Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: JISAN on February 23, 2021, 10:21:19 AM

Title: মার্কেট কি আবারো ডাউন হয়ে পরবে?
Post by: JISAN on February 23, 2021, 10:21:19 AM
(https://i.imgur.com/FXo2oLE.jpg)

মার্কেটে আবারো বড় ধরনের ধশ নামতেছে ২০১৭ সালের মতো। মার্কেট কি আবারো ডাউন হয়ে যাবে নাকি আবার রিকভারি করভে। আর BTC, ETH,BNB কত ডলারে স্টাবল হতে পারে। আপনাদের মতামত প্রকাশ করুন।
Title: Re: মার্কেট কি আবারো ডাউন হয়ে পরবে?
Post by: Dagsu93 on February 23, 2021, 10:24:39 AM
বর্তমান সময়ে দেখা যাচ্ছে কিছুদিনের মধ্যে সব টোকেন গুলোর প্রাইস অনেক বৃদ্ধি পেয়েছিল। কিন্তু হঠাৎ করে পুনরায় দেখা যাচ্ছে সব কয়েন এর মান আবারো কমতে শুরু করেছে। এমত অবস্থায় আমার মনে হচ্ছে আবার মনে হয় ক্রিপ্টোকারেন্সি মার্কেট ডাম্পিং হবে।
Title: Re: মার্কেট কি আবারো ডাউন হয়ে পরবে?
Post by: Malam90 on February 23, 2021, 10:29:04 AM
যে কোন মার্কেট উত্থানের পরেই আবার কারেকশান হবে সেটাই স্বাভাবিক। যারা সঠিক সময়ে লিভ নিয়েছেন তারা এখন গেইনার হবেন। আমি এক্সিট নিতে পারেনি, তবে সামান্য এমাউন্ট হওয়ায় কোন আফসোস নেই। আর হোল্ডিং কয়েনগুলোর দাম কমলো না বাড়লো তাতে আমার আসে যায়না কারণ সেগুলো হচ্ছে লং টার্মের জন্য রেখে দিছি। কারেকশান হোক তবে সেটা যেন ২০১৭ সালের পতনের দিকে না যায় সেটাই কামনা।
Title: Re: মার্কেট কি আবারো ডাউন হয়ে পরবে?
Post by: Review Master on February 23, 2021, 06:41:13 PM
এটি শুধুমাত্র কারেকশন এবং আশা করতেছি ২০১৭ এর মতোই আবার মার্কেটে উর্ধ্বগতি ফিরে আসবে। কারন ২০১৭ তে যে বুলরানটি হয়েছিল, সেটিতেও এমন ধরনের কারেকশন ছিল এবং এমন ধরনের কারেকশন ১ মাস পর্যন্তও মার্কেটে চলছিল। তাই এই ধরনের কারকশনে ভালো ভালো অল্টকয়েন কিনে রাখলে ২০১৮ এর মতো হয়তো লাভ হতেও পারে। আর আশা করতেছি, জানুয়ারিতে যেমন বিটকয়েন ৪৪ হাজার ডলার থেকে ২৯ হাজার ডলারে নেমে গিয়েছিল। ঠিক তেমনি এখনকার মার্কেটের অবস্থা এবং এরপর হয়তো ৭০ কিংবা ৮০ ডলারে বিটকয়েনকে দেখতে পারবো।  ;)
Title: Re: মার্কেট কি আবারো ডাউন হয়ে পরবে?
Post by: Azharul on February 24, 2021, 03:54:29 AM
মাঝে মাঝে দেখা যাচ্ছে কিছুদিনের মধ্যে সব টোকেন গুলোর প্রাইস অনেক বৃদ্ধি পেয়েছিল।আবার হঠাৎ করে পুনরায় দেখা যাচ্ছে সব কয়েন এর মান আবারো কমতে শুরু করেছে।যেহেতু ক্রিপ্টো মার্কেটটি ওঠা নামা করে থাকে,তাই এর দাম মাঝে মাঝে ডাউন করবে এটাই স্বাভাবিক।তবে আমার মনে হয় মার্কেটটি খুব তাড়াতাড়ি অনেক ভালো পর্যায়ে যাবে।
Title: Re: মার্কেট কি আবারো ডাউন হয়ে পরবে?
Post by: AltcoinDream on February 24, 2021, 04:30:45 AM
আমার মনে হয় হবে। আবার অনেক নিচে ও নামতে পারে।
Title: Re: মার্কেট কি আবারো ডাউন হয়ে পরবে?
Post by: Dark Knight on February 24, 2021, 05:36:46 AM
ক্রিপ্টো মার্কেটের বাজারদর সবসময় একরকম থাকে না এটা আমাদের সবাইকে মানতে হবে। 2021 সালে ক্রিপ্তমারকেট যেন তার এক নতুন রূপ দেখিয়েছে। কিছুদিন আগে বিটকয়েনের দাম বৃদ্ধি পেয়ে 58 হাজার ডলার স্পর্শ করেছিল এবং ইথিরিয়াম 2000 ডলার স্পর্শ করেছিল। কিন্তু এখন আবার মার্কেট কিছুটা কমে গেছে। কিন্তু আমার মনে হয় আবারও তা বৃদ্ধি পাবে।
Title: Re: মার্কেট কি আবারো ডাউন হয়ে পরবে?
Post by: bmw1 on February 24, 2021, 05:42:32 AM
(https://i.imgur.com/FXo2oLE.jpg)

মার্কেটে আবারো বড় ধরনের ধশ নামতেছে ২০১৭ সালের মতো। মার্কেট কি আবারো ডাউন হয়ে যাবে নাকি আবার রিকভারি করভে। আর BTC, ETH,BNB কত ডলারে স্টাবল হতে পারে। আপনাদের মতামত প্রকাশ করুন।
আমরা কিছুদিন যাবত দেখতে পাচ্ছি যে যেকোন টোকেন এর দাম যেমন বিটকয়েন ইথেরিয়াম টোকেন এর দাম ক্রমাগতভাবে কমে যাচ্ছে এবং পিছনে কারণ কি এটা বলা মুশকিল কেননা এখন দেখা যাচ্ছে আগের মত দাম আবার কমে যাচ্ছে এটা সবসময় মার্কেটের উপর ডিপেন্ড করে তাই বলা মুশকিল বিটিসি ইথেরিয়াম বিএনবি ডলার স্টাবল হতে পারে।
Title: Re: মার্কেট কি আবারো ডাউন হয়ে পরবে?
Post by: Newron on February 24, 2021, 10:34:33 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেট সবসময় আপডেট করতে দেখা যায়। কখনো কারেন্সি সেগুলোর দাম অনেক বেড়ে যায় আবার অনেক সময় কমে যায় এটাকে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জন্য সাধারণ বিষয়।বর্তমান সময়ে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কারেন্সি গুলোর দাম ব্যাপক।
Title: Re: মার্কেট কি আবারো ডাউন হয়ে পরবে?
Post by: AlviNess on February 24, 2021, 11:03:41 AM
ক্রিপ্টোকারেন্সি তে মার্কেট আপ ডাউন করা খুবই সাধারন একটি বিষয়। কয়েকদিন ধরে বিট কয়েনের মূল্য ব্যাপকভাবে পাম্পিং হচ্ছিল কিন্তু মাঝখানে আবার বিটকয়েন সহ অন্যান্য কয়েনের মূল্য ডাম্পিং হয়। কিন্তু আজকে আবার মার্কেট তার আগের অবস্থায় ফিরে এসেছে। আজকে বিটকয়েন ইথারিয়াম সহ অন্যান্য কয়েনের মূল্য বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতে হয়তো এভাবেই বৃদ্ধি পেতে থাকবে ক্রিপ্টো বাজারের কয়েন গুলোর মূল্য।
Title: Re: মার্কেট কি আবারো ডাউন হয়ে পরবে?
Post by: moonstar24 on February 24, 2021, 01:27:41 PM
আসলে ক্রিপ্টোকারেন্সির মার্কেটে কখন কি হয় সেইটা বলা যায় না। অনেক দিন ধরেই সকল কয়েনের দাম রাতারাতি  বৃদ্ধি পাচ্ছে যা ক্রিপ্টো রিলেটেড সকলের জন্য খুবই সুসংবাদ ছিলো।  কিন্তু আবার এখন সকল কয়েনের দাম একটু একটু ডাম্পও করতেছে।  তবে সেক্ষেত্রে খুব ডাম্প করবে না বলে আমার মনে হচ্ছে।                             
Title: Re: মার্কেট কি আবারো ডাউন হয়ে পরবে?
Post by: babu10 on February 24, 2021, 04:35:33 PM
সুখ এবং দুঃখ নিয়ে যেমন মানুষের জীবন তেমনি ডাম্প আর পাম্প নিয়েই মার্কেটের জীবন। এটা নিয়া এখন মনে হয় আর কেউ চিন্তা করেনা আমিও না তবে কথা হচ্ছে এখনে আসলে সবাইকে এটা মাথায় নিয়েই আসতে হবে যে এটাতে সাধারণ মার্কেটের মত কোন ব্যারিয়ার নাই যে অটো সুইচঅফ হয়ে যাবে তাই যথন উঠতে থাকবে তখন উঠবে আবার যথন নামতে থাকবে তখন নামতেই থাকবে। তাই হতাশ না হয়ে নিরবে বাজার পর্যবেক্ষণ করতে হবে আর সুযোগ পেলেই খোপ মারতে হবে।
Title: Re: মার্কেট কি আবারো ডাউন হয়ে পরবে?
Post by: Malam90 on February 24, 2021, 05:17:04 PM
একটা কারেকশানের দরকার ছিলো সেটা গতকালকে হয়ে গেছে। এখন সেটা কিভার হচ্ছে। যে কোন মার্কেটের স্থায়িত্বের জন্য সামান্য কারেকশান না থাকলে বিনিয়োগের সুযোগ পাওয়া যায়না। যারা গতকাল কিনেছেন তারা আজকে অন্তত ২০% এর বেশি লাভে আছেন। কারেকশান ভালো তবে অতি কারেকশান যাকে ধ্বস বলি সেটা আবার ভালোনা।
Title: Re: মার্কেট কি আবারো ডাউন হয়ে পরবে?
Post by: Akhi600 on February 24, 2021, 11:01:41 PM
(https://i.imgur.com/FXo2oLE.jpg)

মার্কেটে আবারো বড় ধরনের ধশ নামতেছে ২০১৭ সালের মতো। মার্কেট কি আবারো ডাউন হয়ে যাবে নাকি আবার রিকভারি করভে। আর BTC, ETH,BNB কত ডলারে স্টাবল হতে পারে। আপনাদের মতামত প্রকাশ করুন।
ক্রিপ্টোকারেন্সি তে কখন কি হয় বলা যায় না সবকিছু বায়ার এবং সেলার দের উপর ভিত্তি করে কিছুদিন ধরে দেখতেছি সব কয়েন এর দাম উপর দিকে যাচ্ছে এখন আবার তা আপনার একটা পিক দেখতে পারি নিচের দিকে নামছে তবে আমি বলব মা মার্কেট বেশি নিচের দিকে যাবে না আবার উপর দিকে উঠে আসবে
Title: Re: মার্কেট কি আবারো ডাউন হয়ে পরবে?
Post by: Damrai5$ on February 25, 2021, 03:16:01 AM
ক্রিপ্টোকারেন্সি তে যেভাবে সমস্ত কয়েনের প্রাইস বৃদ্ধি পেতে শুরু করেছিল হয়তো আর কখনোই নিচের দিকে নামে না মার্কেট। বিটকয়েন ও ইথারিয়াম প্রাইস বৃদ্ধির সাথে সাথে ক্রিপ্টোকারেন্সি যত কয়েন রয়েছে সমস্ত কয়েনের প্রাইস কয়েকগুণ বৃদ্ধি পেয়েছিল। হঠাৎ করে আবার বিটকয়েনের প্রাইস বিডি প্রাইস অনেক ডাম্পিং হওয়ার কারণে সব কয়েন এর প্রাইস কমে গেছে। বিটকয়েন ও ইথিরিয়াম সহ অন্যান্য কয়েনগুলি প্রাইস বৃদ্ধি পাবে।
Title: Re: মার্কেট কি আবারো ডাউন হয়ে পরবে?
Post by: Laxmi Sharma on February 25, 2021, 05:25:57 AM
2017 সালে মার্কেট ঠিক যতটা ডাম্প করেছিল এখন আর ততটা ডাম্প করার কোনো সম্ভাবনা নেই। কারণ 2021 সালের শুরু থেকেই হঠাৎ করে মার্কেট এতটা পাম্প করে। এবং এখনো মার্কেট উন্নতির ধারা অব্যাহত রাখতে সক্ষম রয়েছে। আমি আশা করছি মার্কেট আর পাম্প না করলেও বর্তমান অবস্থায় স্টাবল থাকার সম্ভাবনা রয়েছে।
Title: Re: মার্কেট কি আবারো ডাউন হয়ে পরবে?
Post by: Afnan on February 25, 2021, 05:36:51 AM
ক্রিপ্টো মার্কেট কখনো এক ভাবে স্থায়ী হয়ে থাকে না, এখানে উঠা নামা থাকেই।  হয়তো এখন মার্কেটের অবস্থা একটু খারাপ আছে, তবে এটা খুব বেশি দিন থাকবে বলে আমার মনে হচ্ছে না। মার্কেট যতই ডাম্প করুক না কেনো সেটা ২০১৭ সালের মতোও হবে বলে আমার মনে হয় না।                   
Title: Re: মার্কেট কি আবারো ডাউন হয়ে পরবে?
Post by: Milon626 on February 25, 2021, 01:11:28 PM
আমার মনে হয় মার্কেটে যতই ধস নামুক না কেনো সেটা ২০১৭ সালের মতো হবে না।  বর্তমানে মার্কেটের অবস্থা মোটামুটি ভাবে ঠিক আছে।  যে টুকু বাজার লো এর দিকে গিয়েছে সেটা খুব তারাতাড়িই রিকভার করে ফেলবে বলে আমার বিশ্বাস। তাই মার্কেটের সাময়িক ধস নিয়ে চিন্তা করবেন না ভাই।                 
Title: Re: মার্কেট কি আবারো ডাউন হয়ে পরবে?
Post by: Casual on February 26, 2021, 03:25:30 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেট হঠাৎ করে অনেক পাম হয়ে গিয়েছিল সবার ধারণা ছিল হয়তো 100k ডলার পৌঁছাতে বিটকয়েনের খুব একটা সময় লাগবে না।হঠাৎ করে মার্কেট অনেক ড্রাপিং হয়ে যাচ্ছে কিন্তু যতই মার্কেট ডাম্পিং হোক না কেন বিটকয়েন প্রাইস হয়তো বা 40 হাজার ডলারের নিচে নামবে না।
Title: Re: মার্কেট কি আবারো ডাউন হয়ে পরবে?
Post by: saidul2105 on February 26, 2021, 05:56:41 AM
ভাই সম্প্রতি মার্কেট কিছুটা   ডাউন হয়েছে। আশা করি আবার কিছু দিনের মধ্যেই আবার রিকভারও করে ফেলবে। 
আপনি যেমন টা বললেন যে মার্কেটে আবারও ২০১৭ সালের মতো  ধস নামতে শুরু করেছে, আমি মনে করি  মার্কেটে আর এতোটা ধস নামবে না।  সে টুকু বাজার কমেছে সেইটা রিকভার করতে হয়তো অল্প কিছু দিন সময় লাগবে।
চিন্তার কোন কারণ নেই ভাই।                         
Title: Re: মার্কেট কি আবারো ডাউন হয়ে পরবে?
Post by: Triedboy on February 27, 2021, 06:23:57 AM
ক্রিপ্টোকারেন্সি দে আমি ঢুকিয়েছি যখন থেকে তারপর থেকেই কিন্তু আমি দেখছি সব সময় একই প্রকারের মার্কেট প্রচুর আপ-ডাউন করছে। হঠাৎ করেই মার্কেট অনেক পাম্প করছে আবার কিছুদিন পরে আবার জাম্পিং হচ্ছে। আমি দেখছি যখনই মার্কেট অনেকটাই ডাম্পিং হচ্ছে হঠাৎ করে কিছুদিন পরে আবার মার্কেট অনেক পাম্প করছে।সো এখন যেহেতু ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক ডাম্পিং হচ্ছে আমার বিশ্বাস কিছুদিনের মধ্যে আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে।
Title: Re: মার্কেট কি আবারো ডাউন হয়ে পরবে?
Post by: NANCY on February 27, 2021, 08:55:47 AM
ক্রিপ্টো মার্কেট এর নিয়ম হলো ডাম্প হওয়া এবং পাম্প হওয়া। তাই কখন কোনটা হয় সঠিক ভাবে বলা যায় না। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেকটাই ডাম্পিং আমার মনে হয় ক্রিপ্টোকারেন্সি মার্কেট আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে।
Title: Re: মার্কেট কি আবারো ডাউন হয়ে পরবে?
Post by: Rafiq on March 01, 2021, 06:29:46 PM
আমি মনেকরি না মার্কেট আবার ২০১৭ সালের মতো  ধস নামবে। আমার বিশ্বাস বর্তমানে যে ডাম্পিং শুরু হয়েছে এটা একধরণের বাজার সংশোধন চলছে; যেটা খুব অল্পদিন স্থায়ী হতে পারে। তবে মার্কেট যদি একটা পর্যায়ে স্থির হতে পারে, তাহলে রিকভারী হতে সময় লাগবে না। আমার মনেহয় ইতোমধ্যে মার্কেট রিকভারী শুরু হয়েও গেছে।
Title: Re: মার্কেট কি আবারো ডাউন হয়ে পরবে?
Post by: Lovepro Max on March 02, 2021, 02:21:27 AM
ক্রিপ্টো মার্কেট একবার পাম্পিং করবে একবার ডাম্পিং করবে এটাই ক্রিপ্টো মার্কেটের এর ধর্ম। ক্রিপ্টো মার্কেট এর সকল মুদ্রার দাম যদি শুধু পাম্পিং করে তাহলে বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে পারবে না। কিছুদিন আগে ক্রিপ্টো মার্কেট অনেক বেশি ডাম্পিং করেছিল। বর্তমানে আবারো ক্রিপ্টো মার্কেট পাম্প করতে শুরু করেছে। আশাকরি ক্রিপ্টো মার্কেট এভাবেই পাম্প করতে থাকবে।
Title: Re: মার্কেট কি আবারো ডাউন হয়ে পরবে?
Post by: Malam90 on March 02, 2021, 02:51:58 AM
উত্থান পতন মার্কেটের একটি স্বাভাবিক প্রক্রিয়া তবে সেটা মারাত্নক ধ্বস না হোক সেটাই মার্কেটের জন্য ভালো। দাম কমবে, যারা কিনবে তারা প্রফিট করবে, যারা লসে থাকবে তারা কিনে এভারেজ কমাবে, একসময় তারাও প্রফিটে যাবে-এটা স্বাভাবিক তবে সেটা ২০১৮ এর শুরু থেকে ২০২০ এর শুরু পর্যন্ত যেমন ছিলো তেমনটা চাইনা দেখতে আর।
Title: Re: মার্কেট কি আবারো ডাউন হয়ে পরবে?
Post by: Mj joy on March 02, 2021, 04:25:17 AM
(https://i.imgur.com/FXo2oLE.jpg)

মার্কেটে আবারো বড় ধরনের ধশ নামতেছে ২০১৭ সালের মতো। মার্কেট কি আবারো ডাউন হয়ে যাবে নাকি আবার রিকভারি করভে। আর BTC, ETH,BNB কত ডলারে স্টাবল হতে পারে। আপনাদের মতামত প্রকাশ করুন।
যদিও ক্রিপ্টোকারেন্সি তে অনুমানে বা আন্দাজে কোন কিছু বলা যায় না  তারপর ও আমি বলব ক্রিপ্টোকারেন্সি সত্যি এখন সারাবিশ্বে খুব ভালো একটা পরিচিতি শুরু হয়েছে তা থেকে বোঝা যায় বিটকয়েন প্রায় 50 হাজার ছাড়িয়ে যাবে এবং ইথিরিয়াম প্রায় 25  শো কে  ছাড়াতে পারবে ।  তবে হ্যাঁ এটা ঠিক বিটকয়েন এবং ইথিরিয়াম এর দাম যদি বৃদ্ধি পায় তাহলে অন্যান্য যেগুলো ভালো এবং পরিচিত কয়েন আছে সেগুলোর দাম বৃদ্ধি পাবে এটাই ঠিক । তবে ভয় পাওয়ার কিছু নেই ক্রিপ্টোকারেন্সি  এরকম-ই আপ এন্ড ডাউন ।
Title: Re: মার্কেট কি আবারো ডাউন হয়ে পরবে?
Post by: Angel jara on March 02, 2021, 06:31:01 AM
আমিও একমত মার্কেট আরো ডাউন হয়ে পড়বে। কারণ আমরা সবাই দেখেছি কিছুদিন ধরে মার্কেটে কারেন্সিগুলোর দাম ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেতে। কিন্তু তারপরই হঠাৎ করে মার্কেটের সব কারেন্সিজ দাম কমতে শুরু করেছে। সময় যাওয়ার সাথে সাথে মার্কেট একটু ভালো দেখে আসলে তার চাইতে বেশী খারাপের দিকে চলে যাচ্ছে।কিন্তু মার্কেট বেশিদিন ডাউন হয়ে থাকতে পারবে না সময়ের সাথে সাথে মার্কেট এর অবস্থান ঠিকই পরিবর্তন হবে।
Title: Re: মার্কেট কি আবারো ডাউন হয়ে পরবে?
Post by: AGM on March 02, 2021, 07:28:04 AM
এটি কয়েকদিন আগের চিত্র। মার্কেট গত কয়েকদিন ধরে অনেক পতনের দিকে চলে গিয়েছিল। কিন্তু বর্তমানে এর অবস্থা আবার ভাল হচ্ছে। আমার মনে হয় এত দিন সেটি কারেকশন করছিল।
Title: Re: মার্কেট কি আবারো ডাউন হয়ে পরবে?
Post by: ExtraPoint on March 02, 2021, 11:06:02 AM
মার্কেট কিন্তু কিছুদিন আগেও ভালো অবস্থানে ছিল। কিন্তু কয়েকদিন ধরেই তার উল্টো চিত্র দেখা যাচ্ছে। বিটকয়েন এবং ইথিরিয়াম এর দাম কমতে শুরু করেছে।তাই আমাদের সবার মনে একটাই কথা যে মার্কেট কি আবারো ডাউন হয়ে পড়বে নাকি আবারো কয়েন গুলোর দাম বৃদ্ধিতে মার্কেট তার সচল অবস্থানে ফিরে যাবে।
Title: Re: মার্কেট কি আবারো ডাউন হয়ে পরবে?
Post by: Jaya60 on March 02, 2021, 02:25:13 PM
ক্রিপ্টোকারেন্সি মার্কেট সময় উঠবে আবার দেখা যাবে এক সময় অনেক নেমে যাবে এটাই ক্রিপ্টোকারেন্সি মার্কেটের নিয়ম। মার্কেট পজিশন কিন্তু ভালো হতে যাচ্ছে এখন তাই হঠাৎ করে একটু প্রাইস ওঠানামা করলে কোন সমস্যা নেই।এখন যেভাবে ক্রিপ্টোকারেন্সি মার্কেট আবার উঠতে শুরু করেছে হয়তো খুব তাড়াতাড়ি পূর্বের অবস্থায় ফিরে আসবে। এখন যত সময় আসবে ক্রিপ্টোকারেন্সি মার্কেট ততটাই ভালো হবে।
Title: Re: মার্কেট কি আবারো ডাউন হয়ে পরবে?
Post by: Linda78 on March 02, 2021, 04:59:13 PM
এটাই স্বাভাবিক ক্রিপ্টোকারেন্সি নিয়ম হচ্ছে একবার ডাম্পিং করবে বা আবার কখনো পাম্পিং করবে। তবে মনে হচ্ছে যে টোকেন এর দাম কিছুটা কমে গেছে। এই চিন্তা করে হতা গোসথো হওয়া যাবে না। কারণ একসময় দাম বাড়বে আবার একসময় দাম কমবে। তবে কিছুদিন ধৈর্য্য ধারণ করতে হবে। দরজা দ্বারে ধৈর্য্য ধারন করলে অবশ্যই ভালো ফলাফল পাওয়া যাবে। পুনরায় মার্কেট এর অবস্থান আগের থেকে ভালো পজিশনে চলে যাবে। মার্কেটের অবস্থা যদি বাড়তেই থাকে তাহলে ক্রিপ্টোকারেন্সি বলে কিছুই থাকবে না। বাজার ওঠানামা করে বলেই ক্রিপ্টোকারেন্সি টিকে আছে। মার্কেটের অবস্থা যদি বাড়তেই থাকে তাহলে কোন  ট্রেডিং খুঁজে পাওয়া যাবে না। ভবিষ্যতে মার্কেটের অবস্থান আরও উন্নতির দিকে যাবে।
Title: Re: মার্কেট কি আবারো ডাউন হয়ে পরবে?
Post by: Logitech50 on March 02, 2021, 06:56:19 PM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটের বাজার আপডাউন করবে এটা স্বাভাবিক। কারণ যদি কয়েনের দাম ওঠানামা না করে তাহলে কেউ এখান থেকে বেনিফিট পাবেনা। যদি টোকেন এর দাম না কমে তাহলে কেউ টোকেন ক্রয় করতে পারবেনা এবং যদি টোকেনের দাম বৃদ্ধি না পায় তাহলে কেউ লাভ করতে পারবে না।তাই টোকেন এর দাম ওঠানামা করবে এটাই স্বাভাবিক।
Title: Re: মার্কেট কি আবারো ডাউন হয়ে পরবে?
Post by: kulkhan on March 02, 2021, 07:00:07 PM
মার্কেট আর ডাউন হবে বলে আমি মনেকরি না। সকল আপট্রেনড মার্কেটেরই কারেকশন পিরিয়ড থাকে। আর এখন সেই সময়ে আমরা অবস্থান করছি বলে আমি মনেকরি। এখান থেকেই মার্কেট খুব দ্রুত সময়ের মধ্যে আবার পাম্প করে তার গতিতে এগিয়ে যাবে বলে আমি মনেকরি। এই মার্কেট অনেক ভালো অবস্থানে যাবে এটা আমার বিশ্বাস।
Title: Re: মার্কেট কি আবারো ডাউন হয়ে পরবে?
Post by: Magepai on March 03, 2021, 01:23:07 AM
হঠাৎ করে ক্রিপ্টোকারেন্সি মার্কেট পাম্প করবে আবার ডাম্পিং করবে। ক্রিপ্টোকারেন্সি মধ্য যেদিন থেকে ঢুকেছে সে সময় থেকে দেখছি মার্কেট আপ-ডাউন করছে প্রতিনিয়ত। ক্রিপ্টোকারেন্সি মার্কেট এতটা পাম্প হওয়ার পরে অনেক কমে গিয়েছিল। এখন কিন্তু মার্কেট পাম্পিং হচ্ছে খুব তাড়াতাড়ি বিটকয়েন এবং ইথিরিয়াম প্রাইস শুধু নয় অন্যান্য কয়েন গুলো যে রয়েছে সেগুলোর প্রাইস বৃদ্ধি পাবে ইনশাল্লাহ।
Title: Re: মার্কেট কি আবারো ডাউন হয়ে পরবে?
Post by: Mj joy on March 03, 2021, 04:11:40 PM
এটি শুধুমাত্র কারেকশন এবং আশা করতেছি ২০১৭ এর মতোই আবার মার্কেটে উর্ধ্বগতি ফিরে আসবে। কারন ২০১৭ তে যে বুলরানটি হয়েছিল, সেটিতেও এমন ধরনের কারেকশন ছিল এবং এমন ধরনের কারেকশন ১ মাস পর্যন্তও মার্কেটে চলছিল। তাই এই ধরনের কারকশনে ভালো ভালো অল্টকয়েন কিনে রাখলে ২০১৮ এর মতো হয়তো লাভ হতেও পারে। আর আশা করতেছি, জানুয়ারিতে যেমন বিটকয়েন ৪৪ হাজার ডলার থেকে ২৯ হাজার ডলারে নেমে গিয়েছিল। ঠিক তেমনি এখনকার মার্কেটের অবস্থা এবং এরপর হয়তো ৭০ কিংবা ৮০ ডলারে বিটকয়েনকে দেখতে পারবো।  ;)
  হ্যাঁ ভাই আমি আপনার সাথে একমত  যদিও ক্রিপ্টোকারেন্সি তে কোন কিছু  নির্দিষ্ট করে বলা যায় না কারন বাজার ওঠানামা করে ।  আমি নিজেও আশা করতেছি যে  বিটকয়েন 70 থেকে 80 কে ছাড়িয়ে যাবে ।  আমিও সেটাই ভাবছি 2018 সালের মতো যদি আরেকবার লাভবান হওয়া যায় তাহলে অনেকেই  খুব বেশি লাভবান হবে ।
Title: Re: মার্কেট কি আবারো ডাউন হয়ে পরবে?
Post by: ttcsalam on March 04, 2021, 03:09:04 PM
(https://i.imgur.com/FXo2oLE.jpg)

মার্কেটে আবারো বড় ধরনের ধশ নামতেছে ২০১৭ সালের মতো। মার্কেট কি আবারো ডাউন হয়ে যাবে নাকি আবার রিকভারি করভে। আর BTC, ETH,BNB কত ডলারে স্টাবল হতে পারে। আপনাদের মতামত প্রকাশ করুন।
আমার মনে হয় বিটিসি 40 কে এর উপর এবং ইথিরিয়ামের দাম 1কে এর উপর থাকবে এবং বিএনবি 200 ডলার এর উপর থাকবে বলে আমি আশাবাদী। এখন যদি আর কোন কারেকশন না হয়।
Title: Re: মার্কেট কি আবারো ডাউন হয়ে পরবে?
Post by: Papusha20 on March 04, 2021, 03:14:36 PM
বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেট উপরের দিকে। ক্রিপ্টোকারেন্সি মার্কেট ওঠানামা করবে এটা স্বাভাবিক কারণ যদি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের বাজার ওঠানামা না করে তাহলে কোন ইনভেস্ট এখান থেকে কোনরকম বেনিফিট পাবে না। মার্কেটের বাজার নিচের দিকে আসলে ইনভেস্টর কয়েন গুলো কিনে রাখবে এবং দাম বৃদ্ধি পেলে সেগুলো আবার বিক্রি করে দেবে। এটাই ক্রিপ্টোকারেন্সি নিয়ম মার্কেট ওঠানামা করবেই স্বাভাবিক।
Title: Re: মার্কেট কি আবারো ডাউন হয়ে পরবে?
Post by: Tubelight on March 21, 2021, 10:46:40 AM
ক্রিপটকারেন্সি মার্কেট সবসময় আপ এবং ডাউন এর মধ্যে থাকে। এটা ক্রিপ্টোকারেন্সি একটা ধর্ম হয়ে গেছে। তবে আমি মনে করি চিন্তার কোন কারণ নেই কারণ মার্কেট আবার যেকোনো সময় ঘুরে দাঁড়াবে।