Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => অর্থনীতি ও ক্রিপ্টোকারেন্সি => Topic started by: Malam90 on February 23, 2021, 01:37:40 AM

Title: পুঁজিবাজারে ১ ট্রিলিয়ন ডলারের মূলধন সংগ্রহ বিটকয়েনের।
Post by: Malam90 on February 23, 2021, 01:37:40 AM
দৈনিক বণিক বার্তার দৈনিক পত্রিকায় ছাপা হয়েছে তা হুবহু তুলে ধরলাম।

গত শুক্রবার পুঁজিবাজারে ১ ট্রিলিয়ন ডলারের সূচক স্পর্শ করেছে বিটকয়েন। এমন সময়ে এটি ঘটল, যখন ইউরোপ ও যুক্তরাষ্ট্র নভেল করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে মুদ্রাস্ফীতি মোকাবেলায় যথেষ্ট আশাবাদী ও প্রতিযোগিতায় লিপ্ত।

কয়েন মার্কেটক্যাপ ডট কমের দেয়া তথ্যমতে, বিটকয়েনের ডিজিটাল ইউনিট মূল্য প্রায় ৫৬ হাজার ডলার বৃদ্ধি পায়, যা বিটকয়েনের সামগ্রিক মূল্যে যুক্ত হয়ে এক ট্রিলিয়ন ডলার স্পর্শ করেছে।

এরই মধ্যে তেলের মূল্য কমে যাওয়া, শোধনাগারগুলোর নানা কারণে ক্ষতিগ্রস্ত হওয়াসহ নানা কারণে টেক্সাসে কিছু কোম্পানি ধীরগতিতে তাদের কার্যক্রম শুরু করছে। পরিসংখ্যান বলছে, নতুন করে লকডাউনের ফলে ইউরোপের অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও তা গত বছরের ভাইরাসের প্রভাবে হওয়া ক্ষতির চেয়ে কম।
ব্রিটিশ আর্থিক তথ্য ও পরিষেবা সংক্রান্ত সংস্থা আইএইচএস মার্কিট ও ক্রয় পরিচালনাকারী ইনডেক্স অনুসারে বিটকয়েনের মূল্য ফেব্রুয়ারিতে ৪৮ দশমিক ১ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে, যা জানুয়ারিতে ৪৭ দশমিক ১ পয়েন্টে ছিল। শিগগিরই তা ৫০ পয়েন্ট ছোঁবে বলে আশা করা হচ্ছে। তবে সামনের মাসগুলোতে করোনাভাইরাসের ভ্যাকসিনেশন ব্যবসায়িক ক্ষেত্রগুলোতে আর্থিক কর্মকাণ্ড শুরু করতে সাহায্য করছে এটি।

এদিকে, জার্মান ও ফরাসি বিনিয়োগকারীদের উৎসাহ দিতে ফ্রাঙ্কফুর্ট ও প্যারিস শেয়ারবাজারে বিটকয়েনের বাজার মূল্য শূন্য দশমিক ৮ শতাংশ বেড়েছে। ভ্যাকসিনেশন কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহার করা এ ডিজিটাল মুদ্রা লকডাউনের সময় খুচরা বিক্রয় বন্ধ হওয়ার কারণে অর্থনীতিকে চাঙ্গা করার আশা জাগিয়েছে। খবরের উৎস (https://bonikbarta.net/home/news_description/256582/পুঁজিবাজারে-১-ট্রিলিয়ন-ডলারের-মূলধন-সংগ্রহ-বিটকয়েনের)
Title: Re: পুঁজিবাজারে ১ ট্রিলিয়ন ডলারের মূলধন সংগ্রহ বিটকয়েনের।
Post by: Tubelight on March 19, 2021, 04:39:35 PM
ভাই কতদিন আগে নিউজ এটা। আমি মনে হয় অনেকদিন আগে এই নিউজটি শুনেছিলাম তবে আমি শিওর না যে আমি নিউজটি শুনেছিলাম কিনা।
Title: Re: পুঁজিবাজারে ১ ট্রিলিয়ন ডলারের মূলধন সংগ্রহ বিটকয়েনের।
Post by: Mist Joya on March 19, 2021, 07:25:02 PM
দৈনিক বণিক বার্তার দৈনিক পত্রিকায় ছাপা হয়েছে তা হুবহু তুলে ধরলাম।

গত শুক্রবার পুঁজিবাজারে ১ ট্রিলিয়ন ডলারের সূচক স্পর্শ করেছে বিটকয়েন। এমন সময়ে এটি ঘটল, যখন ইউরোপ ও যুক্তরাষ্ট্র নভেল করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে মুদ্রাস্ফীতি মোকাবেলায় যথেষ্ট আশাবাদী ও প্রতিযোগিতায় লিপ্ত।

কয়েন মার্কেটক্যাপ ডট কমের দেয়া তথ্যমতে, বিটকয়েনের ডিজিটাল ইউনিট মূল্য প্রায় ৫৬ হাজার ডলার বৃদ্ধি পায়, যা বিটকয়েনের সামগ্রিক মূল্যে যুক্ত হয়ে এক ট্রিলিয়ন ডলার স্পর্শ করেছে।

এরই মধ্যে তেলের মূল্য কমে যাওয়া, শোধনাগারগুলোর নানা কারণে ক্ষতিগ্রস্ত হওয়াসহ নানা কারণে টেক্সাসে কিছু কোম্পানি ধীরগতিতে তাদের কার্যক্রম শুরু করছে। পরিসংখ্যান বলছে, নতুন করে লকডাউনের ফলে ইউরোপের অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও তা গত বছরের ভাইরাসের প্রভাবে হওয়া ক্ষতির চেয়ে কম।
ব্রিটিশ আর্থিক তথ্য ও পরিষেবা সংক্রান্ত সংস্থা আইএইচএস মার্কিট ও ক্রয় পরিচালনাকারী ইনডেক্স অনুসারে বিটকয়েনের মূল্য ফেব্রুয়ারিতে ৪৮ দশমিক ১ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে, যা জানুয়ারিতে ৪৭ দশমিক ১ পয়েন্টে ছিল। শিগগিরই তা ৫০ পয়েন্ট ছোঁবে বলে আশা করা হচ্ছে। তবে সামনের মাসগুলোতে করোনাভাইরাসের ভ্যাকসিনেশন ব্যবসায়িক ক্ষেত্রগুলোতে আর্থিক কর্মকাণ্ড শুরু করতে সাহায্য করছে এটি।

এদিকে, জার্মান ও ফরাসি বিনিয়োগকারীদের উৎসাহ দিতে ফ্রাঙ্কফুর্ট ও প্যারিস শেয়ারবাজারে বিটকয়েনের বাজার মূল্য শূন্য দশমিক ৮ শতাংশ বেড়েছে। ভ্যাকসিনেশন কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহার করা এ ডিজিটাল মুদ্রা লকডাউনের সময় খুচরা বিক্রয় বন্ধ হওয়ার কারণে অর্থনীতিকে চাঙ্গা করার আশা জাগিয়েছে। খবরের উৎস (https://bonikbarta.net/home/news_description/256582/পুঁজিবাজারে-১-ট্রিলিয়ন-ডলারের-মূলধন-সংগ্রহ-বিটকয়েনের)
  বিটকয়েন যে 1 ট্রিলিয়ন ডলারে  স্পর্শ করেছে করেছে এই খবরটি শুনে আমার নিজেরও খুব ভালো লাগছে কারণ এই সমস্ত খবর ক্রিপ্টো জগতের জন্য খুবই ভালো এবং এতে করে মানুষ অনেক আকৃষ্ট হবে ।  তাছাড়া বিটকয়েন এমনিতেই ক্রিকেট জগতের রাজা স্থান দখল করে আছে ।