Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => নতুনদের => Topic started by: sakib.bro on March 24, 2021, 10:00:10 AM
-
এইখানে অনেক সিনিয়র ভাইয়েরা আছেন......আমাকে প্লিজ হেল্প করেন ভালো বউন্টি কিভাবে বুজবো?????
-
এইখানে অনেক সিনিয়র ভাইয়েরা আছেন......আমাকে প্লিজ হেল্প করেন ভালো বউন্টি কিভাবে বুজবো?????
সহজে ভালো বাউন্টি কোনটি তা বোঝা মুশকিল আপনাকে ভালো বুঝতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে প্রচুর বাউন্টি সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে তা না হলে আপনি ভাল বুঝবেন না আপনাকে প্রোজেক্টের হোয়াইট পেপার এ যাইতে হবে হতে পারে গিয়ে দেখতে হবে তাদের টোকেন এর ভ্যালু কিরকম আছে এবং স্কাম কিনা এটা ভালোভাবে আপনাকে খেয়াল করতে হবে তারপর আপনি নির্বাচন করতে পারবেন কোনটি
-
কোন বাউন্টি বাহ্যিক রূপ দেখে বোঝা যায় না কোন বাউন্টি প্রজেক্ট সাকসেসফুল হবে এবং কোন বাউন্টি প্রজেক্ট সাকসেসফুল হবে না। প্রজেক্ট সাকসেস হবে কিনা তা সম্পূর্ণ নির্ভর করে প্রজেক্ট টিম এর উপর। প্রজেক্ট টিম যদি সৎ হয় তাহলে অবশ্যই সেই প্রজেক্ট সাকসেসফুল হবে।
-
আমি এই ফোরামে নতুন দয়া করে সিনিয়র ভাইরা আমাকে হেল্প করবেন। কিভাবে ভালো বাউন্টি আসে।
-
এই ফর্মে নতুন জয়েন করেছি। আমি জানিনা বাউন্টি কিভাবে করতে হয়। আশা করি সিনিয়র ভাইয়েরা জুনিয়রদের সুন্দরভাবে বুঝিয়ে দিবে। আমি কিভাবে খুব সহজে ভালো বাউন্টি করতে পার। বাউন্টি করতে আমার কি কি প্রয়োজন হবে। সিনিয়র ভাইয়েরা এই বিষয়ে আমাকে সাহায্য করবেন।
-
প্রথমে ওয়েবসাইট লক্ষ করা উচিত, তারপর হোয়াইট পেপার ও ম্যানেজমেন্টের সোশ্যাল মিডিয়া গুলো পর্যবেক্ষণ করা উচিত। কতটা প্রতিশ্রুতিবদ্ধ সে সম্পর্কে কিছুটা হলেও বুঝা যায়।
-
ভালো বাউন্টি চেনার অনেক উপায় আছে, যেমন কারেন্সি টি মার্কেটে আছে কিনা, টোটাল সাপ্লাই ম্যানেজার কে ইত্যাদি বিষয় খেয়াল করলে বোঝা যায় কেনটা ভালো প্রোজেক্ট আর কোনটা খারাপ প্রজেক্টে। এছাড়া ফোরামে একটিভ থাকলে সবার আলোচনা দেখলেও ধারণা পাওয়া যায়।
-
ভাল বাউন্টি চেনার উপায় আছে অনেকগুলো তবে আপনাকে চিনতে হলে বাউন্টিতে সময় দিতে হবে, ফোরামে সময় দিতে হবে বাউন্টি সংক্রান্ত পোস্ট গুলো পড়তে হবে। তবে অনেক ভাল বাউন্টি ও অনেক সময় ধারনা চেঞ্জ করে দেয় তাই আপনাকে ভাল খারাপ না দেখে রুলস এন্ড রেগুলেশন মেনে কাজ করে যেতে হবে । আর সিনয়র ভাইদের পরামর্শ নিলে অবশ্যই আপনি বুঝতে পারবেন ।
-
এইখানে অনেক সিনিয়র ভাইয়েরা আছেন......আমাকে প্লিজ হেল্প করেন ভালো বউন্টি কিভাবে বুজবো?????
ভালো বাউন্টি চেনা কারো পক্ষে সহজ নয়। কোন বাউন্টি দেখেই বোঝা যায় না যে এই বাউন্টি প্রজেক্ট ভালো হবে। আপনি যদি ভালো বাউন্টি চিনতে চান তাহলে আপনাকে অবশ্যই বাউন্টি সম্পর্কে প্রচুর পরিমাণে জ্ঞান অর্জন করতে হবে। আর আপনি বেশি বেশি বাউন্টি করতে থাকুন সেগুলোর মধ্যে থেকে অবশ্যই ভালো বাউন্টি পাবেন।
-
আমি ফর্মে নতুন জয়েন করেছি আমি জানিনা বাউন্টি কি। ভালো বাউন্টি কিভাবে চেনা যায়। সিনিয়র ভাইরা যদি এ বিষয়ে ভালোভাবে বুঝিয়ে দিতেন তাহলে অনেক উপকৃত হতাম।
-
ভালো বাউন্টি চেনার কোন উপায় নেই। কখন কোন বাউন্টি হিট হবে, আর কোন বাউন্টি স্ক্যাম হবে সেটা কেউ বলতে পারবেনা। তবে ফোরামে বাউন্টি ডিটেকটিভ এর লাঞ্চ করা বাউন্টি গুলো বেশি ভালো হচ্ছে।
-
ধন্যবাদ জানাই আপনাকে সুন্দর একটা টপিক তৈরী করছেন যেটা সবার জানা প্রয়োজন কারণ এই বিষয় টি জানার জন্য আমি ও অনেক চেষ্টা করেছি কিন্তু বুঝতে পারছি না সিনিয়র ভাইরা সহযোগিতা করবেন উপকৃত হব। ধন্যবাদ
-
সিনিয়র ভাইদের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি আমি এই ফোরামে নতুন সদস্য। তাই আমি জানিনা যে কোন বাউন্টি ভালো। তাই সিনিয়র ভাই যারা আছেন প্লিজ একটু বলবেন।
-
আমি নতুন আমি পাউন্ডের সম্পর্কে আমার এত অভিজ্ঞতা নেই আমি বড় ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আমাকে একটু হেল্প করবেন পাওয়ার জন্য কি কি লাগে ফেসবুক টুইটার আর কি কোন কিছু লাগবে আমার এই দুইটাই আছে আরও যদি কিছু লাগে তাহলে বলেন আমি সেগুলোতে কাজ করব
-
এইখানে অনেক সিনিয়র ভাইয়েরা আছেন......আমাকে প্লিজ হেল্প করেন ভালো বউন্টি কিভাবে বুজবো?????
বাউন্টি করতে করতে আপনার এমনিতেই অভিজ্ঞতা হয়ে যাবে দেখে নেবেন বাউন্টিতে দেখবেন কোন এক্সচেঞ্জার আছে দাম কত তাহলে বুঝতে পারবে না এটা ভালো না খারাপ বাউন্টি
-
আমরা কখনো কোনো বাউন্টি দেখে বুঝতে পারবোনা যে এই বাউন্টি ভালো বা খারাপ হবে কিনা। তবে কিছু ভালো বাউন্টি ম্যানেজার রয়েছন, আর তারা সবসময় ভালো বাউন্টি নিয়ে আসেন। আমাদের বাংলাদেশর একজন ম্যানেজার রয়েছেন, আর তার নাম হলো ফাতেমাস বাউন্টি। আর তিনি যতগুলো প্রজেক্ট এনেছেন সবগুলোই হিট করেছে।
-
আমি এই ফোরামে নতুন দয়া করে সিনিয়র ভাইরা আমাকে হেল্প করবেন। কিভাবে ভালো বাউন্টি আসে।
ভাই আপনার পোস্ট গুলা ঠিকমতো করেন তা না হলে আপনি - কারমা খাবেন লোক্যালিটি ধরে আপনাকে - কারমা দিবে
-
বর্তমান সময়ে যে সকল বাউন্টি আমাদের মাঝে রয়েছে সেগুলা অনেকটাই ভালো আমি মনে করি। ভালো বাউন্টি চেনার উপায় হলো বাউন্টির রুলস গুলো ভালো করে পড়লেই আমরা জানতে এবং বুঝতে পারব যে এই বাউন্টি কেমন হতে পারে। আশা করি এই পোস্টটি বুঝতে পারছেন।
-
এইখানে অনেক সিনিয়র ভাইয়েরা আছেন......আমাকে প্লিজ হেল্প করেন ভালো বউন্টি কিভাবে বুজবো?????
বাউন্টি সম্পর্কে আপনি যে পোস্টটি করেছেন সেখানে বলতে চাই আপনি যদি ভাল বাউন্টি খুঁজে পেতে চান তাহলে অবশ্যই আপনাকে ফোরামে প্রচুর সময় দিতে হবে এবং বাউন্টি বেশি বেশি করতে হবে তাহলেই বুঝতে পারবেন যে কোন বোনটি ভালো কোন বাউন্টি স্কাম করবে না । আর আপনাকে হোয়াইট পেজে গিয়ে দেখতে হবে যে এই বাউন্টি স্কাম করে কিনা এবং এদের বেলু কি রকম ।
-
এইখানে অনেক সিনিয়র ভাইয়েরা আছেন......আমাকে প্লিজ হেল্প করেন ভালো বউন্টি কিভাবে বুজবো?????
সহজে ভালো বাউন্টি কোনটি তা বোঝা মুশকিল আপনাকে ভালো বুঝতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে প্রচুর বাউন্টি সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে তা না হলে আপনি ভাল বুঝবেন না আপনাকে প্রোজেক্টের হোয়াইট পেপার এ যাইতে হবে হতে পারে গিয়ে দেখতে হবে তাদের টোকেন এর ভ্যালু কিরকম আছে এবং স্কাম কিনা এটা ভালোভাবে আপনাকে খেয়াল করতে হবে তারপর আপনি নির্বাচন করতে পারবেন কোনটি
আচ্ছা ভাই আমার একটি প্রশ্ন হোয়াইট পেপার দেখে আমি কিভাবে বুঝব বাউন্টি ভালো না খারাপ????
-
ভালো বাউন্টি চেনার অনেক উপায় রয়েছে। তবে এ কোন বাউন্টি থেকে প্রেমেন্ট করবে সেটা একদমই বলা সম্ভব নয়। আমরা মূলত বাউন্টি ম্যানেজার দেখে বলতে পারি যে এই বাউন্টি সাকসেসফুল হতে পারে। তবে বাউন্টি সাকসেসফুল হলেও অনেক সময় টিম তাদের টোকেন ডিস্ট্রিবিউশন করে না। সেজন্য আপনাকে সব ধরনের বাউন্টি ক্যাম্পেইন করা উচিত হবে বলে মনে করি।
-
যেসকল বাউন্টি প্রজেক্ট অনেক ভালো হয় সে সকল প্রকল্পগুলোর দল অনেক বেশি সক্রিয় থাকে। আপনাকে প্রথমেই ওয়েবসাইট ও হোয়াইট পেপার মনিটরিং করতে হবে। আপনার যদি কোন কারণে মনে হয় ম্যানেজমেন্ট অনেক সক্রিয় তাহলে আপনি বাউন্টি প্রচারণায় জয়েন করে লাভবান হতে পারেন। আরো বিভিন্ন উপায়ে ভালো প্রজেক্ট এ নির্বাচন করা সম্ভব।
-
কোন বাউন্টি বাহ্যিক রূপ দেখে বোঝা যায় না কোন বাউন্টি প্রজেক্ট সাকসেসফুল হবে এবং কোন বাউন্টি প্রজেক্ট সাকসেসফুল হবে না। প্রজেক্ট সাকসেস হবে কিনা তা সম্পূর্ণ নির্ভর করে প্রজেক্ট টিম এর উপর। প্রজেক্ট টিম যদি সৎ হয় তাহলে
-
এইখানে অনেক সিনিয়র ভাইয়েরা আছেন......আমাকে প্লিজ হেল্প করেন ভালো বউন্টি কিভাবে বুজবো?????
একেবারে মনের কথা বলেছেন ভাই। আমি এখানে নতুন জয়েন করেছি, তাই এ সম্পর্কে আমারও কোন ধারণা নেই। তাই অনুগ্রহ করে বলছি সিনিয়রভাইদের জানা থাকলে হেল্প করবেন প্লিজ। কিভাবে ভালো বাউন্টি প্রজেক্ট আমরা চিনবো?
-
এইখানে অনেক সিনিয়র ভাইয়েরা আছেন......আমাকে প্লিজ হেল্প করেন ভালো বউন্টি কিভাবে বুজবো?????
সহজে ভালো বাউন্টি কোনটি তা বোঝা মুশকিল আপনাকে ভালো বুঝতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে প্রচুর বাউন্টি সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে তা না হলে আপনি ভাল বুঝবেন না আপনাকে প্রোজেক্টের হোয়াইট পেপার এ যাইতে হবে হতে পারে গিয়ে দেখতে হবে তাদের টোকেন এর ভ্যালু কিরকম আছে এবং স্কাম কিনা এটা ভালোভাবে আপনাকে খেয়াল করতে হবে তারপর আপনি নির্বাচন করতে পারবেন কোনটি
হ্যাঁ ভাই আমিও একই সমস্যা আছি। আমি এই ফোরামে নতুন ইউজার তাই বাউন্টি সম্পর্কে আমার জ্ঞান একেবারে অল্প। আমি নিজেও বুঝি না কোন বাউন্টি ভালো হবে বা কোনটি স্কাম হবে। তবে এই বিষয়ে আপনার পোষ্টটি পড়ে অনেক তথ্য জানতে পারলাম। আশাকরি ভবিষ্যতে ফোরামে নিয়মিত একটিভ থেকে বাউন্টি সম্পর্কে আরো ভালো কিছু জ্ঞান অর্জন করতে পারবো।
-
আমরা যারা ক্রিপ্টো রিলেটেড আছি, আমরা প্রায় সবাই বাউন্টি করে ইনকাম করে থাকি। কিন্তু কোন বাউন্টি ভালো আর কোন বাউন্টি ভালো না সেটা আপনি দেখে বুঝতে পারবেন না। আসলে অনেক ভালো বাউন্টি তাদের টিম মেম্বারদের জন্য স্ক্যাম হয়। বাউন্টি করতে করতে আপনি বুঝতে পারবেন কোনটি ভালো আর কোনটি খারাপ।
-
আমি এই ফোরামে নতুন তাই এ বিষয়ে আমার বেশি কিছু জানা নেই। কিন্তু আপনাদের মূল্যবান পোষ্টের মাধ্যমে জানতে পারলাম। ভালো বাউন্টি আসলে সেটা জানার উপায় প্রথমে আপনাকে বাউন্টি সম্পর্কে ভাল করে জানতে হবে।
-
ভালো বাউন্টি চেনা খুবই কঠিন কাজ তবে আপনি যদি বাউন্টি নিয়ে চর্চা করেন তাহলে কোন একটা সময় ভালো বাউন্টি চিনতে সাহায্য করবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টোকেন এর ভ্যালু কিরকম আছে এবং স্কাম কিনা এটা ভালোভাবে আপনাকে খেয়াল করতে হবে।মোট কথা বাউন্টি নিয়ে আলোচনা করুন আর বাউন্টি নিয়ে লেখা গুলো পড়ূন।
-
আমরা কখনো কোনো বাউন্টি দেখে বুঝতে পারবোনা যে এই বাউন্টি ভালো বা খারাপ হবে কিনা। তবে কিছু ভালো বাউন্টি ম্যানেজার রয়েছন, আর তারা সবসময় ভালো বাউন্টি নিয়ে আসেন। আমাদের বাংলাদেশর একজন ম্যানেজার রয়েছেন, আর তার নাম হলো ফাতেমাস বাউন্টি। আর তিনি যতগুলো প্রজেক্ট এনেছেন সবগুলোই হিট করেছে।
উনার লিঙ্ক হবে???
-
আপনি কোনভাবেই বুঝতে পারবেন না যে কোনটা ভালো বাউন্টি আর কোনটা খারাপ বাউন্টি। এটা নির্ভর করে বাউন্টি টিমের ওপর। বাউন্টি টিম যদি ভাল হয় তাহলে বাউন্টি সাকসেসফুল হবে আর যদি ভালো না হয় তাহলে পেমেন্ট পাবেন না। তাই এটা কেউ সিওর দিয়ে বলতে পারবে না যে এই বাউন্টি ভালো হবে।
-
আপনি কোনভাবেই বুঝতে পারবেন না যে কোনটা ভালো বাউন্টি আর কোনটা খারাপ বাউন্টি। এটা নির্ভর করে বাউন্টি টিমের ওপর। বাউন্টি টিম যদি ভাল হয় তাহলে বাউন্টি সাকসেসফুল হবে আর যদি ভালো না হয় তাহলে পেমেন্ট পাবেন না। তাই এটা কেউ সিওর দিয়ে বলতে পারবে না যে এই বাউন্টি ভালো হবে।
:) :) :) :) :)
-
ফোরামে আমি নতুন মেম্বার তাই বুঝি না কিভাবে নতুন বাউন্টি চিনব। যদি কোনো সিনিয়র ভাই জেনে থাকেন তাহলে এ সম্পর্কে একটু আলোচনা করবেন। তাহলে অনেক উপকৃত হব।
-
ভালো বাউন্টি নির্ভর করে টিম প্রজেক্ট এর উপরে। যারা মার্কেটে প্রজেক্টে নিয়ে আসে তাদের তিন যদি ভালো হয় এবং তাদের মনের চিন্তা ভাবনা দাঁড়া এটি সাকসেস হওয়ার সম্ভাবনা থাকে। টিম প্রজেক্ট যদি ভালো মনে না হয় তাহলে ওই বাহনটির উপর কোন নির্ভর করার প্রশ্নই আসে না। ভালো বানানটি প্রজেক্ট আসলে আগে লক্ষ্য করতে হবে টিম প্রজেক্ট এর উপরে। তারা কেমন কিভাবে প্রজেক্ট চালাচ্ছে। বাউন্টি টিম যদি ভাল হয় তাহলে সেই বাউন্টি সাকসেসফুল হবে আর যদি বাউন্টি টিম ভালো না হয় তাহলে ওই প্রজেক্ট সাকসেস হওয়ার সম্ভাবনা কম।
-
এখানে সিনিয়র ভাইরা বলেছেন কিভাবে বাউন্টি আসলে চেনা যায় এ সম্পর্কে আমার কোন ধারনা নেই ।কারণ এই বাউন্টিতে আমি নতুন জয়েন করেছি যদি গ্রুপের সিনিয়র ভাইরা আমাকে একটু বাউন্টি পেতে সাহায্য করতো তাহলে আমার জন্য অনেকটা সহজ হয়ে যেত।
-
ফোরামে আমি নতুন মেম্বার তাই বুঝি না কিভাবে নতুন বাউন্টি চিনব। যদি কোনো সিনিয়র ভাই জেনে থাকেন তাহলে এ সম্পর্কে একটু আলোচনা করবেন। তাহলে অনেক উপকৃত হব।
ভাই আপনার সবগুলো পোস্ট একই কোয়ালিটির। আপনি একদম নতুন ইউজার সেজন্য আপনাকে ছাড় দেওয়া হয়েছে। আপনার প্রথম কাজ হচ্ছে যে কোন টপিক এর সবগুলো রিপ্লাই ভালোভাবে পড়া এবং সবার মতামত যাচাই-বাছাই করে জ্ঞান অর্জন করা। আমি আপনার অনেকগুলো পোস্ট দেখেছি একই রকম টপিক ভালোভাবে না পড়েই পোস্ট করছেন। আশা করি পরবর্তী সময় থেকে পোস্ট করার আগে টপিক ভালোভাবে পড়বেন।
-
আমি এই ফর্মে নতুন জয়েন হয়েছি তাই বেশি কিছু জানিনা ভালো বাউন্টি কিভাবে চেনা যায় কোনো সিনিয়র ভাই যদি আমাকে সাহায্য করতেন তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হত।
-
ভালো বাউন্টি প্রজেক্ট চেনার নির্দিষ্ট কোনো উপায় নেই। আপনি যেই বাউন্টি প্রজেক্ট কে টার্গেট করবেন সেই প্রজেক্ট এর রোডম্যাপ অনুসরণ করতে পারেন এবং তাদের হোয়াইট পেপার পড়ে দেখতে পারেন। বাউন্টি প্রজেক্ট এর ম্যানেজার এর রেপুটেশন দেখতে পারেন। আমার মনে হয় এছাড়া আর কোন উপায় নেই। ভালো বাউন্টি বলতে যদি প্রজেক্ট সাকসেস হয় তাহলে সবগুলোই ভাল আর যদি সাকসেস না হয় তাহলে কোনটাই ভালো নয়।
-
এই ফর্মে আমি নতুন জয়েন করেছি আমি জানিনা বাউন্টি কিভাবে করতে হয় কেক আশাকরি সিনিয়র ভাইরা জুনিয়র ভাইদের ভালোভাবে বুঝিয়ে দিবেন আমি কিভাবে সহজেই ভালো বাউন্টি করতে পারবো বাউন্টি করতে কি কি প্রয়োজন হবে সিনিয়র ভাইরা আমার এই বিষয়ে সাহায্য করবেন
-
ভালো বাউন্টি চেনার কোন উপায় নেই। কোন বাউন্টি কখন হিট হবে সেটা আগে থেকে কেউ কখনো বলতে পারবেনা। অনেক সময় অনেক বাউন্টিই হিট হয়, যে গুলো অনেকেই অবহেলা করে অংশগ্রহণ করে না। আবার অনেক সময় অনেক বাউন্টি নিয়ে সবাই ভালো কিছু পাওয়ার আশায় থাকে, কিন্তু সেগুলো স্ক্যাম হয়ে যায়। তাই আগে থেকে কেউ কখনো বলতে পারবেনা যে কি হবে পরে। আর এই জন্যই আমাদের উচিৎ সকল বাউন্টিতেই অংশগ্রহণ করা।
-
আমি এই ফোরামে নতুন। বাউন্টি সম্পর্কে আমার কোন ধারনা নেই। সিনিয়র ভাই যারা আছেন তারা যদি আমাকে বলতেন আমি কিভাবে বাউন্টিতে জয়েন হবো। তাহলে আমার বুঝতে অনেক সুবিধা হত।
-
এইখানে অনেক সিনিয়র ভাইয়েরা আছেন......আমাকে প্লিজ হেল্প করেন ভালো বউন্টি কিভাবে বুজবো?????
আসলে ভাই এই ফোরামে আমি নতুন কিভাবে বাউন্টি করতে হয় সঠিক আমি জানিনা তবে বড় ভাইরা মনে হয় হেলপ কল করলে আমি বামন টারী করতে পারব এবং শিখতে পারবো
-
ভাল বাউন্টি চেনার জন্য আপনাকে আগে দেখতে হবে কোন ম্যানেজার প্রজেক্ট টি মার্কেট এ নিয়ে এসেছে। তার পরে দেখতে হবে প্রজেক্ট টি মার্কেট এ আছে কিনা। আর সব থেকে বড় কথা হল কোন প্রোজেক্ট কখন হিট করবে সেটা জানা বড় কঠিন ব্যাপার।
-
আমার মনে হয় ভাল বাউন্টি ক্যাম্পেইন চেনার সুনির্দিষ্ট কোনো উপায় নেই, কেবল অভিজ্ঞ সিনিয়র ব্যক্তিরাই বাউন্টি ক্যাম্পেইন দেখে বুঝতে পারে কারণ ভালো বাউন্টি চেনার একমাত্র উপায় হচ্ছে নিজে অভিজ্ঞ হয়ে ওঠা কারণ একটা ভালো বাউন্টি চিনতে অবশ্যই তাদের রোড ম্যাপ এবং তাদের ভবিষ্যৎ প্লান তারা তাদের টোকেন কত পরিমাণের জেনারেট করেছেন, তাদের জেনারেট কৃত টোকেন ভবিষ্যতে কতদূর যেতে পারে। এইসব তথ্য নিজে থেকে জানা জরুরী। এইসব তথ্য আপনি তখনই জেনে নিতে পারবেন যখন আপনি একজন অভিজ্ঞ বাউন্টি হান্টার হয়ে যাবেন। তাই বলছি এসব নিয়ে এখন না ভেবে নিজেকে অভিজ্ঞ করে তোলার চেষ্টা করুন।
-
ভালো বাউন্টি চেনার উপায় হল বাউন্টিতে বেশি বেশি সময় দিতে হবে । ফোরামে যে যত বেশি কাজ করবে বাউন্টি বেশি বুঝতে পারবে। এ ফোরামে যারা নতুন তারা সিনিয়র ভাইদের পোস্টগুলো ভালোভাবে পড়লে বুঝতে পারবে কিভাবে বাউন্টিতে জয়েন হবে।
-
এইখানে অনেক সিনিয়র ভাইয়েরা আছেন......আমাকে প্লিজ হেল্প করেন ভালো বউন্টি কিভাবে বুজবো?????
এই উত্তরটা সঠিক ভাবে কেউ বলতে পারবেনা কারন যদি ভালো বাউন্টি আপনি খুঁজতে যান তাহলে আপনাকে কঠোর পরিশ্রমের মাধ্যমে এখানে কাজ করতে হবে আর কাজ করতে করতে আপনি একসময় নিজেই বুঝে যাবেন কোনটা ভালো কোনটা খারাপ বাউন্টি ভালোবাসি খারাপ বাউন্টি প্রথমেই প্রজেক্ট দেখে চেনা সম্ভব নয়
-
ভাই সাধারনত একটা নতুন বাউন্টি যখন লঞ্চ হয়, তখন আমরা কেউ বুঝতে পারিনা বাউন্টি টা ভালো হবে নাকি খারাপ হবে। কিছু অভিজ্ঞ মোস্ট সিনিয়র ভাই ছাড়া কারণ তাদের অভিজ্ঞতা অনেক। কিন্তু আমরা এই অল্প অভিজ্ঞতা নিয়ে বুঝতে পারব না। আবার এটাও বলা যায় না কোন বাউন্টি কখন হিট হয়ে যায়। তাই আমি মনে করি আমাদের প্রত্যেকটা বাউন্টি ক্যাম্পেইন এ জয়েন করার চেষ্টা করা উচিত।
-
ভাই আপনাকে অনেক ধন্যবাদ এই বিষয়টি তুলে ধরার জন্য আমরা অনেকেই জানতাম না সিনিয়র ভাইদের পোস্টগুলো পড়ে এখন জানতে পারলাম আরেকটা কথা ভাই ভালো বান্টি চিনতে গেলে আগে দেখতে হবে তার পোস্টগুলো মার্কেট পাইছে কিনা আর বাউন্টি সম্পর্কে জানতে চাইলে সব সময় বেশি করে সময় দিতে হবে তাহলে জানতে পারবেন
-
ফোরামে অনেক সিনিয়র মেম্বার আছে তাদের তথ্যবহুল পোষ্ট গুলো পড়লে সব বিষয়ে ধারনা লাভ করা যায়।
-
ভালো বাউন্টি চেনার উপায় হলো আমরা অনেক ভাবেই বাউন্টি চিনতে পারি। বাউন্টি চেনার জন্য আপনাদের ভালোভাবে বাউন্টি গুলো দেখতে হবে। বাউন্টি গুলো ভালভাবে দেখলে আপনি বাউন্টি চিনতে পারবেন।
-
আমরা যারা দীর্ঘদিন যাবৎ ফোরামে কাজ করছি তারা অনেকেই হয়তো জানেন সব থেকে ভাল বাউন্টি চেনা যায় কিভাবে। কেননা যারা বহু দিন ধরে কাজ করছে তারা বলতে পারবে তাদের বহু দিনের অভিজ্ঞতা দ্বারা।তবে আমি বলতে পারি যে আমরা যখন ভালো বাউন্টি নির্বাচন করবো তখন দেখবো যে এর ভ্যালু কেমন হতে পারে।কেননা আমরা এর মাধ্যমে জানতে পারবো।আবার আমাদের লক্ষ রাখতে হবে যে এটি স্কাম কিনা।তাই আমি মনে করি আমরা এই বিষয়ে লক্ষ রাখতে পারলে সহজেই আমরা চিনতে পারবো।
-
আসসালামু আলাইকুম ভাই বর্তমান প্রায় সব বাউন্টি থেকে পেমেন্ট করে। তার মধ্যে কিছু দেখা যায় কিছু বাউন্টি scam করে। কিন্তু বর্তমান দেখা যাচ্ছে ডিটেকটিভ এর বাউন্টি গুলা ভালো। কারণ তারা একসাথে অনেকগুলো বাউন্টি চালায়। তাও তাদের মেম্বাররা অনেক একটিভ থাকে।
-
বাউন্টি কোনটা ভালো কোনটা খারাপ তাই না খুবই কষ্টকর বিষয়। এজন্য ফোরামে অনেক সময় দিতে হবে এবং বাউন্টি সম্বন্ধে যে পোস্ট গুলো দেয়া হয়ে থাকে সেগুলো বেশি বেশি পড়তে হবে। আমি অল্প কিছুদিন হলো এই ফোরামে জয়েন হয়েছি এখন পর্যন্ত বাউন্টি ডিটেকটিভ যতগুলো বাউন্টি লঞ্চ করেছে সেগুলো অনেক ভালো হয়েছে। এ ব্যাপারে সিনিয়র ভাইদের পরামর্শ খেয়াল করুন তাহলে কিছুটা বুঝতে পারবেন।
-
ফোরামে অনেক সিনিয়র মেম্বার আছে তাদের তথ্যবহুল পোষ্ট গুলো পড়লে সব বিষয়ে ধারনা লাভ করা যায়।
হু, তাই সবসময় সিনিয়র ভাইদের পোস্ট গুলো মনোযোগ দিয়ে পড়বেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। আর ফোরামে বেশি বেশি সময় দেওয়ার চেষ্টা করবেন। আপনি ফোরামে যতো বেশি সময় দিবেন ততো বেশি জানতে পারবেন এই ক্রিপ্টো সম্পর্কে। আমি মনে করি ক্রিপ্টো সম্পর্কে ভালো জানার প্রথম এবং প্রধান স্থান এই ফোরাম। তাই বেশি বেশি সময় দিবেন আর দেখে শুনে ভালো মানের পোস্ট করার চেষ্টা করবেন। তাহলেই দ্রুত এগিয়ে যেতে পারবেন।
-
এইখানে অনেক সিনিয়র ভাইয়েরা আছেন......আমাকে প্লিজ হেল্প করেন ভালো বউন্টি কিভাবে বুজবো?????
সহজে ভালো বাউন্টি কোনটি তা বোঝা মুশকিল আপনাকে ভালো বুঝতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে প্রচুর বাউন্টি সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে তা না হলে আপনি ভাল বুঝবেন না আপনাকে প্রোজেক্টের হোয়াইট পেপার এ যাইতে হবে হতে পারে গিয়ে দেখতে হবে তাদের টোকেন এর ভ্যালু কিরকম আছে এবং স্কাম কিনা এটা ভালোভাবে আপনাকে খেয়াল করতে হবে তারপর আপনি নির্বাচন করতে পারবেন কোনটি
আপনাকে অসংখ্য ধন্যবাদ সিনিয়র ভাই আপনি খুব সুন্দর একটি বিষয়ে বলেছেন যে কোন গানটা ভালো সেটা চেনার উপায় কি।তবে হোয়াইট পেপার এর ফাংশন টা আমার এখন পর্যন্ত জানা নেই সিনিয়র ভাইয়ের কাছ থেকে অবশ্যই জেনে নেব। আরেকটা বিষয় হচ্ছে যদি দয়া করে একটু বলতেন যে কোন কোন টিম লিডার বা ম্যানেজারের বাউন্টি গুলো ভালো হয় তাহলে অবশ্যই আমি উপকৃত হতাম।
-
ফোরামে অনেক সিনিয়র মেম্বার আছে তাদের তথ্যবহুল পোষ্ট গুলো পড়লে সব বিষয়ে ধারনা লাভ করা যায়।
কোন বিষয়ে জানার থাকলে অবশ্যই সিনিয়র ভাইদের কাছে প্রশ্ন করা উচিত। আর বেশি বেশি ফোরামে একটিভ থাকলে সিনিয়র ভাইদের টপিক গুলো মন দিয়ে পড়লে অবশ্যই উপকৃত হবে। আর নতুন অবস্থায় সে রকম বুঝতে পারবে না যে কোন বাউন্টি গুলো ভালো হবে। এজন্য অবশ্যই বেশি বেশি বাউন্টি ক্যাম্পেইনে এড হতে হবে।
-
এই ফোরামে আমি একজন নতুন ইউজার। ভালো বাউন্টি সম্পর্কে আমার কোন ধারনা নেই। এই ফোরামে সিনিয়র ভাই যারা আছেন তারা একটু বলবেন ভালো বাউন্টি কিভাবে চিনব বা বাউন্টি সম্পর্কে জানব।
-
বাউন্টির ক্ষেত্রে বেশি ভালো মন্দ বাছার দরকার নেই। এখানে তো ইনভেস্ট করবেন না। ইনভেস্ট করার হলে খুুঁটে খুঁটে দেখতে পারেন। জয়েন করে কাজ করেন। যেটা সাকসেস হবে আর পেমেন্ট দিবে সেটাই ফাইনালি সাকসেস। আমি নিজেই অলসতা করে কিছু বাউন্টিতে জয়েন করিনা ভালো পেমেন্ট পাবনা বলে। পরে দেখা যায় আমার পরিচিতরা সেটা থেকে বড় ধরনের পেমেন্ট পায়। এটা হরহামেশাই হয়। আবার দেখা যায় ভালো প্রজেক্টও কখনও কখনও পেমেন্ট দেয়না বা চিটিং করে। তাই কাজ করে যান।
-
আমি এই ফোরামে নতুন তাই জানি না যে কোন বাউন্টি ভালো এবং কোনটি মন্দ। আর এজন্য সিনিয়র ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি যে তারা যদি বাউন্টি সম্পর্কে কিছু কথা তুলে ধরতেন তাহলে অনেক উপকৃত হতাম।
-
বাউন্টি ভালোভাবে চেনার ভালো উপায় হলো আপনি তাদের দেওয়া রুলস গুলো ভালোভাবে ফলো করবেন। ফলো করলে আপনি বুঝতে পারবেন যে কোনটি ভালো বাউন্টি। আপনি এরকম ভাবেই বারণ কি করে চিনতে পারবেন।
-
আমি এখনো কোনটা ভালো বাউন্টি সেটা চিনতে পারিনা। তবে প্রথম প্রথম সবগুলো করার চেষ্টা করছি। একটা না একটা অবশ্যই সাকসেস হবে। মনে হয় বাউন্টি সম্পর্কিত রুলস পড়লে বোঝা যায় যে বাউন্টিটা হয়তো ভালো হবে।
-
ভালো বাউন্টি চেনার উপায় হলো আপনি প্রথমে তাদের দল রুলস গুলো ফলো করবেন।তারপর আপনি যে জায়গায় তারিখ দেওয়া টা একটু ভালোভাবে খেয়াল করে নিবেন। আপনি যদি ভালোভাবে খেয়াল করে নেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা অনেক বাউন্টি।
-
ভালো বাউন্টি চেনার কোন উপায় নেই এখানে। যদি প্রজেক্ট সাকসেস হয় তবে পেমেন্ট যাই হোক না কেন ভালো লাগে। কিন্তু যখন অনেক দিন কাজ করার পরে প্রজেক্ট স্ক্যাম বলে ঘোষণা করা হয় তখন অনেক কষ্ট লাগে, মন খারাপ হয়। তাই প্রজেক্ট কেমন হবে সেটা বোঝার জন্য অবশ্যই আমাদের শেষ নাগাদ অপেক্ষা করতে হবে।
-
অনেকদিন যাবত ফোরামে আমি কিছু কিছু সোশ্যাল ক্যাম্পেইনে কাজ করছি। তবে বাউন্টি দেখে বোঝা যায় না কোন বাউন্টি ভালো এবং কোন বাউন্টি স্কাম করবে। ভালো বাউন্টি পেতে হলে আপনাকে নিয়মিত বাউন্টি প্রজেক্টে কাজ করতে হবে এর মাঝে একটা না একটা ভালো বাউন্টি আপনি পেয়ে যাবেন।
-
কোন বাউন্টি কেমন হবে সেটা আগে থেকে কারও পক্ষে বলা সম্ভব নয়। বাউন্টি ভালো হবে নাকি খারাপ হবে সেটা জানার জন্য অবশ্যই আপনাকে বাউন্টির ডেডলাইন পর্যন্ত অপেক্ষা করতে হবে।
-
আপনি যদি ভালো বাউন্টি গুলো চিনতে চান তাহলে আপনাকে এই সম্পর্কে অনেকটা ধারণা রাখতে হবে। আপনার ভালো বাউন্টি চেনার জন্য আপনাকে অনেক সুন্দর ভাবে রুলস গুলো পড়তে হবে। আপনি ভালভাবে রুলস গুলো ফলো করলে বুঝতে পারবেন এটা ভালো বাউন্টি কিনা। আপনি এভাবেই অনেকগুলো বাউন্টি চিনতে পারবেন ভাল হবে কিনা।
-
আপনাদের পোষ্ট গুলো অনেক ভাল। আমি আপনাদের পোষ্টগুলো ফলো করে সব ধরণের কাজ ভালো ভাবে বুঝতে পারছি।আশা করি ভবিষ্যতে আপনাদের সাহায্য পেলে আরো ভালো করে কাজ করতে পারব।ধন্যবাদ ভাই আপনাদেরকে।
-
আমিও আপনার সাথে একমত পোষণ করছি এই কথাটি আমারও বলার ছিল কিন্তু আপনি বলার পর আমার আর কোন পোস্ট করতে হলো না আশা করি সিনিয়র ভাইরা এখানে আমাদেরকে বুঝিয়ে বলবেন।
-
বাউন্টির ক্ষেত্রে বেশি ভালো মন্দ বাছার দরকার নেই। এখানে তো ইনভেস্ট করবেন না। ইনভেস্ট করার হলে খুুঁটে খুঁটে দেখতে পারেন। জয়েন করে কাজ করেন। যেটা সাকসেস হবে আর পেমেন্ট দিবে সেটাই ফাইনালি সাকসেস। আমি নিজেই অলসতা করে কিছু বাউন্টিতে জয়েন করিনা ভালো পেমেন্ট পাবনা বলে। পরে দেখা যায় আমার পরিচিতরা সেটা থেকে বড় ধরনের পেমেন্ট পায়। এটা হরহামেশাই হয়। আবার দেখা যায় ভালো প্রজেক্টও কখনও কখনও পেমেন্ট দেয়না বা চিটিং করে। তাই কাজ করে যান।
মডারেটর মালাম ভাই আপনি সুন্দর একটা উপদেশ দিয়েছেন। আশা করি নতুনরা সবাই বুঝতে পারবে।
-
ভালো বাউন্টি চিনার উপায় হচ্ছে বাউন্টি সম্পর্কে ভালো করে জানা। যারা নতুন এ বাউন্টি করেন তারা বুজতে পারে না যে ভালো বাউন্টি কোনটি। আমিও প্রথমে ভালো বাউন্টি কোনটি তা চিনতে পারতাম না। তবে এখন আমি ভালো বাউন্টি চিনতে পারি
-
ভালো বাউন্টি চেনার জন্য আপনাকে প্রথমে বাউন্টি হোয়াইট পেপার এ যেতে হবে সেখানে গিয়ে ভালোভাবে বাউন্টি সকল বিষয়গুলো যেমন টেলিগ্রাম টুইটার ফেসবুক পেজে সুন্দর ভাবে দেখতে হবে। এছাড়াও যদি আপনি আগে বাউন্টি কাজ করে থাকে তাহলে আপনি জানেন কোন কোন বাউন্টি উনার গুলো খুব ভালো আর কারা ঠিকমতো পেমেন্ট করে এই সকল বিষয় জেনে বাউন্টিতে জয়েন হবে। আমি বর্তমান সময়ে কি শিখেছি বাউন্টি দেখি যে বাউন্টি গুলো পোস্ট হওয়ার 20 থেকে 30 মিনিটের মধ্যেই হাজার লোকের মত জয়েন হয়। কিন্তু আবার কিছু কিছু বাউল ঠিক আছে যে বাইক গুলো শেষ হওয়া পর্যন্ত খুব অল্প সংখ্যক মানুষ জয়েন করে এই সকল বিষয়ে হয় শুধু বিশ্বাস এর উপর ভিত্তি করে।
-
যদিও আমি বাউন্টি সম্পর্কে কোন কিছু জানিনা যে বাউন্টি কি বাউন্টি দিয়ে কিভাবে কাজ করে। তারপরও সিনিয়র ভাইরা যদি আমাদেরকে বলতেন যে ভালো বাউন্টি চেনার উপায় কি তাহলে আমি জেনে রাখতাম ভবিষ্যতে কাজে লাগবে বলে আমি মনে করি।
-
ভালো বাউন্টি চেনার কোনো উপায় নেই, আমার মনে হয়। বাউন্টি দেখে বোঝা যায় না কোন বাউন্টি প্রজেক্ট ভালো হবে এবং কোন বাউন্টি প্রজেক্ট স্কাম করবে। আমার মনে হয়, আপনি যদি ভালো বাউন্টি চান তাহলে আপনাকে বাউন্টি প্রজেক্ট এ কাজ করতে হবে। এবং কাজ করতে করতে আপনি ভালো বাউন্টি পেতে পারেন।
-
বাউন্টি জগতে ভালো আর খারাপ বাউন্টি এটা কোনো প্রশ্ন নয়। আপনি যদি বাউন্টি ফোরামে কাজ করতে চান। তাহলে আপনাকে সকল ধরনের বাউন্টি করতে হবে। কারণ কোন বাউন্টি কতটা ভালো তা জানা যায় না। কত ভালো প্রজেক্ট ম্যানেজার এর বাউন্টি আছে তারাও কত সময় পেমেন্ট দেয় না। আর কত ম্যানেজার মার্কেটে পরিচিত কম। তাদের বাউন্টি করে আবার বেশি পেমেন্ট পাওয়া যায়। তাই বাউন্টি ফোরামের সবার ধৈর্য ধারণ করে কাজ করতে হবে।
-
আমি ফর্মে নতুন তবে আমার জানা মতে ভালো বাউন্টি কোনটি তা বোঝা মুশকিল আপনাকে ভালো বুঝতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে প্রচুর বাউন্টি সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে তা না হলে আপনি ভাল বুঝবেন না আপনাকে প্রোজেক্টের হোয়াইট পেপার এ যাইতে হবে হতে পারে গিয়ে দেখতে হবে তাদের টোকেন এর ভ্যালু কিরকম আছে এবং স্কাম কিনা এটা ভালোভাবে আপনাকে খেয়াল করতে হবে তারপর আপনি নির্বাচন করতে পারবেন কোনটি, যদি ভালো বাউন্টি প্রজেক্ট পান তা হলে হয়তো ভালো পেমেন্ট পাবেন বলে আশা করা যায়।
-
ভালো বাউন্টি চিনতে হলে প্রথমে আপনাকে বাউন্টি সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। আপনি যদি বাউন্টি করেন তাহলে আপনি ২/১ বছরের ভিতরেই বুঝে যেতে পারবেন যে কোন বাউন্টিটি ভালো আর কোনটি খারাপ হবে।
-
ভালো বাউন্টি চেনার উপায় হচ্ছে আপনাকে প্রথমত নিজের ধারণা রাখতে হবে। আর আপনাকে দেখতে হবে সেই প্রজেক্ট ম্যানেজমেন্ট কেমন। তার স্কেল দেখতে হবে। আপনি তার অফিসিয়াল টেলিগ্রাম এবং তার অফিসিয়াল টুইটার ইত্যাদি দেখতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন কোন বাউন্টি ভালো হবে।
-
ভালো বাউন্ডে চেনার উপায় হচ্ছে আপনাকে প্রথমত নিজের ধারণা রাখতে হবে। আর আপনাকে দেখতে হবে সেই প্রজেক্ট ম্যানেজমেন্ট কেমন। তার স্কেল দেখতে হবে। আপনি তার অফিসিয়াল টেলিগ্রাম এবং তার অফিসিয়াল টুইটার ইত্যাদি দেখতে হবে।আবার আপনার ১/২বছর ভালো করে বাউন্টি হিসাবে কিছু জানতে হবে বা বুঝতে হবে। তাহলে বুঝতে পারবেন কোন বাউন্টি ভালো।
-
ভালো বারটি চেনা খুবই মুশকিল। আপনি যদি ভালো বাউন্টি চিনতে চান। তাহলে আপনাকে প্রচুর পরিমাণে জ্ঞান অর্জন করতে হবে বাউন্টি সম্পর্কে। তাহলে আপনি খুব সহজেই চিনতে পারবেন কোন বাউন্টি টা ভালো হবে।