Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => স্কাম প্রকল্প ও বাউন্টি আলোচনা => Topic started by: Malam90 on March 10, 2021, 02:03:19 AM

Title: CBT বাউন্টি নিয়ে আলোচনা।
Post by: Malam90 on March 10, 2021, 02:03:19 AM
CBT বাউন্টি পাবলিশ হয়েছে।
বাউন্টি সময়কাল: ১মাস
কাজ করতে হবে প্রতিদিন।
জমা দিতে হবে ৩ দিন পরপর।
বাউন্টি বাজে ১০০কে ডলার সম টোকেন।
ম্যানেজার: deloodin
ডিস্ট্রিবিউশন: ●  Articles, Videos, Artwork: 30%
●  Twitter : 20%
●  Facebook: 15%
●  Telegram: 15%
●  Instagram: 5%
●  YouTube: 5%
● Reserve fund: 10%
বাউন্টি লিংক: https://www.altcoinstalks.com/index.php?topic=196721.0
Title: Re: CBT বাউন্টি নিয়ে আলোচনা।
Post by: Goldlife on March 10, 2021, 08:37:58 AM
আমার মনে হয় এটি এই প্রজেক্টটি সাকসেস হবে তাই সবাই এখানে কাজ করুন এবং ভালো অ্যামাউন্ট এখান থেকে পেয়ে যেতে পারেন।
Title: Re: CBT বাউন্টি নিয়ে আলোচনা।
Post by: raisajahan on March 10, 2021, 08:54:10 AM
দৈনিক কাজ করা খুবই কঠিন হয়ে পড়ে আবার যদি পেমেন্ট না পাওয়া যায় তাহলে আরও অনেক বেশি কষ্টের তাই ভাল প্রোজেক্ট হলে দৈনিক কাজ হলেও করা যায়। আমার মনে হয় এ প্রোজেক্ট টি ভাল হবে সবাই কাজ করতে পারেন।
Title: Re: CBT বাউন্টি নিয়ে আলোচনা।
Post by: Cleanerbd on March 10, 2021, 06:41:14 PM
CBT বাউন্টি পাবলিশ হয়েছে।
বাউন্টি সময়কাল: ১মাস
কাজ করতে হবে প্রতিদিন।
জমা দিতে হবে ৩ দিন পরপর।
বাউন্টি বাজে ১০০কে ডলার সম টোকেন।

ভাই সবাই মনে করবে এই বাউন্টি বাজে হবে 😁। তাই বানানটি ঠিক করে নিয়েন।  অনেক সদস্য ভাববে বাউন্টি বাজে হবে তাই কেউ আপনার লেখা দেখে বাউন্টিতে অংশেগ্রহন নাও করতে পারে।
Title: Re: CBT বাউন্টি নিয়ে আলোচনা।
Post by: Milon626 on March 11, 2021, 08:36:32 AM
আমি এই বাউন্টিতে জয়েন হতে আগ্রহী, কিন্তু বুঝতে পারছি না যে এর  কাজ গুলো কি শুধু থ্রেডেই জমা রাখতে হবে, নাকি গুগল ফর্মেও জমা করতে হবে?
আসলে এটার কাজ কি ৩দিন পর পর জমা দিতে হবে নাকি প্রতি দিনের টা প্রতিদিন জমা দিতে হবে?

প্লিজ কেউ জানাবেন।               
Title: Re: CBT বাউন্টি নিয়ে আলোচনা।
Post by: Cleanerbd on March 11, 2021, 08:47:54 AM
আমি এই বাউন্টিতে জয়েন হতে আগ্রহী, কিন্তু বুঝতে পারছি না যে এর  কাজ গুলো কি শুধু থ্রেডেই জমা রাখতে হবে, নাকি গুগল ফর্মেও জমা করতে হবে?
আসলে এটার কাজ কি ৩দিন পর পর জমা দিতে হবে নাকি প্রতি দিনের টা প্রতিদিন জমা দিতে হবে?

প্লিজ কেউ জানাবেন।               
আপনি আমার কথা ভালো করে পড়েন, আমি বিস্তারিত বলছি।
বাউন্টি সম্পর্কে মোটামুটি জানেন
 আপনি দেখতে পারবেন যে বাউন্টিতে রুলস দেওয়া থাকে সেগুলো ভালো করে পড়বেন। তারপর সোশ্যাল এর জন্য আলাদা আলাদা রুলস দেওয়া থাকে৷
ধরেন আপনি শুধু ফেসবুক দিয়ে বাউন্টি করবেন। তাহলে দেখবেন তারা ফেসবুক দিয়ে বাউন্টি করার জন্য কিছু রুলস দিবে।
যেমন
১৷ আপনার কমপক্ষে (২০০)  বন্ধু বা ফলোয়ার থাকতে হবে
২। তাদের মেইন ফেসবুক পেজে ফলোয়ার হতে হবে
৩। প্রতিদিন তাদের প্রজেক্ট নিয়ে আপনাকে ফেসবুকে পোস্ট করতে হবে হ্যাশট্যাগ সহ এবং তাদের পোস্ট শেয়ার করতে হবে।
৪। আপনার পোস্ট ও শেয়ার পোস্টের কপি লিংক তাদেরকে নির্ধারিত তারিখে জমা দিতে হবে
নিচে তাদের ফরম্যাট দিয়ে দিবে
তাই আমি আপনাকে বলছি সবকিছু ভালো করে পড়বেন তাহলে বুঝতে পারবেন।
যেহেতু আপনি এসব কম বুঝেন তাহলে প্রথমে বাউন্টি করলে ফেসবুক বা টেলিগ্রাম বা টুইটার, যেকোনো একটাতে করবেন। এরপর যখন সব বুঝবেন তখন সবগুলোতে অংশগ্রহণ করবেন
নোটঃ অবশ্যই তাদের গুগল ফর্মে আপনার তথ্য জমা দিতে হবে
Title: Re: CBT বাউন্টি নিয়ে আলোচনা।
Post by: Milon626 on March 11, 2021, 02:37:46 PM
আমি এই বাউন্টিতে জয়েন হতে আগ্রহী, কিন্তু বুঝতে পারছি না যে এর  কাজ গুলো কি শুধু থ্রেডেই জমা রাখতে হবে, নাকি গুগল ফর্মেও জমা করতে হবে?
আসলে এটার কাজ কি ৩দিন পর পর জমা দিতে হবে নাকি প্রতি দিনের টা প্রতিদিন জমা দিতে হবে?

প্লিজ কেউ জানাবেন।               
আপনি আমার কথা ভালো করে পড়েন, আমি বিস্তারিত বলছি।
বাউন্টি সম্পর্কে মোটামুটি জানেন
 আপনি দেখতে পারবেন যে বাউন্টিতে রুলস দেওয়া থাকে সেগুলো ভালো করে পড়বেন। তারপর সোশ্যাল এর জন্য আলাদা আলাদা রুলস দেওয়া থাকে৷
ধরেন আপনি শুধু ফেসবুক দিয়ে বাউন্টি করবেন। তাহলে দেখবেন তারা ফেসবুক দিয়ে বাউন্টি করার জন্য কিছু রুলস দিবে।
যেমন
১৷ আপনার কমপক্ষে (২০০)  বন্ধু বা ফলোয়ার থাকতে হবে
২। তাদের মেইন ফেসবুক পেজে ফলোয়ার হতে হবে
৩। প্রতিদিন তাদের প্রজেক্ট নিয়ে আপনাকে ফেসবুকে পোস্ট করতে হবে হ্যাশট্যাগ সহ এবং তাদের পোস্ট শেয়ার করতে হবে।
৪। আপনার পোস্ট ও শেয়ার পোস্টের কপি লিংক তাদেরকে নির্ধারিত তারিখে জমা দিতে হবে
নিচে তাদের ফরম্যাট দিয়ে দিবে
তাই আমি আপনাকে বলছি সবকিছু ভালো করে পড়বেন তাহলে বুঝতে পারবেন।
যেহেতু আপনি এসব কম বুঝেন তাহলে প্রথমে বাউন্টি করলে ফেসবুক বা টেলিগ্রাম বা টুইটার, যেকোনো একটাতে করবেন। এরপর যখন সব বুঝবেন তখন সবগুলোতে অংশগ্রহণ করবেন
নোটঃ অবশ্যই তাদের গুগল ফর্মে আপনার তথ্য জমা দিতে হবে
এভাবে বুঝিয়ে বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।  মি ফোরামে নতুন, তাই অনেক কিছুই আমার বুঝতে সমস্যা হয়।  আমি চেষ্টা করবো আপনার কথা মতো যে কোন একটা সোস্যাল মিডিয়াতে কাজ করার।                 
Title: Re: CBT বাউন্টি নিয়ে আলোচনা।
Post by: Malam90 on March 12, 2021, 05:33:39 PM
বাউন্টিটা আমার কাছে স্কাম স্কাম মনে হচ্ছে। তাই সবাই নিজের দায়িত্বে করবেন। ম্যানেজার নিয়মিত স্টেকস আপডেট না করলে বাদ দিতে পারেন।
Title: Re: CBT বাউন্টি নিয়ে আলোচনা।
Post by: Tubelight on March 18, 2021, 09:40:29 AM
আমার মনে হয় এটি এই প্রজেক্টটি সাকসেস হবে তাই সবাই এখানে কাজ করুন এবং ভালো অ্যামাউন্ট এখান থেকে পেয়ে যেতে পারেন।
জি ভাই আপনি একদম ঠিক কথা বলেছেন এই বাউন্টি প্রোজেক্টের রোডম্যাপ আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। তাই আমার মনে হচ্ছে এই প্রজেক্টটি হয়তো সাকসেসফুল হতে পারে। সকলেই বাউন্টি প্রজেক্টটিতে অ্যাড হয়ে কাজ করতে পারেন।