Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: Malam90 on March 09, 2021, 03:36:04 PM
-
Lutera94 কেও স্বাগতম। তাকে আমার সাথে PolkaDot এবং Cardano ফোরামে সহযোগী মডারেটর (জুনিয়র মড) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আশা করছি তিনিও সুনামের সাথে কাজ করবেন। তাকেও শুভেচ্ছা জানাচ্ছি মডারেটর হিসেবে নিয়োগ পাওয়ায়। বাংলাদেশী মডারেটরদের নিয়ে করা পোস্টটি পড়ুন (https://www.altcoinstalks.com/index.php?topic=191900.0)।
-
মডারেটর হিসেবে নিয়োগ প্রাপ্ত হওয়ায় স্বাগতম জানাই lutera94 কে। তার সার্বিক মঙ্গল কামনা করি এবং ফোরাম কে আরো ভাল অবস্থানে নিয়ে যাওয়ার জন্য আপনাকে অগ্রিম ধন্যবাদ জানাই।
-
আমাদের বাঙ্গালীদের গর্ব করা উচিত। আমাদের এই ফোরামের বিভিন্ন সেকশনে কয়েকজন সিনিয়র ভাই মডারেটরের দায়িত্ব পালন করছেন। এই সকল সিনিয়র ভাইয়াদের আদর্শ অনুসরণ করা দরকার সকল ইউজারদের। তবে নতুন মডারেটর ভাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল আশা করি তিনি সৎ ও নিষ্ঠার সাথে কাজ করবেন। আমরা সবসময় চেষ্টা করি মডারেটর ভাইদের অনুসরণ করার। সকল মডারেটর ভাইদের জন্য ভালবাসা রইল তারা আরও অনেকদূর পর্যন্ত এগিয়ে যাক।
-
Lutera94 ভাই কে নতুন মডারেটরের দায়িত্ব দেওয়ায় ক্রিপ্টো ম্যানেজমেন্টের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি এবং নতুন মডারেটর ভাই কে অভিনন্দন জানাচ্ছি। দোয়া করি ভবিষ্যতে আপনি আরও অনেক সেকশনের দায়িত্ব পান এবং ফোরামের উন্নতিতে অবদান রাখুন। আপনার সুস্বাস্থ্য কামনা করছি।
-
PolkaDot এবং Cardano ফোরামে সহযোগী মডারেটর (জুনিয়র মড) হিসেবে নিয়োগ পাওয়ায় Lutera94 কে অভিনন্দন জানাচ্ছি। বিশেষকরে Lutera94 ভাই কে PolkaDot ফোরামে নিয়োগ করায় আমি খুব খুশি হয়েছি। উনি অনেক আগে থেকেই PolkaDot পর্যবেক্ষণ করতেছেন, ইতোমধ্যে PolkaDot নিয়ে ফোরামে অনেক গুলো পোস্টও করেছেন। আমি উনার পোস্ট গুলো মনোযোগ সহকারে পড়েছি। Dot এর দাম যখন ২ ডলারের কমছিল তখন থেকেই Lutera94 ভাই বলতেছেন, আজ সেই Dot দাম ৪০ ডলারের কাছাকাছি।
-
নতুন মডারেটর হিসেবে শুভেচ্ছা জানাচ্ছি। বর্তমানে দেখা যাচ্ছে আমাদের বাংলা সেকশনের ইউজার মডারেটর হয়েছে নতুন। আমি বিশ্বাস বাংলাদেশের সুনাম বয়ে নিয়ে আসবে অন্যান্য দেশগুলো থেকে আমাদের বাংলাদেশের মোডারেটর সবথেকে বেশি। অবশ্যই সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এই কামনাই করি।
-
PolkaDot এবং Cardano ফোরামে সহযোগী মডারেটর (জুনিয়র মড) হিসেবে নিয়োগ পাওয়ায় Lutera94 কে অভিনন্দন জানাচ্ছি। বিশেষকরে Lutera94 ভাই কে PolkaDot ফোরামে নিয়োগ করায় আমি খুব খুশি হয়েছি। উনি অনেক আগে থেকেই PolkaDot পর্যবেক্ষণ করতেছেন, ইতোমধ্যে PolkaDot নিয়ে ফোরামে অনেক গুলো পোস্টও করেছেন। আমি উনার পোস্ট গুলো মনোযোগ সহকারে পড়েছি। Dot এর দাম যখন ২ ডলারের কমছিল তখন থেকেই Lutera94 ভাই বলতেছেন, আজ সেই Dot দাম ৪০ ডলারের কাছাকাছি।
Lutera94 পলকাডটের মডারেটর হওয়ার যোগ্যতা বেশি রাখে। ফোরাম কর্তৃপক্ষ তার অবদানকে বিবেচনা করেছে অবশেষে। এজন্য ফোরাম কর্তৃপক্ষকে ধন্যবাদ। যোগ্য লোককে যোগ্যতম স্থানে দিলে কাজের গতি বাড়ে। আমার সাথে দুটি বোর্ডের দায়িত্ব দেওয়ায় আমারও অনেকগুলো বোর্ডের দায়িত্ব পালনের ক্ষেত্রে সহায়ক হবে। তার যাত্রা শুভ হোক।
-
স্বাগতম Lutera94 কে আশা করি উনি সুনামের সাথে কার্য সম্পাদন করতে পারবে।আশা করি ফোরাম কে এগিয়ে নেওয়ার স্বার্থে আপনি যথার্ত অবদান রাখবেন। আপনার আগামি দিনের পথচলা হোক আরও সুন্দর।
-
Lutera94 কে আমাদের বাংলা ফোরামের মডারেটর হিসেবে স্বাগত জানাচ্ছি। আসলে আমাদের ফোরামের মডারেটরদের আদর্শ মেনে আমাদের কাজ করে যাওয়া উচিত। তাহলে হয়তো আমরা তাদের মত অনেক উচ্চতায় পৌঁছাতে পারবো। এর জন্য আমাদের সঠিকভাবে পোস্ট করতে হবে এবং নিয়মিত একটিভ থাকতে হবে। ফোরামের রুলসগুলো যথাযথভাবে পালন করার চেষ্টা করতে হবে।
-
Lutera94 কেও স্বাগতম। তাকে আমার সাথে PolkaDot এবং Cardano ফোরামে সহযোগী মডারেটর (জুনিয়র মড) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আশা করছি তিনিও সুনামের সাথে কাজ করবেন। তাকেও শুভেচ্ছা জানাচ্ছি মডারেটর হিসেবে নিয়োগ পাওয়ায়। বাংলাদেশী মডারেটরদের নিয়ে করা পোস্টটি পড়ুন (https://www.altcoinstalks.com/index.php?topic=191900.0)।
অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি নতুন মডারেটর হিসেবে আপনি এখানে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে থাকলে প্রত্যাশা নিয়ে মেয়েকে মিঠুনের শপথ বদলাতে পারেন এটা আপনাকে মাথায় রাখতে হবে এবং সৎপথে কাজ করতে হবে সবাইকে সহযোগিতা করতে হবে এবং সহযোগিতা করতে হবে তাহলে তাকে ব্লক দিতে হবে ধন্যবাদ
-
Lutera94 কে স্বাগত জানাই আমাদের আরেকজন মডারেটর হিসেবে। আশা করি তিনি আমাদের এই ফোরাম কে এগিয়ে নিয়ে যাবে।
-
Lutera94 কে আমাদের বাংলা ফোরামের মডারেটর হিসেবে স্বাগত জানাচ্ছি। আসলে আমাদের ফোরামের মডারেটরদের আদর্শ মেনে আমাদের কাজ করে যাওয়া উচিত। তাহলে হয়তো আমরা তাদের মত অনেক উচ্চতায় পৌঁছাতে পারবো। এর জন্য আমাদের সঠিকভাবে পোস্ট করতে হবে এবং নিয়মিত একটিভ থাকতে হবে। ফোরামের রুলসগুলো যথাযথভাবে পালন করার চেষ্টা করতে হবে।
Lutera94 কিন্তু বাংলা ফোরামের মডারেটর নয়। উনি নিয়োগ পেয়েছেন পলকাডট এবং কাডানো আডা ফোরামের জন্য।
Lutera94 কেও স্বাগতম। তাকে আমার সাথে PolkaDot এবং Cardano ফোরামে সহযোগী মডারেটর (জুনিয়র মড) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আশা করছি তিনিও সুনামের সাথে কাজ করবেন। তাকেও শুভেচ্ছা জানাচ্ছি মডারেটর হিসেবে নিয়োগ পাওয়ায়। বাংলাদেশী মডারেটরদের নিয়ে করা পোস্টটি পড়ুন (https://www.altcoinstalks.com/index.php?topic=191900.0)।
অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি নতুন মডারেটর হিসেবে আপনি এখানে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে থাকলে প্রত্যাশা নিয়ে মেয়েকে মিঠুনের শপথ বদলাতে পারেন এটা আপনাকে মাথায় রাখতে হবে এবং সৎপথে কাজ করতে হবে সবাইকে সহযোগিতা করতে হবে এবং সহযোগিতা করতে হবে তাহলে তাকে ব্লক দিতে হবে ধন্যবাদ
প্রথম কথা হচ্ছে-আমি কিন্তু নতুন মডারেটর নই। আপনি আমাকে মেনশন করে বলেছেন আমি নতুন মডারেটর। দ্বিতীয়ত হচ্ছে-মেয়েকে মিঠুনের শপথ বদলাতে পারেন- এটা দ্বারা কি বুঝাতে চেয়েছেন? আসলে ভাই যারা মোবাইলে কমেন্টস করেন তারা কমেন্ট করে একবার চেক করবেন, ভুল থাকলে এডিট করে ঠিক করে নিবেন।
-
Lutera94 কেও স্বাগতম। তাকে আমার সাথে PolkaDot এবং Cardano ফোরামে সহযোগী মডারেটর (জুনিয়র মড) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আশা করছি তিনিও সুনামের সাথে কাজ করবেন। তাকেও শুভেচ্ছা জানাচ্ছি মডারেটর হিসেবে নিয়োগ পাওয়ায়। বাংলাদেশী মডারেটরদের নিয়ে করা পোস্টটি পড়ুন (https://www.altcoinstalks.com/index.php?topic=191900.0)।
কে বলেছে বাঙ্গালী পারেনা? বাঙ্গালী ইচ্ছা করলে সবই পারে তার প্রমান আবার পেলাম। আমাদের আরেকভাই মডারেটর হিসাবে নিয়োগ পেয়েছেন যেটা কিনা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। মডারেটর হওয়াটা চারিটিখানি কথা না অনেক যোগ্যতা থাকলেই তবে বিচার বিশ্লেষণ করে মডারেটর দেয়া হয় তাই আমরা তাকে নিয়ে গর্ব করতেই পারি। আরো বাঙ্গালী ভাইয়েরা এগিয়ে আসুন এবং Lutera94 ভাইকে লাল সালাম।
-
Lutera94 ভাই PolkaDot এবং Cardano ফোরামে মডারেটর হিসেবে দায়িত্ব পাওয়ায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আশা করি সামনে আপনি অন্যান্য ফোরামেরও দায়িত্ব পান এবং সেই দায়িত্ব অত্যন্ত আন্তরিকতার সঙ্গে পালন করে যাবেন। আপনারা মডারেটর ভাই যারা আছেন তারা আমাদের বাংলাদেশের সকল ইউজারের হয়ে ফোরামে প্রতিনিধিত্ব করে যাচ্ছেন, এভাবেই করে যাবেনও।
Lutera94 ভাই সহ আমাদের বাংলাদেশ থেকে নিয়োগ প্রাপ্ত সকল মডারেটরের প্রতি আমার শুভকামনা রইলো।
-
আপনাকে মডারেটর হিসেবে স্বাগতম। আপনার কাজ কি সম্মান করে আপনাকে এই জায়গায় নিয়োজিত করা হয়েছে। আশা করি আপনি আমাদের পাশে সর্বোদয় থাকবেন।সাহায্য পাওয়ার জন্য আমরা সর্বদাই বসে আছি। আপনার কাজ এবং আপনাকে স্বাগতম জানাচ্ছি।
-
Lutera94 কে অভিনন্দন মডারেটর হিসেবে নির্বাচিত হওয়ার জন্য। আমি আশাকরি তিনি তার উপর অর্পিত দায়িত্ব অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালন করবেন। তিনি একাধিক বোর্ডে দায়িত্ব পেয়েছেন এটা তার জন্য অনেক বড় পাওয়া। তিনি PolkaDot এবং Cardano মত গুরুত্বপূর্ণ বোর্ডে দায়িত্ব পেয়েছেন এটা আমাদের বাংলাদেশের জন্য গর্বের। আমি তার সুস্থতা কামনা করি।
-
@lutere94 মডারেটর হয়েছে এটি খুবই ভালো সংবাদ। কারণ এই ফোরামে যত মডারেটর হবে ততো আমাদের জন্য খুবই উপকার কারণ অনেকেই স্পামিং করে মডারেটররা যদি সবসময় মনিটরিং করে। স্পামিং টা কম হবে এবং ফোরাম উন্নতির দিকে চলে যাবে। তাই মডারেটর হওয়ার জন্য তাকে ধন্যবাদ।
-
@Lutera94 একজন দক্ষ তিনি মডারেটর হয়েছেন অনেক ভালো। ফোরামে যারা বেশি দক্ষতা অর্জন করেছেন তারাই একমাত্র মডারেটর হওয়ার যোগ্য। মধ্যে @Lutera94 অন্যতম তাই দক্ষ যারা এরা যদি ফোরাম টাকে মনিটরিং করেন অবশ্যই ভালো হবে।
-
স্বাগতম জানাচ্ছি নতুন মডারেটর ভাই Lutera94 কে। আমার মনে হয় ফোরামে যোগ্য ব্যক্তিকে মডারেটরের দায়িত্ব দেওয়া উচিত। Lutera94 একজন অভিজ্ঞ সম্পন্ন ব্যক্তি। তাই তাকে মডেরেটর দেওয়াতে ভালো হয়েছে আমাদের ফোরামের জন্য।
-
অভিনন্দন Lutera94. বাঙলার ২ সম্মানিত মডেরটর। আশা করি আপনার সবসময় আমরা জুনিয়রদের পাশে থেকে সামনে এগিয়ে নিয়ে যাবেন।;
-
Lutera94,অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন বাংলা বোর্ডের মডারেটর হিসেবে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং সেইসাথে অনেক দায়িত্ব তুলে দিচ্ছি যে বাংলা ফোরামের সকলকে আপনার ছোট ভাই কিংবা বন্ধুর মত দেখবেন এবং সবার সুখ-দুঃখে আপনি কিন্তু এগিয়ে আসবেন সুখ-দুঃখ বলতে বুঝিয়েছি ফোরামের অনেক প্রবলেম হয় মাঝেমধ্যে সেগুলো আপনি আমাদের হেল্প করবেন সে বিষয়ে এজন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং বাংলা পড়ান কে আরও উন্নতির শিখরে নিয়ে যাওয়ার জন্য বাংলা ফোরামকে জঞ্জালমুক্ত করতে হবে এজন্য আপনি সুন্দরভাবে কাজ করবেন এ আসা আমরা আপনাকে আবারো ধন্যবাদ জানাচ্ছি বাংলা ফোরামের মডারেটর হিসেবে
-
অভিনন্দন#Lutera94 কে PolkaDot এবং Cardano ফোরামে সহযোগী মডারেটর হিসাবে দায়িত্ব গ্রহণের জন্য।
-
শুভেচ্ছা ও স্বাগত জানাই Lutera94 কে PlokaDot এবং Cardano এ মডারেটরের দায়িত্ব পালনের জন্য। মডারেটর হতে হলে অনেক দক্ষতার প্রয়োজন হয়। আর Lutera94 এর সেই দক্ষতা নিশ্চয়ই রয়েছে। তাই ইনি মডারেটর হতে পেরেছেন। এটা আমাদের বাঙালির জন্য খুবই গর্বের বিষয়।