Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: Cristiano on March 28, 2021, 03:38:16 PM
-
বর্তমানে সবচেয়ে আলোচিত টোকেন হচ্ছে NFT টোকেন।এ বিষয় নিয়ে আমরা অনেকেই জানিনা এই টোকেন কি। চলুন এ বিষয় নিয়ে জানা যাক
NFT টোকেন এমন একটি টোকেন যেখানে প্রতিটি টোকেনের মধ্যে ইউনিক তথ্য জমা করে রাখা যায় তার স্মার্ট কন্ট্রাক্ট ব্যবহার করে। আর এই জন্য একটি NFT টোকেন থেকে অন্য আরেকটি NFT টোকেন আলাদা। যার কারনেই এটিকে বলা হয় নন-ফানজিবল টোকেন।
বিষয়টিতে মনে হয় একটু কনফিউজ হয়ে গেলেন! চলুন ছোট্ট উদাহরন দিয়ে এর কনফিউশন দূর করার চেষ্টা করি।
যেমন ধরুন, আপনার কাছে এক বিকয়েন আছে সেই বিটকয়েনের মূল্য ১০০০০/- ডলার, এখন আপনার বন্ধুর কাছেও এক বিটকয়েন আছে। আপনার বিটকয়েন আর বন্ধুর কাছে যে বিটকয়েন আছে তার মূল্য কি আলাদা? নিশ্চয় না। অর্থাৎ আপনার আর আপনার বন্ধুর বিটকয়েনর মূল্য একই। আপনি চাইলে আপনার বন্ধুর সাথে আপনার বিটকয়েন এক্সচেন্জ করতে পারেন। এতে করে কোন বিটকয়েনের মূল্যের মধ্যে কোন পার্থক্য ঘটবে না।
আবার ধরুন আপনার কাছে ২০২০ সালের নতুন ৫০০ টাকার নোট আছে আর আপনার বন্ধুর কাছে ২০১০ সালের ৫০০ টাকার নোট আছে। এখন আপনার ৫০০ টাকার নোট আর আপনার বন্ধুর কাছে থাকা পুরানো ৫০০ টাকার নোটের মাঝে মূল্যের দিকে দিয়ে কোন পার্থক্য আছে? নিশ্চয় নেই। অর্থাৎ আপনি আপনার ৫০০ টাকা দিয়ে যা ক্রয় করতে পারবেন, আপনার বন্ধুর কাছে থাকা সেই ৫০০ টাকা দিয়েও একই জিনিষ ক্রয় করতে পারবে। এই জিনিষকে বলা হয় ফানজিবল।
এখন আসি নন-ফানজিবল বিষয়ে।
NFT বা নন-ফানজিবল টোকেন একটি অপরটি থেকে আলাদা। ধরুন আপনার কাছে একটি NFT টোকেন রয়েছে। অপরদিকে আপনার বন্ধুর কাছেও একটি NFT টোকেন রয়েছে। এখন আপনার NFT টোকেন এবং আপনার বন্ধুর কাছে থাকা NFT টোকেনের ভ্যলু একই? জি না, একই না (NFT টোকেনে কি ষ্টোর করা আছে তার উপর নির্ভর করবে টোকেনের মূল্য)। আর এইটাই হচ্ছে NFT টোকেনের প্রধান বৈশিষ্ট্য।
NFT টোকেনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই টোকেনকে ভাঙ্গা যায় না। অর্থাৎ আপনার কাছে যদি ১ বিটকয়েন থাকে তবে সেই ১ বিটকয়েন থেকে ভেঙ্গে ভেঙ্গে খরচ বা ট্রান্সফার করতে পারবেন। যেমন আপনি চাইলেই ০.০৫ বিটকয়েন ট্রান্সফার করতে পারেন। কিন্তু NFT টোকেন এই ভাবে ভেঙ্গে ভেঙ্গে ট্রান্সফার করতে পারবেন না।
বর্তমানে NFT টোকেনের ভাল একটা উদাহরন হতে পারে CryptoKitties । যা বর্তমান সময়ে খুব জনপ্রিয় একটি গেম। এই CryptoKitties এর কিটি বা বিড়ালগুলো হচ্ছে NFT। CryptoKitties -এ বিভিন্ন ধরনের বিড়াল দেখতে পাবেন। আর আপনি এই বিড়াল গুলোকে টোকেনাইজ ফর্মে ষ্টোর করতে পারবেন। আর আপনি চাইলে সেই বিড়ালকে পরিবর্তনও করতে পারেন। কারন আপনার কাছে এই বিড়াল বা NFT টোকেনের প্রাইভেট কি রয়েছে।
আপনি যখন কোন বিড়ালের পরিবর্তন ঘটাবেন, তা টোকেনাইজ ফর্মের কারনে ব্লকচেইনে রেকড থেকে যাবে। CryptoKitties হচ্ছে ইথেরিয়াম ব্লকচেইনের উপর নির্ভর কৃত গেম যা ERC-721 স্মার্ট কন্ট্রাক্টের NFT প্রোভাইড করে।
Sorce link (https://khutinati.com/nft-বা-নন-ফানজিবল-টোকেন-কি/)
-
NFT টোকেন কে আমি অন্যান্য সকল টোকেনের মতোই ভেবে ছিলাম। ক্রিপ্টোকারেন্সিতে যেহেতু একই সিরিজের সকল কয়েন বা টোকেন এর দাম এর কোন পার্থক্য নেই তাই আমি ভেবেছিলাম যে NFT এরও সকল টোকেনের দাম হয়তো একই। আপনার পোস্টটি পড়ে আমার এই ধারণা ভুল প্রমাণ হলো। অনেক ভালো একটি তথ্য পেলাম এখান থেকে।
-
বর্তমানে সবচেয়ে আলোচিত টোকেন হচ্ছে NFT টোকেন।এ বিষয় নিয়ে আমরা অনেকেই জানিনা এই টোকেন কি। চলুন এ বিষয় নিয়ে জানা যাক
NFT টোকেন এমন একটি টোকেন যেখানে প্রতিটি টোকেনের মধ্যে ইউনিক তথ্য জমা করে রাখা যায় তার স্মার্ট কন্ট্রাক্ট ব্যবহার করে। আর এই জন্য একটি NFT টোকেন থেকে অন্য আরেকটি NFT টোকেন আলাদা। যার কারনেই এটিকে বলা হয় নন-ফানজিবল টোকেন।
বিষয়টিতে মনে হয় একটু কনফিউজ হয়ে গেলেন! চলুন ছোট্ট উদাহরন দিয়ে এর কনফিউশন দূর করার চেষ্টা করি।
যেমন ধরুন, আপনার কাছে এক বিকয়েন আছে সেই বিটকয়েনের মূল্য ১০০০০/- ডলার, এখন আপনার বন্ধুর কাছেও এক বিটকয়েন আছে। আপনার বিটকয়েন আর বন্ধুর কাছে যে বিটকয়েন আছে তার মূল্য কি আলাদা? নিশ্চয় না। অর্থাৎ আপনার আর আপনার বন্ধুর বিটকয়েনর মূল্য একই। আপনি চাইলে আপনার বন্ধুর সাথে আপনার বিটকয়েন এক্সচেন্জ করতে পারেন। এতে করে কোন বিটকয়েনের মূল্যের মধ্যে কোন পার্থক্য ঘটবে না।
আবার ধরুন আপনার কাছে ২০২০ সালের নতুন ৫০০ টাকার নোট আছে আর আপনার বন্ধুর কাছে ২০১০ সালের ৫০০ টাকার নোট আছে। এখন আপনার ৫০০ টাকার নোট আর আপনার বন্ধুর কাছে থাকা পুরানো ৫০০ টাকার নোটের মাঝে মূল্যের দিকে দিয়ে কোন পার্থক্য আছে? নিশ্চয় নেই। অর্থাৎ আপনি আপনার ৫০০ টাকা দিয়ে যা ক্রয় করতে পারবেন, আপনার বন্ধুর কাছে থাকা সেই ৫০০ টাকা দিয়েও একই জিনিষ ক্রয় করতে পারবে। এই জিনিষকে বলা হয় ফানজিবল।
এখন আসি নন-ফানজিবল বিষয়ে।
NFT বা নন-ফানজিবল টোকেন একটি অপরটি থেকে আলাদা। ধরুন আপনার কাছে একটি NFT টোকেন রয়েছে। অপরদিকে আপনার বন্ধুর কাছেও একটি NFT টোকেন রয়েছে। এখন আপনার NFT টোকেন এবং আপনার বন্ধুর কাছে থাকা NFT টোকেনের ভ্যলু একই? জি না, একই না (NFT টোকেনে কি ষ্টোর করা আছে তার উপর নির্ভর করবে টোকেনের মূল্য)। আর এইটাই হচ্ছে NFT টোকেনের প্রধান বৈশিষ্ট্য।
NFT টোকেনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই টোকেনকে ভাঙ্গা যায় না। অর্থাৎ আপনার কাছে যদি ১ বিটকয়েন থাকে তবে সেই ১ বিটকয়েন থেকে ভেঙ্গে ভেঙ্গে খরচ বা ট্রান্সফার করতে পারবেন। যেমন আপনি চাইলেই ০.০৫ বিটকয়েন ট্রান্সফার করতে পারেন। কিন্তু NFT টোকেন এই ভাবে ভেঙ্গে ভেঙ্গে ট্রান্সফার করতে পারবেন না।
বর্তমানে NFT টোকেনের ভাল একটা উদাহরন হতে পারে CryptoKitties । যা বর্তমান সময়ে খুব জনপ্রিয় একটি গেম। এই CryptoKitties এর কিটি বা বিড়ালগুলো হচ্ছে NFT। CryptoKitties -এ বিভিন্ন ধরনের বিড়াল দেখতে পাবেন। আর আপনি এই বিড়াল গুলোকে টোকেনাইজ ফর্মে ষ্টোর করতে পারবেন। আর আপনি চাইলে সেই বিড়ালকে পরিবর্তনও করতে পারেন। কারন আপনার কাছে এই বিড়াল বা NFT টোকেনের প্রাইভেট কি রয়েছে।
আপনি যখন কোন বিড়ালের পরিবর্তন ঘটাবেন, তা টোকেনাইজ ফর্মের কারনে ব্লকচেইনে রেকড থেকে যাবে। CryptoKitties হচ্ছে ইথেরিয়াম ব্লকচেইনের উপর নির্ভর কৃত গেম যা ERC-721 স্মার্ট কন্ট্রাক্টের NFT প্রোভাইড করে।
Sorce link (https://khutinati.com/nft-বা-নন-ফানজিবল-টোকেন-কি/)
আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে এন এফ টি বা নন ফানজিবল টোকেন কি সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। আমি এ বিষয়ে আগে কোন কিছু জানতাম না। আপনার পোস্টটি পড়ার পরে সুন্দরভাবে বুঝতে পেরেছি। এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
-
বর্তমানে সবচেয়ে আলোচিত টোকেন হচ্ছে NFT টোকেন।এ বিষয় নিয়ে আমরা অনেকেই জানিনা এই টোকেন কি। চলুন এ বিষয় নিয়ে জানা যাক
NFT টোকেন এমন একটি টোকেন যেখানে প্রতিটি টোকেনের মধ্যে ইউনিক তথ্য জমা করে রাখা যায় তার স্মার্ট কন্ট্রাক্ট ব্যবহার করে। আর এই জন্য একটি NFT টোকেন থেকে অন্য আরেকটি NFT টোকেন আলাদা। যার কারনেই এটিকে বলা হয় নন-ফানজিবল টোকেন।
বিষয়টিতে মনে হয় একটু কনফিউজ হয়ে গেলেন! চলুন ছোট্ট উদাহরন দিয়ে এর কনফিউশন দূর করার চেষ্টা করি।
যেমন ধরুন, আপনার কাছে এক বিকয়েন আছে সেই বিটকয়েনের মূল্য ১০০০০/- ডলার, এখন আপনার বন্ধুর কাছেও এক বিটকয়েন আছে। আপনার বিটকয়েন আর বন্ধুর কাছে যে বিটকয়েন আছে তার মূল্য কি আলাদা? নিশ্চয় না। অর্থাৎ আপনার আর আপনার বন্ধুর বিটকয়েনর মূল্য একই। আপনি চাইলে আপনার বন্ধুর সাথে আপনার বিটকয়েন এক্সচেন্জ করতে পারেন। এতে করে কোন বিটকয়েনের মূল্যের মধ্যে কোন পার্থক্য ঘটবে না।
আবার ধরুন আপনার কাছে ২০২০ সালের নতুন ৫০০ টাকার নোট আছে আর আপনার বন্ধুর কাছে ২০১০ সালের ৫০০ টাকার নোট আছে। এখন আপনার ৫০০ টাকার নোট আর আপনার বন্ধুর কাছে থাকা পুরানো ৫০০ টাকার নোটের মাঝে মূল্যের দিকে দিয়ে কোন পার্থক্য আছে? নিশ্চয় নেই। অর্থাৎ আপনি আপনার ৫০০ টাকা দিয়ে যা ক্রয় করতে পারবেন, আপনার বন্ধুর কাছে থাকা সেই ৫০০ টাকা দিয়েও একই জিনিষ ক্রয় করতে পারবে। এই জিনিষকে বলা হয় ফানজিবল।
এখন আসি নন-ফানজিবল বিষয়ে।
NFT বা নন-ফানজিবল টোকেন একটি অপরটি থেকে আলাদা। ধরুন আপনার কাছে একটি NFT টোকেন রয়েছে। অপরদিকে আপনার বন্ধুর কাছেও একটি NFT টোকেন রয়েছে। এখন আপনার NFT টোকেন এবং আপনার বন্ধুর কাছে থাকা NFT টোকেনের ভ্যলু একই? জি না, একই না (NFT টোকেনে কি ষ্টোর করা আছে তার উপর নির্ভর করবে টোকেনের মূল্য)। আর এইটাই হচ্ছে NFT টোকেনের প্রধান বৈশিষ্ট্য।
NFT টোকেনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই টোকেনকে ভাঙ্গা যায় না। অর্থাৎ আপনার কাছে যদি ১ বিটকয়েন থাকে তবে সেই ১ বিটকয়েন থেকে ভেঙ্গে ভেঙ্গে খরচ বা ট্রান্সফার করতে পারবেন। যেমন আপনি চাইলেই ০.০৫ বিটকয়েন ট্রান্সফার করতে পারেন। কিন্তু NFT টোকেন এই ভাবে ভেঙ্গে ভেঙ্গে ট্রান্সফার করতে পারবেন না।
বর্তমানে NFT টোকেনের ভাল একটা উদাহরন হতে পারে CryptoKitties । যা বর্তমান সময়ে খুব জনপ্রিয় একটি গেম। এই CryptoKitties এর কিটি বা বিড়ালগুলো হচ্ছে NFT। CryptoKitties -এ বিভিন্ন ধরনের বিড়াল দেখতে পাবেন। আর আপনি এই বিড়াল গুলোকে টোকেনাইজ ফর্মে ষ্টোর করতে পারবেন। আর আপনি চাইলে সেই বিড়ালকে পরিবর্তনও করতে পারেন। কারন আপনার কাছে এই বিড়াল বা NFT টোকেনের প্রাইভেট কি রয়েছে।
আপনি যখন কোন বিড়ালের পরিবর্তন ঘটাবেন, তা টোকেনাইজ ফর্মের কারনে ব্লকচেইনে রেকড থেকে যাবে। CryptoKitties হচ্ছে ইথেরিয়াম ব্লকচেইনের উপর নির্ভর কৃত গেম যা ERC-721 স্মার্ট কন্ট্রাক্টের NFT প্রোভাইড করে।
Sorce link (https://khutinati.com/nft-বা-নন-ফানজিবল-টোকেন-কি/)
প্রথমত আপনাকে ধন্যবাদ সুন্দর একটি পোস্ট তৈরী করেছেন NFT টোকেন নিয়ে। জানিনা আমি নতুন হিসেবে আমার কথাটি বলা ঠিক হবে কি না তারপরও বলছি আপনি বলেছেন 2010 সালের একটি 500 টাকার নোট এবং 2020 সালের একটি 500 টাকার নোটের মূল্য একই কিন্তু আমি যতটুকু জানি ক্রিপ্টোকারেন্সি 2010 সালের বিটকয়েন প্রাইসযা থাকে 2020 সালের সেটা থাকে না এখন আমার কাছে একটি বিটকয়েন আছে 2010 সালে এবং আমার বন্ধুর কাছে 2020 সালের প্রাইস এক হবে। যদি সুন্দর একটু বুঝিয়ে দিতেন তাহলে নতুন হিসেবে অনেক উপকৃত হতাম ধন্যবাদ আপনাকে।
-
ই-টোকেন সম্পর্কে আমার তেমন একটা ধারণা ছিল না আপনার এই পোস্টটি পড়ে খুব ভাল লাগল এবং আপনার পোস্টের মাধ্যমে আমি এই সম্পর্কে সবকিছু মোটামুটি ধারণা পেলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে পোস্টটি করার জন্য ধন্যবাদ আর এরকম পোস্ট নিয়ে আমাদের সামনে হাজির হবেন ইনশাল্লাহ
-
NFT বা নন ফানজিবলটোকেন কি এটি সম্পর্কে আমার কোন ধারণা নেই সকল সিনিয়র বড় ভাইদের কাছে অনুরোধ উত্তরটি আমাকে জানিয়ে যাবেন এবং আমার খুব জানার ইচ্ছা।
-
NFT বা নন ফানজিবলটোকেন কি এটি সম্পর্কে আমার কোন ধারণা নেই সকল সিনিয়র বড় ভাইদের কাছে অনুরোধ উত্তরটি আমাকে জানিয়ে যাবেন এবং আমার খুব জানার ইচ্ছা।
আমার মনে হয় আপনি হয়তো ভালো করে লক্ষ্য করেননি টপিকটি কি কারণে তৈরি করা হয়েছে এবং কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।কারণ আপনি যদি এই টপিকটি পূর্ণাঙ্গভাবে লক্ষ করতেন তাহলে আপনি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর পেয়ে যেতেন। এখানে সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে নন ফানজি বল টোকেন কি। আমি মনে করি এর চেয়ে সহজ বাসায় আর কেউ বোঝাতে পারবে না। আপনি কমেন্ট করার আগে টপিকটি পূর্ণাঙ্গভাবে লক্ষ করবেন। কখনোই টপিক না পড়ে কমেন্ট করবেন না। কারণ এই রকম প্রশ্ন করলে যারা টপিকটি তৈরি করেছে তারা খুবই কষ্ট পায়। সিনিয়ররা অনেক চায় জুনিয়ররা সিনিয়রদের কাছ থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করুক। কিন্তু এখানে তো শিক্ষা গ্রহণ করা হচ্ছে। বেশিরভাগ ইউজার গুলো রেঙ্ক আপ করার ধান্দায় পোস্ট করে যাচ্ছে।কিভাবে দ্রুত রেঙ্ক আপ করা যায় সেদিকে সবচেয়ে বেশি কেয়ারফুল হচ্ছে।
-
বর্তমানে বেশিরভাগ NFT প্রকল্পগুলো অনেক বেশি সাকসেসফুল হচ্ছে। তাই বেশিরভাগ ব্যবসায়ীদের ট্রাফিক বৃদ্ধি পাচ্ছে। বিনিয়োগকারীরা NFT প্রকল্প গুলোর উপর বিনিয়োগে আগ্রহ প্রকাশ করছে। বিনান্সে কিছু NFT প্রকল্প লিস্ট রয়েছে।
-
বর্তমানে NFT টোকেনের ভাল একটা উদাহরন হতে পারে CryptoKitties । যা বর্তমান সময়ে খুব জনপ্রিয় একটি গেম। আপনি যখন কোন বিড়ালের পরিবর্তন ঘটাবেন, তা টোকেনাইজ ফর্মের কারনে ব্লকচেইনে রেকড থেকে যাবে। CryptoKitties হচ্ছে ইথেরিয়াম ব্লকচেইনের উপর নির্ভর কৃত গেম যা ERC-721 স্মার্ট কন্ট্রাক্টের NFT প্রোভাইড করে।
-
সিনিয়র ভাইদের পর থেকে আমি জানতে পারলাম যে NFT টোকেন সবার কাছে মোটামুটি ভালই টোকেন।NFT বা নন-ফানজীবল বর্তমান সময়ে খুব জনপ্রিয় একটি গেম বের হয়েছে যার নাম cryptokitties।এই গেমসটি খুবই জনপ্রিয় গেম। গেমস আপনি যখন কোন বিড়ালের পরিবর্তন ঘটাবে তোকে নাইস ফরমের কারণে ব্লকচেইন এ রেকর্ড হয়ে থাকবে।
-
সিনিয়র ভাইদের পর থেকে আমি জানতে পারলাম যে NFT টোকেন সবার কাছে মোটামুটি ভালই টোকেন।NFT বা নন-ফানজীবল বর্তমান সময়ে খুব জনপ্রিয় একটি গেম বের হয়েছে