Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এবং এক্সচেঞ্জ গুলি => Topic started by: Cleanerbd on March 17, 2021, 06:53:09 PM

Title: বিন্যান্স একচেন্জ হ্যাক কবে হয়েছিলো?
Post by: Cleanerbd on March 17, 2021, 06:53:09 PM
বিন্যান্স একচেন্জ ক্রিপটো বিশ্বে সবচেয়ে সেরা ও জনপ্রিয় সাইট। তবে আমরা অনেকেই জানিনা যে এই একচেন্জ সাইট হ্যাক হয়েছিলো। যখন এই একচেন্জ সাইট হ্যাক হয়েছিলো তখন কত তারিখ ছিলো এবং কত ডলার হারিয়েছিলো বিন্যান্স সাইট।
সকলে গবেষণা করে উত্তর দিবেন। কেউ গবেষনা না করে মন্তব্য করবেন না।
Title: Re: বিন্যান্স একচেন্জ হ্যাক কবে হয়েছিলো?
Post by: iRan Chy on March 18, 2021, 08:11:52 AM
Binance এক্সচেঞ্জ হ্যাক হয়েছিলো ৭ই মে ২০১৯ সালে। হ্যাকাররা ৭০০০+ বিটকয়েন উইথড্র করে নিয়ে গিয়েছিলো বাইন্যান্স থেকে। ঐ ৭০০০ বিটকয়েনের মূল্য ছিলো তখন চল্লিশ মিলিয়ন ডলার। যা বর্তমানে ১০ গুণের বেশি।
Title: Re: বিন্যান্স একচেন্জ হ্যাক কবে হয়েছিলো?
Post by: ttcsalam on March 18, 2021, 02:03:37 PM
Binance এক্সচেঞ্জ হ্যাক হয়েছিলো ৭ই মে ২০১৯ সালে। হ্যাকাররা ৭০০০+ বিটকয়েন উইথড্র করে নিয়ে গিয়েছিলো বাইন্যান্স থেকে। ঐ ৭০০০ বিটকয়েনের মূল্য ছিলো তখন চল্লিশ মিলিয়ন ডলার। যা বর্তমানে ১০ গুণের বেশি। আপ্সুস লাগে ঐ হ্যাকারদের জন্য, যারা হ্যাক করেও তাদের বিটকয়েনগুলো খাইতে পারেনাই।  ;D
খাইতে পারে নাই কেন বিষয় টা আমি কিলিয়ার না।হাকিং এর ঘটনা টা জানা আছে এবং কারও ফান্ড নষ্ট হয়নি বাইনান্স এ সাফু সিস্টেম থাকার কারনে সবার ফান্ড সংরক্ষিত ছিল।
Title: Re: বিন্যান্স একচেন্জ হ্যাক কবে হয়েছিলো?
Post by: iRan Chy on March 18, 2021, 03:28:01 PM
Binance এক্সচেঞ্জ হ্যাক হয়েছিলো ৭ই মে ২০১৯ সালে। হ্যাকাররা ৭০০০+ বিটকয়েন উইথড্র করে নিয়ে গিয়েছিলো বাইন্যান্স থেকে। ঐ ৭০০০ বিটকয়েনের মূল্য ছিলো তখন চল্লিশ মিলিয়ন ডলার। যা বর্তমানে ১০ গুণের বেশি। আপ্সুস লাগে ঐ হ্যাকারদের জন্য, যারা হ্যাক করেও তাদের বিটকয়েনগুলো খাইতে পারেনাই।  ;D
খাইতে পারে নাই কেন বিষয় টা আমি কিলিয়ার না।হাকিং এর ঘটনা টা জানা আছে এবং কারও ফান্ড নষ্ট হয়নি বাইনান্স এ সাফু সিস্টেম থাকার কারনে সবার ফান্ড সংরক্ষিত ছিল।
দুঃখীত, আমার আগের রিপ্লাইয়ে কিছু ভুল ছিলো, এখন ইডিট করে সংশোধন করে নিয়েছি। আমি তখন প্রায়ই কৃপ্টোতে নতুন ছিলাম তাই বিষয়টি নিয়ে সম্পুর্ন জানা ছিলোনা কিন্তু হ্যাক হয়েছিলো এটা জানতাম। তাই ভুলটা করে ফেলছি।  :-X আর হ্যাঁ, বাইন্যান্স হ্যাক হওয়ার পর CZ এটা নিয়ে টুইট করে জানিয়েছিল যে সব বাইন্যান্স ইউজারদের ফান্ড SAFU ছিল।
Title: Re: বিন্যান্স একচেন্জ হ্যাক কবে হয়েছিলো?
Post by: Malam90 on March 18, 2021, 04:10:35 PM
প্রায় দুবছর আগে যখন বিনান্স একাউন্ট হ্যাক হয়েছিলো তখন আমার মাথায় ঘুরে পড়ে যাওয়ার মত অবস্থা কারণ তখন আমার বিনান্স ওয়ালেটে ৩কে ডলার ছিলো ট্রেডে। দুদিন পরে যখন ঢুকতে পেরেছিলাম তখন ঢুকে দেখি ফান্ড সব সেফ আছে। মূলত তারা ইউজারদের ফান্ড সেফ রেখেছিলো ফলে সেটার প্রভাব মার্কেটে পড়েনি।
Title: Re: বিন্যান্স একচেন্জ হ্যাক কবে হয়েছিলো?
Post by: Rothi roy on March 18, 2021, 04:51:50 PM
ফোরামের নতুন সদস্য হওয়ায় আমি এ বিষয়ে সম্পর্কে অবগত ছিলাম না। যদিও এই হ্যাকিং দুই বছর আগে হয়েছিল।
Title: Re: বিন্যান্স একচেন্জ হ্যাক কবে হয়েছিলো?
Post by: Mist Joya on March 19, 2021, 06:31:41 PM
বিন্যান্স একচেন্জ ক্রিপটো বিশ্বে সবচেয়ে সেরা ও জনপ্রিয় সাইট। তবে আমরা অনেকেই জানিনা যে এই একচেন্জ সাইট হ্যাক হয়েছিলো। যখন এই একচেন্জ সাইট হ্যাক হয়েছিলো তখন কত তারিখ ছিলো এবং কত ডলার হারিয়েছিলো বিন্যান্স সাইট।
সকলে গবেষণা করে উত্তর দিবেন। কেউ গবেষনা না করে মন্তব্য করবেন না।
  ভাইয়া এ বিষয়ে আমি নতুন হিসেবে যতটুকু জানি  ভায়োনেন্ট এক্সচেঞ্জ হ্যাক করে হ্যাকাররা তেমন কিছু করতে পারেনি এটা  সঠিক।   আপনাদের পোস্টগুলো পড়ে আসলে অনেক কিছু জানতে পারি তাই আপনাদের পোস্ট খুব বেশি বেশি পড়ার চেষ্টা করি আর এরকম পোস্টগুলো করলে আমাদের নতুন নতুন অনেক উপকৃত হয় আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।
Title: Re: বিন্যান্স একচেন্জ হ্যাক কবে হয়েছিলো?
Post by: Tepona on April 04, 2021, 07:36:38 AM
কবে হ্যাক হয়েছিল শে তারিখ সঠিকভাবে জানা নেই। কবে শুনেছি যে হ্যাক হয়েছিল। কিছু কিছু এক্সচেঞ্জ হ্যাক খাওয়ার পরে এক্সচেঞ্জের অর্থ বা ফান্ড অনেকাংশে হারিয়ে ফেলে এবং ক্ষতিগ্রস্ত হয়। তবে বিনান্স আগের চেয়ে আরো ভালো অবস্থানে আছে।