Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এবং এক্সচেঞ্জ গুলি => Topic started by: Malam90 on February 28, 2021, 03:57:34 AM

Title: BCMC টোকেন p2pb2b একচেঞ্জে লিস্ট হয়েছে।
Post by: Malam90 on February 28, 2021, 03:57:34 AM
যারা বাউন্টি করেছিলেন তাদের জন্য সুখবর। BCMC টোকেন p2pb2b একচেঞ্জে লিস্ট হয়েছে। যদিও এই একচেঞ্জটির রেপুটেশন ভালোনা। বর্তমানে টকপাইতেও লিস্ট হয়েছে। তবে সামনে আরো ভালো একচেঞ্জে লিস্ট হবে।
ট্রেড লিংক:
https://p2pb2b.io/trade/BCMC1_ETH
https://tokpie.com/view_exchange/bcmc1-eth/
Title: Re: BCMC টোকেন p2pb2b একচেঞ্জে লিস্ট হয়েছে।
Post by: EKRA13 on February 28, 2021, 04:32:59 PM
যারা বাউন্টি করেছিলেন তাদের জন্য সুখবর। BCMC টোকেন p2pb2b একচেঞ্জে লিস্ট হয়েছে। যদিও এই একচেঞ্জটির রেপুটেশন ভালোনা। বর্তমানে টকপাইতেও লিস্ট হয়েছে। তবে সামনে আরো ভালো একচেঞ্জে লিস্ট হবে।
ট্রেড লিংক:
https://p2pb2b.io/trade/BCMC1_ETH
https://tokpie.com/view_exchange/bcmc1-eth/



মালাম ভাই BCMC প্রজেক্টটি থেকে অল রেডি টেকেন ডিস্ট্রিবিউশন হয়েছে। যারা প্রযেক্টিতে কাজ করেছে তাদেরকে তাদের পেমেন্ট দিয়ে দেওয়া হয়েছে। আশাকরি সকলেই ভালো দামে বিক্রি করতে পারবে।
Title: Re: BCMC টোকেন p2pb2b একচেঞ্জে লিস্ট হয়েছে।
Post by: JISAN on March 01, 2021, 04:16:26 PM
এই বাউন্টিটা আমি মিস করছে। এখান থেকে সবাই কিছু না কিছু প্যমেন্ট পাইছে। আমি দেখেও করিনি অনেক বড় মিস হয়ে গেছে। ভিডিও ক্যম্পেন করলে ভালো একটা প্যমেন্ট পাওয়া যেতো
Title: Re: BCMC টোকেন p2pb2b একচেঞ্জে লিস্ট হয়েছে।
Post by: Malam90 on March 05, 2021, 03:37:20 PM
এই বাউন্টিটা আমি মিস করছে। এখান থেকে সবাই কিছু না কিছু প্যমেন্ট পাইছে। আমি দেখেও করিনি অনেক বড় মিস হয়ে গেছে। ভিডিও ক্যম্পেন করলে ভালো একটা প্যমেন্ট পাওয়া যেতো


ভিডিও ক্যাম্পেইনের দিকে নজর দিতে হবে। আমি আগে কয়েকটি করেছিলাম। এখন আবার শুরু করতে হবে। ভিডিও, আর্টিকেল, ট্রান্সলেশন এগুলোর দিকে নজর দেওয়া দরকার। তাহলে ভালো পেমেন্ট পাওয়া যাবে। শুধু সোস্যাল মিডিয়া করে পেমেন্ট পাওয়া যায় যা তা খুব কম। আবার কাজও করতে হয় বেশি বেশি।
Title: Re: BCMC টোকেন p2pb2b একচেঞ্জে লিস্ট হয়েছে।
Post by: LazY on March 06, 2021, 07:05:48 PM
যারা বাউন্টি করেছিলেন তাদের জন্য সুখবর। BCMC টোকেন p2pb2b একচেঞ্জে লিস্ট হয়েছে। যদিও এই একচেঞ্জটির রেপুটেশন ভালোনা। বর্তমানে টকপাইতেও লিস্ট হয়েছে। তবে সামনে আরো ভালো একচেঞ্জে লিস্ট হবে।
ট্রেড লিংক:
https://p2pb2b.io/trade/BCMC1_ETH
https://tokpie.com/view_exchange/bcmc1-eth/
আমার কাছে বেশ কিছু পরিমাণ এইটুকুন রয়েছে।কিন্তু এই টোকেন গুলো সেল করার জন্য এখন উপযুক্ত সময় মনে করছি না আমি। কারণেই টোকেন এর দাম 0.05 উঠেছিল। কিন্তু বর্তমানে দাম 0.01 এর নিচে। আমি একটা উপযুক্ত মনে করছি না। যখন এই কয়েনের দাম বৃদ্ধি পাবে তখন আমি একটি সেল করে দেব।
Title: Re: BCMC টোকেন p2pb2b একচেঞ্জে লিস্ট হয়েছে।
Post by: Malam90 on March 07, 2021, 11:46:48 AM
যারা বাউন্টি করেছিলেন তাদের জন্য সুখবর। BCMC টোকেন p2pb2b একচেঞ্জে লিস্ট হয়েছে। যদিও এই একচেঞ্জটির রেপুটেশন ভালোনা। বর্তমানে টকপাইতেও লিস্ট হয়েছে। তবে সামনে আরো ভালো একচেঞ্জে লিস্ট হবে।
ট্রেড লিংক:
https://p2pb2b.io/trade/BCMC1_ETH
https://tokpie.com/view_exchange/bcmc1-eth/
আমার কাছে বেশ কিছু পরিমাণ এইটুকুন রয়েছে।কিন্তু এই টোকেন গুলো সেল করার জন্য এখন উপযুক্ত সময় মনে করছি না আমি। কারণেই টোকেন এর দাম 0.05 উঠেছিল। কিন্তু বর্তমানে দাম 0.01 এর নিচে। আমি একটা উপযুক্ত মনে করছি না। যখন এই কয়েনের দাম বৃদ্ধি পাবে তখন আমি একটি সেল করে দেব।


এটা নির্ভর করে প্রত্যেকের নিজস্ব স্ট্রাটেজীর উপর। যদি আপনার হাতে টাকা থাকে খরচ করার মত তাহলে কিছুদিন হোল্ড করা যেতে পারে। আর যদি হাতে টাকার দরকার হয় তাহলে সেল করা ছাড়া উপায় থাকেনা। তবে টোকেনটার অনেক ইউটিলিটি হবে ফলে দামও অনেক বৃদ্ধি পাবে।
Title: Re: BCMC টোকেন p2pb2b একচেঞ্জে লিস্ট হয়েছে।
Post by: Lovepro Max on March 11, 2021, 04:57:17 PM
BCMC টোকেন p2pb2b এক্সচেঞ্জার একসেন্ট করে সেল চলতাছে। আমি মনে করি এই টোকেন এর দাম ভবিষ্যতে 5 সেন্ট হতে পারে। কেননা আমরা দেখেছিলাম যে এই টোকেন ডিষ্ট্রিবিউশন করার আগে প্রতি টোকেন এর মূল্য 5 সেন্ট হয়েছিল।তাই আমি বলব যাদের এই টোকেন আছে তারা আরো কিছুদিন হোল্ড করে রাখতে পারেন। আশা করি ভালো দাম হতে পারে। এখন পুরোটাই আপনার উপর নির্ভর করে আপনি কি করবেন।
Title: Re: BCMC টোকেন p2pb2b একচেঞ্জে লিস্ট হয়েছে।
Post by: Maynul96 on March 15, 2021, 04:50:35 PM
বাউন্টি থেকে কিছু টোকন পেয়েছিলাম যা এখনও পর্যন্ত হোল্ড করেই রেখেছি তাছাড়া এই টোকেনটার দাম এখন অনেক কম তাই এখন আমার মতে বিক্রি না করাই ভালো হবে বলে আমি মনে করি।   
Title: Re: BCMC টোকেন p2pb2b একচেঞ্জে লিস্ট হয়েছে।
Post by: Tubelight on March 17, 2021, 09:34:28 AM
কিছুদিন আগে বাউন্টি ডিটেকটিভ কমিউনিটি গ্রুপে দেখলাম বিসিএমসি সাকসেসফুল ভাবে ডিস্ট্রিবিউট করা হয়েছে। এই টোকেন এর মূল্য নাকি এখন ভালো একটা অবস্থানে আছে। তবে দুর্ভাগ্যবশত আমি এই প্রজেক্ট করতে পারিনি।তবে ভবিষ্যতে বাউন্টি ডিটেকটিভ এর সবগুলো প্রজেক্টে কাজ করার চেষ্টা করব।