Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: sakib.bro on April 02, 2021, 12:58:13 PM

Title: ফাইনালি বিটকয়েন ৬০০০০$
Post by: sakib.bro on April 02, 2021, 12:58:13 PM
 সর্বশেষ নিউজ এবং ট্রেডিং ভিউ এর চার্ট অনুযায়ী বিটকয়েন ৬০০০০$ টাচ করেছে। এটি বিটকয়েন এর জন্য নতুন একটি মাইলফলক  8) 8) 8)
Title: Re: ফাইনালি বিটকয়েন ৬০০০০$
Post by: Mental on April 02, 2021, 02:41:53 PM
হ্যাঁ বিটকয়েন এখন নতুন রেকর্ড তৈরি করেছে। আশা করি যেভাবে বিটকয়েনের দাম বৃদ্ধি পেতে চলেছে সামনে নভেম্বর-ডিসেম্বরে বিটকয়েনের দাম প্রায় 70000 ডলার অতিক্রম করবে। কারণ বিটকয়েন হচ্ছে ক্রিপ্টোকারেন্সি প্রথম এক নম্বর একটি কয়েন। আর বিটকয়েন হোল্ড করে রাখলে লাভবান হওয়ার সম্ভাবনা অনেক বেশি আর লস হওয়ার সম্ভাবনা ও অনেক কম।
Title: Re: ফাইনালি বিটকয়েন ৬০০০০$
Post by: sakib.bro on April 02, 2021, 03:57:15 PM
বিটকয়েন ধরে রাখলে আশা করি সামনের বছর গুলোতে বিটকয়েনের দাম আরও বেড়ে যাবে.কিন্তু সব থেকে বড় কথা হল বিটকয়েনে চাহিদা. বাজারে বিটকয়েনের দাম বাজারে চাহিদা অনেক বেশি. তাই দাম যত বেশি চাহিদা  বেশি
Title: Re: ফাইনালি বিটকয়েন ৬০০০০$
Post by: Dark Knight on April 02, 2021, 05:46:52 PM
সর্বশেষ নিউজ এবং ট্রেডিং ভিউ এর চার্ট অনুযায়ী বিটকয়েন ৬০০০০$ টাচ করেছে। এটি বিটকয়েন এর জন্য নতুন একটি মাইলফলক  8) 8) 8)
বিটকয়েন কিন্তু অনেক আগেই 60 হাজার ডলার স্পর্শ করেছিল। আজকে আবারো বিটকয়েন সাইট হাজার ডলার স্পর্শ করল। বিটকয়েনের দাম যে রকম বৃদ্ধি পাচ্ছে তাতে বিট কয়েনের দাম এমন হওয়ারই কথা। বিটকয়েন প্রতি মুহূর্তে নতুন নতুন ইতিহাস সৃষ্টি করে যাচ্ছে।
Title: Re: ফাইনালি বিটকয়েন ৬০০০০$
Post by: Triedboy on April 02, 2021, 07:06:09 PM
আপনি যদি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ভালো করে লক্ষ করতেন তাহলে কিন্তু দেখতে পেতেন যে কিছুদিন আগেও কিন্তু বিটকয়েনের সর্বোচ্চ 61 হাজার ডলার হয়েছিল। 61 হাজার ডলার হওয়ার পরে বিটকয়েন প্রাইস কমেছিল কিন্তু আবারও বিটকয়েন প্রাইস 60 হাজার ডলার হয়েছে। এভাবে বিটকয়েনের প্রাইস বৃদ্ধি পাচ্ছে হয়তো বা বছরের মধ্যেই 100k ডলার ছাড়িয়ে যাবে। এবং কি অল্প কিছুদিনের মধ্যেই বিটকয়েন নতুন মাইলফলক তৈরি করবে। হয়তো কিছুদিনের মধ্যেই বিটকয়েন প্রাইস 70 হাজার ডলারের মাইলফলক করবে।
Title: Re: ফাইনালি বিটকয়েন ৬০০০০$
Post by: sky01 on April 03, 2021, 06:28:55 AM

Activity: 433
points:
8499
Karma: 3
Making Smart Money Work
Trade Count: (0)
Referrals: 0
Last Active: Today at 06:03:35 am
View Profile Personal Message (Online)

Total Badges: 11
Badges: (View All)
Search Topic Starter Karma Good

Re: ফাইনালি বিটকয়েন ৬০০০০$
« Reply #1 on: April 02, 2021, 02:41:53 pm »

হ্যাঁ বিটকয়েন এখন নতুন রেকর্ড তৈরি করেছে। আশা করি যেভাবে বিটকয়েনের দাম বৃদ্ধি পেতে চলেছে সামনে নভেম্বর-ডিসেম্বরে বিটকয়েনের দাম প্রায় 70000 ডলার অতিক্রম করবে। কারণ বিটকয়েন হচ্ছে ক্রিপ্টোকারেন্সি প্রথম এক নম্বর একটি কয়েন। আর বিটকয়েন হোল্ড করে রাখলে
Title: Re: ফাইনালি বিটকয়েন ৬০০০০$
Post by: Rothi roy on April 03, 2021, 08:38:31 AM
বিটকয়েনের মূল্য 60 হাজার ডলার স্পর্শ করেছে।মূলত টেসলা কোম্পানির সিইও ইলন মাস্ক বিনিয়োগ করার পর থেকে সব বিনিয়োগকারীর নজর পড়ে যায় এই বিটকয়েন এর উপর। এবং তারপর থেকেই বিটকয়েনের দাম বাড়তে শুরু করে। বর্তমানে বিটকয়েন স্বর্ণের চেয়েও দামি হয়ে উঠেছে।বিটকয়েন এর জনপ্রিয়তা যেভাবে বাড়তে শুরু করেছে আমার মনে হয় খুব তাড়াতাড়ি বিটকয়েনের দাম 70 হাজার ডলার ছাড়িয়ে যাবে।
Title: Re: ফাইনালি বিটকয়েন ৬০০০০$
Post by: Irfan12@ on April 03, 2021, 08:44:38 AM
সর্বশেষ নিউজ এবং ট্রেডিং ভিউ এর চার্ট অনুযায়ী বিটকয়েন ৬০০০০$ টাচ করেছে। এটি বিটকয়েন এর জন্য নতুন একটি মাইলফলক  8) 8) 8)
ভাই এর আগেও বিটকয়েনের দাম 60 হাজার ডলারে হিট করেছিল। তারপরে বিটকয়েনের দাম অনেক বেশি ডাম্পিং করে এবং বিটকয়েনের দাম 50 হাজার ডলারে নেমে আসে। তবে খুবই খুশির খবর যে বিটকয়েন আবারো 60 হাজার ডলারে হিট করেছে। এখন আমরা আশাকরি বিটকয়েন খুব দ্রুতই 70 হাজার ডলার স্পর্শ করবে।
Title: Re: ফাইনালি বিটকয়েন ৬০০০০$
Post by: saidul2105 on April 03, 2021, 10:42:43 AM
সর্বশেষ নিউজ এবং ট্রেডিং ভিউ এর চার্ট অনুযায়ী বিটকয়েন ৬০০০০$ টাচ করেছে। এটি বিটকয়েন এর জন্য নতুন একটি মাইলফলক  8) 8) 8)
ভাই আজ থেকে অনেক দিন আগেই বিটকয়েন ৬০০০০ ডলার পার করে গিয়েছিল।  কিন্তু তারপর আবার বিটকয়েনের দাম কিছুটা ডাম্প করে ৫৬০০০-৫৮০০০ ডলারের মধ্যে ঘোরাঘুরি করছিলো।  এখন আবারও বিটকয়েন পাম্প শুরু হয়েছে।  আশা করি সামনের মাসের মধ্যেই বিটকয়েনের দাম ৭০০০০ ডলার আমরা দেখতে পাবো।  আর এখন যে ভাবে বিটকয়েনের দাম পাম্প করতেছে তাতে করে এই বছরের শেষের দিকে বিটকয়েনের দাম ৯০০০০ ডলার আমরা আশা করতেই পারি।                                           
Title: Re: ফাইনালি বিটকয়েন ৬০০০০$
Post by: Fariwala on April 03, 2021, 12:17:59 PM
সর্বশেষ নিউজ এবং ট্রেডিং ভিউ এর চার্ট অনুযায়ী বিটকয়েন ৬০০০০$ টাচ করেছে। এটি বিটকয়েন এর জন্য নতুন একটি মাইলফলক  8) 8) 8)
হ্যাঁ ইতিমধ্যেই কিন্তু 60 হাজারের মাইলফলক স্পর্শ করল বিটকয়েন আর অল্প কিছুদিনের মধ্যেই হয়তো এটি 70000 পেরিয়ে যাবে 2021 সাল শেষ হতে না হতেই কিন্তু এটি এক লাখ ডলারে পৌঁছে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে
Title: Re: ফাইনালি বিটকয়েন ৬০০০০$
Post by: bmw1 on April 03, 2021, 01:10:00 PM
হ্যাঁ আপনি সঠিক বলেছেন কিন্তু বিটকয়েন এইবার দিয়ে মোট দুইবার 60 হাজার ডলার স্পর্শ করছে এটা স্বাভাবিক কেননা বিটকয়েন হলো পৃথিবীর মধ্য 10 নাম্বার। এবং এই বিটকয়েন সবচেয়ে জনপ্রিয় একটি টোকেন। যা মানুষ সবচেয়ে বেশি ক্রিপ্টোকারেন্সি জগতে ব্যবহার করে থাকে। এজন্য বিটকয়েনের দাম সবচেয়ে বৃদ্ধি পেয়েছে এবং বৃদ্ধি পাওয়ারই কথা।
Title: Re: ফাইনালি বিটকয়েন ৬০০০০$
Post by: Sayema on April 03, 2021, 04:25:07 PM
বাজারের উত্থানপতন ক্রিপ্টোকারেন্সি নিয়মিত ঘটনা। বিটকয়েনের দাম 2021 সালের শুরু থেকে বাড়তে শুরু করে এবং অনেক আগেই 60 হাজার ডলারে স্পর্শ করে। কিন্তু পরে আবার বিট কয়েনের মূল্য উঠানামা করতে থাকে। বর্তমানে কয়েন মার্কেট ক্যাপে বিটকয়েন প্রথম অবস্থানে আছে।
Title: Re: ফাইনালি বিটকয়েন ৬০০০০$
Post by: Tepona on April 03, 2021, 07:00:19 PM
বিটকয়েন এর মূল্য বৃদ্ধি অবশ্যই বাজারে ভালো লক্ষণ। তবে হঠাৎ করে যদি দাম কমে যায় বাজারের সব কয়েন এর অবস্থা অনেক খারাপ হবে। তবে বিটকয়েনের দাম আরো বেশি হওয়ার সম্ভাবনা আছে। তবে এই বছর দাম বৃদ্ধি পেতে থাকবে। সামনের বছরে বিটকয়েনের দামের উপর ব্যাপক প্রভাব পড়তে পারে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন।
Title: Re: ফাইনালি বিটকয়েন ৬০০০০$
Post by: Tepona on April 03, 2021, 07:04:06 PM

Activity: 433
points:
8499
Karma: 3
Making Smart Money Work
Trade Count: (0)
Referrals: 0
Last Active: Today at 06:03:35 am
View Profile Personal Message (Online)

Total Badges: 11
Badges: (View All)
Search Topic Starter Karma Good

Re: ফাইনালি বিটকয়েন ৬০০০০$
« Reply #1 on: April 02, 2021, 02:41:53 pm »

হ্যাঁ বিটকয়েন এখন নতুন রেকর্ড তৈরি করেছে। আশা করি যেভাবে বিটকয়েনের দাম বৃদ্ধি পেতে চলেছে সামনে নভেম্বর-ডিসেম্বরে বিটকয়েনের দাম প্রায় 70000 ডলার অতিক্রম করবে। কারণ বিটকয়েন হচ্ছে ক্রিপ্টোকারেন্সি প্রথম এক নম্বর একটি কয়েন। আর বিটকয়েন হোল্ড করে রাখলে
দয়াকরে কপি-পেষ্ট বন্ধ করুন। অন্যের পোস্ট চুরি করে পোস্ট করা থেকে বিরত থাকুন। কারণ অন্যের পোস্ট চুরি করলে সেই ইউজারের সমস্যা হতে পারে। এ ধরনের কার্যক্রম ফোরামে গ্রহণযোগ্য নয়। আশাকরি রুলস গুলো পড়বেন। আরো বাংলা বোর্ডের সিনিয়র ভাই ও মডারেটরদের সহযোগিতায় এগিয়ে যাবেন।
Title: Re: ফাইনালি বিটকয়েন ৬০০০০$
Post by: Azharul on April 20, 2021, 02:36:32 PM
আমরা জানি ক্রিপ্টো জগতের সব থেকে শীর্ষ ডিজিটাল মুদ্রা হলো বিটকয়েন।যা বর্তমান সময়ে ক্রিপ্টো জগতের এক নম্বরে রয়েছে।আমরা জানি যে দিনের পর দিন এর দাম বেড়েই চলেছে।তাই আমিও আশা করছি যে খুব তাড়াতাড়ি এর দাম ৭০০০০ ডলার অতিক্রম করবে।কেননা আমরা জানি যে বিটকয়েনের দাম সব সময় উর্দ্ধগতি।তাই আমি আশা করি ২০২১ সালের শেষ নাগাদ বিটকয়েন নতুন মাইলফলক স্পর্শ করবে।
Title: Re: ফাইনালি বিটকয়েন ৬০০০০$
Post by: Milon626 on April 20, 2021, 07:07:03 PM
বিটকয়েনের দাম কিন্তু ৬০০০০$ থেমে নেই।  ইতোমধ্যেই বিটকয়েনের দাম ৬৩০০০$ উপরে চলে গিয়েছিল।  সকল রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ে ফেলেছে।  তবে এখন আবারও বিটকয়েনের দাম ডাম্প করেছে।  কিন্তু আমার মনে হচ্ছে এই ডাম্প খুব স্থায়ী হবে না।  আমরা আবারও বিটকয়েনের ঊর্ধ্বগতি দেখতে পাবো, ইনশাআল্লাহ।                                   
Title: Re: ফাইনালি বিটকয়েন ৬০০০০$
Post by: Random203 on April 21, 2021, 12:34:59 AM
ইতোমধ্যে বিটকয়েন কিন্তু ৬৩ হাজার ডলারের রেকর্ড গড়ে ফেলেছে।  বিটকয়েনের পূর্বের যে সকল রেকর্ড ছিলো তা ভেঙে দিয়ে নতুন করে রেকর্ড গড়ে ফেলেছে।  তবে মার্কেট কারেকশন এর জন্য এখন বিটকয়েনের দাম একটু ডাম্প করেছে।  তবে আমি বিশ্বাস করি যে আবার বিটকয়েনের পাম্প আমরা দেখতে পাবো এবং বিটকয়েন ৮০হাজার ডলার হিট করবে।                                 
Title: Re: ফাইনালি বিটকয়েন ৬০০০০$
Post by: HeartBit143 on April 21, 2021, 05:19:09 AM
২০২০ সালের শেষের দিক থেকে বিটকয়েনের দাম অনেক পাম্প করেছে। ইতোমধ্যে বিটকয়েন তার পূর্বের সকল রেকর্ড ভেঙে দিয়ে নতুন করে রেকর্ড গড়ে ফেলেছে।  ৬৩০০০$  ডলারের উপরে দাম উঠেছিলো এই বিটকয়েনের। তবে এখন দামটা একটু কমে এসেছে। কিন্তু আমার মনে হচ্ছে সামনের কয়েক মাসের মধ্যেই বিটকয়েনের দাম ৯০০০০$  হবে।                             
Title: Re: ফাইনালি বিটকয়েন ৬০০০০$
Post by: Nusrat on April 21, 2021, 09:17:18 AM
বিটকয়েন 60 হাজার ডলারে স্পর্শ করেছে কিন্তু অবাক হওয়ার কিছুই নেই। তবে এটা আমাদের জন্য খুশির সংবাদ। কেননা এর আগেও বিটকয়েন 60 হাজার ডলার স্পর্শ করেছিল। বিটকয়েন হল ক্রিপ্টোকারেন্সি মার্কেটে যত্নগুলো কয়জন রয়েছে তার মধ্যে প্রথম স্থান দখল কারী। তবে বিটকয়েনের লক্ষ কিন্তু আগামী দুই-তিন মাসের মধ্যে বিটকয়েন 70 থেকে 80 হাজার ডলার স্পর্শ করবে। এতে আপনাদের মতামত কি?
Title: Re: ফাইনালি বিটকয়েন ৬০০০০$
Post by: salukhe on April 21, 2021, 09:57:56 AM
2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম অনেক কম ছিল। কিন্তু 2021 সালের জানুয়ারি মাসের শেষের দিক থেকে বিটকয়েনের দাম বাড়তে শুরু করেছে। তারপর থেকে আসতে আসতে  বিটকয়েনের দাম 50 হাজার ডলারে স্পর্শ করে। তারপর ধীরে ধীরে বিটকয়েনের দাম আরো বৃদ্ধি পেতে থাকে। বর্তমান সময়ে বিটকয়েনের দাম 60 হাজার ডলার স্পর্শ করেছে। আগামী দুই-তিন মাসের ভেতরে বিটকয়েনের দাম 70 থেকে 75 হাজার ডলার স্পর্শ করবে। ইনশাআল্লাহ