Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Malam90 on February 21, 2021, 02:39:06 PM

Title: D.T মেম্বারদের তালিকা।
Post by: Malam90 on February 21, 2021, 02:39:06 PM
যখন কোন প্রতিষ্ঠান তার দৈনন্দিন দায়িত্ব সমূহ কিছু সদস্যদের মাঝে বণ্টন করে দেয় শুধুমাত্র কর্তপক্ষ বা এডমিনের হাতে না রেখে তখন সেটাকে বলে Decentralized Team সংক্ষেপে D.T বা D.Team.

D.Team সদস্যদের দৈনন্দিন কিছু কাজ করতে হয়-যেমন ফোরামকে স্পাম মুক্ত করা, প্লাগরিজম মুক্ত করা, প্রতারণা চিহ্নিত করা, বহু একাউন্ট চিহ্নিত করা সহ অনেক কাজে দল ভিত্তিক সহযোগীতা করা।

ফোরামের D.T বা D.T বা D.Team মেম্বারদের তালিকা


দলনেতারা


(https://i.imgur.com/17wERy5.png)



দলের সদস্যরা

(https://i.imgur.com/vEuPnS8.png)


টিম আইডল

(https://i.imgur.com/g7AiDIU.png)



খ্যাতি হল


(https://i.imgur.com/zeO6rTB.png)



D.Team এর সদস্য হওয়া

*আপনাকে অবশ্যই স্পামার, প্লাগরিজম, বহুএকাউন্ট অথবা সেকশনে যে সব সদস্যরা খারাপ আচরন করে এমন ৩-৫ টি রিপোর্ট করতে হবে।
    *অথবা আপনাকে ১০-২০ টি রিপোর্ট পোস্ট করতে হবে যেগুলো স্পাম, রেফারেল লিংক থাকে এমন, ভূল সেকশনে পোস্ট ইত্যাদি।
*ফোরামে সম্প্রতি আপনাকে সক্রিয় থাকতে হবে এবং বিকেন্দ্রীকরণ দলের সাথে রিপোটিং এ থাকতে হবে।
    *ব্যতিক্রম গ্রহণযোগ্য যাদের অতীতে অনেক অবদান আছে কিন্তু সম্প্রতি নিষ্ক্রিয় এমন ক্ষেত্রে।

ক্রেডিট: dragononcrypto (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=12484)

ইংরেজি টপিক: https://www.altcoinstalks.com/index.php?topic=192825.0
Title: Re: D.T মেম্বারদের তালিকা।
Post by: babu10 on February 21, 2021, 02:51:45 PM
অনেক সুন্দর করে বাংলায় অনুবাদ করে বুঝিয়ে দিলেন ভাই। আপনার কাজকে এই জন্যই সবসময় শ্রদ্ধাবোধ করি। আমার একটা প্রশ্নছিল আশাকরি এটা অন্যদেরও উপকারে আসবে। ডি.টি মেম্বার হতে হলে কি মড বা জুনিয়র মড এই রকম কোন র‌্যাংঙ্ক লাগে নাকি এটা সবার জন্য উন্মুক্ত একটা প্লার্টফরম। অর্থাৎ যেই কেউ যদি শর্তগুলো মাফিক কাজ করে তবে টিম তাকে ডি.টি মেম্বার দিতে পারে?
Title: Re: D.T মেম্বারদের তালিকা।
Post by: Malam90 on February 21, 2021, 02:57:45 PM
অনেক সুন্দর করে বাংলায় অনুবাদ করে বুঝিয়ে দিলেন ভাই। আপনার কাজকে এই জন্যই সবসময় শ্রদ্ধাবোধ করি। আমার একটা প্রশ্নছিল আশাকরি এটা অন্যদেরও উপকারে আসবে। ডি.টি মেম্বার হতে হলে কি মড বা জুনিয়র মড এই রকম কোন র‌্যাংঙ্ক লাগে নাকি এটা সবার জন্য উন্মুক্ত একটা প্লার্টফরম। অর্থাৎ যেই কেউ যদি শর্তগুলো মাফিক কাজ করে তবে টিম তাকে ডি.টি মেম্বার দিতে পারে?


নিচে দেখেন “আপনাকে অবশ্যই স্পামার, প্লাগরিজম, বহুএকাউন্ট অথবা সেকশনে যে সব সদস্যরা খারাপ আচরন করে এমন ৩-৫ টি রিপোর্ট করতে হবে।
    *অথবা আপনাকে ১০-২০ টি রিপোর্ট পোস্ট করতে হবে যেগুলো স্পাম, রেফারেল লিংক থাকে এমন, ভূল সেকশনে পোস্ট ইত্যাদি।” শর্তগুলো। 

এখানে যে কেউ যদি ডিটি টিমকে সহযোগীতা করে অন্তত ৩-৫ টা স্পামার, প্লাগরিজম, বহুএকাউন্ট অথবা খারপা আচরনকারীকে নিয়ে রিপোর্ট করা। অথবা ১০+ রিপোর্ট করতে হবে যেভাবে ডিটি মেম্বাররা রিপোর্ট করে ফোরামের বিভিন্ন সেকশনে যখন তাদের চোখে পড়ে। চাইলে আপনিও হতে পারবেন।
Title: Re: D.T মেম্বারদের তালিকা।
Post by: iRan Chy on February 21, 2021, 03:20:38 PM
অনেক সুন্দর করে বাংলায় অনুবাদ করে বুঝিয়ে দিলেন ভাই। আপনার কাজকে এই জন্যই সবসময় শ্রদ্ধাবোধ করি। আমার একটা প্রশ্নছিল আশাকরি এটা অন্যদেরও উপকারে আসবে। ডি.টি মেম্বার হতে হলে কি মড বা জুনিয়র মড এই রকম কোন র‌্যাংঙ্ক লাগে নাকি এটা সবার জন্য উন্মুক্ত একটা প্লার্টফরম। অর্থাৎ যেই কেউ যদি শর্তগুলো মাফিক কাজ করে তবে টিম তাকে ডি.টি মেম্বার দিতে পারে?


নিচে দেখেন “আপনাকে অবশ্যই স্পামার, প্লাগরিজম, বহুএকাউন্ট অথবা সেকশনে যে সব সদস্যরা খারাপ আচরন করে এমন ৩-৫ টি রিপোর্ট করতে হবে।
    *অথবা আপনাকে ১০-২০ টি রিপোর্ট পোস্ট করতে হবে যেগুলো স্পাম, রেফারেল লিংক থাকে এমন, ভূল সেকশনে পোস্ট ইত্যাদি।” শর্তগুলো। 

এখানে যে কেউ যদি ডিটি টিমকে সহযোগীতা করে অন্তত ৩-৫ টা স্পামার, প্লাগরিজম, বহুএকাউন্ট অথবা খারপা আচরনকারীকে নিয়ে রিপোর্ট করা। অথবা ১০+ রিপোর্ট করতে হবে যেভাবে ডিটি মেম্বাররা রিপোর্ট করে ফোরামের বিভিন্ন সেকশনে যখন তাদের চোখে পড়ে। চাইলে আপনিও হতে পারবেন।
এ বিষয়ে আমি কাল ইংরেজি টপিকটি পড়েছিলাম। আপনি বাংলা ট্রান্সলেট করেছেন এতে আরও ভালো করে বুঝতে পারলাম। এখন কথা হচ্ছে ভাই, রিপোর্ট গুলো করব কোথায় বা জমা দিবো কোথায় এ বিষয়ে যদি একটু বলতেন। তাহলে আমার এবং অন্যদের বুঝতে আরও একটু সুবিধা হতো।
Title: Re: D.T মেম্বারদের তালিকা।
Post by: AlviNess on February 21, 2021, 03:30:50 PM
আপনি অনেক সুন্দর ভাবে এই তথ্যগুলো বাংলায় উপস্থাপন করেছেন। আমাদের বোর্ডের অনেকেই আছে যারা গ্লোবাল ফোরামে খুব একটা যায় না এবং গ্লোবাল ফোরামে গেলেও খুব একটা ভালো ইংলিশ ট্রান্সলেট করতে পারে না। তাই আপনি যেহেতু এ সমস্ত ইনফরমেশন গুলো বাংলায় উপস্থাপন করেছেন শুধু বিষয়টি অনেক সহজ হয়েছে আমাদের জন্য
Title: Re: D.T মেম্বারদের তালিকা।
Post by: Milon626 on March 11, 2021, 06:27:54 AM
D.T. দ্বারা কি বোঝানো হয় আর এর কাজই বা কি সে সম্পর্কে আমার কোন ধারণা ছিল না।  কিন্তু এখন আপনার এই মুল্যবান পোস্ট টি পড়ে D.T. সম্পর্কে সম্পুর্ন ধারণা পেলাম।  আপনাকে অসংখ্য ধন্যবাদ।                     
Title: Re: D.T মেম্বারদের তালিকা।
Post by: Fariwala on March 11, 2021, 07:54:46 AM
অত্যন্ত সুন্দর একটি পোস্ট করেছেন আমার কাছে খুব ভালো লেগেছে আপনার এই পোস্টে কারণ এখানে যতগুলো সিনিয়র মেম্বার আছে তাদেরকে আপনি এখানে প্রমোট করেছেন তো আমরা যারা এখন পর্যন্ত এদেরকে চিনতাম না এই পোষ্টের মাধ্যমে তাদেরকে চিনতে পারলাম এবং বুঝতে পারলাম নি কে কোন রেংকে আছে এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
Title: Re: D.T মেম্বারদের তালিকা।
Post by: Magepai on March 11, 2021, 08:44:15 AM
অনেক সুন্দর করে D. T টিমের তালিকা দিয়েছেন আশা করি প্রত্যেকেরই বুঝতে পেরেছে। এরকম করে আমি মনে করি ফোরামের দুর্নীতি করা থেকে সবাইকে বিরত থাকবে। একটা কথাই বলবো এই ফোরামে যদি সৎ থাকা যায় তাহলে কোনদিনও তাকে কেউ মারতে পারবে না।নিজের যদি অসৎ থেকে থাকে এবং তার চিন্তা-ভাবনা নেগেটিভ থেকে থাকে অবশ্যই সে ফোরাম থেকে একদিন হারিয়ে যাবে। আমি মনে করি এই টিমের জন্য আমাদের ফোরামটা দুর্নীতি থেকে অবশ্যই মুক্তি পাবে।
Title: Re: D.T মেম্বারদের তালিকা।
Post by: ExtraPoint on March 11, 2021, 11:40:54 AM
 অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে DT মেম্বার দের তালিকা দেওয়ার জন্য। এখন থেকে আমাদের ফোরামের সবাই সতর্ক হয়ে কাজ করবে। স্পামিং থেকে বিরত থাকবে। এখন আর কেউ দূর্ণীতি করতে পারবে না বলে আমার মনে হয়।
Title: Re: D.T মেম্বারদের তালিকা।
Post by: Irfan12@ on March 11, 2021, 04:22:06 PM
অনেক সুন্দর করে বাংলায় অনুবাদ করে বুঝিয়ে দিলেন ভাই। আপনার কাজকে এই জন্যই সবসময় শ্রদ্ধাবোধ করি। আমার একটা প্রশ্নছিল আশাকরি এটা অন্যদেরও উপকারে আসবে। ডি.টি মেম্বার হতে হলে কি মড বা জুনিয়র মড এই রকম কোন র‌্যাংঙ্ক লাগে নাকি এটা সবার জন্য উন্মুক্ত একটা প্লার্টফরম। অর্থাৎ যেই কেউ যদি শর্তগুলো মাফিক কাজ করে তবে টিম তাকে ডি.টি মেম্বার দিতে পারে?
হ্যাঁ মালাম ভাই বাংলায় অনেক সুন্দর ভাবে আমাদের বিষয়টি বুঝিয়েছেন। মালাম ভাইয়ের প্রতিটি পোস্ট আমাদের নতুন তথ্য নতুন কিছু জানতে সাহায্য করে। আর ভাই আপনার প্রশ্নটিই আমার মনে হয় প্রতিটি ইউজারদের জানা দরকার। দেখলাম এ বিষয়ে মালাম ভাই সুন্দরভাবে আপনার প্রশ্নটির উত্তর দিয়েছেন। বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ দুজন সিনিয়র ভাই আপনাদের
Title: Re: D.T মেম্বারদের তালিকা।
Post by: Casual on March 12, 2021, 02:37:24 AM
অনেক সুন্দর একটি পোস্ট দিয়েছেন ভাই। D. T মেম্বার দের কি কাজ সেগুলো অনেক সুন্দর করে বাংলায় বুঝিয়ে দিয়েছেন এখন এই মেম্বারদের সম্পর্কে জানতে পারলাম তাদের কাজগুলো কি। এরকম D. T member হয়তো এডমিন দিয়েছে ফোরামের যেন কেউ স্পামিং না করতে পারে। কেউ যেন একের অধিক আইডি না চালাতে পারে সে কারণে আমি মনে করি অবশ্যই সবাই সাহায্য করবে এ ব্যাপারে।
Title: Re: D.T মেম্বারদের তালিকা।
Post by: Tubelight on March 20, 2021, 09:38:05 AM
অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে ফোরামের গুরুত্বপূর্ণ সদস্যদের সম্পর্কে এত সুন্দর ভাবে একটি পোষ্ট করার জন্য।আপনার এই পোস্ট পড়ে ফোরামের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্পর্কে সকলেই ভালো ভাবে জানতে পারবে।
Title: Re: D.T মেম্বারদের তালিকা।
Post by: Dilshan on May 08, 2021, 05:38:28 AM
ধন্যবাদ মডারেটর ভাই আপনাক। আসলে আমি এই ফোরামের একজন নতুন ইউজার। তাই D. T member কি এটা আমি জানতাম না। আর এদের কাজ কি সে সম্পর্কেও আমার ধারণা ছিলনা। তবে আপনার এই পোস্ট থেকে D. T member কি, এদের কাজ কি আর এদের তালিকাটাও জানতে পারলাম। আমি আশা করি এখন স্পামার স্পামিং করার আগে দশবার ভেবে নেবে ।         
Title: Re: D.T মেম্বারদের তালিকা।
Post by: Malam90 on May 08, 2021, 06:13:52 AM
Malam90 গ্লোবাল মডারেটর পদে পদোন্নতি হওয়ায় টিম সদস্য থেকে টিম লিডারে উন্নীত হয়েছেন।
তাই টপিকটি এডিট করা হলো।
Title: Re: D.T মেম্বারদের তালিকা।
Post by: Odhier khan on May 08, 2021, 09:00:28 AM
যখন কোন প্রতিষ্ঠান তার দৈনন্দিন দায়িত্ব সমূহ কিছু সদস্যদের মাঝে বণ্টন করে দেয় শুধুমাত্র কর্তপক্ষ বা এডমিনের হাতে না রেখে তখন সেটাকে বলে Decentralized Team সংক্ষেপে D.T বা D.Team.

D.Team সদস্যদের দৈনন্দিন কিছু কাজ করতে হয়-যেমন ফোরামকে স্পাম মুক্ত করা, প্লাগরিজম মুক্ত করা, প্রতারণা চিহ্নিত করা, বহু একাউন্ট চিহ্নিত করা সহ অনেক কাজে দল ভিত্তিক সহযোগীতা করা।

ফোরামের D.T বা D.T বা D.Team মেম্বারদের তালিকা


দলনেতারা


(https://i.imgur.com/17wERy5.png)



দলের সদস্যরা

(https://i.imgur.com/vEuPnS8.png)


টিম আইডল

(https://i.imgur.com/g7AiDIU.png)



খ্যাতি হল


(https://i.imgur.com/zeO6rTB.png)



D.Team এর সদস্য হওয়া

*আপনাকে অবশ্যই স্পামার, প্লাগরিজম, বহুএকাউন্ট অথবা সেকশনে যে সব সদস্যরা খারাপ আচরন করে এমন ৩-৫ টি রিপোর্ট করতে হবে।
    *অথবা আপনাকে ১০-২০ টি রিপোর্ট পোস্ট করতে হবে যেগুলো স্পাম, রেফারেল লিংক থাকে এমন, ভূল সেকশনে পোস্ট ইত্যাদি।
*ফোরামে সম্প্রতি আপনাকে সক্রিয় থাকতে হবে এবং বিকেন্দ্রীকরণ দলের সাথে রিপোটিং এ থাকতে হবে।
    *ব্যতিক্রম গ্রহণযোগ্য যাদের অতীতে অনেক অবদান আছে কিন্তু সম্প্রতি নিষ্ক্রিয় এমন ক্ষেত্রে।

ক্রেডিট: dragononcrypto (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=12484)

ইংরেজি টপিক: https://www.altcoinstalks.com/index.php?topic=192825.0

আসসালামুয়ালাইকুম আমি ফর্মে নতুন ধন্যবাদ মডারেটর ভাই। কারণ D.T member কি এটা আমি আগে জানতাম না। এবং এদের কাজ কি সে সম্পর্কে আমার জানা ছিল না। কিন্তু আপনার একটি পোস্ট পড়ে আমি এটি সম্পর্কে জানতে পেরেছি তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
Title: Re: D.T মেম্বারদের তালিকা।
Post by: Azharul on May 09, 2021, 11:14:02 AM
অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এই রকম বিষয়গুলো নিয়ে সুন্দর একটা পোস্ট করার জন্য।কেননা আমরা জানতে পেরেছি যে আমাদের সিনিয়র ভাইদের কার অবস্থান কোথায় রয়েছে।আমরা আরো জানতে পারলাম যে D.T মেম্বার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে কাদের।আমার মনে হয় এখন থেকে তাদের সঠিক নির্দেশনা মূলক পোস্ট আমাদেরকে সতর্ক হতে সাহায্য করবে।কেননা আমরা এই নির্দেশনা থেকে জানতে পারলাম যে স্পার্ম থেকে বিরত থাকতে হবে। আবার অনেকে একাধিক আইডি খুলে কাজ করে আসছে, এসব বিষয় নিয়ে সঠিক ভাবে মূল্যায়ন করা হবে বলে আমরা আশা করছি।
Title: Re: D.T মেম্বারদের তালিকা।
Post by: AIam333 on May 29, 2021, 01:44:22 AM
যিনি এই বিষয়গুলো নিয়ে একটি পোস্ট করেছেন। তাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। কারন আমরা এই তালিকা গুলো দেখে কিছু বুঝতে পারছি। তাই আমার পক্ষ থেকে তাঁকে ধন্যবাদ।