Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => নতুনদের => Topic started by: Cleanerbd on March 09, 2021, 06:47:14 PM

Title: ক্রিপটো বিশ্বে প্রতারক হতে সাবধান
Post by: Cleanerbd on March 09, 2021, 06:47:14 PM
আমরা ফোরামে অনেক নতুন সদস্য এবং পুরাতন সদস্য রয়েছি। তবে সকলের অভিজ্ঞতা ও জ্ঞান কিন্তু সমান নয়। তবে যারা পুরাতন বা সিনিয়র বা বড় রাংকধারী রয়েছে তারা ক্রিপটো বিশ্ব সম্পর্কে অনেক কিছু জানেন এবং বুঝেন।  তবে আমাদের সকলের ক্রিপটো বিশ্বে স্ক্যামার হতে সতর্কতা অবলম্বন করতে হবে।

আমরা অনেকেই ভাবছি স্ক্যামার কি এবং কিভাবে স্ক্যাম করা হয়।
স্ক্যামার হলো প্রতারককারী, যারা আপনার কাছে প্রতারনা করে আপনার অর্থ লুটিয়ে নিবে। ক্রিপটো বিশ্বে অনেকেই প্রতারনার শিকার হচ্ছে।  স্ক্যামাররা সাধারনত তারা লোভ দেখিয়ে ফাদে ফেলে সকলকে। তারা বলবে আপনি এতো ডলার দিবেন আর আমরা আপনাকে ডাবল প্রফিট দিবো। আর এদের থেকে সতর্ক থাকবেন। আপনি যদি ফেসবুকে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে কিছু অনলাইন ইনকাম গ্রুপে অনেকে কাজ দেওয়ার বিনিময়ে অর্থ ফি হিসেবে চাই, আর আপনারা তাদের থেকে দূরে থাকবেন। কারন অনলাইনে আয় করার জন্য কোনো অর্থের প্রয়োজন হয়না,শুধু প্রয়োজন হয় জ্ঞান।
আমার সাথে ঘটনাটি শেয়ার করছি।
হঠাৎ একসময় আমার টেলিগ্রামে একজন নক করলো এবং সে আমাকে বললো আমার এই একচেন্জ সাইটে এতো পরিমান বিটিসি রয়েছে কিন্তু সে এটি বের করতে পারছে না। তারপর আমি কৌতুহলবশত তার একচেন্জ সাইট এর লগিইন ইনফরমেশন চাইলাম আর তিনি তা সঙে সঙে দিয়ে দিলেন। আর আমি যখন তার তথ্য অনুযায়ী লগইন করলাম আর সেই একচেন্জ সাইটের ব্যালেন্স দেখলাম তখন আমি হতভাগ হয়ে গেলাম। তার ১০হাজার ডলার এর মতো ফান্ড ছিলো সেখানে। কিন্তু দূর্ভাগ্যজনক সেখান থেকে প্রত্যাহার করা যাচ্ছিলো না। তারপর আমি সেই একচেন্জ সাইটের সাপোর্ট টিম এর সাথে কথা বললাম এবং তারা বললো যে সেখানে ডিপোজিট করতে হবে। যদি আমি সেখানে ডিপোজিট করি তারপর সেই ফান্ডটি প্রত্যাহার করতে পারবো।
 কিন্তু তখন যদি আমি সেখানে ডিপোজিট করতাম তাহলে আমি আমার অর্থ হারাতাম। কারন এটি একটি ফাদ ছিলো। সেই একচেন্জ সাইটের নাম ছিলো btchob.com।  সবাই এই একচেন্জ সাইট থেকে বিরত থাকবেন।  আর সকলে লোভ সংবরন করবেন। কারন স্ক্যামাররা লোভ দেখিয়ে ফাদে ফেলার চেষ্টা করে বেশী
Title: Re: ক্রিপটো বিশ্বে প্রতারক হতে সাবধান
Post by: Rubel007 on March 10, 2021, 07:23:32 AM
আপনার মুল্যবান পোস্টটি পড়ে আমরা খুবই উপকৃত হলাম। এটি আমাদের সচেতনাকে আরও বাড়িয়ে তুলেছে।আশা করি ভবিষ্যতে এই সাইট সহ সবধরনের সাইট যেগুলো তে এই রকম লোভ দেখাবে সেই সাইট গুলো প্রত্যাহর করতে পারব।
Title: Re: ক্রিপটো বিশ্বে প্রতারক হতে সাবধান
Post by: Goldlife on March 10, 2021, 08:07:42 AM
আপনি অনেক সুন্দর একটি পোস্ট করেছেন কারন আমরা যারা এখানে নতুন সদস্য আছে তারা কিন্তু পরিপূর্ণ ভাবে সবকিছু বুঝে উঠতে এখনও পারেনি তাই সবাইকে সাবধান থাকা উচিত তৃপ্ত বিশ্ব থেকে অনেক কিছু শেখার আছে আপনাদের তৃতীয় জগতে একটু এদিক ওদিক হয়ে গেলে কিন্তু আপনার ওয়ালেট এর একটি করে থাকবে না কারণ এখানে যারা কাজ করে সবাই কিন্তু খুবই খুবই ছোট এবং চালাক তারা কিন্তু একটি ইলেকট্রনিক হলে আপনাকে হ্যাক করে দিতে পারবে তাই আপনারা সাবধান হোন এবং প্রাইভেট কি যেন কেউ না দেখতে পারে এটি অত্যন্ত সেফটি এবং প্রাইভেট প্রাইভেট কি আপনারা সব সময় আপনাদের নিজস্ব হেফাজতে রাখবেন এবং হ্যাকার থেকে দূরে থাকবেন ধন্যবাদ
Title: Re: ক্রিপটো বিশ্বে প্রতারক হতে সাবধান
Post by: Sonjoy on March 11, 2021, 01:05:26 PM
চমৎকার একটি পোস্ট করেছেন বাইরে থেকে আমি অনেক কিছু শিখতে পারলাম এবং বুঝতে পারলাম আসলে কিপটে বিশ্বকে যদি নরমাল আসে তাহলে তাহলে সে সবকিছু হারিয়ে বসবে বিশ্বজগতে যারা আছে সকলের হয়ে থাকে তারা তাদের প্রাইভেট প্রাইভেট বজায় রাখতে না পারে।তবে আমি সাজেস্ট করব আপনারা যারা এখানে আছেন তারা যেন নিজেদের প্রাইভেসি নিজেরা সেফ রাখেন এবং কাউকে না জানান ধন্যবাদ
Title: Re: ক্রিপটো বিশ্বে প্রতারক হতে সাবধান
Post by: Rothi roy on March 11, 2021, 02:37:41 PM
আমি এই ফোরামে নতুন হওয়ায় এই বিষয় সর্ম্পকে এত ভালো অবগত না। ধন্যবাদ আপনাকে এত ভাল একটি পোস্ট করার জন্য।আমরা যারা নতুন ইউজার আছি আপনার পোষ্টের মাধ্যমে ক্রিপ্টো ওয়ার্ল্ড এর প্রতারণা সম্পর্কে আমাদের খুব ভালো একটি ধারণা হলো।

আমি কোন সাইটের প্রতারণার শিকার হইনি কিন্তু ফেসবুকে অনলাইন জব এর কথা বলে আমার কাছ থেকে কিছু টাকা হাতিয়ে নিয়েছে আমি এভাবে প্রতারণা শিকার হয়েছি।
Title: Re: ক্রিপটো বিশ্বে প্রতারক হতে সাবধান
Post by: Herry on March 11, 2021, 04:36:23 PM
অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।ক্রিপ্টোকারেন্সি জগতে স্ক্যামারদের অভাব নেই। তারা প্রতিনিয়ত তাই অন্য সকল ইউজারদের নানা রকম প্রতারণা করে যাচ্ছে। তাই আমাদের সকলকেই খুবই সতর্ক হতে হবে এবং এই সকল স্ক্যামারদের থেকে দূরে থাকতে হবে। নতুন ইউজাররা আপনার টপিক থেকে এ বিষয়ে ধারনা পাবে। ধন্যবাদ আপনাকে
Title: Re: ক্রিপটো বিশ্বে প্রতারক হতে সাবধান
Post by: babu10 on March 11, 2021, 05:03:14 PM
মেইল থেকে কোথও কোনদিন রেসপন্স করবেননা এমনকি অসাবধানতাবশতও কোন উল্টা পাল্টা সাইটে ডুকবেননা আর একটা কথা সবার মাথায় ঢুকাই রাখতে হবে আপনার লোভটাকে সংবরণ করতে হবে সবসময়। কারণ আপনাকে যদি কেউ ফ্রি কিছু দিতে চায় বা লোভ দেখায় বুঝতে হবে কোন না কোন ঘাপলা আছে এবং এখানে যারা কাজ করে মনে রাখবেন তারা অনেক বুদ্ধিমান হলেই কাজ করতে পারে না হলে এই ডিজিটাল দুনিয়ায় কাজ করা এত সহজ না। তাই কাউকে কখনো বোকা ভেবে আপনার ঘরের দরজা খুলে দিবেননা।
Title: Re: ক্রিপটো বিশ্বে প্রতারক হতে সাবধান
Post by: Mj joy on March 12, 2021, 05:38:11 AM
আমরা ফোরামে অনেক নতুন সদস্য এবং পুরাতন সদস্য রয়েছি। তবে সকলের অভিজ্ঞতা ও জ্ঞান কিন্তু সমান নয়। তবে যারা পুরাতন বা সিনিয়র বা বড় রাংকধারী রয়েছে তারা ক্রিপটো বিশ্ব সম্পর্কে অনেক কিছু জানেন এবং বুঝেন।  তবে আমাদের সকলের ক্রিপটো বিশ্বে স্ক্যামার হতে সতর্কতা অবলম্বন করতে হবে।

আমরা অনেকেই ভাবছি স্ক্যামার কি এবং কিভাবে স্ক্যাম করা হয়।
স্ক্যামার হলো প্রতারককারী, যারা আপনার কাছে প্রতারনা করে আপনার অর্থ লুটিয়ে নিবে। ক্রিপটো বিশ্বে অনেকেই প্রতারনার শিকার হচ্ছে।  স্ক্যামাররা সাধারনত তারা লোভ দেখিয়ে ফাদে ফেলে সকলকে। তারা বলবে আপনি এতো ডলার দিবেন আর আমরা আপনাকে ডাবল প্রফিট দিবো। আর এদের থেকে সতর্ক থাকবেন। আপনি যদি ফেসবুকে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে কিছু অনলাইন ইনকাম গ্রুপে অনেকে কাজ দেওয়ার বিনিময়ে অর্থ ফি হিসেবে চাই, আর আপনারা তাদের থেকে দূরে থাকবেন। কারন অনলাইনে আয় করার জন্য কোনো অর্থের প্রয়োজন হয়না,শুধু প্রয়োজন হয় জ্ঞান।
আমার সাথে ঘটনাটি শেয়ার করছি।
হঠাৎ একসময় আমার টেলিগ্রামে একজন নক করলো এবং সে আমাকে বললো আমার এই একচেন্জ সাইটে এতো পরিমান বিটিসি রয়েছে কিন্তু সে এটি বের করতে পারছে না। তারপর আমি কৌতুহলবশত তার একচেন্জ সাইট এর লগিইন ইনফরমেশন চাইলাম আর তিনি তা সঙে সঙে দিয়ে দিলেন। আর আমি যখন তার তথ্য অনুযায়ী লগইন করলাম আর সেই একচেন্জ সাইটের ব্যালেন্স দেখলাম তখন আমি হতভাগ হয়ে গেলাম। তার ১০হাজার ডলার এর মতো ফান্ড ছিলো সেখানে। কিন্তু দূর্ভাগ্যজনক সেখান থেকে প্রত্যাহার করা যাচ্ছিলো না। তারপর আমি সেই একচেন্জ সাইটের সাপোর্ট টিম এর সাথে কথা বললাম এবং তারা বললো যে সেখানে ডিপোজিট করতে হবে। যদি আমি সেখানে ডিপোজিট করি তারপর সেই ফান্ডটি প্রত্যাহার করতে পারবো।
 কিন্তু তখন যদি আমি সেখানে ডিপোজিট করতাম তাহলে আমি আমার অর্থ হারাতাম। কারন এটি একটি ফাদ ছিলো। সেই একচেন্জ সাইটের নাম ছিলো btchob.com।  সবাই এই একচেন্জ সাইট থেকে বিরত থাকবেন।  আর সকলে লোভ সংবরন করবেন। কারন স্ক্যামাররা লোভ দেখিয়ে ফাদে ফেলার চেষ্টা করে বেশী
  ধন্যবাদ ভাই আপনাকে অনেক সুন্দর একটি পোষ্ট করার জন্য আসলে আপনার পোস্টটি অনেক সতর্কমূলক পোস্ট হয়েছে ।  বাংলায় একটা কথা আছে লোভে পাপ পাপে মৃত্যু  লোভে পড়ে আসলে আমরা নতুনরা অনেক ধরা খেয়ে থাকি তবে এ বিষয়ে পুরাতনরা অনেক বিজ্ঞ আমি মনে করি লোভ করা ভালো নয় ।
Title: Re: ক্রিপটো বিশ্বে প্রতারক হতে সাবধান
Post by: Milon626 on March 12, 2021, 05:52:54 AM
আপনার এই পোস্টটি আমার মতো নতুন সদস্যদের অনেক উপকারে আসবে।  আমার মতো যারা নতুন আছে তারা ক্রিপ্টোতে খুব বেশি কিছু বুঝে উঠতে পারে না।  তাই অনেকেই নানা ভাবে প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে।  কিন্তু আপনার এই পোস্টটি তাদের সতর্ক হতে সহায়তা করবে।                                 
Title: Re: ক্রিপটো বিশ্বে প্রতারক হতে সাবধান
Post by: raisajahan on March 12, 2021, 06:41:22 AM
সারা পৃথিবীর মানুষের চাহিদার তুলনায় সাপ্লাই কম হওয়ায় ক্রিপ্টো কারেন্সি তথা ডিজিটাল মুদ্রার দাম বৃদ্ধি পাচ্ছে ব্যপক ভাবে আর এই বৃদ্ধি পাওয়ায় ক্রিপ্টো কারেন্সিতে নতুন নতুন মানুষের ইনভলভ করতে দেখা যাচ্ছে। ফলে ক্রিপ্টো কারেন্সি তথা ডিজিটাল মুদ্রার দাম বৃদ্ধি পাচ্ছে পক্ষান্তরে প্রতারক গোষ্ঠী ও এর সুফল নেওয়ার চেষ্টায় আছে। ফলে তারা সব সময় সুযোগ খুজচ্ছে নতুন নতুন কি উপায়ে মানুষের সাথে প্রতারণা করা যায়। সুতরাং এই সকল প্রতারক হতে সাবধান।
Title: Re: ক্রিপটো বিশ্বে প্রতারক হতে সাবধান
Post by: Malam90 on March 12, 2021, 04:59:10 PM
খুবই সময়োপযোগী একটা টপিক তৈরি করেছেন। প্রায়ই আমার টেলিগ্রামেও নক দেয় অনেকে যে তাদের ফান্ড আটকে আছে। হেন তেন ইত্যাদি। আমি দেখেও না দেখার ভান করে চলে যাই। তবে অনেক নতুনরা না জেনে লোভ সামলাতে না পারলে ধরা খাবে, প্রতারিত হবে। তাই তাদের জন্য এটি সাবধানমূলক পোস্ট। কেউ কোন প্রতারকের খপ্পরে পড়বেন না। কোনকিছু হলে আগে বাংলা থ্রেডে পোস্ট দিবেন, তারপর অনেকে কমেন্টস করলে ক্লিয়ার হয়ে যাবে। +1 কারমা।
Title: Re: ক্রিপটো বিশ্বে প্রতারক হতে সাবধান
Post by: ExtraPoint on March 14, 2021, 02:06:29 PM
খুব সুন্দর একটি পোস্ট করছেন। এখন থেকে আমরা সবাই সতর্ক হয়ে কাজ করব। আমরা কারো প্রতারণার শিকার হবো না। বেশি লাভ করতে গিয়ে মানুষ প্রতারণার শিকার হয় বেশি। তাই কারো বাজে কথায় কান দেয়া উচিৎ নয় আমাদের। কেউ যদি আপনাকে বলে যে আপনি আমাকে  কয়েকটি ডলার দেন আমি আপনাকে তার থেকে ডাবল দেব তাহলে বুঝবেন সে নিশ্চিত প্রতারক। কারণ ডলার আমরা কষ্ট করে বাউন্টি করে ইনকাম করি। আমরা সবাই সতর্ক হয়ে কাজ করব যাতে প্রতারকরা আমাদের কাছ থেকে কিছু ছিনিয়ে নিতে না পারে।
Title: Re: ক্রিপটো বিশ্বে প্রতারক হতে সাবধান
Post by: Tubelight on March 16, 2021, 04:45:00 AM
ধন্যবাদ ভাই আপনাকে সতর্কতামূলক একটি পোষ্ট করার জন্য।ক্রিপ্টোকারেন্সি তো অনেক প্রতারক আছে যারা সবসময় অন্যের টাকার প্রতি বেশি আগ্রহী হয়ে থাকে। তাদের থেকে আমাদের সব সময় সাবধান থাকতে হবে। কারন আমাকেও চাইবো না যে কষ্ট করে অর্থ উপার্জন করে অন্যকে বিলিয়ে দিতে।
Title: Re: ক্রিপটো বিশ্বে প্রতারক হতে সাবধান
Post by: President on March 30, 2021, 07:40:25 PM
ধন্যবাদ সিনিয়র ভাইদের কে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন এই পোস্ট পড়ে অনেক কিছু শিখতে পারব আমরা এরকম পোস্ট করলে আমরা খুব তাড়াতাড়ি এখান থেকে আঘাতে পার সিনিয়র ভাইদের কে ধন্যবাদ
Title: Re: ক্রিপটো বিশ্বে প্রতারক হতে সাবধান
Post by: rajput on March 31, 2021, 12:45:15 AM
আপনার মুল্যবান পোস্টটি পড়ে আমরা খুবই উপকৃত হলাম। এটি আমাদের সচেতনাকে আরও বাড়িয়ে তুলেছে।আশা করি ভবিষ্যতে এই সাইট সহ সবধরনের সাইট যেগুলো তে এই রকম লোভ দেখাবে সেই সাইট গুলো প্রত্যাহর করতে পারব।
আপনি ঠিক কথা বলছেন ভাই
Title: Re: ক্রিপটো বিশ্বে প্রতারক হতে সাবধান
Post by: rajput on March 31, 2021, 12:46:07 AM
আপনি অনেক সুন্দর একটি পোস্ট করেছেন কারন আমরা যারা এখানে নতুন সদস্য আছে তারা কিন্তু পরিপূর্ণ ভাবে সবকিছু বুঝে উঠতে এখনও পারেনি তাই সবাইকে সাবধান থাকা উচিত তৃপ্ত বিশ্ব থেকে অনেক কিছু শেখার আছে আপনাদের তৃতীয় জগতে একটু এদিক ওদিক হয়ে গেলে কিন্তু আপনার ওয়ালেট এর একটি করে থাকবে না কারণ এখানে যারা কাজ করে সবাই কিন্তু খুবই খুবই ছোট এবং চালাক তারা কিন্তু একটি ইলেকট্রনিক হলে আপনাকে হ্যাক করে দিতে পারবে তাই আপনারা সাবধান হোন এবং প্রাইভেট কি যেন কেউ না দেখতে পারে এটি অত্যন্ত সেফটি এবং প্রাইভেট প্রাইভেট কি আপনারা সব সময় আপনাদের নিজস্ব হেফাজতে রাখবেন এবং হ্যাকার থেকে দূরে থাকবেন ধন্যবাদ
আপনার সাথে আমি একমত
Title: Re: ক্রিপটো বিশ্বে প্রতারক হতে সাবধান
Post by: HeartBit143 on March 31, 2021, 05:54:30 AM
আমরা যে দিকেই তাকাই সেদিকেই প্রতারকের ছায়ামূর্তি দেখতে পাই।  জীবনের প্রতিটি ক্ষেত্রেই প্রতারক এর দেখা মেলে।  তবে কিছু কিছু ক্ষেত্রে কম, আর কিছু কিছু ক্ষেত্রে বেশি। বাস্তব জীবনের মতোই ক্রিপ্টোকারেন্সিতেও প্রতারকের অভাব নেই।  তাই আমাদের সকলেরই উচিৎ খুব সাবধানে ক্রিপ্টোকারেন্সি তে কাজ করা।  আর নিজের আইডি ও ওয়ালেটের দিকে আমাদের বেশি খেয়াল রাখতে হবে।  নাহলে আমরা প্রতারণার স্বীকার হতে পারি।                                       
Title: Re: ক্রিপটো বিশ্বে প্রতারক হতে সাবধান
Post by: Jan on March 31, 2021, 08:08:09 AM
আমরা ফোরামে অনেক নতুন সদস্য এবং পুরাতন সদস্য রয়েছি। তবে সকলের অভিজ্ঞতা ও জ্ঞান কিন্তু সমান নয়। তবে যারা পুরাতন বা সিনিয়র বা বড় রাংকধারী রয়েছে তারা ক্রিপটো বিশ্ব সম্পর্কে অনেক কিছু জানেন এবং বুঝেন।  তবে আমাদের সকলের ক্রিপটো বিশ্বে স্ক্যামার হতে সতর্কতা অবলম্বন করতে হবে।

আমরা অনেকেই ভাবছি স্ক্যামার কি এবং কিভাবে স্ক্যাম করা হয়।
স্ক্যামার হলো প্রতারককারী, যারা আপনার কাছে প্রতারনা করে আপনার অর্থ লুটিয়ে নিবে। ক্রিপটো বিশ্বে অনেকেই প্রতারনার শিকার হচ্ছে।  স্ক্যামাররা সাধারনত তারা লোভ দেখিয়ে ফাদে ফেলে সকলকে। তারা বলবে আপনি এতো ডলার দিবেন আর আমরা আপনাকে ডাবল প্রফিট দিবো। আর এদের থেকে সতর্ক থাকবেন। আপনি যদি ফেসবুকে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে কিছু অনলাইন ইনকাম গ্রুপে অনেকে কাজ দেওয়ার বিনিময়ে অর্থ ফি হিসেবে চাই, আর আপনারা তাদের থেকে দূরে থাকবেন। কারন অনলাইনে আয় করার জন্য কোনো অর্থের প্রয়োজন হয়না,শুধু প্রয়োজন হয় জ্ঞান।
আমার সাথে ঘটনাটি শেয়ার করছি।
হঠাৎ একসময় আমার টেলিগ্রামে একজন নক করলো এবং সে আমাকে বললো আমার এই একচেন্জ সাইটে এতো পরিমান বিটিসি রয়েছে কিন্তু সে এটি বের করতে পারছে না। তারপর আমি কৌতুহলবশত তার একচেন্জ সাইট এর লগিইন ইনফরমেশন চাইলাম আর তিনি তা সঙে সঙে দিয়ে দিলেন। আর আমি যখন তার তথ্য অনুযায়ী লগইন করলাম আর সেই একচেন্জ সাইটের ব্যালেন্স দেখলাম তখন আমি হতভাগ হয়ে গেলাম। তার ১০হাজার ডলার এর মতো ফান্ড ছিলো সেখানে। কিন্তু দূর্ভাগ্যজনক সেখান থেকে প্রত্যাহার করা যাচ্ছিলো না। তারপর আমি সেই একচেন্জ সাইটের সাপোর্ট টিম এর সাথে কথা বললাম এবং তারা বললো যে সেখানে ডিপোজিট করতে হবে। যদি আমি সেখানে ডিপোজিট করি তারপর সেই ফান্ডটি প্রত্যাহার করতে পারবো।
 কিন্তু তখন যদি আমি সেখানে ডিপোজিট করতাম তাহলে আমি আমার অর্থ হারাতাম। কারন এটি একটি ফাদ ছিলো। সেই একচেন্জ সাইটের নাম ছিলো btchob.com।  সবাই এই একচেন্জ সাইট থেকে বিরত থাকবেন।  আর সকলে লোভ সংবরন করবেন। কারন স্ক্যামাররা লোভ দেখিয়ে ফাদে ফেলার চেষ্টা করে বেশী
আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি সতর্কতামুলক পোস্ট তৈরী করার জন্য আমি মনে করি আপনার পোস্টটি সুন্দর ভাবে যে পরবে সতর্ক থাকতে পারবে। আর আমি নতুন হিসেবে আসলে এতকিছু বুঝিনা জানিনা তবে আমার কথায় যদি কোন ভুল-ভ্রান্তি হয় আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সকলকে।
Title: Re: ক্রিপটো বিশ্বে প্রতারক হতে সাবধান
Post by: Jokar on April 01, 2021, 11:21:20 AM
আমরা ফোরামে অনেক নতুন সদস্য এবং পুরাতন সদস্য রয়েছি। তবে সকলের অভিজ্ঞতা ও জ্ঞান কিন্তু সমান নয়। তবে যারা পুরাতন বা সিনিয়র বা বড় রাংকধারী রয়েছে তারা ক্রিপটো বিশ্ব সম্পর্কে অনেক কিছু জানেন এবং বুঝেন।  তবে আমাদের সকলের ক্রিপটো বিশ্বে স্ক্যামার হতে সতর্কতা অবলম্বন করতে হবে।

আমরা অনেকেই ভাবছি স্ক্যামার কি এবং কিভাবে স্ক্যাম করা হয়।
স্ক্যামার হলো প্রতারককারী, যারা আপনার কাছে প্রতারনা করে আপনার অর্থ লুটিয়ে নিবে। ক্রিপটো বিশ্বে অনেকেই প্রতারনার শিকার হচ্ছে।  স্ক্যামাররা সাধারনত তারা লোভ দেখিয়ে ফাদে ফেলে সকলকে। তারা বলবে আপনি এতো ডলার দিবেন আর আমরা আপনাকে ডাবল প্রফিট দিবো। আর এদের থেকে সতর্ক থাকবেন। আপনি যদি ফেসবুকে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে কিছু অনলাইন ইনকাম গ্রুপে অনেকে কাজ দেওয়ার বিনিময়ে অর্থ ফি হিসেবে চাই, আর আপনারা তাদের থেকে দূরে থাকবেন। কারন অনলাইনে আয় করার জন্য কোনো অর্থের প্রয়োজন হয়না,শুধু প্রয়োজন হয় জ্ঞান।
আমার সাথে ঘটনাটি শেয়ার করছি।
হঠাৎ একসময় আমার টেলিগ্রামে একজন নক করলো এবং সে আমাকে বললো আমার এই একচেন্জ সাইটে এতো পরিমান বিটিসি রয়েছে কিন্তু সে এটি বের করতে পারছে না। তারপর আমি কৌতুহলবশত তার একচেন্জ সাইট এর লগিইন ইনফরমেশন চাইলাম আর তিনি তা সঙে সঙে দিয়ে দিলেন। আর আমি যখন তার তথ্য অনুযায়ী লগইন করলাম আর সেই একচেন্জ সাইটের ব্যালেন্স দেখলাম তখন আমি হতভাগ হয়ে গেলাম। তার ১০হাজার ডলার এর মতো ফান্ড ছিলো সেখানে। কিন্তু দূর্ভাগ্যজনক সেখান থেকে প্রত্যাহার করা যাচ্ছিলো না। তারপর আমি সেই একচেন্জ সাইটের সাপোর্ট টিম এর সাথে কথা বললাম এবং তারা বললো যে সেখানে ডিপোজিট করতে হবে। যদি আমি সেখানে ডিপোজিট করি তারপর সেই ফান্ডটি প্রত্যাহার করতে পারবো।
 কিন্তু তখন যদি আমি সেখানে ডিপোজিট করতাম তাহলে আমি আমার অর্থ হারাতাম। কারন এটি একটি ফাদ ছিলো। সেই একচেন্জ সাইটের নাম ছিলো btchob.com।  সবাই এই একচেন্জ সাইট থেকে বিরত থাকবেন।  আর সকলে লোভ সংবরন করবেন। কারন স্ক্যামাররা লোভ দেখিয়ে ফাদে ফেলার চেষ্টা করে বেশী
ধন্যবাদ ভাই আপনাকে আপনার মূল্যবান মন্তব্য দিন প্রকাশ করার জন্য। আগে এই বিষয়ে জানতাম না যে অনলাইনে প্রতারণা হয়। জানতে পারলাম এবং এখান থেকে উপকৃত হয়েছি।
Title: Re: ক্রিপটো বিশ্বে প্রতারক হতে সাবধান
Post by: Sumi on April 02, 2021, 03:18:38 AM
অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।ক্রিপ্টোকারেন্সি জগতে স্ক্যামারদের অভাব নেই। তারা প্রতিনিয়ত তাই অন্য সকল ইউজারদের নানা রকম প্রতারণা করে যাচ্ছে। তাই আমাদের সকলকেই খুবই সতর্ক হতে হবে এবং এই সকল স্ক্যামারদের থেকে দূরে থাকতে হবে। নতুন ইউজাররা আপনার টপিক থেকে এ বিষয়ে ধারনা পাবে। ধন্যবাদ আপনাকে
হ্যাঁ এটা ঠিক কথা বলেছেন কিন্তু কেন যে জগতে কামার এর কোন বিকল্প নেই আপনার আশেপাশেই ইশক আমার দিয়ে ভর্তি তাই আপনাকে সজাগ থাকতে হবে যেন আপনার ইনফরমেশন গুলো কোথাও লিখা হয়ে যায় এজন্য আপনাকে প্রতিনিয়ত কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে তা না হলে কিন্তু আপনি অবশ্যই বিপদের সম্মুখীন হবেন ধন্যবাদ সকলকে
Title: Re: ক্রিপটো বিশ্বে প্রতারক হতে সাবধান
Post by: Sumi on April 02, 2021, 03:25:10 AM
আমরা ফোরামে অনেক নতুন সদস্য এবং পুরাতন সদস্য রয়েছি। তবে সকলের অভিজ্ঞতা ও জ্ঞান কিন্তু সমান নয়। তবে যারা পুরাতন বা সিনিয়র বা বড় রাংকধারী রয়েছে তারা ক্রিপটো বিশ্ব সম্পর্কে অনেক কিছু জানেন এবং বুঝেন।  তবে আমাদের সকলের ক্রিপটো বিশ্বে স্ক্যামার হতে সতর্কতা অবলম্বন করতে হবে।

আমরা অনেকেই ভাবছি স্ক্যামার কি এবং কিভাবে স্ক্যাম করা হয়।
স্ক্যামার হলো প্রতারককারী, যারা আপনার কাছে প্রতারনা করে আপনার অর্থ লুটিয়ে নিবে। ক্রিপটো বিশ্বে অনেকেই প্রতারনার শিকার হচ্ছে।  স্ক্যামাররা সাধারনত তারা লোভ দেখিয়ে ফাদে ফেলে সকলকে। তারা বলবে আপনি এতো ডলার দিবেন আর আমরা আপনাকে ডাবল প্রফিট দিবো। আর এদের থেকে সতর্ক থাকবেন। আপনি যদি ফেসবুকে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে কিছু অনলাইন ইনকাম গ্রুপে অনেকে কাজ দেওয়ার বিনিময়ে অর্থ ফি হিসেবে চাই, আর আপনারা তাদের থেকে দূরে থাকবেন। কারন অনলাইনে আয় করার জন্য কোনো অর্থের প্রয়োজন হয়না,শুধু প্রয়োজন হয় জ্ঞান।
আমার সাথে ঘটনাটি শেয়ার করছি।
হঠাৎ একসময় আমার টেলিগ্রামে একজন নক করলো এবং সে আমাকে বললো আমার এই একচেন্জ সাইটে এতো পরিমান বিটিসি রয়েছে কিন্তু সে এটি বের করতে পারছে না। তারপর আমি কৌতুহলবশত তার একচেন্জ সাইট এর লগিইন ইনফরমেশন চাইলাম আর তিনি তা সঙে সঙে দিয়ে দিলেন। আর আমি যখন তার তথ্য অনুযায়ী লগইন করলাম আর সেই একচেন্জ সাইটের ব্যালেন্স দেখলাম তখন আমি হতভাগ হয়ে গেলাম। তার ১০হাজার ডলার এর মতো ফান্ড ছিলো সেখানে। কিন্তু দূর্ভাগ্যজনক সেখান থেকে প্রত্যাহার করা যাচ্ছিলো না। তারপর আমি সেই একচেন্জ সাইটের সাপোর্ট টিম এর সাথে কথা বললাম এবং তারা বললো যে সেখানে ডিপোজিট করতে হবে। যদি আমি সেখানে ডিপোজিট করি তারপর সেই ফান্ডটি প্রত্যাহার করতে পারবো।
 কিন্তু তখন যদি আমি সেখানে ডিপোজিট করতাম তাহলে আমি আমার অর্থ হারাতাম। কারন এটি একটি ফাদ ছিলো। সেই একচেন্জ সাইটের নাম ছিলো btchob.com।  সবাই এই একচেন্জ সাইট থেকে বিরত থাকবেন।  আর সকলে লোভ সংবরন করবেন। কারন স্ক্যামাররা লোভ দেখিয়ে ফাদে ফেলার চেষ্টা করে বেশী
আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার ব্যক্তিগত বার্তা সবার সামনে উপস্থাপন করার জন্য এতে করে সবাই সাবধান থাকবে এবং সবাই সাবধানতা অবলম্বন করে চলবেন যাতে কোনো ক্ষতি না হয় সেদিকে সবাই সাবধান থাকতে পারবে এবং আপনার মত যারা এরকম বিপদের সম্মুখীন হয়েছে তারা কিন্তু এই পোস্টটি থেকে অনেকে সাবধানতা অবলম্বন করতে পারবে এবং হাই সিকিউরিটির মাধ্যমে তার কিন্তু সেভ করতে পারবে তাই আমি বলব কৃতকার্য জগতে আশেপাশে আপনার জাহাজের আশেপাশে এস কামড় দিয়ে কিন্তু পড়তেছে দিকে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে
Title: Re: ক্রিপটো বিশ্বে প্রতারক হতে সাবধান
Post by: Jan on April 02, 2021, 07:49:35 AM
আমরা ফোরামে অনেক নতুন সদস্য এবং পুরাতন সদস্য রয়েছি। তবে সকলের অভিজ্ঞতা ও জ্ঞান কিন্তু সমান নয়। তবে যারা পুরাতন বা সিনিয়র বা বড় রাংকধারী রয়েছে তারা ক্রিপটো বিশ্ব সম্পর্কে অনেক কিছু জানেন এবং বুঝেন।  তবে আমাদের সকলের ক্রিপটো বিশ্বে স্ক্যামার হতে সতর্কতা অবলম্বন করতে হবে।

আমরা অনেকেই ভাবছি স্ক্যামার কি এবং কিভাবে স্ক্যাম করা হয়।
স্ক্যামার হলো প্রতারককারী, যারা আপনার কাছে প্রতারনা করে আপনার অর্থ লুটিয়ে নিবে। ক্রিপটো বিশ্বে অনেকেই প্রতারনার শিকার হচ্ছে।  স্ক্যামাররা সাধারনত তারা লোভ দেখিয়ে ফাদে ফেলে সকলকে। তারা বলবে আপনি এতো ডলার দিবেন আর আমরা আপনাকে ডাবল প্রফিট দিবো। আর এদের থেকে সতর্ক থাকবেন। আপনি যদি ফেসবুকে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে কিছু অনলাইন ইনকাম গ্রুপে অনেকে কাজ দেওয়ার বিনিময়ে অর্থ ফি হিসেবে চাই, আর আপনারা তাদের থেকে দূরে থাকবেন। কারন অনলাইনে আয় করার জন্য কোনো অর্থের প্রয়োজন হয়না,শুধু প্রয়োজন হয় জ্ঞান।
আমার সাথে ঘটনাটি শেয়ার করছি।
হঠাৎ একসময় আমার টেলিগ্রামে একজন নক করলো এবং সে আমাকে বললো আমার এই একচেন্জ সাইটে এতো পরিমান বিটিসি রয়েছে কিন্তু সে এটি বের করতে পারছে না। তারপর আমি কৌতুহলবশত তার একচেন্জ সাইট এর লগিইন ইনফরমেশন চাইলাম আর তিনি তা সঙে সঙে দিয়ে দিলেন। আর আমি যখন তার তথ্য অনুযায়ী লগইন করলাম আর সেই একচেন্জ সাইটের ব্যালেন্স দেখলাম তখন আমি হতভাগ হয়ে গেলাম। তার ১০হাজার ডলার এর মতো ফান্ড ছিলো সেখানে। কিন্তু দূর্ভাগ্যজনক সেখান থেকে প্রত্যাহার করা যাচ্ছিলো না। তারপর আমি সেই একচেন্জ সাইটের সাপোর্ট টিম এর সাথে কথা বললাম এবং তারা বললো যে সেখানে ডিপোজিট করতে হবে। যদি আমি সেখানে ডিপোজিট করি তারপর সেই ফান্ডটি প্রত্যাহার করতে পারবো।
 কিন্তু তখন যদি আমি সেখানে ডিপোজিট করতাম তাহলে আমি আমার অর্থ হারাতাম। কারন এটি একটি ফাদ ছিলো। সেই একচেন্জ সাইটের নাম ছিলো btchob.com।  সবাই এই একচেন্জ সাইট থেকে বিরত থাকবেন।  আর সকলে লোভ সংবরন করবেন। কারন স্ক্যামাররা লোভ দেখিয়ে ফাদে ফেলার চেষ্টা করে বেশী
অবশ্যই আমাদের সকলকে সতর্ক হয়ে কাজ করা উচিত কারণ হচ্ছে অনলাইনে এত পরিশ্রম করে টাকা ইনকাম করে সেই টাকা যদি চোর বাটপারদের হাতে চলে যায় তাহলে অনেক কষ্ট লাগাটাই স্বাভাবিক আমি মনে করি যখন আপনি টোকেন বা কয়েন ট্রান্সফার করবেন তখন ভালোভাবে দেখে বুঝে জেনে করবেন তা না হলে প্রতারকদের ফাটে বললে অনেক ধরনের সমস্যা হয় ধন্যবাদ ।
Title: Re: ক্রিপটো বিশ্বে প্রতারক হতে সাবধান
Post by: President on April 02, 2021, 09:26:33 AM
আমি এই ফোরামে নতুন একজন ইউজার। আপনার পোস্ট পড়ে অনেক টুকু ধারণা পেয়েছেন আপনি অনেক সুন্দর একটা পোস্ট করেছেন। আমরা যারা নতুন আছেন তারা একটু সাবধান হব।
Title: Re: ক্রিপটো বিশ্বে প্রতারক হতে সাবধান
Post by: Dark Knight on April 02, 2021, 12:29:15 PM
আমরা ফোরামে অনেক নতুন সদস্য এবং পুরাতন সদস্য রয়েছি। তবে সকলের অভিজ্ঞতা ও জ্ঞান কিন্তু সমান নয়। তবে যারা পুরাতন বা সিনিয়র বা বড় রাংকধারী রয়েছে তারা ক্রিপটো বিশ্ব সম্পর্কে অনেক কিছু জানেন এবং বুঝেন।  তবে আমাদের সকলের ক্রিপটো বিশ্বে স্ক্যামার হতে সতর্কতা অবলম্বন করতে হবে।

আমরা অনেকেই ভাবছি স্ক্যামার কি এবং কিভাবে স্ক্যাম করা হয়।
স্ক্যামার হলো প্রতারককারী, যারা আপনার কাছে প্রতারনা করে আপনার অর্থ লুটিয়ে নিবে। ক্রিপটো বিশ্বে অনেকেই প্রতারনার শিকার হচ্ছে।  স্ক্যামাররা সাধারনত তারা লোভ দেখিয়ে ফাদে ফেলে সকলকে। তারা বলবে আপনি এতো ডলার দিবেন আর আমরা আপনাকে ডাবল প্রফিট দিবো। আর এদের থেকে সতর্ক থাকবেন। আপনি যদি ফেসবুকে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে কিছু অনলাইন ইনকাম গ্রুপে অনেকে কাজ দেওয়ার বিনিময়ে অর্থ ফি হিসেবে চাই, আর আপনারা তাদের থেকে দূরে থাকবেন। কারন অনলাইনে আয় করার জন্য কোনো অর্থের প্রয়োজন হয়না,শুধু প্রয়োজন হয় জ্ঞান।
আমার সাথে ঘটনাটি শেয়ার করছি।
হঠাৎ একসময় আমার টেলিগ্রামে একজন নক করলো এবং সে আমাকে বললো আমার এই একচেন্জ সাইটে এতো পরিমান বিটিসি রয়েছে কিন্তু সে এটি বের করতে পারছে না। তারপর আমি কৌতুহলবশত তার একচেন্জ সাইট এর লগিইন ইনফরমেশন চাইলাম আর তিনি তা সঙে সঙে দিয়ে দিলেন। আর আমি যখন তার তথ্য অনুযায়ী লগইন করলাম আর সেই একচেন্জ সাইটের ব্যালেন্স দেখলাম তখন আমি হতভাগ হয়ে গেলাম। তার ১০হাজার ডলার এর মতো ফান্ড ছিলো সেখানে। কিন্তু দূর্ভাগ্যজনক সেখান থেকে প্রত্যাহার করা যাচ্ছিলো না। তারপর আমি সেই একচেন্জ সাইটের সাপোর্ট টিম এর সাথে কথা বললাম এবং তারা বললো যে সেখানে ডিপোজিট করতে হবে। যদি আমি সেখানে ডিপোজিট করি তারপর সেই ফান্ডটি প্রত্যাহার করতে পারবো।
 কিন্তু তখন যদি আমি সেখানে ডিপোজিট করতাম তাহলে আমি আমার অর্থ হারাতাম। কারন এটি একটি ফাদ ছিলো। সেই একচেন্জ সাইটের নাম ছিলো btchob.com।  সবাই এই একচেন্জ সাইট থেকে বিরত থাকবেন।  আর সকলে লোভ সংবরন করবেন। কারন স্ক্যামাররা লোভ দেখিয়ে ফাদে ফেলার চেষ্টা করে বেশী
বর্তমান বিশ্বে প্রতারকের সংখ্যা অনেক বেড়ে গেছে। আপনি ভুলেও কারো কাছে কিছু শেয়ার করবেন না। ক্রিপ্টো বিশ্বে প্রতারণা থেকে দূরে থাকুন এবং নিজে নিজে সাবধান হোন। দেখা যায় অনেক সময় অনলাইনে ইনকামের জন্য তারা বিভিন্ন রকমের লিংক দিয়ে থাকে। আপনি যদি সেই লিঙ্কে প্রবেশ করে তাদের কথা মতো কাজ করে থাকেন তাহলে আপনি প্রতারকের শিকার হবেন। দেখা যাবে তারা আপনার অর্থ কোথা থেকে লুট করে নিয়ে গেছে বুঝতেই পারবেন না। তাই সবারই সাবধান হওয়া উচিত।
Title: Re: ক্রিপটো বিশ্বে প্রতারক হতে সাবধান
Post by: Irfan12@ on April 03, 2021, 04:21:10 AM
অনেকেই রয়েছেন যারা এই সকল স্ক্যামারদের হাতে প্রতিনিয়তই প্রতারিত হয়ে যাচ্ছেন। আশা করি এই টপিক থেকে অনেকেই সাবধান হয়ে যাবেন এবং স্ক্যামারদের থেকে দূরে থাকবেন। এরকম অনেক সাইট রয়েছে যারা প্রথমে ডিপোজিট করতে বলেন তারপর নির্দিষ্ট একটা অর্থ প্রত্যাহার করার প্রলোভন দেখায়। আসলে পুরোটি একটা ফাদ থাকে যেখানে থেকে কখনো কোনো অর্থ প্রদান করবে না। আশা করি সবাই বিষয়টি খুব ভালোভাবে পড়েছেন এবং বুঝতে পেরেছেন।
Title: Re: ক্রিপটো বিশ্বে প্রতারক হতে সাবধান
Post by: Tepona on April 03, 2021, 07:28:48 AM
মানুষ তখনই প্রতারণার শিকার হয় যখন কতিপয় কিছু হিংসুটে মানুষের কাছে তাদের সব গোপন রহস্য তুলে ধরে। আমি মনে করি জীবন আপনার চিন্তা আপনার আপনি লাইভ পরিচালনা করবেন। সুতরাং আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি একজন মানুষের সাথে তখনই গভীর ভাবে কথা বলবেন যখন তার সাথে অর্থনৈতিক ও সামাজিকভাবে সুসম্পর্ক তৈরি হবে। আমি নিজে তিনবার প্রতারিত হয়েছি তারপর থেকে আমি অনেক সচেতন।
Title: Re: ক্রিপটো বিশ্বে প্রতারক হতে সাবধান
Post by: Centus on April 08, 2021, 06:37:27 AM
ক্রিপ্টোকারেন্সি বিশ্বে অনেক প্রতারক রয়েছে। যারা মানুষকে বিভিন্ন উপায়ে প্রতারিত করে। প্রতারিত করার জন্য নানা উপায় অবলম্বন করে। আমি মনে করি তাদের থেকে সাবধান হওয়া উচিত। নিজে প্রতারিত হবেন না কাউকে প্রতারিত হতে দেবেন না।
Title: Re: ক্রিপটো বিশ্বে প্রতারক হতে সাবধান
Post by: bmr on April 08, 2021, 08:22:47 PM
ক্রিপ্টো বিশ্বে বলতে গেলে প্রতারকের অভাব নেই। অন্যের টাকা পয়সা মেরে খেতে ভালবাসে তারা। সবসময় চুরির ধান্দা করে থাকে। কিভাবে চুড়ি করা যায়। তাই যারা এখানে কাজ করছেন তাদের প্রত্যেকেরই সাবধান হতে হবে। কেন না এখানে নানা ধরনের প্রলোভন দেখিয়ে ফাদে ফালানোর চেস্টা করা হয়। তাই কখনো লোভে পড়বেন না।
Title: Re: ক্রিপটো বিশ্বে প্রতারক হতে সাবধান
Post by: Ronald on April 09, 2021, 09:19:29 PM
স্ক্যামাররা প্রতিনিয়ত তাদের পদ্ধতি চেঞ্জ করে থাকে। সবসময় তারা খুবই একটিভ থাকে যে কারও কোন দুরবল সাইট পেলে সেখানে আর কোন রাস্তা নেই। তাকে পথের ভিকিরি বানাতে তাদের কোন সময় লাগবে না। চারদিকে এদের আনাগোনা বেশি তাই সবাই সাবধান হউন।
Title: Re: ক্রিপটো বিশ্বে প্রতারক হতে সাবধান
Post by: Nusrat on April 09, 2021, 09:22:46 PM
কমবেশি সারাবিশ্বেই কিছু না কিছু প্রতারক রয়েছে এদের থেকে আমাদের সাবধানে থাকতে হবে। এবং প্রতারকদের হাত থেকে বাঁচতে আমাদের দেখে শুনে চলতে হবে। এরা সব সময় ভাবে কিভাবে অন্যের ক্ষতি করা যাবে।  ক্রিপ্টোকারেন্সি জগতে অনেক প্রতারক রয়েছে এদের থেকে আমরা সবসময় দূরে থাকবো সাবধানে দেখে শুনে কাজ কর্ম করব। আমরা কেউ কখনো নিজের গোপনীয়তা অন্যের কাছে তুলে ধরবো না তাহলে 100% প্রতারকের কাছে শিকার হয়ে যাব।
Title: Re: ক্রিপটো বিশ্বে প্রতারক হতে সাবধান
Post by: Md.Nurnobe3483 on April 11, 2021, 07:18:14 AM
আপনাকে অনেক ধন্যবাদ আপনি খুব সুন্দর ভাবে যুক্তি সহকারে বুঝিয়ে বলেছেন। আমি ফোরামের নতুন হাওয়ায় এ সম্পর্কে আমার কোন জ্ঞান ছিল না কিন্তু আপনার পোষ্ট করে একটু জ্ঞান অর্জন করতে পারছি।
Title: Re: ক্রিপটো বিশ্বে প্রতারক হতে সাবধান
Post by: Malam90 on April 12, 2021, 03:37:07 AM
যতই দিন যাচ্ছে এই ক্রিপ্টোকারেন্সি প্রতারকদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমাদের এই প্রতারক দের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ক্রিকেট সম্পর্কে এবং ক্রিপ্টো ওয়ালেট এর সিকিউরিটি সম্পর্কে আরো সতর্ক হতে হবে। আমরা যদি সতর্ক না হয় তাহলে প্রতিনিয়ত আমাদের হাতে প্রতারিত হবো।


ভাই, এরকম ভুলভাল কমেন্ট করবেন না। ক্রিপ্টোকারেন্সির সাথে ক্রিকেটের সম্পর্ক কি? আপনারা যারা মোবাইলে কমেন্ট করেন তাদের বানান ভুল অনেক বেশি হয়ে থাকে। তাই সবাইকে আবারও বলছি-কোন কমেন্ট পাবলিশ করার আগে ও পরে চেক করে দেখা যে বানান ও শব্দ ভুল আছে কিনা। থাকলে সেগুলো এডিট করে ঠিক করা। এর পর থেকে এরকম ভুলভাল কমেন্ট, বানান ভুল, ভুল শব্দের প্রয়োগ করলে লো কোয়ালিটি ও স্পাম হিসেবে বিবেচনা করে শাস্তির ব্যবস্থা করা হবে। সাবধান হউন সবাই।
Title: Re: ক্রিপটো বিশ্বে প্রতারক হতে সাবধান
Post by: Dilshan on May 09, 2021, 07:53:01 AM
আজকাল প্রতারকের সংখ্যা বেড়ে যাচ্ছে। তারা কাজ না করে চুরি ডাকাতির কথা ভাবে। অতিরিক্ত লোভ করে। এদের হাত থেকে আমাদের বাচতে হবে। মানুষ তখনই প্রতারণার শিকার হয় যখন কেউ তার গোপনীয় তথ্য অন্য জনের সাথে শেয়ার কর।  এইসব তথ্য শেয়ার করলেন স্ক্যামারা কখন কিভাবে আপনার অর্থ লুটে নেবে তা আপনি বুঝতে পারবেন না। তাই কখনো নিজের তথ্য অন্যের সাথে শেয়ার করবেন না। কখনো কারো সাথে প্রতারণা করবেন না এবং নিজেও প্রতারণার শিকার হওয়া থেকে সাবধান হবে।   
Title: Re: ক্রিপটো বিশ্বে প্রতারক হতে সাবধান
Post by: Papusha20 on May 12, 2021, 01:53:23 PM
অনেক লোক আছে ক্রিপ্টোকারেন্সি জগতে প্রতারণা করে থাকে। কারণ আপনার হওয়ার সাথে যদি কেউ প্রতারণা করে তাহলে কে করল সেটা জানা যায় না তাই আমরা ক্রিপ্টোকারেন্সি জগতে কাজ করি বিশ্বাসের সাথে। তাই আমার অনুরোধ ক্রিপ্টোকারেন্সি তে এসে কোন ভাই আরেক ভাইয়ের সাথে কখনো প্রতারণা করবেন না।
Title: Re: ক্রিপটো বিশ্বে প্রতারক হতে সাবধান
Post by: RSRS on May 14, 2021, 10:11:11 AM
আপনার মূল্যবান পোষ্টটি আমাদের অনেক উপকার হবে। আমরা নতুন যারা আছি তাদের জন্য অনেক কাজে লাগবে। আমি স্ক্যাম সম্বন্ধে কিছুই জানতাম না। আপনার পোস্টটি পড়ার পরে অনেক কিছুই জানতে ও শিখতে পারলাম। ধন্যবাদ আমাদের এভাবে তথ্য দিয়ে সাহায্য করার জন্য।
Title: Re: ক্রিপটো বিশ্বে প্রতারক হতে সাবধান
Post by: Diknel on February 26, 2022, 11:05:16 AM
অনেক তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ একটি পোষ্ট দিয়েছেন, ধন্যবাদ। আজকাল ক্রিপ্টোকারেন্সি মার্কেটে অনেক লোক আছে যারা প্রতিনিয়ত প্রতারণা করে থাকে। অনেক মানুষ রয়েছে যারা প্রতারিত করার জন্য নানা উপায় বের করে থাকেন। আমরা সবাই ক্রিপ্টোকারেন্সিতে বিশ্বাসের সাথে লেনদেন করে থাকি। কিন্তু কত সময় দেখা যায় প্রতারকের হাতে পড়ি। তাই আমাদের সবাইকে সাবধান এর সাথে লেনদেন করতে হবে।
Title: Re: ক্রিপটো বিশ্বে প্রতারক হতে সাবধান
Post by: Cinno3 on February 27, 2022, 03:02:53 AM
খুবই তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ একটি পোষ্ট। বর্তমানে ক্রিপ্টো জগতে অনেক মানুষ রয়েছে যারা প্রতারণা করে থাকে। বর্তমানে প্রতারক এর সংখ্যা অনেক বৃদ্ধি পাচ্ছে। তারা বিভিন্ন উপায়ে প্রতারণা করে থাকে। তাই আমাদের সবাইকে এই প্রতারক থেকে সাবধান হতে হবে। এবং আমাদের গোপন তথ্য গুলো অন্য কারো সাথে শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। কখনো জানি অন্য কারো সাথে গোপন তথ্যগুলো শেয়ার না করি। এসব বিষয়ে আমাদের সবাইকে সাবধান হতে হবে।
Title: Re: ক্রিপটো বিশ্বে প্রতারক হতে সাবধান
Post by: Fulshai on February 27, 2022, 06:15:23 PM
বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে প্রতারকদের সংখ্যা বেড়ে চলছে। তাই আমাদের সবাইকে প্রতারকদের দূরে থাকতে হবে। বেশি লোভ করা যাবে না। প্রবাদে আছে, লোভে পাপ, পাপে মৃত্যু । এটাই স্বাভাবিক।  প্রতারকরা বিভিন্ন প্রকার লিংক দিয়ে কাজ করতে বলবে। আর আপনার গোপনীয় তথ্য গুলো শেয়ার করতে বলবে। আপনি কখনো আপনার গোপনীয় তথ্য শেয়ার করবেন। তাহলে ফাঁদে পড়ে যাবেন। তাই সবাইকে বলি, আপনি প্রতারণায় পড়বেন না । অপরকে প্রতারণা করবেন না।