি হলো, মার্কেটে কারেকশন চলে আসা এবং বিএনবি, ডটসহ সকল অল্টকয়েনের মূল্যের অধঃপতন শুরু হওয়া।  ;D

আপনি সুন্দর করেই উত্তর দিযেছেন। আপনার উত্তরের সাথে অনেকটা সাদৃশ্য আছে আমার উপরের কমেন্টের। এর মধ্যে একটা ছিলো মার্কেট কারেকশান হলে  USDT আবার ও ৩য় স্থানে চলে আসতে পারবে। কারেকশান আজকে কিছুটা হওয়ায় পলকাডট ও কাডানো কে পেছনে ফেলে ৪র্থ স্থানে চলে এসেছে। সামনে আছে শুধু বিএনবি। এটা কারেকশানের ফসল।
  হ্যাঁ ভাই এক্ষেত্রে আমি নিজেও বলব কারেকশন করা হলে অবশ্যই এইচডিটি  তৃতীয়  নাম্বার স্থানে  চলে যাবে ।  কারেকশন হলে অবশ্যই  কিছুটা হলেও রূপান্তরিত হবে ।  যেমন পলকাডট ও কাডানোর  একশনের কারণে স্থান রূপান্তরিত হয়ে গেছে  ।  আপনাকে অসংখ্য ধন্যবাদ পোষ্টের রিপ্লাই সুন্দরভাবে দেওয়ার জন্য ।
Title: Re: USDT কি আবারো ৩য় র‌্যাংকে যেতে পারবে?
Post by: Dark Knight on March 28, 2021, 11:14:55 AM
USDT গতকালকে বিএনবি এর কাছে ৩য় স্থান হস্তান্ত করে নিজেই ৪র্থ স্থানে চলে যায়। আজকে পলকাডট ৪র্থ স্থানে চলে আসায় চলে গেলো ৫ম এ। দুটি কয়েনের উত্থানের কারণে এমন পতন হয়েছে তার।

USDT কি আবারো ৩য় র‌্যাংকে যেতে পারবে?
  USDT কিন্তু একটি স্টাবল কয়েন। স্টাবল কয়েনের দাম কিন্তু ততটা বাড়ে না। তবে হ্যাঁ মাঝখানে কিছুদিন যাবত BNB কয়েনের দাম কমে গিয়েছিল সেই সুযোগে USDT তৃতীয় স্থানে যেতে পেরেছিল। কিন্তু এখন আবারও BNB টোকেন এর দাম অনেক বৃদ্ধি পেয়েছে। এখন ইউ এস ডি টি টোকন টি বি এন বি টেকেন এর নিচে অবস্থান করছে।
Title: Re: USDT কি আবারো ৩য় র‌্যাংকে যেতে পারবে?
Post by: Goldlife on March 28, 2021, 02:11:52 PM
USDT গতকালকে বিএনবি এর কাছে ৩য় স্থান হস্তান্ত করে নিজেই ৪র্থ স্থানে চলে যায়। আজকে পলকাডট ৪র্থ স্থানে চলে আসায় চলে গেলো ৫ম এ। দুটি কয়েনের উত্থানের কারণে এমন পতন হয়েছে তার।

USDT কি আবারো ৩য় র‌্যাংকে যেতে পারবে?
আর অল্প কিছুদিনের মধ্যেই তৃতীয় স্থানে যাবে ইউএসডিটি আমার মনে হচ্ছে কারণ যে পারফরম্যান্সের মধ্য দিয়ে আজ এতদূর পর্যন্ত এসেছে সেই পারফরম্যান্স দিয়ে কিন্তু অবশ্য অবশ্যই তৃতীয় স্থান দখল করে নিবে আমার মনে হচ্ছে তাই আপনারা যারা পারবেন তারা অবশ্য অবশ্যই কিছু ইউএসডিটি হোল্ড করে রাখবেন এতে করে আপনাদের প্রফিটেবল হওয়ার সম্ভাবনা কিন্তু দ্বিগুণ পরিমাণ রয়েছে তাই যে পারবেন অবশ্যই অবশ্যই হোল্ড করে রাখবেন ধন্যবাদ সকলকে
Title: Re: USDT কি আবারো ৩য় র‌্যাংকে যেতে পারবে?
Post by: HeartBit143 on March 31, 2021, 05:20:42 AM
স্টাবল কয়েন গুলোর মধ্যে ইউএসডিটি অনেক জনপ্রিয় একটি কয়েন।  এই কয়েন কিছু দিন আগে তার দখলকৃত স্থান হারায়।  তবে আমার বিশ্বাস ইউএসডিটি তার বেস্ট পারফর্মেন্স দিয়ে আবারও পূর্বের অবস্থানে চলে আসবে।                   
Title: Re: USDT কি আবারো ৩য় র‌্যাংকে যেতে পারবে?
Post by: Lifetime on March 31, 2021, 11:42:31 AM
USDT কে পূর্বের অবস্থানে যেতে হইলে আরো USDT Mint করতে হবে, কারণ এটি একটি স্টাবলকয়েন হওয়ায় এর মূল্য বাড়বে নাহ এবং মার্কেটক্যাপও একই থাকবে, যদি সার্কুলেটিং সাপ্লাই বৃদ্ধি না করা হয়। এটি হইলো একটি উপায় USDT কে পূর্বের অবস্থানে পৌছানোর। এছাড়াও আরো একটি উপায় রয়েছে এবং সেটি সম্ভাবনা এই সময়ে খুবই কম। আর সেটি হলো, মার্কেটে কারেকশন চলে আসা এবং বিএনবি, ডটসহ সকল অল্টকয়েনের মূল্যের অধঃপতন শুরু হওয়া।  ;D
আমার মনে হচ্ছে আপনি একদম ঠিক কথা বলেছেন এটা হতে পারে স্টাফেন হওয়ার কারণে কিন্তু এসির দাম বৃদ্ধি পাচ্ছে না এ কারণে কিন্তু পূর্বের অবস্থানে যাওয়া আমার মনে হচ্ছে সম্ভব হবে না আপনাদের মতামত কি দয়া করে জানাতে পারেন
Title: Re: USDT কি আবারো ৩য় র‌্যাংকে যেতে পারবে?
Post by: Sumi on April 01, 2021, 05:48:00 PM
আমার মনে হয় ক্রিপ্টোকারেন্সি তে সবচেয়ে বেশি লেনদেন হয় ইউ এস ডি টি। ক্রিপ্টোকারেন্সি তো দিনদিন ইউএসডিটি এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে। তবে আমার মনে হচ্ছে খুব শীঘ্রই হয়তো ইউএসডিটি আবার তৃতীয় অবস্থানে চলে আসবে।
এইচডি একটি স্ক্রাবল কয়েন এর দাম বৃদ্ধি পায় না এর দাম কমলো না তাই এটি কিন্তু এটি দ্বিতীয় স্থানে যাওয়ার জন্য অনেক অনেক কাঠ-খড় কিন্তু পড়াতে হবে আমার মনে হচ্ছে দ্বিতীয় স্থানে গেলে ভালো হবে কিন্তু এটি যাওয়ার সম্ভাবনা ফিফটি ফিফটি এর চেয়ে বেশি শক্তিশালী করেন কিন্তু মার্কেটে রয়েছে বলে আমি মনে করি তাই এটি দ্বিতীয় স্থানে যাওয়া অনেক কাঠগর পেরিয়ে কিন্তু যেতে হবে
Title: Re: USDT কি আবারো ৩য় র‌্যাংকে যেতে পারবে?
Post by: Irfan12@ on April 03, 2021, 03:38:31 AM
USDT হচ্ছে স্টাবল কয়েন গুলোর মধ্যে সবথেকে জনপ্রিয় একটি মুদ্রা। ক্রিপ্টো মার্কেটে সকল মুদ্রাই তার অবস্থানের পরিবর্তন করবে এটাই স্বাভাবিক। যখন যে মুদ্রা বেশি জনপ্রিয় হয়ে ওঠে বা চাহিদা বেশি হয় তখন সে মুদ্রার অবস্থান উপরের দিকে চলে যায়। আশা করা যায় USDT আবারো তৃতীয় রেংকে ফিরে আসবে।
Title: Re: USDT কি আবারো ৩য় র‌্যাংকে যেতে পারবে?
Post by: Tepona on April 03, 2021, 06:20:40 AM
ক্রিপ্টোকারেন্সি বাজারে  স্টাবল কয়েনের রেংক খুব একটা দরকারি নয়। কারণ এধরনের মুদ্রাগুলো বেশিরভাগ সময় মানুষের হোল্ডিংয়ে থাকে। তাই রেংকিং আগে-পরে সেটা বিষয়ে কিছু নয়।
Title: Re: USDT কি আবারো ৩য় র‌্যাংকে যেতে পারবে?
Post by: rashedul426 on May 01, 2021, 04:12:07 AM
USDT গতকালকে বিএনবি এর কাছে ৩য় স্থান হস্তান্ত করে নিজেই ৪র্থ স্থানে চলে যায়। আজকে পলকাডট ৪র্থ স্থানে চলে আসায় চলে গেলো ৫ম এ। দুটি কয়েনের উত্থানের কারণে এমন পতন হয়েছে তার।

USDT কি আবারো ৩য় র‌্যাংকে যেতে পারবে?
বর্তমানে তো USDT আারো নিচের দিকে নামছে  কিন্তু এর চাহিদা তো কম নয়। তাও এমন হয় কেন?
Title: Re: USDT কি আবারো ৩য় র‌্যাংকে যেতে পারবে?
Post by: Sasa on May 01, 2021, 06:42:49 PM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটের সকল মুদ্রার দাম সবসময়ে ওঠানামা করে
বর্তমানে মার্কেটের অবস্থা খুবই ভালো এবং সকল ক্রিপ্টো মুদ্রার দাম পাম্পিং করতেছে। আর আমি মনে করি USDT আবারও তিন নাম্বার অবস্থানে ফিরে যেতে পারে কেননা এই ক্রিপ্টোকারেন্সি জগতের সবকিছুই সম্ভব কখন কোন মুদ্রা কোন অবস্থানে যাবে পুরোটা নির্ভর করে ক্রেতা এবং বিক্রেতা উপর। যদি মার্কেটে কোন মুদ্রার দাম বৃদ্ধি পায় তার মূল কারণ হচ্ছে মার্কেটে সেই মুদ্রার জনপ্রিয়তা এবং চাহিদা প্রচুর রয়েছে।
Title: Re: USDT কি আবারো ৩য় র‌্যাংকে যেতে পারবে?
Post by: Jacksoon99 on May 05, 2021, 09:31:18 AM
আমার মনে হয় বেশি ট্রানজেকশন হয় যে সমস্ত কয়েন গুলো সে গুলো থেকে র‌্যাংক অনুযায়ী 1/2/3 এভাবে স্থান নির্ধারন হয় সে হিসাবে আমি ব্যাক্তিগত অভিমত দিচ্ছি  USDT যেতে পারবে। কেননা এই ক্রিপ্টোকারেন্সি জগতের সবকিছুই সম্ভব কখন কোন মুদ্রা কোন অবস্থানে যাবে পুরোটা নির্ভর করে ক্রেতা এবং বিক্রেতা উপর।যখন মুদ্রা বৃদ্ধি পায় তখন দেখা যায় মার্কেটে তার জনপ্রিয়তা অনেক এবং তার চাহিদা অনেক তাই সেই মুদ্রা বৃদ্ধি পায়।
Title: Re: USDT কি আবারো ৩য় র‌্যাংকে যেতে পারবে?
Post by: Random203 on May 20, 2021, 05:07:55 PM
USDT ইতোমধ্যেই তৃতীয় অবস্থানে চলে এসেছে।  ক্রিপ্টোকারেন্সিতে সব সময় সব কিছুরই উত্থান পতন আছেই।  কিছু দিন আগে USDT তার অবস্থান হারিয়েছিলো।  কিন্তু এখন আবারও USDT তার অবস্থানে চলে এসেছে।                         
Title: Re: USDT কি আবারো ৩য় র‌্যাংকে যেতে পারবে?
Post by: Logitech50 on June 05, 2021, 07:24:55 AM
যে কয়েন গুলো ট্রানজেকশন করতে লাগে ক্রিপ্টোকারেন্সি তে সে টোকেন গুলো সবচেয়ে বেশি ভূমিকা থাকে। কারণ যে কোন জায়গায় লেনদেন করতে হলে অবশ্যই ইথেরিয়াম কয়েনের প্রয়োজন পড়ে। তাই USDT কয়েন।