Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এবং এক্সচেঞ্জ গুলি => Topic started by: ttcsalam on March 15, 2021, 05:35:24 PM

Title: প্যান কেক হ্যাক হয়েছে।
Post by: ttcsalam on March 15, 2021, 05:35:24 PM
কম বেশি সবাই ট্রেড করে থাকি আমরা।যদিও আমাদের পুজি অনেক কম থাকে হান্টার দের।আমরা তো হান্টার আমরা তো বিনিয়োগ কারী নই । সুতরাং ডেফি প্রজেক্ট থেকে আপাতত সবাই সাবধান থাকুন।
তথ্য সুত্রঃ https://twitter.com/cz_binance/status/1371473348866179072
Title: Re: প্যান কেক হ্যাক হয়েছে।
Post by: iRan Chy on March 16, 2021, 07:47:11 AM
কম বেশি সবাই ট্রেড করে থাকি আমরা।যদিও আমাদের পুজি অনেক কম থাকে হান্টার দের।আমরা তো হান্টার আমরা তো বিনিয়োগ কারী নই । সুতরাং ডেফি প্রজেক্ট থেকে আপাতত সবাই সাবধান থাকুন।
তথ্য সুত্রঃ https://twitter.com/cz_binance/status/1371473348866179072
আমি কয়েকদিন আগে PDAO নামের একটা টোকেন কিনেছিলাম, কাল সেটা প্রফিট দেখে Pancake Swap এ সেল দিতে যাই। Pancake Swap এ ট্র‍্যাড করার জন্য মেটামাস্ক কানেক্ট করার সময় প্রাইভেট কি চাচ্ছিল, এটা দেখেই বুঝেছিলাম কোন সমস্যা হয়েছে। এর কিছুক্ষণ পরেই PanCake এর টুইট থেকে জানতে পারি তাদের DNS হ্যাক হয়েছে।

আরেকটি কথা, আপনি আজকে হান্টার কিন্তু কাল তো বিনিয়োগকারী হবেন তাইনা? সবারই শুরু হয় এয়ারড্রপ/বাউন্টি এগুলোর মাধ্যমে। তারাই এক পর্যায়ে গিয়ে বিনিয়োগকারীতে পরিণত হয়। যেই সময় যেই ট্র‍্যান্ড টা চলে তখন আমাদের সেটা নিয়েই থাকতে হবে। DeFi প্রজেক্ট গুলো হ্যাক হওয়ার সম্ভাবনা বেশি এটা আমরা সবাই জানি। কিন্তু এটা ভেবে আমাদের গুটিয়ে থাকলে হবেনা। যেখানে ঝুঁকি বেশি সেখানে মুনাফার পরিমান ও বেশি। এই জন্য আমাদের এগুলো নিয়ে চর্চা করা উচিৎ। কারণ, শুধুমাত্র বাউন্টি নিয়ে পড়ে থাকলে কৃপ্টোতে কখনো সফলতা অর্জন সম্ভব নয়। কৃপ্টোর সব জায়গায় পদার্পণ করার চেষ্টা করুন, তাইলেই সফলতা অর্জন অনেকটা সহজ হয়ে যাবে।
Title: Re: প্যান কেক হ্যাক হয়েছে।
Post by: Review Master on March 16, 2021, 12:23:31 PM
কম বেশি সবাই ট্রেড করে থাকি আমরা।যদিও আমাদের পুজি অনেক কম থাকে হান্টার দের।আমরা তো হান্টার আমরা তো বিনিয়োগ কারী নই । সুতরাং ডেফি প্রজেক্ট থেকে আপাতত সবাই সাবধান থাকুন।
তথ্য সুত্রঃ https://twitter.com/cz_binance/status/1371473348866179072

আপনাকে সাধুবাদ জানাই, এই বিষয়টি সকলের সাথে ভাগাভাগি করার জন্য। তবে মাফ করবেন, প্যানকেক হ্যাক হয়েছে -এই লেখাটা কিছুটা বিভ্রান্তকর হইলো। কারণ আজকাল হ্যাক বললে, সকল ক্রিপ্টোকারীরা সকলেই বুঝে যে, সেই প্রজেক্টের যে স্মাট কন্ট্রাক এড্রেস রয়েছে , সেটি হয়তো কোনো ভাবে হ্যাক হয়ে ব্যবহারকারীদের ফান্ড/পুজি চুরি করেছে। তবে আমরা এটাকে সাইবার এটাকও বলতে পারবো, কারণ হ্যাকার স্মাট কন্ট্রাক হ্যাক করে নাই। বরং DNS (Domian Name System) হ্যাক করেছিল , ফলে যখনই কোনো ব্যবহারকারী প্যানকেকসোয়াপে ওয়ালেট কানেক্ট করতে চায়, তখন হ্যাকের ওয়েবসাইটে পাঠায় যেখানে ব্যবহারকারীকে প্রাইভেট কি অথবা সিড ওয়ার্ড সাবমিট করতে বলে। আর যারা ভুলেও সেটি করেন, তাহলে আপনার প্রাইভেট কি/ সিড ওয়ার্ড হ্যাকের কাছে চলে যায়।


কারণ, শুধুমাত্র বাউন্টি নিয়ে পড়ে থাকলে কৃপ্টোতে কখনো সফলতা অর্জন সম্ভব নয়। কৃপ্টোর সব জায়গায় পদার্পণ করার চেষ্টা করুন, তাইলেই সফলতা অর্জন অনেকটা সহজ হয়ে যাবে।

+১
এটি সত্য যে, ক্রিপ্টোতে অনেক কিছু করার আছে। এইজন্য অবশ্যই আমাদেরকে দক্ষ হতে হবে এবং নিত্যনতুন আপডেটের সাথে নিজেকে আপডেট রাখতে হবে। তবে কখনই এমন পুজি ব্যবহার করা যাবে না, যেটি আমাদের শেষ সমবল এবং বুদ্ধিমত্তার সাথে বিভিন্ন কাজ করতে হবে।
Title: Re: প্যান কেক হ্যাক হয়েছে।
Post by: Malam90 on March 16, 2021, 02:14:29 PM
কম বেশি সবাই ট্রেড করে থাকি আমরা।যদিও আমাদের পুজি অনেক কম থাকে হান্টার দের।আমরা তো হান্টার আমরা তো বিনিয়োগ কারী নই । সুতরাং ডেফি প্রজেক্ট থেকে আপাতত সবাই সাবধান থাকুন।
তথ্য সুত্রঃ https://twitter.com/cz_binance/status/1371473348866179072

আপনাকে সাধুবাদ জানাই, এই বিষয়টি সকলের সাথে ভাগাভাগি করার জন্য। তবে মাফ করবেন, প্যানকেক হ্যাক হয়েছে -এই লেখাটা কিছুটা বিভ্রান্তকর হইলো। কারণ আজকাল হ্যাক বললে, সকল ক্রিপ্টোকারীরা সকলেই বুঝে যে, সেই প্রজেক্টের যে স্মাট কন্ট্রাক এড্রেস রয়েছে , সেটি হয়তো কোনো ভাবে হ্যাক হয়ে ব্যবহারকারীদের ফান্ড/পুজি চুরি করেছে। তবে আমরা এটাকে সাইবার এটাকও বলতে পারবো, কারণ হ্যাকার স্মাট কন্ট্রাক হ্যাক করে নাই। বরং DNS (Domian Name System) হ্যাক করেছিল , ফলে যখনই কোনো ব্যবহারকারী প্যানকেকসোয়াপে ওয়ালেট কানেক্ট করতে চায়, তখন হ্যাকের ওয়েবসাইটে পাঠায় যেখানে ব্যবহারকারীকে প্রাইভেট কি অথবা সিড ওয়ার্ড সাবমিট করতে বলে। আর যারা ভুলেও সেটি করেন, তাহলে আপনার প্রাইভেট কি/ সিড ওয়ার্ড হ্যাকের কাছে চলে যায়।


কারণ, শুধুমাত্র বাউন্টি নিয়ে পড়ে থাকলে কৃপ্টোতে কখনো সফলতা অর্জন সম্ভব নয়। কৃপ্টোর সব জায়গায় পদার্পণ করার চেষ্টা করুন, তাইলেই সফলতা অর্জন অনেকটা সহজ হয়ে যাবে।

+১
এটি সত্য যে, ক্রিপ্টোতে অনেক কিছু করার আছে। এইজন্য অবশ্যই আমাদেরকে দক্ষ হতে হবে এবং নিত্যনতুন আপডেটের সাথে নিজেকে আপডেট রাখতে হবে। তবে কখনই এমন পুজি ব্যবহার করা যাবে না, যেটি আমাদের শেষ সমবল এবং বুদ্ধিমত্তার সাথে বিভিন্ন কাজ করতে হবে।

ডিএনস সার্ভার হ্যাক আর স্মার্ট কন্টার্ক হ্যাক এক জিনিস নয় যেটা আমিও জানি। সেটা অনেক সুন্দর করে তথ্যগুলো তুলে ধরার জন্য ধন্যবাদ।+1
Title: Re: প্যান কেক হ্যাক হয়েছে।
Post by: Tubelight on March 17, 2021, 09:32:10 AM
ভাই আপনি যে প্যান কেক এর কথা বলেছেন মূলত এই প্যানকেক টা কি এ সম্পর্কে আমার তেমন একটা ধারণা নেই। যদি প্যানকেক সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে বলতেন তাহলে এ বিষয়ে জানতে পারতাম। আপনার মূল্যবান রিপ্লাই এর অপেক্ষায় রইলাম ধন্যবাদ ভাই।
Title: Re: প্যান কেক হ্যাক হয়েছে।
Post by: iRan Chy on March 17, 2021, 09:46:21 AM
ভাই আপনি যে প্যান কেক এর কথা বলেছেন মূলত এই প্যানকেক টা কি এ সম্পর্কে আমার তেমন একটা ধারণা নেই। যদি প্যানকেক সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে বলতেন তাহলে এ বিষয়ে জানতে পারতাম। আপনার মূল্যবান রিপ্লাই এর অপেক্ষায় রইলাম ধন্যবাদ ভাই।
PancakeSwap হচ্ছে UniSwap এর মতো একটি ডিসেন্ট্রালাইজ এক্সেঞ্জ। শুধুমাত্র পার্থক্য হচ্ছে, UniSwap এক্সেঞ্জে ইথিরিয়াম বক্লচেইনের টোকেন ট্র‍্যাড করা যায়। আর PancakeSwap এ BNB (Binance Smartchain) এর টোকেন ট্র‍্যাড করা যায়।