Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এবং এক্সচেঞ্জ গুলি => Topic started by: Malam90 on March 18, 2021, 04:31:11 PM

Title: Julswap একচেঞ্জ নিয়ে আলোচনা।
Post by: Malam90 on March 18, 2021, 04:31:11 PM
বিএসসি চেইনের প্যানকেক সোয়াপ হ্যাক হওয়ার পরে, জুল সোয়াপের চাহিদা বেড়ে গেছে।প্রতিদিন ট্রেডিং ভলিউম অনেক বেড়ে যাচ্ছে। মূলত ইথারিয়াম ডেক্সগুলো এড়িয়ে সবাই এখন বিএসসি ডেক্স গুলোতে আসতেছে। এজন্য প্যানকেক ছিলো শীর্ষে। সেটা হ্যাক হওয়াতে জুল সোয়াপের চাহিদা বেড়ে গেছে। তাদের সার্কূলেটিং সাপ্লাই ও অনেক কম। তাই পরবর্তী তার্গেট হতে পারে জুল সোয়াপ।

BSC চেইনের ডেক্স টোকেনগুলো বিনান্সে লিস্ট হয়েছে সেগুলো অনেক বুম হয়েছে। Julswap এর  JULD টা বাকি আছে। সুতারং যে কোন দিন লিস্ট হলেও অবাক হওয়ার কিছু নেই।

Julswap বর্তমানে ডেক্স র‌্যাংকে ১৪ তম স্থানে আছে। খুব দ্রুত তাদের উত্থান হচ্ছে।
https://coinmarketcap.com/rankings/exchanges/dex/

Julswap এ ট্রেড করতে হলে আপনার মেটামাস্ক বা ট্রাস্টওয়ালেট থেকে বিনান্স স্মাটচেইন মেইননেট সিলেক্ট করে তারপর Julswap এর সাথে আপনার ওয়ালেট কানেক্ট করে ট্রেড বা সোয়াপ করতে পারবেন।
সোয়াপ বা ট্রেড ফি বিএনবিতে কাটবে যার পরিমান খুবই কম। আর ট্রানজেকশন হবে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই। তাই ট্রেড ফি কম ও দ্রুত ট্রানজেকশন করতে পারায় ট্রেড করে মজা পাবেন।
Title: Re: Julswap একচেঞ্জ নিয়ে আলোচনা।
Post by: Mist Joya on March 19, 2021, 06:36:50 PM
বিএসসি চেইনের প্যানকেক সোয়াপ হ্যাক হওয়ার পরে, জুল সোয়াপের চাহিদা বেড়ে গেছে।প্রতিদিন ট্রেডিং ভলিউম অনেক বেড়ে যাচ্ছে। মূলত ইথারিয়াম ডেক্সগুলো এড়িয়ে সবাই এখন বিএসসি ডেক্স গুলোতে আসতেছে। এজন্য প্যানকেক ছিলো শীর্ষে। সেটা হ্যাক হওয়াতে জুল সোয়াপের চাহিদা বেড়ে গেছে। তাদের সার্কূলেটিং সাপ্লাই ও অনেক কম। তাই পরবর্তী তার্গেট হতে পারে জুল সোয়াপ।

BSC চেইনের ডেক্স টোকেনগুলো বিনান্সে লিস্ট হয়েছে সেগুলো অনেক বুম হয়েছে। Julswap এর  JULD টা বাকি আছে। সুতারং যে কোন দিন লিস্ট হলেও অবাক হওয়ার কিছু নেই।

Julswap বর্তমানে ডেক্স র‌্যাংকে ১৪ তম স্থানে আছে। খুব দ্রুত তাদের উত্থান হচ্ছে।
https://coinmarketcap.com/rankings/exchanges/dex/

Julswap এ ট্রেড করতে হলে আপনার মেটামাস্ক বা ট্রাস্টওয়ালেট থেকে বিনান্স স্মাটচেইন মেইননেট সিলেক্ট করে তারপর Julswap এর সাথে আপনার ওয়ালেট কানেক্ট করে ট্রেড বা সোয়াপ করতে পারবেন।
সোয়াপ বা ট্রেড ফি বিএনবিতে কাটবে যার পরিমান খুবই কম। আর ট্রানজেকশন হবে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই। তাই ট্রেড ফি কম ও দ্রুত ট্রানজেকশন করতে পারায় ট্রেড করে মজা পাবেন।
  ভাই আপনি  ট্রানজেকশন এবং ট্রেড সম্পর্কে খুব মূল্যবান একটি তথ্য পেশ করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম তথ্য পোস্ট করার জন্য এতে করে আমরা আসলে অনেক উপকৃত হব বিশেষ করে নতুনরা ।