Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: ranaprime on February 22, 2021, 05:47:11 PM

Title: ইলন মাস্কের নতুন টুইট কি বিটকয়েন এবং ইথারের দাম হ্রাসের মূল কারণ?
Post by: ranaprime on February 22, 2021, 05:47:11 PM
সম্প্রতি আমরা দেখতে পেলাম যে ইলন মাস্ক নুতন একটি টুইট বার্তায় বলেছেন যে তার কাছে বিটকয়েন এবং ইথারের দাম একটু বেশি মনে হচ্ছে এই উক্তি করার পর থেকে মার্কেটে বিটকয়েন এর দাম 55000 ডলার এবং ইথারের দাম 1700 ডলারে নেমেছে আগের অবস্থান থেকে। এক্ষেত্রে আপনার কি মনে হয় বিটকয়েনে এবং ইথারের দাম কি বেশিই হয়েছে?
Title: Re: ইলন মাস্কের নতুন টুইট কি বিটকয়েন এবং ইথারের দাম হ্রাসের মূল কারণ?
Post by: Malam90 on February 23, 2021, 01:42:19 AM
গত কয়েকমাস ধরে বাজার উঠতি মুখে। তাই কারেকশানও দরকার ছিলো। এছাড়া ইলনমাস্কের টুইটও অনেকটা দায়ী বলা যেতে পারে। তিনি বলেছেন-বিটকয়েন ও ইথারিয়ামের দাম অনেক বেশি। এর দ্বারা বুঝা যাচ্ছে তিনি হয়তো সেল করে প্রফিট তুলেছেন এবং এখন চাচ্ছেন কারেকশান হোক। এটা রাঘব বোয়ালদের একটা টেকনিক হতে পারে।
Title: Re: ইলন মাস্কের নতুন টুইট কি বিটকয়েন এবং ইথারের দাম হ্রাসের মূল কারণ?
Post by: ttcsalam on February 23, 2021, 04:49:04 AM
গত কয়েকমাস ধরে বাজার উঠতি মুখে। তাই কারেকশানও দরকার ছিলো। এছাড়া ইলনমাস্কের টুইটও অনেকটা দায়ী বলা যেতে পারে। তিনি বলেছেন-বিটকয়েন ও ইথারিয়ামের দাম অনেক বেশি। এর দ্বারা বুঝা যাচ্ছে তিনি হয়তো সেল করে প্রফিট তুলেছেন এবং এখন চাচ্ছেন কারেকশান হোক। এটা রাঘব বোয়ালদের একটা টেকনিক হতে পারে।
ঠিকই বলেছেন এটা একটা কারন এটার সাথে আমি একটু যোগ করতে চাই সেটা হচ্ছে মাইকেল সেলর নামে একজন বিনিয়োগকারী আছেন তিনি নাকি যখন বিনিয়োগ করেন তখন সব কয়েন/টোকেন এর দাম কমতে থাকে এটাও একটা কারন হতে পারে।
Title: Re: ইলন মাস্কের নতুন টুইট কি বিটকয়েন এবং ইথারের দাম হ্রাসের মূল কারণ?
Post by: ttcsalam on February 23, 2021, 04:49:23 AM
গত কয়েকমাস ধরে বাজার উঠতি মুখে। তাই কারেকশানও দরকার ছিলো। এছাড়া ইলনমাস্কের টুইটও অনেকটা দায়ী বলা যেতে পারে। তিনি বলেছেন-বিটকয়েন ও ইথারিয়ামের দাম অনেক বেশি। এর দ্বারা বুঝা যাচ্ছে তিনি হয়তো সেল করে প্রফিট তুলেছেন এবং এখন চাচ্ছেন কারেকশান হোক। এটা রাঘব বোয়ালদের একটা টেকনিক হতে পারে।
ঠিকই বলেছেন এটা একটা কারন এটার সাথে আমি একটু যোগ করতে চাই সেটা হচ্ছে মাইকেল সেলর নামে একজন বিনিয়োগকারী আছেন তিনি নাকি যখন বিনিয়োগ করেন তখন সব কয়েন/টোকেন এর দাম কমতে থাকে এটাও একটা কারন হতে পারে।
Title: Re: ইলন মাস্কের নতুন টুইট কি বিটকয়েন এবং ইথারের দাম হ্রাসের মূল কারণ?
Post by: ranaprime on February 23, 2021, 05:23:27 PM
গত কয়েকমাস ধরে বাজার উঠতি মুখে। তাই কারেকশানও দরকার ছিলো। এছাড়া ইলনমাস্কের টুইটও অনেকটা দায়ী বলা যেতে পারে। তিনি বলেছেন-বিটকয়েন ও ইথারিয়ামের দাম অনেক বেশি। এর দ্বারা বুঝা যাচ্ছে তিনি হয়তো সেল করে প্রফিট তুলেছেন এবং এখন চাচ্ছেন কারেকশান হোক। এটা রাঘব বোয়ালদের একটা টেকনিক হতে পারে।
ঠিক বলেছেন ভাই এটি আমাদের দেশের শেয়ার বাজারের মত একটি অবস্থা বলা যেতে পারে। আমাদের দেশে কিছু বড় বড় ব্যাবসায়ী আছে যারা নিজেরাই কম দাম দিয়ে কিনে সেটা কে বিভিন্নভাবে দাম বাড়ানোর লক্ষ্যে কাজ করে আবার তাদের লক্ষ্য বাস্তবায়ন হলে তারা সেখান থেকে চলে যায়।
Title: Re: ইলন মাস্কের নতুন টুইট কি বিটকয়েন এবং ইথারের দাম হ্রাসের মূল কারণ?
Post by: Milon626 on March 07, 2021, 05:56:51 AM
বিটকয়েন এবং ইথেরিয়ামের দাম কিছু দিন আগে অনেক উপরে উঠে এসেছিল যা আমাদের কল্পনারও বাইরে চলে গিয়েছিল।  তবে কিছু দিন আগে ইলন মাস্ক তার নতুন টুইট বার্তায় জানায় যে বিটকয়েন ও ইথেরিয়াম এর দাম অনেক বেশি।  তার এই টুইট বার্তার পর বাজারে কিছুটা ধস নেমে এসেছিলো।  কিন্তু সেটা খুব বেশি সময় স্থায়ী হয়নি।                                       
Title: Re: ইলন মাস্কের নতুন টুইট কি বিটকয়েন এবং ইথারের দাম হ্রাসের মূল কারণ?
Post by: ExtraPoint on March 07, 2021, 08:31:48 AM
বিটকয়েন এবং ইথিরিয়াম এর দাম গত কয়েকদিন যাবৎ অনেক পরিমাণে বৃদ্ধি পাচ্ছিল। ক্রিপ্টো মার্কেট খুবই উর্ধ্বগতি সম্পন্ন ছিল। বিটকয়েন এবং ইথিরিয়াম এর দাম কমার পেছনে ইলন মাস্কের টুইটারে টুইট করাও একটা কারণ হতে পারে। এই ক্রিপ্টো মার্কেট আসলে শেয়ারবাজারের মতো। এর দামি একবার বৃদ্ধি পায় তো আরেকবার কমে যায়।