Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: Cristiano on March 30, 2021, 09:08:01 AM
-
আমরা সাধারণত জানি ট্রেডিং অনেকভাবেই করা যায়। কিন্তু তার মধ্যে মানুষ সবচেয়ে বেশি এই চারটি ভাবে ট্রেডিং করে থাকে।
চার ধরনের ট্রেডার আছেঃ
১) স্ক্যাল্পার
২) ডে-ট্রেডার
৩) সুইং ট্রেডার
৪) পজিশন ট্রেডার
স্ক্যাল্পাররা তাদের ট্রেড কয়েক সেকেন্ড থেকে শুরু করে কয়েক মিনিট পর্যন্ত খোলা রাখে। তাদের মূল উদ্দেশ্য হল ব্যাস্ততম সময়ে অল্প পিপ নিয়ে অনেকবার ট্রেড করা।
ডে-ট্রেডাররা সাধারানত দিনের শুরুতে একটা পক্ষ বেছে নেয়। নিজেদের বায়াসমত কাজ করে, আর দিন শেষ করে লাভ অথবা লসে। এধরনের ট্রেডাররা ওভারনাইট ট্রেড খোলা রাখে না।
সুইং ট্রেডাররা সাধারনত কয়েকদিন পর্যন্ত ট্রেড খোলা রাখে। এধরনের ট্রেডাররা সবসময় চার্ট মনিটর করতে পারে না। তাই তারা কয়েক ঘণ্টা চার্টের সামনে কাটায় আর মার্কেট অ্যানালাইজ করে।
পজিশন ট্রেডার হল তারা যাদের ট্রেড কয়েক সপ্তাহ, মাস, এমনকি বছরও খোলা থাকে। এধরনের ট্রেডাররা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে নিজেদের ডিসিশন নিয়ে থাকে।
যে স্টাইলই বেছে নেন না কেন, এটুকু নিশ্চিত করে নেবেন যে সেটা আপনার জন্য।
বারবার ট্রেডিং স্টাইল পরিবর্তন করলে সেটা আপনার জন্য দুঃখ বয়ে আনবে আর এটুকু নিশ্চিত করবে যে আপনি গরিব থাকেন।
কিন্তু যদি এক সপ্তাহ স্ক্যাল্পিং করে দেখেন যে এটা আপনার জন্য বেশী দ্রুত অথবা কস্টদায়ক, তাহলে সেটা পরিবর্তন করতে পারেন।
-
আমরা সাধারণত জানি ট্রেডিং অনেকভাবেই করা যায়। কিন্তু তার মধ্যে মানুষ সবচেয়ে বেশি এই চারটি ভাবে ট্রেডিং করে থাকে।
চার ধরনের ট্রেডার আছেঃ
১) স্ক্যাল্পার
২) ডে-ট্রেডার
৩) সুইং ট্রেডার
৪) পজিশন ট্রেডার
স্ক্যাল্পাররা তাদের ট্রেড কয়েক সেকেন্ড থেকে শুরু করে কয়েক মিনিট পর্যন্ত খোলা রাখে। তাদের মূল উদ্দেশ্য হল ব্যাস্ততম সময়ে অল্প পিপ নিয়ে অনেকবার ট্রেড করা।
ডে-ট্রেডাররা সাধারানত দিনের শুরুতে একটা পক্ষ বেছে নেয়। নিজেদের বায়াসমত কাজ করে, আর দিন শেষ করে লাভ অথবা লসে। এধরনের ট্রেডাররা ওভারনাইট ট্রেড খোলা রাখে না।
সুইং ট্রেডাররা সাধারনত কয়েকদিন পর্যন্ত ট্রেড খোলা রাখে। এধরনের ট্রেডাররা সবসময় চার্ট মনিটর করতে পারে না। তাই তারা কয়েক ঘণ্টা চার্টের সামনে কাটায় আর মার্কেট অ্যানালাইজ করে।
পজিশন ট্রেডার হল তারা যাদের ট্রেড কয়েক সপ্তাহ, মাস, এমনকি বছরও খোলা থাকে। এধরনের ট্রেডাররা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে নিজেদের ডিসিশন নিয়ে থাকে।
যে স্টাইলই বেছে নেন না কেন, এটুকু নিশ্চিত করে নেবেন যে সেটা আপনার জন্য।
বারবার ট্রেডিং স্টাইল পরিবর্তন করলে সেটা আপনার জন্য দুঃখ বয়ে আনবে আর এটুকু নিশ্চিত করবে যে আপনি গরিব থাকেন।
কিন্তু যদি এক সপ্তাহ স্ক্যাল্পিং করে দেখেন যে এটা আপনার জন্য বেশী দ্রুত অথবা কস্টদায়ক, তাহলে সেটা পরিবর্তন করতে পারেন।
ভাই এখনো পর্যন্ত আমি ক্রিপ্টোকারেন্সি তে কাজ করছি যতদিন ধরে তখন থেকেই বাউন্টি হান্টার হিসেবে কাজ করে যাচ্ছি।আমি বেশ কয়েকটি বাউন্টি করেছি কিন্তু একটি থেকে পেমেন্ট পাইনি। আমি যখন একটু সমৃদ্ধশালি হব তখন থেকে ট্রেড করার চেষ্টা করব। আসলে এখনও ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে অনেক কিছু শেখার আছে। আমি আগে কয়েন গুলো সম্পর্কে বিস্তারিতভাবে জানব তার পর থেকে ট্রেড করব। তবে আমি সুইং ট্রেডার হিসেবে প্রথমে ট্রেড করতে চাই।
-
আসসালামুয়ালাইকুম সকল বড় ভাইদের কাছে আমার অনুরোধ। আমি এই ফর্মে নতুন এসেছি এবং কিছুদিন যাবৎ আমি বাউন্টি করেছি। থেকে মোটামুটি ভালো পেমেন্ট পেয়েছি। কনামি ট্রেড করতে চাই কোন ট্রেড করলে ভালো হবে সেটা আপনাদের কাছে জানতে চাই যদি কোনো সিনিয়র বড় ভাই জেনে থাকেন তাহলে আমাকে জানিয়ে যাবেন দয়া করে প্লিজ।
আপনি যেহেতু ফোরামের নতুন একজন ইউজার সেও তো আপনি এক কাজ করুন। আপনি সর্বপ্রথম বাংলা সেকশনের চাইল্ড গুলোতে ভালোভাবে লক্ষ করুন। সেখানে অনেক কিছু শেখার আছে। অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেখানে আলোচনা করা হয়েছে।নতুনদের জন্য নতুনদের সেকশন রয়েছে সেখানে গিয়ে অনেক কিছু শিখতে পারবেন।সর্বপ্রথম নতুনদের সেকশনের গিয়ে কমেন্ট করবেন। কারণ এখানে যদি আপনি কমেন্ট করেন তাহলে সেগুলো স্পামিং হিসেবে গণ্য করা হবে। কারণ আপনার প্রত্যেকটা কমেন্ট একই কোয়ালিটি হচ্ছে। আমি জানিনা আপনার কাছ থেকে জানতে পারলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সব বিষয় নিয়ে আলোচনা করা হলে সেগুলো স্প্যাম হিসেবে ধরা হবে। আশা করছি আপনি অবশ্যই বুঝতে পারছেন। আপনার জন্য শুভকামনা রইল। আপনি সর্বপ্রথম চাইল্ড বোর্ড গুলো বেশি বেশি ফলো করুন এবং সিনিয়র ভাইদের ফলো করার চেষ্টা করুন।
ফোরামের রুলস গুলো ভালোভাবে পড়ে নিন
LOW QUALITY POST AND ITS PENALTIES (https://www.altcoinstalks.com/index.php?topic=182944.0)
FORUM RULES (https://www.altcoinstalks.com/index.php?topic=3171.0)
How to grow rank & get content without penalties (https://www.altcoinstalks.com/index.php?topic=45867.0)
-
ভাই আমি ফোরামে অল্প কিছু দিন ধরে এসেছি। এর মধ্যে আমি ট্রেডিং সম্পর্কে তেমন কিছু জানতে পারিনি। যেহেতু আমি ট্রেড সম্পর্কে কোন জ্ঞান অর্জন করতে পারিনি সেহেতু আমি এখনি ট্রেডিং নিয়ে ভাবছি না। আপাতত আমি বাউন্টি নিয়ে ভাবতেছি। তবে ভবিষ্যতে ট্রেডিং করার ইচ্ছা আছে।
-
ট্রেডার হতে হলে অবশ্যই ধৈর্য ধরতে হবে। যে ধৈর্য আমার মধ্যে নেই। তাই ট্রেডিং করে আমি কখনোই লাভবান হতে পারি না। তাই ধৈর্য ধারণ ক্ষমতা নেই বললেই চলে। বর্তমানে ট্রেডিং করিনা।
-
আসসালামুয়ালাইকুম সকল বড় ভাইদের কাছে আমার অনুরোধ। আমি এই ফর্মে নতুন এসেছি এবং কিছুদিন যাবৎ আমি বাউন্টি করেছি। থেকে মোটামুটি ভালো পেমেন্ট পেয়েছি। কনামি ট্রেড করতে চাই কোন ট্রেড করলে ভালো হবে সেটা আপনাদের কাছে জানতে চাই যদি কোনো সিনিয়র বড় ভাই জেনে থাকেন তাহলে আমাকে জানিয়ে যাবেন দয়া করে প্লিজ।
আপনি যেহেতু ফোরামের নতুন একজন ইউজার সেও তো আপনি এক কাজ করুন। আপনি সর্বপ্রথম বাংলা সেকশনের চাইল্ড গুলোতে ভালোভাবে লক্ষ করুন। সেখানে অনেক কিছু শেখার আছে। অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেখানে আলোচনা করা হয়েছে।নতুনদের জন্য নতুনদের সেকশন রয়েছে সেখানে গিয়ে অনেক কিছু শিখতে পারবেন।সর্বপ্রথম নতুনদের সেকশনের গিয়ে কমেন্ট করবেন। কারণ এখানে যদি আপনি কমেন্ট করেন তাহলে সেগুলো স্পামিং হিসেবে গণ্য করা হবে। কারণ আপনার প্রত্যেকটা কমেন্ট একই কোয়ালিটি হচ্ছে। আমি জানিনা আপনার কাছ থেকে জানতে পারলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সব বিষয় নিয়ে আলোচনা করা হলে সেগুলো স্প্যাম হিসেবে ধরা হবে। আশা করছি আপনি অবশ্যই বুঝতে পারছেন। আপনার জন্য শুভকামনা রইল। আপনি সর্বপ্রথম চাইল্ড বোর্ড গুলো বেশি বেশি ফলো করুন এবং সিনিয়র ভাইদের ফলো করার চেষ্টা করুন।
ফোরামের রুলস গুলো ভালোভাবে পড়ে নিন
LOW QUALITY POST AND ITS PENALTIES (https://www.altcoinstalks.com/index.php?topic=182944.0)
FORUM RULES (https://www.altcoinstalks.com/index.php?topic=3171.0)
How to grow rank & get content without penalties (https://www.altcoinstalks.com/index.php?topic=45867.0)
সুন্দর টপিক এবং নতুনদের তথ্য উপাত্ত দিয়ে সাহায্য করার জন্য +১ কারমা রইলো।
আসলে বাংলা বোর্ডে অনেকে সরগরম তুলে যে কেউ কারমা দেয়না। আসলে কথাটা আংশিক সত্য। যেমন আমিও বাংলা বোর্ড থেকে কারমা পাইনা তেমন যা পাই তার সিংহভাগ অন্য সেকশন থেকে। তারপরেও আমি কারমা দিতে চাই যারা বাংলাবোর্ডে অবদান রাখে কিন্তু কারমা দেওয়ার মত টপিক ও কমেন্টস পাইনা। সবাইকে বলবো ভালো টপিক ও কমেন্টস করুন, কারমা আমিই দিব।
ট্রেডার হতে হলে অবশ্যই ধৈর্য ধরতে হবে। যে ধৈর্য আমার মধ্যে নেই। তাই ট্রেডিং করে আমি কখনোই লাভবান হতে পারি না। তাই ধৈর্য ধারণ ক্ষমতা নেই বললেই চলে। বর্তমানে ট্রেডিং করিনা।
তাইলে আপনি ট্রেডার না হয়ে শুধু বাউন্টি হান্টার হয়েই থাকুন। সবাই কিন্তু বাউন্টি দিয়ে শুরু করে পরে বড় বড় ট্রেডার হয়।
-
আসসালামুয়ালাইকুম সকল বড় ভাইদের কাছে আমার অনুরোধ। আমি এই ফর্মে নতুন এসেছি এবং কিছুদিন যাবৎ আমি বাউন্টি করেছি। থেকে মোটামুটি ভালো পেমেন্ট পেয়েছি। কনামি ট্রেড করতে চাই কোন ট্রেড করলে ভালো হবে সেটা আপনাদের কাছে জানতে চাই যদি কোনো সিনিয়র বড় ভাই জেনে থাকেন তাহলে আমাকে জানিয়ে যাবেন দয়া করে প্লিজ।
আপনি যেহেতু ফোরামের নতুন একজন ইউজার সেও তো আপনি এক কাজ করুন। আপনি সর্বপ্রথম বাংলা সেকশনের চাইল্ড গুলোতে ভালোভাবে লক্ষ করুন। সেখানে অনেক কিছু শেখার আছে। অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেখানে আলোচনা করা হয়েছে।নতুনদের জন্য নতুনদের সেকশন রয়েছে সেখানে গিয়ে অনেক কিছু শিখতে পারবেন।সর্বপ্রথম নতুনদের সেকশনের গিয়ে কমেন্ট করবেন। কারণ এখানে যদি আপনি কমেন্ট করেন তাহলে সেগুলো স্পামিং হিসেবে গণ্য করা হবে। কারণ আপনার প্রত্যেকটা কমেন্ট একই কোয়ালিটি হচ্ছে। আমি জানিনা আপনার কাছ থেকে জানতে পারলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সব বিষয় নিয়ে আলোচনা করা হলে সেগুলো স্প্যাম হিসেবে ধরা হবে। আশা করছি আপনি অবশ্যই বুঝতে পারছেন। আপনার জন্য শুভকামনা রইল। আপনি সর্বপ্রথম চাইল্ড বোর্ড গুলো বেশি বেশি ফলো করুন এবং সিনিয়র ভাইদের ফলো করার চেষ্টা করুন।
ফোরামের রুলস গুলো ভালোভাবে পড়ে নিন
LOW QUALITY POST AND ITS PENALTIES (https://www.altcoinstalks.com/index.php?topic=182944.0)
FORUM RULES (https://www.altcoinstalks.com/index.php?topic=3171.0)
How to grow rank & get content without penalties (https://www.altcoinstalks.com/index.php?topic=45867.0)
সুন্দর টপিক এবং নতুনদের তথ্য উপাত্ত দিয়ে সাহায্য করার জন্য +১ কারমা রইলো।
আসলে বাংলা বোর্ডে অনেকে সরগরম তুলে যে কেউ কারমা দেয়না। আসলে কথাটা আংশিক সত্য। যেমন আমিও বাংলা বোর্ড থেকে কারমা পাইনা তেমন যা পাই তার সিংহভাগ অন্য সেকশন থেকে। তারপরেও আমি কারমা দিতে চাই যারা বাংলাবোর্ডে অবদান রাখে কিন্তু কারমা দেওয়ার মত টপিক ও কমেন্টস পাইনা। সবাইকে বলবো ভালো টপিক ও কমেন্টস করুন, কারমা আমিই দিব।
ট্রেডার হতে হলে অবশ্যই ধৈর্য ধরতে হবে। যে ধৈর্য আমার মধ্যে নেই। তাই ট্রেডিং করে আমি কখনোই লাভবান হতে পারি না। তাই ধৈর্য ধারণ ক্ষমতা নেই বললেই চলে। বর্তমানে ট্রেডিং করিনা।
তাইলে আপনি ট্রেডার না হয়ে শুধু বাউন্টি হান্টার হয়েই থাকুন। সবাই কিন্তু বাউন্টি দিয়ে শুরু করে পরে বড় বড় ট্রেডার হয়।
হ্যাঁ ভাই আমি আপনার সাথে একমত কারন আমি 2017 সাল থেকে এই ফোরামের সঙ্গে যুক্ত থেকেছি এবং আছি বাউন্টি থেকেই কিন্তু আমার প্রথম ইনকাম শুরু হয়েছিল আর আস্তে আস্তে আমি এখন ট্রেডার হয়ে গেছি বিশেষ করে ভিন্ন এবং কিন্তু আমি ট্রেডিং করে থাকি ফোরামে আমার আসা হয় খুব কম এজন্য আমার এত বেশি নিচে আমি যদি প্রথম থেকে ফোরামে থাকতাম তাহলে আমার রেংক হয়তো আরো অনেক উপরে দেখতে পেতেন। আর আমি কিন্তু বারোটি করতে করতে আস্তে আস্তে এখন ট্রেডারের হতে পেরেছি ছোট ট্রেডার হিসেবে আমাকে ধরতে পারেন
-
ভাই আমি একজন সাধারণত ডে ট্রেডার। আমি অল্প কিছু টোকেন কিনে বিক্রি করি আমার ওই ধরনের প্রফিট পাওয়ার কোন আশা নেই।কিন্তু আপনাদের পোষ্ট পড়ে আমার মনে হল যে আজ থেকে বড় ধরনের ট্রেডার সব।কারণ এখানে সিনিয়র ভাইদের পোস্ট পড়ে আমার মনে ব্যাপক আশা জেগে রয়েছে বড় ধরনের একটা প্রকৃত অবশ্যই আশা করি।
-
আমরা সাধারণত জানি ট্রেডিং অনেকভাবেই করা যায়। কিন্তু তার মধ্যে মানুষ সবচেয়ে বেশি এই চারটি ভাবে ট্রেডিং করে থাকে।
চার ধরনের ট্রেডার আছেঃ
১) স্ক্যাল্পার
২) ডে-ট্রেডার
৩) সুইং ট্রেডার
৪) পজিশন ট্রেডার
স্ক্যাল্পাররা তাদের ট্রেড কয়েক সেকেন্ড থেকে শুরু করে কয়েক মিনিট পর্যন্ত খোলা রাখে। তাদের মূল উদ্দেশ্য হল ব্যাস্ততম সময়ে অল্প পিপ নিয়ে অনেকবার ট্রেড করা।
ডে-ট্রেডাররা সাধারানত দিনের শুরুতে একটা পক্ষ বেছে নেয়। নিজেদের বায়াসমত কাজ করে, আর দিন শেষ করে লাভ অথবা লসে। এধরনের ট্রেডাররা ওভারনাইট ট্রেড খোলা রাখে না।
সুইং ট্রেডাররা সাধারনত কয়েকদিন পর্যন্ত ট্রেড খোলা রাখে। এধরনের ট্রেডাররা সবসময় চার্ট মনিটর করতে পারে না। তাই তারা কয়েক ঘণ্টা চার্টের সামনে কাটায় আর মার্কেট অ্যানালাইজ করে।
পজিশন ট্রেডার হল তারা যাদের ট্রেড কয়েক সপ্তাহ, মাস, এমনকি বছরও খোলা থাকে। এধরনের ট্রেডাররা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে নিজেদের ডিসিশন নিয়ে থাকে।
যে স্টাইলই বেছে নেন না কেন, এটুকু নিশ্চিত করে নেবেন যে সেটা আপনার জন্য।
বারবার ট্রেডিং স্টাইল পরিবর্তন করলে সেটা আপনার জন্য দুঃখ বয়ে আনবে আর এটুকু নিশ্চিত করবে যে আপনি গরিব থাকেন।
কিন্তু যদি এক সপ্তাহ স্ক্যাল্পিং করে দেখেন যে এটা আপনার জন্য বেশী দ্রুত অথবা কস্টদায়ক, তাহলে সেটা পরিবর্তন করতে পারেন।
ভাল পোস্ট পড়ার মত, ধন্যবাদ। আমরা সাধারনত অনেকেই আছি যারা আসলে কোন ট্রেড করছি আজ আর কাল কে কি ধরনের ট্রেড করব এ বিষয়ে আসলে কোন কিছু ঠিক করে চলিনা। তবে আমাদের যে কোন একটিতে স্থির থাকা উচিত।
-
আমরা সাধারণত জানি ট্রেডিং অনেকভাবেই করা যায়। কিন্তু তার মধ্যে মানুষ সবচেয়ে বেশি এই চারটি ভাবে ট্রেডিং করে থাকে।
চার ধরনের ট্রেডার আছেঃ
১) স্ক্যাল্পার
২) ডে-ট্রেডার
৩) সুইং ট্রেডার
৪) পজিশন ট্রেডার
স্ক্যাল্পাররা তাদের ট্রেড কয়েক সেকেন্ড থেকে শুরু করে কয়েক মিনিট পর্যন্ত খোলা রাখে। তাদের মূল উদ্দেশ্য হল ব্যাস্ততম সময়ে অল্প পিপ নিয়ে অনেকবার ট্রেড করা।
ডে-ট্রেডাররা সাধারানত দিনের শুরুতে একটা পক্ষ বেছে নেয়। নিজেদের বায়াসমত কাজ করে, আর দিন শেষ করে লাভ অথবা লসে। এধরনের ট্রেডাররা ওভারনাইট ট্রেড খোলা রাখে না।
সুইং ট্রেডাররা সাধারনত কয়েকদিন পর্যন্ত ট্রেড খোলা রাখে। এধরনের ট্রেডাররা সবসময় চার্ট মনিটর করতে পারে না। তাই তারা কয়েক ঘণ্টা চার্টের সামনে কাটায় আর মার্কেট অ্যানালাইজ করে।
পজিশন ট্রেডার হল তারা যাদের ট্রেড কয়েক সপ্তাহ, মাস, এমনকি বছরও খোলা থাকে। এধরনের ট্রেডাররা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে নিজেদের ডিসিশন নিয়ে থাকে।
যে স্টাইলই বেছে নেন না কেন, এটুকু নিশ্চিত করে নেবেন যে সেটা আপনার জন্য।
বারবার ট্রেডিং স্টাইল পরিবর্তন করলে সেটা আপনার জন্য দুঃখ বয়ে আনবে আর এটুকু নিশ্চিত করবে যে আপনি গরিব থাকেন।
কিন্তু যদি এক সপ্তাহ স্ক্যাল্পিং করে দেখেন যে এটা আপনার জন্য বেশী দ্রুত অথবা কস্টদায়ক, তাহলে সেটা পরিবর্তন করতে পারেন।
ভাই আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট তৈরী করার জন্য আমি এই ফোরামে একদম নতুন এই ফোরাম সম্পর্কে তেমন কোন ধারণা নেই আমার ট্রেডিং সম্পর্কে তেমন ধারণা নেই তবে কাজ করে যাচ্ছে দেখি ভবিষ্যতে কি করা যায়।
-
সুন্দর একটি একটি ট্রপিক তৈরি করেছেন ভাইয়া ট্রেডিং সম্পর্কে ট্রেনিং সম্পর্কে আরো একটু যদি ক্লিয়ার করে বলতেন তাহলে আরো ভালো হতো আমার মনে হচ্ছে সবাই ভালোভাবে বুঝতে পারত দয়াকরে আর একটু বিস্তারিতভাবে আলোচনা করুন এবং সবাইকে সাহায্য করুন
-
আমরা সাধারণত জানি ট্রেডিং অনেকভাবেই করা যায়। কিন্তু তার মধ্যে মানুষ সবচেয়ে বেশি এই চারটি ভাবে ট্রেডিং করে থাকে।
চার ধরনের ট্রেডার আছেঃ
১) স্ক্যাল্পার
২) ডে-ট্রেডার
৩) সুইং ট্রেডার
৪) পজিশন ট্রেডার
স্ক্যাল্পাররা তাদের ট্রেড কয়েক সেকেন্ড থেকে শুরু করে কয়েক মিনিট পর্যন্ত খোলা রাখে। তাদের মূল উদ্দেশ্য হল ব্যাস্ততম সময়ে অল্প পিপ নিয়ে অনেকবার ট্রেড করা।
ডে-ট্রেডাররা সাধারানত দিনের শুরুতে একটা পক্ষ বেছে নেয়। নিজেদের বায়াসমত কাজ করে, আর দিন শেষ করে লাভ অথবা লসে। এধরনের ট্রেডাররা ওভারনাইট ট্রেড খোলা রাখে না।
সুইং ট্রেডাররা সাধারনত কয়েকদিন পর্যন্ত ট্রেড খোলা রাখে। এধরনের ট্রেডাররা সবসময় চার্ট মনিটর করতে পারে না। তাই তারা কয়েক ঘণ্টা চার্টের সামনে কাটায় আর মার্কেট অ্যানালাইজ করে।
পজিশন ট্রেডার হল তারা যাদের ট্রেড কয়েক সপ্তাহ, মাস, এমনকি বছরও খোলা থাকে। এধরনের ট্রেডাররা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে নিজেদের ডিসিশন নিয়ে থাকে।
যে স্টাইলই বেছে নেন না কেন, এটুকু নিশ্চিত করে নেবেন যে সেটা আপনার জন্য।
বারবার ট্রেডিং স্টাইল পরিবর্তন করলে সেটা আপনার জন্য দুঃখ বয়ে আনবে আর এটুকু নিশ্চিত করবে যে আপনি গরিব থাকেন।
কিন্তু যদি এক সপ্তাহ স্ক্যাল্পিং করে দেখেন যে এটা আপনার জন্য বেশী দ্রুত অথবা কস্টদায়ক, তাহলে সেটা পরিবর্তন করতে পারেন।
আমি সামান্য কিছু পরিমাণ কয়েন নিয়ে ট্রেড করছি। আমি সাধারণত একদিন এর মত সময় নিয়ে ট্রেড করে থাকি।এখন আমার কাছে সামান্য পরিমাণ অর্থ থাকায় অল্প সময়ের জন্য ট্রেড করছি কিন্তু যখন বেশি পরিমাণ অর্থ থাকবে তখন দীর্ঘ সময়ের জন্য ট্রেড করব। আমার অনেক আশা আছে যে আমি দীর্ঘ সময় নিয়ে ট্রেড করব।
-
আমরা যারা ফোরামে নতুন তাদের অনেকেই আছেন যারা ফোরামে ট্রেড সম্পর্কে বিস্তারিত জানিনা।আমি বিশেষ করে বিভিন্ন ধরনের ভার্চুয়াল মুদ্রা সম্পর্কে সঠিকভাবে জানতে পারিনি,তবে যেসময় সবকিছু সম্পর্কে বিস্তারিত জানতে পারবো যে কোন ধরনের ট্রেড করবো।তবে ভবিষ্যতে আমি পজিশন ট্রেডার হিসাবে ক্রিপ্টো জগতে পদার্পণ করবো বলে আশা করছি।
-
আমরা যারা ফোরামে নতুন তাদের অনেকেই আছেন যারা ফোরামে ট্রেড সম্পর্কে বিস্তারিত জানিনা।আমি বিশেষ করে বিভিন্ন ধরনের ভার্চুয়াল মুদ্রা সম্পর্কে সঠিকভাবে জানতে পারিনি,তবে যেসময় সবকিছু সম্পর্কে বিস্তারিত জানতে পারবো যে কোন ধরনের ট্রেড করবো।তবে ভবিষ্যতে আমি পজিশন ট্রেডার হিসাবে ক্রিপ্টো জগতে পদার্পণ করবো বলে আশা করছি।
আপনি যদি ট্রেডার হতে চান তাহলে অবশ্যই আপনাকে একটু কারেন্সিতে বেশি বেশি সময় দিতে হবে। এবং ক্রিপ্টোকারেন্সি সকল এক্সচেঞ্জ সম্পর্কে ধারণা রাখতে হবে। আপনি যে বিষয়টা বুঝতে পারবেন না সেটা গুগলে সার্চ দিয়ে দেখবেন। তারপরেও যদি বুঝতে আপনার অসুবিধা হয় সময়আপনি সিনিয়র ভাইদের হেল্প নিতে পারেন।
-
আমি পেশায় অনেক একজন ছাত্র। তবে কমবেশি এয়ার্ড্রপ ও বাউন্টি করে থাকি। তাই আমি বর্তমান পেশায় একজন বাউন্টি হান্টার। বর্তমানে কিছু বাউন্টি প্রচারণায় জয়েন করেছি। আরো আর্টিকেল ক্যাম্পেইন করে থাকি।
-
আমরা সাধারণত জানি ট্রেডিং অনেকভাবেই করা যায়। কিন্তু তার মধ্যে মানুষ সবচেয়ে বেশি এই চারটি ভাবে ট্রেডিং করে থাকে।
চার ধরনের ট্রেডার আছেঃ
১) স্ক্যাল্পার
২) ডে-ট্রেডার
৩) সুইং ট্রেডার
৪) পজিশন ট্রেডার
স্ক্যাল্পাররা তাদের ট্রেড কয়েক সেকেন্ড থেকে শুরু করে কয়েক মিনিট পর্যন্ত খোলা রাখে। তাদের মূল উদ্দেশ্য হল ব্যাস্ততম সময়ে অল্প পিপ নিয়ে অনেকবার ট্রেড করা।
ডে-ট্রেডাররা সাধারানত দিনের শুরুতে একটা পক্ষ বেছে নেয়। নিজেদের বায়াসমত কাজ করে, আর দিন শেষ করে লাভ অথবা লসে। এধরনের ট্রেডাররা ওভারনাইট ট্রেড খোলা রাখে না।
সুইং ট্রেডাররা সাধারনত কয়েকদিন পর্যন্ত ট্রেড খোলা রাখে। এধরনের ট্রেডাররা সবসময় চার্ট মনিটর করতে পারে না। তাই তারা কয়েক ঘণ্টা চার্টের সামনে কাটায় আর মার্কেট অ্যানালাইজ করে।
পজিশন ট্রেডার হল তারা যাদের ট্রেড কয়েক সপ্তাহ, মাস, এমনকি বছরও খোলা থাকে। এধরনের ট্রেডাররা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে নিজেদের ডিসিশন নিয়ে থাকে।
যে স্টাইলই বেছে নেন না কেন, এটুকু নিশ্চিত করে নেবেন যে সেটা আপনার জন্য।
বারবার ট্রেডিং স্টাইল পরিবর্তন করলে সেটা আপনার জন্য দুঃখ বয়ে আনবে আর এটুকু নিশ্চিত করবে যে আপনি গরিব থাকেন।
কিন্তু যদি এক সপ্তাহ স্ক্যাল্পিং করে দেখেন যে এটা আপনার জন্য বেশী দ্রুত অথবা কস্টদায়ক, তাহলে সেটা পরিবর্তন করতে পারেন।
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আমি এখনো ট্রেড করিনি। আমি বর্তমানে ক্রিপ্টো মার্কেট শুধু বাউন্টি এবং সিগনেচার ক্যাম্পেইনে কাজ করতেছি। তবে আমার অনেক ইচ্ছা ভবিষ্যতে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেন্ডিং করার। আর আমি যতদূর জানি ট্রেন্ডিং করতে হলে অবশ্যই তাকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করে কোন ব্যক্তি যদি ক্রিপ্টো মার্কেটে ট্রেড করে তাহলে অবশ্যই সে ভবিষ্যতে ভালো কিছু অর্জন করতে পারবে। তাই আমি ভবিষ্যতে ভালো একটি ট্রেন্ডিং করতে চাই যা পজিশন টেন্ডার হওয়া যায়।
-
চমৎকার একটি পোস্ট করেছেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম পোস্ট চরাচর দেখা যায় না আপনার এই পোষ্টের মাধ্যমে কিন্তু যারা ট্রেডিং সম্পর্কে ভালো জানে না তারা কিন্তু অবশ্যই এখান থেকে বিস্তারিত ধারণা পেয়ে পাবে এবং নতুনদের জন্য অনেক হেল্পফুল হবে বলে আমি মনে করি
-
আমরা সাধারণত জানি ট্রেডিং অনেকভাবেই করা যায়। কিন্তু তার মধ্যে মানুষ সবচেয়ে বেশি এই চারটি ভাবে ট্রেডিং করে থাকে।
চার ধরনের ট্রেডার আছেঃ
১) স্ক্যাল্পার
২) ডে-ট্রেডার
৩) সুইং ট্রেডার
৪) পজিশন ট্রেডার
স্ক্যাল্পাররা তাদের ট্রেড কয়েক সেকেন্ড থেকে শুরু করে কয়েক মিনিট পর্যন্ত খোলা রাখে। তাদের মূল উদ্দেশ্য হল ব্যাস্ততম সময়ে অল্প পিপ নিয়ে অনেকবার ট্রেড করা।
ডে-ট্রেডাররা সাধারানত দিনের শুরুতে একটা পক্ষ বেছে নেয়। নিজেদের বায়াসমত কাজ করে, আর দিন শেষ করে লাভ অথবা লসে। এধরনের ট্রেডাররা ওভারনাইট ট্রেড খোলা রাখে না।
সুইং ট্রেডাররা সাধারনত কয়েকদিন পর্যন্ত ট্রেড খোলা রাখে। এধরনের ট্রেডাররা সবসময় চার্ট মনিটর করতে পারে না। তাই তারা কয়েক ঘণ্টা চার্টের সামনে কাটায় আর মার্কেট অ্যানালাইজ করে।
পজিশন ট্রেডার হল তারা যাদের ট্রেড কয়েক সপ্তাহ, মাস, এমনকি বছরও খোলা থাকে। এধরনের ট্রেডাররা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে নিজেদের ডিসিশন নিয়ে থাকে।
যে স্টাইলই বেছে নেন না কেন, এটুকু নিশ্চিত করে নেবেন যে সেটা আপনার জন্য।
বারবার ট্রেডিং স্টাইল পরিবর্তন করলে সেটা আপনার জন্য দুঃখ বয়ে আনবে আর এটুকু নিশ্চিত করবে যে আপনি গরিব থাকেন।
কিন্তু যদি এক সপ্তাহ স্ক্যাল্পিং করে দেখেন যে এটা আপনার জন্য বেশী দ্রুত অথবা কস্টদায়ক, তাহলে সেটা পরিবর্তন করতে পারেন।
আসলে দুঃখজনক হলেও বলতে হচ্ছে যে যতদিন ক্রিপ্টোকারেন্সি তে রয়েছে ততদিন শুধু বাউন্টি হান্টার হিসেবে রয়েছি। কিন্তু এখন ট্রেড করতে চাই কিছুটা প্রস্তুতি নিয়েও ফেলেছি। আমি ডে-ট্রেডার হিসেবে কাজ করতে চাই কারণ আমি একটা প্রাইভেট জব করছি দিনের কিছুটা সময় আমার জবের কাজে ব্যয় করতে হয় তাই আমি ডে ট্রেডার হিসেবে সফল হতে চাই। সিগন্যাল ক্রয় করার ব্যাপারে যদি কেউ কিছু জেনে থাকেন তাহলে দয়া করে একটু জানিয়ে দেবেন।
-
আমি মুলত কিছুদিন ট্রেড করি আবার তা বাদ দিয়ে দেই। তাহলে আমি আসলে উপরক্ত কোন ক্রাইটেরিয়ার মধ্যেই পড়ি না। তবে আমার ইচ্ছা যে ডে ট্রেডিং না করলেও তার পরের ধাপে ট্রেডিং করব।
-
আমি মুলত দৈনিক ট্রেড করতে পছন্দ করি তবে কিছু কিছু সময় আমি ট্রেড করতে গিয়ে আটকে যাই। তখন হোল্ড করি কারন আমি লস এ বিক্রি করতে পছন্দ করি না সে জন্য হোল্ড করি। তবে সর্বদা ক্রিপ্টো কারেন্সি মার্কেট এর অবস্থান বুঝতে হবে তারপর ট্রেড করতে হবে তানাহলে লস এর স্বীকার হতে হবে। তাই আমি সর্বদা চেষ্টা করি প্রতি দিন এর প্রফিট প্রতি দিন নেওয়ার।
-
আমার কাছে ডে-ট্রেডিং টা বেশি ভাল লাগে। দিনের শুরুতে ট্রেড দিব এবং দিনের শেষে ফলাফল নিব। এটা নগদ পেমন্টে বলা যায়। তাই ট্রেডিং করলে এই অপশনটি আমি আগে চুজ করব।
-
আমি মূলত সবথেকে বেশি বাউন্টি সেকশনে কাজ করি। মাঝে মাঝে কিছু ট্রেডিং করি বর্তমানে ট্রেডিং করে অনেক প্রফিট পেয়েছি। আসলে আমি একটা বিষয় লক্ষ করেছি ক্রিপ্টোকারেন্সি মধ্যে যাদের সব ধরনের জ্ঞান রয়েছে তারা অবশ্যই ট্রেনিং করে লাভবান হতে পারবে।
-
আমি কোন প্রকার ট্রেডার না। আমি ফোরামে নতুন এসেছি। তাই আমি এখনো সেরকম ভাবে কোন কিছু শিখে উঠতে পারিনি। তবে ভবিষ্যতে অভিজ্ঞ হওয়ার পরে ট্রেডিং এর সাথে যুক্ত হওয়ার আশা আছে।
-
আমি এই ফোরামে নতুন একজন ইউজার আমি কোন প্রকার ট্রেডার না। তাই আমি এখনো সেরকমভাবে কিছু শিখতে পারিনি। তবে ভবিষ্যতে অভিজ্ঞ হওয়ার পরে ট্রেড এর সাথে যুক্ত হওয়া আশা আছে সিনিয়র ভাই যারা আছেন তারা এই বিষয় নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবেন।
-
আমি এই বছরে ট্রেনিং করে অনেক সাফল্য তা পেয়েছি। আমি 150 ডলার দিয়ে শুরু করেছিলাম বর্তমানে সেটা 700 ডলার এর পরিণত হয়েছে। আসলে যে কয়টি কিনেছি সেটাই তোকে কিছুটা হলেও লাভ করতে পেরেছি। আসলে বর্তমান সময়ে ট্রেডিং করার একটা চেষ্টা সময় যেহেতু মার্কেট পজিশন খুবই ভালো।
-
আমি এই ফোরামে নতুন জয়েন করেছি। যদি সিনিয়র ভাইরা আমাকে এই বিষয়ে নিয়ে একটু সাহায্য করতে তাহলে এই কাজটি আমার জন্য অনেক সহজ হত । কারণ কআমার এই সম্পর্কে কোন ধারণা নেই।
নতুন হন আর পুরাতন হন, যে বিষয়ে জানবেন না সে বিষয়ে কমেন্ট করবেন না। অফ টপিক আলোচনা করা থেকে বিরত থাকুন। নতুন অবস্থায় জানুন বেশি, পড়ুন বেশি বেশি। তারপর কমেন্ট করতে শুরু করুন। আমি জানিনা, আমাকে সাহায্য করুন, পোস্টটি ভালো হয়েছে- এধরনের কমেন্ট আর দেখতে চাইনা। সবাই সতর্ক হউন।
-
আমরা বর্তমানে কোন ট্রেডার নই। আমরা ফোরামে কাজ করে সিম্পল কিছু ইনকাম করেছি। তবে কিছু কয়েন রেখে দিয়েছি। একটু দাম বৃদ্ধি পেলেই সেগুলো বিক্রি করে দেয়। এজন্য আমি একে ট্রেডার বলবো না। তবে যারা বিএনবি বিটকয়েন ইত্যাদি কিনে হোল্ড করেছিলেন আজকে তাদের অনেক প্রফিট এসেছে। আমরা যদি এ সমস্ত করেন কি না হোল্ড করতাম তাহলে আজকে আমাদের অনেক প্রফিট।
-
আমি বাউন্টি সেকশনে কাজ করি সব থেকে বেশি।কিন্তু মাঝে মাঝে কিছু ট্রেডিং করছি এবং কি বর্তমানে আমি দুইটি কয়েন এর মধ্যে ট্রেডিং করে অনেক প্রফিট পেয়েছি। আসলে আমি যে দুইটি কয়েন এর মধ্যে ট্রেডিং শুরু করেছিলাম সে দুটি কয়েন হচ্ছে DOGE coin, TRX আসলে আমি ট্রেডিং করে অনেক প্রফিট পেয়েছি।
-
আপনি বেশ সুন্দর করে বিভিন্ন টাইপের ট্রেডিং এর সংঙ্গায়িত করেছেন। এটা খুবই ভাল একটি পোষ্ট। আমি এখান থেকে দুই ধরনের ট্রেড করে থাকি। একটি হল ডে-ট্রেড এবং আর একটি সুয়িং ট্রেড। এটি ধরনের ট্রেড আমার কাছে ভাল লাগে।
-
এই সময়ে ট্রেডিং করে অনেক প্রফিট পেয়েছি। আমি শুনেছি এই সময় যেই ট্রেডিং করেছে সেই লাভবান হয়েছে। বর্তমানে কিছুটা ক্ষতির মধ্যে রয়েছি এখন মার্কেটের কিছুটা অবনতি হয়েছে। তারপরেও ট্রেডিং করে আগে যে প্রফিট পেয়েছিলাম তা হিসেব করে দেখেছি ক্ষতি যায় নি। ট্রেডিং করার জন্য খুবই ভালো সময় যারা ট্রেডিং করেছে দেখা গেছে তারাই কিছুটা হলেও প্রফিট পেয়েছে।
-
আমি সব সময় ট্রেডিং এর সাথে যুক্ত থাকি না। তবে আমি মাঝে মাঝে ডে-ট্রেডিং করে থাকি। ডে-ট্রেডিং করে করে আমি পজিশন-ট্রেডিং করা সম্পর্কে ধারণা নিচ্ছি। ভবিষ্যতে পজিশন-ট্রেডিং করার ইচ্ছা আছে।
-
আমি যেদিন থেকে ক্রিপ্টোকারেন্সি তে ঢুকেছি তারপর থেকেই কিছু কিছু ট্রেড করেছি। নতুন নতুন এর ট্রেনিং করতে গিয়ে মাঝে মাঝে অনেক লস খেয়েছি তারপরেও কিন্তু থামেনি। কিন্তু বর্তমানে ট্রেডিং করে অনেক লাভবান হতে পেরেছি। আসলে আমি বুঝতে পেরেছি যে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং করতে হলে অত্যাধিক জ্ঞান থাকতে হবে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে। এবং সকল এক্সচেঞ্জার এর প্রতি ভালো ধারণা রাখতে হবে।
-
আসসালামু আলাইকুম আমি এরপর আমি নতুন কাজ করতেছি কিছুদিন হলো আমি বাড়িতে কাজ করতে করেছি এবং ভালোই পেমেন্ট হয়েছে সামনে আরও ভাল কিছু করতে চাই তো আমি ট্রেড করতে চাই এ কিভাবে ট্রেড করলে ভালো পেমেন্ট পাবো এবং কিভাবে ট্রেড করতে হয় তা আমার জানা নেই তাই সকল সিনিয়র বড় ভাইদের কাছে অনুরোধ আমাকে জানিয়ে যাবেন কোন ধরনের ট্রেড করলে আমার ভাল হবে।
-
আমি এই ফোরামে একদমই নতুন। আমার ট্রেডার। সম্পর্কে একদমই কোন জ্ঞান বা ধারণা নেই। তবে আমি কিছু কিছু বাউন্টি করি। তাই ট্রেডার নিয়ে এখনো কোন কিছু ভাবছি না। তবে ট্রেডার নিয়ে ভবিষ্যতে কাজ করতে আগ্রহী।।
-
ভাই আমি এই ফর আমি একজন নতুন ইউজার। তাই আমার ট্রেড সম্পর্কে কিছু কিছু ধারনা রয়েছে। তো আমি ট্রেড নিয়ে কোন কিছু ভাবিনা। আমি শুধু কিছু-কিছু বাউন্টি করি। আমি টেডার নিয়ে কাজ করব আর কিছুদিন পর।
-
আমি সাধারণত ডে ট্রেড করতেই বেশি পছন্দ করি। এ ধরনের ট্রেডে লাভ বা লস এর পরিমাণ কম থাকে বলে মনে হয় আমার কাছে। আপনি অন্য অন্য ট্রেড এর বিষয়গুলো যদি ভালো ভাবে খেয়াল করেন দেখতে পারবেন যে সেই ট্রেড গুলোতে যে পরিমাণ লাভ হয় আবার অনেক সময় তার থেকে বেশি ক্ষতির সম্মুখীন হতে হয়। মূলত ট্রেড লাভ বা লস পুরোটাই ট্রেডারের উপর নির্ভর করে।
-
আমি এখন আমি এই ফোরামে নতুন। আমি সিনিয়র ভাইদের কাছ থেকে শুনেছি ট্রেট অনেক ভালো। আর কিছুদিন পর গেলে করতে ট্রেট চাই। সেজন্য আমাকে ভাল ভাবে জানতে হবে।
-
বর্তমানে আমি কোনো ট্রেড করিনা। ট্রেড করার মতো অভিজ্ঞতা অর্জন করতে পারেনি ইচ্ছা আছে কিছুদিনের মধ্যে ট্রেড সম্পর্কে সকল ধরনের তথ্য জানতে হবে ট্রেডের সবকিছু তথ্য জেনে ট্রেড করা শুরু করবো। প্রথমে অল্প কিছু ডলার দিয়েই শুরু করবো। তারপর আস্তে আস্তে ডলার বাড়াতে শুরু করবো। সামনে একজন ভালো মানের ট্রেডার হবো। ইনশাআল্লাহ
-
আপনি খুব ভালো উপদেশ দিলেন।আমরা অনেক সময় এমন অপশন বেছে নেই যেটা আমরা পছন্দমত করিনা। ফলস্বরুপ আমরা ক্ষতির মধ্যে পড়ি। তাই নিজে কোনটা পছন্দ করি সেইটা আগে দেখা উচিত।
-
সম্মানিত প্রিয় ভাই, আমি এই ফর্মে নতুন। তাই আমার তেমন কোন ট্রেনের ওপর ধারণা নেই। যদি কোন বড় ভাই আমাকে একটু হেল্প করতেন। যে কিভাবে ট্রেড করতে হয় যদি আমাকে একটু বিস্তারিত বলতেন। তাহলে আমার জন্য অনেক উপকার হত।
-
আসসালামুয়ালাইকুম সুপ্রিয় ভাই আসলে আমি এ ফর্মে নতুন তাই ট্রেড সম্পর্কে তেমন কিছু ধারনা নেই।
-
আমি ফোরামে অল্প কিছু দিন ধরে এসেছি। এর মধ্যে আমি ট্রেডিং সম্পর্কে তেমন কিছু জানতে পারিনি। তবে আমি অনেক দিন যাবত অনেক গ্রুপে স ফলো করে অনেক কিছু জানতে পারছি তবে আশা আছে বিটকয়েন নিয়ে ট্রেড করার।।