Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Maynul96 on March 13, 2021, 01:01:25 PM

Title: Uniswap - এর আকাশছোঁয়া ফি
Post by: Maynul96 on March 13, 2021, 01:01:25 PM
আমরা জানি যে বর্তমানে Uniswap  এক্সচেঞ্জের ফি অনেক বেশি, যেটা অত্যান্ত বিরক্তিকর বিষয়। তবে আমার শোনা মতে এক এক সময়ে ফি এক এক রকমের হয়। আচ্ছা কোন সময়ে সোয়াপ করলে ফি টা কম কাটবে? আপনার জানা থাকলে একটু মতামত শেয়ার করুন।           
Title: Re: Uniswap - এর আকাশছোঁয়া ফি
Post by: babu10 on March 13, 2021, 01:54:37 PM
@Maynul96 এটা আসলে কোন কেউ বলতে পারবেনা এটা মার্কেটের উপর নির্ভর করে উঠানামা করে। আমার কাছে প্রথম থেকেই এই এক্সচেঞ্জার বাজে লেগেছে তাছাড়া এখনতো সব এক্সচেঞ্জারের মত এখানেও অনেক বেশী ফি কাটে এবং আমার জানামতে অনেকে এখানে ট্রেড করতে গিয়ে আসলটুকু ও হারিয়েছে। তাই পারতপক্ষে এখানে ট্রেড না করাই উত্তম।
Title: Re: Uniswap - এর আকাশছোঁয়া ফি
Post by: Triedboy on March 14, 2021, 02:25:59 AM
Uniswap এক্সচেঞ্জ এর জনপ্রিয়তা রয়েছে কিন্তু ট্রানজেকশন ফি অতিরিক্ত লাগে। আমি একটা টোকেন পেয়েছি কিন্তু সেটা হচ্ছ Uniswap এক্সচেঞ্জে লিস্ট কিন্তু আমি সেল দিতে গিয়ে দেখলাম যে পরিমাণ বিক্রি করতে পারব তার থেকে বেশি ট্রানজেকশন ফি লাগবে। এজন্য আমি মনে করি এখন এই এক্সচেঞ্জে ট্রেড না করাটাই উত্তম। হয়তো কোন এক সময় ট্রানজেকশন ফ্রী কমে আসবে তখন ট্রেড করা যাবে।
Title: Re: Uniswap - এর আকাশছোঁয়া ফি
Post by: Malam90 on March 14, 2021, 04:39:02 AM
ভাই, আমি সবাইকে বলছি যতদিন ইথারিয়াম নেটওয়ার্কের ট্রানজেকশন ফি না কমবে ততদিন কেউ ভুলেও ইউনিসোয়াপে ঢুকবেন না। ঢুকলে গলা কাঁটা যাবে। ছোট ছোট ট্রানজেকশন করার জন্য আপনি একচেঞ্জারে নিতে পারেন তবে ইউনিসোয়াপ,১ইঞ্চি তেও যাবেন না। এগুলোতে প্রথমে কনফার্ম করার জন্য ফি কাটবে। পরে আবার সোয়াপ করার জন্য অনেক বেশি ফি কাটে যা একচেঞ্জ এর তুলনায় অনেক বেশি। তবে এটাও সত্য একচেঞ্জ থেকে উইথড্র করতেও ফি লাগে।
Title: Re: Uniswap - এর আকাশছোঁয়া ফি
Post by: iRan Chy on March 14, 2021, 04:52:59 AM
আমরা জানি যে বর্তমানে Uniswap  এক্সচেঞ্জের ফি অনেক বেশি, যেটা অত্যান্ত বিরক্তিকর বিষয়। তবে আমার শোনা মতে এক এক সময়ে ফি এক এক রকমের হয়। আচ্ছা কোন সময়ে সোয়াপ করলে ফি টা কম কাটবে? আপনার জানা থাকলে একটু মতামত শেয়ার করুন।           
আসলে UniSwap এ সোয়াপ করার সময় বেশি ফি লাগে এটা ইউনিসোয়াপের কোন সমস্যা নয়, এই সমস্যাটা ইথিরিয়ামের। ইথিরিয়াম ব্লকচেইনের অতিরিক্ত ব্যবহারের কারণেই ইথিরিয়ামের গ্যাস ফি এতো বৃদ্ধি পেয়েছে। আর স্বাভাবিক ট্রাঞ্জেকশন ফি এর চেয়ে UniSwap এ ট্র‍্যাড করতে হলে ফি বেশি লাগার কারণ হচ্ছে UniSwap কোন সেন্ট্রালাইজ (Centralize) এক্সেঞ্জ নয় যে আপনি অর্ডার লাগাই দিলেন আর কেউ বাই করে নিলো। এটি একটি Dex এবং এটি P2P অর্ডারের মতো হয়ে থাকে, আপনি যেই রেট এ সেল দিচ্ছেন, অন্য একজন একই সময়ে এটি বাই করছে এমন। তো এখানে যেহেতু সেন্ট্রালাইজ এক্সচেঞ্জের মতো অর্ডার/বিট লাগানো যায়না এবং এটি P2P এর মতো হয়ে থাকে, এজন্য এটির জন্য গ্যাস ফিটাই প্রধান হয়ে পড়ে। এবং যে যত বেশি গ্যাস ফি দেয়, তার ট্রাঞ্জেকশন আগে কম্পলিট হয়। এটাই প্রধান কারণ, UniSwap এ ফি বেশি লাগার।

আপনি একদম ভোরে এবং দুপুরের সময় সোয়াপ করার চেষ্টা করুন। তখন gwei অনেক কম থাকে বিদায় ফি প্রায় অর্ধেকে নেমে আসে।
Title: Re: Uniswap - এর আকাশছোঁয়া ফি
Post by: Malam90 on March 14, 2021, 05:05:48 AM
আমরা জানি যে বর্তমানে Uniswap  এক্সচেঞ্জের ফি অনেক বেশি, যেটা অত্যান্ত বিরক্তিকর বিষয়। তবে আমার শোনা মতে এক এক সময়ে ফি এক এক রকমের হয়। আচ্ছা কোন সময়ে সোয়াপ করলে ফি টা কম কাটবে? আপনার জানা থাকলে একটু মতামত শেয়ার করুন।           
আসলে UniSwap এ সোয়াপ করার সময় বেশি ফি লাগে এটা ইউনিসোয়াপের কোন সমস্যা নয়, এই সমস্যাটা ইথিরিয়ামের। ইথিরিয়াম ব্লকচেইনের অতিরিক্ত ব্যবহারের কারণেই ইথিরিয়ামের গ্যাস ফি এতো বৃদ্ধি পেয়েছে। আর স্বাভাবিক ট্রাঞ্জেকশন ফি এর চেয়ে UniSwap এ ট্র‍্যাড করতে হলে ফি বেশি লাগার কারণ হচ্ছে UniSwap কোন সেন্ট্রালাইজ (Centralize) এক্সেঞ্জ নয় যে আপনি অর্ডার লাগাই দিলেন আর কেউ বাই করে নিলো। এটি একটি Dex এবং এটি P2P অর্ডারের মতো হয়ে থাকে, আপনি যেই রেট এ সেল দিচ্ছেন, অন্য একজন একই সময়ে এটি বাই করছে এমন। তো এখানে যেহেতু সেন্ট্রালাইজ এক্সচেঞ্জের মতো অর্ডার/বিট লাগানো যায়না এবং এটি P2P এর মতো হয়ে থাকে, এজন্য এটির জন্য গ্যাস ফিটাই প্রধান হয়ে পড়ে। এবং যে যত বেশি গ্যাস ফি দেয়, তার ট্রাঞ্জেকশন আগে কম্পলিট হয়। এটাই প্রধান কারণ, UniSwap এ ফি বেশি লাগার।

আপনি একদম ভোরে এবং দুপুরের সময় সোয়াপ করার চেষ্টা করুন। তখন gwei অনেক কম থাকে বিদায় ফি প্রায় অর্ধেকে নেমে আসে।

হা এটা পিটুপি এর মত হয়ে থাকে বিধায় বিট কাজ করবেনা। যা করতে হবে সরাসরি। এজন্য যে যতবেশি ফি দিবে তারটা তত আগেই সম্পাদন হয়। আর একারণেই ফি বাড়ে যা সাধারণ একচেঞ্জে এত ফি হয়না।
আপনার টিপসগুলো উপকারী। +1
Title: Re: Uniswap - এর আকাশছোঁয়া ফি
Post by: Maynul96 on March 15, 2021, 03:46:38 PM
@Maynul96 এটা আসলে কোন কেউ বলতে পারবেনা এটা মার্কেটের উপর নির্ভর করে উঠানামা করে। আমার কাছে প্রথম থেকেই এই এক্সচেঞ্জার বাজে লেগেছে তাছাড়া এখনতো সব এক্সচেঞ্জারের মত এখানেও অনেক বেশী ফি কাটে এবং আমার জানামতে অনেকে এখানে ট্রেড করতে গিয়ে আসলটুকু ও হারিয়েছে। তাই পারতপক্ষে এখানে ট্রেড না করাই উত্তম।
আসলে প্রথমদিকে এই এক্সচেঞ্জের ফিস অনেকটা স্বাভাবিক ছিল কিন্তু যবে থেকে ইথেরিয়ামের দাম বাড়তে শুরু করেছে তখন থেকেই এইসব এক্সচেঙ্জের ফিস বেড়েই চলেছে।     
Title: Re: Uniswap - এর আকাশছোঁয়া ফি
Post by: Maynul96 on March 15, 2021, 03:51:36 PM
আমি একটা টোকেন পেয়েছি কিন্তু সেটা হচ্ছ Uniswap এক্সচেঞ্জে লিস্ট কিন্তু আমি সেল দিতে গিয়ে দেখলাম যে পরিমাণ বিক্রি করতে পারব তার থেকে বেশি ট্রানজেকশন ফি লাগবে। এজন্য আমি মনে করি এখন এই এক্সচেঞ্জে ট্রেড না করাটাই উত্তম। হয়তো কোন এক সময় ট্রানজেকশন ফ্রী কমে আসবে তখন ট্রেড করা যাবে।
আমিও আমার একটা টোকেন সেল করার জন্য ইউনিসোয়াপ এক্সচেঞ্জে গেছিলাম, যার মার্কেট মূল্য ছিল ৭০ ডলারের মতো কিন্তু আমি হিসাব করে দেখলাম যে টোটাল ৬০ ডলারের মতো ফিস কাটবে টোকেন সেল দিতে গেলে।     
Title: Re: Uniswap - এর আকাশছোঁয়া ফি
Post by: Jaya60 on March 15, 2021, 03:56:33 PM
Unisawp এই এক্সচেঞ্জ টির ট্রানজেকশন ফি সত্যি আকাশ ছোঁয়া। এই এক্সচেঞ্জ এ কোন টোকেন বিক্রি করার সময় দেখা যায় সর্বনিম্ন 30 থেকে 40 ডলার গ্যাস লাগে। কি কারণে দেখা যায় কোন ট্রেডার এই এক্সচেঞ্জে ট্রেড করতে চায়না। যদি ট্রানজেকশন ফি কিছুটা কমে আসে তাহলে এই এক্সচেঞ্জের যেরকম জনপ্রিয়তা রয়েছে বিনান্স এক্সচেঞ্জের পরবর্তী স্থানে থাকবে।
Title: Re: Uniswap - এর আকাশছোঁয়া ফি
Post by: Review Master on March 15, 2021, 04:34:00 PM
আমিও আমার একটা টোকেন সেল করার জন্য ইউনিসোয়াপ এক্সচেঞ্জে গেছিলাম, যার মার্কেট মূল্য ছিল ৭০ ডলারের মতো কিন্তু আমি হিসাব করে দেখলাম যে টোটাল ৬০ ডলারের মতো ফিস কাটবে টোকেন সেল দিতে গেলে।   
 
এটির কারণ হলো, বর্তমানের ইথিরিয়াম ট্রান্সজেকশন ফি সিস্টেম এবং Uniswap হলো ইথিরিয়াম ব্লকচেইনের । আর ট্রান্সজেকশন ফি সামনের হার্ডফোর্কের পর কমবে, আর এটি সম্ভবত জুলাই মাসের মধ্যে হবে। আর সবচেয়ে ভালো উপায় হলো, ইথারস্ক্যানে দেখা বর্তমানের সোয়াপ ফি কত এবং এটি ইথারস্ক্যান সংযুক্ত করায় সকলের অনেক উপকার হয়েছে।
লিংক: https://etherscan.io/gasTracker
Title: Re: Uniswap - এর আকাশছোঁয়া ফি
Post by: Sasa on March 15, 2021, 04:40:15 PM
বর্তমানে আপনি যেকোনো সময়ে uniswap টোকেন এক্সচেঞ্জ করতে চান না কেন ফি 30$ থেকে 40$ লাগবে। বর্তমানে এই এক্সচেঞ্জ আরে আকাশ ছোঁয়া ফ্রী লাগে। তাই আমি মনে করি এই সময়ে এক্সচেঞ্জ আরে টোকেন এক্সচেঞ্জ করা থেকে বিরত থাকা উচিত। যদি কোন সময় লেনদেন ফ্রি কমে যায় তখন এক্সচেঞ্জ করে নিবেন টোকেন।
Title: Re: Uniswap - এর আকাশছোঁয়া ফি
Post by: Newron on March 15, 2021, 06:24:04 PM
Uniswap - এর আকাশছোঁয়া ফি অনেক বেশি। Uniswap এর ফি 30 থেকে 40 ডলার এর মত। এই ধরনের টোকেন এক্সচেঞ্জ করার জন্য এত বেশি কেমন জানি হয়ে যাই। Uniswap - এর আকাশছোঁয়া ফি কমালে আমাদের সবার জন্যই ভালো।
Title: Re: Uniswap - এর আকাশছোঁয়া ফি
Post by: kulkhan on March 15, 2021, 06:41:02 PM
আপনি ঠিকই বলেছেন uniswap আকাশ ছোয়া ফি কাটা শুরু করেছে,  যেটা আমাদের জন্য অনেক সমস্যার। ইউনিসোয়াফ প্রতি ট্রানজেকশন এর জন্য ৩০$ -৫০$ পর্যন্ত ফি নিচ্ছে যেটা কোন ভাবেই সহনিয় নয়। এর ফলে মানুষ এটার ব্যবহার কামিয়ে বিকল্প কোন এক্সচেঞ্জার ব্যবহাী করছে। আমি মনেকরি কতৃপক্ষ দ্রুত এটার বিষয়ে একটা সিদ্ধান্ত নিবে
Title: Re: Uniswap - এর আকাশছোঁয়া ফি
Post by: iRan Chy on March 15, 2021, 07:10:36 PM
আপনি ঠিকই বলেছেন uniswap আকাশ ছোয়া ফি কাটা শুরু করেছে,  যেটা আমাদের জন্য অনেক সমস্যার। ইউনিসোয়াফ প্রতি ট্রানজেকশন এর জন্য ৩০$ -৫০$ পর্যন্ত ফি নিচ্ছে যেটা কোন ভাবেই সহনিয় নয়। এর ফলে মানুষ এটার ব্যবহার কামিয়ে বিকল্প কোন এক্সচেঞ্জার ব্যবহাী করছে। আমি মনেকরি কতৃপক্ষ দ্রুত এটার বিষয়ে একটা সিদ্ধান্ত নিবে
আমার আর আপনার মতো ট্র‍্যাডারদের মাধ্যমে UniSwap চলেনা। আর ফি এর জন্য UniSwap এর ব্যবহার কমবে এটি আপনার ভুল ধারনা। UniSwap এর ফি আপনার আমার জন্য বেশি হলেও UniSwap এর যারা ট্র‍্যাডার আছে তাদের জন্য এটা কিছুই না। UniSwap এ এমন প্রজেক্ট লিস্ট হয়, যা হতে ১ গুণ থেকে ২০ গুণ (1x - 20x) প্রফিট করা যায়। তো এই হিসাবে $৫০ ফি কিছুই না।

এখানে বড়দের জন্য কোন সমস্যা নেই, যত সমস্যা ছোট ট্র‍্যাডার বা বাউন্টি হান্টারদের। UniSwap এর বেশি ফি এর জন্য UniSwap দায়ী নয়, ফি টা ইথিরিয়ামের জন্য দিতে হচ্ছে। আপনি সরাসরি এর জন্য UniSwap এর দোষ দিতে পারেননা।
Title: Re: Uniswap - এর আকাশছোঁয়া ফি
Post by: AGM on March 15, 2021, 07:55:21 PM
আমার কাছে কিছু টোকেন আছে কিন্তু আমি সেগুলো এখনো সেল করতে পারছিনা। কারন আমরা জানি যে ইউনিসোয়াপে দুবার করে ফি দিতে হয়। আমি যে ফি দিব তাতে আমার টোকেন সেল করলে অনেক লস তাই আমি এখন ট্রানজেকশন করছি না।
Title: Re: Uniswap - এর আকাশছোঁয়া ফি
Post by: Tubelight on March 19, 2021, 05:21:03 PM
Uniswap এক্সচেঞ্জকে ডাকাত এক্সচেঞ্জ বললে ভুল হবে না।কারণেই এক্সচেঞ্জের যে পরিমাণ উইথড্র ফ্রী কাটে যাতে কোনোভাবেই অল্প পরিমাণ নিয়ে এই এক্সচেঞ্জে এক্সচেঞ্জ করা অসম্ভব। তবে সার্বিক বিষয় বিবেচনা করলে এই এক্সচেঞ্জ টি সত্যিই অনেক ভালো একটি এক্সচেঞ্জ।
Title: Re: Uniswap - এর আকাশছোঁয়া ফি
Post by: Magepai on March 20, 2021, 06:43:17 AM
UNISwap এক্সচেঞ্জের কিন্তু অনেক জনপ্রিয় এক্সচেঞ্জ কিন্তু ট্রানজেকশন ফি কিছুটা বেশি সেজন্য সবাই এক্সেঞ্জ কি কথা নেগেটিভ বলছে। কিন্তু আপনি ভালো করে লক্ষ্য করে দেখুন কেউ যদি হিউজ পরিমান ট্রেড করতে চায় তাহলে কিন্তু দেখা যায় তাদের কোনো সমস্যা হয় না। আসলে এই এক্সচেঞ্জার এ যারা হিউজ পরিমান ট্রেড করে তাদের জন্য। কাজ আছে অল্প পরিমাণে তারা ট্রেড করে এক্সচেঞ্জে তাদের লাভের থেকে ক্ষতি বেশি হয়।
Title: Re: Uniswap - এর আকাশছোঁয়া ফি
Post by: Mj joy on March 20, 2021, 07:56:51 AM
আমরা জানি যে বর্তমানে Uniswap  এক্সচেঞ্জের ফি অনেক বেশি, যেটা অত্যান্ত বিরক্তিকর বিষয়। তবে আমার শোনা মতে এক এক সময়ে ফি এক এক রকমের হয়। আচ্ছা কোন সময়ে সোয়াপ করলে ফি টা কম কাটবে? আপনার জানা থাকলে একটু মতামত শেয়ার করুন।           
  ভাই আপনি Uniswap  এক্সচেঞ্জ নিয়ে যে পোস্টটি করেছেন এটা আসলে অনেক মূল্যবান আমি নিজেও আপনার মত এই সমস্যায় ভুগে ছিলাম কিছুদিন আগে তাই আমি সেটাকে ট্রানজেকশন না করে রেখে দিয়েছি । তবে এর সঠিক পরামর্শ আমি দিতে পারছি না কারণ এর সঠিক ফর্মুলা আমার জানা নেই এ বিষয়ে সিনিয়র ভাইরা আছেন তাঁরা আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবেন ধন্যবাদ মূল্যবান পোষ্ট করার জন্য ।