Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: ttcsalam on March 15, 2021, 04:58:37 AM
-
ফ্রিল্যান্সার মানে নিজের ব্যবসা, নিজেই ব্যবস্থাপক, নিজেই হিসাবরক্ষক। নিজের সঙ্গে মিটিং করতে হবে। সময়সীমার মধ্যে কাজ করার তাড়া থাকতে হবে। আমরা ফোরামে কাজ করছি মানে ফ্রিল্যান্সিং করছি সে জন্য সবাই কে সব সময় সজাগ থাকতে হবে কেউ জেন মানি লন্ডারিং এর সাথে যুক্ত না হই তা হলে তেমন কোন সমস্যা হবে না বলে মনে করছি।কারন আমরা বিদেশ থেকে টাকা দেশে নিয়ে আসছি।টাকা পাচারের সাথে যুক্ত নই। সবার সুন্দর মতামত আশা করছি।
-
যতদিন পর্যন্ত দেশে ক্রিপ্টো বৈধ না হচ্ছে ততদিন পর্যন্ত আপনি ক্রিপ্টোতে যাই করুন কাজ শেষে টাকা দেশে আনতে গেলেই তো অবৈধভাবে আনতে হবে যেটা দেশের দৃষ্টিকোন থেকে অবৈধ। তাই এটা মানি লন্ডারিং এর আওতায় আসে কারণ আপনি যার কাছে সেল করতেছেন তাকে দেশের টাকা বিদেশে পাচার কিংবা অবৈধ কাজে সহযোগীতা করতেছেন। তাই সবাই কামনা করুন যেন দেশে টাকা আনার পথটা বৈধ হয়।
-
যতদিন পর্যন্ত দেশে ক্রিপ্টো বৈধ না হচ্ছে ততদিন পর্যন্ত আপনি ক্রিপ্টোতে যাই করুন কাজ শেষে টাকা দেশে আনতে গেলেই তো অবৈধভাবে আনতে হবে যেটা দেশের দৃষ্টিকোন থেকে অবৈধ। তাই এটা মানি লন্ডারিং এর আওতায় আসে কারণ আপনি যার কাছে সেল করতেছেন তাকে দেশের টাকা বিদেশে পাচার কিংবা অবৈধ কাজে সহযোগীতা করতেছেন। তাই সবাই কামনা করুন যেন দেশে টাকা আনার পথটা বৈধ হয়।
সঠিক বলেছেন আমি মুলত বর্তমান সময়ে যে ধর পাকড় চলছে তাতে আমরা যারা ফোরামে কাজ করি অধিকাংশ ই অল্প আয়ের মানুষ আমরা যেন দেশের টাকা বিদেশে পাচার করতে নিজেদের কে কোন ভাবেই সম্পৃক্ত না করি সেই দিক টা ফোকাস করছি ।
-
ফ্রিল্যান্সিং মানে মুক্ত পেশা। বাংলাদেশে এখনো পর্যন্ত ক্রিপ্টোকারেন্সি বৈধ করা হয়নি। তাই আমরা ক্রিপ্টোকারেন্সি তে কাজ করে যতই ইনকাম করি সেগুলো কিন্তু অপরাধের শামিল। কারণ আমাদের দেশে এখনো ক্রিপ্টো বৈধ নয়। তাই আমরা চাই অতি দ্রুতই যেন আমাদের দেশে ক্রিপ্টোকারেন্সি বৈধ করা হয়।
-
আমার মনে হয় আমরা বাউন্টি হান্টার রা যে পরিমাণ অর্থ ক্রিপ্টোকারেন্সি তে লেনদেন করছি সেটাকে মানি লন্ডারিং বলা চলে না কিন্তু এটা মানিলন্ডারিং করার ক্ষেত্রে সাহায্য করার শামিল। সেই দিক থেকে আমরা মানি লন্ডারিং কে প্রশ্রয় দিচ্ছি এবং সাহায্য করছি। যাই হোক এটা আমার দেশে অবৈধ। তাই আমাদের ক্রিপ্টোকারেন্সি লেনদেন একটু সাবধানেই করতে হবে। আশা করব খুব দ্রুত আমার বাংলাদেশ এটা বৈধ হয়ে যাবে।
-
টাকা পাচার মূলত তারাই করে যাদের ওঢেল সম্পত্তি আছে। আমার মনে হয় আমরা যারা এখানে কাজ করি তাদের মধ্যে উচ্চ বৃত্তের লোক খুব কম আছে। কাজেই আমার মনে হয় যে আমরা মানি লন্ডারিং এর সাথে সম্পৃক্ত হব না।
-
বর্তমানে আমাদের দেশ ডিজিটাল মুদ্রা লেনদেনকারী বা এদের সাথে সম্পৃক্ত লোকদের আইনের আওতায় আনতে খুব তোড়জোড় শুরু করেছে। বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি অবৈধ হওয়ায় আন্দাজে লেনদেন করি এটা ও অবৈধ। তাই আমরা যেকোন সময় আইনি ঝামেলায় পড়তে পারি। তাই আমাদের লেনদেন করার সময় অবশ্য সর্তকতা অবলম্বন করতে হবে।
-
আমাদের বাংলাদেশের সরকার এখনো ক্রিপ্টোকারেন্সিকে বৈধতা দেয়নি আমাদের বাংলাদেশে। তাই আমাদের দেশে ক্রিপ্টোকারেন্সি থেকে ইনকাম করা মানেই এক ধরনের ক্রাইম করা। তাছাড়া আমাদের মধ্যে মনে হয় না যে কেউ মানি লন্ডারিং করার মতো মানুষ আছে। এখানে যারা আছে তাদের সবাই-ই মুলত মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের সদস্য তাই এদের পক্ষে মানি লন্ডারিং করা সম্ভব নয়।
-
যতদিন পর্যন্ত আমাদের দেশে ক্রিপ্টোকারেন্সি বৈধ না হবে ততদিন পর্যন্ত ক্রিপ্টোকারেন্সি তে কাজ করে যত টাকা ইনকাম করব সেগুলো কিন্তু অবৈধ আর এটা অপরাধও বটে। আপনি যার কাছ থেকে টাকা নিবেন ডলার বিক্রি করে সেও কিন্তু বিদেশ থেকে টাকা আনে এটা মানি লন্ডারিংয়ের মত। আমাদের দেশে ক্রিপ্টোকারেন্সি বৈধ করা হলে আমরা ডলার বিক্রি করে টাকা নিলে সেটা মানি লন্ডারিং হবেনা কারণ তখন আমাদের দেশে তখন ক্রিপ্টোকারেন্সি বৈধ করা হবে।তাই আমরা অধীর আগ্রহে পথ চেয়ে আছি যে কবে আমার দেশে ক্রিপ্টোকারেন্সি বৈধ করা হবে। বিশ্বের অন্যান্য দেশ গুলোতে যখন ক্রিপ্টোকারেন্সি কে বৈধ করে দেয়া হয়েছে সেখানে আমাদের দেশের সরকারের উচিত ক্রিপ্টোকারেন্সি কে বৈধ করে দেওয়া।
-
ফ্রিল্যান্সার মানে নিজের ব্যবসা, নিজেই ব্যবস্থাপক, নিজেই হিসাবরক্ষক। নিজের সঙ্গে মিটিং করতে হবে। সময়সীমার মধ্যে কাজ করার তাড়া থাকতে হবে। আমরা ফোরামে কাজ করছি মানে ফ্রিল্যান্সিং করছি সে জন্য সবাই কে সব সময় সজাগ থাকতে হবে কেউ জেন মানি লন্ডারিং এর সাথে যুক্ত না হই তা হলে তেমন কোন সমস্যা হবে না বলে মনে করছি।কারন আমরা বিদেশ থেকে টাকা দেশে নিয়ে আসছি।টাকা পাচারের সাথে যুক্ত নই। সবার সুন্দর মতামত আশা করছি।
অনেক গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। ভাই আমি ফোরামে নতুন ইউজার। তাই এই বিষয়ে অভিজ্ঞ নই।
-
হ্যাঁ ভাই আপনি একদম ঠিক কথা বলেছেন আমরা যে কাজগুলো করে থাকে এ কাজগুলো সাধারণত আমরা বিদেশি টাকা দেশে আমি আমাদের কাজের মাধ্যমে। তবে বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি লেনদেন ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ আয় আমাদের কাজ গুলো খুবই সতর্কতার সাথে করতে হয়। তবে আশা করি খুব দ্রুতই আমরা এই কাজগুলো করার বৈধতা পেয়ে যাব।
-
আমাদের দেশের ভিতর সরকারি অধিদপ্তর গুলো খুবই সক্রিয়। যে কারণে লেনদেন খুব সাবধানে করতে হয়। মানি লন্ডারিং এর আওতায় 50 হাজার ডলারের উপরে লেনদেন হবে, সেগুলো যদি প্রকাশ পায়। তাহলে মানি লন্ডারিংয়ের মামলা দিয়ে তাকে জেলে করা হয়। তাই সকলে ছোট ছোট কাজ করি। তবে ক্রিপ্টোকারেন্সি লেনদেনের মাত্রা কখনোই দিলে অবশ্যই সেটা মানি লন্ডারিং এর আওতায় পড়বে।
-
ফ্রিল্যান্সিং মানে মানি লন্ডারিং নয়। ফ্রিল্যান্সিং করে আপনার উপার্জিত টাকা ক্যাশ করা এক প্রকার মানি এক্সচেঞ্জ এর মতো। মানি এক্সেনজ এর জন্য যদি আপনি বিদেশি কারো সরণাপন্ন হতো এটি মানি লন্ডারিং এর আওতাভুক্ত হয় না।
-
বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় মুক্তি দেয়া হচ্ছে ফ্রিল্যান্সিং।এই ফ্রিল্যান্সিং এর দিক দিয়ে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে রয়েছে। তাই বলা হয়েছে ফ্রিল্যান্সিং করুন মানি লন্ডারিং নয়।।
-
আমাদের দেশের ভিতর সরকারি অধিদপ্তর গুলো খুবই সক্রিয়। যে কারণে লেনদেন খুব সাবধানে করতে হয়। মানি লন্ডারিং এর আওতায় 50 হাজার ডলারের উপরে লেনদেন হবে, সেগুলো যদি প্রকাশ পায়। তাহলে মানি লন্ডারিংয়ের মামলা দিয়ে তাকে জেলে করা হয়। তাই সকলে ছোট ছোট কাজ করি। তবে ক্রিপ্টোকারেন্সি লেনদেনের মাত্রা কখনোই দিলে অবশ্যই সেটা মানি লন্ডারিং এর আওতায় পড়বে।
ক্রিপ্টোকারেন্সি মার্কেট সম্পর্কে আমাদের অনেকেরই অজানা কিন্তু এই অজানাকে জানা যায় আপনাদের কাজ থেকে এই ফোরামের কিছু সিনিয়র ভাইরাস যারা আমাদের সর্বদা সহায়তা করে ফ্রিল্যান্সিং এবং করুন মাএ কথাটি দ্বারা বোঝানো হয়েছে তাদের সাথে যুক্ত থাকুন অবৈধ কাজের নয়।
-
ফ্রিল্যান্সিং হলো বাংলাদেশের জন্য বৈধ একটি কাজ। কিন্তুমানি লন্ডারিং নয় বাংলাদেশের জন্য অবৈধ একটি কাজ। ফ্রিল্যান্সিং এর দিক দিয়ে বাংলাদেশ দ্বিতীয় স্থানে রয়েছেন। এ কারণেই বলা হয়েছে যে ফিনান্সিং করুন মানি লন্ডারিং নয়। বৈধতা কাকে সাথে সংযুক্ত থাকুন অবৈধ কাজের সাথে নয়।
-
যতদিন পর্যন্ত দেশে ক্রিপ্টো বৈধ না হচ্ছে ততদিন পর্যন্ত আপনি ক্রিপ্টোতে যাই করুন কাজ শেষে টাকা দেশে আনতে গেলেই তো অবৈধভাবে আনতে হবে যেটা দেশের দৃষ্টিকোন থেকে অবৈধ। তাই এটা মানি লন্ডারিং এর আওতায় আসে কারণ আপনি যার কাছে সেল করতেছেন তাকে দেশের টাকা বিদেশে পাচার কিংবা অবৈধ কাজে সহযোগীতা করতেছেন। তাই সবাই কামনা করুন যেন দেশে টাকা আনার পথটা বৈধ হয়।
অবশ্যই ভাই আসলে দেখা যায় আমাদের দেশে বিটকয়েনের কোনো বৈধতা নেই। আমরা লেনদেন করি অনেক বিপদের মধ্যে যদি আমাদের দেশে বিটকয়েনের বৈধতা হয় তাহলে কিন্তু আর কোন সমস্যা হবে না। আমাদের ডলারের আমরা নিজ অমূল্য পাবো সেজন্য অবশ্যই আমরা দোয়া করব যেন অতি তাড়াতাড়ি আমাদের বাংলাদেশ ক্রিপ্টোকারেন্সি বৈধতা পায়।
-
ফ্রিল্যান্সার মানে নিজের ব্যবসা, নিজেই ব্যবস্থাপক, নিজেই হিসাবরক্ষক। নিজের সঙ্গে মিটিং করতে হবে। সময়সীমার মধ্যে কাজ করার তাড়া থাকতে হবে। আমরা ফোরামে কাজ করছি মানে ফ্রিল্যান্সিং করছি সে জন্য সবাই কে সব সময় সজাগ থাকতে হবে কেউ জেন মানি লন্ডারিং এর সাথে যুক্ত না হই তা হলে তেমন কোন সমস্যা হবে না বলে মনে করছি।কারন আমরা বিদেশ থেকে টাকা দেশে নিয়ে আসছি।টাকা পাচারের সাথে যুক্ত নই। সবার সুন্দর মতামত আশা করছি।
ভাই আপনি সুন্দর একটি তথ্য তুলে ধরেছেন আপনাকে অনেক ধন্যবাদ আমি নতুন হিসেবে অনেক কিছু বুঝতে পারলাম ফোরামের সময় দেই আমরা সবাই ঠিক আছে কিন্তু একটা কথা হলো অনেকেই সময় দিতে গিয়ে অনেক ধরনের মন্তব্য পেশ করে থাকেন কিন্তু সেগুলো ক্রিপ্টোকারেন্সি রিলেটেড হয় না । ভাই আমি নতুন হিসেবে বলব আমরা সবাই যেন ক্রিপ্টোকারেন্সি রিলেটেড কথাবার্তা বলি ফোরামে । যে কথাটি তুলে ধরেছেন আমরা বিদেশ থেকে টাকা উপার্জন করছি দেশ থেকে টাকা পাচার করছি না এটা একদমই সত্য কথা । আমরা মানি লন্ডারিং এর সাথে না জড়িত হয়ে এই পড়ানোর সময় দিলে আমাদের তেমন কোন অপরাধ হবে না বলে আমি মনে করছি । ধন্যবাদ আপনাকে মূল্যবান পোষ্ট করার জন্য ।
-
ফ্রিল্যান্সিং কিন্তু আমাদের দেশে বৈধ একটি সাইট। তবে অনেক সময় দেখা যায় অনেকেই মানিলন্ডারিং করতে গিয়ে ধরা পড়েছে।তাই আমরা যারা মানিলন্ডারিং কাজ করি তাদের এই কাজ পরিহার করে অবশ্যই ফ্রিল্যান্সিং কাজের দিকে মনোনিবেশ করতে হবে।