Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: Lutera94 on February 24, 2021, 08:07:46 AM
-
আমরা সবাই বিটকয়েন নিয়ে অনেক আশাবাদী অথবা অনেকের জীবন পরিবর্তন করে দিয়েছে এই বিটকয়েন তথা ক্রিপ্টোকারেন্সি। কিন্তু একটা সময় আমরা এই ব্যাপারে কিছুই জানতামনা। কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের এই দুনিয়ায় আগমন ঘটে। আপনারা কিভাবে আসছেন সেই এই পথে তা আমাদের শেয়ার করতে পারেন।।
আমি এই পথে এসেছি মুলত champcash নামক একটি ভারতীয় অনলাইন প্লাটফর্ম এর মাধ্যমে। তারা প্রথম vpn কানেক্টেড করিয়ে বিভিন্ন দেশের ভিডিও দেখার জন্য আহবান করতো। পরবর্তীতে তারা তাদের নিজেদের কয়েন করার পরিকল্পনা করে। যা বর্তমানে TCC নামে মার্কেটে আছে। যখন তারা কয়েন আনার চিন্তা করে তখন এই ব্যাপারটাই আমি জানতে পারি। সালটা তখন ২০১৬ ছিলো।
ধন্যবাদ
-
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে একটি কারেন্সির নাম হল বিটকয়েন। কিন্তু এই বিটকয়েন কারেন্সিজ নাম এতটাই জনপ্রিয় অনেকেই যারা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের নাম শুনেননি কিন্তু বিটকয়েন নাম তারা মুখে মুখে জব করে।
-
বেশ কিছু দিন আগে আমি ফেইসবুকে অনলাইনে ইনকামের সাইট গুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম, সেখানে হঠাৎ করেই ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে একটি ভিডিও আসে আমার সামনে। পরে ভিডিও টি দেখে আমার মনে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আগ্রহ জাগে, আর সেই আগ্রহ থেকেই ক্রিপ্টোতে যোগদান করা।
-
আমি ক্রিপ্টোকারেন্সি নিয়ে ইউটিউবে ভিডিও দেখার পর থেকে আগ্রহী তো হয়েছি ক্রিপ্টোকারেন্সি তে কাজ করার জন্য। আমার এক বন্ধুর মাধ্যমে আমি বিটকয়েন তথা ক্রিপ্টোকারেন্সি তে আগমন করেছি। আসলে সে ভিডিও দেখার পর তোমার মধ্যে ক্রিপ্টোকারেন্সি তে কাজ করতে আগ্রহ জাগে।
-
মূলত আমি বিটকয়েন করলাম এসেছি আমি ফেসবুক এর মাধ্যমে একটা লিংক পেয়েছিলাম সেখান থেকেই আমার আইডি করা। ওরে আমার এক সিনিয়র ভাই যখন আমি লেখাপড়া করতাম হলে থাকতাম তখন তার কাছ থেকে কিছুটা শিখেছিলাম। কিভাবে বিটকয়েন পোড়ানোর কাজ করতে হয় পুরোপুরিভাবে শিখেছি। আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে তিনি অনেক সাহায্য করেছেন কোন সময় ভুল হলে তার কাছে গেলে তিনি সমাধান করে দিতে। আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
-
বিটকয়েন সম্পর্কে আমি প্রথম ২০১৪ সালে ধারনা লাভ করি আমার এক বন্ধুর মাধ্যমে। সে একটা এম.ল.এম কোম্পানিতে কাজ করত যেটার পেমেন্ট গেটওয়ে ছিল বিটকয়েন আর সে কারনে আমাকে বিটকয়েন সম্পর্কে তখন ধারনা দিল সেখান থেকে আমি বিটকয়েন এর ধারনা লাভ করি। তারপর আমি সেই কোম্পানিতে বিনিয়োগ করি যাতে বিটকয়েন সম্পর্কে আর ও ভাল ধারনা লাভ করতে পারি। ২০১৬ সালে আমি এক হাজার ডলার বিনিয়োগ করে এক বিটকয়েন ক্রয় করি। এবং সেটা দিয়ে আমি ট্রেড শুরু করি। এ ভাবে আমার বিটকয়েন এর যাত্রা শুরু।
-
2017 সালের দিকে আমিও চ্যাম্প ক্যাশে কাজ করেছিলাম সেখান থেকে আস্তে আস্তে এডসেন্স সাইটগুলোতে কাজ করতে শুরু করি সেখান থেকে ভালো মুনাফা করতে না পেরে হতভম্ব হয়ে গিয়েছিলাম এবং আস্তে আস্তে অনলাইনে কাজ ছেড়ে দিয়েছিলাম কিন্তু ঠিক তখনই একটি এড কোম্পানির সাথে পরিচিত হই এবং সেখানে দেখা শুরু করি ভালই ইনকাম হচ্ছে হঠাৎ করে বন্ধ হয়ে গেল শুয়ে পড়লাম হঠাৎ এক বন্ধুর সাথে কথা বলতে বলতে তিনি এই ফোরামের কথা বলে তখন থেকেই তার কাছ থেকেই ফোরামের কথা শুনে সেখানে কাজ করতে শুরু করলাম তখন থেকেই 2017 সাল থেকে আজ পর্যন্ত ফোরামের সাথে যুক্ত আছি অনেক পয়সা ইনকাম করছি তবে এখনও করতেছি এখন আমি সময় দিতে পারতেছি না কারণ ইনভেস্টমেন্ট নিয়ে একটু ব্যাস্ত আছি ।ইনশাআল্লাহ ট্রেডিং করার মাধ্যমে অনেক মুনাফা অর্জন করতে পারতেছি দোয়া করবেন সবাই ধন্যবাদ ভালো থাকবেন
-
আমি বহুদিন আগেই এর নাম শুনেছি কিন্তু আমলে নেই নি। কিন্তু একদিন আমার এক বন্ধু আমাকে এর কথা বলে সেখানে আমি তার কথা তে খুবই অনুপ্রানিত হই তারপর আমি ডিসিশন নেই যে আমিও এখানে কাজ করব এবং পরে তাই করে থাকি। বলতে গেলে বন্ধুর অনুপ্রেরণায় আমি এখানে মুলত কাজ করি।
-
বিটকয়েন তথা ক্রিপ্টোকারেন্সি তে আমার আগমন ঘটে এক বড় ভাই এর মাধ্যমে।আমি প্রাথমিক অবস্থায় কিছুই বুঝতাম না কিন্তু ধীরে ধীরে অনেক কিছু শিখেছি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে তাদের কাছ থেকে। আমি তাদের কাছে বিটকয়েন নাম শুনে আগ্রহ দেখাই । তাদেরকে বলার পর তারা আমাকে ক্রিপ্টোকারেন্সি তে যুক্ত করায়। আমি ভবিষ্যতে কাজ করে এখান থেকে ভালো মুনাফা ইনকাম করতে চাই ইনশাআল্লাহ। দোয়া করবেন সবাই আমার জন্য। ধন্যবাদ
-
আমরা জানি ক্রিপ্টোকারেন্সি মার্কেট বর্তমান বিশ্বের সব থেকে বেশি জনপ্রিয়। আর এই ক্রিপ্টোকারেন্সি জগতের সব থেকে শীর্ষ ডিজিটাল মুদ্রা হলো বিটকয়েন। যার মাধ্যমে আমরা ক্রিপ্টো জগৎ সম্পর্কে খুব সহজে সুস্পষ্ট ধারণা পেলাম। আর এই ধারণা পাওয়ার পিছনে এবং ক্রিপ্টো জগতে পদার্পণ কিছু বড় ভাইদের মাধ্যমে,যাদের মাধ্যমে আমি আজ নতুন সম্ভাবনার দিকে যাত্রা শুরু করলাম।
-
আমার বাস্তবিকপক্ষে এই ব্যাপারে কোন ধারণাই ছিলনা এবং আমার বন্ধবর হঠাৎ একদিন এই সম্পর্কে আমাকে আংশিক ধারণা দেয় এবং আমার আগ্রহ পরীক্ষা করে দেখে এই মার্কেট সম্পর্কে পরে আমার ব্যাপক আগ্রহ দেখে আমাকে বিস্তারিত জানায় এবং অদ্যবধি আমাকে সর্বোত্তম সহযোগীতা করে আসছে। আমি তাকে ধন্যবাদ দিয়ে কখনো ছোট করবনা।
-
আমি বিটকয়েন ফোরামে আসতে চেয়েছিলাম 2016 সালের শেষের দিকে। কিন্তু তখন আমার পড়ালেখার উপর অধিক চাপ ছিল এবং বিটকয়েন সম্পর্কে এরকম ভালো ধারণা না থাকায় তেমন আগ্রহ ছিল না। তারপর পরীক্ষা শেষ করলাম তারপর একজনের নিকট থেকে জানতে পারলাম আসলে বিটকয়েন থেকে ইনকাম করা যায়। কিন্তু না সরকার বলছে এর আগে আমি একটা ফেসবুক থেকে লিংক পেয়ে ছিলাম সেখান থেকে কিছু টাকা ইনভেস্ট করেছিলাম কিন্তু সেগুলো আমি একদম মার খেয়ে যাই।যে কারণে আরও ইচ্ছা ছিল না কিন্তু পরবর্তীতে যখন বিটকয়েন সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেলাম তখন বিটকয়েনে চলে আসলাম এবং এখন থেকে কাজ করে যাচ্ছি।
-
আপনি অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন। আমি প্রথম ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কিছু জানতাম না। কিন্তু আমি আমার এক আত্মীয় কাছে বিটকয়েন সম্পর্কে শুনেছি তখন জানতাম না যে ক্রিপ্টোকারেন্সি একটি কারেন্সির নাম হল বিটকয়েন। যখন একটি বিট কয়েনের দাম শুনে তখন আমার খুব অবাক লাগে। আর সব জানার আগ্রহ থেকেই ক্রিপ্টোকারেন্সি সঙ্গে যুক্ত হওয়া।
-
আমার বিটকয়েনের আগমনের গল্পটা শুনলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন কারণ আমি খুব কষ্ট করে এই বিটকয়েনে এসেছিলাম।আমার বিটকয়েনের আগমন শুরু হয়েছিল পিএম সেভেন নামক একটি সাইট থেকে সেখান থেকে আমি 120 ডলার এর মত করেছিলাম কিন্তু উইথড্র অপশন না থাকায় আমি করতে পারিনি খুব কষ্ট পেয়েছিলাম তখন ঠিক তখনই এক ছোট ভাইয়ের কাছ থেকে আমি বিটকয়েন সম্পর্কে জানতে পারি এবং তিনি আমাকে এই বিটকয়েনে আগমন ঘটতে সাহায্য করেন এবং সেখান থেকেই আমি বিটকয়েনে আছি
-
আমি আপনা আপনি ভাবে ক্রিপ্টোকারেন্সি তে জয়েন হয়েছি। আমি প্রথমে বিটকয়েনের একাউন্ট করি। কিন্তু সেখানে কিছুই বুঝতাম না। পরে আমার এক সহপাঠীর কাছ থেকে অলটকয়েনটকের আইডি খুলেছি এবং ধীরে ধীরে কাজ করছি।
-
ধারণা ছিলো ২০১৪-২০১৫ থেকে। তবে বন্ধুর হাত ধরে ২০১৭ সালে এর মধে পুরোপুরি ভাবে ডুকে যাই। বাউন্টি, ট্রেড রিসার্চ সব শুরু হয় ২০১৭ থেকে।
-
আমরা সবাই বিটকয়েন নিয়ে অনেক আশাবাদী অথবা অনেকের জীবন পরিবর্তন করে দিয়েছে এই বিটকয়েন তথা ক্রিপ্টোকারেন্সি। কিন্তু একটা সময় আমরা এই ব্যাপারে কিছুই জানতামনা। কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের এই দুনিয়ায় আগমন ঘটে। আপনারা কিভাবে আসছেন সেই এই পথে তা আমাদের শেয়ার করতে পারেন।।
আমি এই পথে এসেছি মুলত champcash নামক একটি ভারতীয় অনলাইন প্লাটফর্ম এর মাধ্যমে। তারা প্রথম vpn কানেক্টেড করিয়ে বিভিন্ন দেশের ভিডিও দেখার জন্য আহবান করতো। পরবর্তীতে তারা তাদের নিজেদের কয়েন করার পরিকল্পনা করে। যা বর্তমানে TCC নামে মার্কেটে আছে। যখন তারা কয়েন আনার চিন্তা করে তখন এই ব্যাপারটাই আমি জানতে পারি। সালটা তখন ২০১৬ ছিলো।
ধন্যবাদ
আমি এই জগত সম্পর্কে কিছুই জানতাম না শুধু শুনে আসছি যে অনলাইনে আউটসোর্সিং করে টাকা ইনকাম করা যায় কিন্তু একদিন হঠাৎ করে আমার এক ফ্রেন্ডের সহযোগিতা পেয়ে আমি এই জগতে ঢুকে পড়েছি। তবে এখন পর্যন্ত কোনো ইনকাম করতে পারিনি চেষ্টায় আছি কাজ করতেছি দেখি সামনে কি হয় ।
-
আমি এই ক্রিপ্টোকারেন্সি তে এসেছি এয়ার্ড্রপ এর মাধ্যমে।আমি অনেক আগে থেকেই এয়ার্ড্রপ করে থাকি কিন্তু এয়ার্ড্রপ এ সাকসেসফুল না হওয়ায় আমি ইউটিউবে বিভিন্ন ক্রিপ্টো রিলেটেড ভিডিও দেখে থাকিএবং ভিডিও দেখতে দেখতে হঠাৎ করে এক ভাইয়ের ভিডিওতে দেখতে পাই এই ধরনের একটি ফোরাম আছে যেখানে কাজ করলে নাকি ভালো রকমের প্রেমেন্ট পাওয়া যায় মোটামুটি ভাবে সেখান থেকে আমার এই ফোরামে আগমন ঘটে।