Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Rick00 on February 21, 2021, 03:45:22 PM

Title: যারা ট্রেডিং সম্পর্কে ভালো জানেন তাঁরা একটু দেখুন
Post by: Rick00 on February 21, 2021, 03:45:22 PM
যারা ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে ভালো জানেন তারা একটু বুঝিয়ে উত্তর দিলে ভালো হবে। আমি ক্রিপ্টো কারেন্সিতে প্রায় কিছু শব্দের ব্যবহার শুনি কিন্তু সেগুলো সম্পর্কে ভালো বুঝিনা। আচ্ছা Correction, FOMO,  Stop Loss এইগুলো বলতে ঠিক কি বোঝায় বা এর মানে কি, সেটা বললে খুব উপকৃত হবো।               
Title: Re: যারা ট্রেডিং সম্পর্কে ভালো জানেন তাঁরা একটু দেখুন
Post by: AlviNess on February 21, 2021, 03:48:55 PM
ট্রেড করার জন্য সর্বপ্রথম আপনার যে বিষয়টা প্রয়োজন তাহলো ট্রেডিং সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা থাকা। কারণ আপনি হয়তো একটা বিষয় অবশ্যই জেনে থাকবেন যে ট্রেট করাটা অনেকটা ঝুঁকির কাজ।অর্থাৎ ট্রেডিং সম্পর্কে যদি আপনার পূর্ণাঙ্গ ধারণা না থাকে তাহলে আপনি ট্রেড করতে গিয়ে মারাত্মক ঝুঁকির সম্মুখীন হতে পারেন। তাই অবশ্যই আগে ট্রেডিং সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা অর্জন করুন।
Title: Re: যারা ট্রেডিং সম্পর্কে ভালো জানেন তাঁরা একটু দেখুন
Post by: Rick00 on February 22, 2021, 03:56:15 PM
ট্রেড করার জন্য সর্বপ্রথম আপনার যে বিষয়টা প্রয়োজন তাহলো ট্রেডিং সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা থাকা। কারণ আপনি হয়তো একটা বিষয় অবশ্যই জেনে থাকবেন যে ট্রেট করাটা অনেকটা ঝুঁকির কাজ।অর্থাৎ ট্রেডিং সম্পর্কে যদি আপনার পূর্ণাঙ্গ ধারণা না থাকে তাহলে আপনি ট্রেড করতে গিয়ে মারাত্মক ঝুঁকির সম্মুখীন হতে পারেন। তাই অবশ্যই আগে ট্রেডিং সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা অর্জন করুন।
আমার মনে হয় আপনি আমার পোস্টটি বুঝতে পারেননি আর সে জন্যে আপনি অন্য মন্তব্য করে ফেলেছেন তাই আমি রিকুয়েষ্ট করছি যে আমার পোস্টটার যথার্থ উত্তর দিতে পারলে খুশি হবো।         
Title: Re: যারা ট্রেডিং সম্পর্কে ভালো জানেন তাঁরা একটু দেখুন
Post by: Dark Knight on February 22, 2021, 04:42:39 PM
আপনি যদি ট্রেড করতে চান তাহলে আপনাকে অবশ্যই ট্রেডিং সম্পর্কে পাকাপোক্ত ধারণা থাকতে হবে। প্রথমে আপনাকে ট্রেড কি সেটা জানতে হবে। আপনি যদি না বুঝে না শুনে ট্রেড করেন তাহলে হয়তো অনেক ক্ষতির মধ্যে পড়তে পারেন। আপনি এই বিষয়ে আমাদের ফোরামের বড় ভাইদের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করুন এবং তারপর ট্রেডিং করা শুরু করুন।
Title: Re: যারা ট্রেডিং সম্পর্কে ভালো জানেন তাঁরা একটু দেখুন
Post by: Akhi600 on February 24, 2021, 10:56:45 PM
ট্রেড করার জন্য সর্বপ্রথম আপনার যে বিষয়টা প্রয়োজন তাহলো ট্রেডিং সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা থাকা। কারণ আপনি হয়তো একটা বিষয় অবশ্যই জেনে থাকবেন যে ট্রেট করাটা অনেকটা ঝুঁকির কাজ।অর্থাৎ ট্রেডিং সম্পর্কে যদি আপনার পূর্ণাঙ্গ ধারণা না থাকে তাহলে আপনি ট্রেড করতে গিয়ে মারাত্মক ঝুঁকির সম্মুখীন হতে পারেন। তাই অবশ্যই আগে ট্রেডিং সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা অর্জন করুন।
ধন্যবাদ ভাই আপনাকে আপনি সুন্দর একটি গাইডলাইন দিয়েছে আপনার এই পোস্ট থেকে আমিও বুঝতে পারলাম। ট্রেড সম্পর্কে। তবে আমি বলবো ট্রেড করতে হলে অবশ্যই ভালো হবে ধারণা থাকতে হবে এ সম্পর্কে তা না হলে এগুলা করা সম্ভব না
Title: Re: যারা ট্রেডিং সম্পর্কে ভালো জানেন তাঁরা একটু দেখুন
Post by: Fighter on February 25, 2021, 06:38:11 AM
ট্রেডিং করার জন্য আপনার সর্বপ্রথম ট্রেডিং কি এবং কিভাবে করতে হয় সে সম্পর্কে জানতে ও শিখতে হবে। তাহলে আপনি ট্রেডিং সম্পর্কে বুঝতে পারবেন। আমার মনে হয় ট্রেড করাটা অনেক ঝুঁকির কাজ। আপনি ভালভাবে ট্রেড করতে না পারলে হয়তো ক্ষতির সম্মুখীন হতে পারেন।
Title: Re: যারা ট্রেডিং সম্পর্কে ভালো জানেন তাঁরা একটু দেখুন
Post by: iRan Chy on February 25, 2021, 06:55:35 AM
যারা ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে ভালো জানেন তারা একটু বুঝিয়ে উত্তর দিলে ভালো হবে। আমি ক্রিপ্টো কারেন্সিতে প্রায় কিছু শব্দের ব্যবহার শুনি কিন্তু সেগুলো সম্পর্কে ভালো বুঝিনা। আচ্ছা Correction, FOMO,  Stop Loss এইগুলো বলতে ঠিক কি বোঝায় বা এর মানে কি, সেটা বললে খুব উপকৃত হবো।               
আপনি যেই শব্দ গুলোর অর্থ জানতে চেয়েছেন, তা লিখে বুঝাতে হলে, অনেক সময় লাগবে। এবং লিখে বুঝানোও অনেক কঠিন। আপনি যদি জানতে চান, তাহলে ইউটিউবে সার্চ দেন, এ বিষয়গুলো নিয়ে শত শত ভিডিও টিউটোরিয়াল আছে। যা দেখলে আপনি সহজেই অল্পসময়ের মধ্যে বুঝতে পারবেন।
Title: Re: যারা ট্রেডিং সম্পর্কে ভালো জানেন তাঁরা একটু দেখুন
Post by: Review Master on February 26, 2021, 06:36:21 PM
আচ্ছা Correction, FOMO,  Stop Loss এইগুলো বলতে ঠিক কি বোঝায় বা এর মানে কি, সেটা বললে খুব উপকৃত হবো।

Correction: বিটকয়েন কিংবা যেকোনো ক্রিপ্টোকারেন্সির মূল্য সবসময় উদ্ধগতির দিকে থাকে না, কখনো এসব কয়েন/টোকেনর মূল্য কিছুটা সময়ের জন্য নিম্নগতির দিকে ধাবিত হয় এবং নির্দিষ্ট সময় শেষে কয়েন/টোকেনটি আবার তার পূর্ববর্তী অবস্থানে ফিরে যায় কিংবা তার থেকেও বেশি মূল্যে পৌছায়। আর যেসময়ের জন্য কয়েন/টোকেনটির মূল্য কমতে ছিল কিংবা কম ছিল, সেই সময়টিকে Correction বলে। সহজ কথায়, কিছুটা সময়ের জন্য কয়েন/টোকেনের মূল্য কমাকে correction বলে থাকি।

FOMO: FOMO এর পূর্ণরূপ হচ্ছ Fear Of Missing Out এবং সহজ উদাহরণে যদি বলি তাহলে বিষয়টি হবে এমন যে, অনেক সময় বিভিন্ন কয়েন/টোকেনের মূল্য হঠাৎ বৃদ্ধি পেতে থাকে এবং সবায় সেটিকে নিয়ে আলোচনা শুরু করে। অনেকে আলোচনায় বলা শুরু করে যে, সেই কয়েনটি অনেক বৃদ্ধি পাবে, ২গুণ কিংবা ৩গুণ লাভ করা যাবে। তখন আমাদের অবচেতন মনটি দ্বিধায় পড়ে যায় যে, কয়েনটি কিনবো কি না এবং যদি কয়েনটির মূল্য বৃদ্ধি না পেয়ে আবার কমে যদি যায়, তাহলে ক্ষতি হবে। এইরকম একটি পরিস্থিতিতে আপনি কোনো বিশ্লেষণ না করে অন্যের কথায় সেই কয়েনটি ক্রয় করলেন। সেটিকে FOMO বলা হয়। আর এর সবচেয়ে বড় উদাহরণ Dogecoin নিয়ে ইলন মাস্কের টুইট এবং সবাই কোনো বিশ্লেষণ ছাড়ায় বেশি মূল্যে ক্রয় করা এবং পরে সেটি করার কারণে অনুশোচনা ভোগ করা।

Stop Loss: আমরা সবসময় ট্রেডিং চার্টের সামনে থাকি না কিংবা মূল্যের গতিবিধি পর্যবেক্ষণ করি না। তাই অনেক সময় কি হয়, আমরা বিশ্লেষণ শেষে বুঝতে পারি যে আমার ক্রয় করা কয়েন/টোকেনটি হয়তো একটি নির্দিষ্ট মূল্যে বৃদ্ধি পাবে কিংবা আবার কমে যেতেও পারে। এখন যদি সেইসময়ে আপনি ট্রেডিং চার্টের সামনে না থাকেন, তাহলে কয়েন/টোকেনটি বিক্রয় করতে পারবেন না। ফলে মূল্য বৃদ্ধিতে লাভ হবে না , পক্ষান্তরে মূল্য কমাতে ধরলে ক্রয় করতে পারবেন না। এখন এটির সমাধান হিসেবে, প্রতিটি এক্সচেঞ্জে একটি উপায় দেয়া রয়েছে এবং সেটি হলো Stop Limit । আর এটি ব্যবহার করে আপনি একটি নির্দিষ্ট মূল্য কয়েন/টোকেন ক্রয় করার জন্য অর্ডার দিয়ে রাখবেন এবং ওই মূল্যে কয়েনটি গেলে আপনার অবর্তমানে কয়েনটি ক্রয় হয়ে যাবে। আর Stop loss হলো একই বিষয় , শুধুমাত্র ক্রয়ের জায়গায় আপনার মনে হলো কয়েনটি বৃদ্ধি পেতে আবার কমতেও পারে। তাই আপনি Stop Limit ব্যবহার করে, একটি মূল্যে কয়েনগুলো বিক্রয়ের জন্য অর্ডার করলেন যে, ওই মূল্যের নিচে যদি কয়েন চলে যায় তাহলে যেন বিক্রয় হয়ে যায়। এতে কি হবে, আপনি বড় ধরনের মূল্যহ্রাস থেকে রক্ষা পাবেন। যেমন: আপনি XLM ক্রয় করলেন $০.৫০ তে এখন ভাবলেন যে, XLM যদি ১০% কমে তাহলে বিক্রয় করে দিবেন, তাহলে Stop limit ব্যবহার করে $০.৪৫ এ বিক্রয় অর্ডার দিয়ে দিলেন । আর পরে XLM যদি $০.৩০ কমে যায়, তাহলে ৪০% ক্ষতি থেকে রক্ষা পেলেন । আর এটিকে Stop loss বলে থাকি। এক কথায় ক্ষতি হওয়া থেকে রক্ষার জন্য যে Stop Limit ব্যবহার করা হয়।

Title: Re: যারা ট্রেডিং সম্পর্কে ভালো জানেন তাঁরা একটু দেখুন
Post by: ExtraPoint on February 27, 2021, 09:36:37 AM
ট্রেড করা ঝুঁকিপূর্ণ একটি কাজ। আপনি যদি ট্রেডিং সম্পর্কে না বোঝেন তাহলে ট্রেড না করাই ভালো। ট্রেড করতে হলে আপনাকে অবশ্যই ট্রেডিং সম্পর্কে জানতে হবে।
Title: Re: যারা ট্রেডিং সম্পর্কে ভালো জানেন তাঁরা একটু দেখুন
Post by: Newron on February 27, 2021, 03:08:56 PM
বর্তমান সময়ে সবচাইতে জনপ্রিয় হচ্ছে ট্রেনিং। রাতারাতি ধনী হওয়ার জন্য ট্রেনিং এর বিকল্প নেই। ট্রেডিং নিয়ে যারা কাজ করে তারা মার্কেট সম্পর্কে ভালো জানে। ট্রেনিং মার্কেটপ্লেস এর কারেন্সি গুলোর দাম নিয়ে ভবিষ্যদ্বাণী করে থাকে।
Title: Re: যারা ট্রেডিং সম্পর্কে ভালো জানেন তাঁরা একটু দেখুন
Post by: Akhi600 on February 27, 2021, 06:27:24 PM
যারা ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে ভালো জানেন তারা একটু বুঝিয়ে উত্তর দিলে ভালো হবে। আমি ক্রিপ্টো কারেন্সিতে প্রায় কিছু শব্দের ব্যবহার শুনি কিন্তু সেগুলো সম্পর্কে ভালো বুঝিনা। আচ্ছা Correction, FOMO,  Stop Loss এইগুলো বলতে ঠিক কি বোঝায় বা এর মানে কি, সেটা বললে খুব উপকৃত হবো।               
আপনি যদি ট্রেড করতে চান তাহলে আপনার সব দিকেই ভালো জানা থাকতে হবে এবং ফাস্ট থাকতে হবে। আপনার ট্রেনিং করতে হলে আপনার অবশ্যই ভালোভাবে জানতে হবে এবং টোকেন সম্পর্কে জানা থাকতে হবে তাহলে আপনি ট্রেড করতে পারবেন। এ সম্পর্কে না জানা থাকলে ট্রেড করা খুবই ঝুঁকিপূর্ণ
Title: Re: যারা ট্রেডিং সম্পর্কে ভালো জানেন তাঁরা একটু দেখুন
Post by: Akhi600 on February 27, 2021, 06:32:36 PM
আচ্ছা Correction, FOMO,  Stop Loss এইগুলো বলতে ঠিক কি বোঝায় বা এর মানে কি, সেটা বললে খুব উপকৃত হবো।

Correction: বিটকয়েন কিংবা যেকোনো ক্রিপ্টোকারেন্সির মূল্য সবসময় উদ্ধগতির দিকে থাকে না, কখনো এসব কয়েন/টোকেনর মূল্য কিছুটা সময়ের জন্য নিম্নগতির দিকে ধাবিত হয় এবং নির্দিষ্ট সময় শেষে কয়েন/টোকেনটি আবার তার পূর্ববর্তী অবস্থানে ফিরে যায় কিংবা তার থেকেও বেশি মূল্যে পৌছায়। আর যেসময়ের জন্য কয়েন/টোকেনটির মূল্য কমতে ছিল কিংবা কম ছিল, সেই সময়টিকে Correction বলে। সহজ কথায়, কিছুটা সময়ের জন্য কয়েন/টোকেনের মূল্য কমাকে correction বলে থাকি।

FOMO: FOMO এর পূর্ণরূপ হচ্ছ Fear Of Missing Out এবং সহজ উদাহরণে যদি বলি তাহলে বিষয়টি হবে এমন যে, অনেক সময় বিভিন্ন কয়েন/টোকেনের মূল্য হঠাৎ বৃদ্ধি পেতে থাকে এবং সবায় সেটিকে নিয়ে আলোচনা শুরু করে। অনেকে আলোচনায় বলা শুরু করে যে, সেই কয়েনটি অনেক বৃদ্ধি পাবে, ২গুণ কিংবা ৩গুণ লাভ করা যাবে। তখন আমাদের অবচেতন মনটি দ্বিধায় পড়ে যায় যে, কয়েনটি কিনবো কি না এবং যদি কয়েনটির মূল্য বৃদ্ধি না পেয়ে আবার কমে যদি যায়, তাহলে ক্ষতি হবে। এইরকম একটি পরিস্থিতিতে আপনি কোনো বিশ্লেষণ না করে অন্যের কথায় সেই কয়েনটি ক্রয় করলেন। সেটিকে FOMO বলা হয়। আর এর সবচেয়ে বড় উদাহরণ Dogecoin নিয়ে ইলন মাস্কের টুইট এবং সবাই কোনো বিশ্লেষণ ছাড়ায় বেশি মূল্যে ক্রয় করা এবং পরে সেটি করার কারণে অনুশোচনা ভোগ করা।

Stop Loss: আমরা সবসময় ট্রেডিং চার্টের সামনে থাকি না কিংবা মূল্যের গতিবিধি পর্যবেক্ষণ করি না। তাই অনেক সময় কি হয়, আমরা বিশ্লেষণ শেষে বুঝতে পারি যে আমার ক্রয় করা কয়েন/টোকেনটি হয়তো একটি নির্দিষ্ট মূল্যে বৃদ্ধি পাবে কিংবা আবার কমে যেতেও পারে। এখন যদি সেইসময়ে আপনি ট্রেডিং চার্টের সামনে না থাকেন, তাহলে কয়েন/টোকেনটি বিক্রয় করতে পারবেন না। ফলে মূল্য বৃদ্ধিতে লাভ হবে না , পক্ষান্তরে মূল্য কমাতে ধরলে ক্রয় করতে পারবেন না। এখন এটির সমাধান হিসেবে, প্রতিটি এক্সচেঞ্জে একটি উপায় দেয়া রয়েছে এবং সেটি হলো Stop Limit । আর এটি ব্যবহার করে আপনি একটি নির্দিষ্ট মূল্য কয়েন/টোকেন ক্রয় করার জন্য অর্ডার দিয়ে রাখবেন এবং ওই মূল্যে কয়েনটি গেলে আপনার অবর্তমানে কয়েনটি ক্রয় হয়ে যাবে। আর Stop loss হলো একই বিষয় , শুধুমাত্র ক্রয়ের জায়গায় আপনার মনে হলো কয়েনটি বৃদ্ধি পেতে আবার কমতেও পারে। তাই আপনি Stop Limit ব্যবহার করে, একটি মূল্যে কয়েনগুলো বিক্রয়ের জন্য অর্ডার করলেন যে, ওই মূল্যের নিচে যদি কয়েন চলে যায় তাহলে যেন বিক্রয় হয়ে যায়। এতে কি হবে, আপনি বড় ধরনের মূল্যহ্রাস থেকে রক্ষা পাবেন। যেমন: আপনি XLM ক্রয় করলেন $০.৫০ তে এখন ভাবলেন যে, XLM যদি ১০% কমে তাহলে বিক্রয় করে দিবেন, তাহলে Stop limit ব্যবহার করে $০.৪৫ এ বিক্রয় অর্ডার দিয়ে দিলেন । আর পরে XLM যদি $০.৩০ কমে যায়, তাহলে ৪০% ক্ষতি থেকে রক্ষা পেলেন । আর এটিকে Stop loss বলে থাকি। এক কথায় ক্ষতি হওয়া থেকে রক্ষার জন্য যে Stop Limit ব্যবহার করা হয়।
আপনার পোস্টটা পড়ে অনেক খুশি হলাম ধন্যবাদ জানাই আপনাকে। আপনার এই পোস্ট থেকে ট্রেডিং সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারলাম। আমি মনে করি আপনার এই পোস্ট দেখে সবাই ট্রেড সম্পর্কে জানতে পারবে এবং যারা নতুন ইউজার আছে তাদের জন্য অনেক উপকারে আসবে আমি মনে করি
Title: Re: যারা ট্রেডিং সম্পর্কে ভালো জানেন তাঁরা একটু দেখুন
Post by: Alt20 on February 27, 2021, 07:12:45 PM
আপনি যে প্রশ্ন করেছেন সেটা আমরা অনেকেই বুঝি কিন্তু আমার মনে হয় যদি এই প্রশ্নের উত্তর আমাদের যারা সিনিয়র আছেন তাদের কাছে থেকে শুনলে বেশি ভাল হবে। এই বিষয়গুলো জানা সবারই প্রয়োজন।
Title: Re: যারা ট্রেডিং সম্পর্কে ভালো জানেন তাঁরা একটু দেখুন
Post by: Milon626 on March 04, 2021, 02:53:46 AM
আচ্ছা Correction, FOMO,  Stop Loss এইগুলো বলতে ঠিক কি বোঝায় বা এর মানে কি, সেটা বললে খুব উপকৃত হবো।

Correction: বিটকয়েন কিংবা যেকোনো ক্রিপ্টোকারেন্সির মূল্য সবসময় উদ্ধগতির দিকে থাকে না, কখনো এসব কয়েন/টোকেনর মূল্য কিছুটা সময়ের জন্য নিম্নগতির দিকে ধাবিত হয় এবং নির্দিষ্ট সময় শেষে কয়েন/টোকেনটি আবার তার পূর্ববর্তী অবস্থানে ফিরে যায় কিংবা তার থেকেও বেশি মূল্যে পৌছায়। আর যেসময়ের জন্য কয়েন/টোকেনটির মূল্য কমতে ছিল কিংবা কম ছিল, সেই সময়টিকে Correction বলে। সহজ কথায়, কিছুটা সময়ের জন্য কয়েন/টোকেনের মূল্য কমাকে correction বলে থাকি।

FOMO: FOMO এর পূর্ণরূপ হচ্ছ Fear Of Missing Out এবং সহজ উদাহরণে যদি বলি তাহলে বিষয়টি হবে এমন যে, অনেক সময় বিভিন্ন কয়েন/টোকেনের মূল্য হঠাৎ বৃদ্ধি পেতে থাকে এবং সবায় সেটিকে নিয়ে আলোচনা শুরু করে। অনেকে আলোচনায় বলা শুরু করে যে, সেই কয়েনটি অনেক বৃদ্ধি পাবে, ২গুণ কিংবা ৩গুণ লাভ করা যাবে। তখন আমাদের অবচেতন মনটি দ্বিধায় পড়ে যায় যে, কয়েনটি কিনবো কি না এবং যদি কয়েনটির মূল্য বৃদ্ধি না পেয়ে আবার কমে যদি যায়, তাহলে ক্ষতি হবে। এইরকম একটি পরিস্থিতিতে আপনি কোনো বিশ্লেষণ না করে অন্যের কথায় সেই কয়েনটি ক্রয় করলেন। সেটিকে FOMO বলা হয়। আর এর সবচেয়ে বড় উদাহরণ Dogecoin নিয়ে ইলন মাস্কের টুইট এবং সবাই কোনো বিশ্লেষণ ছাড়ায় বেশি মূল্যে ক্রয় করা এবং পরে সেটি করার কারণে অনুশোচনা ভোগ করা।

Stop Loss: আমরা সবসময় ট্রেডিং চার্টের সামনে থাকি না কিংবা মূল্যের গতিবিধি পর্যবেক্ষণ করি না। তাই অনেক সময় কি হয়, আমরা বিশ্লেষণ শেষে বুঝতে পারি যে আমার ক্রয় করা কয়েন/টোকেনটি হয়তো একটি নির্দিষ্ট মূল্যে বৃদ্ধি পাবে কিংবা আবার কমে যেতেও পারে। এখন যদি সেইসময়ে আপনি ট্রেডিং চার্টের সামনে না থাকেন, তাহলে কয়েন/টোকেনটি বিক্রয় করতে পারবেন না। ফলে মূল্য বৃদ্ধিতে লাভ হবে না , পক্ষান্তরে মূল্য কমাতে ধরলে ক্রয় করতে পারবেন না। এখন এটির সমাধান হিসেবে, প্রতিটি এক্সচেঞ্জে একটি উপায় দেয়া রয়েছে এবং সেটি হলো Stop Limit । আর এটি ব্যবহার করে আপনি একটি নির্দিষ্ট মূল্য কয়েন/টোকেন ক্রয় করার জন্য অর্ডার দিয়ে রাখবেন এবং ওই মূল্যে কয়েনটি গেলে আপনার অবর্তমানে কয়েনটি ক্রয় হয়ে যাবে। আর Stop loss হলো একই বিষয় , শুধুমাত্র ক্রয়ের জায়গায় আপনার মনে হলো কয়েনটি বৃদ্ধি পেতে আবার কমতেও পারে। তাই আপনি Stop Limit ব্যবহার করে, একটি মূল্যে কয়েনগুলো বিক্রয়ের জন্য অর্ডার করলেন যে, ওই মূল্যের নিচে যদি কয়েন চলে যায় তাহলে যেন বিক্রয় হয়ে যায়। এতে কি হবে, আপনি বড় ধরনের মূল্যহ্রাস থেকে রক্ষা পাবেন। যেমন: আপনি XLM ক্রয় করলেন $০.৫০ তে এখন ভাবলেন যে, XLM যদি ১০% কমে তাহলে বিক্রয় করে দিবেন, তাহলে Stop limit ব্যবহার করে $০.৪৫ এ বিক্রয় অর্ডার দিয়ে দিলেন । আর পরে XLM যদি $০.৩০ কমে যায়, তাহলে ৪০% ক্ষতি থেকে রক্ষা পেলেন । আর এটিকে Stop loss বলে থাকি। এক কথায় ক্ষতি হওয়া থেকে রক্ষার জন্য যে Stop Limit ব্যবহার করা হয়।
Correction, Fomo,Stop Loss এগুলো মুলত কি, সে সম্পর্কে আমার কোন ধারণা ছিল না।  কিন্তু আপনার এই কমেন্টটি পড়ে আমি খুব ভালো ভাবেই বুঝতে পারলাম এগুলো সম্পর্কে।  নতুন হিসেবে আমার এগুলো জানা প্রয়োজন ছিলো অনেক, আপনি আমার সেই প্রয়োজন মিটিয়ে দিলেন। ধন্যবাদ আপনাকে।                                 
Title: Re: যারা ট্রেডিং সম্পর্কে ভালো জানেন তাঁরা একটু দেখুন
Post by: Angel jara on March 04, 2021, 09:24:13 AM
বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ট্রেডিং। রাতারাতি ধনী হওয়ার জন্য ট্রেডিং এর বিকল্প নেই। বর্তমান সময়ে আমি ট্রেডিং এর সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করছি।কিন্তু সঠিক গাইডলাইন না থাকার কারণে একটু সমস্যা হচ্ছে।ট্রেডিং সম্পর্কে ভালো জ্ঞান থেকে থাকে তাহলে আমাকে সাহায্য করুন।
Title: Re: যারা ট্রেডিং সম্পর্কে ভালো জানেন তাঁরা একটু দেখুন
Post by: Maynul96 on March 04, 2021, 11:27:39 AM
আচ্ছা Correction, FOMO,  Stop Loss এইগুলো বলতে ঠিক কি বোঝায় বা এর মানে কি, সেটা বললে খুব উপকৃত হবো।

Correction: বিটকয়েন কিংবা যেকোনো ক্রিপ্টোকারেন্সির মূল্য সবসময় উদ্ধগতির দিকে থাকে না, কখনো এসব কয়েন/টোকেনর মূল্য কিছুটা সময়ের জন্য নিম্নগতির দিকে ধাবিত হয় এবং নির্দিষ্ট সময় শেষে কয়েন/টোকেনটি আবার তার পূর্ববর্তী অবস্থানে ফিরে যায় কিংবা তার থেকেও বেশি মূল্যে পৌছায়। আর যেসময়ের জন্য কয়েন/টোকেনটির মূল্য কমতে ছিল কিংবা কম ছিল, সেই সময়টিকে Correction বলে। সহজ কথায়, কিছুটা সময়ের জন্য কয়েন/টোকেনের মূল্য কমাকে correction বলে থাকি।

FOMO: FOMO এর পূর্ণরূপ হচ্ছ Fear Of Missing Out এবং সহজ উদাহরণে যদি বলি তাহলে বিষয়টি হবে এমন যে, অনেক সময় বিভিন্ন কয়েন/টোকেনের মূল্য হঠাৎ বৃদ্ধি পেতে থাকে এবং সবায় সেটিকে নিয়ে আলোচনা শুরু করে। অনেকে আলোচনায় বলা শুরু করে যে, সেই কয়েনটি অনেক বৃদ্ধি পাবে, ২গুণ কিংবা ৩গুণ লাভ করা যাবে। তখন আমাদের অবচেতন মনটি দ্বিধায় পড়ে যায় যে, কয়েনটি কিনবো কি না এবং যদি কয়েনটির মূল্য বৃদ্ধি না পেয়ে আবার কমে যদি যায়, তাহলে ক্ষতি হবে। এইরকম একটি পরিস্থিতিতে আপনি কোনো বিশ্লেষণ না করে অন্যের কথায় সেই কয়েনটি ক্রয় করলেন। সেটিকে FOMO বলা হয়। আর এর সবচেয়ে বড় উদাহরণ Dogecoin নিয়ে ইলন মাস্কের টুইট এবং সবাই কোনো বিশ্লেষণ ছাড়ায় বেশি মূল্যে ক্রয় করা এবং পরে সেটি করার কারণে অনুশোচনা ভোগ করা।

Stop Loss: আমরা সবসময় ট্রেডিং চার্টের সামনে থাকি না কিংবা মূল্যের গতিবিধি পর্যবেক্ষণ করি না। তাই অনেক সময় কি হয়, আমরা বিশ্লেষণ শেষে বুঝতে পারি যে আমার ক্রয় করা কয়েন/টোকেনটি হয়তো একটি নির্দিষ্ট মূল্যে বৃদ্ধি পাবে কিংবা আবার কমে যেতেও পারে। এখন যদি সেইসময়ে আপনি ট্রেডিং চার্টের সামনে না থাকেন, তাহলে কয়েন/টোকেনটি বিক্রয় করতে পারবেন না। ফলে মূল্য বৃদ্ধিতে লাভ হবে না , পক্ষান্তরে মূল্য কমাতে ধরলে ক্রয় করতে পারবেন না। এখন এটির সমাধান হিসেবে, প্রতিটি এক্সচেঞ্জে একটি উপায় দেয়া রয়েছে এবং সেটি হলো Stop Limit । আর এটি ব্যবহার করে আপনি একটি নির্দিষ্ট মূল্য কয়েন/টোকেন ক্রয় করার জন্য অর্ডার দিয়ে রাখবেন এবং ওই মূল্যে কয়েনটি গেলে আপনার অবর্তমানে কয়েনটি ক্রয় হয়ে যাবে। আর Stop loss হলো একই বিষয় , শুধুমাত্র ক্রয়ের জায়গায় আপনার মনে হলো কয়েনটি বৃদ্ধি পেতে আবার কমতেও পারে। তাই আপনি Stop Limit ব্যবহার করে, একটি মূল্যে কয়েনগুলো বিক্রয়ের জন্য অর্ডার করলেন যে, ওই মূল্যের নিচে যদি কয়েন চলে যায় তাহলে যেন বিক্রয় হয়ে যায়। এতে কি হবে, আপনি বড় ধরনের মূল্যহ্রাস থেকে রক্ষা পাবেন। যেমন: আপনি XLM ক্রয় করলেন $০.৫০ তে এখন ভাবলেন যে, XLM যদি ১০% কমে তাহলে বিক্রয় করে দিবেন, তাহলে Stop limit ব্যবহার করে $০.৪৫ এ বিক্রয় অর্ডার দিয়ে দিলেন । আর পরে XLM যদি $০.৩০ কমে যায়, তাহলে ৪০% ক্ষতি থেকে রক্ষা পেলেন । আর এটিকে Stop loss বলে থাকি। এক কথায় ক্ষতি হওয়া থেকে রক্ষার জন্য যে Stop Limit ব্যবহার করা হয়।
খুবই উপকারী এবং বিশ্লেষণমূলক পোস্ট, সত্যি অনেক উপকারী এই পোস্টটা সবার জন্য।       
Title: Re: যারা ট্রেডিং সম্পর্কে ভালো জানেন তাঁরা একটু দেখুন
Post by: ttcsalam on March 04, 2021, 03:00:45 PM
আচ্ছা Correction, FOMO,  Stop Loss এইগুলো বলতে ঠিক কি বোঝায় বা এর মানে কি, সেটা বললে খুব উপকৃত হবো।

Correction: বিটকয়েন কিংবা যেকোনো ক্রিপ্টোকারেন্সির মূল্য সবসময় উদ্ধগতির দিকে থাকে না, কখনো এসব কয়েন/টোকেনর মূল্য কিছুটা সময়ের জন্য নিম্নগতির দিকে ধাবিত হয় এবং নির্দিষ্ট সময় শেষে কয়েন/টোকেনটি আবার তার পূর্ববর্তী অবস্থানে ফিরে যায় কিংবা তার থেকেও বেশি মূল্যে পৌছায়। আর যেসময়ের জন্য কয়েন/টোকেনটির মূল্য কমতে ছিল কিংবা কম ছিল, সেই সময়টিকে Correction বলে। সহজ কথায়, কিছুটা সময়ের জন্য কয়েন/টোকেনের মূল্য কমাকে correction বলে থাকি।

FOMO: FOMO এর পূর্ণরূপ হচ্ছ Fear Of Missing Out এবং সহজ উদাহরণে যদি বলি তাহলে বিষয়টি হবে এমন যে, অনেক সময় বিভিন্ন কয়েন/টোকেনের মূল্য হঠাৎ বৃদ্ধি পেতে থাকে এবং সবায় সেটিকে নিয়ে আলোচনা শুরু করে। অনেকে আলোচনায় বলা শুরু করে যে, সেই কয়েনটি অনেক বৃদ্ধি পাবে, ২গুণ কিংবা ৩গুণ লাভ করা যাবে। তখন আমাদের অবচেতন মনটি দ্বিধায় পড়ে যায় যে, কয়েনটি কিনবো কি না এবং যদি কয়েনটির মূল্য বৃদ্ধি না পেয়ে আবার কমে যদি যায়, তাহলে ক্ষতি হবে। এইরকম একটি পরিস্থিতিতে আপনি কোনো বিশ্লেষণ না করে অন্যের কথায় সেই কয়েনটি ক্রয় করলেন। সেটিকে FOMO বলা হয়। আর এর সবচেয়ে বড় উদাহরণ Dogecoin নিয়ে ইলন মাস্কের টুইট এবং সবাই কোনো বিশ্লেষণ ছাড়ায় বেশি মূল্যে ক্রয় করা এবং পরে সেটি করার কারণে অনুশোচনা ভোগ করা।

Stop Loss: আমরা সবসময় ট্রেডিং চার্টের সামনে থাকি না কিংবা মূল্যের গতিবিধি পর্যবেক্ষণ করি না। তাই অনেক সময় কি হয়, আমরা বিশ্লেষণ শেষে বুঝতে পারি যে আমার ক্রয় করা কয়েন/টোকেনটি হয়তো একটি নির্দিষ্ট মূল্যে বৃদ্ধি পাবে কিংবা আবার কমে যেতেও পারে। এখন যদি সেইসময়ে আপনি ট্রেডিং চার্টের সামনে না থাকেন, তাহলে কয়েন/টোকেনটি বিক্রয় করতে পারবেন না। ফলে মূল্য বৃদ্ধিতে লাভ হবে না , পক্ষান্তরে মূল্য কমাতে ধরলে ক্রয় করতে পারবেন না। এখন এটির সমাধান হিসেবে, প্রতিটি এক্সচেঞ্জে একটি উপায় দেয়া রয়েছে এবং সেটি হলো Stop Limit । আর এটি ব্যবহার করে আপনি একটি নির্দিষ্ট মূল্য কয়েন/টোকেন ক্রয় করার জন্য অর্ডার দিয়ে রাখবেন এবং ওই মূল্যে কয়েনটি গেলে আপনার অবর্তমানে কয়েনটি ক্রয় হয়ে যাবে। আর Stop loss হলো একই বিষয় , শুধুমাত্র ক্রয়ের জায়গায় আপনার মনে হলো কয়েনটি বৃদ্ধি পেতে আবার কমতেও পারে। তাই আপনি Stop Limit ব্যবহার করে, একটি মূল্যে কয়েনগুলো বিক্রয়ের জন্য অর্ডার করলেন যে, ওই মূল্যের নিচে যদি কয়েন চলে যায় তাহলে যেন বিক্রয় হয়ে যায়। এতে কি হবে, আপনি বড় ধরনের মূল্যহ্রাস থেকে রক্ষা পাবেন। যেমন: আপনি XLM ক্রয় করলেন $০.৫০ তে এখন ভাবলেন যে, XLM যদি ১০% কমে তাহলে বিক্রয় করে দিবেন, তাহলে Stop limit ব্যবহার করে $০.৪৫ এ বিক্রয় অর্ডার দিয়ে দিলেন । আর পরে XLM যদি $০.৩০ কমে যায়, তাহলে ৪০% ক্ষতি থেকে রক্ষা পেলেন । আর এটিকে Stop loss বলে থাকি। এক কথায় ক্ষতি হওয়া থেকে রক্ষার জন্য যে Stop Limit ব্যবহার করা হয়।
অনেক সুন্দর ভাবে সব কিছু বুঝিয়ে দিলেন আশা করি আর কোন প্রশ্ন থাকার কথা নয়। আমি ২ টা বিষয় জানতাম তবে FOMO বিষয় টা নিয়ে কনফিউশন ছিল সেটা ফুল কিলিয়ার হলাম।ধন্যবাদ।
Title: Re: যারা ট্রেডিং সম্পর্কে ভালো জানেন তাঁরা একটু দেখুন
Post by: Papusha20 on March 04, 2021, 03:12:08 PM
আপনি যদি ট্রেনিং করতে চান তাহলে করতে পারেন কারণ ট্রেডিং করলে অবশ্যই আপনাকে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানতে হবে। আপনার যদি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জ্ঞান না থাকে তাহলে আপনি ট্রেডিং করতে পারবেন না। ট্রেডিং করলে আপনি বি এন বি কয়েন কিনে ট্রেডিং করতে পারেন। বিএনবি কয়েন যদি কিনেন তাহলে অবশ্যই এখান থেকে বেনিফিট পেতে পারেন।
Title: Re: যারা ট্রেডিং সম্পর্কে ভালো জানেন তাঁরা একটু দেখুন
Post by: Irfan12@ on March 04, 2021, 05:20:14 PM
যারা ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে ভালো জানেন তারা একটু বুঝিয়ে উত্তর দিলে ভালো হবে। আমি ক্রিপ্টো কারেন্সিতে প্রায় কিছু শব্দের ব্যবহার শুনি কিন্তু সেগুলো সম্পর্কে ভালো বুঝিনা। আচ্ছা Correction, FOMO,  Stop Loss এইগুলো বলতে ঠিক কি বোঝায় বা এর মানে কি, সেটা বললে খুব উপকৃত হবো।               
ভাই আমি প্রথম শব্দটা সম্পর্কে কিছুটা জানি যখন ক্রিপ্টো মার্কেট ডাম্পিং করে তখন কারেকশন শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। তবে এর সঠিক মানে কি সেটা আমার জানা নাই। আর অন্য শব্দগুলো আমি কখনো শুনি নাই।আমাদের এই ফোরামের সিনিয়র ভাইরা খুবই জানাশোনা তারা অবশ্যই এ সম্পর্কে জানেন।আমার মনে হয় আমরা এই টপিক থেকে অনেক বেশি উপকৃত হব এই সম্পর্কে জানতে পারবো
Title: Re: যারা ট্রেডিং সম্পর্কে ভালো জানেন তাঁরা একটু দেখুন
Post by: Tubelight on March 20, 2021, 05:47:21 PM
ভাই ট্রেডিং সম্পর্কে আমার তেমন একটা ভালো অভিজ্ঞতা নেই কারণ আমি অতীতে কোনো ট্রেডিং করিনি।তবে আমাদের এই ফোরামের অনেক সিনিয়র ভাই আছে যারা ট্রেডিং সম্পর্কে ভাল তথ্য আপনার সাথে শেয়ার করতে পারবে। আশা করছে তারা অবশ্যই এখানে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবে।
Title: Re: যারা ট্রেডিং সম্পর্কে ভালো জানেন তাঁরা একটু দেখুন
Post by: Mj joy on March 20, 2021, 06:37:12 PM
আচ্ছা Correction, FOMO,  Stop Loss এইগুলো বলতে ঠিক কি বোঝায় বা এর মানে কি, সেটা বললে খুব উপকৃত হবো।

Correction: বিটকয়েন কিংবা যেকোনো ক্রিপ্টোকারেন্সির মূল্য সবসময় উদ্ধগতির দিকে থাকে না, কখনো এসব কয়েন/টোকেনর মূল্য কিছুটা সময়ের জন্য নিম্নগতির দিকে ধাবিত হয় এবং নির্দিষ্ট সময় শেষে কয়েন/টোকেনটি আবার তার পূর্ববর্তী অবস্থানে ফিরে যায় কিংবা তার থেকেও বেশি মূল্যে পৌছায়। আর যেসময়ের জন্য কয়েন/টোকেনটির মূল্য কমতে ছিল কিংবা কম ছিল, সেই সময়টিকে Correction বলে। সহজ কথায়, কিছুটা সময়ের জন্য কয়েন/টোকেনের মূল্য কমাকে correction বলে থাকি।

FOMO: FOMO এর পূর্ণরূপ হচ্ছ Fear Of Missing Out এবং সহজ উদাহরণে যদি বলি তাহলে বিষয়টি হবে এমন যে, অনেক সময় বিভিন্ন কয়েন/টোকেনের মূল্য হঠাৎ বৃদ্ধি পেতে থাকে এবং সবায় সেটিকে নিয়ে আলোচনা শুরু করে। অনেকে আলোচনায় বলা শুরু করে যে, সেই কয়েনটি অনেক বৃদ্ধি পাবে, ২গুণ কিংবা ৩গুণ লাভ করা যাবে। তখন আমাদের অবচেতন মনটি দ্বিধায় পড়ে যায় যে, কয়েনটি কিনবো কি না এবং যদি কয়েনটির মূল্য বৃদ্ধি না পেয়ে আবার কমে যদি যায়, তাহলে ক্ষতি হবে। এইরকম একটি পরিস্থিতিতে আপনি কোনো বিশ্লেষণ না করে অন্যের কথায় সেই কয়েনটি ক্রয় করলেন। সেটিকে FOMO বলা হয়। আর এর সবচেয়ে বড় উদাহরণ Dogecoin নিয়ে ইলন মাস্কের টুইট এবং সবাই কোনো বিশ্লেষণ ছাড়ায় বেশি মূল্যে ক্রয় করা এবং পরে সেটি করার কারণে অনুশোচনা ভোগ করা।

Stop Loss: আমরা সবসময় ট্রেডিং চার্টের সামনে থাকি না কিংবা মূল্যের গতিবিধি পর্যবেক্ষণ করি না। তাই অনেক সময় কি হয়, আমরা বিশ্লেষণ শেষে বুঝতে পারি যে আমার ক্রয় করা কয়েন/টোকেনটি হয়তো একটি নির্দিষ্ট মূল্যে বৃদ্ধি পাবে কিংবা আবার কমে যেতেও পারে। এখন যদি সেইসময়ে আপনি ট্রেডিং চার্টের সামনে না থাকেন, তাহলে কয়েন/টোকেনটি বিক্রয় করতে পারবেন না। ফলে মূল্য বৃদ্ধিতে লাভ হবে না , পক্ষান্তরে মূল্য কমাতে ধরলে ক্রয় করতে পারবেন না। এখন এটির সমাধান হিসেবে, প্রতিটি এক্সচেঞ্জে একটি উপায় দেয়া রয়েছে এবং সেটি হলো Stop Limit । আর এটি ব্যবহার করে আপনি একটি নির্দিষ্ট মূল্য কয়েন/টোকেন ক্রয় করার জন্য অর্ডার দিয়ে রাখবেন এবং ওই মূল্যে কয়েনটি গেলে আপনার অবর্তমানে কয়েনটি ক্রয় হয়ে যাবে। আর Stop loss হলো একই বিষয় , শুধুমাত্র ক্রয়ের জায়গায় আপনার মনে হলো কয়েনটি বৃদ্ধি পেতে আবার কমতেও পারে। তাই আপনি Stop Limit ব্যবহার করে, একটি মূল্যে কয়েনগুলো বিক্রয়ের জন্য অর্ডার করলেন যে, ওই মূল্যের নিচে যদি কয়েন চলে যায় তাহলে যেন বিক্রয় হয়ে যায়। এতে কি হবে, আপনি বড় ধরনের মূল্যহ্রাস থেকে রক্ষা পাবেন। যেমন: আপনি XLM ক্রয় করলেন $০.৫০ তে এখন ভাবলেন যে, XLM যদি ১০% কমে তাহলে বিক্রয় করে দিবেন, তাহলে Stop limit ব্যবহার করে $০.৪৫ এ বিক্রয় অর্ডার দিয়ে দিলেন । আর পরে XLM যদি $০.৩০ কমে যায়, তাহলে ৪০% ক্ষতি থেকে রক্ষা পেলেন । আর এটিকে Stop loss বলে থাকি। এক কথায় ক্ষতি হওয়া থেকে রক্ষার জন্য যে Stop Limit ব্যবহার করা হয়।
  আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনি পোস্টটির সুন্দর বিশ্লেষণ দিয়েছেন আমি এত সুন্দর বিশ্লেষণ পেয়ে খুব খুশি এবং এ সম্পর্কে এই শব্দগুলো সম্পর্কে খুব ভালো পরিচিত হলাম ।
Title: Re: যারা ট্রেডিং সম্পর্কে ভালো জানেন তাঁরা একটু দেখুন
Post by: Acifix on March 21, 2021, 12:15:43 AM
হ্যাঁ ভাই আমি ট্রেডিং সম্পর্কে অতটা অভিজ্ঞতা নিয়ে আমার।কিন্তু এই ফোরামে অনেক সিনিয়র মেম্বার আছে তারা ট্রেডিং সম্পর্কে অনেক ভালো জানে।আমি অতীতে কোনো ট্রেডিং করিনি ।সেজন্য আমার ট্রেডিং সম্পর্কে কোন ধারণা নেই। তবে আমার মনে হয় এখান থেকে যদি বিএনপিকে নিয়ে তাহলে আপনি বিনিফিট পেতে পারেন।
Title: Re: যারা ট্রেডিং সম্পর্কে ভালো জানেন তাঁরা একটু দেখুন
Post by: Markuri33 on March 21, 2021, 12:50:19 AM
ট্রেডিং করতে হলে আপনাকে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ভালো জানা থাকতে হবে সেই সাথে অনেক ডলার থাকতে হবে। ক্রিপ্টোকারেন্সি তে যারা ট্রেডিং কোড সে সবসময় কিন্তু তাদের লাভ হচ্ছে না। আপনার কাছে যতই ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে নলেজ থাকুক না কেন আপনার কাছে যদি ডলার না থাকে তাহলে কিন্তু আপনি ট্রেডিং করতে পারবেন না। এজন্য আপনাকে অবশ্যই ক্রিপ্টোকারেন্সি সকল এক্সচেঞ্জ যে রয়েছে সে সম্পর্কে জানতে হবে এবং তার পরে আপনার অনেক ডলার থাকতে হবে তাহলে আপনি অবশ্যই ট্রেডিং করবেন।
Title: Re: যারা ট্রেডিং সম্পর্কে ভালো জানেন তাঁরা একটু দেখুন
Post by: Password on March 21, 2021, 04:29:37 AM
আনফর আমি নতুন হয় ট্রেডিং সম্পর্কে আমার কোন ধারণা নেই। কিন্তু নিচে সিনিয়র ভাইদের পোস্ট লক্ষ করে ট্রেডিং  সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছি। ট্রেডিং করে কতটুকু লাভবান হওয়া যায়। আমি কি ট্রেডিং করতে পারব সিনিয়র ভাইরা এই বিষয় সর্ম্পকে একটু মতামত জানাবেন।