Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => নতুনদের => Topic started by: Cleanerbd on March 08, 2021, 02:16:00 PM
-
ডাস্টিং অ্যাটাক বলতে ফান্ডে ছোট এমাউন্ট পাঠানো। আপনি যদি অপ্রত্যাশিতভাবে আপনার ফান্ডে কোনো ছোট্ট এমাউন্ট পেয়ে থাকেন তাহলে আপনি বুঝে নিবেন এটি ডাস্টিং অ্যাটাক এর নমুনা।
ডাস্ট এমাউন্ট বলতে আমরা ছোট এমাউন্ট বুঝিয়ে থাকি যেমন ১০-১২ সাটোশি। আশা করি এখন ডাস্ট ব্যালেন্স বুঝতে পেরেছেন। আমরা যখন ট্রেড করি তখন কিন্তু ফান্ডে ছোট পরিমান এমাউন্ট থেকে যায়,আর এই ছোট এমাউন্টকেই ডাস্ট ব্যালেন্স বলে থাকি।
ডাস্ট এমাউন্ট পাঠানোর ফলে হ্যাকাররা আপনার ওয়ালেটের ঠিকানা ট্রাকিং করতে থাকে। এবং তারা যদি ট্রাকিং করতে সক্ষম হয় তখন তারা আপনার সকল তথ্য বের করতে সক্ষম হবে।
ডাস্টিং অ্যাটাক দুই ধরনের হয়ে থাকে। একচেন্জ ওয়ালেটে ও ব্যক্তিগত ওয়ালেট ডাস্টিং অ্যাটাক এর মুখোমুখি হয়।
এখন ডাস্টিং অ্যাটাক থেকে কিভাবে নিরাপদ থাকা যাবে।
যদি আপনি একচেন্জ ওয়ালেটে ডাস্টিং অ্যাটাক এর মুখোমুখি হন তখন আপনি একচেন্জ কতৃপক্ষকে জানাবেন। তখন তারা এর মোকাবেলা করে নিবে। তারপর আপনি 2fa এবং পাসওয়ার্ড পরিবর্তন করে নিবেন। তবে একচেন্জ ওয়ালেটের মাল্টিপল ঠিকানা হওয়ায় হ্যাকাররা ডাস্টিং অ্যাটাক করে ফায়দা করতে পারেনা।
আর ব্যক্তিগত ওয়ালেটে আপনি আপনার অ্যাপের বায়োমেট্রিক করে নিবেন, 2fa এবং ট্রানজেকশন করার সময় ঠিকানা পরিবর্তন করে নিবেন। এর ফলে আপনাকে ট্রাক করতে সক্ষম হবেনা। তবে যদি আপনার ব্যক্তিগত ওয়ালেটে ট্রাক করতে সক্ষম হয় তাহলে তারা আপনার সকল তথ্য ফাস করে দিতে পারে। তাই সকলকে ডাস্টিং অ্যাটাক সম্পর্কে সচেতন থাকতে হবে।
সকলকে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ😍
-
তথ্যগুলো অনেকেরই কাজে আসবে বিশেষ করে নতুনদের। ওয়ালেট হ্যাক থেকে বাঁচাতে হলে সতর্ক থাকতে হবে। তাই সতর্কতামূলক পোস্টের জন্য +১ কারমা রইলো।
নতুনদের সেকশনের সাথে এটার সম্পৃক্ততা থাকায় পোস্টটি নতুনদের সেকশনে মুভ করে দিলাম।
-
তথ্যগুলো অনেকেরই কাজে আসবে বিশেষ করে নতুনদের। ওয়ালেট হ্যাক থেকে বাঁচাতে হলে সতর্ক থাকতে হবে। তাই সতর্কতামূলক পোস্টের জন্য +১ কারমা রইলো।
নতুনদের সেকশনের সাথে এটার সম্পৃক্ততা থাকায় পোস্টটি নতুনদের সেকশনে মুভ করে দিলাম।
ধন্যবাদ আপনাকে। নতুনদের জন্য পোস্টটি উপকারে আসতে পারে। ক্রিপটো বিশ্বে নতুনরায় বেশীরভাগ হ্যাকিং এর শিকার হয়। আমি নতুনদের জন্য আরো কিছু সতর্কতামূলক তথ্য শেয়ার করবো শ্রীঘই,এর ফলে তারা ক্রিপটো বিশ্বে প্রতরনা থেকে রেহাই পাবে
-
আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি শিক্ষামুলক পোস্ট করার জন্য। ডাস্টিং অ্যাটাক সম্পর্কে কোন ধারণা ছিল না আমার। আপনার পোস্টটি পড়ে এই বিষয়ে জানতে পারলাম।
ডাস্টিং অ্যামাউন্ট বলতে আসলে বিনিয়োগের পরে একাউন্টে যে ছোট অ্যামাউন্টটা থাকে তাকে ডাস্টিং এমাউন্ট বলে। আমরা যদি কেউ ডাস্টিং অ্যাটাকের সম্মুখীন হই তাহলে একচেঞ্জ করতে পক্ষকে জানালে তারা একটা ব্যবস্থা নেবে এবং 2fa, পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে।
-
আপনার পোস্টটি পড়ে ডাস্টিং অ্যাটাক সম্পর্কে অনেক ধারণা পেলাম। আগেও ডাস্টিং অ্যাটাক সম্পর্কে শুনেছিলাম কিন্তু ভালোভাবে বুঝতে পারিনি কিভাবে এবং কেমন করে ওয়ালেট হ্যাক হয়। আমি আপনার পোস্টটি সম্পুর্ণ পড়েছি এবং খুবই মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেছি। আমার মনে হয় নতুনদের জন্য বিষয়টি জানা খুবই দরকার । বিষয়টি জানা থাকলে ওয়ালেট হ্যাক হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে।
-
ডাস্টিং অ্যাটাক বলতে ফান্ডে ছোট এমাউন্ট পাঠানো। আপনি যদি অপ্রত্যাশিতভাবে আপনার ফান্ডে কোনো ছোট্ট এমাউন্ট পেয়ে থাকেন তাহলে আপনি বুঝে নিবেন এটি ডাস্টিং অ্যাটাক এর নমুনা।
ডাস্ট এমাউন্ট বলতে আমরা ছোট এমাউন্ট বুঝিয়ে থাকি যেমন ১০-১২ সাটোশি। আশা করি এখন ডাস্ট ব্যালেন্স বুঝতে পেরেছেন। আমরা যখন ট্রেড করি তখন কিন্তু ফান্ডে ছোট পরিমান এমাউন্ট থেকে যায়,আর এই ছোট এমাউন্টকেই ডাস্ট ব্যালেন্স বলে থাকি।
ডাস্ট এমাউন্ট পাঠানোর ফলে হ্যাকাররা আপনার ওয়ালেটের ঠিকানা ট্রাকিং করতে থাকে। এবং তারা যদি ট্রাকিং করতে সক্ষম হয় তখন তারা আপনার সকল তথ্য বের করতে সক্ষম হবে।
ডাস্টিং অ্যাটাক দুই ধরনের হয়ে থাকে। একচেন্জ ওয়ালেটে ও ব্যক্তিগত ওয়ালেট ডাস্টিং অ্যাটাক এর মুখোমুখি হয়।
এখন ডাস্টিং অ্যাটাক থেকে কিভাবে নিরাপদ থাকা যাবে।
যদি আপনি একচেন্জ ওয়ালেটে ডাস্টিং অ্যাটাক এর মুখোমুখি হন তখন আপনি একচেন্জ কতৃপক্ষকে জানাবেন। তখন তারা এর মোকাবেলা করে নিবে। তারপর আপনি 2fa এবং পাসওয়ার্ড পরিবর্তন করে নিবেন। তবে একচেন্জ ওয়ালেটের মাল্টিপল ঠিকানা হওয়ায় হ্যাকাররা ডাস্টিং অ্যাটাক করে ফায়দা করতে পারেনা।
আর ব্যক্তিগত ওয়ালেটে আপনি আপনার অ্যাপের বায়োমেট্রিক করে নিবেন, 2fa এবং ট্রানজেকশন করার সময় ঠিকানা পরিবর্তন করে নিবেন। এর ফলে আপনাকে ট্রাক করতে সক্ষম হবেনা। তবে যদি আপনার ব্যক্তিগত ওয়ালেটে ট্রাক করতে সক্ষম হয় তাহলে তারা আপনার সকল তথ্য ফাস করে দিতে পারে। তাই সকলকে ডাস্টিং অ্যাটাক সম্পর্কে সচেতন থাকতে হবে।
সকলকে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ😍
ধন্যবাদ ভাই আপনাকে তথ্যবহুল একটি পোস্ট করার জন্য আমাদের ক্রিপ্টোতে হ্যাকাররা অনেকভাবেই অ্যাটাক করার চেষ্টা করে তার মধ্যে ডাস্টিং অ্যাটাক অন্যতম । তবে আপনি ডাস্টিং এটাক সম্পর্কে খুব সুন্দর একটি মন্তব্য পেশ করেছেন আসলে আমাদের মত নতুনরা এখানে ধরা খেয়ে যায়। এধরনের সর্তকতা অবলম্বন করা উচিত আমাদের সকলেরই ।
-
ডাস্টিং অ্যাটাক বলতে ফান্ডে ছোট এমাউন্ট পাঠানো। আপনি যদি অপ্রত্যাশিতভাবে আপনার ফান্ডে কোনো ছোট্ট এমাউন্ট পেয়ে থাকেন তাহলে আপনি বুঝে নিবেন এটি ডাস্টিং অ্যাটাক এর নমুনা।
ডাস্ট এমাউন্ট বলতে আমরা ছোট এমাউন্ট বুঝিয়ে থাকি যেমন ১০-১২ সাটোশি। আশা করি এখন ডাস্ট ব্যালেন্স বুঝতে পেরেছেন। আমরা যখন ট্রেড করি তখন কিন্তু ফান্ডে ছোট পরিমান এমাউন্ট থেকে যায়,আর এই ছোট এমাউন্টকেই ডাস্ট ব্যালেন্স বলে থাকি।
ডাস্ট এমাউন্ট পাঠানোর ফলে হ্যাকাররা আপনার ওয়ালেটের ঠিকানা ট্রাকিং করতে থাকে। এবং তারা যদি ট্রাকিং করতে সক্ষম হয় তখন তারা আপনার সকল তথ্য বের করতে সক্ষম হবে।
ডাস্টিং অ্যাটাক দুই ধরনের হয়ে থাকে। একচেন্জ ওয়ালেটে ও ব্যক্তিগত ওয়ালেট ডাস্টিং অ্যাটাক এর মুখোমুখি হয়।
এখন ডাস্টিং অ্যাটাক থেকে কিভাবে নিরাপদ থাকা যাবে।
যদি আপনি একচেন্জ ওয়ালেটে ডাস্টিং অ্যাটাক এর মুখোমুখি হন তখন আপনি একচেন্জ কতৃপক্ষকে জানাবেন। তখন তারা এর মোকাবেলা করে নিবে। তারপর আপনি 2fa এবং পাসওয়ার্ড পরিবর্তন করে নিবেন। তবে একচেন্জ ওয়ালেটের মাল্টিপল ঠিকানা হওয়ায় হ্যাকাররা ডাস্টিং অ্যাটাক করে ফায়দা করতে পারেনা।
আর ব্যক্তিগত ওয়ালেটে আপনি আপনার অ্যাপের বায়োমেট্রিক করে নিবেন, 2fa এবং ট্রানজেকশন করার সময় ঠিকানা পরিবর্তন করে নিবেন। এর ফলে আপনাকে ট্রাক করতে সক্ষম হবেনা। তবে যদি আপনার ব্যক্তিগত ওয়ালেটে ট্রাক করতে সক্ষম হয় তাহলে তারা আপনার সকল তথ্য ফাস করে দিতে পারে। তাই সকলকে ডাস্টিং অ্যাটাক সম্পর্কে সচেতন থাকতে হবে।
সকলকে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ😍
অসংখ্য ধন্যবাদ ভাইয়া শিক্ষামূলক একটি পোষ্ট করার জন্য। এরকম পোস্ট আমাদের মত নতুনদের জন্য অনেক উপকারী পোস্ট। আশাকরি ভবিষ্যতে আমাদের জন্য ভাল ভালো পোস্ট করবেন এবং নতুনদেরকে শেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ।
-
ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ ডাস্টিং অ্যাটাক সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য। আসলে আমি এই ফোরামে নতুন ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আমার তেমন কোন ধারণা নেই। আপনার গুরুত্বপূর্ণ পোষ্ট থেকে ডাস্টিং অ্যাটাক সম্পর্কে কিছু হলেও ধারণা পেলাম। আশা করছি ধীরে ধীরে এই ফোরাম থেকে আরো অনেক কিছু শিখে নিতে পারবো।
-
ভাই আপনি যে তথ্যগুলো শেয়ার করেছেন আশা করছি সেই তথ্যগুলো যে কারো কাজে লাগতে পারে।কারণ আপনি যে তথ্য নিয়ে আলোচনা করেছেন সে তথ্যটি ক্রিপ্টোকারেন্সি অনেক গুরুত্বপূর্ণ একটি তথ্য। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে ইনফরমেটিভ একটি পোস্ট শেয়ার করার জন্য।
-
ধন্যবাদ। তবে এক্সচেঞ্জ করতে গিয়ে রকম সমস্যার সম্মুখীন হয়নি। তাই এরকম গুলো চেষ্টা করিনি। তবে ভবিষ্যতে যদি এ রকম সমস্যার সম্মুখীন হয় তাহলে এই বিষয়গুলো খেয়াল রাখব। আরো আপনার দেওয়া তথ্যমতে চেষ্টা করব।
-
ডাস্টিং অ্যাটাক বলতে ফান্ডে ছোট এমাউন্ট পাঠানো। আপনি যদি অপ্রত্যাশিতভাবে আপনার ফান্ডে কোনো ছোট্ট এমাউন্ট পেয়ে থাকেন তাহলে আপনি বুঝে নিবেন এটি ডাস্টিং অ্যাটাক এর নমুনা।
ডাস্ট এমাউন্ট বলতে আমরা ছোট এমাউন্ট বুঝিয়ে থাকি যেমন ১০-১২ সাটোশি। আশা করি এখন ডাস্ট ব্যালেন্স বুঝতে পেরেছেন। আমরা যখন ট্রেড করি তখন কিন্তু ফান্ডে ছোট পরিমান এমাউন্ট থেকে যায়,আর এই ছোট এমাউন্টকেই ডাস্ট ব্যালেন্স বলে থাকি।
ডাস্ট এমাউন্ট পাঠানোর ফলে হ্যাকাররা আপনার ওয়ালেটের ঠিকানা ট্রাকিং করতে থাকে। এবং তারা যদি ট্রাকিং করতে সক্ষম হয় তখন তারা আপনার সকল তথ্য বের করতে সক্ষম হবে।
ডাস্টিং অ্যাটাক দুই ধরনের হয়ে থাকে। একচেন্জ ওয়ালেটে ও ব্যক্তিগত ওয়ালেট ডাস্টিং অ্যাটাক এর মুখোমুখি হয়।
এখন ডাস্টিং অ্যাটাক থেকে কিভাবে নিরাপদ থাকা যাবে।
যদি আপনি একচেন্জ ওয়ালেটে ডাস্টিং অ্যাটাক এর মুখোমুখি হন তখন আপনি একচেন্জ কতৃপক্ষকে জানাবেন। তখন তারা এর মোকাবেলা করে নিবে। তারপর আপনি 2fa এবং পাসওয়ার্ড পরিবর্তন করে নিবেন। তবে একচেন্জ ওয়ালেটের মাল্টিপল ঠিকানা হওয়ায় হ্যাকাররা ডাস্টিং অ্যাটাক করে ফায়দা করতে পারেনা।
আর ব্যক্তিগত ওয়ালেটে আপনি আপনার অ্যাপের বায়োমেট্রিক করে নিবেন, 2fa এবং ট্রানজেকশন করার সময় ঠিকানা পরিবর্তন করে নিবেন। এর ফলে আপনাকে ট্রাক করতে সক্ষম হবেনা। তবে যদি আপনার ব্যক্তিগত ওয়ালেটে ট্রাক করতে সক্ষম হয় তাহলে তারা আপনার সকল তথ্য ফাস করে দিতে পারে। তাই সকলকে ডাস্টিং অ্যাটাক সম্পর্কে সচেতন থাকতে হবে।
সকলকে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ😍
ডাস্টিং অ্যাটাক সম্পর্কে আমার কোন জ্ঞান নেই। এই প্রথম আপনার পোষ্টটি পড়ে ডাস্টিং অ্যাটাক সম্পর্কে জানতে পারলাম। অনেক গুরুত্বপূর্ণ তথ্য বহুল একটি পোস্ট বিশেষ করে আমর মতো যারা নতুন ইউজার আছি। তাদের জন্য পোস্টটি অনেক কাজে দিবে। নতুন অনেকেই জানেনা ডাস্টিং অ্যাটাক বিষয়টি কি কিন্তু আপনার পোষ্টটি পড়ে। এই বিষয়ে সবাই জানতে পারবে আমার মত। আপনাকে বিশেষ করে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি টপিক তৈরি করার জন্য। আপনার জন্য একটি প্লাস কারমা রইল।
-
ভাই আপনি বলার পর আমি আবার একটু যুক্ত করে দিলাম Dusting attack সম্পর্কে। এতে নতুনদের আরো বুঝতে অনেক সুবিধা হবে।
Dusting Attack কি? আপনি আপনার বিটকয়েনে ওয়ালেটে হঠাৎ করে 0.000001 BTC সাতোষি পেয়েছেন। কিন্তু আপনি জানেন যে, আপনি যে ফান্ড রিসিভ করেছেন আপনার ওয়ালেট তা আপনি পাঠান নাই। অথবা আপনার জানা মতে এই ফান্ড আপনি কোন জায়গা থেকেও পাওয়ার কথা নেই।
এর অর্থ আপনি ডাস্টিং এ্যাটাকের কবলে পড়েছেন। কিন্তু আপনি জানেন না ডাস্টিং এ্যাটাক কি? যার জন্য হয়তো আপনি সেই ফান্ড পাওয়াকে গুরুত্ব দিলেন না। তাহলে হতে পারে ভবিষতে আপনি বিপদে পড়তে পারেন।
Dusting Attack কি?
ক্রিপ্টোকারেন্সিতে ডাস্ট কি?
ক্রিপ্টোকারেন্সিতে খুব অল্প পরিমান ফান্ডকে ডাস্ট বলা হয়। আপনি হয়তো ট্রেড করতে গিয়ে দেখে থাকবেন আপনি ট্রেড করার জন্য যে ওর্ডার দিয়ে থাকেন তা থেকে কিছু পরিমান ফান্ড ওয়ালেটেই থেকে যায়। এই খুবি সামান্য পরিমান ফান্ডকে ডাস্ট ব্যলেন্স বলা হয়। যেমন- 0.00000012 BTC ইত্যাদি।
কিভাবে বুঝবেন আপনি ডাস্টিং এ্যাটাকের কবলে পড়েছেন?
আপনি যখন দেখবেন আপনার একাউন্ট বা ওয়ালেটে অপ্রত্যাশিত কোন পরিমান বিশেষত এই পরিমান ব্যালান্স এসে ঢুকেছে যা ট্রানজেকশন ফি এর চাইতেই কম। তাহলে আপনি বুঝবেন আপনি ডাস্টিং এ্যাটাকের কবলে পড়েছেন।
এই ধরনের ডাস্টিং এ্যাটাক ব্যক্তিগতভাবে বা গ্রুপ ভিত্তিক হয়ে থাকে।
আরো পড়ুন: 51% Attack কি?
ডাস্টিং এ্যাটাকের বিপদ
হ্যাকররা ডাস্টিং এ্যাটাকের জন্য খুবই সামান্য পরিমান টোকেন বা কয়েন টার্গেট ওয়ালেটে পাঠিয়ে থাকে। আর সেই টার্গেট ওয়ালেটকে ট্রাকিংয়ে রাখে।
কারণ যখন নিজ ওয়ালেট থেকে কারো এ্যড্রেসে কোন টোকেন বা কয়েন পাঠানো হয় তখন তা ট্রাক করা খুব সহজ হয়ে পড়ে।
সেই ট্রাকিংয়ের দ্বারা হ্যাকাররা টার্গেট ওয়ালেটের আইডেনটিটি খুজে বের করে। যখন হ্যাকার তাদের টার্গেট ওয়ালেটের ব্যক্তি পরিচয় বের করতে সক্ষম হয় তখন হ্যাকাররা সেই ব্যক্তিকে ফিসিং এ্যাটাক বা সাইবার থ্রেড দিয়ে বিপদে ফেলে থাকে।
ডাস্টিং এ্যাটাকের উদাহরন
০৮ আগষ্ট ২০১৯ -এ লাইটকয়েন নেটওয়ার্কে একটি ডাস্টিং এ্যাটাক হয় যা বাইন্যান্স ১০ আগষ্ট বিষয়টি পয়েন্টিং করে।
ডাস্টিং এ্যাটাকের জায়গাটি দুই রকম হয়ে থাকে। একটি হচ্ছে এক্সচেন্জ ওয়ালেটের মাধ্যমে (এক্সচেন্জ ওয়ালেট ব্যবহার কারী) অর্থাৎ আমরা যখন কোন এক্সচেন্জে ডিপোজিট করে থাকি তখন যে ওয়ালেট ব্যবহার করা হয়।
Related Post
OTP কি ? OTP পুরো নাম কি? এটি কি কাজে ব্যবহার করা হয় ? What is OTP? What is the full name of OTP? Is it used for work?
আমরা কিন্তু প্রায় প্রত্যেকেই OTP নামটা শুনেছি। বর্তমানে তথ্যপ্রযুক্তির যুগে সবকিছুর জন্য Security খুব প্রয়োজন। এই সিকিউরিটির…
Logo Design করে আয় করুন মাসে 50,000/- টাকা। লগো ডিজাইন A2Z,
Logo Design করে আয় করুন মাসে 50,000/- টাকা। লগো ডিজাইন A2Z বর্তমানে আমাদের দেশের অনেক…
SEO করে কী টাকা আয় করা যায়?
SEO করে কী টাকা আয় করা যায়? আপনি যখন গুগল এ কোন কিছু লিখে সার্চ…
আর অপরটি হচ্ছে ব্যক্তিগত ওয়ালেটে।
এক্সচেন্জ ওয়ালেট ব্যবহার কারী
হ্যাকাররা এক্সচেন্জ ওয়ালেট ব্যবহার কারীদের ডাস্টিং এ্যাটাক করে থাকলে সেখান থেকে খুব একটা ফায়দা নিতে পারে না। কারন প্রায় ক্রিপ্টোকারেন্সি এক্সচেন্জ গুলোর মাল্টি ওয়ালেট পদ্ধতি থাকার কারণে কখন কে সেই সব ওয়ালেট গুলো ব্যবহার করছে তা আইডেনটিফাই করতে হ্যাকারদের সমস্যা হয়ে থাকে।
সেই ক্ষেত্রে বলা যায় এক্সচেন্জ ওয়ালেট ব্যবহার করীরা এই ক্ষেত্রে নিরাপদ থাকে। তারপরও কোন সময় যদি আপনি মনে করেন আপনার এক্সচেন্জ ওয়ালেটে ডাস্টিং এ্যাটাক হয়েছে অর্থাৎ খুবই সামন্য পরিমান ব্যালান্স আপনার একাউন্টে ডিপোজিট হয়েছে তাহলে তা বুঝতে পারা মাত্রই আপনার এক্সচেন্জর সাপোর্টে বিষয়টি জানানো উচিত। এতে আপনার একাউন্ট নিরাপদ থাকবে।
ব্যক্তিগত ওয়ালেট ব্যবহার কারী
ব্যক্তিগত ওয়ালেট ব্যবহার কারী, যেমন- ইলেক্ট্রাম ইউজার, মাইইথারওয়ালেট ইউজার ইত্যাদি এমন ওয়ালেট ববহার করাী ডাস্টিং এ্যাটাকের কবলে পড়েন তবে সেখানে আপানার প্রাইভেসি ফাঁস হওয়ার আশংকা থাকে। যার মাধ্যমে হ্যাকাররা আপনাকে পূর্বে উল্লেক্ষিত বিপদে ফেলতে পারেন।
ডাস্টিং এ্যাটাক থেকে নিজেকে নিরাপদ রাখা
আপনি যদি কোন এক্সচেন্জ ওয়ালেট ব্যবহার করে থাকেন তবে সেখানে আপনার আলাদা ভাবে কিছু করার নেই। তবে এতটুকুই যে আপনার একাউন্টের নিরাপত্তা ব্যবস্থা হার্ড রাখবেন। এই ক্ষেত্রে 2FA ব্যবহার করা, আবার উইথড্র হয়ায়িটলিস্টও ব্যবহার করা যায়। মাঝে মাঝে পাসওয়ার্ড আপডেট করা।
আর আপনি যদি ব্যক্তিগত ওয়ালেট ব্যবহার করে থাকেন তবে প্রতি ট্রানন্জেকশনে নতুন নতুন এ্যড্রেস তৈরি করে ব্যবহার করা প্রয়োজন।
Source Link: https://www-eshoaykori-com.cdn.ampproject.org/v/s/www.eshoaykori.com/dusting-attack-%E0%A6%95%E0%A6%BF/?amp_js_v=a6&_gsa=1&usqp=mq331AQHKAFQArABIA%3D%3D#aoh=16179426123087&referrer=https%3A%2F%2Fwww.google.com&_tf=From%20%251%24s&share=https%3A%2F%2Fwww.eshoaykori.com%2Fdusting-attack-%25E0%25A6%2595%25E0%25A6%25BF%2F
-
অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য। ডাস্টিং অ্যাটাক বলতে কী বোঝো এটা সম্পর্কে আমার তেমন কোন আইডিয়া নেই। তবে এ সম্পর্কে অনেক কিছু শিখতে এবং জানতে পারলাম সিনিয়রভাইদের পোস্ট গুলো লক্ষ্য করে।
-
অনেক ধন্যবাদ আপনাকে এরকম গুরুত্বপূর্ণ একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আমি ফোরামে নতুন তাই ডাস্টিং অ্যাটাক সম্পর্কে আমার কোন ধারণা ছিল না। কিন্তু আপনার মূল্যবান পোষ্টটি পড়ে আমি অনেক উপকৃত হয়েছি। সিনিয়র ভাইরা যদি নতুন দের প্রতি একটু সহনশীল হয় তাহলে আমরা অনেক এগিয়ে যেতে পারবো।
-
ডাস্টিং অ্যাটাক বলতে ফান্ডে ছোট এমাউন্ট পাঠানো। আপনি যদি অপ্রত্যাশিতভাবে আপনার ফান্ডে কোনো ছোট্ট এমাউন্ট পেয়ে থাকেন তাহলে আপনি বুঝে নিবেন এটি ডাস্টিং অ্যাটাক এর নমুনা।
ডাস্ট এমাউন্ট বলতে আমরা ছোট এমাউন্ট বুঝিয়ে থাকি যেমন ১০-১২ সাটোশি। আশা করি এখন ডাস্ট ব্যালেন্স বুঝতে পেরেছেন। আমরা যখন ট্রেড করি তখন কিন্তু ফান্ডে ছোট পরিমান এমাউন্ট থেকে যায়,আর এই ছোট এমাউন্টকেই ডাস্ট ব্যালেন্স বলে থাকি।
ডাস্ট এমাউন্ট পাঠানোর ফলে হ্যাকাররা আপনার ওয়ালেটের ঠিকানা ট্রাকিং করতে থাকে। এবং তারা যদি ট্রাকিং করতে সক্ষম হয় তখন তারা আপনার সকল তথ্য বের করতে সক্ষম হবে।
ডাস্টিং অ্যাটাক দুই ধরনের হয়ে থাকে। একচেন্জ ওয়ালেটে ও ব্যক্তিগত ওয়ালেট ডাস্টিং অ্যাটাক এর মুখোমুখি হয়।
এখন ডাস্টিং অ্যাটাক থেকে কিভাবে নিরাপদ থাকা যাবে।
যদি আপনি একচেন্জ ওয়ালেটে ডাস্টিং অ্যাটাক এর মুখোমুখি হন তখন আপনি একচেন্জ কতৃপক্ষকে জানাবেন। তখন তারা এর মোকাবেলা করে নিবে। তারপর আপনি 2fa এবং পাসওয়ার্ড পরিবর্তন করে নিবেন। তবে একচেন্জ ওয়ালেটের মাল্টিপল ঠিকানা হওয়ায় হ্যাকাররা ডাস্টিং অ্যাটাক করে ফায়দা করতে পারেনা।
আর ব্যক্তিগত ওয়ালেটে আপনি আপনার অ্যাপের বায়োমেট্রিক করে নিবেন, 2fa এবং ট্রানজেকশন করার সময় ঠিকানা পরিবর্তন করে নিবেন। এর ফলে আপনাকে ট্রাক করতে সক্ষম হবেনা। তবে যদি আপনার ব্যক্তিগত ওয়ালেটে ট্রাক করতে সক্ষম হয় তাহলে তারা আপনার সকল তথ্য ফাস করে দিতে পারে। তাই সকলকে ডাস্টিং অ্যাটাক সম্পর্কে সচেতন থাকতে হবে।
সকলকে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ😍
আমি ফার্মে নতুন আমি আগে জানতাম না ডাস্টিং অ্যাটাক বলে কিছু আছে। আপনার পোস্টটি পড়ার পরে এ বিষয়ে আমি জানতে পেরেছি। এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ পোষ্ট করার জন্য। এই পোস্টে নতুনদের জন্য অনেক উপকার করবে। সিনিয়র ভাইদের কাছে আশা রাখবো এধরনের গুরুত্বপূর্ণ পোস্ট করে জুনিয়রদের সাহায্য করার জন্য।
-
ডাস্টিং অ্যাটাক কি বুঝায় এসম্পর্কে আমার কোন কিছু জানা নেই যদি গ্রুপের সিনিয়র ভাইয়েরা এ সম্পর্কে আমাকে সাহায্য করত তাহলে আমার জন্য ভাল হত।
-
ডাস্টিং অ্যাটাক কি বুঝায় এসম্পর্কে আমার কোন কিছু জানা নেই যদি গ্রুপের সিনিয়র ভাইয়েরা এ সম্পর্কে আমাকে সাহায্য করত তাহলে আমার জন্য ভাল হত।
আপনি হয়তো পোস্ট টি মনোযোগ দিয়ে পড়েন নি। আপনি একজন নতুন ইউজার হিসেবে আপনাকে এই ফোরামে স্বাগতম। ফোরামে বেশি বেশি সময় দিন এবং ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে বেশি বেশি জানার চেষ্টা করুন। ডাস্টিং অ্যাটাক বলতে, আপনার ওয়ালেটে হ্যাকাররা আগে ছোট এমাউন্ট পাঠাবে এবং আপনার লোকেশন ট্র্যাক করে আপনার ওয়ালেট হ্যাক করার চেষ্টা করবে। যদি তারা এটি করতে সক্ষম হয় তাহলে আপনি আপনার সম্পূর্ণ এসেট হারিয়ে ফেলবেন। তাই এ বিষয়ে সতর্ক থাকতে হবে।
-
ডাস্টিং অ্যাটাক শুনেছি কিন্তু এ বিষয়ে কোন ধারণা ছিলনা। আপনার পোষ্টটি পড়ে অনেকটাই ধারণা ব্লক করতে পারলাম। আপনার এই তথ্য আমাদের নতুনদের অনেক কাজে আসবে। আমরা প্রতারকের হাত থেকে রক্ষা পাবো। এখন থেকেই সচেতন হয়ে যেতে পারবো। এমন গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আমাদের সচেতন করে দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
-
ডাস্টিং অ্যাটাক শুনেছি কিন্তু এ বিষয়ে কোন ধারণা ছিলনা। আপনার পোষ্টটি পড়ে অনেকটাই ধারণা ব্লক করতে পারলাম। আপনার এই তথ্য আমাদের নতুনদের অনেক কাজে আসবে। আমরা প্রতারকের হাত থেকে রক্ষা পাবো। এখন থেকেই সচেতন হয়ে যেতে পারবো। এমন গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আমাদের সচেতন করে দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
তবে আমি একচেন্জ সাইটের ওয়ালেটে ডাস্টিং অ্যাটার্কের মুখোমুখি হয়েছি তবে তারা সেখানে কোনো ফায়দা করতে পারেনা। তবে প্রাইভেট ওয়ালেটে যদি তারা ট্রাকিং করতে সক্ষম হয় তাহলে ব্যবহারকারীর জন্য সমস্যা হতে পারে।
-
ডাস্টিং অ্যাটাক বলতে ফান্ডে ছোট এমাউন্ট পাঠানো। আপনি যদি অপ্রত্যাশিতভাবে আপনার ফান্ডে কোনো ছোট্ট এমাউন্ট পেয়ে থাকেন তাহলে আপনি বুঝে নিবেন এটি ডাস্টিং অ্যাটাক এর নমুনা।
ডাস্ট এমাউন্ট বলতে আমরা ছোট এমাউন্ট বুঝিয়ে থাকি যেমন ১০-১২ সাটোশি। আশা করি এখন ডাস্ট ব্যালেন্স বুঝতে পেরেছেন। আমরা যখন ট্রেড করি তখন কিন্তু ফান্ডে ছোট পরিমান এমাউন্ট থেকে যায়,আর এই ছোট এমাউন্টকেই ডাস্ট ব্যালেন্স বলে থাকি।
ডাস্ট এমাউন্ট পাঠানোর ফলে হ্যাকাররা আপনার ওয়ালেটের ঠিকানা ট্রাকিং করতে থাকে। এবং তারা যদি ট্রাকিং করতে সক্ষম হয় তখন তারা আপনার সকল তথ্য বের করতে সক্ষম হবে।
ডাস্টিং অ্যাটাক দুই ধরনের হয়ে থাকে। একচেন্জ ওয়ালেটে ও ব্যক্তিগত ওয়ালেট ডাস্টিং অ্যাটাক এর মুখোমুখি হয়।
এখন ডাস্টিং অ্যাটাক থেকে কিভাবে নিরাপদ থাকা যাবে।
যদি আপনি একচেন্জ ওয়ালেটে ডাস্টিং অ্যাটাক এর মুখোমুখি হন তখন আপনি একচেন্জ কতৃপক্ষকে জানাবেন। তখন তারা এর মোকাবেলা করে নিবে। তারপর আপনি 2fa এবং পাসওয়ার্ড পরিবর্তন করে নিবেন। তবে একচেন্জ ওয়ালেটের মাল্টিপল ঠিকানা হওয়ায় হ্যাকাররা ডাস্টিং অ্যাটাক করে ফায়দা করতে পারেনা।
আর ব্যক্তিগত ওয়ালেটে আপনি আপনার অ্যাপের বায়োমেট্রিক করে নিবেন, 2fa এবং ট্রানজেকশন করার সময় ঠিকানা পরিবর্তন করে নিবেন। এর ফলে আপনাকে ট্রাক করতে সক্ষম হবেনা। তবে যদি আপনার ব্যক্তিগত ওয়ালেটে ট্রাক করতে সক্ষম হয় তাহলে তারা আপনার সকল তথ্য ফাস করে দিতে পারে। তাই সকলকে ডাস্টিং অ্যাটাক সম্পর্কে সচেতন থাকতে হবে।
সকলকে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ😍
ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেক সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন।আপনার এই পোস্টি থেকে নতুনরা সবাই অনেক কিছু শিখতে পারবে এবং কি বুঝতে পারবে।