Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => নতুনদের => Topic started by: rajput on March 17, 2021, 05:13:52 AM

Title: মাল্টিএকাউন্ট সম্পকে জানতে চাই!
Post by: rajput on March 17, 2021, 05:13:52 AM
আমি যদি এক ফোন দিয়ে ২ টা একাউন্ট চালাই তাহলে কি কোন সমস্যা হবে, আমি ২ টা একাউন্ট করার কারন হলো এখন ২ টা একউন্ট করে পোস্ট করে  বড় করে রাখবো পরে যদি একটা একাউন্ট কিছু হয় তাহলে আরেক টা ব্যাবহার করবো যদি ২ টা একাউন্ট করলে সমস্যা হয় তাহলে করবো না আপনাদের কাছে জানার জন্য পোস্ট করলাম
Title: Re: মাল্টিএকাউন্ট সম্পকে জানতে চাই!
Post by: iRan Chy on March 17, 2021, 06:53:30 AM
আমি যদি এক ফোন দিয়ে ২ টা একাউন্ট চালাই তাহলে কি কোন সমস্যা হবে, আমি ২ টা একাউন্ট করার কারন হলো এখন ২ টা একউন্ট করে পোস্ট করে  বড় করে রাখবো পরে যদি একটা একাউন্ট কিছু হয় তাহলে আরেক টা ব্যাবহার করবো যদি ২ টা একাউন্ট করলে সমস্যা হয় তাহলে করবো না আপনাদের কাছে জানার জন্য পোস্ট করলাম
প্রথমে বলি মাল্টিপল এর কথা,
এটা নিয়ে আগেও অনেকবার কথা হয়েছে। একজন ব্যাক্তির একাদিক একাউন্ট থাকা বা পরিচালনা করাকে একাউন্ট ফার্মিং বলে। ফোরামের রুল্স অনুযায়ী একজন ব্যাক্তির একাদিক একাউন্ট বা মাল্টিপল একাউন্টের ব্যবহার সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ। D.T team বা ফোরামের কোন মেম্বার যদি এটি নিয়ে রিপোর্ট করে বা এডমিন যদি আপনার একাউন্ট কখনো চ্যাক করে দেখতে পায় যে আপনার আরও একাউন্ট আছে, তখন আপনার প্রোফাইলে ডুপ্লিকেট বা ক্লোন ট্যাগ লাগিয়ে দিবে। তখন আর আপনার একাউন্ট গুলো আর কোন কাজে আসবেনা এবং আপনার এতদিনের সব পরিশ্রম বৃথায় পরিণত হবে।

তবে আপনি চাইলে মাল্টিপল একাউন্ট ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আপনাকে আপনার অরিজিনাল একাউন্ট থেকে এডমিনকে ম্যাসেজ দিয়ে আপনার অরিজিনাল একাউন্ট কোনটা এবং আপনার ২য় একাউন্ট কোনটা বলতে পারেন। এতে আপনার অরিজিনাল একাউন্ট সুরক্ষিত থাকবে এবং বাকি গুলোতে ক্লোন ট্যাগ লাগিয়ে দেওয়া হবে।

বাউন্টি এর ক্ষেত্রে বেশিরভাগ সময়ই ক্লোন একাউন্ট এলাউড করেনা। তো, আমার মতে এটি না করাই ভালো। কারণ, আমরা বেশিরভাগই আমাদের একাউন্টের একটিভিটি বাড়াই বাউন্টি করার জন্য। এখন, আপনি যেই ক্লোন একাউন্টের একটিভিটি বাড়াবেন, ঐটা যদি কোন কাজে না আসে তাহলে করে কোন লাভ আছে? নিজে একবার ভেবে দেখুন।

এবার বলি একাউন্টের কিছু হওয়া নিয়ে,
Altcointalk ফোরাম অনেক বন্ধুত্বপূর্ণ। এখানে যদি আপনি কোন স্পামিং না করে,  সুন্দরভাবে পোস্ট করে যান, আপনার একাউন্ট কিছুই হবেনা। আর যদি কখনো হয়েও যায়, ফোরাম কোর্ট তো আছেই, ওখান থেকে সহজেই আপনার একাউন্ট সমস্যা গুলো দূর করতে পারবেন।

আশা করি বুঝতে পেরেছেন।
Title: Re: মাল্টিএকাউন্ট সম্পকে জানতে চাই!
Post by: Rothi roy on March 17, 2021, 08:15:45 AM
ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে বোঝানোর।
আমি জানতাম কিছু কিছু এতটা ভালো জানতাম না। কিন্তু আপনার শিক্ষামূলক পোস্টের জন্য আমি সুন্দর ভাবে বুঝতে পেরেছি। সব শেষে আবারো আপনাকে ধন্যবাদ জানাবো।
Title: Re: মাল্টিএকাউন্ট সম্পকে জানতে চাই!
Post by: SMACK on March 17, 2021, 08:52:05 AM
অনেক ধন্যবাদ আপনাকে কারণ আপনি অনেক সুন্দর ভাবে মাল্টি একাউন্ট সম্পর্কে অনেক ভালোভাবে বুঝিয়েছেন। আশা করি আপনার এই মূল্যবান এবং শিক্ষনীয় পোষ্ট টি থেকে অনেক মেম্বার রা অনেক কিছু জানতে এবং শিখতে পারবে।
Title: Re: মাল্টিএকাউন্ট সম্পকে জানতে চাই!
Post by: Goldlife on March 18, 2021, 08:15:03 AM
আমি যদি এক ফোন দিয়ে ২ টা একাউন্ট চালাই তাহলে কি কোন সমস্যা হবে, আমি ২ টা একাউন্ট করার কারন হলো এখন ২ টা একউন্ট করে পোস্ট করে  বড় করে রাখবো পরে যদি একটা একাউন্ট কিছু হয় তাহলে আরেক টা ব্যাবহার করবো যদি ২ টা একাউন্ট করলে সমস্যা হয় তাহলে করবো না আপনাদের কাছে জানার জন্য পোস্ট করলাম
প্রথমে বলি মাল্টিপল এর কথা,
এটা নিয়ে আগেও অনেকবার কথা হয়েছে। একজন ব্যাক্তির একাদিক একাউন্ট থাকা বা পরিচালনা করাকে একাউন্ট ফার্মিং বলে। ফোরামের রুল্স অনুযায়ী একজন ব্যাক্তির একাদিক একাউন্ট বা মাল্টিপল একাউন্টের ব্যবহার সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ। D.T team বা ফোরামের কোন মেম্বার যদি এটি নিয়ে রিপোর্ট করে বা এডমিন যদি আপনার একাউন্ট কখনো চ্যাক করে দেখতে পায় যে আপনার আরও একাউন্ট আছে, তখন আপনার প্রোফাইলে ডুপ্লিকেট বা ক্লোন ট্যাগ লাগিয়ে দিবে। তখন আর আপনার একাউন্ট গুলো আর কোন কাজে আসবেনা এবং আপনার এতদিনের সব পরিশ্রম বৃথায় পরিণত হবে।

তবে আপনি চাইলে মাল্টিপল একাউন্ট ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আপনাকে আপনার অরিজিনাল একাউন্ট থেকে এডমিনকে ম্যাসেজ দিয়ে আপনার অরিজিনাল একাউন্ট কোনটা এবং আপনার ২য় একাউন্ট কোনটা বলতে পারেন। এতে আপনার অরিজিনাল একাউন্ট সুরক্ষিত থাকবে এবং বাকি গুলোতে ক্লোন ট্যাগ লাগিয়ে দেওয়া হবে।

বাউন্টি এর ক্ষেত্রে বেশিরভাগ সময়ই ক্লোন একাউন্ট এলাউড করেনা। তো, আমার মতে এটি না করাই ভালো। কারণ, আমরা বেশিরভাগই আমাদের একাউন্টের একটিভিটি বাড়াই বাউন্টি করার জন্য। এখন, আপনি যেই ক্লোন একাউন্টের একটিভিটি বাড়াবেন, ঐটা যদি কোন কাজে না আসে তাহলে করে কোন লাভ আছে? নিজে একবার ভেবে দেখুন।

এবার বলি একাউন্টের কিছু হওয়া নিয়ে,
Altcointalk ফোরাম অনেক বন্ধুত্বপূর্ণ। এখানে যদি আপনি কোন স্পামিং না করে,  সুন্দরভাবে পোস্ট করে যান, আপনার একাউন্ট কিছুই হবেনা। আর যদি কখনো হয়েও যায়, ফোরাম কোর্ট তো আছেই, ওখান থেকে সহজেই আপনার একাউন্ট সমস্যা গুলো দূর করতে পারবেন।

আশা করি বুঝতে পেরেছেন।
আর কেউ না বুঝুক আমি আপনার পোস্টটি কিন্তু খুব সুন্দর ভাবে বুঝতে পেরেছি এ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ কারন এত সুন্দর পোষ্ট কিন্তু সচরাচর দেখা যায় না আপনি এত সুন্দর ভাবে বুঝিয়েছেন এজন্য আপনাকে আবারো ধন্যবাদ জানাচ্ছি আপনাকে একটি প্রশ্ন করব যে আপনি যে পোড়া মনের কথা বলেছেন সেই কোড এর একটি লিংক যদি আপনি এখানে দিতেন তাহলে কিন্তু আরও ভালো হতো এবং সেখানে গিয়ে আমাদের আইডির কোন প্রবলেম হলে কিন্তু সলভ করে নিতে পারতাম ধন্যবাদ দয়া করে লিংকটা কিন্তু এখানে দেবেন
Title: Re: মাল্টিএকাউন্ট সম্পকে জানতে চাই!
Post by: Password on March 19, 2021, 10:57:26 AM
আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। কারণ এতো ভালো করে বুঝিয়ে বলছেন যে যারা নতুন আছে তাদের বুঝতে অনেক সুবিধা হবে। সিনিয়র ভাইরা যদি এভাবে সাহায্য করে তাহলে আমাদের মত নতুন ইউজার রা একটুখানি হলেও জ্ঞান অর্জন করতে পারত।
Title: Re: মাল্টিএকাউন্ট সম্পকে জানতে চাই!
Post by: AVATAR on March 19, 2021, 11:23:34 AM
মাল্টি একাউন্ট সম্পর্কে আপনি খুব সুন্দর ভাবে বুঝিয়েছেন আশা করি আপনার এই পোস্টটি থেকে অনেকেই অনেক কিছু শিখতে এবং জানতে পারবে অনেক ধন্যবাদ আপনাকে।
Title: Re: মাল্টিএকাউন্ট সম্পকে জানতে চাই!
Post by: Ricky on March 20, 2021, 05:33:25 AM
আমি যদি এক ফোন দিয়ে ২ টা একাউন্ট চালাই তাহলে কি কোন সমস্যা হবে, আমি ২ টা একাউন্ট করার কারন হলো এখন ২ টা একউন্ট করে পোস্ট করে  বড় করে রাখবো পরে যদি একটা একাউন্ট কিছু হয় তাহলে আরেক টা ব্যাবহার করবো যদি ২ টা একাউন্ট করলে সমস্যা হয় তাহলে করবো না আপনাদের কাছে জানার জন্য পোস্ট করলাম
ফোরামের রুলস অনুযায়ী আপনি কখনোই একজন মানুষ হয়ে একাধিক একাউন্ট চালাতে পারবেন না, এটা রুলস অনুযায়ী সম্পূর্ণ অবৈধ। এবং এর জন্য শাস্তির বিধানও রয়েছে। তাই আপনাকে বলব আপনি দুই তিনটা একাউন্ট চালানোর কথা মাথায় থেকে বাদ দিয়ে আপনি একটা একাউন্ট ভালোভাবে চালিয়ে যান আশা করি কোন সমস্যা হবে না। আপনি যদি স্পামিং না করেন অথবা রুলস বিরোধী কোনো কাজ না করেন তাহলে আপনার আইডির কোনদিন কোন সমস্যা হবে না এটা পূর্ণ বিশ্বাস রাখতে পারেন।
Title: Re: মাল্টিএকাউন্ট সম্পকে জানতে চাই!
Post by: Rockalo on March 20, 2021, 07:40:24 AM
আমার জানা মতে multi-account ফোরামে অনুমোদিত নয়। এখানকার নিয়ম আমি জানিনা। তবে বিটকয়েন ফোরামে multi-account অনুমোদিত। বাংলা বোর্ডে এডমিনের পোস্ট একটি ওয়ার্নিং দেখেছি এখানে। কতটুকু সত্য সিনিয়র ভাইরা বলুন।
Title: Re: মাল্টিএকাউন্ট সম্পকে জানতে চাই!
Post by: Laxmi Sharma on March 20, 2021, 11:55:12 AM
আমার জানা মতে multi-account ফোরামে অনুমোদিত নয়। এখানকার নিয়ম আমি জানিনা। তবে বিটকয়েন ফোরামে multi-account অনুমোদিত। বাংলা বোর্ডে এডমিনের পোস্ট একটি ওয়ার্নিং দেখেছি এখানে। কতটুকু সত্য সিনিয়র ভাইরা বলুন।
বিটকয়েন ফোরামে multi-account অনুমোদিত এটা আপনাকে কে বলেছে। আপনি কোথায় দেখেছেন যে বিটকয়েনে একজন মানুষ একাধিক একাউন্ট ব্যবহার করতে পারে। আপনার ধারণা ভুল, আপনি ভুল ধারণা নিয়ে বসে আছেন। বিটকয়েন হোক অথবা এলটকয়েন হোক কোথাও multi-account চালানোর কোনো অনুমোদন নেই।
একজন মানুষ একাধিক একাউন্ট চালানো শাস্তিযোগ্য অপরাধ। দয়া করে কেউ মাল্টি একাউন্ট চালানোর কথা ভুলেও মাথায় আনবেন না। তাহলেই ফোরামে আপনি ভালো ভাবে টিকে থাকতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন।