Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এবং এক্সচেঞ্জ গুলি => Topic started by: ttcsalam on February 23, 2021, 10:56:16 AM

Title: সাধারন বিনিয়োগ কারী দের প্রতি সর্তকতা।
Post by: ttcsalam on February 23, 2021, 10:56:16 AM
মার্কেটে বড় ধরনের কারেকশন চলছে যা সাধারন বিনিয়োগকারী সহ সবাই আমরা অবগত।54,753 #BTC MicroStrategy Cold Storage to এর নিউজ অনুযায়ী এসময়ে সাধারন বিনিয়োগ কারীরা নতুন কোন ট্রেড ধরবেন না কারেকশন শেষ না হওয়া পর্যন্ত।এবং মাথা ঠান্ডা করে ধৈর্য্য ধারন করুন আবেগ এ কোন সিন্ধান্ত গ্রহন না করার জন্য অনুরোধ।এমন সময় কারেকশন চলছে সবার কাছেই ডলার নাই সবাই ট্রেড এ বিনিয়োগ করে রেখেছেন।এখান থেকে শিক্ষা গ্রহন দরকার এবং সব সময় কিছূ ডলার সংরক্ষন এ রাখা উচিত।সবাই কে অগ্রিম ধন্যবাদ।
Title: Re: সাধারন বিনিয়োগ কারী দের প্রতি সর্তকতা।
Post by: Malam90 on February 23, 2021, 01:44:19 PM
আরো একটু কারেকশান হতে পারে। সেক্ষেত্রে কারেকশানের টাইমে এন্ট্রি নেওয়া। তবে কারেকশান কত স্থায়ী হবে সেটাই এখন দেখার বিষয়।৩০% কারেকশানকে মোটামুটি স্বাভাবিক বলতে পারি তবে তার বেশি কারেকশান হলে সেটাকে আমরা ধ্বস বলতে পারি। চাইনা মার্কেটে আর কোন ধ্বস দেখি। একটা ধ্বস ক্রিপ্টো মার্কেটকে ৩ বছর স্থবির করে দিয়েছিলো।
Title: Re: সাধারন বিনিয়োগ কারী দের প্রতি সর্তকতা।
Post by: Review Master on February 24, 2021, 03:04:08 PM
54,753 #BTC MicroStrategy Cold Storage to এর নিউজ অনুযায়ী

এটি সত্য যে, মার্কেট বর্তমানে কারেকশনে রয়েছে। তবে MicroStrategy Cold Wallet থেকে এত বিটিসি কয়েনবেসে পাঠানোর যে নিউজটি দেখতেছেন, সেটি একটি ভুয়া নিউজ। কারণ Microstrategy যেসকল বিটকয়েন ক্রয় করতেছে, সকল বিটকয়েনকে এত তাড়াতাড়ি বিক্রি করার জন্য ক্রয় করেনি। বরং কয়েকবছরের জন্য হোল্ড রাখার উদ্দেশ্যে ক্রয় করেছে। আর যদি Whales Alert এর সকল বিটিসি ট্রান্সজেকশন সার্চ করা হয়, তাহলে এমন কোনো ধরনের বার্তা খুজে পাওয়া গেল না। তবে আপনি যে সতর্কতা দিয়েছেন, এটি সকলের মেনে চলা উচিত, কারণ কখন মার্কেট কারেকশন থেকে আবার উদ্ধগতির দিকে ধাবিত হবে, সেটি সকলের অজানা এবং বিটকয়েনের কিছু সাপোর্ট লেভেলের উপর অনেকটা নির্ভরশীল।
Title: Re: সাধারন বিনিয়োগ কারী দের প্রতি সর্তকতা।
Post by: Laxmi Sharma on February 25, 2021, 10:27:24 AM
সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আমি একজন। আপনি সাধারণ বিনিয়োগকারীদের কথা চিন্তা করে এত সুন্দর একটা পোস্ট করেছেন এজন্য আপনাকে অনেক ধন্যবাদ। মার্কেটে এখন কারেকশন চলছে। এখন বিনিয়োগ করতে যাওয়া অত্যাধিক ঝুঁকিপূর্ণ। এ বিষয়ে সতর্ক করে দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
Title: Re: সাধারন বিনিয়োগ কারী দের প্রতি সর্তকতা।
Post by: LazY on March 06, 2021, 07:34:28 PM
মার্কেটে বড় ধরনের কারেকশন চলছে যা সাধারন বিনিয়োগকারী সহ সবাই আমরা অবগত।54,753 #BTC MicroStrategy Cold Storage to এর নিউজ অনুযায়ী এসময়ে সাধারন বিনিয়োগ কারীরা নতুন কোন ট্রেড ধরবেন না কারেকশন শেষ না হওয়া পর্যন্ত।এবং মাথা ঠান্ডা করে ধৈর্য্য ধারন করুন আবেগ এ কোন সিন্ধান্ত গ্রহন না করার জন্য অনুরোধ।এমন সময় কারেকশন চলছে সবার কাছেই ডলার নাই সবাই ট্রেড এ বিনিয়োগ করে রেখেছেন।এখান থেকে শিক্ষা গ্রহন দরকার এবং সব সময় কিছূ ডলার সংরক্ষন এ রাখা উচিত।সবাই কে অগ্রিম ধন্যবাদ।
আমি মনে করি বর্তমান সময়ে ছোট ছোট ট্রেডারদের জন্য ছুটির সময়। এ সময় যদি ছোট ছোট ট্রেডাররা ডেট করতে যায় তাহলে বড় রকমের ক্ষতি সম্মুখীন হতে হয়। আমাদের প্রত্যেক ট্রেডার কে সময় বুঝে ট্রেড করতে হবে।
Title: Re: সাধারন বিনিয়োগ কারী দের প্রতি সর্তকতা।
Post by: Rothi roy on March 12, 2021, 05:45:24 AM
ধন্যবাদ ভাই এত সুন্দর একটি শিক্ষামুলক পোস্ট দেওয়ার জন্য। ফোরামের নতুন হওয়ায় অনেক কিছুই অজানা। কিন্তু ফোরামের সব বড় ভাইদের সব পোস্ট পড়ে অনেক বিষয়ে জানতে পারছি।
Title: Re: সাধারন বিনিয়োগ কারী দের প্রতি সর্তকতা।
Post by: Tubelight on March 17, 2021, 09:50:57 AM
বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেকটাই নিয়ন্ত্রণ করছে বিনিয়োগকারীরা। কারণ তারা প্রতিনিয়ত মার্কেটে বিনিয়োগ করে মার্কেটের চাকাকে সচল রেখেছে।অনেক সময় বিনিয়োগকারীরা বিভিন্ন অসচেতনতা মূলক কাজ করে থাকে যার ফলে তারা মার্কেটে বড় ধরণের ঝুঁকির মুখে পড়তে পারে। তাই তাদের এই বিষয়ে সতর্ক হয়ে বিনিয়োগ করা উচিত।