Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => স্কাম প্রকল্প ও বাউন্টি আলোচনা => Topic started by: Cleanerbd on March 14, 2021, 11:57:42 AM

Title: ক্রিপটোটক ফোরামের বাউন্টি
Post by: Cleanerbd on March 14, 2021, 11:57:42 AM
আমরা হয়তো অনেকেই এই ফোরাম সম্পর্কে জেনেছি বা অনেকে এখনো শুনেননি। তাদের জন্য এই ফোরাম এবং বাউন্টি সম্পর্কে কিছু তথ্য তুলে ধরবো।
আপনি যদি ক্রিপটোটক ফোরামে কাজ করতে চান তাহলে করতে পারেন। কারন সেখানে পোস্ট করার ফলে আপনি আয় করতে পারবেন। আপনাকে প্রথমে সেখানে ১০০ পোস্ট করতে হবে এবং তারপর এর পরের পোস্ট থেকে আয় করতে পারবেন৷ সেখানে প্রতিটি পোস্টের জন্য( টক)  টোকেন প্রদান করা হয় এবং পোস্টের রেটিং এর জন্য সাটোশি প্রদান করা হয়।
এখন বাউন্টি নিয়ে কিছু আলোচনা করি।
এই ফোরামে যতগুলো বাউন্টি আসে সেগুলোকে আমরা এককথায় হিট বাউন্টি বলতে পারি।
সেখানে টন এর বাউন্টি এসেছিলো এবং সেখান থেকে মেম্বার থেকে হিরু মেম্বাররা অনেক অর্থ আয় করেছিলো।
তারপর বেটফুরি এর বাউন্টি এসেছিলো এবং সেখান থেকে ভালো আয় করছে সবাই। তবে তাদের বিএফজি টোকেন এখনো লিস্টেড হয়নি, তবে তাদের সাইট থেকে আমরা স্টেকিং এর বোনাস পেয়ে যাচ্ছি। তবে লিস্টেড হলে আমরা ভালো কিছু অর্জন করবো আশা করা যায়।
তাই আপনারা যদি চান তাহলে সে ফোরামে জয়েন করতে পারেন, এবং পোস্ট করে আয় এবং বাউন্টি করতে পারেন।
Title: Re: ক্রিপটোটক ফোরামের বাউন্টি
Post by: AGM on March 15, 2021, 08:17:27 PM
আমরা হয়তো অনেকেই এই ফোরাম সম্পর্কে জেনেছি বা অনেকে এখনো শুনেননি। তাদের জন্য এই ফোরাম এবং বাউন্টি সম্পর্কে কিছু তথ্য তুলে ধরবো।
আপনি যদি ক্রিপটোটক ফোরামে কাজ করতে চান তাহলে করতে পারেন। কারন সেখানে পোস্ট করার ফলে আপনি আয় করতে পারবেন। আপনাকে প্রথমে সেখানে ১০০ পোস্ট করতে হবে এবং তারপর এর পরের পোস্ট থেকে আয় করতে পারবেন৷ সেখানে প্রতিটি পোস্টের জন্য( টক)  টোকেন প্রদান করা হয় এবং পোস্টের রেটিং এর জন্য সাটোশি প্রদান করা হয়।
এখন বাউন্টি নিয়ে কিছু আলোচনা করি।
এই ফোরামে যতগুলো বাউন্টি আসে সেগুলোকে আমরা এককথায় হিট বাউন্টি বলতে পারি।
সেখানে টন এর বাউন্টি এসেছিলো এবং সেখান থেকে মেম্বার থেকে হিরু মেম্বাররা অনেক অর্থ আয় করেছিলো।
তারপর বেটফুরি এর বাউন্টি এসেছিলো এবং সেখান থেকে ভালো আয় করছে সবাই। তবে তাদের বিএফজি টোকেন এখনো লিস্টেড হয়নি, তবে তাদের সাইট থেকে আমরা স্টেকিং এর বোনাস পেয়ে যাচ্ছি। তবে লিস্টেড হলে আমরা ভালো কিছু অর্জন করবো আশা করা যায়।
তাই আপনারা যদি চান তাহলে সে ফোরামে জয়েন করতে পারেন, এবং পোস্ট করে আয় এবং বাউন্টি করতে পারেন।
আমি যতদুর জেনেছি যে সেখানে বিডি থেকে রেজিসট্রেশন করলে কাজ হয় না। এ ব্যাপারে আপনার কি কোন তথ্য জানা আছে?
Title: Re: ক্রিপটোটক ফোরামের বাউন্টি
Post by: Cleanerbd on March 16, 2021, 01:59:03 AM
আমি যতদুর জেনেছি যে সেখানে বিডি থেকে রেজিসট্রেশন করলে কাজ হয় না। এ ব্যাপারে আপনার কি কোন তথ্য জানা আছে?

ভাই যদি কাজ না হতো তাহলে আমি এখনো কিভাবে সেই ফোরামে কাজ করছি এবং পেমেন্ট নিচ্ছি। তবে হ্যা অনেকেই সেখানে একাউন্ট খুলতে পারবে না। কারন সে ফোরামে প্রবেশ করতে হলে ভিপিএন প্রয়োজন। অনেকেই এ ব্যাপারে জানে না। তবে আপনারা কেউ সেখানে কাজ করলে সকল সাপোর্ট দিতে পারি
Title: Re: ক্রিপটোটক ফোরামের বাউন্টি
Post by: Rothi roy on March 16, 2021, 11:15:41 AM
ভাই আমি কাজ করতে চাই। কিভাবে রেজিস্ট্রেশন করব। দয়া করে জানাবেন।
Title: Re: ক্রিপটোটক ফোরামের বাউন্টি
Post by: Tubelight on March 18, 2021, 08:05:11 AM
আমরা হয়তো অনেকেই এই ফোরাম সম্পর্কে জেনেছি বা অনেকে এখনো শুনেননি। তাদের জন্য এই ফোরাম এবং বাউন্টি সম্পর্কে কিছু তথ্য তুলে ধরবো।
আপনি যদি ক্রিপটোটক ফোরামে কাজ করতে চান তাহলে করতে পারেন। কারন সেখানে পোস্ট করার ফলে আপনি আয় করতে পারবেন। আপনাকে প্রথমে সেখানে ১০০ পোস্ট করতে হবে এবং তারপর এর পরের পোস্ট থেকে আয় করতে পারবেন৷ সেখানে প্রতিটি পোস্টের জন্য( টক)  টোকেন প্রদান করা হয় এবং পোস্টের রেটিং এর জন্য সাটোশি প্রদান করা হয়।
এখন বাউন্টি নিয়ে কিছু আলোচনা করি।
এই ফোরামে যতগুলো বাউন্টি আসে সেগুলোকে আমরা এককথায় হিট বাউন্টি বলতে পারি।
সেখানে টন এর বাউন্টি এসেছিলো এবং সেখান থেকে মেম্বার থেকে হিরু মেম্বাররা অনেক অর্থ আয় করেছিলো।
তারপর বেটফুরি এর বাউন্টি এসেছিলো এবং সেখান থেকে ভালো আয় করছে সবাই। তবে তাদের বিএফজি টোকেন এখনো লিস্টেড হয়নি, তবে তাদের সাইট থেকে আমরা স্টেকিং এর বোনাস পেয়ে যাচ্ছি। তবে লিস্টেড হলে আমরা ভালো কিছু অর্জন করবো আশা করা যায়।
তাই আপনারা যদি চান তাহলে সে ফোরামে জয়েন করতে পারেন, এবং পোস্ট করে আয় এবং বাউন্টি করতে পারেন।
ভাই আমার জানা মতে এই ফোরামে বাংলাদেশি পার্টিসিপেন্ট অ্যালাউ না।কারণ এই ফোরাম থেকে একটি এয়ার্ড্রপ এসেছিল যেখানে আমাদের বাংলাদেশিরা প্রচুর পরিমাণ স্কাম করেছিল। এজন্যই এই ফোরামের এডমিন সকল বাংলাদেশকে এই ফোরামের জন্য নিষিদ্ধ করেছে।
Title: Re: ক্রিপটোটক ফোরামের বাউন্টি
Post by: Cleanerbd on March 25, 2021, 07:17:53 PM
ভাই আমার জানা মতে এই ফোরামে বাংলাদেশি পার্টিসিপেন্ট অ্যালাউ না।কারণ এই ফোরাম থেকে একটি এয়ার্ড্রপ এসেছিল যেখানে আমাদের বাংলাদেশিরা প্রচুর পরিমাণ স্কাম করেছিল। এজন্যই এই ফোরামের এডমিন সকল বাংলাদেশকে এই ফোরামের জন্য নিষিদ্ধ করেছে।
বাংলাদেশের প্রায় অনেকে সেখানে কাজ করে এবং স্প্যাম করে।কিন্তু এডমিন বাংলাদেশের লোকদের পেমেন্ট বন্ধ করেছে কিন্তু নিষিদ্ধ করেনি। তবে যারা ভালো সদস্য তারা পেমেন্ট পাবে। এবং আমিও পাচ্ছি। 
Title: Re: ক্রিপটোটক ফোরামের বাউন্টি
Post by: Cleanerbd on March 25, 2021, 07:19:36 PM
ভাই আমি কাজ করতে চাই। কিভাবে রেজিস্ট্রেশন করব। দয়া করে জানাবেন।
সকল ফোরামে রেজিষ্ট্রেশন করা একইরকম। আপনি যদি না খুলতে পারেন তাহলে ইনবক্সে নক করবেন। সকল ধরনের সাহায্য করবো এই বিষয়ে। তবে সেখানে পেমেন্ট বেশী পাওয়ার লোভে স্প্যাম কইরেন না
Title: Re: ক্রিপটোটক ফোরামের বাউন্টি
Post by: saidul2105 on March 26, 2021, 03:29:34 AM
ক্রিপ্টোটক ফোরামে কাজ করার ইচ্ছা আছে।  অল্প কিছু দিনের মধ্যেই ক্রিপ্টোটকে একাউন্ট করবো ভাবতেছি।  এই বিষয়ে আপনার হেল্প লাগলে অবশ্যই আমি আপনার সাথে যোগাযোগ করবো।                   
Title: Re: ক্রিপটোটক ফোরামের বাউন্টি
Post by: HeartBit143 on March 26, 2021, 03:05:05 PM
ক্রিপ্টোটক ফোরাম বলতে যে কোন ফোরাম আছে সেটা আমার জানাই ছিলো না। ক্রিপ্টোটক ফোরামও কি এলোটকয়েনটকের মতোই?  সেখানেও কি এলোটকয়েনের মতোই বাউন্টি ও এয়ারড্রপ আসে?               
Title: Re: ক্রিপটোটক ফোরামের বাউন্টি
Post by: Cleanerbd on March 28, 2021, 10:16:22 AM
ক্রিপ্টোটক ফোরাম বলতে যে কোন ফোরাম আছে সেটা আমার জানাই ছিলো না। ক্রিপ্টোটক ফোরামও কি এলোটকয়েনটকের মতোই?  সেখানেও কি এলোটকয়েনের মতোই বাউন্টি ও এয়ারড্রপ আসে?               
সেই ফোরামে বাউন্টি খুব কম আসে। আর যেগুলাই আসে সেগুলো খুব হিট বাউন্টি। এবং সেখানে পোস্ট করার জন্য আপনি পেমেন্ট পাবেন।
Title: Re: ক্রিপটোটক ফোরামের বাউন্টি
Post by: Dark Knight on March 28, 2021, 08:16:56 PM
আমরা হয়তো অনেকেই এই ফোরাম সম্পর্কে জেনেছি বা অনেকে এখনো শুনেননি। তাদের জন্য এই ফোরাম এবং বাউন্টি সম্পর্কে কিছু তথ্য তুলে ধরবো।
আপনি যদি ক্রিপটোটক ফোরামে কাজ করতে চান তাহলে করতে পারেন। কারন সেখানে পোস্ট করার ফলে আপনি আয় করতে পারবেন। আপনাকে প্রথমে সেখানে ১০০ পোস্ট করতে হবে এবং তারপর এর পরের পোস্ট থেকে আয় করতে পারবেন৷ সেখানে প্রতিটি পোস্টের জন্য( টক)  টোকেন প্রদান করা হয় এবং পোস্টের রেটিং এর জন্য সাটোশি প্রদান করা হয়।
এখন বাউন্টি নিয়ে কিছু আলোচনা করি।
এই ফোরামে যতগুলো বাউন্টি আসে সেগুলোকে আমরা এককথায় হিট বাউন্টি বলতে পারি।
সেখানে টন এর বাউন্টি এসেছিলো এবং সেখান থেকে মেম্বার থেকে হিরু মেম্বাররা অনেক অর্থ আয় করেছিলো।
তারপর বেটফুরি এর বাউন্টি এসেছিলো এবং সেখান থেকে ভালো আয় করছে সবাই। তবে তাদের বিএফজি টোকেন এখনো লিস্টেড হয়নি, তবে তাদের সাইট থেকে আমরা স্টেকিং এর বোনাস পেয়ে যাচ্ছি। তবে লিস্টেড হলে আমরা ভালো কিছু অর্জন করবো আশা করা যায়।
তাই আপনারা যদি চান তাহলে সে ফোরামে জয়েন করতে পারেন, এবং পোস্ট করে আয় এবং বাউন্টি করতে পারেন।
সুন্দরও ইনফরমেটিভ পোস্ট করেছেন। আমিও ক্রিপ্টো টক ফোরামে একাউন্ট করতে চাই এবং কাজ করতে চাই। কিন্তু আমি এই ফোরামের নাম আজকে প্রথম শুনলাম। এই ফোরাম ওকি অ্যালার্ট কয়েন এর মত নাকি অন্য রকম।
Title: Re: ক্রিপটোটক ফোরামের বাউন্টি
Post by: Mist Joya on April 08, 2021, 07:43:05 PM
আমরা হয়তো অনেকেই এই ফোরাম সম্পর্কে জেনেছি বা অনেকে এখনো শুনেননি। তাদের জন্য এই ফোরাম এবং বাউন্টি সম্পর্কে কিছু তথ্য তুলে ধরবো।
আপনি যদি ক্রিপটোটক ফোরামে কাজ করতে চান তাহলে করতে পারেন। কারন সেখানে পোস্ট করার ফলে আপনি আয় করতে পারবেন। আপনাকে প্রথমে সেখানে ১০০ পোস্ট করতে হবে এবং তারপর এর পরের পোস্ট থেকে আয় করতে পারবেন৷ সেখানে প্রতিটি পোস্টের জন্য( টক)  টোকেন প্রদান করা হয় এবং পোস্টের রেটিং এর জন্য সাটোশি প্রদান করা হয়।
এখন বাউন্টি নিয়ে কিছু আলোচনা করি।
এই ফোরামে যতগুলো বাউন্টি আসে সেগুলোকে আমরা এককথায় হিট বাউন্টি বলতে পারি।
সেখানে টন এর বাউন্টি এসেছিলো এবং সেখান থেকে মেম্বার থেকে হিরু মেম্বাররা অনেক অর্থ আয় করেছিলো।
তারপর বেটফুরি এর বাউন্টি এসেছিলো এবং সেখান থেকে ভালো আয় করছে সবাই। তবে তাদের বিএফজি টোকেন এখনো লিস্টেড হয়নি, তবে তাদের সাইট থেকে আমরা স্টেকিং এর বোনাস পেয়ে যাচ্ছি। তবে লিস্টেড হলে আমরা ভালো কিছু অর্জন করবো আশা করা যায়।
তাই আপনারা যদি চান তাহলে সে ফোরামে জয়েন করতে পারেন, এবং পোস্ট করে আয় এবং বাউন্টি করতে পারেন।
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ no other CT সনধান দেওয়ার জন্য আমি নিজেও এই ক্রিপ্টো টক ফোরামে  কাজ করতে উৎসাহী কিন্তু আমি এই বিষয়ে কোন কিছুই জানিনা দয়া করে যদি একটু জানাতেন বা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবো সে বিষয়টা একটু বললে আমার খুব ভালো হতো। অবশ্যই আমি আপনাকে পিএম দেব আমাকে একটু সহযোগিতা করবেন এই ফোরামে কাজ করার জন্য ধন্য ধন্যবাদ ভাই ।