Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Mental on March 02, 2021, 03:41:06 PM

Title: দয়া করে আপনারা সাহায্য করুন।
Post by: Mental on March 02, 2021, 03:41:06 PM
আমার কাছে কিছু টাকা আছে তাই আমি কিছু কয়েন কিনে হোল্ড করে রাখতে চাচ্ছি। কিন্তু আমি বুঝতে পারছি না যে কোন কয়েন কিনে হোল্ড করে রাখলে আমি বেশি লাভবান হতে পারব। তাই আমি আপনাদের কাছে পরামর্শ চাচ্ছি।
Title: Re: দয়া করে আপনারা সাহায্য করুন।
Post by: Review Master on March 02, 2021, 04:24:11 PM
আমার মতে, আপনি নিজেই যদি কোনো কয়েন নিয়ে বিশ্লেষণ করেন, তাহলে লাভ-ক্ষতি যেটিই হোক না কেন। আপনার মনের অবস্থা ভালো থাকবে । আর অন্যের পরামর্শে ক্রয় করা টোকেন/কয়েনে যদি ক্ষতি হয়, তাহলে অনেক দু:খবোধ হবে। তাই আমি আপনাকে ভালো কয়েন/টোকেন বাছাই করার কিছু উপায় বলে দিলাম, বাকিটা আপনার উপর এখন।  ;)
(১) যেসব কয়েন পূর্ববর্তী বুলরানের সময় কিংবা ২০১৭-১৮ সালে মার্কেটে নতুন এসেছিল। সেই কয়েনগুলো লম্বাসময়ের জন্য ক্রয়ের চিন্তা করিয়েন না। কারণ সেইসকল প্রজেক্টের টিম টোকেনগুলো এখন আনলক হবে এবং ভালো মূল্যে প্রজেক্টের সদস্যরা টোকেন বিক্রয় করার চেষ্টা করতে পারে।
(২) যেসব কয়েন/টোকেনর ইভেন্ট আসবে, সামনের কিছু মাসের মধ্যে সেসব কয়েন/টোকেন ক্রয় করতে পারেন। যেমন: ADA এর হার্ডফোর্কের জন্য কয়েনটির মূল্য অনেক বৃদ্ধি পেয়েছে এবং আরোও অনেক ডেভেলপমেন্ট হচ্ছে। এরকম ইভেন্ট আসবে যেসব কয়েন/টোকেনের, সেসব কয়েন/টোকেন ক্রয় করতে পারেন।
(৩) যদি ট্রেডিং চার্ট এনালাইসিস করতে পারেন, তাহলে কয়েনমার্কেটের সবচেয়ে সেরা ১০০ টি কয়েন/টোকেনের ট্রেডিং চার্ট বিশ্লেষণ করে ক্রয়/ট্রেড করতে পারেন।
(৪) যেহেতু BSC ( Binance Smart Chain) এর প্রজেক্টগুলোর ভালো করতেছে, সেহেতু আপনি BSC এর পুরাতন প্রজেক্টগুলোর ইভেন্ট অনুযায়ী ক্রয় করতে পারেন।

আশা করি, এসব যথেষ্ট হবে।  ;D
Title: Re: দয়া করে আপনারা সাহায্য করুন।
Post by: Malam90 on March 02, 2021, 04:26:46 PM
কারো পরামর্শ নিয়ে ট্রেড করা থেকে বিরত থাকুন। কারণ সঠিক সময়ে এন্ট্রি ও এক্সিট খুবই জরুরী। অন্যের সিগন্যালের অপেক্ষায় থাকতে থাকতে আপনি সঠিক সময়ে সঠিক ডিসিশন নিতে পারবেন না। মার্কেট গত দুদিন আগে কারেকশান হয়েছিলো। তখন কিছু কিনে আজকে সেল করলে ২০% এর প্রফিট পেতেন। তাই নিজের জানা শোনাটাও জরুরী। আগে নিজে স্টাডি করুন। পাশাপাশি টপ কিছু কয়েন কিনতে পারেন যখন কারেকশান হয় তখন। এজন্য USDT নিয়ে রাখতে পারেন। যখন কেনার সময় হবে তখন কিনে নিতে পারেন।
Title: Re: দয়া করে আপনারা সাহায্য করুন।
Post by: Sasa on March 02, 2021, 04:43:09 PM
আমার কাছে কিছু টাকা আছে তাই আমি কিছু কয়েন কিনে হোল্ড করে রাখতে চাচ্ছি। কিন্তু আমি বুঝতে পারছি না যে কোন কয়েন কিনে হোল্ড করে রাখলে আমি বেশি লাভবান হতে পারব। তাই আমি আপনাদের কাছে পরামর্শ চাচ্ছি।
আপনি কি দিয়ে দীর্ঘ সময়ের জন্য কয়েন কিনে হোল্ড করতে চান। তাহলে আমি আপনাকে সাজেস্ট করবো আপনি সবথেকে আলোচিত কয়েন‌ Dogecoin কিনতে পারেন। আমার মনে হয় এই মুদ্রাটির দাম ভবিষ্যতে 1 ডলারে হিট করতে পারে। সেই তুলনায় কয়েন টির দাম এখনো কম আছে। আপনি চাইলে এই কয়েন কিনে রাখতে পারেন।
Title: Re: দয়া করে আপনারা সাহায্য করুন।
Post by: Milon626 on March 02, 2021, 04:52:51 PM
কারো পরামর্শ নিয়ে ট্রেড করা থেকে বিরত থাকুন। কারণ সঠিক সময়ে এন্ট্রি ও এক্সিট খুবই জরুরী। অন্যের সিগন্যালের অপেক্ষায় থাকতে থাকতে আপনি সঠিক সময়ে সঠিক ডিসিশন নিতে পারবেন না। মার্কেট গত দুদিন আগে কারেকশান হয়েছিলো। তখন কিছু কিনে আজকে সেল করলে ২০% এর প্রফিট পেতেন। তাই নিজের জানা শোনাটাও জরুরী। আগে নিজে স্টাডি করুন। পাশাপাশি টপ কিছু কয়েন কিনতে পারেন যখন কারেকশান হয় তখন। এজন্য USDT নিয়ে রাখতে পারেন। যখন কেনার সময় হবে তখন কিনে নিতে পারেন।
আমি আপনার মতামতের সাথে একমত।  সত্যিকার অর্থে ক্রিপ্টোকারেন্সিতে অন্যের সিগনাল মেনে ট্রেডিং করা টা একেবারেই ঠিক নয়।  কারো মতামতের ভিত্তিতে ট্রেডিং করতে গিয়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নাও আসতে পারে।  এতে করে লসের সম্ভাবনা থেকেই যায়।  তাই আমার মনে হয় যতো দিন পর্যন্ত ট্রেডিং সম্পর্কে ভালো ভাবে  না জানবেন ততো দিন পর্যন্ত ট্রেডিং এ না যাওয়াটাই বেটার।                             
Title: Re: দয়া করে আপনারা সাহায্য করুন।
Post by: ttcsalam on March 02, 2021, 05:05:09 PM
কারো পরামর্শ নিয়ে ট্রেড করা থেকে বিরত থাকুন। কারণ সঠিক সময়ে এন্ট্রি ও এক্সিট খুবই জরুরী। অন্যের সিগন্যালের অপেক্ষায় থাকতে থাকতে আপনি সঠিক সময়ে সঠিক ডিসিশন নিতে পারবেন না। মার্কেট গত দুদিন আগে কারেকশান হয়েছিলো। তখন কিছু কিনে আজকে সেল করলে ২০% এর প্রফিট পেতেন। তাই নিজের জানা শোনাটাও জরুরী। আগে নিজে স্টাডি করুন। পাশাপাশি টপ কিছু কয়েন কিনতে পারেন যখন কারেকশান হয় তখন। এজন্য USDT নিয়ে রাখতে পারেন। যখন কেনার সময় হবে তখন কিনে নিতে পারেন।
কাউকে ট্রেডে টাকা দেওয়া বা কারো নিকট থেকে পরামর্শ নিয়ে ট্রেড করা অনেকটাই বোকামী কারন লস খাইলে তখন নিজেকে সামলানো অনেক কষ্টকর ব্যাপার হয়ে যায়। সে জন্য ট্রেড করার সময় মার্কেট যখন ডাউন করবে তখন অথবা কোন বিগ নিউজ দেখে ট্রেড ধরা উত্তম নতুন অবস্থায়।
Title: Re: দয়া করে আপনারা সাহায্য করুন।
Post by: Logitech50 on March 02, 2021, 06:50:06 PM
আপনি যদি টোকেন কিনে হোল্ড করে রাখতে চান তাহলে রাখতে পারেন কারণ বর্তমানে বি এন বি খুবই ভাল একটি কয়েন। কিন্তু কিছুদিন আগে ব্যাপক সুযোগ দিয়েছে বিটকয়েনের দাম কম ছিল সে সময় সব টোকেন এর দাম কম ছিল কিন্তু বর্তমানে বিটকয়েনের দাম বৃদ্ধি হওয়ার কারণে মূলত তিনি পাম্প করছে।
Title: Re: দয়া করে আপনারা সাহায্য করুন।
Post by: kulkhan on March 02, 2021, 07:10:35 PM
আপনি যেহেতু নতুন আপনার জন্য শুভকামনা রইল। আর আপনার জন্য সবচেয়ে ভালো পরামর্শ হল স্টাবল কয়েনে ইনভেস্ট করুন। আমার মতে আপনি DOT, ADA, TRX এই তিনটা কয়েনে ইনভেস্ট করতে পারেন। এ গুলোর অবস্থান এবং সম্ভবনা অনেক ভালো। আর এ গুলোর অনেক দাম বাড়বে এতে কোন সন্দেহ নাই বলে আমি মনেকরি।
Title: Re: দয়া করে আপনারা সাহায্য করুন।
Post by: Magepai on March 03, 2021, 01:13:37 AM
যারা ট্রেডিং করতে ইচ্ছুক অবশ্যই প্রথমত আপনি ফোরাম এ সময় দিন। এবং ট্রেডিং করতে হলে অবশ্যই আপনাকে নিজে থেকেই জানতে হবে আপনাকে কখন মার্কেট পাম্প করবে বা ডাম্পিং করবে। আপনার সিগন্যাল জানতে হবে আপনি যে টোকেন কিনবেন সেটা কত পারসেন্ট বৃদ্ধি পাবে সে অনুসারে আপনাকে বিক্রি করতে হবে। ট্রেডিং করতে হলে অবশ্যই আপনাকে সব সময় লাইনে থেকে দেখতে হবে কোন সময় বৃদ্ধি পাচ্ছে বা কমে যাচ্ছে। দেখা যাবে কিছুটা যখন বৃদ্ধি পাবে ঠিক তখনই বিক্রি করতে হবে।
Title: Re: দয়া করে আপনারা সাহায্য করুন।
Post by: ExtraPoint on March 03, 2021, 06:17:27 AM
যারা ফোরামে ট্রেডিং করতে চান তাহলে অবশ্যই ধৈর্য ধারণ করুন।আপনি যদি না বুঝে না শুনে ট্রেডিং করেন তাহলে হয়তো ঝুঁকির মধ্যে পড়তে পারেন।ট্রেডিং করতে হলে আপনাকে ট্রেডিং সম্পর্কে ভালোভাবে জানতে হবে। আপনি যদি কয়েন হোল্ড করতে চান তাহলে ডগি কয়েন কয়েন হোল্ড করতে পারেন। এখন এর বাজার অবস্থা খুবই ভালো অবস্থায় আছে।
Title: Re: দয়া করে আপনারা সাহায্য করুন।
Post by: Angel jara on March 03, 2021, 07:20:47 AM
আমার চিন্তা ভাবনা এক নয়। কেউ করতে চায় কয়েন হোল্ড আবার কেউ করতে চায় ট্রেডিং যার যেটা ভালো লাগে সে সেটাই করবেন এটা স্বাভাবিক। কিন্তু কোন কিছু না জেনে না বুঝে ফেললে তাকে সর্বদায় লস খেতেই হবে। মার্কেটের সম্পর্কে জ্ঞান না থাকলে মার্কেটে বেশিদিন টিকে থাকা যায় না।
Title: Re: দয়া করে আপনারা সাহায্য করুন।
Post by: babu10 on March 03, 2021, 11:02:09 AM
আমার কাছে কিছু টাকা আছে তাই আমি কিছু কয়েন কিনে হোল্ড করে রাখতে চাচ্ছি। কিন্তু আমি বুঝতে পারছি না যে কোন কয়েন কিনে হোল্ড করে রাখলে আমি বেশি লাভবান হতে পারব। তাই আমি আপনাদের কাছে পরামর্শ চাচ্ছি।

ফোরামে আপনি যেহেতু সিনিয়র মেম্বার সেহেতু ফোরাম এবং টোকেন সম্পর্কে আপনার ধারণা থাকার কথা। এই মার্কেট খুবই বিপদজনক যেমন বিটকয়েন ৫৫ হাজার ডলার থেকে ৪৩ হাজার ডলারে নেমেগিয়েছিল কিছুদিন আগে তেমনি অন্যান্য কয়েনও তাই আপনি অন্যের ধারণা নিয়ে কিছু টোকেন কয়েন কিনলেন কিন্তু যদি দাম কমে যায় তবে তাকে গালি দেয়া ছাড়া আপনার কোন উপায় থাকবেনা। টাকা আপনার যেহেতু সেহেতু আপনার বিবেকবুদ্ধি খাটিয়ে কয়েন কিনুন, আফসোস থাকবেনা।
Title: Re: দয়া করে আপনারা সাহায্য করুন।
Post by: Malam90 on March 03, 2021, 03:48:24 PM
আর  দয়া করে আপনারা সাহায্য করুন এই ধরনের শিরোনাম দিয়ে কোন টপিক তৈরি করবেন না। যে বিষয়ে জানতে চান সেই বিষয়ের উপর শিরোনাম করবেন। এগুলো মনে হয় কোন ফকির সাহায্য চাইতেছে এমন টাইপের।  :)
এগুলো দেখতেও ভালো লাগেনা। তাই টপিক করার সময় বিষয়টা সবাই অন্তত খেয়াল করবেন। আশা করছি বুঝতে পেরেছেন।
Title: Re: দয়া করে আপনারা সাহায্য করুন।
Post by: iRan Chy on March 03, 2021, 04:44:10 PM
আমার কাছে কিছু টাকা আছে তাই আমি কিছু কয়েন কিনে হোল্ড করে রাখতে চাচ্ছি। কিন্তু আমি বুঝতে পারছি না যে কোন কয়েন কিনে হোল্ড করে রাখলে আমি বেশি লাভবান হতে পারব। তাই আমি আপনাদের কাছে পরামর্শ চাচ্ছি।
এই মূহুর্তে আমি আপনাকে USDT হোল্ড করার উপদেশ দিবো।  ;D
মার্কেটের যেই অস্থির অবস্থা, কোন সময় কোন দিকে যায়, তা বলা মুশকিল। তাই এখন USDT করে রাখলে, আপনার লাভ না হলেও অন্তত লস হবেনা।
আর কারও কথা শুনে কোন টোকেন কেনা বা হোল্ড করা বোকামি ছাড়া কিছুই নয়। আপনি ফোরাম থেকে জেনে নিলেন কোন একটি কয়েন / টোকেন হোল্ড করলে ভালো হয়। আপনি তা শুনে কিনলেন। কিন্তু এমনও হতে পারে আপনি ফোরাম থেকে জেনে কেনার পর ঐ টোকেন ডাম্প ও দিতে পারে। তখন কিন্তু আপনাকে যিনি ঐ কয়েন হোল্ডের কথা বলেছেন, তিনি সাথে সাথে এলার্টও দিতে পারবেনা বা আপনি ঐ সময় ফোরামে ও থাকবেন্না। তখন আপনার লসের বোঝা বহন করা ছাড়া আর কিছুই করার থাকবেনা।

নিজ থেকে যতদিন বুঝতে না শিখবেন, ততদিন কেনা বা হোল্ড করা থেকে দূরে থাকুন, প্রফিট না হলেও লস হবেনা।
Title: Re: দয়া করে আপনারা সাহায্য করুন।
Post by: Sumaiya2 on March 03, 2021, 05:10:46 PM
হ্যাঁ ভাই আপনি যদি টোকেন কিনতে চান তাহলে বি এন বি কয়েন কিনতে পারেন। বিএনবি কয়েনের দাম আগের তুলনায় অনেকটা কমেছে। আপনি যদি বিএনবি কয়েন কিনে রাখেন তাহলে এখান থেকে অবশ্যই বেনেফিত পাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে কারণ ভবিষ্যতে বি এন বি কোয়েনের দাম বৃদ্ধি ভাসমান অনেক বেশি।
Title: Re: দয়া করে আপনারা সাহায্য করুন।
Post by: Mental on March 03, 2021, 05:14:22 PM
আর  দয়া করে আপনারা সাহায্য করুন এই ধরনের শিরোনাম দিয়ে কোন টপিক তৈরি করবেন না। যে বিষয়ে জানতে চান সেই বিষয়ের উপর শিরোনাম করবেন। এগুলো মনে হয় কোন ফকির সাহায্য চাইতেছে এমন টাইপের।  :)
এগুলো দেখতেও ভালো লাগেনা। তাই টপিক করার সময় বিষয়টা সবাই অন্তত খেয়াল করবেন। আশা করছি বুঝতে পেরেছেন।
ঠিক আছে ভাই আর হবে না আসলে আমি নতুনে টপিক তৈরি করছি তো তাই আর কি। আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাকে বুঝিয়ে দিলেন এর জন্য। আশা করি নেক্সট টাইম আর কখনো এরকম হবে না।
Title: Re: দয়া করে আপনারা সাহায্য করুন।
Post by: Mental on March 03, 2021, 05:19:01 PM
কারো পরামর্শ নিয়ে ট্রেড করা থেকে বিরত থাকুন। কারণ সঠিক সময়ে এন্ট্রি ও এক্সিট খুবই জরুরী। অন্যের সিগন্যালের অপেক্ষায় থাকতে থাকতে আপনি সঠিক সময়ে সঠিক ডিসিশন নিতে পারবেন না। মার্কেট গত দুদিন আগে কারেকশান হয়েছিলো। তখন কিছু কিনে আজকে সেল করলে ২০% এর প্রফিট পেতেন। তাই নিজের জানা শোনাটাও জরুরী। আগে নিজে স্টাডি করুন। পাশাপাশি টপ কিছু কয়েন কিনতে পারেন যখন কারেকশান হয় তখন। এজন্য USDT নিয়ে রাখতে পারেন। যখন কেনার সময় হবে তখন কিনে নিতে পারেন।
আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। এরপর আমি নিজে জেনে শুনে করব।
Title: Re: দয়া করে আপনারা সাহায্য করুন।
Post by: Mental on March 03, 2021, 05:21:05 PM
আমার মতে, আপনি নিজেই যদি কোনো কয়েন নিয়ে বিশ্লেষণ করেন, তাহলে লাভ-ক্ষতি যেটিই হোক না কেন। আপনার মনের অবস্থা ভালো থাকবে । আর অন্যের পরামর্শে ক্রয় করা টোকেন/কয়েনে যদি ক্ষতি হয়, তাহলে অনেক দু:খবোধ হবে। তাই আমি আপনাকে ভালো কয়েন/টোকেন বাছাই করার কিছু উপায় বলে দিলাম, বাকিটা আপনার উপর এখন।  ;)
(১) যেসব কয়েন পূর্ববর্তী বুলরানের সময় কিংবা ২০১৭-১৮ সালে মার্কেটে নতুন এসেছিল। সেই কয়েনগুলো লম্বাসময়ের জন্য ক্রয়ের চিন্তা করিয়েন না। কারণ সেইসকল প্রজেক্টের টিম টোকেনগুলো এখন আনলক হবে এবং ভালো মূল্যে প্রজেক্টের সদস্যরা টোকেন বিক্রয় করার চেষ্টা করতে পারে।
(২) যেসব কয়েন/টোকেনর ইভেন্ট আসবে, সামনের কিছু মাসের মধ্যে সেসব কয়েন/টোকেন ক্রয় করতে পারেন। যেমন: ADA এর হার্ডফোর্কের জন্য কয়েনটির মূল্য অনেক বৃদ্ধি পেয়েছে এবং আরোও অনেক ডেভেলপমেন্ট হচ্ছে। এরকম ইভেন্ট আসবে যেসব কয়েন/টোকেনের, সেসব কয়েন/টোকেন ক্রয় করতে পারেন।
(৩) যদি ট্রেডিং চার্ট এনালাইসিস করতে পারেন, তাহলে কয়েনমার্কেটের সবচেয়ে সেরা ১০০ টি কয়েন/টোকেনের ট্রেডিং চার্ট বিশ্লেষণ করে ক্রয়/ট্রেড করতে পারেন।
(৪) যেহেতু BSC ( Binance Smart Chain) এর প্রজেক্টগুলোর ভালো করতেছে, সেহেতু আপনি BSC এর পুরাতন প্রজেক্টগুলোর ইভেন্ট অনুযায়ী ক্রয় করতে পারেন।

আশা করি, এসব যথেষ্ট হবে।  ;D
আসলে আপনি অনেক ভালোভাবে বুঝিয়ে দিলেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যেভাবে বললেন এখান থেকে আরও অনেকেই দেখে জানতে পারবে।
Title: Re: দয়া করে আপনারা সাহায্য করুন।
Post by: Irfan12@ on March 03, 2021, 05:28:48 PM
আপনি যেহেতু কয়েন কিনতে চাচ্ছেন সেজন্য আমি আপনাকে উপদেশ দিতে পারি। আপনি লাইট কয়েন অথবা বিএনবি কিনতে পারেন। কিছুদিন আগে মার্কেট যখন অনেক বেশি পাম্পিং করেছিল তখন এই দুই মুদ্রার দাম অনেক বেশি হয়ে গেছিল। বর্তমানে আবারও মার্কেট কারেকশন হওয়ায় মুদ্রা গুলোর দাম অনেক কমে গেছে।এই মুদ্রা দুটি এর ভবিষ্যৎ খুবই ভালো আপনি চাইলে এই মুদ্রাগুলো কিনে কয়েক মাসের জন্য হোল্ড করে রাখতে পারেন। অবশ্যই লাভবান হবেন ইনশাল্লাহ। তবে ভাই খুব দ্রুতই মুদ্রাগুলো কিনে ফেলেন কেননা মার্কেট পাম্পিং করতেছে।
Title: Re: দয়া করে আপনারা সাহায্য করুন।
Post by: Laxmi Sharma on March 04, 2021, 09:24:59 AM
আমার কাছে কিছু টাকা আছে তাই আমি কিছু কয়েন কিনে হোল্ড করে রাখতে চাচ্ছি। কিন্তু আমি বুঝতে পারছি না যে কোন কয়েন কিনে হোল্ড করে রাখলে আমি বেশি লাভবান হতে পারব। তাই আমি আপনাদের কাছে পরামর্শ চাচ্ছি।
ক্রিপ্টোকারেন্সি তে  প্রফিট অর্জন করার  অন্যতম একটা উৎস হচ্ছে  বিনিয়োগ করা।
বিনিয়োগের জন্য কয়েন নির্বাচন করতে আপনি coinmarketcap.com ভিজিট করে দেখতে পারেন। তাছাড়া আমি আপনাকে কিছু টোকেন এর ওপর বিনিয়োগ করার পরামর্শ করছি। যেমনঃ
LTC
BNB
AME
XRP
STC
TRX
TFC
আপনি বিনিয়োগের জন্য এই টোকেন গুলোকে নির্দ্বিধায় নির্বাচন করতে পারেন। তাহলে অবশ্যই ভবিষ্যতে ভাল প্রফিট আশা করতে পারবেন। ক্রিপ্টোকারেন্সি থে প্রফেট অর্জন করার একটা বড় উৎস হচ্ছে এই বিনিয়োগ।
Title: Re: দয়া করে আপনারা সাহায্য করুন।
Post by: Papusha20 on March 04, 2021, 03:40:03 PM
আপনি যদি টোকেন টোকেন কিনে হল্ড করতে চান তাহলে অবশ্যই করতে পারেন। কিন্তু কিছুদিন আগে টোকেন হোল্ড করার উপযুক্ত সময় চলে গেছে।কারণ তখন মার্কেটের বাজার এবং সব কয়েন এর দাম অনেক কম ছিল যার কারণে তখন যদি আপনি ওল্ড করতেন তাহলে অবশ্যই সেখান থেকে বিনিপেতে। কিন্তু বর্তমানে আপনি ট্রন অথবা বি এন বি কয়েন কিনতে পারেন।
Title: Re: দয়া করে আপনারা সাহায্য করুন।
Post by: Goldlife on March 04, 2021, 05:19:20 PM
আমার কাছে কিছু টাকা আছে তাই আমি কিছু কয়েন কিনে হোল্ড করে রাখতে চাচ্ছি। কিন্তু আমি বুঝতে পারছি না যে কোন কয়েন কিনে হোল্ড করে রাখলে আমি বেশি লাভবান হতে পারব। তাই আমি আপনাদের কাছে পরামর্শ চাচ্ছি।
আমার মতে আপনি প্রথমে প্রচুর পরিমাণে ট্রেডিং সম্পর্কিত তথ্য তথ্য এবং 14 নিয়মকানুন আছে সবগুলো আপনি আপনার আয়ত্তে নিয়ে আসুন এবং টেকনিকাল এনালাইসিস সম্পর্কে ভালোভাবে জ্ঞান লাভ করুন এবং ট্রেনিং এর যাবতীয় বিষয়গুলো আয়ত্ত করুন তারপর আপনি ট্রেডিং নিয়ে চিন্তা মাথায় আনবেন আপনাকে বলবো যে আপনি যদি ট্রিট করতে চান তাহলে আপনি অবশ্যই অবশ্যই বি নান্সি ট্রেড করবেন কারণ আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার চান্স কিন্তু কম থাকবে
Title: Re: দয়া করে আপনারা সাহায্য করুন।
Post by: Mental on March 04, 2021, 06:26:38 PM
আপনি যেহেতু কয়েন কিনতে চাচ্ছেন সেজন্য আমি আপনাকে উপদেশ দিতে পারি। আপনি লাইট কয়েন অথবা বিএনবি কিনতে পারেন। কিছুদিন আগে মার্কেট যখন অনেক বেশি পাম্পিং করেছিল তখন এই দুই মুদ্রার দাম অনেক বেশি হয়ে গেছিল। বর্তমানে আবারও মার্কেট কারেকশন হওয়ায় মুদ্রা গুলোর দাম অনেক কমে গেছে।এই মুদ্রা দুটি এর ভবিষ্যৎ খুবই ভালো আপনি চাইলে এই মুদ্রাগুলো কিনে কয়েক মাসের জন্য হোল্ড করে রাখতে পারেন। অবশ্যই লাভবান হবেন ইনশাল্লাহ। তবে ভাই খুব দ্রুতই মুদ্রাগুলো কিনে ফেলেন কেননা মার্কেট পাম্পিং করতেছে।
আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আমাকে ভালো একটি পরামর্শ দেওয়ার জন্য। দেখি আমি কিছু লাইট বিনিয়োগ করি তাহলে।
Title: Re: দয়া করে আপনারা সাহায্য করুন।
Post by: Mental on March 04, 2021, 06:29:15 PM
আমার কাছে কিছু টাকা আছে তাই আমি কিছু কয়েন কিনে হোল্ড করে রাখতে চাচ্ছি। কিন্তু আমি বুঝতে পারছি না যে কোন কয়েন কিনে হোল্ড করে রাখলে আমি বেশি লাভবান হতে পারব। তাই আমি আপনাদের কাছে পরামর্শ চাচ্ছি।
আপনি কি দিয়ে দীর্ঘ সময়ের জন্য কয়েন কিনে হোল্ড করতে চান। তাহলে আমি আপনাকে সাজেস্ট করবো আপনি সবথেকে আলোচিত কয়েন‌ Dogecoin কিনতে পারেন। আমার মনে হয় এই মুদ্রাটির দাম ভবিষ্যতে 1 ডলারে হিট করতে পারে। সেই তুলনায় কয়েন টির দাম এখনো কম আছে। আপনি চাইলে এই কয়েন কিনে রাখতে পারেন।
আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।এখানে আরো অনেক ভাইরা আছেন তাঁরা লাইট কয়েন বিনিয়োগ করার কথা বলছেন। আপনি বললেন দেখি ডগি কয়েন ও হোল্ড করে রাখতে পারি কিনা।
Title: Re: দয়া করে আপনারা সাহায্য করুন।
Post by: Mental on March 04, 2021, 06:31:51 PM
হ্যাঁ ভাই আপনি যদি টোকেন কিনতে চান তাহলে বি এন বি কয়েন কিনতে পারেন। বিএনবি কয়েনের দাম আগের তুলনায় অনেকটা কমেছে। আপনি যদি বিএনবি কয়েন কিনে রাখেন তাহলে এখান থেকে অবশ্যই বেনেফিত পাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে কারণ ভবিষ্যতে বি এন বি কোয়েনের দাম বৃদ্ধি ভাসমান অনেক বেশি।
ভাই অ্যাকচুয়ালি আমি কিছু বুঝতে পারছি না কারণ অনেকেই অনেক কথা বলছি তাহলে আমি কোনটা করবো।
Title: Re: দয়া করে আপনারা সাহায্য করুন।
Post by: Mental on March 04, 2021, 06:34:46 PM
আপনি যদি টোকেন টোকেন কিনে হল্ড করতে চান তাহলে অবশ্যই করতে পারেন। কিন্তু কিছুদিন আগে টোকেন হোল্ড করার উপযুক্ত সময় চলে গেছে।কারণ তখন মার্কেটের বাজার এবং সব কয়েন এর দাম অনেক কম ছিল যার কারণে তখন যদি আপনি ওল্ড করতেন তাহলে অবশ্যই সেখান থেকে বিনিপেতে। কিন্তু বর্তমানে আপনি ট্রন অথবা বি এন বি কয়েন কিনতে পারেন।
আপনাকে অনেক ধন্যবাদ ভাই দেখি আমি বি এন বি কিনে হোল্ড করে রাখতে পারি কিনা। তবে এখানে অনেকেই বলেছেন অনেক কথা। দেখি অবশেষ কি করা যায়।
Title: Re: দয়া করে আপনারা সাহায্য করুন।
Post by: Casual on March 05, 2021, 01:24:06 AM
আপনি ক্রিপ্টোকারেন্সি তে নতুন এসেছেন অবশ্যই আপনি সময় দিন ক্রিপ্টোকারেন্সি তে তাহলে আপনি নিজে থেকেই বুঝতে পারবেন কোন কয়েন গুলো হোল্ড করলে লাভবান হতে পারবেন। আপনাকে বলব আপনি যদি অল্প সময়ের জন্য হোল্ড করতে চান তাহলে অবশ্যই আপনি লক্ষ্য করবেন অনেক ভালো এক্সচেঞ্জে অনেক সিট কয়েন রয়েছে যেগুলো আপনি কিনতে পারেন কারণ আমি দেখেছি সেই কয়েন গুলো প্রাইস প্রচুর উঠানামা করে। তাই আপনি লক্ষ্য রাখবেন যখনই কিছুটা প্রাইস কমে যাবে তখনই কিনবেন যখনই প্রাইস বৃদ্ধি পাবে তখনই সেল দিয়ে দেবেন।
Title: Re: দয়া করে আপনারা সাহায্য করুন।
Post by: Tubelight on March 20, 2021, 05:41:27 PM
ইনভেস্টমেন্ট করার জন্য যদি আপনার কাছে টাকা থাকে তাহলে আমাদের এই বোর্ডে কয়টি পিন মেসেজ আছে আপনি চাইলে সেই মেসেজগুলো পড়তে পারেন।এবং সেই মেসেজ গুলোতে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেই ইন্সট্রাকশন অনুযায়ী যদি কাজ করেন তাহলে অবশ্যই আপনি সাফল্য লাভ করতে পারবে।
Title: Re: দয়া করে আপনারা সাহায্য করুন।
Post by: Mj joy on March 20, 2021, 06:48:18 PM
আমার কাছে কিছু টাকা আছে তাই আমি কিছু কয়েন কিনে হোল্ড করে রাখতে চাচ্ছি। কিন্তু আমি বুঝতে পারছি না যে কোন কয়েন কিনে হোল্ড করে রাখলে আমি বেশি লাভবান হতে পারব। তাই আমি আপনাদের কাছে পরামর্শ চাচ্ছি।
  ভাই আপনি যে কাজটি করতে চাইতেছেন আপনাকে এই কাজ করার আগে সবচাইতে বেশি দরকার আগে  মার্কেট সম্পর্কে খুব ভালো একটি ধারণা নেওয়া। কারণ টোকেন সম্পর্কে বা  কয়েন  সম্পর্কে আপনি যদি খুব ভালো ধারণা না রাখতে পারেন তাহলে আপনি ইনভেস্ট করে কোন লাভ নেই আমি মনে করি আগে টোকেন এবং  কয়েন  সম্পর্কে খুব ভালো একটি ধারণা নেন মার্কেট থেকে । কোন টোকেন এর দাম কত কিভাবে চলছে বর্তমানে তারপর বিনিয়োগ করুন তা না হলে ধরা খেয়ে যাবেন ।
Title: Re: দয়া করে আপনারা সাহায্য করুন।
Post by: Markuri33 on March 21, 2021, 01:00:51 AM
আসলে আপনি যেহেতু প্রথমে ট্রেডিং করতে ইচ্ছুক তাহলে আপনি যেহেতু নতুন তাই আপনাকে একটু বলছি আপনার যেহেতু ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে এরকম কোন ধারণা নেই। পরেও যারা ট্রেডিং করে তাদের কাছে হিউজ পরিমান ডলার থাকে কিন্তু আপনার কাছে খুবই অল্প সেজন্য যদি আপনার কিছুটা ক্ষতি যায় তাহলে আপনাকে প্রথমেই ট্রেডিং থেকে বিদায় নিতে হবে। ভাই আপনি যদি দেখে শুনে কিছুটা স্টাবল কয়েন কিনে হোল্ড করতে পারেন তাহলে ক্ষতি যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না যেমন TRX, DIA, Litecoin, polkadot।
Title: Re: দয়া করে আপনারা সাহায্য করুন।
Post by: Sonjoy on March 21, 2021, 01:47:17 AM
আমার কাছে কিছু টাকা আছে তাই আমি কিছু কয়েন কিনে হোল্ড করে রাখতে চাচ্ছি। কিন্তু আমি বুঝতে পারছি না যে কোন কয়েন কিনে হোল্ড করে রাখলে আমি বেশি লাভবান হতে পারব। তাই আমি আপনাদের কাছে পরামর্শ চাচ্ছি।
আপনাকে সাজেস্ট করব আপনার কাছে যদি টাকা থাকে তাহলে আপনাকে  সাজেস্ট করব যে আপনি কোডিং সম্পর্কে ভালভাবে জ্ঞান লাভ করে তারপর ট্রেডিং করবেন এবং টেকনিকাল এনালাইসিস সম্পর্কে ভালভাবে বিস্তারিত জ্ঞান লাভ করতে হবে জ্ঞান লাভ করে কিন্তু আপনি বিনিয়োগ করতে পারেন ভাই আপনি ট্রেনিং করলে অনেক লাভবান হওয়ার সম্ভাবনা আছে বলে আমি মনে করি আপনি ভালভাবে
Title: Re: দয়া করে আপনারা সাহায্য করুন।
Post by: Password on March 21, 2021, 04:07:47 AM
কয়েন সম্পর্কে আমি তেমন কিছু জানি না যে কোন কয়েন হোল্ড করে রাখলে বেশি লাভবান হওয়া যায়। তবে আপনি মার্কেটে দেখতে পারেন যে কোন কোনটির বর্তমানে বেশি লেনদেন হচ্ছে বেশি। আর ফোরামে সিনারি রয়েছে তাদের মতামত শুনে আপনি কয়েন হোল্ড করে রাখেন। তাহলে আপনি ভবিষ্যতে লাভবান হতে পারবেন।
Title: Re: দয়া করে আপনারা সাহায্য করুন।
Post by: Dark Knight on March 21, 2021, 05:06:38 AM
কারো সাহায্য ও পরামর্শ নিয়ে ট্রেড করতে যাবেন না। আপনি যদি ট্রেড সম্পর্কে ভালভাবে বুঝেন ও জেনে থাকেন তাহলে ট্রেড করুন। কারণ ট্রেড করতে অবশ্যই ঝুঁকি নিতে হবে। আপনি যদি কোন কয়েন কিনে হোল্ড করে রাখেন সেগুলো যদি যথাসময়ে বিক্রি করতে না পারেন তাহলে দেখা যাবে আপনি ক্ষতির সম্মুখীন হয়েছেন। তবে আপনার যদি পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে তাহলে আপনি হোল্ড করতে পারেন বা ট্রেড করতে পারেন। বাজারে অনেকগুলো ভালো কয়েন আছে এখন যেগুলোর দাম ঊর্ধ্বমুখী। যেমন,BNB,Dash, Polkadot, Dogecoin এগুলো হোল্ড করে রাখলে আপনি ভাল প্রফিট পেলেও পেতে পারেন।
Title: Re: দয়া করে আপনারা সাহায্য করুন।
Post by: HeartBit143 on March 21, 2021, 06:14:46 AM
অন্যজনের মতামতের ভিত্তিতে ট্রেডিং করা থেকে বিরত থাকুন।  আমার মতে প্রথমত আপনি সময় নিয়ে ফোরামে কাজ করতে থাকুন, ধিরে ধিরে সব কিছু সম্পর্কে জানতে থাকুন তাহলে কিছু দিন পরে আপনি নিজেই বুঝতে পারবেন যে কোনটা আপনার জন্য ভালো হবে।                         
Title: Re: দয়া করে আপনারা সাহায্য করুন।
Post by: Fighter on March 21, 2021, 07:15:53 AM
আমার মতে, আপনি নিজেই যদি কোনো কয়েন নিয়ে বিশ্লেষণ করেন, তাহলে লাভ-ক্ষতি যেটিই হোক না কেন। আপনার মনের অবস্থা ভালো থাকবে । আর অন্যের পরামর্শে ক্রয় করা টোকেন/কয়েনে যদি ক্ষতি হয়, তাহলে অনেক দু:খবোধ হবে। তাই আমি আপনাকে ভালো কয়েন/টোকেন বাছাই করার কিছু উপায় বলে দিলাম, বাকিটা আপনার উপর এখন।  ;)
(১) যেসব কয়েন পূর্ববর্তী বুলরানের সময় কিংবা ২০১৭-১৮ সালে মার্কেটে নতুন এসেছিল। সেই কয়েনগুলো লম্বাসময়ের জন্য ক্রয়ের চিন্তা করিয়েন না। কারণ সেইসকল প্রজেক্টের টিম টোকেনগুলো এখন আনলক হবে এবং ভালো মূল্যে প্রজেক্টের সদস্যরা টোকেন বিক্রয় করার চেষ্টা করতে পারে।
(২) যেসব কয়েন/টোকেনর ইভেন্ট আসবে, সামনের কিছু মাসের মধ্যে সেসব কয়েন/টোকেন ক্রয় করতে পারেন। যেমন: ADA এর হার্ডফোর্কের জন্য কয়েনটির মূল্য অনেক বৃদ্ধি পেয়েছে এবং আরোও অনেক ডেভেলপমেন্ট হচ্ছে। এরকম ইভেন্ট আসবে যেসব কয়েন/টোকেনের, সেসব কয়েন/টোকেন ক্রয় করতে পারেন।
(৩) যদি ট্রেডিং চার্ট এনালাইসিস করতে পারেন, তাহলে কয়েনমার্কেটের সবচেয়ে সেরা ১০০ টি কয়েন/টোকেনের ট্রেডিং চার্ট বিশ্লেষণ করে ক্রয়/ট্রেড করতে পারেন।
(৪) যেহেতু BSC ( Binance Smart Chain) এর প্রজেক্টগুলোর ভালো করতেছে, সেহেতু আপনি BSC এর পুরাতন প্রজেক্টগুলোর ইভেন্ট অনুযায়ী ক্রয় করতে পারেন।

আশা করি, এসব যথেষ্ট হবে।  ;D
ভাই খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন। আমি যদি কোন কয়েন কিনে হোল্ড করতে চাই তাহলে অবশ্যই আপনার এই কথাগুলো মেনে চলবো।একটা ভালো জ্ঞান থাকা জরুরী হোল্ড করার জন্য।
Title: Re: দয়া করে আপনারা সাহায্য করুন।
Post by: CryptoRiders on April 25, 2021, 12:30:49 PM
আমার কাছে কিছু টাকা আছে তাই আমি কিছু কয়েন কিনে হোল্ড করে রাখতে চাচ্ছি। কিন্তু আমি বুঝতে পারছি না যে কোন কয়েন কিনে হোল্ড করে রাখলে আমি বেশি লাভবান হতে পারব। তাই আমি আপনাদের কাছে পরামর্শ চাচ্ছি।
ভাইয়া আমি এই ফোরামে একদম নতুন এসেছি। তাই আমি এ ব্যাপারে কিছু বলতে পারবোন।  তবে সিনিয়র ভাইদের পোস্ট পড়ে হয়তো একটু বলতে পারব হোল্ড করলে আপনি লাভবান হবেন।
Title: Re: দয়া করে আপনারা সাহায্য করুন।
Post by: Ridoy Ahmed Santo on April 25, 2021, 04:47:51 PM
আমার মতে, আপনি নিজেই যদি কোনো কয়েন নিয়ে বিশ্লেষণ করেন, তাহলে লাভ-ক্ষতি যেটিই হোক না কেন। আপনার মনের অবস্থা ভালো থাকবে । আর অন্যের পরামর্শে ক্রয় করা টোকেন/কয়েনে যদি ক্ষতি হয়, তাহলে অনেক দু:খবোধ হবে। তাই আমি আপনাকে ভালো কয়েন/টোকেন বাছাই করার কিছু উপায় বলে দিলাম, বাকিটা আপনার উপর এখন।  ;)
(১) যেসব কয়েন পূর্ববর্তী বুলরানের সময় কিংবা ২০১৭-১৮ সালে মার্কেটে নতুন এসেছিল। সেই কয়েনগুলো লম্বাসময়ের জন্য ক্রয়ের চিন্তা করিয়েন না। কারণ সেইসকল প্রজেক্টের টিম টোকেনগুলো এখন আনলক হবে এবং ভালো মূল্যে প্রজেক্টের সদস্যরা টোকেন বিক্রয় করার চেষ্টা করতে পারে।
(২) যেসব কয়েন/টোকেনর ইভেন্ট আসবে, সামনের কিছু মাসের মধ্যে সেসব কয়েন/টোকেন ক্রয় করতে পারেন। যেমন: ADA এর হার্ডফোর্কের জন্য কয়েনটির মূল্য অনেক বৃদ্ধি পেয়েছে এবং আরোও অনেক ডেভেলপমেন্ট হচ্ছে। এরকম ইভেন্ট আসবে যেসব কয়েন/টোকেনের, সেসব কয়েন/টোকেন ক্রয় করতে পারেন।
(৩) যদি ট্রেডিং চার্ট এনালাইসিস করতে পারেন, তাহলে কয়েনমার্কেটের সবচেয়ে সেরা ১০০ টি কয়েন/টোকেনের ট্রেডিং চার্ট বিশ্লেষণ করে ক্রয়/ট্রেড করতে পারেন।
(৪) যেহেতু BSC ( Binance Smart Chain) এর প্রজেক্টগুলোর ভালো করতেছে, সেহেতু আপনি BSC এর পুরাতন প্রজেক্টগুলোর ইভেন্ট অনুযায়ী ক্রয় করতে পারেন।

আশা করি, এসব যথেষ্ট হবে।  ;D
গজল আসসালামু আলাইকুম ভাইয়া আপনি একদম সঠিক কথা বলেছেন। আপনার কথাগুলো শুনে অনেক বিষয়ে আমি এখানে রাখলাম যে সকল বিষয় আমি আগে জানতাম না।  বিষয়ে ধারণা লাভ করলাম থ্যাংক ইউ ভাইয়া।
Title: Re: দয়া করে আপনারা সাহায্য করুন।
Post by: Laxmi Sharma on April 25, 2021, 08:22:13 PM
আমার কাছে কিছু টাকা আছে তাই আমি কিছু কয়েন কিনে হোল্ড করে রাখতে চাচ্ছি। কিন্তু আমি বুঝতে পারছি না যে কোন কয়েন কিনে হোল্ড করে রাখলে আমি বেশি লাভবান হতে পারব। তাই আমি আপনাদের কাছে পরামর্শ চাচ্ছি।
ভাই বিনিয়োগ কি সেটা আগে বুঝতে শিখুন। অন্যের অভিজ্ঞতা থেকে কখনো বিনিয়োগ হয় না। অন্যের উপর নির্ভর করে ও বিনিয়োগ হয় না। বিনিয়োগে যেমন লাভ রয়েছে তেমনি ঝুঁকিও রয়েছে। নিজের মেধাকে কাজে লাগান। আপনি নিজে যখন বুঝতে পারবেন কোন কয়েন এর উপর বিনিয়োগ করলে লাভবান হওয়া যেতে পারে ঠিক তখনই বিনিয়োগ করতে যান। আপনার জন্যই ভালো হবে।
Title: Re: দয়া করে আপনারা সাহায্য করুন।
Post by: Nusrat on April 25, 2021, 09:06:04 PM
আমার কাছে কিছু টাকা আছে তাই আমি কিছু কয়েন কিনে হোল্ড করে রাখতে চাচ্ছি। কিন্তু আমি বুঝতে পারছি না যে কোন কয়েন কিনে হোল্ড করে রাখলে আমি বেশি লাভবান হতে পারব। তাই আমি আপনাদের কাছে পরামর্শ চাচ্ছি।
আপনি যদি কোন কয়েন হোল্ড করতে চান তাহলে ক্রিপ্টো মার্কেট ভালোভাবে যাচাই করে দেখতে পারেন। তাহলে নিজে নিজেই ঠিক বুঝতে পারবেন যে কোন কয়েন এর চাহিদা মার্কেটে বেশি। আপনি একটু কারেন্সি সম্পর্কে যাচাই-বাছাই করে দেখতে পারেন তাহলে নিজের একটা আলাদা ধারণা আনবে। এবং কি আপনার যদি আর্থিক অবস্থা ভালো থাকে তাহলে আমি বলব বিটকয়েন কে হোল্ড করে রেখে দিতে পারেন তাহলে লাভবান অবশ্যই হবে।
Title: Re: দয়া করে আপনারা সাহায্য করুন।
Post by: Jaya60 on April 26, 2021, 12:50:28 PM
আপনার যদি ট্রেডিং করার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আপনাকে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে সকল ধরনের নলেজ থাকতে হবে। তাহলে হয়তো আপনি ট্রেডিং করে লাভবান হতে পারবেন।তা না হলে আপনি একজনের কথা শুনে ট্রেডিং করে কিন্তু আপনার প্রচুর সম্পদ হারাতে পারেন।এর জন্য যারা ট্রেডিং করে তারা ক্রিপ্টোকারেন্সি সকল বিষয়ের প্রতি আগে জ্ঞান অর্জন করে।
Title: Re: দয়া করে আপনারা সাহায্য করুন।
Post by: saidul2105 on April 28, 2021, 08:41:15 AM
আপনি যদি বিনিয়োগ করতে চান তবে সর্বপ্রথম আপনাকে ক্রিপ্টো মার্কেট সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। এই ক্ষেত্রে   মার্কেট এনালাইসিস সম্পর্কে বিস্তারিত ধারণা থাকাটা জরুরি।  অন্যের সিগনাল মেনে কখনো ট্রেডিং করে লাভবান হওয়া সম্ভব নয়। নিজে নিজে মার্কেট সম্পর্কে ধারণা নিন, পরবর্তীতে আপনি নিজেই সঠিক কয়েন সিলেক্ট করতে পারবেন।                             
Title: Re: দয়া করে আপনারা সাহায্য করুন।
Post by: Fariwala on April 28, 2021, 09:14:06 AM
আমার কাছে কিছু টাকা আছে তাই আমি কিছু কয়েন কিনে হোল্ড করে রাখতে চাচ্ছি। কিন্তু আমি বুঝতে পারছি না যে কোন কয়েন কিনে হোল্ড করে রাখলে আমি বেশি লাভবান হতে পারব। তাই আমি আপনাদের কাছে পরামর্শ চাচ্ছি।
আপনার যদি সামর্থ্য থাকে তাহলে অবশ্যই আপনাকে সাজেস্ট করবো আপনি বর্তমানের টিয়ারেক্স কয়েন কিনে রাখুন কারেস্কিন কিনে রাখলে ভবিষ্যতে আপনি অনেক প্রফিট করতে পারবেন এবং আপনি সাকসেসফুল হতে পারবেন বলে আমি মনে করি তাই যদি পারেন যতটা পারেন টিয়ারেক্স কিনে রাখুন অবশ্যই একসময় আপনার কে কাজে দেবে
Title: Re: দয়া করে আপনারা সাহায্য করুন।
Post by: Jacksoon99 on April 28, 2021, 05:17:36 PM
ভাই বর্তমান আপনি বিটকয়েন বা ইথেরিয়াম কিনে রাখতে পারেন। দুটি কয়েন বর্তমান অনেক জনপ্রিয়। এই দুইটি কয়েন বর্তমান অনেক বৃদ্ধি পাচ্ছে এবং ভবিষ্যতেও অনেক বাড়তে পারে আমার ধারণা। আপনি যদি দুটি কয়েন কিনে রাখেন তাহলে ভবিষ্যতে ভালো লাভবান হতে পারবেন। ধন্যবাদ,
Title: Re: দয়া করে আপনারা সাহায্য করুন।
Post by: Irfan12@ on April 29, 2021, 12:58:53 PM
আমার কাছে কিছু টাকা আছে তাই আমি কিছু কয়েন কিনে হোল্ড করে রাখতে চাচ্ছি। কিন্তু আমি বুঝতে পারছি না যে কোন কয়েন কিনে হোল্ড করে রাখলে আমি বেশি লাভবান হতে পারব। তাই আমি আপনাদের কাছে পরামর্শ চাচ্ছি।
ভাই আপনি যদি দীর্ঘদিনের জন্য কয়েন কিনে হোল্ড করতে চান তাহলে বর্তমানে আপনি ডগি কয়েন কিনে ওল্ড করতে পারেন। বর্তমানে ডগি কয়েন এর দাম খুব দ্রুততার সাথে বৃদ্ধি পাচ্ছে। আশা করা যাচ্ছে কয়েক সপ্তাহের মধ্যেই ডগি কয়েন এক ডলারে হিট করবে। এখন পুরোটাই আপনার উপর নির্ভর করে আপনি কোন কয়েন কিনে কল করবেন
Title: Re: দয়া করে আপনারা সাহায্য করুন।
Post by: Asad72 on April 30, 2021, 06:57:20 AM
আমার কাছে কিছু টাকা আছে তাই আমি কিছু কয়েন কিনে হোল্ড করে রাখতে চাচ্ছি। কিন্তু আমি বুঝতে পারছি না যে কোন কয়েন কিনে হোল্ড করে রাখলে আমি বেশি লাভবান হতে পারব। তাই আমি কি এই কয়েন কিনে লাভবান হতে পারব। এখন পুরোটাই আপনার উপর নির্ভর করে
আমি এই কয়েন কিনে লাভবান হতে পারব?
Title: Re: দয়া করে আপনারা সাহায্য করুন।
Post by: Rifan Khan on April 30, 2021, 09:57:19 AM
আমার কাছে অল্প কিছু টাকা আছে। আমি সে টাকা দিয়ে টোকেন কিনে হোল্ড করতে চাই। আমাকে যদি এ ব্যাপারে কোনো সিনিয়র মেম্বার সাহায্য করেন। তাহলে আমার হয়তো ভালো হবে।