Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এবং এক্সচেঞ্জ গুলি => Topic started by: ttcsalam on March 08, 2021, 05:43:58 PM

Title: মার্কেট কারা পরিচালনা করে বা কারা বেশি বিনিয়োগকারী।
Post by: ttcsalam on March 08, 2021, 05:43:58 PM
আমরা অনেকে কম বেশি ছোট খাটো ট্রেড করে থাকি কিন্তু আমরা অনেকে জানি না মার্কেট কারা নিয়ন্ত্রন করে বা কারা বেশ বড় ধরনের ট্রেডার। আসুন জেনে নেওয়া যাক।

#Whale = Very Wealthy trader/Market mover.

মুলত তারাই বেশি ট্রেড করেন বা মার্কেট পরিচালনা করেন।
Title: Re: মার্কেট কারা পরিচালনা করে বা কারা বেশি বিনিয়োগকারী।
Post by: raisajahan on March 09, 2021, 09:39:20 AM
মার্কেট মুলত পরিচালনা করেন আমাদের মত ট্রেডারা কিন্তু যাদের ভলিউম অনেক বেশি তবে আপনি জেনে খুব খুশি হবেন কিছু কিছু সময় কিছু বড় বড় ইনভেস্ট কারি মার্কেট এ নির্দিষ্ট কিছু কয়েন এ বড় ইনভেস্ট করেন ফলে সেই সব কয়েন এর দাম বৃদ্ধি পায়।
Title: Re: মার্কেট কারা পরিচালনা করে বা কারা বেশি বিনিয়োগকারী।
Post by: Rafiq on March 12, 2021, 07:05:47 PM
মার্কেট মুলত পরিচালনা করেন আমাদের মত ট্রেডারা কিন্তু যাদের ভলিউম অনেক বেশি তবে আপনি জেনে খুব খুশি হবেন কিছু কিছু সময় কিছু বড় বড় ইনভেস্ট কারি মার্কেট এ নির্দিষ্ট কিছু কয়েন এ বড় ইনভেস্ট করেন ফলে সেই সব কয়েন এর দাম বৃদ্ধি পায়।
মার্কেট মুলত বড় বড় বিনিয়োগকারী যাদের ভলিউম অনেক বড় তাদের দ্বারাই প্রভাবিত হয়। এছাড়াও কিছু সিগনাল গ্রুপ আছে তারাও তাদের ফলোয়ারদের মধ্যমে  কোন নির্দিষ্ট কয়েনের দাম হ্রাস-বৃদ্ধি করে বাজারকে প্রভাবিত করে থাকে। তবে আমার মতো ক্ষুদ্র বিনিয়োগকারীদের এতে খুশি হওয়ার কিছু নেই বলে বিশ্বাস।
Title: Re: মার্কেট কারা পরিচালনা করে বা কারা বেশি বিনিয়োগকারী।
Post by: Cleanerbd on March 14, 2021, 06:38:53 AM
ক্রিপটো বিশ্বে আমরা অনেকেই শুনে থাকি বিগ হুয়েল দ্বারা মার্কেট প্রভাবিত হয়েছে বা দাম অনেক বেড়ে গেছে। আসলে বিগ হুয়েল কারা।  বিগ হুয়েল আমরা সেসব ট্রেডারদের বুঝিয়ে থাকি যারা খুব বেশী এমাউন্ট দ্বারা সেসব কয়েন কিনে থাকে। যার ফলে সেসব কয়েন এর দাম বেড়ে যায়। আপনি যদি টেসলা কোম্পানির নাম শুনে থাকেন তাহলে সেটি আপনার জন্য  বুঝতে সুবিধা হবে। টেসলা কোম্পানির মালিক ইলন মাস্ক, তিনি খুব বড় এমাউন্ট দ্বারা বিটকয়েন এ বিনিয়োগ করেছিলো, যার ফলে বিটকয়েন এর দাম বুল রান করে। আর আমরা ইলন মাস্ককে বিগ হুয়েল বলতে পারি। তাই এখন আমরা বিগ হুয়েল সম্পর্কে মোটামুটি ধারনা লাভ করেছি। আর বিগ হুয়েল যদি বাজারে  কোনো কয়েন এর উপর ট্রেড করে তখন সে কয়েন এর দাম মুভমেন্ট করে।
Title: Re: মার্কেট কারা পরিচালনা করে বা কারা বেশি বিনিয়োগকারী।
Post by: Tubelight on March 17, 2021, 09:46:25 AM
আমার মনে হয় মার্কেট কে পরিচালনা করছে বিভিন্ন বিনিয়োগকারীরা। সেই বিনিয়োগকারী ছোট হোক বা বড় তার মার্কেট নিয়ন্ত্রণে বড় ধরনের ভূমিকা।কারণ বিনিয়োগকারীরা যদি মার্কেটে বিনিয়োগ না করতো তাহলে মার্কেট এর অস্তিত্ব কোনদিনও টিকে থাকত না।