Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Sumaiya2 on March 12, 2021, 10:05:52 AM

Title: বিটকয়েন সর্বোচ্চ সীমান্তে পৌঁছাবে
Post by: Sumaiya2 on March 12, 2021, 10:05:52 AM
ক্রিপ্টোকারেন্সি তে এর আগে কখনো এরকম ভাবে বিটকয়েনের দাম বৃদ্ধি পায়নি।বর্তমানে বিটকয়েনের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে এভাবে যদি বিটকয়েন দাম অল্পকিছুদিন বাড়তে থাকে তাহলে সর্বোচ্চ সীমা পৌঁছাবে বলে আমি মনে করি।
Title: Re: বিটকয়েন সর্বোচ্চ সীমান্তে পৌঁছাবে
Post by: Review Master on March 12, 2021, 12:08:48 PM
জানুয়ারীতে কারেকশনের পরও তো বিটকয়েনের মূল্যে এমন উর্ধ্বগতি শুরু হয়েছিল এবং সেটির মতোই বিটকয়েনের এই কারেকশন শেষে আবারও উর্ধ্বগতি শুরু হয়েছে। আর যেহেতু ইউএসএ কোভিড সহায়তার জন্য ৩য় বারের মতো আবারও ইউএসডি প্রিন্ট করেতছে, আশা করে সকল ইউএসএ এর বুদ্ধিমান লোক সেই রিলিফের কিছু অংশ বিটকয়েনে বিনিয়োগ করবে। আর এটি যদি হয়, তাহলে বিটকয়েনের মূল্য আমরা ১ লক্ষ ডলার মূল্যে দেখতে পারি। এখন শুধুমাত্র সময়ের অপেক্ষায় থাকতে হবে।
Title: Re: বিটকয়েন সর্বোচ্চ সীমান্তে পৌঁছাবে
Post by: raisajahan on March 12, 2021, 12:33:03 PM
বিটকয়েন এর সর্বোচ্চ সীমা যে কোথায় সেটা আমার জানা নাই তবে আমি এটা বলতে পারি আপনি যদি ধনি হতে চান তাহলে হোল্ড করুন। কারণ বর্তমান সময়ে ধনী হওয়ার সম্ভাবনা আছে ক্রিপ্টো কারেন্সি তে বিনিয়োগ করে আপনি যদি হোল্ড করতে পারেন তাহলে কারণ বিটকয়েন এর দাম কত পর্যন্ত যাবে আমরা কেহই বলতে পারি না।
Title: Re: বিটকয়েন সর্বোচ্চ সীমান্তে পৌঁছাবে
Post by: Magepai on March 12, 2021, 02:17:00 PM
আসলে বিটকয়েনের প্রাইস বর্তমানে যে রকম ভাবে বৃদ্ধি পেয়েছে এরকমভাবে আসলেও কোনো দিন বৃদ্ধি পায়নি। ক্রিপ্টোকারেন্সি তে এরকম ঘটনা এই প্রথম দেখতে পেলাম। তাই বলেই নয় যে বিটকয়েনের প্রাইস আর বৃদ্ধি পাবে না পানের প্রাইস এই বছরে হয়তো 100k ডোলারে পৌঁছাবে। খুব তাড়াতাড়ি বিটকয়েনের প্রাইস আমরা 70 হাজার ডলারে দেখতে পাবো।
Title: Re: বিটকয়েন সর্বোচ্চ সীমান্তে পৌঁছাবে
Post by: Rothi roy on March 12, 2021, 03:56:21 PM
বিটকয়েনের সর্বোচ্চ সীমা কোথায় সেটা আমার জানা নেই জানা থাকলে হয়তো উল্লেখ করতাম। কিন্তু এটুকু বলতে পারি যেভাবে বিটকয়েনের দাম বাড়ছে আমার মনে হয় এটি 100k ডলার খুব তাড়াতাড়ি ছাড়িয়ে যাবে।

ক্রিপ্টোকারেন্সিতে বিটকয়েন প্রথম অবস্থানে আছে। 2020 সালের শেষের দিক থেকে বিটকয়েনের দাম বাড়তে শুরু করেছে। বিটকয়েন এখন সব বিনিয়োগকারী প্রথম পছন্দ। যদি আপনি আঙ্গুল ফুলে কলাগাছ হতে চান তাহলে আপনার কাছে যে বিটকয়েন গুলো আছে সেগুলো হোল্ড করে রাখুন।
Title: Re: বিটকয়েন সর্বোচ্চ সীমান্তে পৌঁছাবে
Post by: Lens on March 12, 2021, 04:48:11 PM
বিটকয়েনের সর্বোচ্চ দাম কোথায় গিয়ে ঠেকে বলা বাহুল্য। তবে আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি ৭৫ হাজারে গিয়ে ঠেকবে।
Title: Re: বিটকয়েন সর্বোচ্চ সীমান্তে পৌঁছাবে
Post by: ExtraPoint on March 12, 2021, 06:00:28 PM
 বিটকয়েনের দাম এখন প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। অনেক বড় বড় বিনিয়োগকারীরা এখন বিটকয়েন বিনিয়োগ করছে যার জন্য এর দাম বৃদ্ধি পেয়ে চলেছে। বিটকয়েনের দাম অল্প কিছুদিনের মধ্যেই 70 হাজার ডলার হওয়া সম্ভাবনা আছে। তাই যারা এই কয়েন হোল্ড করে রেখেছে তারা অনেক ভাগ্যবান।
Title: Re: বিটকয়েন সর্বোচ্চ সীমান্তে পৌঁছাবে
Post by: Milon626 on March 13, 2021, 01:28:48 AM
বিটকয়েনের সর্বচ্চ সীমানা ঠিক কোনটা সেটা তো আমরা কেউ বলতে পারবো না, কিন্তু এটা বলতে পারি যে খুব শীগ্রই আমরা বিটকয়েনের দাম ৭৫০০০ ডলার দেখতে চলেছি।  আর এই ২০২১ সালের শেষ নাগাদ বিটকয়েনের দাম ১০০০০০ ডলার হিট করার সম্ভাবনাও রয়েছে।                     
Title: Re: বিটকয়েন সর্বোচ্চ সীমান্তে পৌঁছাবে
Post by: Markuri33 on March 13, 2021, 01:37:17 AM
বিটকয়েন প্রাইস যেভাবে বৃদ্ধি পেতে শুরু করেছে কোন জায়গায় গিয়ে থেমে যাবে সঠিক করে বলা কখনোই সম্ভব নয়। বিটকয়েন এর জনপ্রিয়তা যেভাবে বেড়েই চলছে অবশ্যই বিটকয়েন প্রাইস বৃদ্ধি পাবে। দেখা যাচ্ছে বর্তমানে অনেক বিজনেসম্যান তারা বিটকয়েন এর মধ্যে ইনভেস্ট করছে কিন্তু বিটকয়েন কিন্তু আর বানানো সম্ভব নয় সেহেতু বিটকয়েন এর চাহিদা থাকা সত্ত্বেও তাদের চাহিদা অনুযায়ী আছে না।কারণে বিটকয়েনের প্রাইস আরও বৃদ্ধি পাচ্ছে হয়তো 2021 সালের মধ্যে বিটকয়েন প্রাইস 100k ডলার হয়ে যেতে পারে।
Title: Re: বিটকয়েন সর্বোচ্চ সীমান্তে পৌঁছাবে
Post by: Mental on March 13, 2021, 07:49:38 AM
আমার মনে হয় বিটকয়েনের দাম ডিসেম্বরের দিকে 60 হাজার ডলার অতিক্রম করবে বলে ধারণা করা যাচ্ছে। কারণ বিটকয়েনের দাম যেভাবে বৃদ্ধি পেতে চলেছে এভাবে বাড়তে থাকলে ডিসেম্বরে অবশ্যই 60 হাজার ডলার অতিক্রম করবে।
Title: Re: বিটকয়েন সর্বোচ্চ সীমান্তে পৌঁছাবে
Post by: Newron on March 13, 2021, 09:59:44 AM
বিটকয়েন্স সর্বোচ্চ সীমান্ত পৌঁছাবে এই কথাটি দ্বারা বোঝানো হয়েছে বিটকয়েনের দাম সকল কারেন্সি এর উর্দ্ধে থেকে সকল কয়েন কে নেতৃত্ব দেবে।বিটকয়েনের দাম বর্তমান সময়ে 50 হাজার ডলার কিন্তু এই বিটকয়েন নিয়ে এখনই অপরাধটি হচ্ছে। যখন বিটকয়েনের দাম এক লক্ষ ডলার হবে তখন কি হতে পারে।
Title: Re: বিটকয়েন সর্বোচ্চ সীমান্তে পৌঁছাবে
Post by: Dark Knight on March 13, 2021, 12:16:02 PM
বিটকয়েন কিন্তু এখনই সর্বোচ্চ সীমান্তে পৌঁছে আছে সব কয়েন এর থেকে। সব কয়েন এর তুলনায় বিটকয়েনের দাম অনেক বেশি। বিটকয়েনের দাম 59749.55 ডলার হয়েছে। অল্প কিছুদিনের মধ্যেই হয়তো 70k ডলার স্পর্শ করবে।
Title: Re: বিটকয়েন সর্বোচ্চ সীমান্তে পৌঁছাবে
Post by: babu10 on March 13, 2021, 02:09:09 PM
বিটকয়েনের যা কারেকশান হবার ছিল তা শেষ এখন দাম বাড়তে থাকবে আবার হয়তো ৭০ অথবা ৮০ তে গিয়ে থামতে পারে আমার মতে। তবে না ও হতে পারে 60 এর পরে গিয়ে আস্তে আস্তে বাড়তে পারে। আসলে মার্কেট নিয়ে বলা মুশকিল এখন দেখার বিষয় কি হতে যাচ্ছে মার্কেট এ।
Title: Re: বিটকয়েন সর্বোচ্চ সীমান্তে পৌঁছাবে
Post by: Laxmi Sharma on March 13, 2021, 05:15:53 PM
বিটকয়েন এর সর্বোচ্চ সীমা বলতে আপনি কি বোঝাতে চেয়েছেন। আমি মনে করি বিটকয়েন এর সর্বোচ্চ সীমা আমাদের ধারণার বাইরে। বিটকয়েন এর সর্বোচ্চ সীমা যে কোথায় সেটা নির্দিষ্ট করে বলা যাবে না, কারণ ক্রিপ্টোকারেন্সি মার্কেট সবসময় অদ্ভুত, এখানে কখন কি হয় বলা যায় না। বিটকয়েন এর জনপ্রিয়তা যেভাবে বাড়তে চলেছে আমার মনে হয় বিটকয়েন এর প্রাইস দিন দিন এভাবেই বাড়তে থাকবে।
Title: Re: বিটকয়েন সর্বোচ্চ সীমান্তে পৌঁছাবে
Post by: Triedboy on March 14, 2021, 02:16:31 AM
এখন বিটকয়েন এর প্রাইস 61 হাজার ডলারের মত রয়েছে। বর্তমানে যেভাবে বিটকয়েন প্রাইস বৃদ্ধি পাচ্ছে হয়তো কিছুদিনের মধ্যেই বিটকয়েন প্রাইস 70 হাজার ডলার ছাড়িয়ে যাবে।এবং এই বছরেই বিটকয়েন প্রাইস আমরা সর্বোচ্চ সীমা দেখতে পাবো। হয়তো 100k ডলার ছাড়িয়ে যাবে বিটকয়েন প্রাইস 2024 সালের মধ্যে আমরা বিটকয়েন প্রাইস এর আরও একটা পাম্পিং দেখতে পাবো তখন হয়তো বিটকয়েন প্রাইস 200k ডলার হয়ে যাবে।
Title: Re: বিটকয়েন সর্বোচ্চ সীমান্তে পৌঁছাবে
Post by: Heron on March 14, 2021, 06:43:48 AM
বিটকয়েন প্রাইস অলরেডি 60k ডলার অতিক্রম করেছে। বিটকয়েনের প্রাইস এখন যে হারে বাড়তে চলেছে তাতে মনে হচ্ছে বিটকয়েন এর পরবর্তী টার্গেট হতে যাচ্ছে 70k ডলার। আমার মনে হয় বিটকয়েন এর সর্বোচ্চ সীমা কোথায় হতে পারে সেটা বলা মুশকিল। বিটকয়েন এর প্রাইস এখন যে হারে বাড়তে চলেছে এভাবে বাড়তে থাকলে বিটকয়েন এর প্রাইস 100k ডলারের মাইলফলক স্পর্শ করতেও খুব একটা সময় লাগবে না।
Title: Re: বিটকয়েন সর্বোচ্চ সীমান্তে পৌঁছাবে
Post by: Sasa on March 14, 2021, 04:13:57 PM
আজকে বিটকয়েনের দাম দেখতে পারলাম 60 হাজার ডলার হিট করেছিল।বিটকয়েনের দাম যেহেতু 60 হাজার ডলার হিট করেছে আশা করা যায় যে এই সপ্তাহের মধ্যেই বিটকয়েনের দাম 70 হাজার ডলারে স্পর্শ করবে। বর্তমানে বিটকয়েনের দাম একটু কমে গেছে এবং বিটকয়েনের দাম হচ্ছে 59 হাজার 974 ডলার। আশাকরি বিটকয়েনের দাম 70 হাজার ডলারে পৌঁছাবে
Title: Re: বিটকয়েন সর্বোচ্চ সীমান্তে পৌঁছাবে
Post by: Password on March 14, 2021, 04:53:44 PM
বর্তমানে বিটকয়েনের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে যাতে ভবিষ্যতে সর্বোচ্চ সীমান্তে পৌঁছাবে। বর্তমানে বিটকয়েন ইনকাম প্রায় 60 ডলার ছাড়িয়েছে। তবে ভবিষ্যতে এভাবে বাড়তে থাকলে বিটকয়েনের দাম আকাশছোঁয়া মত হয়ে যাবে। বিটকয়েনের দাম যেহেতু 6০ হাজার ডলার ছাড়িয়েছে কিছুদিনের মধ্যেই বিটকয়েনের দাম প্রায় 70 হাজার ডলারে পৌঁছে যাবে বলে আশা করা যায়।
Title: Re: বিটকয়েন সর্বোচ্চ সীমান্তে পৌঁছাবে
Post by: Azharul on March 15, 2021, 04:21:49 PM
ক্রিপ্টো জগতের শীর্ষ স্থান দখল করে নিয়েছে বিটকয়েন।এবং আমরা মনে করি ভবিষ্যতে ও বিটকয়েন তার ধারা অব্যাহত রাখতে পারবে।কেননা আমরা দেখতে পাচ্ছি দিনের পর দিন বিটকয়েন এর দাম বেড়েই চলেছে,যা ভবিষ্যতে ও বাড়তে থাকবে।২০২১ সাল নাগাদ বিটকয়েন এর দাম ৫০০০০ডলার স্পর্শ করবে বলে আমরা আশা করছি।এভাবে বিটকয়েন সর্বোচ্চ সীমান্তে পৌঁছাবে বলে আমরা বিশ্বাস করি।
Title: Re: বিটকয়েন সর্বোচ্চ সীমান্তে পৌঁছাবে
Post by: Angel jara on March 15, 2021, 05:38:28 PM
বিটকয়েনের দাম সর্বোচ্চ শিখরে পৌঁছাতে। কারণ কিপটা কারেন্সি ইন মার্কেটের রাজত্ব করছে বিটকয়েন। এই ক্রিপ্টোকারেন্সি সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছে সকল কয়েনের নেতৃত্ব দেবেন যা বর্তমান সময়ে করেছে। এর মূল কারণ হলো বিটকয়েনের দাম 60 হাজার ডলার। কিন্তু বিটকয়েনের পরেই ইথেরিয়াম এর দাম মাত্র 2000 ডলার।
Title: Re: বিটকয়েন সর্বোচ্চ সীমান্তে পৌঁছাবে
Post by: saidul2105 on March 16, 2021, 04:53:52 AM
বিটকয়েনের দাম পূর্ববর্তী সময়ের সকল রেকর্ড ভেঙে নতুন করে রেকর্ড হয়েছে।  বিটকয়েনের দাম ৬০০০০ ডলার ক্রস করে গেছে কয়েক দিন আগেই।  যেভাবে বিটকয়েনের দাম পাম্প করতেছে তাতে মনে হয় এই মাসের মধ্যেই বিটকয়েনের দাম ৭০০০০ ডলার হবে। আর এই বছরের শেষ নাগাদ বিটকয়েনের দাম ১০০০০০ ডলার হিট করতে পারে, সেক্ষেত্রে পাম্প অব্যাহত থাকতে হবে।                                         
Title: Re: বিটকয়েন সর্বোচ্চ সীমান্তে পৌঁছাবে
Post by: Tubelight on March 19, 2021, 05:17:41 PM
অতীতের সকল রেকর্ড ভেঙে বর্তমানে বিটকয়েন তার মূল্য সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গেছে।বর্তমানে বিট কয়েনের মূল্য প্রায় 60 হাজার ডলার অতিক্রম করেছে।বর্তমানে বিট কয়েনের মূল্য যেভাবে বৃদ্ধি পাচ্ছে যদি তার এই বৃদ্ধির ধারা অব্যাহত রাখে তাহলে হয়তো খুব সহজেই বিটকয়েন 1 লাখ ডলার অতিক্রম করবে।