Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => নতুনদের => Topic started by: Farhana on March 24, 2021, 07:03:49 PM
-
আমি এই ফোরামে KARMA নিয়ে অনেক তথ্য পেয়েছি, ধন্যবাদ সুযোগ্য মডারেটর malam90 ভাইকে যিনি অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন যে কিভাবে কার্মা দেব কিভাবে পজেটিভ কার্মা পাব কিভাবে নেগেটিভ কার্মা পাব , কিন্তু আমার কাছে karma কি এটা নিয়ে একটু জানতে ইচ্ছা হয়েছে তবে আমি যতটুকু বুঝেছি KARMA হল আপনার প্রোফাইলের একটি সাইনবোর্ড বলা যায় এবং আপনি কতটুকু গ্রহনযোগ্য তা প্রকাশ করে। এর বাইরে আশা করি অনেক গুরত্বপূর্ণ তথ্য আছে যেটি আমার জানার বাইরে তাই সিনিয়র ভাই এবং মধ্যমণি মডারেটরদের কাছে বিনীত অনুরোধ।
-
আমি এই ফোরামে KARMA নিয়ে অনেক তথ্য ও আলোচনা পেয়েছেন, ধন্যবাদ সিনিয়র ভাইদের কে এবং সুযোগ্য মডারেটরMalam90 ভাইকে যিনি অনেক সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন যে কিভাবে কারমা দেবে কিভাবে পজেটিভ পাব আবার কিভাবে নেগেটিভ কারমা পাব। কিন্তু আমার খুব জানতে ইচ্ছে করছে যে কারমা কি এটা নিয়ে একটু জানতে চাই সিনিয়র ভাই যারা আছেন তারা আমাকে সাহায্য করবে।
-
আমি ফার্মে নতুন আমি জানিনা কিভাবে কামরা পাব । কামরা পেলে আমি কতটুক উপকৃত হব। সিনিয়র ভাইরা যদি এই বিষয়ে জানাতেন তাহলে অনেক উপকৃত হতাম।
-
কারমা একাউন্ট থাকলে বুঝতে সক্ষম হই যে পোস্টের কোয়ালিটি অনেক ভালো। কারণ পোষ্টের কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে তার কারমা সম্ভব নয়।
-
আমি এই ফোরামে KARMA নিয়ে অনেক তথ্য ও আলোচনা পেয়েছেন, ধন্যবাদ সিনিয়র ভাইদের কে এবং সুযোগ্য মডারেটরMalam90 ভাইকে যিনি অনেক সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন যে কিভাবে কারমা দেবে কিভাবে পজেটিভ পাব আবার কিভাবে নেগেটিভ কারমা পাব। কিন্তু আমার খুব জানতে ইচ্ছে করছে যে কারমা কি এটা নিয়ে একটু জানতে চাই সিনিয়র ভাই যারা আছেন তারা আমাকে সাহায্য করবে।
অন্যের কমেন্টস কপি পেস্ট করার জন্য আপনাকে প্রথম এবং শেষ বারের মত মাফ ও সতর্ক করে দিলাম। পরবর্তীতে আপনি কিংবা অন্য যে কেউ কপি পেস্ট করবেন তো মরবেন। আইডিতে ওয়ার্নিং এবং স্ট্রাইক খাবেন। লাস্ট ওয়ার্নিং বাংলা বোর্ডের সবার জন্য। লো কোয়ালিটি পোস্ট তবুও মাফ করা যায় সতর্ক করে দিয়ে কিন্তু কপি পেস্ট করা মানে অন্যের লেখা চুরি করা। চোরদের কোন ছাড় নেই। সুতারং সাবধান হউন সবাই। কপি পেস্ট করবেন তো মরবেন সামনে।
-
কেউ কপি পেস্ট করলে, স্পাম করলে, লোকোয়ালিটি পোস্ট করলে, ফোরামের রুলস ভঙ্গ করলে, বাজে ব্যবহার করলে নিচের লিংকে গিয়ে রিপোর্ট করবেন।
অথবা কমেন্টের ডানপাশে Report to moderator অপশনে ক্লিক করে রিপোর্ট করবেন। ফোরামের মডারেটররা ব্যবস্থা নিবেন তার বিরুদ্ধে।
এখানে রিপোর্ট করবেন= https://www.altcoinstalks.com/index.php?topic=193323.0
-
কারমা একাউন্ট থাকলে বুঝতে সক্ষম হই যে পোস্টের কোয়ালিটি অনেক ভালো। কারণ পোষ্টের কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে তার কারমা সম্ভব নয়।
ধন্যবাদ আপনি যেটা অনুমান করেছেন নিঃসন্দেহে সঠিক কারন কারো একাউন্টে যদি কার্মা বেশি থাকে তাহলে বুজতে হবে তার পোস্ট গুলা সত্যিই অনেক কোয়ালিটি সম্পন্ন তা না হলে সে তার পোস্টে কখনই কার্মা পেতেন না। তার কোয়ালিটি সম্পন্ন পোস্ট দেখেই সিনিয়র ভাইয়েরা বা শ্রদ্ধেয় মডারেটররা তাকে কার্মা দিয়েছেন ।
-
কেউ কপি পেস্ট করলে, স্পাম করলে, লোকোয়ালিটি পোস্ট করলে, ফোরামের রুলস ভঙ্গ করলে, বাজে ব্যবহার করলে নিচের লিংকে গিয়ে রিপোর্ট করবেন।
অথবা কমেন্টের ডানপাশে Report to moderator অপশনে ক্লিক করে রিপোর্ট করবেন। ফোরামের মডারেটররা ব্যবস্থা নিবেন তার বিরুদ্ধে।
এখানে রিপোর্ট করবেন= https://www.altcoinstalks.com/index.php?topic=193323.0
ধন্যবাদ সুযোগ্য মডারেটর আপনার সকল পরামর্শ মেনে চলি বা মেনে চলার চেস্টা করব ইনশাআল্লাহ। তবে কোথায় গিয়ে রিপোর্ট করতে হয় সেটি আপনার পোস্টের মাধ্যমে শিখলাম। আপনাদের দেখানো পথে ভবিষ্যতে চলতে পারি সেই কামনা করি।
-
এটা মুলত আপনার একাউন্টের বিষেশন বলতে পারেন কারন কারমা মাধ্যমে আপনার কোয়ালিটি সম্পর্কে বিস্তারিত জানা যায়। তাই আপনার আইডি তে যত বেশি কারমা থাকবে আপনার কোয়ালিটি তত ভাল বুঝাবে।
-
আমি এই ফোরামে KARMA নিয়ে অনেক তথ্য পেয়েছি, ধন্যবাদ সুযোগ্য মডারেটর malam90 ভাইকে যিনি অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন যে কিভাবে কার্মা দেব কিভাবে পজেটিভ কার্মা পাব কিভাবে নেগেটিভ কার্মা পাব , কিন্তু আমার কাছে karma কি এটা নিয়ে একটু জানতে ইচ্ছা হয়েছে তবে আমি যতটুকু বুঝেছি KARMA হল আপনার প্রোফাইলের একটি সাইনবোর্ড বলা যায় এবং আপনি কতটুকু গ্রহনযোগ্য তা প্রকাশ করে। এর বাইরে আশা করি অনেক গুরত্বপূর্ণ তথ্য আছে যেটি আমার জানার বাইরে তাই সিনিয়র ভাই এবং মধ্যমণি মডারেটরদের কাছে বিনীত অনুরোধ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কারমা বিষয়ে একটি পোস্ট তৈরী করার জন্য । আমি এই ফোরামে বেশি পুরোনো নয় একদমই নতুন তাই এ বিষয়ে খুব ভালো কোনো ধারণা আমার নেই । আপনিজে পোস্ট তৈরী করেছেন সে বিষয়ে সিনিয়র ভাইয়েরা সুন্দরভাবে আপনার কথার জবাব দিতে পারবে ধন্যবাদ ।
-
কারমা একাউন্ট থাকলে বুঝতে পারি এই পোষ্টের কোয়ালিটি অনেক ভালো। কারণ পোস্টোর কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে তার কারমা সম্ভব নয়।
ধন্যবাদ আপনাকে আপনার এই পোস্ট নতুন্দের জন্য অনেক উপকার বয়ে আনবে কারন তার জানেনা কার পোস্টের কোয়ালিটি কেমন । কিন্তু এখন তারা কার্মা দেখেই বুঝবে যার কার্মা বেশি তার পোস্ট গুলো ততোটই কোয়ালিটি সম্পন্ন।
-
কারমা একাউন্ট থাকলে বুঝতে পারি এই পোষ্টের কোয়ালিটি অনেক ভালো। কারণ পোস্টোর কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে তার কারমা সম্ভব নয়।
ভাই একটু সুন্দরভাবে গুছিয়ে পোস্ট করার চেষ্টা করুন। আপনি কি বলেছেন সেটা কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে না।আপনি যদি কারমা পেতে চান তাহলে আপনার পোষ্টের কোয়ালিটি ভালো করতে হবে তথ্যবহুল এবং গঠনমূলক পোস্ট করতে হবে। ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত পোস্ট করার চেষ্টা করুন তাহলে কারমা পাবেন।
-
কারমা কে আপনি এক ধরনের উপহারও বলতে পারেন। ভালো কাজের জন্য যেমন ভালো উপহার দেওয়া হয় তেমনি এখানেও ভালো কাজের জন্য, ভালো মানের পোস্ট এর জন্য আপনাকে পজিটিভ কারমা দেওয়া হয়,
আবার খারাপ কাজের জন্য যেমন খারাপ উপহার দেওয়া হয় তেমন এখানে স্পামিং, কপি পেস্ট বা এই ধরনের খারাপ কাজের জন্য নেগেটিভ কারমা দেওয়া হয়।
তাই সব সময় ভালো কিছু করার চেষ্টা করতে হবে আমদের সবাইকে, তাহলে আমরা পজিটিভ কারমা পেতে পারি।
-
আমি এই ফোরামে KARMA নিয়ে অনেক তথ্য পেয়েছি, ধন্যবাদ সুযোগ্য মডারেটর malam90 ভাইকে যিনি অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন যে কিভাবে কার্মা দেব কিভাবে পজেটিভ কার্মা পাব কিভাবে নেগেটিভ কার্মা পাব , কিন্তু আমার কাছে karma কি এটা নিয়ে একটু জানতে ইচ্ছা হয়েছে তবে আমি যতটুকু বুঝেছি KARMA হল আপনার প্রোফাইলের একটি সাইনবোর্ড বলা যায় এবং আপনি কতটুকু গ্রহনযোগ্য তা প্রকাশ করে। এর বাইরে আশা করি অনেক গুরত্বপূর্ণ তথ্য আছে যেটি আমার জানার বাইরে তাই সিনিয়র ভাই এবং মধ্যমণি মডারেটরদের কাছে বিনীত অনুরোধ।
কারমা নিয়ে আমাদের ফোরামে এর আগে অনেক গুলো পোস্ট করা হয়েছে। সেগুলো লক্ষ করলে কারমা নিয়ে সব কিছু জানতে পারবেন।
-
কারমা একাউন্ট থাকলে বুঝতে সক্ষম হই যে পোস্টের কোয়ালিটি অনেক ভালো। কারণ পোষ্টের কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে তার কারমা সম্ভব নয়।
পোস্ট খারাপ হলেও সেকার মা পাবে কিন্তু সে - কারমা পাবে
-
কোনো বিশেষ ক্ষেত্রে উন্নীত করার জন্য কোনো ব্যাক্তির বিশেষ বৈশিষ্ট থাকা দরকার। যেটা ব্যাক্তিকে তার বিশেষ অবস্থানে দাড় করাতে পারে।ঠিক তেমনভাবে আমরা যারা ফোরামে নতুন তাদের উন্নতির জন্য বা তাদের অবস্থান শক্ত করার জন্য বিশেষ উপহার হিসাবে কার্মা প্রয়োজন।যার মাধ্যমে আমরা যারা বাউন্ট্রি হান্টার হিসাবে কাজ করছি তারা যেন উন্নতির দিকে এগিয়ে যেতে পারি।কেননা কারমা কে আমরা উপহার হিসাবে ও বলতে পারি।যেমন ভালো কাজ করে উপহার পাওয়া যায়,যেমন ফোরামের পজেটিভ কারমা।আবার খারাপ কাজ করেও তেমন ফল যেমন নেগেটিভ কারমা পাওয়া যায়।তাই সব মিলিয়ে আমরা বলতে পারি যে আমরা যারা ফোরামে আছি অবশ্য কারমা প্রয়োজন।তবে অবশ্য সেটি হবে পজেটিভ কারমা।
-
আমি ফার্মে নতুন আমি জানিনা কিভাবে কামরা পাব । কামরা পেলে আমি কতটুক উপকৃত হব। সিনিয়র ভাইরা যদি এই বিষয়ে জানাতেন তাহলে অনেক উপকৃত হতাম।
আপনি ভালো মানের পোস্ট করলে কারমা পাবেন
-
আমি যতটুকু জানি কারমা হলো এক ধরনের উপহারকারণ উন্নত এবং ভালো মানে পোস্ট হলে এই কারমা পাওয়ার যোগ্য হয় এবং লো কলেটির পোস্ট হলে সেক্ষেত্রে সে - কারমা খাওয়ার যোগ্য বলে আমি মনে করি । আর এই কারমা বিষয়ে আগে অনেকগুলো পোস্ট তৈরি করা হয়েছে ওই পোস্ট গুলো লক্ষ্য করলে আমরা জানতে পারি বুঝতে পারব যে কারমা কেন প্রয়োজন।
-
আমি এই ফোরামে KARMA নিয়ে অনেক তথ্য ও আলোচনা পেয়েছেন, ধন্যবাদ সিনিয়র ভাইদের কে এবং সুযোগ্য মডারেটরMalam90 ভাইকে যিনি অনেক সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন যে কিভাবে কারমা দেবে কিভাবে পজেটিভ পাব আবার কিভাবে নেগেটিভ কারমা পাব। কিন্তু আমার খুব জানতে ইচ্ছে করছে যে কারমা কি এটা নিয়ে একটু জানতে চাই সিনিয়র ভাই যারা আছেন তারা আমাকে সাহায্য করবে।
ভাই আপনি যে পোস্টটি করেছেন আমার মনে হয় এটি কপি পেস্ট এর মধ্যে পড়ে আপনি এই পোস্টটি ভাল ভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিজে যা পারেন সেটাই লেখেন তা নাহলে কিন্তু মোটরবাই দেখতে পেলে আপনার সমস্যা হতে পারে দয়া করে এরকম কপি পেস্ট করবেন না তাহলে আমাদের বাংলা ফরমের জন্য সমস্যা এবং আপনার আইডির জন্য সমস্যা হতে পারে ধন্যবাদ আপনাকে।
-
আমি এই ফোরামে KARMA নিয়ে অনেক তথ্য পেয়েছি, ধন্যবাদ সুযোগ্য মডারেটর malam90 ভাইকে যিনি অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন যে কিভাবে কার্মা দেব কিভাবে পজেটিভ কার্মা পাব কিভাবে নেগেটিভ কার্মা পাব , কিন্তু আমার কাছে karma কি এটা নিয়ে একটু জানতে ইচ্ছা হয়েছে তবে আমি যতটুকু বুঝেছি KARMA হল আপনার প্রোফাইলের একটি সাইনবোর্ড বলা যায় এবং আপনি কতটুকু গ্রহনযোগ্য তা প্রকাশ করে। এর বাইরে আশা করি অনেক গুরত্বপূর্ণ তথ্য আছে যেটি আমার জানার বাইরে তাই সিনিয়র ভাই এবং মধ্যমণি মডারেটরদের কাছে বিনীত অনুরোধ।
কারমা আমাদের সবার প্রয়োজন কারণ কারমা না থাকলে বিটকয়েনের কোনো মূল্য নেই তাই আমাদের সবার কারমা প্রয়োজন তাই আমি বলবো যে সবাই কারমা নেবেন এবং কি আমিও নিবো আমি ফোরামে নতুন তাই কারমা সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই তাই আমার যতটুকু ধারণা আছে তোত টুকুই আমি আপনাকে দিতে পারলাম।
-
আমি এই ফোরামে KARMA নিয়ে অনেক তথ্য পেয়েছি, ধন্যবাদ সুযোগ্য মডারেটর malam90 ভাইকে যিনি অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন যে কিভাবে কার্মা দেব কিভাবে পজেটিভ কার্মা পাব কিভাবে নেগেটিভ কার্মা পাব , কিন্তু আমার কাছে karma কি এটা নিয়ে একটু জানতে ইচ্ছা হয়েছে তবে আমি যতটুকু বুঝেছি KARMA হল আপনার প্রোফাইলের একটি সাইনবোর্ড বলা যায় এবং আপনি কতটুকু গ্রহনযোগ্য তা প্রকাশ করে। এর বাইরে আশা করি অনেক গুরত্বপূর্ণ তথ্য আছে যেটি আমার জানার বাইরে তাই সিনিয়র ভাই এবং মধ্যমণি মডারেটরদের কাছে বিনীত অনুরোধ।
আপনি যে কথাটি তুলে ধরেছেন তাতে আমি অনেক কিছু বুঝতে পেরেছি তবে কারমা বিষয়টি আসলে শুধু সাইনবোর্ড হিসেবে কাজ করে না আমার মনে হয় এটি অনেক উপকারে আসে আর এটি আপনার যোগ্যতার উপর নির্ভর করে যে আপনি এই ফোরামে কতটুকু পরিশ্রম করছেন ধন্যবাদ আপনাকে মূল্যবান পোষ্ট করার জন্য ।
-
আসলে পজিটিভ কারমা দেওয়া হয়ে থাকে কারো পোস্ট এর কোয়ালিটি ভালো হলে বা ইনফরমেটিভ পোস্ট হলে। আরও উৎসাহ দেওয়ার জন্য কারমা দেওয়া হয়ে থাকে। আর কাউকে ওয়ার্নিং সতর্ক হওয়ার জন্য নেগেটিভ কারমা দেওয়া হয়। আইডিতে পজিটিভ কারমা থাকলে আইডির মান ভালো থাকে। মূলত আইডির মান বৃদ্ধির জন্যই কারমা এর প্রয়োজন। নেগেটিভ কারমা থাকলে ঐ আইডির আর কোন দাম থাকেনা।
-
আপনি যদি আমাকে প্রশ্ন করেন খাবার খাওয়া কেন প্রয়োজন? উত্তরে আমি বলব বেঁচে থাকার জন্য।
আবার আপনি যদি আমাকে প্রশ্ন করেন সুন্দর পোশাক পরিধান করা কেন প্রয়োজন? উত্তর আমি বলব সৌন্দর্য বৃদ্ধি করার জন্য।
তাই আমি কারমাকে পোশাক পরার সাথে তুলনা করতে চাই। আমি মনে করি একাউন্টে কারমা থাকলে একাউন্টের লেবাস ভালো থাকে। যেমন সুন্দর পোশাক পড়লে একজন মানুষের লেবাস ভালো থাকে। তাই আমি মনে করি একাউন্টে কারমা থাকা প্রয়োজন।
-
এই ফোরাম থেকে কারমা সম্বন্ধে অনেক কিছুই জানতে পারলাম। এই ফোরামে আমি একেবারেই নতুন হওয়ায় অনেক কিছুই জানা নেই। কারমা কেন কিভাবে পায় তাও জানিনা। নেগেটিভ ও পজিটিভ কারমা কেন ব্যবহার হয়?? তারপরও এই পোস্ট টি দেখার পরে যতোটুকু বুঝতে পারলাম কারমা একটা প্রোফাইলে সৌন্দর্য বৃদ্ধি করে। মানুষের যেমন বস্ত্র প্রয়োজন তেমনি একটা প্রোফাইলের সৌন্দর্যের জন্য কারমা অনেক গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সিনিয়র ভাই এমন তথ্য আমাদের মাঝে শেয়ার করার জন্য।
-
আমি এই ফোরামে KARMA নিয়ে অনেক তথ্য পেয়েছি, ধন্যবাদ সুযোগ্য মডারেটর malam90 ভাইকে যিনি অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন যে কিভাবে কার্মা দেব কিভাবে পজেটিভ কার্মা পাব কিভাবে নেগেটিভ কার্মা পাব , কিন্তু আমার কাছে karma কি এটা নিয়ে একটু জানতে ইচ্ছা হয়েছে তবে আমি যতটুকু বুঝেছি KARMA হল আপনার প্রোফাইলের একটি সাইনবোর্ড বলা যায় এবং আপনি কতটুকু গ্রহনযোগ্য তা প্রকাশ করে। এর বাইরে আশা করি অনেক গুরত্বপূর্ণ তথ্য আছে যেটি আমার জানার বাইরে তাই সিনিয়র ভাই এবং মধ্যমণি মডারেটরদের কাছে বিনীত অনুরোধ।
কারমা হচ্ছে কে কতটা ট্যালেন্ট খাটিয়ে ভালো মানের শিক্ষামূলক পোস্ট করতে পারে তার মাপকাঠি। অর্থ্যাৎ যার পোস্ট কোয়ালিটি যতো ভালো তার কারমা এর সংখ্যা ততো বেশি আবার যার পোস্ট কোয়ালিটি যতো লো তার কারমা এর সংখ্যা ততো কম।
সুতরাং পোস্ট কোয়ালিটি যতো ভালো করতে পারবেন ততো বেশি কারমা পাবেন। তাই ফোরামে সময় দিয়ে ভালো মানের পোস্ট করার চেষ্টা করুন তাহলেই কারমা পাবেন। আশা করি বুঝতে পেরেছেন।
-
আমি এই ফোরামে KARMA নিয়ে অনেক তথ্য পেয়েছি, ধন্যবাদ সুযোগ্য মডারেটর malam90 ভাইকে যিনি অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন যে কিভাবে কার্মা দেব কিভাবে পজেটিভ কার্মা পাব কিভাবে নেগেটিভ কার্মা পাব , কিন্তু আমার কাছে karma কি এটা নিয়ে একটু জানতে ইচ্ছা হয়েছে তবে আমি যতটুকু বুঝেছি KARMA হল আপনার প্রোফাইলের একটি সাইনবোর্ড বলা যায় এবং আপনি কতটুকু গ্রহনযোগ্য তা প্রকাশ করে। এর বাইরে আশা করি অনেক গুরত্বপূর্ণ তথ্য আছে যেটি আমার জানার বাইরে তাই সিনিয়র ভাই এবং মধ্যমণি মডারেটরদের কাছে বিনীত অনুরোধ।
আপনাকে অনেক ধন্যবাদ ভাই আপনি সুন্দর একটি মন্তব্য তুলে ধরেছেন। আসলে কারমা বিষয় নিয়ে চীনের বাইরে অনেক পরামর্শ করেছেন।সেগুলো থেকে আমরা অনেক কিছু শিখতে পারি এবং জানতে পারি।আমি নতুন হয় আমারে বিষয়ে তেমন কোন ধারণা নেই তবে আপনার পোস্ট পড়ে অনেক কিছু শিখতে পারলাম। তবে আমি যতটুকু জানতে পেরেছি যে ফোরামের নিয়ম না মেনে কাজ করলে তাকে নেগেটিভ কারমা খেতে হয়। আর ফোরামের জন্য অবশ্যই ভালো কিছু করলে সিনিয়র ভাইরা পজিটিভ কর্ম দেবে।
-
আমি এই ফোরামে KARMA নিয়ে অনেক তথ্য পেয়েছি, ধন্যবাদ সুযোগ্য মডারেটর malam90 ভাইকে যিনি অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন যে কিভাবে কার্মা দেব কিভাবে পজেটিভ কার্মা পাব কিভাবে নেগেটিভ কার্মা পাব , কিন্তু আমার কাছে karma কি এটা নিয়ে একটু জানতে ইচ্ছা হয়েছে তবে আমি যতটুকু বুঝেছি KARMA হল আপনার প্রোফাইলের একটি সাইনবোর্ড বলা যায় এবং আপনি কতটুকু গ্রহনযোগ্য তা প্রকাশ করে। এর বাইরে আশা করি অনেক গুরত্বপূর্ণ তথ্য আছে যেটি আমার জানার বাইরে তাই সিনিয়র ভাই এবং মধ্যমণি মডারেটরদের কাছে বিনীত অনুরোধ।
কারমা সম্পর্কে আমার এতটুকু ধারণা নেই তবে আপনি যে বিষয়টি বলেছেন কারমা হচ্ছে প্রোফাইলের সাইনবোর্ড। আসলে কি এটা কোন প্রতীক বা কোন চিহ্ন।আর এই কার্মা দিয়ে কি কাজ সম্পাদন করা যায় এবং কি করলে বেশি বেশি কারমা পাওয়া যায় যদি একটু সিনিয়র ভাইরা বলতেন তাহলে আমি নতুন হিসেবে অনেক উপকৃত হতাম। ধন্যবাদ সকল সিনিয়র ভাইদের কে।
-
কারমা একাউন্ট থাকলে বুঝতে সক্ষম হই যে পোস্টের কোয়ালিটি অনেক ভালো। কারণ পোষ্টের কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে তার কারমা সম্ভব নয়।
পোস্ট খারাপ হলেও সেকার মা পাবে কিন্তু সে - কারমা পাবে
আইডিতে কারমা থাকলে সেই আইডির মান ভালো থাকে।যদি কোন আইডিতে অধিক পরিমাণ নেগেটিভ কারমা থাকে তাহলে সেই আইডির আর কোন দাম থাকে না।কেননা সে আইডি দিয়ে আর কোনো বাউন্টি ক্যাম্পেইনে কাজ করা যাবে না। আর অবশ্যই পজেটিভ কারমা পাওয়ার জন্য ভালো মানের পোস্ট করা লাগবে।
-
কারমা একাউন্ট থাকলে বুঝতে সক্ষম হই যে পোস্টের কোয়ালিটি অনেক ভালো। কারণ পোষ্টের কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে তার কারমা সম্ভব নয়।
পোস্ট খারাপ হলেও সেকার মা পাবে কিন্তু সে - কারমা পাবে
আমি ফার্মে নতুন আমি জানিনা কিভাবে কামরা পাব । কামরা পেলে আমি কতটুক উপকৃত হব। সিনিয়র ভাইরা যদি এই বিষয়ে জানাতেন তাহলে অনেক উপকৃত হতাম।
আপনি ভালো মানের পোস্ট করলে কারমা পাবেন
এত ছোট ছোট পোস্ট করবেন না। পোস্টের মান একটু ভালো করার চেষ্টা করুন ভাই। কিছুদিন আগে আপনাকে + কারমা দিয়ে আমি - থেকে টেনে তুলেছি। তাই শুধু আপনি না যারা এমন ছোট ছোট ও লো কোয়ালিটি পোস্ট করতেছেন তাদের অনুরোধ করছি আপনারা সতর্ক হউন।
-
আমি এই ফোরামে একজন নতুন ইউজার। কারমা কিভাবে পাব সে সম্পর্কে আমার কোন ধারণা নেই। কারমা দিয়ে কি হবে আমি জানিনা সিনিয়র ভাই যারা আছেন তারা যদি একটু বুঝিয়ে বলতেন তাহলে খুব উপকৃত হতাম।
-
আমি এই ফোরামে নতুন তাই জানিনা যে কিভাবে কারমা পাওয়া যায়।আর এজন্য সিনিয়র ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি যে কারমা সম্পর্কে একটু বুঝিয়ে বললে আমাদের অনেক সুবিধা হত।
-
আমি এই ফোরামে একজন নতুন ইউজার। কারমা কিভাবে পাব সে সম্পর্কে আমার কোন ধারণা নেই। কারমা দিয়ে কি হবে আমি জানিনা সিনিয়র ভাই যারা আছেন তারা যদি একটু বুঝিয়ে বলতেন তাহলে খুব উপকৃত হতাম।
ভাই কারমা নিয়ে অলরেডি অনেক পোস্ট রয়েছে। দয়া করে একটু সময় দিয়ে ফোরামটা ভালোভাবে ঘুরে দেখুন আর ইচ্ছা শক্তি থাকলে পড়ুন। অনেক কিছুই শিখতে পারবেন। আপনি যদি এই টপিকটিও মনোযোগ দিয়ে পড়তেন। তাহলে এই সাধারণ প্রশ্নটা মনে জাগতো না। জুনিয়র ভাইদের বলি, এখানে টিকে থাকলে হলে অবশ্যই জানতে হবে, প্রচুর জানতে হবে। আমি মনে করি সবথেকে ভালো জানার স্থান এই ফোরাম। তাই দৈর্ঘ্য ধরে ফোরামে সময় দেয়ার চেষ্টা করুন। তাহলেই সফলতা এগিয়ে আসবে।
-
আমি বাংলা ফোরাম এ অল্প কিছুদিন ধরে এসেছি। তাই ভালো ভাবে বলতে পারলাম না। আমাদের কারমা কেন দরকার। তাই আমার অনুরোধ কোন সিনিয়র ভাই বলবেন কারমা কেন প্রয়োজন।
-
কারমা হলো আপনার পোস্ট এর গুনগত মানের উপর ভিত্তি করে পুরস্কার হিসেবে পাওয়া একটি পদক মাত্র। আপনি যেমন পোস্ট করবেন তেমন ফল পাবেন। যদি আপনার পোস্ট এর গুনগত মান অনেক ভালো হয় তবে সেক্ষেত্রে আপনি পজিটিভ কারমা পাবেন আর যদি আপনি লো-কোয়ালিটির পোস্ট করেন তবে আপনি নেগেটিভ কারমা পেতে পারেন। তাই পোস্ট করার ক্ষেত্রে একটু সতর্ক থাকুন।
-
কারমা আমাদের আইডির জন্য অনেক অনেক বেশি প্রয়োজন কারণ আমাদের আইডিতে পজিটিভ কারমা যত বেশি থাকবে আমাদের আইডি তত উন্নত হবে। আর আমাদের পজেটিভ কারমা পেতে হলে সিনিয়র ভাইদের পোস্ট বেশি বেশি পড়ে তারপর নিজের মতো করে একটা পোস্ট করি এতে আমরা পজেটিভ কারমা পাব।
-
আমি এই ফোরামে নতুন ইউজার, আমি যতোটুকু জানি, কারমা থাকলে আইডির মন ভালো থাকে, আইডি শক্তিশালী হয় তাই আইডিতে কারমা প্রয়োজন হয়ে থাকে, নেগেটিভ কারমা থাকলে আইডির অনেক মান কমে যায়, তাই আমাদের ভালো মানের পোস্ট করতে হবে যাতে আমরা পজেটিভ কারমা পাই ।
-
আমাদের কারমা অনেক কারণেই দরকার হয়ে থাকে। যেমন আপনি ফোরামে যদি হঠাৎ করে কোনো ছোটখাটো একটি ভুল করে নেন। আপনি সেই ভুলটি পরে ঠিক করে নিলে আপনি যে একটি নেগেটিভ কারমা খাবেন সেটা কিন্তু ঠিক করা সম্ভব হবে না। সেটা ঠিক করতে চাইলে আমাদের দরকার হবে পজেটিভ কারমা। পজেটিভ কারমা থাকলে আইডির দক্ষতা অনেক ভাল থাকে। আপনি যদি তখন আপনার ভুলটি ঠিক করে নেন। ঠিক করে নেওয়ার পর আপনি চাইলে আপনার নেগেটিভ কারমাটার পজেটিভ করে নিতে পারেন। তখন আর কোন সমস্যা হবে না। এর জন্যই আমাদের কারমা দরকার। আমি মনে করি যে আমাদের এ কারণেই কারমা অনেক প্রয়োজন।
-
আমি এই ফোরামে নতুন তাই আমি জানতাম না কামরা কি।আর কামরা থাকলে কি হয়।আপনার পোষ্টের মাধ্যমে জানতে পারলাম যে ভালো মানের পোষ্ট করলে ভালো কামরা পাওয়া যায় আর নিম্ন মানের পোষ্ট করলে নিম্ন মানের কামরা পাওয়া যায়।এখানকার সিনিয়ার ভাইদের অনেক ধন্যবাদ কারণ আপনারা সাহায্য না করলে আমরা এত সহজে কাজ গুলো বুঝতে পারতাম না।
-
হ্যাঁ আমি আপনার কথার সাথে একমত যে কারমা হচ্ছে একটি সাইনবোর্ড এর মত।মালাম ভাই উপরে কিছু পোস্ট করেছে সেখান থেকে আমি অনেক কিছু জানতে পেরেছি কারমা সম্পর্কে। পারলে আপনিও একটু মালাম ভাইয়ের পোস্ট গুলো ভালোভাবে পড়েন। আশা করি আমার মত আপনিও কারমা সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন এবং বুঝতে পারবেন।
-
কারমা আমাদের আইডির জন্য অনেক প্রয়োজন। আমাদের আইটিতে কারমা যদি বেশি থাকে তাহলে আমাদের আইডি উন্নত হবে। এবং আমরা যদি পজিটিভ কামরা পেতে চাই তাহলে আমাদের ভালো মানের পোস্ট করতে হবে। আর যদি লো কোয়ালিটি পোস্ট করেন তাহলে নেগেটিভ কারমা পেতে পারেন।
-
ধন্যবাদ ভাই আপনাকে কারমা সম্পর্কে এত সুন্দর একটি পোষ্ট সকলের সামনে উপস্থাপন করার জন্য। তবে কারমা কিভাবে পাওয়া যায় এ বিষয়ে আপনি যদি বিস্তারিত আলোচনা করতেন তাহলে আমাদের নতুন নতুন ইউজার রা অনেক উপকৃত হতো। কারণ আমার একাউন্টে মোটামুটি বেশ কয়েকটি অ্যাক্টিভিটি হয়েছে কিন্তু আমি এখনো কোনো কারমা পাইনি।
-
আমি এই ফোরামে নতুন সদস্য, আমার জানা নেই কারমা কেন প্রয়োজন, সিনিয়র ভাইয়েরা বললে অনেক উপকৃত হতাম
-
কারমা কে আপনি এক ধরনের উপহারও বলতে পারেন। ভালো কাজের জন্য যেমন ভালো উপহার দেওয়া হয় তেমনি এখানেও ভালো কাজের জন্য, ভালো মানের পোস্ট এর জন্য আপনাকে পজিটিভ কারমা দেওয়া হয়,
আবার খারাপ কাজের জন্য যেমন খারাপ উপহার দেওয়া হয় তেমন এখানে স্পামিং, কপি পেস্ট বা এই ধরনের খারাপ কাজের জন্য নেগেটিভ কারমা দেওয়া হয়।
তাই সব সময় ভালো কিছু করার চেষ্টা করতে হবে আমদের সবাইকে, তাহলে আমরা পজিটিভ কারমা পেতে পারি।
-
আপনার একাউন্টে বেশি পরিমাণ কারমা থাকলে অবশ্যই আপনার একাউন্টে এক ধরনের পাওয়ার থাকবে। কারণ পজেটিভ কারমা যার যত বেশি তার একাউন্ট ততোই ক্ষমতাবান। কারণ যারা ভালোমানের পোস্ট করে এবং ফোরামে ভাল সার্ভিস দেয় তাদেরকে কার মার দেওয়া হয়। তাই তার একাউন্ট অবশ্যই ভালো ক্ষমতাবান হবে।
-
ফোরামে টিকে থাকতে হলে কারমার গুরুত্ব অপরিসীম। আপনার আইডিতে যদি কারমা না থাকে তাহলে আপনার আইডি তেমন একটা নির্ভরযোগ্য হবে না। আপনি যদি ফোরামের সিনিয়র মেম্বার দের ফলো করে থাকেন তাহলে অবশ্যই দেখতে পারবেন তাদের আইডিতে অনেক কারমা রয়েছে। ভালো একটি পর্যায়ে যদি আপনি নিয়ে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে ভালমানের পোস্ট করে কারমা অর্জন করতে হবে।
-
কারমা আসলে এক ধরনের কর্মের ফল বলা চলে। আমরা যারা ক্রিপ্টোকারেন্সি তে কাজ করি বা এই ফোরামে কাজ করি আমরা কেমন ধরনের পোস্ট করলাম তার ফলস্বরূপ আমাদের কারমা দেয়া হয়।
আমরা যদি ভাল মানের পোস্ট করি তাহলে পজিটিভ কারমা পাই।
যার একাউন্টে যত কারমা বেশি তার অ্যাকাউন্ট তত বেশি ক্ষমতাশালী।
-
ক্রিপ্টোকারেন্সি তে কাজ করতে গেলে অবশ্যই কিছু ক্ষমতার দরকার রয়েছে। কারণ কারমা হলো-আপনার এক্সট্রা পাওয়ার কারণ কারমা যত বেশি হবে তথ্য আপনার অ্যাকাউন্টের মান বৃদ্ধি পাবে।
-
ক্রিপ্টোকারেন্সি তে কাজ করার জন্য বিশেষ করে এই ফোরামে কাজ করার জন্য অবশ্যই কারমার প্রয়োজন আছে। আপনার আইডিতে যত বেশি কারমা থাকলে আপনার আইডি ততবেশি স্টাবল থাকবে।
তাছাড়া যার আইডিতে কারমা বেশি তার আইডির ক্ষমতা অনেক বেশি। তবে ভালো মানের পোস্ট করলে পজিটিভ কারমা পাওয়া যেতে পারে।
-
আপনার যদি একাউন্টের রেংক বৃদ্ধি পায় তাহলে অবশ্যই আপনার কারমা দরকার আছে। কারণ কারমা হল একাউন্টের একটি এক্সট্রাপাওয়ার। যার কারণে যার কারমা বেশি সে অবশ্যই এ ফোরামে অনেক জনপ্রিয় বলতে তার কারমা বেশি। কারো পোস্ট যদি ভাললাগে তাহলে কারমা দিয়ে তাকে উৎসাহ করা হয় যার কারণে কারমা এর গুরুত্ব অবশ্যই বেশি।
-
যদি কোন ইউজার ভালোমানের পোস্ট করে তাকে কারমা দেওয়া হয়। এবং কারমার জন্য রুলস রয়েছে। সিনিয়র ইউজাররা কারমা দিতে পারে। তাই আমি মনে করি এখানকার সবাই কারমা দিতে। সিনিয়র মেম্বার থেকে উপরের সদস্যগণ কারমা দিতে পারে। তাই আমাদের জুনিয়ারদের ভালো মানের পোস্ট করতে হবে এবং কারমা পেতে হবে। কারমা হল পোর্টফোলিও বৃত্তির প্রতীক। আমি মনে করি।
-
আমি এই ফর্মে নতুন। কিভাবে কামড়ে দিতে হয় এবং কামরা ফেলে কি লাভ হয় এ বিষয়ে যথেষ্ট আমি জানিনা। বড় ভাইদের কাছে থেকে শুনতে চাই শুনে উপকৃত হতে যেন পারি।
-
আমি ফোরামে নতুন তাই এ বিষয়ে বেশি কিছু জানিনা।
-
আমি ফোরামে নতুন তাই এ বিষয়ে বেশি কিছু জানিনা।
কারমা কি এটা কিন্তু অনেকেই ধারণা দিয়েছেন তার পরেও আপনি বলতেছেন আমি নতুন জানিনা। আপনি আগে পোস্টগুলো পড়ার চেষ্টা করুন তা না করেই বলেছেন আমি জানিনা। আপনি যত বেশি সিনিয়র ইউজারদের পোস্টগুলো পড়বেন তত বেশি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ধারণা লাভ করতে পারবেন। এবং কি এই ফোরামের সমস্ত নিয়মকানুন সম্পর্কে জানতে পারবেন কী করলে পজেটিভ কারমা পারবেন আর কি করলে নেগেটিভ কারমা পাবেন সব কিছু সম্পর্কের এই ফোরামে দেওয়া আছে।
-
আমি এই ফর্মে নতুন। কিভাবে কামড়ে দিতে হয় এবং কামরা ফেলে কি লাভ হয় এ বিষয়ে যথেষ্ট আমি জানিনা। বড় ভাইদের কাছে থেকে শুনতে চাই শুনে উপকৃত হতে যেন পারি।
আপনি চাইলেই কাউকে কারমা দিতে পারবেন না আপনি যদি কাউকে পজিটিভ না নেগেটিভ কারমা দিতে চান তাহলে অবশ্যই আপনাকে এস আর মেম্বার হতে হবে। অবশ্যই আমাদের পজেটিভ করার প্রয়োজন রয়েছে কারণ অনেক ক্যাম্পেইনে কারমা উল্লেখ করে দেওয়া হয় এই কয়টি কারমা নিচে থাকলে গ্রহণযোগ্য করা হবে না। এজন্য অবশ্যই সব সময় ভালো মানের পোস্ট করতে হবে তাহলে অবশ্যই সিনিয়র মেম্বার রা পজেটিভ কারমা দেবে।
-
আপনার একাউন্টে যদি কারমা বেশি থাকে তাহলে আপনার অ্যাকাউন্ট অবশ্যই ক্ষমতাসীন। কারণ একমাত্র ভালো লিজেন্ড অ্যাকাউন্টগুলো কারমা বেশি থাকে। কারমা হলো একাউন্টের এক্সট্রাপাওয়ার।
-
আপনার একাউন্ট কে সুরক্ষিত করতে অবশ্যই কারমার প্রয়োজন। আপনার একাউন্টে যদি কারমা না থাকি তাহলে কেউ যদি ভুলবশত একটি নেগেটিভ কারমা দিয়ে দেয় তাহলে আপনার একাউন্টি নেগেটিভ ফিডব্যাক এর মধ্যে পড়ে যাবে। তার মানে আপনাকে সবসময় সকলে খারাপ নজরে দেখবে। আর এজন্যই কারমা প্রয়োজন রয়েছে
-
আমি ফোরামের নতুন সদস্য।কারমা সম্পর্কে সে রকম কোনো ধারণা নেই। আমি সিনিয়র ভাইদের পোস্ট পড়ে কিছু কিছু বোঝার চেষ্টা করি। অভিজ্ঞ ভাইদের অনেক ধন্যবাদ এরকম টপিক নিয়ে আলোচনা করার জন্য। আমি প্রত্যাশী ফোরামের সিনিয়র ভাই আমাদের নতুনদের সব ব্যাপারে সহযোগিতা করবে।
-
কারমা হচ্ছে ফোরামের একটি সৌন্দর্য। আপনি যদি কারমা অর্জন করতে চান। তাহলে ফোরামে রুলস গুলো সুন্দর ভাবে পড়তে হবে। আর সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ পোস্ট তৈরী করতে হবে। আপনি যদি গুরুত্বপূর্ণ পোস্ট করতে পারেন। তাহলে ফোরামে যারা সিনিয়র পদে আছে তারা আপনার পোস্ট দেখে কারমা দেবে। আশা করি বুঝতে পেরেছেন।
-
আপনার একাউন্ট কে সুরক্ষিত করতে অবশ্যই কারমার প্রয়োজন
আপনার একাউন্টে যদি কারমা বেশি থাকে তাহলে আপনার অ্যাকাউন্ট অবশ্যই ক্ষমতাসীন কারমা একাউন্ট থাকলে বুঝতে সক্ষম হই যে পোস্টের কোয়ালিটি অনেক ভালো
-
ভালো মানের পোস্ট হলে কারমা পাওয়া যায়। কারমা হল বর্তমানে পজেটিভ ফিডব্যাক এর মত। কারণ সে ইউজারদের পোস্ট ভালো মানের হয় সেটা ইঙ্গিত করে।
-
কারমা মূলত আপনার কর্মফল। আপনি কেমন পোস্ট করলেন ভালো পোস্ট করেছেন নাকি খারাপ পোস্ট করেছেন সেটি বিবেচনা করে কিন্তু একজন আপনাকে কারমা দিয়ে থাকে। সো আপনার আইডিতে যদি বেশি কারমা থাকে তাহলে বুঝা যাবে যে আপনি অনেক ভালো ও কোয়ালিটি সম্পন্ন পোস্ট করেছেন। আর যদি মাইনাস কারমা থাকে তাহলে বুঝবেন যে আপনার পোস্ট ইনফরমেটিভ সম্পন্ন হয়নি।
-
আমাদের ভালো কিছু পোস্ট করতে হবে। আমরা যদি ভালো মানের পোস্ট করি এবং আমাদের তারা পজেটিভ কারমা দিবে। আর আপনি যদি এই ফরামে ভালো ভালো মানের পোস্ট করতে পারেন তাহলে আপনাকে সিনিয়র ভাইয়েরা পজিটিভ কারমা দিবে। আর আপনার যদি পজেটিভ কারমা থাকে। তাহলে আপনার অনেক উপকার আসতে পারে।
-
কারমা মুলত আপনার কর্মফল। আপনি কেমন পোস্ট করলেন ভালো পোস্ট করেছেন নাকি সেটি বিবেচনা করে কিন্তুু আপনাকে একজন কারমা দিয়ে থাকে। আর যদি আপনার আইডিতে কারমা বেশি থাকে তাহলে সবাই বুঝতে পারবে আপনার পোস্ট এর কোয়ালিটি ভালো হবে।আর যদি মাইনাস কারমা থাকে তাহলে সবাই বুঝবে আপনার পোস্ট ইনফরমেটিভ সম্পন্ন হয়নি।
-
কারমা হচ্ছে আপনার কর্মের একটি ফল। যেখানে আপনি যদি ভাল মানের পোস্ট করে থাকেন তাহলে আপনি পজেটিভ কারমা পেয়ে থাকবেন । এবং আপনি যদি নেগেটিভ কারমা পেয়ে থাকেন তাহলে আপনি ভালো মানের পোস্ট করতে পারেননি। ধরুন আপনি একটি জব করেন। সেখানে অনেক মানুষেই কাজ করে। আপনার কাজের শেষে তারা দেখে যাচাই করে কার কাজটি ভালো হয়েছে সেগুলো আলাদা রাখে এবং তার কাজটি খারাপ হয়েছে সেগুলো আলাদা রাখে। ঠিক তেমনি ,এখানে যারা ভালো এবং গুরুত্বপূর্ণ পোস্ট করবে তারা তাদের কর্মফল অনুযায়ী পজেটিভ কামা পেয়ে থাকবে। অপরদিকে যারা ভালো মানের পোস্ট করতে পারবে না অযথা আজেবাজে পোস্ট করবে তারা নেগেটিভ কারমা পেয়ে থাকবে। এজন্যই কারমার প্রয়োজন। আমি আশা করব আপনি বুঝতে পেরেছেন।