Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => স্কাম প্রকল্প ও বাউন্টি আলোচনা => Topic started by: Cleanerbd on March 16, 2021, 04:20:10 AM

Title: বাউন্টি রিপোর্ট প্রদানে সতর্কতা
Post by: Cleanerbd on March 16, 2021, 04:20:10 AM
আশা করি ফোরামের সকলেই ভালো আছেন। এবং সকলে মনোযোগ দিয়ে কাজ করছেন এবং বাউন্টি করছেন। কিন্তু আমরা অনেকেই বাউন্টি রিপোর্ট জমা দিতে ভুল করে থাকি। এর ফলে কি হয়,আমরা ওয়ার্নিং পেয়ে থাকি।
এর ফলে আমাদের একাউন্ট সমস্যার মুখে পড়ে যায়। তাই আমরা যারা বাউন্টি করি তারা অবশ্যই বাউন্টি রুলস এবং টার্ম ও কন্ডিশন এবং বাউন্টির A to Z সকল কিছু পড়বো। এর ফলে সেই বাউন্টি প্রজেক্ট সম্পর্কে সকল ধারনা পেয়ে যাবো।
আমরা অনেক বাউন্টি করে থাকি আর সকল বাউন্টির রিপোর্ট থ্রেড করে জমা দেওয়া লাগেনা।
অনেকে বলবে থ্রেড কি।
থ্রেড হলো আপনি যেটি পোস্ট করে জমা দিচ্ছেন আর সেটিই হলো থ্রেড।
আমরা অনেকেই জানিনা যে বাউন্টি ডিটেকটিভ এর বাউন্টি রিপোর্ট কোনো থ্রেড করে জমা দেওয়া লাগেনা,তার বাউন্টি রিপোর্ট জমা দেওয়ার জন্য তিনি একটি গুগল ফর্ম তৈরী করেছেন।
আমি নিজেও বাউন্টি সেকশনে ভুল করেছিলাম যার জন্য আমি একটি ওয়ার্নিং পেয়েছিলাম এবং পরবর্তীতে মালাম ভাইয়ের জন্য বেচে যায়।
তাই কেউ ভুল করবেন না।
আশা করি সবাই বুঝতে পেরেছেন
ধন্যবাদ সবাইকে
Title: Re: বাউন্টি রিপোর্ট প্রদানে সতর্কতা
Post by: Malam90 on March 16, 2021, 04:35:39 AM
সতর্কতামূলক পোস্টের জন্য ধন্যবাদ।
অনেকেই জানতে পারবেন এখন থেকে যে বাউন্টি থ্রেডে স্পাম করলে মডারেটরা এখন অনেক সতর্ক। কারণ সেখানে স্পামের কারণে অনেক মডারেটর রিপোর্ট করেছে।
তারা বাংলাদেশীদের নামে অনেক রিপোর্ট দিছে আমার কাছেও। সুতারং বাংলাদেশী মানেই যেন স্পামার না হয় সেদিকে খেয়ার রাখতে হবে।ইতিমধ্যেই নানান কারণে বাংলাদেশীরা একটু হলেও কুনজরে আছে। তাই সেটা থেকে বেরিয়ে আসতে হবে।
Title: Re: বাউন্টি রিপোর্ট প্রদানে সতর্কতা
Post by: Rothi roy on March 16, 2021, 03:30:48 PM
আপনাকে অসংখ্য ধন্যবাদ বিষয়টি সম্পর্কে আমি অবগত ছিলাম না। কারণ আমি এখনো কোনো বাউন্টি কাজ করিনি। কিন্তু আপনার পোস্টটি পড়ে আমি আগেই সতর্ক হয়ে গেলাম। আমি যখন বাউন্টিতে কাজ করব তখন অবশ্যই আমি টার্মস এবং কন্ডিশন গুলো মনোযোগ সহকারে পড়ব এবং সে অনুযায়ী কাজ করব।
সব শেষে আবারো আপনাকে ধন্যবাদ।
Title: Re: বাউন্টি রিপোর্ট প্রদানে সতর্কতা
Post by: SMACK on March 17, 2021, 10:00:25 AM
আপনাকে অনেক ধন্যবাদ কারণ বাউন্টি রিপোর্ট প্রদানের সর্তকতা সম্পর্কে আমার তেমন কোন ধারণা ছিল না তবে আপনার এই রিপোর্ট পরে আমি অনেকটাই অনুগত্য হলাম আশা করব যদি কোনো বাউন্টিতে জয়েন করি তাহলে অনেক কন্ডিশন নিয়ে কাজ করব।
Title: Re: বাউন্টি রিপোর্ট প্রদানে সতর্কতা
Post by: Tubelight on March 18, 2021, 07:54:06 AM
আমরা অনেকেই আছি সারা সপ্তাহ কষ্ট করে কাজ করে রিপোর্ট জমা দেওয়ার দিন ভুল করি যার ফলে আমরা কোন স্টেক পাইনা। আমি ভাই এরকম সতর্কতামূলক পোস্ট করার জন্য আপনাকে ধন্যবাদ। আশা করি আপনার এই সতর্কতামূলক পোস্ট করে সকলে সতর্কতার সাথে তাদের রিপোর্ট গুলো জমা দিবে।
Title: Re: বাউন্টি রিপোর্ট প্রদানে সতর্কতা
Post by: Goldlife on March 18, 2021, 08:57:30 AM
আশা করি ফোরামের সকলেই ভালো আছেন। এবং সকলে মনোযোগ দিয়ে কাজ করছেন এবং বাউন্টি করছেন। কিন্তু আমরা অনেকেই বাউন্টি রিপোর্ট জমা দিতে ভুল করে থাকি। এর ফলে কি হয়,আমরা ওয়ার্নিং পেয়ে থাকি।
এর ফলে আমাদের একাউন্ট সমস্যার মুখে পড়ে যায়। তাই আমরা যারা বাউন্টি করি তারা অবশ্যই বাউন্টি রুলস এবং টার্ম ও কন্ডিশন এবং বাউন্টির A to Z সকল কিছু পড়বো। এর ফলে সেই বাউন্টি প্রজেক্ট সম্পর্কে সকল ধারনা পেয়ে যাবো।
আমরা অনেক বাউন্টি করে থাকি আর সকল বাউন্টির রিপোর্ট থ্রেড করে জমা দেওয়া লাগেনা।
অনেকে বলবে থ্রেড কি।
থ্রেড হলো আপনি যেটি পোস্ট করে জমা দিচ্ছেন আর সেটিই হলো থ্রেড।
আমরা অনেকেই জানিনা যে বাউন্টি ডিটেকটিভ এর বাউন্টি রিপোর্ট কোনো থ্রেড করে জমা দেওয়া লাগেনা,তার বাউন্টি রিপোর্ট জমা দেওয়ার জন্য তিনি একটি গুগল ফর্ম তৈরী করেছেন।
আমি নিজেও বাউন্টি সেকশনে ভুল করেছিলাম যার জন্য আমি একটি ওয়ার্নিং পেয়েছিলাম এবং পরবর্তীতে মালাম ভাইয়ের জন্য বেচে যায়।
তাই কেউ ভুল করবেন না।
আশা করি সবাই বুঝতে পেরেছেন
ধন্যবাদ সবাইকে
আপনি ঠিক কথা বলেছেন কারণ আমার মত যারা আছেন তারা কিন্তু আমার মতই বোধ করে থাকেন কারণ আমি সারা সপ্তাহের কাজ করে সবশেষে কাজগুলো জমা দিতে কিন্তু আমি ভুলে যা আমার মত অনেকেই আছে যারা ভুলে যায় আমি তাদের উদ্দেশ্যে বলব যে আপনারা সবাই সতর্ক হোন এবং সতর্ক হয়ে কাজ করতে হবে  । আপনারা ঠিকমতো টাইমে পোস্ট করে দেবেন যাতে আপনি ইসটেক পান