Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এবং এক্সচেঞ্জ গুলি => Topic started by: sakib.bro on April 02, 2021, 12:18:37 PM

Title: এক্সচেঞ্জ সাইট অথবা ট্রেডিং সাইট
Post by: sakib.bro on April 02, 2021, 12:18:37 PM
আসস্লামুয়ালাকুম

আশা আপানারা সকলেই ভাল আছেন। আজকে আমারা আলোচনা করবো এক্সচেঞ্জ সাইট অথবা ত্রেদং সাইট নিয়ে। অনেকে কম বেসি আমারা ক্রিপ্টো ট্রেডিং করে থাকি, যার কারনে এই সকল সাইট আমাদের  ব্যাবহার করা হয়। এইখানে সাইট এর কিছু ববিশেষত্ব ও আছে, যেমন ধরুন অনেক সাইট এ আপনার উইথদ্র ফি অনেক বেশি আবার অনেক সাইট এ উইথদ্র ফি অনেক কম। আবার কিছু কিছু সাইট এ সকল কয়েন পাওয়া যায় না আবার কিছু কিছু সাইট এ ট্রেডিং অথবা আনাল্যসিস সহজে করা যায় না। আর ক্রিপ্টো ট্রেডিং করতে গেলে আনাল্যসিস অনেক জরুরি। আবার অনেক সময় সাইট ইউজার ফ্রেন্ডলি হয়ে থাকে না। তাই আপানারা সকল বিষয় লক্ষ করে ট্রেডিং সাইট বাছাই করে নিবেন যাতে করে আপনাদের ট্রেডিং অনেক সহজ হয়ে যাবে। আমার দেখে মতে বাইনেন্সে সাইট টা এখনো বেস্ট একটা সাইট মমনে হচ্ছে। আপনাদের কাছে কোন সাইট টি বেসি ভাল মনে হই তা শেয়ার করবেন।
Title: Re: এক্সচেঞ্জ সাইট অথবা ট্রেডিং সাইট
Post by: Tepona on April 03, 2021, 10:04:15 AM
ট্রেডিং করে সবাই লাভবান হচ্ছে। সুতরাং বর্তমান বাজারে ট্রেডিং সাইট সবচেয়ে গুরুত্বপূর্ণ। বেশিরভাগ ব্যবসায়ীরা বিভিন্ন এক্সচেঞ্জ গুলোতে দীর্ঘমেয়াদী ও স্বল্পমেয়াদী ট্রেডিং করে লাভবান হচ্ছেন।



এক্সচেঞ্জ সাইটগুলোতে শুধু কয়েনের পরিবর্তনে কয়েন সোয়াপ করার অপশন রয়েছে। অর্থাৎ যেকোনো কয়েন থেকে যেকোন থেকে যেগুলো কয়েন পরিবর্তন করতে পারবেন। এটা আপনার ব্যক্তিগত বিষয়।