Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: Lutera94 on March 13, 2021, 02:45:07 AM
-
Malam90 (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=44979) প্রথম বাংলাদেশী হিসেবে মিথিকাল র্যাংক অর্জন করায় আমরা গর্বিত এবং সকল বাংলাদেশীদের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা রইলো। এটা চাট্টিখানি কথা নয়, কারণ ৫০০০ পোস্ট করতে গেলে অনেক দম লাগে যা ওনি করে দেখিয়ে দিয়েছেন।সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ওনার পোষ্টের কোয়ালিটি ছিলো অনেক উন্নত । তিনি যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং ফোরামে অনেক অবদান রেছে চলেছেন তার সামান্য অংশ মাত্র। তিনি একাধারে অনেকগুলো বোডের মডারেটর, সিনেটর, ডিটি মেম্বারের দায়িত্ব পালন করতেছে যা সত্যিই আমাদের জন্য অনুপ্রেরণা। আমরা তার দেখানো পথে চলতে পারলে সফল হতে পারবো। আমরা তার সর্বাঙ্গিন সাফল্য কামনা করছি। অভিনন্দন Malam90 আপনাকে আমার পক্ষ থেকে এবং সকল বাংলা ভাষীদের পক্ষ থেকে। শুভ হোক আপনার পথচলা। :)
-
মিথিক্যাল র্যাংক অর্জনে মালাম ভাইয়ের প্রতি আমার অন্তরের অন্তস্তল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। মালাম ভাই শুধু আমাদের ফোরামের মডারেটরই নয়, তিনি আমাদের সকলের আইকন। মালাম ভাই সকলকে উজ্জীবিত রাখতে, ফোরামকে এগিয়ে নিয়ে যেতে সব সময় কাজ করে যাচ্ছে। আমাদের সকলেরই উচিৎ ভাইকে দেখে কিছু শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া।
-
মিথিক্যাল র্যাংকে অবশেষে আমাদের বাংলাদেশের কেও একজন গেলো। তাকে অনুসরন করে আমাদের এগিয়ে যেতে হবে। অভিনন্দন Malam90
-
(https://i.imgur.com/L3EiPgH.png)
এই ছবিটা দেখলেই ভালো লাগে কারণ অনেক পরিশ্রমের ফসল এই র্যাংঙ্ক। ব্যক্তিগত ভাবে আমি পারবকিনা জানিনা তবে সত্যিই অভিনন্দন পাবার যোগ্য আমাদের এই ভাই। আমিও চাইব উনার কাজের দেখাদেখি অন্যরা উৎসাহ পাবে এবং ভালো ভালো কাজ করে নিজের পাশাপাশি দেশের নাম উজ্জ্বল করবে।
-
অনেক শুভেচ্ছা ও অভিনন্দন Malam90 ভাই তথা আমাদের মডারেটর ভাই কে। তিনি অনেক পরিশ্রম করে এই রেঙ্ক অর্জন করেছেন। আমরা তাকে অনুসরণ করেই ভবিষ্যতে এগিয়ে যেতে চাই। আসলে তার আদর্শ মেনে কাজ করতে চাই। তিনি আমাদের ফোরামের জন্য কঠোর পরিশ্রম করেছেন। তিনি আমাদের সকলের কাছে আদর্শের প্রতীক এবং আমাদের ফোরামের জন্য গৌরব।
-
লাল গোলাপ শুভেচ্ছা প্রথম বাংলাদেশি মিথিক্যাল malam90 কে। আজ আমি আবেগাপ্লুত, কারন এই মাইলষ্টোন এর আগে কোন বাংলাদেশি ছুতে পারিনি। malam90 ভাই আমাদের পুরো বাংলাদেশীদের গর্ব। তার এই ফোরামে যে অবদান তা কতৃপক্ষ এবং আমরা কখনো ভুলতে পারব না। তার অক্লান্ত পরিশ্রমের কারনে বাংলা বোর্ড সহ পুরো ফোরাম আজ নতুনভাবে মুখরিত। আমি ভাই এর জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে এভাবে কাজ করে যাওয়ার তৌফিক দান করেন।
-
প্রথম বাংলাদেশী হিসেবে মিথিক্যাল rank অর্জন করায় Malam90 কে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি । তিনি ফোরামের বিভিন্ন বোর্ডে শুরু থেকেই অবদান রেখে যাচ্ছেন, বিশেষকরে বাংলাবোর্ড কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি শুরু থেকেই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তিনি আমাদের আদর্শ ও অনুপ্রেরণা। আমি মনেকরি আমাদের সকলকেই তার আদর্শ ধারণ করে এগিয়ে যাওয়া উচিত। আমি তার সুস্বাস্থ্য কামনা করছি।
-
মালাম ভাই আপনাকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আমাদের বাংলাদেশে এই প্রথম মিথিক্যাল মেম্বার হলো যে জন্য আমরা এখন গর্বের সাথে বলতে পারবো আমাদের বাংলাদেশী বড় ভাই মিথিক্যাল মেম্বার হয়েছে। আপনি দীর্ঘদিন পরিশ্রম করে মিথিক্যাল মেম্বার হয়েছেন দোয়া করি আপনি আরো এগিয়ে যান। ভাই আমাদের জন্য একটু দোয়া রাখবেন যেন আমরা আপনার মত হতে পারি।
-
অভিনন্দন অভিনন্দন এবং অভিনন্দন সাথে অনেক অনেক শুভেচ্ছা সত্যি খুব আনন্দ লাগছে কারন আপনি বাংলাদেশের একজন রত্ন ৷ কেননা আপনার মত রত্ম দের মাধ্যমে অনেক বেকার যুবক যুবতী সহযোগিতা পেয়ে কাজ করে জীবিকা নির্বাহ করছে৷তাছাড়া 5000 পোষ্ট কৱা বিশাল ব্যাপার যে কারো পক্ষে অনেক কষ্টের ব্যাপার।আপনি সেটা করে সফল হয়েছেন।আমি সহ বাংলা ফোরামের সমস্ত বাংলা ভাষা ভাষীদের পক্ষ থেকে আপনার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি৷
-
Malam90 ভাইকে প্রাণঢালা শুভেচ্ছা জানাই প্রথম বাংলাদেশি হিসেবে মিথিক্যাল rank অর্জন করায়।
-
মালাম ভাই আমাদের বাংলাদেশে এই প্রথম আপনি মিথিক্যাল মেম্বার হয়েছেন। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। দোয়া করি ভাই আপনি অবশ্যই আরো এগিয়ে যাবেন এবং আমাদের বাংলা ভোটকে আরো অনেক ভালো জায়গায় নিয়ে যেতে পারেন। আমাদের বাংলাদেশে আপনি প্রথম মিথিক্যাল মেম্বার হওয়া এখন আমরা বলতে পারব আমাদের বাংলা ফোরামের এক ভাই মিথিক্যাল মেম্বার হয়েছে।
-
আজ আমরা গভীর ভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি সেই সাথে অভিনন্দন জানাচ্ছি বাংলা বোর্ডের মডারেটর, সর্ব প্রথম বাংলাদেশী মিথিকাল malam90 কে। তার ফোরাম এবং ফোরাম এর সদস্য দের প্রতি ভালবাসার ফলাফল আমরা নিজেরা উপভোগ করতে পারচ্ছি।আমি মনে করি বাংলাদেশী যত সদস্য আছে এই ফোরামে সবাই আপনার ভালবাসা প্রাথী।
-
নিরন্তর শুভেচ্ছা ও অভিনন্দন সুযোগ্য মডারেটর malam90। আপনার এই অর্জন সত্যি আমাদের জন্য অনুপ্রেরণা, আপনি আমাদের সামনের পথচলার পাথেয়। আপনার এই অর্জনে আমরা সবাই খুবই আনন্দিত। আপনার আকাশছোয়া সফলতা আশা করি। আপনি বিশ্বের দরবারে যেভাবে বাংলাদেশ কে উপস্থাপন করেছেন সেটা সবার দ্বারা সম্ভব না। আপনি হিরার টুকরা তাই হিরা যেখানে যেভাবে থাকুক তার বৈশিষ্ট্য হিরার মতই থাকবে। নিরন্তর শুভ কামনা।
-
এই প্রথম আমাদের বাংলাদেশি একজন মিথিক্যাল মেম্বার হলো তিনি হচ্ছেন আমাদের ফোরামের মোডারেটর এবং বিভিন্ন গ্লোবাল সেকশনের মডারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি হচ্ছেন মালাম ভাই। সালাম ভাই আমি আপনাকে আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। ভাই আপনি আরো এগিয়ে যান এই দোয়াই করি আল্লাহ তাআলার কাছে। করবেন ভাই আপনার মত যেন আমরা ভবিষ্যতে হতে পারি।
-
অন্যান্য সকলের মতোই আমিও @Malam90 ভাইকে অভিনন্দন জানাই এবং তিনি কঠোর পরিশ্রমের কারণেই এমন পর্যায় যেতে পেরেছেন। সামনের চলার পথ আরো সহজ ও সাবলিল হোক এই দোয়া রইল।
ব্যক্তিগত ভাবে আমি পারবকিনা জানিনা তবে সত্যিই অভিনন্দন পাবার যোগ্য আমাদের এই ভাই। আমিও চাইব উনার কাজের দেখাদেখি অন্যরা উৎসাহ পাবে এবং ভালো ভালো কাজ করে নিজের পাশাপাশি দেশের নাম উজ্জ্বল করবে।
আপনার জন্যও দোয়া রইলো , কারণ আপনিও বাংলা বোর্ডের জন্য অনেক কিছু করতেছেন এবং অন্যান্য সকল সিনিয়র ভাইদের মতোই আপনিও আপানার কাজের ফলাফল পাবেন এবং মিথিকাল র্যাংক অর্জন করবেন। আর অন্যান্য ভাইদের জন্য শুভকামনা এবং দোয়া রইলো।
-
মিথিক্যাল রেঙ্ক এ আমাদের বাংলাদেশি অবশেষে একজন হলো তা হল হলো আমাদের বাংলা বোর্ডের মডারেটর ভাই। তাকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। তিন আমাদের গর্বের বিষয়। আমরা ভবিষ্যতে তার মত করে কাজ করতে চাই ।
-
আমিই হয়তো বাংলাদেশ থেকে প্রথম মিথিকাল কিন্তু এটা মাত্র শুরু। সামনের দিনগুলোতে আরো অনেকেই মিথিকাল র্যাংক অর্জন করবেন। আপনাদের অনেকেই হয়তো জানেন-আমি প্রথম লিজেন্ডারী বাংলাদেশ এবং বাংলাভাষীদের মধ্য থেকে। দীর্ঘদিন ধরে আমি একাই লিজেন্ডারী ছিলাম। তার পরে অনেকেই লিজেন্ডারী র্যাংক অর্জন করেছেন। সুতারং কেউ হয়তো আগে যাবে, কেউ পরে যাবে কিন্তু সবগুলোই সমান। সবার জন্যও শুভ কামনা রইলো।
-
অভিনন্দন রইল মালাম ভাই,
আপনি আপনার পরিশ্রমের ফল পেয়েছেন। আপনাকে দেখে আমাদের সকলেরই শিক্ষা নেওয়া উচিৎ। কতটা ধৈর্য্য ধরে কাজ করলে মিথিক্যাল র্যাংক অর্জন করা সম্ভব সেটা আপনাকে দেখলেই বোঝা যায়।
অনেক দিন পর আজ আবারও আপনার প্রোফাইল টা ঘেটে দেখলাম এবং মনের মধ্যে অন্যরকম একটা উৎসাহ পেলাম যা আমার ভবিষ্যতের দূর্গম পথটাকেও অনেক সহজ করে তুলতে সহায়তা করবে।
-
মালাম৯০ ভাইকে অভিনন্দন রইলো। তিনি ফোরামে আমাদের সকলের প্রতি খুব দায়িত্বশীল। তিনি দিন দিন আরো ভালো রাংক অর্জন করুক সেটা আমরা চাই। বাংলা বোর্ডের মডারেটর বাবু ভাই অনেক পরিশ্রম করেন, আমি চাই তিনিও ভালো রাংক অর্জন করুক।
-
অভিনন্দন Malam90 কে বাংলাদেশী হয়ে এত বড় র্য্রক পাওয়ার জন্যে। এটি সমগ্র বাংলাদেশিদের একটি চাওয়া এবং পাওয়া। সত্যিই এটি বড় কঠিন কাজ। এটা যে করেছে সেই জানে যে কতটা কাঠ কয়লা পুড়িয়ে এতদুর আসতে হয়।
-
মালাম ভাই আমি আমার বুক ভরা ভালবাসা ও শুভেচ্ছা রইল আপনার জন্য। আসলে যারা পরিশ্রম করে তার ফল সবাই পেয়ে থাকে এটা তার প্রমান আপনি নিজেই। আপনি দীর্ঘদিন কষ্ট করে মিথিক্যাল মেম্বার ব্যাংক অর্জন করেছেন যেটা আমাদের বাংলাদেশীদের সুনাম বয়ে এনেছেন। আমাদের বাংলা ফোরাম এর মধ্যে আপনি প্রথমত মিথিক্যাল হয়েছেন।
-
Malam90 (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=44979) প্রথম বাংলাদেশী হিসেবে মিথিকাল র্যাংক অর্জন করায় আমরা গর্বিত এবং সকল বাংলাদেশীদের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা রইলো। এটা চাট্টিখানি কথা নয়, কারণ ৫০০০ পোস্ট করতে গেলে অনেক দম লাগে যা ওনি করে দেখিয়ে দিয়েছেন।সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ওনার পোষ্টের কোয়ালিটি ছিলো অনেক উন্নত । তিনি যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং ফোরামে অনেক অবদান রেছে চলেছেন তার সামান্য অংশ মাত্র। তিনি একাধারে অনেকগুলো বোডের মডারেটর, সিনেটর, ডিটি মেম্বারের দায়িত্ব পালন করতেছে যা সত্যিই আমাদের জন্য অনুপ্রেরণা। আমরা তার দেখানো পথে চলতে পারলে সফল হতে পারবো। আমরা তার সর্বাঙ্গিন সাফল্য কামনা করছি। অভিনন্দন Malam90 আপনাকে আমার পক্ষ থেকে এবং সকল বাংলা ভাষীদের পক্ষ থেকে। শুভ হোক আপনার পথচলা। :)
মালাম ভাইকে মিথিক্যাল র্যাংক অর্জন করার জন্য এই ফোরামের সকলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তিনি এই ফোরামের সকলকে সবসময় পজেটিভ দিক নির্দেশনা দিয়ে কিভাবে বাংলা বোর্ডকে এগিয়ে নেওয়া যায় সেই অনুপ্রেরণা জাগিয়ে দিতেন। তাই আমি আাশা করছি সে আরও দ্রুত উপরের র্যাংক গুলো অর্জন করে ফেলবে। এই ফোরামের আমি নতুন ইউজার হয়ে সবসময় আমি মালাম ভাইয়ের পোস্ট ফলো করতাম যাতে ভালো কিছু করতে পারি। সব শেষে আপনার জন্য দোয়া রইলো যাতে আপনি আরও ভালো কিছু করতে পারেন এবং আমাদের মধ্যে অনুপ্রেরণা জাগিয়ে দিতে পারেন।
-
Malam90 (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=44979) প্রথম বাংলাদেশী হিসেবে মিথিকাল র্যাংক অর্জন করায় আমরা গর্বিত এবং সকল বাংলাদেশীদের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা রইলো। এটা চাট্টিখানি কথা নয়, কারণ ৫০০০ পোস্ট করতে গেলে অনেক দম লাগে যা ওনি করে দেখিয়ে দিয়েছেন।সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ওনার পোষ্টের কোয়ালিটি ছিলো অনেক উন্নত । তিনি যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং ফোরামে অনেক অবদান রেছে চলেছেন তার সামান্য অংশ মাত্র। তিনি একাধারে অনেকগুলো বোডের মডারেটর, সিনেটর, ডিটি মেম্বারের দায়িত্ব পালন করতেছে যা সত্যিই আমাদের জন্য অনুপ্রেরণা। আমরা তার দেখানো পথে চলতে পারলে সফল হতে পারবো। আমরা তার সর্বাঙ্গিন সাফল্য কামনা করছি। অভিনন্দন Malam90 আপনাকে আমার পক্ষ থেকে এবং সকল বাংলা ভাষীদের পক্ষ থেকে। শুভ হোক আপনার পথচলা। :)
মালাম ভাইকে মিথিক্যাল র্যাংক অর্জন করার জন্য এই ফোরামের সকলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তিনি এই ফোরামের সকলকে সবসময় পজেটিভ দিক নির্দেশনা দিয়ে কিভাবে বাংলা বোর্ডকে এগিয়ে নেওয়া যায় সেই অনুপ্রেরণা জাগিয়ে দিতেন। তাই আমি আাশা করছি সে আরও দ্রুত উপরের র্যাংক গুলো অর্জন করে ফেলবে। এই ফোরামের আমি নতুন ইউজার হয়ে সবসময় আমি মালাম ভাইয়ের পোস্ট ফলো করতাম যাতে ভালো কিছু করতে পারি। সব শেষে আপনার জন্য দোয়া রইলো যাতে আপনি আরও ভালো কিছু করতে পারেন এবং আমাদের মধ্যে অনুপ্রেরণা জাগিয়ে দিতে পারেন।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া এমন একটি মূল্যবান কথা সবার সাথে শেয়ার করার জন্য। আমরা সবাই এই কথাটি দ্বারা অনেক উপকৃত হয়েছি। সর্বদা এই ধরনের কথা তাদের কাছ থেকে আশা করি। এতে আমরা অনেক উপকৃত হই পরবর্তী সময়ে কাজে লাগাতে পারি। এতে আমাদের সময়কার দুটি ভালো হয়।
-
আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ থেকে এতদুর পর্যন্ত আপনি গিয়েছেন শুধুমাত্র একজন আপনি প্রথম এই সর্বোচ্চ রেংক পেলেন এ কারণে আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন আপনাকে ফোরামে আমরা মডারেটর হিসেবে পেয়ে আমরা খুব স্বাচ্ছন্দ্যবোধ করি এবং আপনাকে অনেক ভালো লাগে আপনার গোছানো সাজানো-গোছানো পোস্টগুলো যখন পড়ি তখন খুব ভালো লাগে এবং খুব ভালোভাবে বুঝতে পারি এজন্য আপনাকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি আপনি এভাবে আমাদের বাংলা ফোরাম কে সাজাতে থাকুন আমরা আপনার পাশে আছি অবশ্যই
-
আপনাকে অনেক ধন্যবাদ কারণ আপনি অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। মালাম ভাই প্রথম বাংলাদেশী হিসেবে মিথিক্যাল রেঙ্ক অর্জন করেছেন। তার জন্য এই ফোরামের সবার পক্ষ থেকে অনেক অভিনন্দন রইল এবং আপনি আরো এগিয়ে যান।
-
Malam90 (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=44979) প্রথম বাংলাদেশী হিসেবে মিথিকাল র্যাংক অর্জন করায় আমরা গর্বিত এবং সকল বাংলাদেশীদের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা রইলো। এটা চাট্টিখানি কথা নয়, কারণ ৫০০০ পোস্ট করতে গেলে অনেক দম লাগে যা ওনি করে দেখিয়ে দিয়েছেন।সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ওনার পোষ্টের কোয়ালিটি ছিলো অনেক উন্নত । তিনি যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং ফোরামে অনেক অবদান রেছে চলেছেন তার সামান্য অংশ মাত্র। তিনি একাধারে অনেকগুলো বোডের মডারেটর, সিনেটর, ডিটি মেম্বারের দায়িত্ব পালন করতেছে যা সত্যিই আমাদের জন্য অনুপ্রেরণা। আমরা তার দেখানো পথে চলতে পারলে সফল হতে পারবো। আমরা তার সর্বাঙ্গিন সাফল্য কামনা করছি। অভিনন্দন Malam90 আপনাকে আমার পক্ষ থেকে এবং সকল বাংলা ভাষীদের পক্ষ থেকে। শুভ হোক আপনার পথচলা। :)
এই প্রথম মিথিক্যাল রেঙ্কদারী হিসেবে Malam90 ভাই কে প্রাণঢালা অভিনন্দন জানাই। আমার মনে হয় উনি প্রথম যে প্রথম বাংলাদেশি হিসেবে মিথিক্যাল রেঙ্ক অর্জন করলেন।
-
বাংলা বোর্ড থেকে এই প্রথম কোন ব্যক্তি মিথিক্যাল রেঙ্ক স্পর্শ করল।
অভিনন্দন#মালাম 90 ভাইকে এত সুন্দর একটি মাইলফলক স্পর্শ করার জন্য।