Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Malam90 on March 27, 2021, 02:41:33 PM

Title: যারা ফুল মেম্বার হয়েছেন তারা সিনিয়রদের কাছে হেল্প চেয়ে টপিক তৈরি করবেন না।
Post by: Malam90 on March 27, 2021, 02:41:33 PM
ইদানিং একটা জিনিস খুবই খারাপ লাগে দেখতে। অনেক এসআর মেম্বার, হিরো মেম্বারও টপিক খুলেন সিনিয়রদের কাছে হেল্প চেয়ে। আরে ভাই সিনিয়র তো আপনিই। যারা অন্তত ফুল মেম্বার হয়েছেন তারা কিন্তু সিনিয়রতাই দয়া করে ফুল মেম্বাার, এসআর মেম্বার ও হিরো মেম্বাররা সিনিয়দের কাছে হেল্প চাই বলে প্রশ্ন করে ফোরামের সবাইকে লজ্জা দিবেন না। ফোরামে এতদিন অতিবাহিত করে জুনিয়র দাবি করা অত্যন্ত লজ্জাজনক ব্যপার। পারলে নিজে তথ্য দিয়ে পোস্ট করবেন। গুগলে, ইউটিউবে ঘাটাঘাটি করে তথ্য বের করে টপিক তৈরি করবেন। সিনিয়র হয়ে সিনিয়রদের কাছে জানতে চাই বলে টপিক তৈরি করে লজ্জায় ফেলে দিবেন না সবাইকে। সবচেয়ে খারাপ লাগে যখন এই সব সিনিয়ররা একেবারে নিউবির মতই বেসিক প্রশ্ন করে অন্যের কাছে হেল্প চায়। সচেতন হউন, নিজের মধ্যে লজ্জাবোধ তৈরি করুন। ধন্যবাদ।
Title: Re: যারা ফুল মেম্বার হয়েছেন তারা সিনিয়রদের কাছে হেল্প চেয়ে টপিক তৈরি করবেন না।
Post by: Cristiano on March 27, 2021, 04:06:43 PM
ইদানিং একটা জিনিস খুবই খারাপ লাগে দেখতে। অনেক এসআর মেম্বার, হিরো মেম্বারও টপিক খুলেন সিনিয়রদের কাছে হেল্প চেয়ে। আরে ভাই সিনিয়র তো আপনিই। যারা অন্তত ফুল মেম্বার হয়েছেন তারা কিন্তু সিনিয়রতাই দয়া করে ফুল মেম্বাার, এসআর মেম্বার ও হিরো মেম্বাররা সিনিয়দের কাছে হেল্প চাই বলে প্রশ্ন করে ফোরামের সবাইকে লজ্জা দিবেন না। ফোরামে এতদিন অতিবাহিত করে জুনিয়র দাবি করা অত্যন্ত লজ্জাজনক ব্যপার। পারলে নিজে তথ্য দিয়ে পোস্ট করবেন। গুগলে, ইউটিউবে ঘাটাঘাটি করে তথ্য বের করে টপিক তৈরি করবেন। সিনিয়র হয়ে সিনিয়রদের কাছে জানতে চাই বলে টপিক তৈরি করে লজ্জায় ফেলে দিবেন না সবাইকে। সবচেয়ে খারাপ লাগে যখন এই সব সিনিয়ররা একেবারে নিউবির মতই বেসিক প্রশ্ন করে অন্যের কাছে হেল্প চায়। সচেতন হউন, নিজের মধ্যে লজ্জাবোধ তৈরি করুন। ধন্যবাদ।
+1
 সিনিয়র ভাই গুলো নিউবি এর মতোই বেসিক প্রশ্ন করে কারণ আছে। কারণ ইদানিং যদি বাংলা সেকশন টি পর্যবেক্ষণ করে দেখা যায় তাহলে দেখতে পাওয়া যাবে সবচেয়ে বেশি পরিমাণে স্পামিং পোস্ট তৈরি হচ্ছে।বর্তমানে সবচেয়ে বেশি নতুন অ্যাকাউন্ট গুলো তুমুল গতিতে পোস্ট করে শুধু রেংক অর্জন করে যাচ্ছে। আমার মনে হয় যারা তুমুল গতিতে পোস্ট করে যাচ্ছে তারা শিখতে বা শিক্ষা গ্রহণ করতে আসেনি কিভাবে তাড়াতাড়ি রেংক অর্জন করা যায় সে জন্য এসেছে।কোন একটি টপিক কিভাবে তৈরি হলো কি কারণে তৈরি হলো টপিকটিতে কোন বিষয়ের কথা বলা হয়েছে ইত্যাদি এগুলো না পড়েই তারা কমেন্ট করে যায়। তারা একই কথা বারবার ঘুরিয়ে-ফিরিয়ে পোস্ট তৈরী করে। যার কারণে বর্তমানে সিনিয়ররা জুনিয়ারদের কাছে হেল্প চায়। তারা যদি টপিক গুলো ভালভাবে লক্ষ করে পড়ে শুনে কমেন্ট তৈরি করতো তাহলে আজকে তাদের আমি মনে করি হেলপ চাওয়ার প্রয়োজন পড়তো না। যাই হোক সবাইকে উদ্দেশ্য করে বলছি যারা বাংলা ফোরামে স্পামিং করছেন তারা সবাই সাবধান হোন। স্পামিং বন্ধ করুন।একটি টপিক তৈরি করা হলে সেখানে পূর্ণাঙ্গভাবে বিস্তারিত আলোচনা করবেন।যারা কমেন্ট করবেন সবাই একটু কনস্ট্রাক্টিভ এবং তথ্যমূলক কমেন্ট করার চেষ্টা করবেন।কারণ এখানে আমরা এসেছি শিক্ষা গ্রহণ করতে এবং অর্থ উপার্জন করতে।

সবাইকে অনেক ধন্যবাদ।
Title: Re: যারা ফুল মেম্বার হয়েছেন তারা সিনিয়রদের কাছে হেল্প চেয়ে টপিক তৈরি করবেন না।
Post by: Password on March 27, 2021, 07:07:56 PM
ইদানিং একটা জিনিস খুবই খারাপ লাগে দেখতে। অনেক এসআর মেম্বার, হিরো মেম্বারও টপিক খুলেন সিনিয়রদের কাছে হেল্প চেয়ে। আরে ভাই সিনিয়র তো আপনিই। যারা অন্তত ফুল মেম্বার হয়েছেন তারা কিন্তু সিনিয়রতাই দয়া করে ফুল মেম্বাার, এসআর মেম্বার ও হিরো মেম্বাররা সিনিয়দের কাছে হেল্প চাই বলে প্রশ্ন করে ফোরামের সবাইকে লজ্জা দিবেন না। ফোরামে এতদিন অতিবাহিত করে জুনিয়র দাবি করা অত্যন্ত লজ্জাজনক ব্যপার। পারলে নিজে তথ্য দিয়ে পোস্ট করবেন। গুগলে, ইউটিউবে ঘাটাঘাটি করে তথ্য বের করে টপিক তৈরি করবেন। সিনিয়র হয়ে সিনিয়রদের কাছে জানতে চাই বলে টপিক তৈরি করে লজ্জায় ফেলে দিবেন না সবাইকে। সবচেয়ে খারাপ লাগে যখন এই সব সিনিয়ররা একেবারে নিউবির মতই বেসিক প্রশ্ন করে অন্যের কাছে হেল্প চায়। সচেতন হউন, নিজের মধ্যে লজ্জাবোধ তৈরি করুন। ধন্যবাদ।
সিনিয়র ভাই গুলো নিউবি এর মতোই বেসিক প্রশ্ন করে কারণ আছে। কারণ ইদানিং যদি বাংলা সেকশন টি পর্যবেক্ষণ করে দেখা যায় তাহলে দেখতে পাওয়া যাবে সবচেয়ে বেশি পরিমাণে স্পামিং পোস্ট তৈরি হচ্ছে।বর্তমানে সবচেয়ে বেশি নতুন অ্যাকাউন্ট গুলো তুমুল গতিতে পোস্ট করে শুধু রেংক অর্জন করে যাচ্ছে। আমার মনে হয় যারা তুমুল গতিতে পোস্ট করে যাচ্ছে তারা শিখতে বা শিক্ষা গ্রহণ করতে আসেনি কিভাবে তাড়াতাড়ি রেংক অর্জন করা যায় সে জন্য এসেছে।কোন একটি টপিক কিভাবে তৈরি হলো কি কারণে তৈরি হলো টপিকটিতে কোন বিষয়ের কথা বলা হয়েছে ইত্যাদি এগুলো না পড়েই তারা কমেন্ট করে যায়। তারা একই কথা বারবার ঘুরিয়ে-ফিরিয়ে পোস্ট তৈরী করে। যার কারণে বর্তমানে সিনিয়ররা জুনিয়ারদের কাছে হেল্প চায়। তারা যদি টপিক গুলো ভালভাবে লক্ষ করে পড়ে শুনে কমেন্ট তৈরি করতো তাহলে আজকে তাদের আমি মনে করি হেলপ চাওয়ার প্রয়োজন পড়তো না। যাই হোক সবাইকে উদ্দেশ্য করে বলছি যারা বাংলা ফোরামে স্পামিং করছেন তারা সবাই সাবধান হোন। স্পামিং বন্ধ করুন।একটি টপিক তৈরি করা হলে সেখানে পূর্ণাঙ্গভাবে বিস্তারিত আলোচনা করবেন।যারা কমেন্ট করবেন সবাই একটু কনস্ট্রাক্টিভ এবং তথ্যমূলক কমেন্ট করার চেষ্টা করবেন।কারণ এখানে আমরা এসেছি শিক্ষা গ্রহণ করতে এবং অর্থ উপার্জন করতে।

সবাইকে অনেক ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ আপনি একটি মূল্যবান পোস্ট নিয়ে আমাদের মাঝে আলোচনা করেছেন। আপনার সাথে আমি সহমত প্রকাশ করছি। কারণ ফোরামে অনেক ইউজার রয়েছে যারা তাদের অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য অনেক পোস্ট করে যাচ্ছে। এবং কি তাদের রেঙ্ক বাড়ানোর জন্য তুমুল গতিতে পোস্ট করে যাচ্ছে। ফোরামে সিনিয়র ভাই যারা রয়েছে তাদের পোস্ট না পড়ে এবং কোন কিছু নাসিকে শুধু পোস্ট করে যাচ্ছে। তাই আমরা সবাই সিনিয়র ভাইদের পোস্ট ভালোভাবে পড়ে তারপরে পোস্ট করার চেষ্টা করব। তাহলে আমাদের হয়তো সিনিয়র ভাইদের কাছে খুব বেশি হেল চাওয়ার প্রয়োজন মনে হবে না।
ধন্যবাদ ফোরামে সকল সিনিয়র ভাইয়াদের।
Title: Re: যারা ফুল মেম্বার হয়েছেন তারা সিনিয়রদের কাছে হেল্প চেয়ে টপিক তৈরি করবেন না।
Post by: ttcsalam on March 28, 2021, 04:03:01 AM
ইদানিং একটা জিনিস খুবই খারাপ লাগে দেখতে। অনেক এসআর মেম্বার, হিরো মেম্বারও টপিক খুলেন সিনিয়রদের কাছে হেল্প চেয়ে। আরে ভাই সিনিয়র তো আপনিই। যারা অন্তত ফুল মেম্বার হয়েছেন তারা কিন্তু সিনিয়রতাই দয়া করে ফুল মেম্বাার, এসআর মেম্বার ও হিরো মেম্বাররা সিনিয়দের কাছে হেল্প চাই বলে প্রশ্ন করে ফোরামের সবাইকে লজ্জা দিবেন না। ফোরামে এতদিন অতিবাহিত করে জুনিয়র দাবি করা অত্যন্ত লজ্জাজনক ব্যপার। পারলে নিজে তথ্য দিয়ে পোস্ট করবেন। গুগলে, ইউটিউবে ঘাটাঘাটি করে তথ্য বের করে টপিক তৈরি করবেন। সিনিয়র হয়ে সিনিয়রদের কাছে জানতে চাই বলে টপিক তৈরি করে লজ্জায় ফেলে দিবেন না সবাইকে। সবচেয়ে খারাপ লাগে যখন এই সব সিনিয়ররা একেবারে নিউবির মতই বেসিক প্রশ্ন করে অন্যের কাছে হেল্প চায়। সচেতন হউন, নিজের মধ্যে লজ্জাবোধ তৈরি করুন। ধন্যবাদ।
সঠিক বলেছেন আমাদের সবাই কে অনেক বেশি সচেতন হতে হবে।যে কোন বিষয় জানার আগ্রহ হলেই কারও কাছে সাহায্য চেয়ে পোষ্ট করা যাবে না।এমনও হতে পারে যে বিষয় টা আপনি জানতে চাইছেন সে বিষয় টা তে আপনার আগেই কেউ না কেউ আলোচনা করেছেন।সে জন্য ফোরামে আগে একটু খোজ করে বা সার্চ দিয়ে দেখতে হবে যাতে করে নিজের প্রয়োজন মেটানো সম্ভব হয় কিনা।এছাড়াও গুগল মামা বা ইউটিউব তো আছেই।আশা করছি আমরা সবাই অনেক সচেতন হচ্ছি এবং আরও বেশি সচেতন হবো।
Title: Re: যারা ফুল মেম্বার হয়েছেন তারা সিনিয়রদের কাছে হেল্প চেয়ে টপিক তৈরি করবেন না।
Post by: Dark Knight on March 28, 2021, 04:13:21 AM
ইদানিং একটা জিনিস খুবই খারাপ লাগে দেখতে। অনেক এসআর মেম্বার, হিরো মেম্বারও টপিক খুলেন সিনিয়রদের কাছে হেল্প চেয়ে। আরে ভাই সিনিয়র তো আপনিই। যারা অন্তত ফুল মেম্বার হয়েছেন তারা কিন্তু সিনিয়রতাই দয়া করে ফুল মেম্বাার, এসআর মেম্বার ও হিরো মেম্বাররা সিনিয়দের কাছে হেল্প চাই বলে প্রশ্ন করে ফোরামের সবাইকে লজ্জা দিবেন না। ফোরামে এতদিন অতিবাহিত করে জুনিয়র দাবি করা অত্যন্ত লজ্জাজনক ব্যপার। পারলে নিজে তথ্য দিয়ে পোস্ট করবেন। গুগলে, ইউটিউবে ঘাটাঘাটি করে তথ্য বের করে টপিক তৈরি করবেন। সিনিয়র হয়ে সিনিয়রদের কাছে জানতে চাই বলে টপিক তৈরি করে লজ্জায় ফেলে দিবেন না সবাইকে। সবচেয়ে খারাপ লাগে যখন এই সব সিনিয়ররা একেবারে নিউবির মতই বেসিক প্রশ্ন করে অন্যের কাছে হেল্প চায়। সচেতন হউন, নিজের মধ্যে লজ্জাবোধ তৈরি করুন। ধন্যবাদ।
সিনিয়র ভাই গুলো নিউবি এর মতোই বেসিক প্রশ্ন করে কারণ আছে। কারণ ইদানিং যদি বাংলা সেকশন টি পর্যবেক্ষণ করে দেখা যায় তাহলে দেখতে পাওয়া যাবে সবচেয়ে বেশি পরিমাণে স্পামিং পোস্ট তৈরি হচ্ছে।বর্তমানে সবচেয়ে বেশি নতুন অ্যাকাউন্ট গুলো তুমুল গতিতে পোস্ট করে শুধু রেংক অর্জন করে যাচ্ছে। আমার মনে হয় যারা তুমুল গতিতে পোস্ট করে যাচ্ছে তারা শিখতে বা শিক্ষা গ্রহণ করতে আসেনি কিভাবে তাড়াতাড়ি রেংক অর্জন করা যায় সে জন্য এসেছে।কোন একটি টপিক কিভাবে তৈরি হলো কি কারণে তৈরি হলো টপিকটিতে কোন বিষয়ের কথা বলা হয়েছে ইত্যাদি এগুলো না পড়েই তারা কমেন্ট করে যায়। তারা একই কথা বারবার ঘুরিয়ে-ফিরিয়ে পোস্ট তৈরী করে। যার কারণে বর্তমানে সিনিয়ররা জুনিয়ারদের কাছে হেল্প চায়। তারা যদি টপিক গুলো ভালভাবে লক্ষ করে পড়ে শুনে কমেন্ট তৈরি করতো তাহলে আজকে তাদের আমি মনে করি হেলপ চাওয়ার প্রয়োজন পড়তো না। যাই হোক সবাইকে উদ্দেশ্য করে বলছি যারা বাংলা ফোরামে স্পামিং করছেন তারা সবাই সাবধান হোন। স্পামিং বন্ধ করুন।একটি টপিক তৈরি করা হলে সেখানে পূর্ণাঙ্গভাবে বিস্তারিত আলোচনা করবেন।যারা কমেন্ট করবেন সবাই একটু কনস্ট্রাক্টিভ এবং তথ্যমূলক কমেন্ট করার চেষ্টা করবেন।কারণ এখানে আমরা এসেছি শিক্ষা গ্রহণ করতে এবং অর্থ উপার্জন করতে।

সবাইকে অনেক ধন্যবাদ।
এখন সবাই শুধু নিজেদের রেঙ্ক বাড়ানোর জন্য ফোরামে পোস্ট করে যাচ্ছে। কিভাবে ফোরামের উন্নতি করা যায় সে বিষয় কিন্তু কারো খেয়াল নেই। আমরা ফোরামে কাজ করি আমাদের ফোরামকে উন্নত করতে হবে এবং কি নিজেদের কেউ উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এর জন্য প্রয়োজন বেশি বেশি নতুন টপিক তৈরি করা এবং নতুন নতুন কমেন্ট করা। আর সব কিছুতেই সিনিয়র ভাইদের কাছ থেকে জানতে চাওয়া যাবে না। গুগোল এবং ইউটিউবে ঘাটাঘাটি করে একটু কষ্ট করে যেগুলো জানতে চাওয়া হবে সেগুলোর উত্তর পাওয়া যাবে হয়তো। তাই সবাই মিলে যদি পরিশ্রম করি এবং একটু কষ্ট করে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ঘাটাঘাটি করি তাহলে অবশ্যই নতুন নতুন টপিক তৈরি করা সম্ভব ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে।
Title: Re: যারা ফুল মেম্বার হয়েছেন তারা সিনিয়রদের কাছে হেল্প চেয়ে টপিক তৈরি করবেন না।
Post by: Malam90 on March 28, 2021, 05:56:28 AM
আমি অনেক ছাড় দিয়েছি। যারা কোন গঠনমূলক পোস্ট না করে শুধু র‌্যাংক বাড়ানোর জন্য আজে বাজে কমেন্ট করে যাবে তাদের আজ থেকে ওয়ার্নিং দেওয়া হবে। অনেক ছাড় দেওয়া হয়েছে কিন্তু অনেকেই এখনও আজে বাজে কমেন্টস করে যাচ্ছেন শুধু র‌্যাংক বাড়ানোর জন্য। আরে ভাই কমেন্ট করতে তো নিষেধ করিনা। কমেন্টস করেন তবে সেটা যেন তথ্যবহুল হয়। সেটা যাতে অন্যের উপকার হয়, গঠনমূলক হয়। উপকৃত হলাম, সিনিয়ররা উত্তর দিবেন, ধন্যবাদ সুন্দর পোস্ট করেছেন, অনেকের উপকার হবে, এমন টপিক আশা করছি, আমি জানিনা, জানলে উত্তর দিতাম এই ধরনের কমেন্টস করলেই ওয়ার্নিং খাবেন শিওর। স্পামারমুক্ত রাখতে আরো সচেতন হতে হবে সবাইকে।
Title: Re: যারা ফুল মেম্বার হয়েছেন তারা সিনিয়রদের কাছে হেল্প চেয়ে টপিক তৈরি করবেন না।
Post by: Casual on March 28, 2021, 06:07:38 AM
 আসলে মালাম ভাই অনেকদিন ধরে লক্ষ্য করছি নতুন এসে ঝড়ের গতিতে পোস্ট করে এগিয়ে যাচ্ছে। দয়া করে তাদেরকে একটু জানিয়ে দেন আজকে দেখতেছি জুনিয়র সেটা কালকে দেখছি s.r মেম্বার হচ্ছে। আসলে এত পোস্ট করলে কখনোই ভালো ধরনের পোস্ট করতে পারবে না। আসলে দেখা যাবে তাদের জন্য বাংলা রাম উঠে যেতে পারে। কেন ভাই আপনি মডারেটর আছেন আপনি বললে শুনবে আপনার কাছে অনুরোধ করছি এভাবে পোস্ট যেন না করে। আপনি বললে অবশ্যই শুনবে এভাবে পোস্ট করলে আসলেই দেখা যায় সমস্যা হয়ে দাঁড়াবে বাংলা ফোরামের ‌ এর।
Title: Re: যারা ফুল মেম্বার হয়েছেন তারা সিনিয়রদের কাছে হেল্প চেয়ে টপিক তৈরি করবেন না।
Post by: Casual on March 28, 2021, 06:09:54 AM
ইদানিং একটা জিনিস খুবই খারাপ লাগে দেখতে। অনেক এসআর মেম্বার, হিরো মেম্বারও টপিক খুলেন সিনিয়রদের কাছে হেল্প চেয়ে। আরে ভাই সিনিয়র তো আপনিই। যারা অন্তত ফুল মেম্বার হয়েছেন তারা কিন্তু সিনিয়রতাই দয়া করে ফুল মেম্বাার, এসআর মেম্বার ও হিরো মেম্বাররা সিনিয়দের কাছে হেল্প চাই বলে প্রশ্ন করে ফোরামের সবাইকে লজ্জা দিবেন না। ফোরামে এতদিন অতিবাহিত করে জুনিয়র দাবি করা অত্যন্ত লজ্জাজনক ব্যপার। পারলে নিজে তথ্য দিয়ে পোস্ট করবেন। গুগলে, ইউটিউবে ঘাটাঘাটি করে তথ্য বের করে টপিক তৈরি করবেন। সিনিয়র হয়ে সিনিয়রদের কাছে জানতে চাই বলে টপিক তৈরি করে লজ্জায় ফেলে দিবেন না সবাইকে। সবচেয়ে খারাপ লাগে যখন এই সব সিনিয়ররা একেবারে নিউবির মতই বেসিক প্রশ্ন করে অন্যের কাছে হেল্প চায়। সচেতন হউন, নিজের মধ্যে লজ্জাবোধ তৈরি করুন। ধন্যবাদ।
বালাম ভাই আমি আর একটা কথা বলতে চাই যে নতুন ইউজার এসেছে ইতিমধ্যে সিনিয়র মেম্বার হয়েছে । তার পরেও দেখলাম তারা পোস্ট করছে ভাই আপনার পোস্টটি পড়ে উপকৃত হলাম আবার অনেকেই লিখছে অনেক তথ্যবহুল পোস্ট করেছেন। আমি ভাই আপনাকে বলব এই ধরনের কাজ করলে অবশ্যই আপনি ওয়ার্নিং দিয়ে দেবেন। অবশ্যই ভাই স্পামার মুক্ত রাখতে হলে সবাইকে সচেতন থাকতে হবে। শেষ করে এসব সিনিয়র ভাই এবং মডারেটর ভাইযারা আছেন সবাইকে সচেতন থাকতে হবে যেন এই ধরনের পোস্ট কেউ না করতে পারে।
Title: Re: যারা ফুল মেম্বার হয়েছেন তারা সিনিয়রদের কাছে হেল্প চেয়ে টপিক তৈরি করবেন না।
Post by: Malam90 on March 28, 2021, 08:32:15 AM
ইদানিং একটা জিনিস খুবই খারাপ লাগে দেখতে। অনেক এসআর মেম্বার, হিরো মেম্বারও টপিক খুলেন সিনিয়রদের কাছে হেল্প চেয়ে। আরে ভাই সিনিয়র তো আপনিই। যারা অন্তত ফুল মেম্বার হয়েছেন তারা কিন্তু সিনিয়রতাই দয়া করে ফুল মেম্বাার, এসআর মেম্বার ও হিরো মেম্বাররা সিনিয়দের কাছে হেল্প চাই বলে প্রশ্ন করে ফোরামের সবাইকে লজ্জা দিবেন না। ফোরামে এতদিন অতিবাহিত করে জুনিয়র দাবি করা অত্যন্ত লজ্জাজনক ব্যপার। পারলে নিজে তথ্য দিয়ে পোস্ট করবেন। গুগলে, ইউটিউবে ঘাটাঘাটি করে তথ্য বের করে টপিক তৈরি করবেন। সিনিয়র হয়ে সিনিয়রদের কাছে জানতে চাই বলে টপিক তৈরি করে লজ্জায় ফেলে দিবেন না সবাইকে। সবচেয়ে খারাপ লাগে যখন এই সব সিনিয়ররা একেবারে নিউবির মতই বেসিক প্রশ্ন করে অন্যের কাছে হেল্প চায়। সচেতন হউন, নিজের মধ্যে লজ্জাবোধ তৈরি করুন। ধন্যবাদ।
বালাম ভাই আমি আর একটা কথা বলতে চাই যে নতুন ইউজার এসেছে ইতিমধ্যে সিনিয়র মেম্বার হয়েছে । তার পরেও দেখলাম তারা পোস্ট করছে ভাই আপনার পোস্টটি পড়ে উপকৃত হলাম আবার অনেকেই লিখছে অনেক তথ্যবহুল পোস্ট করেছেন। আমি ভাই আপনাকে বলব এই ধরনের কাজ করলে অবশ্যই আপনি ওয়ার্নিং দিয়ে দেবেন। অবশ্যই ভাই স্পামার মুক্ত রাখতে হলে সবাইকে সচেতন থাকতে হবে। শেষ করে এসব সিনিয়র ভাই এবং মডারেটর ভাইযারা আছেন সবাইকে সচেতন থাকতে হবে যেন এই ধরনের পোস্ট কেউ না করতে পারে।

পদক্ষেপ নেওয়া হচ্ছে অচিরেই। ওয়েট এন্ড সি। প্রথম কিছুদিন ঝড়ের গতিতে পোস্ট করে র‌্যাংক বাড়িযে নেয় পরে আর তারা বাংলা বোর্ডে ফিরেও তাকায় না। শুধু সিগনেচার নিয়ে থাকে। তাহলে বাংলা বোর্ডকে পেয়েছে র‌্যাংক বাড়ানোর জায়গা? যারা এমন করতেছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া শুরু করেছি। যারা বাংলা বোর্ডের সাথে সব সময় লেগে থাকবে বাংলা বোর্ড তাদের জন্য। এখানে র‌্যাংক বাড়ানোর যায়গা না। যারা এমন করতেছে তাদের বিরুদ্ধে মডারেটরদের কাছে রিপোর্ট করুন, রিপোর্ট করলে সঠিক হলে কারমা পাবেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
Title: Re: যারা ফুল মেম্বার হয়েছেন তারা সিনিয়রদের কাছে হেল্প চেয়ে টপিক তৈরি করবেন না।
Post by: kulkhan on March 28, 2021, 09:10:54 AM
 আসলে আমরা অনেক বেশি পরনির্ভরশীল হয়ে পড়ছি। নিজের ভিতরকার সৃষ্টিশীলতাকে কাজে না লাগিয়ে অন্যের কাছে হেল্প চাচ্ছি  এটা মোটেও মঙ্গলকর নয়। তাই যারা এমনটি করছে আমি তাদেরকে এই পথ ছেড়ে মাথা ঘামিয়ে কোন কিছুর সমাধান বের করার কথা বলব। সিনিয়র হওয়ার পরও যেকোন বিষয়ে হেল্প চাওয়ার মনমানসিকতা থেকে বেরিয়ে আসতে বলব। তাহলে সবাই শিখতে পারব। এবং সেটা আমাদের ফোরামের এবং আমাদের সকলের জনজন্য মঙ্গল হবে।
Title: Re: যারা ফুল মেম্বার হয়েছেন তারা সিনিয়রদের কাছে হেল্প চেয়ে টপিক তৈরি করবেন না।
Post by: babu10 on March 28, 2021, 10:34:48 AM
বিষয়টা আমিও খেয়াল করেছি, আমরা শুধু র‌্যাংক বাড়ানোর দরকার হলেই আজে বাজে কমেন্টস করে পোষ্ট সংখ্যা বাড়াই আর তা দিয়ে সিগনেচার করি। অর্থাৎ আমাদের মূল লক্ষ্যই থাকে নেয়া, দেয়ার মন মানসিকতা তেমন কারো মধ্যেই দেখিনা যেটা আমাদের জন্য লজ্জাজনক বটে। আমরা মনে করি বাংলা বোর্ড এ কেউ কোন কিছু খেয়াল করেনা। আসলে তা কিন্তু নয়। ‍যিনি এডমিন তিনি গুগল ট্রাসলেটর দিয়ে সব দেখতে পারেন এবং দেখেনও তাই মডারেটরদের কাছে বোর্ড সম্পর্কে রিপোর্ট করেন। তাই সবার প্রতি অনুরোধ একটু সময় দেন ফোরামে সেই সাথে বাংলা বোর্ড এ তাহলে আমাদের সমন্বিত প্রয়াসে সবাই একসাথে এগিয়ে যেতে পারব।
Title: Re: যারা ফুল মেম্বার হয়েছেন তারা সিনিয়রদের কাছে হেল্প চেয়ে টপিক তৈরি করবেন না।
Post by: azmirihaque on March 28, 2021, 11:52:51 AM
খুব সুন্দর একটি বিষয় তুলে ধরার জন্য ধন্যবাদ। আসলে অত্যান্ত লজ্জা জনক বিষয় হলেও সত্য যে অনেক সিনিয়ররাই এই ধরনের সহযোগিতা চেয়ে ফোরামে পোস্ট করেন। প্রকৃত পক্ষে এই ধরনের সিনিয়ররা নিজেদের যোগ্যতায় সিনিয়র হয়েছে কিনা সেটাই ভাবার বিষয়। আশা করি এই পোস্টটি দেখার পরে এই সকল সিনিয়ররা নিজেদের সিনিয়রিটি বজায় রেখেই চলবেন।
Title: Re: যারা ফুল মেম্বার হয়েছেন তারা সিনিয়রদের কাছে হেল্প চেয়ে টপিক তৈরি করবেন না।
Post by: HeartBit143 on March 28, 2021, 01:15:09 PM
এই বিষয়টি আমিও অনেক পোস্টে খেয়াল করেছি যে অনেক সিনিয়র ভাইয়েরা আবার তাদের সিনিয়র ভাইদের কাছে সাহায্য চেয়ে পোস্ট করে থাকেন।  এটা আসলেও খুব দুঃখজনক বিষয়।  আমাদের সিনিয়র ভাইয়েরা যদি তাদের সিনিয়র ভাইদের কাছে সাহায্য চায়, তাহলে আমরা যারা জুনিয়র আছি তারা কাদের কাছে যাবো।                         
Title: Re: যারা ফুল মেম্বার হয়েছেন তারা সিনিয়রদের কাছে হেল্প চেয়ে টপিক তৈরি করবেন না।
Post by: Malam90 on March 28, 2021, 03:04:30 PM
এই বিষয়টি আমিও অনেক পোস্টে খেয়াল করেছি যে অনেক সিনিয়র ভাইয়েরা আবার তাদের সিনিয়র ভাইদের কাছে সাহায্য চেয়ে পোস্ট করে থাকেন।  এটা আসলেও খুব দুঃখজনক বিষয়।  আমাদের সিনিয়র ভাইয়েরা যদি তাদের সিনিয়র ভাইদের কাছে সাহায্য চায়, তাহলে আমরা যারা জুনিয়র আছি তারা কাদের কাছে যাবো।                         

ভাই আবেগী পোস্ট করবেন না। নিজে শিখুন, নিজে শিখে টপিক তৈরি করুন। তখন দেখা যাবে কে কত ভালো মানের টপিক তৈরি করতে পারেন। বাংলা ফোরামে শত শত মেম্বার এসেছে। অথচ টপিক মাত্র ১৪০০ এর মত। প্রত্যেকে যদি জীবনে ১০ টা করে টপিক করতো তাহলে অন্তত ৫০০০ টপিক হতো এতদিনে। অনেক হিরো লিজেন্ডারী আছে অথচ তাদের টপিক তৈরি মাত্র হাতে গোনা কয়েকটা। এমনও হিরো মেম্বার দেখেছি যাদের টপিক মাত্র ১ টা। অথচ হিরো মেম্বার হতে লাগে ৭০০ পোস্ট। তাই অন্যের সমালোচনা না করে টপিক তৈরি করুন যদি নিজের মধ্যে টপিক করার মত কোয়ালিটি থাকে। তাহলে কারমা পাবেন।
Title: Re: যারা ফুল মেম্বার হয়েছেন তারা সিনিয়রদের কাছে হেল্প চেয়ে টপিক তৈরি করবেন না।
Post by: Btceth01 on March 29, 2021, 12:16:42 AM
হ্যাঁ এটা ঠিক বলেছেন। যারা ফুল মেম্বার হয়েছে তারা সিনিয়রদের কাছে হেল্প চেয়ে কখন ট্রপিক তৈরি করবেন না। কেননা আমি মনে করি একজন ফুল মেম্বার সে ক্রিপ্টোকারেন্সি এবং ফোরাম সম্পর্কে একটু হলেও ধারণা হয়ে যায়। তাই সে পুরোপুরি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে বোঝার ক্ষমতা মোটামুটি চলে আসবে। সেহেতু সে সিনিয়রদের কাছে সাহায্য না নিজে নিজে টপিক খোলার চিন্তা ভাবনা করতে হবে এবং টপিকঃ খুলতে হবে।
Title: Re: যারা ফুল মেম্বার হয়েছেন তারা সিনিয়রদের কাছে হেল্প চেয়ে টপিক তৈরি করবেন না।
Post by: Triedboy on March 29, 2021, 01:56:03 AM
অবশ্যই যারা সিনিয়র মেম্বার হয়েছেন বা ফুল মেম্বার ও আছেন তারা কখনোই অন্য সিনিয়র মেম্বারদের কাছে হেল্প না চেয়ে নিজে থেকেই সেই টপিক এর আনসার দেওয়ার চেষ্টা করুন। আসলে আমাদের এই ফোরাম পিছিয়ে থাকার পেছনে কিন্তু আমি একটা কারণ দেখতে পাই আমাদের ফোরামে দেখা যায় পাঁচ থেকে সাত দিনের মধ্যে একজন ফুল মেম্বার বা সিনিয়র মেম্বার হচ্ছে। কিন্তু আমরা যদি বিটকয়েন ফোরামের দিকে তাকাই তাহলে কিন্তু সম্পূর্ণ ভিন্ন। আসলে আমরা যেটুকু পারব এবং যদি না পারি তাহলে আমরা সেই বিষয়টা গুগল সার্চ দিয়ে শেখার চেষ্টা করব। তা না করে দেখা যায় অনেকেই অনেক পোস্ট করছে যে পোষ্টের ভেতরের কোন ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কিছুই নেই। এখন মোডারেটর ভাই যিনি রয়েছেন আপনি যে পদক্ষেপ নিয়েছেন আসলে এটা করলে দেখা যাবে সবাই এ ধরনের পোস্ট থেকে বিরত থাকবে।
Title: Re: যারা ফুল মেম্বার হয়েছেন তারা সিনিয়রদের কাছে হেল্প চেয়ে টপিক তৈরি করবেন না।
Post by: Mist Joya on March 30, 2021, 07:22:37 AM
ইদানিং একটা জিনিস খুবই খারাপ লাগে দেখতে। অনেক এসআর মেম্বার, হিরো মেম্বারও টপিক খুলেন সিনিয়রদের কাছে হেল্প চেয়ে। আরে ভাই সিনিয়র তো আপনিই। যারা অন্তত ফুল মেম্বার হয়েছেন তারা কিন্তু সিনিয়রতাই দয়া করে ফুল মেম্বাার, এসআর মেম্বার ও হিরো মেম্বাররা সিনিয়দের কাছে হেল্প চাই বলে প্রশ্ন করে ফোরামের সবাইকে লজ্জা দিবেন না। ফোরামে এতদিন অতিবাহিত করে জুনিয়র দাবি করা অত্যন্ত লজ্জাজনক ব্যপার। পারলে নিজে তথ্য দিয়ে পোস্ট করবেন। গুগলে, ইউটিউবে ঘাটাঘাটি করে তথ্য বের করে টপিক তৈরি করবেন। সিনিয়র হয়ে সিনিয়রদের কাছে জানতে চাই বলে টপিক তৈরি করে লজ্জায় ফেলে দিবেন না সবাইকে। সবচেয়ে খারাপ লাগে যখন এই সব সিনিয়ররা একেবারে নিউবির মতই বেসিক প্রশ্ন করে অন্যের কাছে হেল্প চায়। সচেতন হউন, নিজের মধ্যে লজ্জাবোধ তৈরি করুন। ধন্যবাদ।
  প্রথমত আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি পোষ্ট তৈরি করার জন্য । আমার কথা হচ্ছে ভাই সিনিয়র হয়েও যারা জুনিয়র আচরন করছে তাদের ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জ্ঞান পরিপূর্ণ হয়নি ।আর হবে বা কেমন করে তারা তো এক সপ্তাহের মধ্যে সিনিয়র দাবি করে বসে পোস্টের পর পোস্ট করে যাচ্ছে কিন্তু  ক্রিপ্টো  সম্পর্কে কোন ধারণা নিচ্ছে না তার জন্যই তো তারা সিনিয়র  হয়েও জুনিয়রের পর্যায়ে চলে আছে।
Title: Re: যারা ফুল মেম্বার হয়েছেন তারা সিনিয়রদের কাছে হেল্প চেয়ে টপিক তৈরি করবেন না।
Post by: Jokar on March 31, 2021, 11:55:26 AM
ইদানিং একটা জিনিস খুবই খারাপ লাগে দেখতে। অনেক এসআর মেম্বার, হিরো মেম্বারও টপিক খুলেন সিনিয়রদের কাছে হেল্প চেয়ে। আরে ভাই সিনিয়র তো আপনিই। যারা অন্তত ফুল মেম্বার হয়েছেন তারা কিন্তু সিনিয়রতাই দয়া করে ফুল মেম্বাার, এসআর মেম্বার ও হিরো মেম্বাররা সিনিয়দের কাছে হেল্প চাই বলে প্রশ্ন করে ফোরামের সবাইকে লজ্জা দিবেন না। ফোরামে এতদিন অতিবাহিত করে জুনিয়র দাবি করা অত্যন্ত লজ্জাজনক ব্যপার। পারলে নিজে তথ্য দিয়ে পোস্ট করবেন। গুগলে, ইউটিউবে ঘাটাঘাটি করে তথ্য বের করে টপিক তৈরি করবেন। সিনিয়র হয়ে সিনিয়রদের কাছে জানতে চাই বলে টপিক তৈরি করে লজ্জায় ফেলে দিবেন না সবাইকে। সবচেয়ে খারাপ লাগে যখন এই সব সিনিয়ররা একেবারে নিউবির মতই বেসিক প্রশ্ন করে অন্যের কাছে হেল্প চায়। সচেতন হউন, নিজের মধ্যে লজ্জাবোধ তৈরি করুন। ধন্যবাদ।
আমার মনে হয় আপনি একদম ঠিক কথা বলেছেন। আমাদের সকলের উচিত মনোযোগ সহকারে কাজ করা যাতে আমরা এই ফর্ম কে ভালো কিছু উপহার দিতে পারি। ফ্রম কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই পরিশ্রম করতে হবে। আপনি বলেছেন ইউটিউব গুগোল ঘাটাঘাটি করে যাতে আমরা সবাই ভাল মানের পোস্ট করতে পারি। এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এই মূল্যবান কথাটি জানানোর জন্য। আশা করি আমরা যারা জুনিয়ার আছি ‌ তারা সবাই আপনার কথাগুলো মেনে চলার চেষ্টা করবে এবং ফর্মকে ভালো কিছু উপহার দিবে।
Title: Re: যারা ফুল মেম্বার হয়েছেন তারা সিনিয়রদের কাছে হেল্প চেয়ে টপিক তৈরি করবেন না।
Post by: Angel julian on March 31, 2021, 03:39:25 PM
ইদানিং একটা জিনিস খুবই খারাপ লাগে দেখতে। অনেক এসআর মেম্বার, হিরো মেম্বারও টপিক খুলেন সিনিয়রদের কাছে হেল্প চেয়ে। আরে ভাই সিনিয়র তো আপনিই। যারা অন্তত ফুল মেম্বার হয়েছেন তারা কিন্তু সিনিয়রতাই দয়া করে ফুল মেম্বাার, এসআর মেম্বার ও হিরো মেম্বাররা সিনিয়দের কাছে হেল্প চাই বলে প্রশ্ন করে ফোরামের সবাইকে লজ্জা দিবেন না। ফোরামে এতদিন অতিবাহিত করে জুনিয়র দাবি করা অত্যন্ত লজ্জাজনক ব্যপার। পারলে নিজে তথ্য দিয়ে পোস্ট করবেন। গুগলে, ইউটিউবে ঘাটাঘাটি করে তথ্য বের করে টপিক তৈরি করবেন। সিনিয়র হয়ে সিনিয়রদের কাছে জানতে চাই বলে টপিক তৈরি করে লজ্জায় ফেলে দিবেন না সবাইকে। সবচেয়ে খারাপ লাগে যখন এই সব সিনিয়ররা একেবারে নিউবির মতই বেসিক প্রশ্ন করে অন্যের কাছে হেল্প চায়। সচেতন হউন, নিজের মধ্যে লজ্জাবোধ তৈরি করুন। ধন্যবাদ। আপনার কথাগুলো ঠিক আপনার কথায় আমি একমত পোষণ করছি আপনি একদম ঠিক পয়েন্টগুলো বলেছেন বর্তমান সময়ে এগুলো হয়ে আসছে আপনার কথা শুনে আমি অনেক কিছু শিখলাম।
Title: Re: যারা ফুল মেম্বার হয়েছেন তারা সিনিয়রদের কাছে হেল্প চেয়ে টপিক তৈরি করবেন না।
Post by: ExtraPoint on March 31, 2021, 03:50:33 PM
এই ফোরামে এমন কিছু মেম্বার আছে যারা অনেক আগে আইডি খুলে রেখেছে এবং সেই আইডিতে যখন পোস্ট করে তখন দেখা যায় ঝড়ের গতিতে পোস্ট করে যাচ্ছে। পোস্টগুলো কনস্ট্রাক্টিভ হচ্ছে কিনা সে বিষয়ে কোনো খেয়াল নেই শুধু নিজের অ্যাক্টিভিটি বাড়াতে হবে এটাই তার লক্ষ্য। এখন কেউ আর নিজের মেধা খাটিয়ে কোন কিছু করতে চায়না। আমাদের ফোরামে তার প্রভাব লক্ষণীয়। সবাই শুধু অন্যের কাছ থেকে জানতে চায় নিজে থেকে কিছু দিতে চায়না।
Title: Re: যারা ফুল মেম্বার হয়েছেন তারা সিনিয়রদের কাছে হেল্প চেয়ে টপিক তৈরি করবেন না।
Post by: Sumi on April 01, 2021, 04:19:45 AM
ইদানিং একটা জিনিস খুবই খারাপ লাগে দেখতে। অনেক এসআর মেম্বার, হিরো মেম্বারও টপিক খুলেন সিনিয়রদের কাছে হেল্প চেয়ে। আরে ভাই সিনিয়র তো আপনিই। যারা অন্তত ফুল মেম্বার হয়েছেন তারা কিন্তু সিনিয়রতাই দয়া করে ফুল মেম্বাার, এসআর মেম্বার ও হিরো মেম্বাররা সিনিয়দের কাছে হেল্প চাই বলে প্রশ্ন করে ফোরামের সবাইকে লজ্জা দিবেন না। ফোরামে এতদিন অতিবাহিত করে জুনিয়র দাবি করা অত্যন্ত লজ্জাজনক ব্যপার। পারলে নিজে তথ্য দিয়ে পোস্ট করবেন। গুগলে, ইউটিউবে ঘাটাঘাটি করে তথ্য বের করে টপিক তৈরি করবেন। সিনিয়র হয়ে সিনিয়রদের কাছে জানতে চাই বলে টপিক তৈরি করে লজ্জায় ফেলে দিবেন না সবাইকে। সবচেয়ে খারাপ লাগে যখন এই সব সিনিয়ররা একেবারে নিউবির মতই বেসিক প্রশ্ন করে অন্যের কাছে হেল্প চায়। সচেতন হউন, নিজের মধ্যে লজ্জাবোধ তৈরি করুন। ধন্যবাদ।
চমৎকার একটি ট্রপিক তৈরি করেছেন ভাইয়া ইদানিং এটি লক্ষ করা যায় বেশি সিনিয়ার সিনিয়ার সিনিয়ার সিনিয়ার ভারতের কাছে জানতে চায় বলে প্রশ্ন করে এখানে এটা খুবই লজ্জাজনক বিষয় আমাদের বাংলা বোর্ডের জন্য অবশ্য অবশ্যই আমাদের এই বিষয় থেকে বেরিয়ে আসতে হবে তা না হলে আমরা কোনভাবেই এই বোর্ড কে এগিয়ে নিয়ে যেতে পারবো না আর বিশেষ করে এই ভোট কে এগিয়ে নিয়ে যেতে যাওয়ার জন্য আমাদের কিন্তু এখানে আরো নতুন নতুন ইউজার কিন্তু অ্যাড করতে হবে তা না হলে কিন্তু আমরা অন্যদের তুলনায় অনেক পিছিয়ে পড়বো বলে আমার মনে হচ্ছে
Title: Re: যারা ফুল মেম্বার হয়েছেন তারা সিনিয়রদের কাছে হেল্প চেয়ে টপিক তৈরি করবেন না।
Post by: Malam90 on April 01, 2021, 04:50:39 AM
@Sumi
আপনার কমেন্টে বড় ধরনের বানান ভুল রয়েছে যার কারণে অর্থ পুরাই পরিবর্তন হয়ে গেছে। দ্রুত আপনার কমেন্ট এডিট করুন। ভবিষ্যতে কমেন্ট করার পরে অবশ্যই চেক করে দেখবেন বানান ভূল আছে কিনা, থাকলে সংশোধন করবেন।
Title: Re: যারা ফুল মেম্বার হয়েছেন তারা সিনিয়রদের কাছে হেল্প চেয়ে টপিক তৈরি করবেন না।
Post by: Azharul on April 01, 2021, 07:11:27 AM
আমরা ফোরামে যারা ফুল মেম্বার হিসেবে কাজ করছি তারা সবাই ফোরাম সম্পর্কে অনেকটা এগিয়ে গেছি।তাই আমরা যদি ফোরামের মধ্যে ঢুকে এর সম্পর্কে বিস্তারিত জানার আগ্রহ প্রকাশ করি,তাহলে আমরা এর সম্পর্কে বিস্তারিত জানতে পারবো।সিনিয়র ভাইদের কাছে জানার প্রয়োজন হবেনা।তাই আমিও একমত যে আমরাও চেষ্টা করলে নিজেরাই টপিক তৈরি করতে পারবো।
Title: Re: যারা ফুল মেম্বার হয়েছেন তারা সিনিয়রদের কাছে হেল্প চেয়ে টপিক তৈরি করবেন না।
Post by: Markuri33 on April 18, 2021, 06:22:30 AM
অনেককেই ফুল মেম্বার সিনিয়র মেম্বার হওয়া সত্ত্বেও দেখা যায় অন্য সিনিয়ার মেম্বারদের কাছে হেল্প চেয়ে পোস্ট করছে। আসলে সবাই যদি ভালোভাবে ফোরামে পোস্ট করতে চায় অবশ্যই তাকে ফোরাম সম্পর্কে অধিক ঘাটাঘাটি করতে হবে। তা না করে বর্তমান সময়ে কিছু নতুন ইউজার এসে ফুল মেম্বার হয়ে বা সিনিয়র মেম্বার হয়ে অন্যদের কাছে হেল্প চেয়ে টপিক তৈরি করছে। আসলে এই ধরনের কাজ বর্জন করে ফোরামে সময় দিন আশা করি সবাই বুঝতে পারবেন।
Title: Re: যারা ফুল মেম্বার হয়েছেন তারা সিনিয়রদের কাছে হেল্প চেয়ে টপিক তৈরি করবেন না।
Post by: Malam90 on April 18, 2021, 06:26:21 AM
অনেককেই ফুল মেম্বার সিনিয়র মেম্বার হওয়া সত্ত্বেও দেখা যায় অন্য সিনিয়ার মেম্বারদের কাছে হেল্প চেয়ে পোস্ট করছে। আসলে সবাই যদি ভালোভাবে ফোরামে পোস্ট করতে চায় অবশ্যই তাকে কোরআন সম্পর্কে অধিক ঘাটাঘাটি করতে হবে। তা না করে বর্তমান সময়ে কিছু নতুন ইউজার এসে ফুল মেম্বার হয়ে বা সিনিয়র মেম্বার হয়ে অন্যদের কাছে হেল্প চেয়ে টপিক তৈরি করছে। আসলে এই ধরনের কাজ বর্জন করে ফোরামে সময় দিন আশা করি সবাই বুঝতে পারবেন।

ভাই রেড মার্ক করা বানানটা ঠিক করুন। ফোরাম আর কোরআন একই জিনিস নয়। এরকম একটা শব্দের পরিবর্তনে পুরা অর্থ পাল্টে যায়। সবাইকে বলছি যারা মোবাইলে কমেন্টস করেন তারা কমেন্ট পাবলিশ করার আগে ও পরে চেক করে দেখবেন বানান ঠিক আছে কিনা। ভুল থাকলে এডিট করে ঠিক করে নিন। সচেতন হউন।
Title: Re: যারা ফুল মেম্বার হয়েছেন তারা সিনিয়রদের কাছে হেল্প চেয়ে টপিক তৈরি করবেন না।
Post by: Jaya60 on April 19, 2021, 03:01:40 AM
আমি মনে করি যারা সিনিয়র মেম্বার হয়ে গেছেন তারা দয়া করে অন্য সিনিয়র মেম্বার দের কাছে হেল্প চেয়ে পোস্ট করবেন না। ফোরামে যারা নতুন আসবে তারা সুযোগ পাবে যে সিনিয়র মেম্বার হয়ে যেহেতু হেল্প পোস্ট করছে তাহলে আমরা করব। সবাই কিন্তু বড়দের কাছ থেকে কিন্তু শিখে নেয় সকল আচার-ব্যবহার। অতএব ফোরামে যত বেশি ঘাটাঘাটি করা যাবে ততো বেশি শেখা যাবে।
Title: Re: যারা ফুল মেম্বার হয়েছেন তারা সিনিয়রদের কাছে হেল্প চেয়ে টপিক তৈরি করবেন না।
Post by: Milon626 on April 19, 2021, 07:47:16 AM
আমাদের এখানে অল্প কিছু ইউজার আছে যারা অল্প দিনের মধ্যে ঝরের গতিতে পোস্ট করে ফুল মেম্বার বা সিনিয়র মেম্বার   অথবা হিরো তে পৌছে যায়। তাদের পোস্টে কোন কিছু শেখার তো থাকেই না, বরং তাদের পোস্ট দেখে ছোট ইউজারেরা আরও ভুল ইনফরমেশন পায়। একজন সিনিয়র মেম্বার হয়ে যখন সে আবার অন্য এক সিনিয়র মেম্বারের কাছে হেল্প চেয়ে পোস্ট করে তবে সেটা সত্যিই খুব লজ্জাজনক।                             
Title: Re: যারা ফুল মেম্বার হয়েছেন তারা সিনিয়রদের কাছে হেল্প চেয়ে টপিক তৈরি করবেন না।
Post by: Cadaver20 on April 19, 2021, 07:26:44 PM
আমি মনে করি যারা সিনিয়র মেম্বার হয়ে গেছেন তারা দয়া করে অন্য সিনিয়র মেম্বার দের কাছে হেল্প চেয়ে পোস্ট করবেন না।
আমি এই বিষয়ে আপনার সাথে ভিন্নমত পোষন করছি। একজন মানুষের পক্ষে সবকিছু জানা সম্ভব না। তাই একজন সিনিয়র মেম্বার অন্য একজন সিনিয়র মেম্বারের কাছে সাহায্য চাইতেই পারে। তবে একজন সিনিয়র মেম্বার যদি নিউবি লেভেলের কোন বিষয়ে সাহায্য চায় তবে সেটা হাস্যকর দেখাবে।
অনেক সময় বিভিন্ন এক্সচেঞ্জে ট্রেডিং করার সময় আমাদের কিছু সমস্যা হয়, অথবা অন্য কোন টেকনিক্যাল বিষয়ে আমাদের সাহায্য প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে একজন সিনিয়র মেম্বার অন্য একজন সিনিয়র মেম্বার বা অভিজ্ঞ যেকোন মেম্বারের কাছে সাহায্য চাইতে পারে। এতে দোষের কিছু হবে বলে আমি মনে করি না।
Title: Re: যারা ফুল মেম্বার হয়েছেন তারা সিনিয়রদের কাছে হেল্প চেয়ে টপিক তৈরি করবেন না।
Post by: Random203 on April 20, 2021, 03:05:06 AM
আমার মনে হয় যে একটি মানুষের যদি ইচ্ছা থাকে তবে সে এক মাসের মধ্যেই অনেক কিছু জানতে সক্ষম হয়।  আর এই ফোরামে শুধু ১৩৬টা পোস্ট হলেই ফুল মেম্বার হওয়া যায় না, তার জন্য এক মাস ধৈর্য্য ধরে অপেক্ষা করতে হয়।  আর এই এক মাসের মধ্যেই একজন ইউজার ফোরাম সম্পর্কে হাজারো তথ্য জেনে নিতে পারেন, যদি তার জানার আগ্রহটা থাকে।  তাই শুধু সিনিয়র ভাইদের উপর দায়ভার চাপিয়ে না দিয়ে, নিজে থেকে কিছু জানার চেষ্টা করুন।                               
Title: Re: যারা ফুল মেম্বার হয়েছেন তারা সিনিয়রদের কাছে হেল্প চেয়ে টপিক তৈরি করবেন না।
Post by: Rifan Khan on May 04, 2021, 02:51:41 PM
হ্যাঁ যারা ফুল মেম্বার হয়েছেন তারা সিনিয়র ভাইদের কাছে এরচেয়ে কোন টপিক তৈরি করবেন না। আপনারা অনেকেই আছেন যারা শুধু ভাবেন যে 136 টা পোস্ট করলেন আপনি ফুল মেম্বার হয়ে যাবেন। 136 টা পোষ্ট এমন ভাবে করতে হবে যাতে সবাই বলে ভালো হয়েছে। তার জন্য অনেক সময় দিতে হবে। আমার এটুকু বলে মনে হয় ।
Title: Re: যারা ফুল মেম্বার হয়েছেন তারা সিনিয়রদের কাছে হেল্প চেয়ে টপিক তৈরি করবেন না।
Post by: Md.Nurnobe3483 on May 05, 2021, 06:11:29 AM
ইদানিং একটা জিনিস খুবই খারাপ লাগে দেখতে। অনেক এসআর মেম্বার, হিরো মেম্বারও টপিক খুলেন সিনিয়রদের কাছে হেল্প চেয়ে। আরে ভাই সিনিয়র তো আপনিই। যারা অন্তত ফুল মেম্বার হয়েছেন তারা কিন্তু সিনিয়রতাই দয়া করে ফুল মেম্বাার, এসআর মেম্বার ও হিরো মেম্বাররা সিনিয়দের কাছে হেল্প চাই বলে প্রশ্ন করে ফোরামের সবাইকে লজ্জা দিবেন না। ফোরামে এতদিন অতিবাহিত করে জুনিয়র দাবি করা অত্যন্ত লজ্জাজনক ব্যপার। পারলে নিজে তথ্য দিয়ে পোস্ট করবেন। গুগলে, ইউটিউবে ঘাটাঘাটি করে তথ্য বের করে টপিক তৈরি করবেন। সিনিয়র হয়ে সিনিয়রদের কাছে জানতে চাই বলে টপিক তৈরি করে লজ্জায় ফেলে দিবেন না সবাইকে। সবচেয়ে খারাপ লাগে যখন এই সব সিনিয়ররা একেবারে নিউবির মতই বেসিক প্রশ্ন করে অন্যের কাছে হেল্প চায়। সচেতন হউন, নিজের মধ্যে লজ্জাবোধ তৈরি করুন। ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ আপনি খুব সুন্দর একটা টপিক তৈরি করেছেন। আমাদের ফোরামে কিছু সিনিয়র মেম্বার রয়েছেন তারা সিনিয়র মেম্বার হওয়া সত্ত্বেও নতুনদের মত সাহায্য যাচ্ছে। তারা যদি ফোরামের সময় দিত এবং সিনিয়র ভাইদের পোস্টগুলো ভালোভাবে বুঝে পড়ে তারপরে রিপ্লে করতো তাহলে তাদের এখন সাহায্য চাইতে হতো না। তারা শুধু তুমুল প্রতিটি পোস্ট করে সিনিয়র মেম্বার হয়েছে। তাদের উদ্দেশ্য ছিল যে সিনিয়র মেম্বার হয়ে থেমে যাবে। সিনিয়র ভাইদের উদ্দেশ্যে বলি আপনারা যদি ফোরামে সময় বিয়ে ভালো ভালো টপিক তৈরি করুন তাহলে আপনারা সবই বুঝবেন এবং আমরা সবকিছু জানতে পারবো।
Title: Re: যারা ফুল মেম্বার হয়েছেন তারা সিনিয়রদের কাছে হেল্প চেয়ে টপিক তৈরি করবেন না।
Post by: Angel julian on May 05, 2021, 10:06:48 AM
ইদানিং একটা জিনিস খুবই খারাপ লাগে দেখতে। অনেক এসআর মেম্বার, হিরো মেম্বারও টপিক খুলেন সিনিয়রদের কাছে হেল্প চেয়ে। আরে ভাই সিনিয়র তো আপনিই। যারা অন্তত ফুল মেম্বার হয়েছেন তারা কিন্তু সিনিয়রতাই দয়া করে ফুল মেম্বাার, এসআর মেম্বার ও হিরো মেম্বাররা সিনিয়দের কাছে হেল্প চাই বলে প্রশ্ন করে ফোরামের সবাইকে লজ্জা দিবেন না। ফোরামে এতদিন অতিবাহিত করে জুনিয়র দাবি করা অত্যন্ত লজ্জাজনক ব্যপার। পারলে নিজে তথ্য দিয়ে পোস্ট করবেন। গুগলে, ইউটিউবে ঘাটাঘাটি করে তথ্য বের করে টপিক তৈরি করবেন। সিনিয়র হয়ে সিনিয়রদের কাছে জানতে চাই বলে টপিক তৈরি করে লজ্জায় ফেলে দিবেন না সবাইকে। সবচেয়ে খারাপ লাগে যখন এই সব সিনিয়ররা একেবারে নিউবির মতই বেসিক প্রশ্ন করে অন্যের কাছে হেল্প চায়। সচেতন হউন, নিজের মধ্যে লজ্জাবোধ তৈরি করুন। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর ভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। ভাই আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি তুলে ধরেছেন। এই ভুল কাজটা আমিও একবার করেছিলাম তার জন্য ভুল স্বীকার করেছি আর পরবর্তীতে এরকম হবে না। আমি আপনার পোষ্টটি পড়ে বুঝতে পারলাম। আমি এখন থেকে আপনার কথামতো ইউটিউবে কাটাকাটি করে এবং বিভিন্ন বিষয় বুঝায়ে পোস্ট করব এই বিষয়ে আমি অনেক সহজ ভাবে বুঝতে পারলাম। থ্যাঙ্কস ভাইয়া এতো সুন্দর টপিক তুলে ধরার জন্য।