Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => নতুনদের => Topic started by: Malam90 on February 23, 2021, 01:55:25 PM

Title: বিটকয়েন গণনার একক কি?
Post by: Malam90 on February 23, 2021, 01:55:25 PM
বিটকয়েন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল মুদ্রা। আর কোন ডিজিটাল মুদ্রা বিটকয়েনের মত জনপ্রিয় নয়। অনেকেই বলেন আমার এতটুকু বিটকয়েন আছে, অতটুকু বিটকয়েন আছে। বিটকয়েন অনেকেই সখের বসে সেই শুরুর দিকে ক্রয় করে আজ মিলিয়নিয়ার হয়ে গেছেন। কিন্তু আমার প্রশ্ন-বিটকয়েন গণনার একক কি? ভোট দিন ও মন্তব্য করুন।
Title: Re: বিটকয়েন গণনার একক কি?
Post by: Dark Knight on February 24, 2021, 06:14:34 AM
বিটকয়েন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল মুদ্রা। আমার কাছে মনে হয় বিটকয়েন গণনার একক হল ডলার।
Title: Re: বিটকয়েন গণনার একক কি?
Post by: iRan Chy on February 24, 2021, 03:41:06 PM
বিটকয়েন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল মুদ্রা। আমার কাছে মনে হয় বিটকয়েন গণনার একক হল ডলার।
বিটকয়েন গণনার একক সাতুশি, ডলার নয়।  ;D
ডলার হচ্ছে আমেরিকান মুদ্রা। আর বিটকয়েন হচ্ছে ভার্চুয়াল মুদ্রা। টাকার একককে যেমন পয়সা বলা হয়, তেমনি বিটকয়েনের একক হচ্ছে সাতুশি।

১ সাতুশি = ০.০০০০০০০১ বিটকয়েন।
১০ সাতুশি = ০.০০০০০০১ বিটকয়েন।
১০০ সাতুশি = ০.০০০০০১ বিটকয়েন।
১,০০০ সাতুশি = ০.০০০০১ বিটকয়েন।
১০,০০০ সাতুশি = ০.০০০১ বিটকয়েন।
১ লক্ষ সাতুশি = ০.০০১ বিটকয়েন।
১০ লক্ষ সাতুশি = ০.০১ বিটকয়েন।
১ কুটি সাতুশি = ০.১ বিটকয়েন।
১০ কুটি সাতুশি = ১ বিটকয়েন।

কৃপ্টো নিয়ে কাজ করতে হলে এগুলো জানা জরুরী। ভবিষ্যতে নাহয় ঝামেলায় পড়বেন।
Title: Re: বিটকয়েন গণনার একক কি?
Post by: Malam90 on February 24, 2021, 04:02:06 PM
বিটকয়েন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল মুদ্রা। আমার কাছে মনে হয় বিটকয়েন গণনার একক হল ডলার।
বিটকয়েন গণনার একক সাতুশি, ডলার নয়।  ;D
ডলার হচ্ছে আমেরিকান মুদ্রা। আর বিটকয়েন হচ্ছে ভার্চুয়াল মুদ্রা। টাকার একককে যেমন পয়সা বলা হয়, তেমনি বিটকয়েনের একক হচ্ছে সাতুশি।

১ সাতুশি = ০.০০০০০০০১ বিটকয়েন।
১০ সাতুশি = ০.০০০০০০১ বিটকয়েন।
১০০ সাতুশি = ০.০০০০০১ বিটকয়েন।
১,০০০ সাতুশি = ০.০০০০১ বিটকয়েন।
১০,০০০ সাতুশি = ০.০০০১ বিটকয়েন।
১ লক্ষ সাতুশি = ০.০০১ বিটকয়েন।
১০ লক্ষ সাতুশি = ০.০১ বিটকয়েন।
১ কুটি সাতুশি = ০.১ বিটকয়েন।
১০ কুটি সাতুশি = ১ বিটকয়েন।

কৃপ্টো নিয়ে কাজ করতে হলে এগুলো জানা জরুরী। ভবিষ্যতে নাহয় ঝামেলায় পড়বেন।

সাতোষির হিসাব নিয়ে আমার একটি পুরাতন পোস্ট আছে। দেখি খুঁজে পেলে দিয়ে দিব সামনে। নতুবা নতুন করে দিব। ধন্যবাদ আপনার অগ্রগতিতে সন্তুষ্ট।

পেয়েছি তবে এই ফোরামে করিনি। সেটা করা ছিলো অন্য ফোরামে। এই ফোরামের নতুন ভাইদের জন্য সেটা নতুন করে পোস্ট দিলাম।
https://www.altcoinstalks.com/index.php?topic=194239.0
Title: Re: বিটকয়েন গণনার একক কি?
Post by: Laxmi Sharma on February 25, 2021, 08:19:08 AM
ব্রাদার আমি যেটা মনে করি বিটকয়েন গণনার হিসাব হতে পারে সাতোষি। এটা সঠিক কিনা আমি জানিনা কিন্তু আমি ভোট সাবমিট করেছি। ভোট সাবমিট করার পর দেখলাম বেশিরভাগ মানুষ এটা ভোট করেছেন। আসলে এটাই সঠিক উত্তর কিনা দয়া করে জানিয়ে দেবেন।
Title: Re: বিটকয়েন গণনার একক কি?
Post by: Review Master on February 25, 2021, 09:33:35 AM
আসলে এটাই সঠিক উত্তর কিনা দয়া করে জানিয়ে দেবেন।

এটি সত্য যে, বিটকয়েন গণনার সবচেয়ে ছোট একক হলো সাতোশি এবং সাতোশি ছাড়াও বিটকয়েন গণনার একক রয়েছে। আর সেগুলো হলো mBIT, Bits এবং এটি নিয়ে একটি রিপ্লাই অন্য একটি টপিকে বলেছি। যারা এই এককগুলো সম্পর্কে জানেন না, তারা নিচের দেওয়া টপিকে ভালোভাবে জানতে পারবেন। পোষ্টের লিংক: https://www.altcoinstalks.com/index.php?topic=194239.msg1101378#msg1101378
Title: Re: বিটকয়েন গণনার একক কি?
Post by: Tepona on February 25, 2021, 06:08:00 PM
বিটকয়েন গণনার একক হল সাতোশি। সাতোশি নাকামাতো নামে কোন এক লোক বিটকয়েনের উদ্যোক্তা। কার নাম অনুসারে বিটকয়েনের একক হিসাবে সাতোশি গণনা করা হয়।
Title: Re: বিটকয়েন গণনার একক কি?
Post by: Fighter on February 28, 2021, 09:17:59 AM
বিটকয়েন গণনার একক সাতোশি নাকি ডলার সেটা আমি জানিনা। সিনিয়র ভাইরা সঠিক করে বলুন যে কোনটা বিটকয়েন গণনার একক। তবে আমি ডলারে ভোট সাবমিট করেছি।
Title: Re: বিটকয়েন গণনার একক কি?
Post by: Milon626 on February 28, 2021, 09:20:45 AM
আমি এতো দিন বিটকয়েনের একক হিসেবে ডলার কে ভেবে নিয়েছিলাম। কিন্তু আজ আপনার একটি পোস্ট পড়ে বিটকয়েনের একক - সাতোসি, এটা জানতে পারলাম। আমার মনে হয় আমার মতোই আরও অনেক ইউজার আছে যারা বিটকয়েনের একক সম্পর্কে জানে না। তবে তারা যদি আপনার এই পোস্টটি লক্ষ্য করে তবে অবশ্যই তারাও বিটকয়েনের একক সম্পর্কে জানতে পারবে।                                 
Title: Re: বিটকয়েন গণনার একক কি?
Post by: Malam90 on February 28, 2021, 01:35:23 PM
বিটকয়েন গণনার একক সাতোশি নাকি ডলার সেটা আমি জানিনা। সিনিয়র ভাইরা সঠিক করে বলুন যে কোনটা বিটকয়েন গণনার একক। তবে আমি ডলারে ভোট সাবমিট করেছি।
অনেকেই উত্তর দিয়েছেন। কমেন্টস করার আগে সব মন্তব্যগুলো সুন্দর করে পড়বেন, তারপর কোন প্রশ্ন থাকলে তখন মন্তব্য করবেন ভাই। যে প্রশ্নের উত্তর  অনেকেই দিয়েছেন সে বিষয়ে জানতে চাওয়া কোন ভাবেই কাম্য নয়। আশা করছি সামনে এমন জানতে চাওয়ার আগে সুন্দর করে সব মন্তব্য গুলো পড়বেন। ধন্যবাদ
Title: Re: বিটকয়েন গণনার একক কি?
Post by: Tepona on February 28, 2021, 06:38:11 PM
বিটকয়েন গণনার একক সাতোশি নাকি ডলার সেটা আমি জানিনা। সিনিয়র ভাইরা সঠিক করে বলুন যে কোনটা বিটকয়েন গণনার একক। তবে আমি ডলারে ভোট সাবমিট করেছি।
অনেকেই উত্তর দিয়েছেন। কমেন্টস করার আগে সব মন্তব্যগুলো সুন্দর করে পড়বেন, তারপর কোন প্রশ্ন থাকলে তখন মন্তব্য করবেন ভাই। যে প্রশ্নের উত্তর  অনেকেই দিয়েছেন সে বিষয়ে জানতে চাওয়া কোন ভাবেই কাম্য নয়। আশা করছি সামনে এমন জানতে চাওয়ার আগে সুন্দর করে সব মন্তব্য গুলো পড়বেন। ধন্যবাদ
আমাদের একটা সমস্যা হলো। আমাদের মধ্যে কেউ সচেতন না। যেমন পোস্ট করার আগেই কেউ ভালোভাবে সিনিয়রদের উত্তর পড়েনা।আমি মনে করি সবার সিনিয়রদের পোস্ট গুলো ভালোভাবে লক্ষ্য করা উচিত। যাতে প্রত্যেকটা বিষয় সম্পর্কে ভালো ধারণা নিতে পারে।
Title: Re: বিটকয়েন গণনার একক কি?
Post by: GroundCrypto on March 02, 2021, 06:20:15 AM
আমি মনে করি বিটকয়েন গণনার একক সতোষি। আমার মনে হয় এটাই সঠিক উত্তর। এই বিষয়টা সম্পর্কে আজ নতুনভাবে ধারণা পেলাম। আপনাদেরকে অনেক ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য। এটা আমার মত অনেকেরই অজানা ছিল।
Title: Re: বিটকয়েন গণনার একক কি?
Post by: ExtraPoint on March 03, 2021, 08:23:32 AM
আমার মনে হয় বিটকয়েন গণনার একক হল ডলার। আমি সঠিকভাবে জানিনা। যদি কেউ সঠিকভাবে জেনে থাকেন যে বিটকয়েন গণনার একক কোনটি তাহলে দয়া করে জানাবেন।
Title: Re: বিটকয়েন গণনার একক কি?
Post by: AGM on March 03, 2021, 11:55:16 AM
ভাই আপনার নুতনদের জন্য যে পোস্ট গুলো করেছেন তা সত্যি অনেক উপযোগী। তারা এখানে স্ট্যাডি করলে অবশ্যই ভাল রেজাল্ট পাবে। তাই সবাই কে নতুনদের এই থ্রেডটি পড়া দরকার বিশেষ করে যারা নতুন।
Title: Re: বিটকয়েন গণনার একক কি?
Post by: Mr America on March 03, 2021, 02:00:16 PM
ধন্যবাদ আপনাদের গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে বিটকয়েন গণনার একক সম্পর্কে জানতে পারলাম। বিটকয়েন গণনার একক সম্পর্কে আমার কোন ধারণা ছিল না। এটা কিভাবে করতে হয় এটা কিভাবে তৈরি হয় সে সম্পর্কেও ধারণা নেই। আশা করছি আপনাদের গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে অবশ্যই আরো অনেক কিছু জানতে পারবো।
Title: Re: বিটকয়েন গণনার একক কি?
Post by: babu10 on March 03, 2021, 04:56:15 PM
বিটকয়েন গণনার একক সাতোশি নাকি ডলার সেটা আমি জানিনা। সিনিয়র ভাইরা সঠিক করে বলুন যে কোনটা বিটকয়েন গণনার একক। তবে আমি ডলারে ভোট সাবমিট করেছি।
অনেকেই উত্তর দিয়েছেন। কমেন্টস করার আগে সব মন্তব্যগুলো সুন্দর করে পড়বেন, তারপর কোন প্রশ্ন থাকলে তখন মন্তব্য করবেন ভাই। যে প্রশ্নের উত্তর  অনেকেই দিয়েছেন সে বিষয়ে জানতে চাওয়া কোন ভাবেই কাম্য নয়। আশা করছি সামনে এমন জানতে চাওয়ার আগে সুন্দর করে সব মন্তব্য গুলো পড়বেন। ধন্যবাদ
আমাদের একটা সমস্যা হলো। আমাদের মধ্যে কেউ সচেতন না। যেমন পোস্ট করার আগেই কেউ ভালোভাবে সিনিয়রদের উত্তর পড়েনা।আমি মনে করি সবার সিনিয়রদের পোস্ট গুলো ভালোভাবে লক্ষ্য করা উচিত। যাতে প্রত্যেকটা বিষয় সম্পর্কে ভালো ধারণা নিতে পারে।

নিয়মতো অনেক আছে কিন্তু মানে কে? কেউ যদি অন্যের পোষ্টের উপর কমেন্ট করতে চায় তাহলে তার উচিত আগে কে কি পোষ্ট করেছে তা পড়া কারন আগেই যদি অন্যরা ঠিক মতো উত্তর দিয়ে দেয় তাহলে আবার একই উক্তর দেয়াটা স্পামিং। সেখানে আপনার যদি নতুন কিছু বলার থাকে তবেই সেটাকে গুছিয়ে বলতে পারেন তাহলে অন্যরা উপকৃত হবে।
Title: Re: বিটকয়েন গণনার একক কি?
Post by: Tubelight on March 08, 2021, 10:56:09 AM
সাতোশি একক ধরে বিটকয়েন হিসাব করা হয়। কারণ এই ধরনের পোস্ট আপনি এর আগে করেছিলেন।সেই পোস্ট থেকে আমি জানতে পারি কিভাবে বিটকয়েন এর একক গণনা করা হয়।
Title: Re: বিটকয়েন গণনার একক কি?
Post by: Mj joy on March 12, 2021, 07:30:32 PM
বিটকয়েন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল মুদ্রা। আমার কাছে মনে হয় বিটকয়েন গণনার একক হল ডলার।
বিটকয়েন গণনার একক সাতুশি, ডলার নয়।  ;D
ডলার হচ্ছে আমেরিকান মুদ্রা। আর বিটকয়েন হচ্ছে ভার্চুয়াল মুদ্রা। টাকার একককে যেমন পয়সা বলা হয়, তেমনি বিটকয়েনের একক হচ্ছে সাতুশি।

১ সাতুশি = ০.০০০০০০০১ বিটকয়েন।
১০ সাতুশি = ০.০০০০০০১ বিটকয়েন।
১০০ সাতুশি = ০.০০০০০১ বিটকয়েন।
১,০০০ সাতুশি = ০.০০০০১ বিটকয়েন।
১০,০০০ সাতুশি = ০.০০০১ বিটকয়েন।
১ লক্ষ সাতুশি = ০.০০১ বিটকয়েন।
১০ লক্ষ সাতুশি = ০.০১ বিটকয়েন।
১ কুটি সাতুশি = ০.১ বিটকয়েন।
১০ কুটি সাতুশি = ১ বিটকয়েন।

কৃপ্টো নিয়ে কাজ করতে হলে এগুলো জানা জরুরী। ভবিষ্যতে নাহয় ঝামেলায় পড়বেন।
  ধন্যবাদ ভাই আপনাকে  আমি আপনার সাথে একমত বিটকয়েন গণনার একক সাতোশি কে এত সুন্দর ভাবে বিশ্লেষণ করার জন্য ।  সেইসাথে মালাম ভাইকেও ধন্যবাদ আমাদের মত নতুনদের জন্য এত ভাল ভাল পোষ্ট করার জন্য ।
Title: Re: বিটকয়েন গণনার একক কি?
Post by: Sonjoy on March 13, 2021, 01:44:54 PM
ব্রাদার আমি যেটা মনে করি বিটকয়েন গণনার হিসাব হতে পারে সাতোষি। এটা সঠিক কিনা আমি জানিনা কিন্তু আমি ভোট সাবমিট করেছি। ভোট সাবমিট করার পর দেখলাম বেশিরভাগ মানুষ এটা ভোট করেছেন। আসলে এটাই সঠিক উত্তর কিনা দয়া করে জানিয়ে দেবেন।
বিটকয়েন কে অনেক ভাবে গণনা করা যায় তবে বিটকয়েন যখন তৈরি হয়েছিল তখন কিন্তু 87 নাকামোতো নামের এক ব্যক্তি এটির নামকরণ করেছিল তাই বিটকয়েন তখন থেকেই 87 হিসেবে গণনা করা হতো তাই আমরা বলবো যে বিটকয়েন এককের নাম 87।
Title: Re: বিটকয়েন গণনার একক কি?
Post by: Rothi roy on March 15, 2021, 03:34:15 AM
বিটকয়েন বর্তমান সবচেয়ে বেশি জনপ্রিয় কয়েন। বিটকয়েন গণনার একক হল সাতোষি।
2008 সালের শেষের দিকে জাপানের একজন নাগরিক 87 নাকামোতো এই মুদ্রা ব্যবস্থার প্রচলন করেন। তিনি এই মুদ্রা ব্যবস্থা কে পিয়ার টু পিয়ার ব্যবস্থা নামে অভিহিত করেন।
Title: Re: বিটকয়েন গণনার একক কি?
Post by: President on March 25, 2021, 07:36:10 PM
বিটকয়েন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল মুদ্রা। আমার কাছে মনে হয় বিটকয়েন গণনার একক হল ঢোলা।
Title: Re: বিটকয়েন গণনার একক কি?
Post by: Jokar on March 27, 2021, 09:33:05 AM
বিটকয়েন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল মুদ্রা। আর কোন ডিজিটাল মুদ্রা বিটকয়েনের মত জনপ্রিয় নয়। অনেকেই বলেন আমার এতটুকু বিটকয়েন আছে, অতটুকু বিটকয়েন আছে। বিটকয়েন অনেকেই সখের বসে সেই শুরুর দিকে ক্রয় করে আজ মিলিয়নিয়ার হয়ে গেছেন। কিন্তু আমার প্রশ্ন-বিটকয়েন গণনার একক কি? ভোট দিন ও মন্তব্য করুন।
আমি জানিনা বিটকয়েন এর একক কি। বিটকয়েন কিভাবে গণনা করা হয়। এ বিষয়ে সিনিয়র ভাইরা যদি বুঝিয়ে দেন তবে ভালো হতো।
Title: Re: বিটকয়েন গণনার একক কি?
Post by: raisajahan on March 27, 2021, 09:53:54 AM
সুন্দর একটা টপিক তৈরী করছেন যেটা যানা থাকলে সবার উপকারে আসবে ধন্যবাদ জানাই আপনাকে। বিটকয়েন এর আর্বিভাবক দাবি করেন সাতোষি নাকামত নামে এক জন সুইডিশ নাগরিক আর তার নাম অনুসারে বিটকয়েন গননার একক কে বলা হয় সাতোষি।
Title: Re: বিটকয়েন গণনার একক কি?
Post by: Centus on March 27, 2021, 10:58:52 AM
বিটকয়েন গণনার একক হল সাতোষি। আর আজ পর্যন্ত প্রকাশ পায়নি সাতোষি নাকামাত নামে কোন লোক আছে কিনা।
Title: Re: বিটকয়েন গণনার একক কি?
Post by: Peyal71 on March 29, 2021, 07:03:57 AM
বিটকয়েন গণনার একক হচ্ছে সাতোশি।
Title: Re: বিটকয়েন গণনার একক কি?
Post by: Mist Joya on March 30, 2021, 11:47:51 AM
বিটকয়েন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল মুদ্রা। আমার কাছে মনে হয় বিটকয়েন গণনার একক হল ডলার।
বিটকয়েন গণনার একক সাতুশি, ডলার নয়।  ;D
ডলার হচ্ছে আমেরিকান মুদ্রা। আর বিটকয়েন হচ্ছে ভার্চুয়াল মুদ্রা। টাকার একককে যেমন পয়সা বলা হয়, তেমনি বিটকয়েনের একক হচ্ছে সাতুশি।

১ সাতুশি = ০.০০০০০০০১ বিটকয়েন।
১০ সাতুশি = ০.০০০০০০১ বিটকয়েন।
১০০ সাতুশি = ০.০০০০০১ বিটকয়েন।
১,০০০ সাতুশি = ০.০০০০১ বিটকয়েন।
১০,০০০ সাতুশি = ০.০০০১ বিটকয়েন।
১ লক্ষ সাতুশি = ০.০০১ বিটকয়েন।
১০ লক্ষ সাতুশি = ০.০১ বিটকয়েন।
১ কুটি সাতুশি = ০.১ বিটকয়েন।
১০ কুটি সাতুশি = ১ বিটকয়েন।

কৃপ্টো নিয়ে কাজ করতে হলে এগুলো জানা জরুরী। ভবিষ্যতে নাহয় ঝামেলায় পড়বেন।
  আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার পোষ্টের সাথে আমি 100% একমত পোষণ করছি কারণ হচ্ছে বিটকয়েন গণনা  একক হচ্ছে সাতুশি। আপনি অনেক সুন্দর করে বিট কয়েন  গণনার একক  নিয়ে যে পোস্ট করেছেন আপনাকে ধন্যবাদ না দিয়ে পারছি না ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কারমা দেওয়ার  যোগ্যতা থাকলে অবশ্যই আপনাকে আমি পজিটিভ কারমা দিতাম ।
Title: Re: বিটকয়েন গণনার একক কি?
Post by: HeartBit143 on March 31, 2021, 06:24:23 AM
বিটকয়েন গননার একক যে সাতোষি সেটা আমি ফোরামে জয়েন হওয়ার পর জানতে পারছি।  কিন্তু তার আগে আমি ডলার কে বিটকয়েন গননার একক ভাবতাম।       
Title: Re: বিটকয়েন গণনার একক কি?
Post by: Jan on March 31, 2021, 08:03:51 AM
বিটকয়েন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল মুদ্রা। আর কোন ডিজিটাল মুদ্রা বিটকয়েনের মত জনপ্রিয় নয়। অনেকেই বলেন আমার এতটুকু বিটকয়েন আছে, অতটুকু বিটকয়েন আছে। বিটকয়েন অনেকেই সখের বসে সেই শুরুর দিকে ক্রয় করে আজ মিলিয়নিয়ার হয়ে গেছেন। কিন্তু আমার প্রশ্ন-বিটকয়েন গণনার একক কি? ভোট দিন ও মন্তব্য করুন।
প্রথমত আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি পোষ্ট করার জন্য বিটকয়েন গণনা একক সম্পর্কে আমার তেমন কোন ধারণা নেই তবে সিনিয়র ভাইরা যে আপনার পোস্টে রিপ্লাই দিয়েছে সেগুলো পড়ে কিছুটা জানতে পারলাম যে সাতোষি। আমি এখন পর্যন্ত 100% শিওর না তবে সিনিয়র ভাইদের পোস্ট পড়ে যা বুঝেছি সাতোষি হতে পারে তাই আমি ভোট দিচ্ছি ধন্যবাদ আপনাকে।
Title: Re: বিটকয়েন গণনার একক কি?
Post by: NANCY on March 31, 2021, 11:22:44 AM
বিটকয়েন হল বিশ্বের জনপ্রিয় একটি মুদ্রা। আর এই বিটকয়েন এর জনপ্রিয়তা সবচাইতে বেশি। আর এই বিটকয়েন গণনার একক হল সাতোশি। আমরা অনেকেই জানি না যে বিটকয়েন এর একক কি। আশা করি সিনিয়র ভাইদের পোস্ট গুলো লক্ষ্য করলেই আমরা জানতে পারব যে বিটকয়েন এর একক কি?
Title: Re: বিটকয়েন গণনার একক কি?
Post by: AVATAR on March 31, 2021, 11:34:57 AM
বিটকয়েন গণনার একক হলো সাতোশি।
Title: Re: বিটকয়েন গণনার একক কি?
Post by: Random203 on April 01, 2021, 04:52:27 AM
বিটকয়েন গননার একক হলো সাতোষি।
বিটকয়েন গননার একক কি সেইটা আমি জানতাম না।  কিন্তু আপনার এই পোস্ট এ অনেক অভিজ্ঞ ভাই কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে বিটকয়েন গননার একক হলো সাতোষি।                   
Title: Re: বিটকয়েন গণনার একক কি?
Post by: CryptoRiders on April 28, 2021, 05:57:39 PM
ভাইয়া, আমার মনে হয় বিটকয়েনের গণনার একক সাতোশি। আমি যতোটুকু জানি সাতোশি নাকামোতো এর প্রস্তুতকারক ওনার নাম থেকেই জন্ম হয়েছে বিটকয়েনের গণনার একক।আর আমি এতেই ভোট সাবমিট করেছি। তবে আমি নিশ্চিত নইওনার নাম থেকেই জন্ম হয়েছে বিটকয়েনের গণনার একক। এটা জানার জন্য আমিখুব ইচ্ছুক।সিনিয়রদের দৃষ্টি আকর্ষণ করছি।       
Title: Re: বিটকয়েন গণনার একক কি?
Post by: SAIFA on April 30, 2021, 08:22:42 AM
বিটকয়েন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল মুদ্রা। আমার কাছে মনে হয় বিটকয়েন গণনার একক হল ডলার।
বিটকয়েন গণনার একক সাতুশি, ডলার নয়।  ;D
ডলার হচ্ছে আমেরিকান মুদ্রা। আর বিটকয়েন হচ্ছে ভার্চুয়াল মুদ্রা। টাকার একককে যেমন পয়সা বলা হয়, তেমনি বিটকয়েনের একক হচ্ছে সাতুশি।

১ সাতুশি = ০.০০০০০০০১ বিটকয়েন।
১০ সাতুশি = ০.০০০০০০১ বিটকয়েন।
১০০ সাতুশি = ০.০০০০০১ বিটকয়েন।
১,০০০ সাতুশি = ০.০০০০১ বিটকয়েন।
১০,০০০ সাতুশি = ০.০০০১ বিটকয়েন।
১ লক্ষ সাতুশি = ০.০০১ বিটকয়েন।
১০ লক্ষ সাতুশি = ০.০১ বিটকয়েন।
১ কুটি সাতুশি = ০.১ বিটকয়েন।
১০ কুটি সাতুশি = ১ বিটকয়েন।

কৃপ্টো নিয়ে কাজ করতে হলে এগুলো জানা জরুরী। ভবিষ্যতে নাহয় ঝামেলায় পড়বেন।

সাতোষির হিসাব নিয়ে আমার একটি পুরাতন পোস্ট আছে। দেখি খুঁজে পেলে দিয়ে দিব সামনে। নতুবা নতুন করে দিব। ধন্যবাদ আপনার অগ্রগতিতে সন্তুষ্ট।

পেয়েছি তবে এই ফোরামে করিনি। সেটা করা ছিলো অন্য ফোরামে। এই ফোরামের নতুন ভাইদের জন্য সেটা নতুন করে পোস্ট দিলাম।
https://www.altcoinstalks.com/index.php?topic=194239.0
ভাই আপনাকে অনেক ধন্যবাদ এরকম একটি গুরুত্বপূর্ণ পোষ্ট করার জন্য আমি আপনাদের উপরে নতুন তাই আমার জানা ছিল না এ বিষয়টিতে এখন জানলাম আশা করি এরকম আরো জটিল পোস্ট জানা থাকে কোন ছিনিয়র ভায়ের তাহলে বলবেন