Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: sakib.bro on April 02, 2021, 04:02:54 PM

Title: সত্যিই দুঃখজনক
Post by: sakib.bro on April 02, 2021, 04:02:54 PM
সেই 2013 সাল থেকেই বিটকয়েন নাম শুনে আসছি.আজকে সে বিটকয়েনের দাম এখন 60 হাজার ডলার.কিন্তু আফসোস হলেও সত্যি যে বাংলাদেশের বিটকয়েন এখনো ইলিগাল ঘোষণা করা হয়েছে. যেখানে পাশের দেশ ভারতে বিটকয়েন এটিএম বুথ আছে সেখানে বাংলাদেশের বিটকয়েন এখনো ইলিগাল ঘোষণা করে রাখা সত্যিই দুঃখজনক.😢😢😢
 আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উচিত এ বিটকয়েন খুব দ্রুত আলোচনা করে দেওয়া 
Title: Re: সত্যিই দুঃখজনক
Post by: Dark Knight on April 02, 2021, 05:41:12 PM
সেই 2013 সাল থেকেই বিটকয়েন নাম শুনে আসছি.আজকে সে বিটকয়েনের দাম এখন 60 হাজার ডলার.কিন্তু আফসোস হলেও সত্যি যে বাংলাদেশের বিটকয়েন এখনো ইলিগাল ঘোষণা করা হয়েছে. যেখানে পাশের দেশ ভারতে বিটকয়েন এটিএম বুথ আছে সেখানে বাংলাদেশের বিটকয়েন এখনো ইলিগাল ঘোষণা করে রাখা সত্যিই দুঃখজনক.😢😢😢
 আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উচিত এ বিটকয়েন খুব দ্রুত আলোচনা করে দেওয়া 

সারাবিশ্বের বিভিন্ন রাষ্ট্রে বিটকয়েন বৈধ করা হলেও বাংলাদেশে এখনো বৈধ ঘোষণা করা হয়নি। সরকার কেন যে বৈধ করছে না সেটা কিন্তু সবারই অজানা। বিটকয়েন যে বাংলাদেশে কবে বৈধ হবে সেই দিনটার অপেক্ষায় আমরা চাতক পাখির মতো তাকিয়ে আছি। বিটকয়েন বৈধ করা হলে আমাদের অনেক রকম সুবিধা হবে। আমরা এখন যারা ক্রিপ্টোকারেন্সিতে কাজ করি তাদের কিন্তু গোপনে গোপনে ডলার ক্রয় বিক্রয় করতে হয়। কিন্তু যখন বিটকয়েন বৈধ করা হবে তখন আর এই ভয়টা থাকবে না। তখন আমরা সবাই নির্ভয়ে ক্রিপ্টোকারেন্সিতে ডলার ক্রয়-বিক্রয় এবং কাজ করতে পারব।
Title: Re: সত্যিই দুঃখজনক
Post by: Review Master on April 02, 2021, 11:01:53 PM
আমরা এখন যারা ক্রিপ্টোকারেন্সিতে কাজ করি তাদের কিন্তু গোপনে গোপনে ডলার ক্রয় বিক্রয় করতে হয়। কিন্তু যখন বিটকয়েন বৈধ করা হবে তখন আর এই ভয়টা থাকবে না। তখন আমরা সবাই নির্ভয়ে ক্রিপ্টোকারেন্সিতে ডলার ক্রয়-বিক্রয় এবং কাজ করতে পারব।

এটি সত্য যে, সকলের নিজ সুরক্ষার কথা বিবেচনায় রেখে আমাদের লেনদেনগুলো করতে হয়। কিন্তু বিটকয়েন বাংলাদেশে বৈধ হলে শুধুমাত্র লেনদেনে আমাদেরই সুবিধা হবে না, বরং সরকার চাইলে নিজেদের এক্সচেঞ্জ চালু করতে পারে, কিংবা যে এক্সচেঞ্জগুলো বাংলাদেশের জন্য চালু হবে এবং আমরা টাকা সরাসরি ব্যাংকে নামানোর সুবিধা পাবো। সেখান থেকেও সরকার একটি ভালো পরিমাণ কর পাবে, যেট দেশের উন্নয়নে কাজে দিবে।
Title: Re: সত্যিই দুঃখজনক
Post by: Damrai5$ on April 03, 2021, 02:39:16 AM
বিটকয়েনের বৈধতা দিচ্ছে না সরকার এটাও হতে পারে যে বাংলাদেশে বিটকয়েন বৈধতা দিয়ে সামাল দিতে পারবে না। মাঝে মাঝে আমরা দেখি বিটকয়েনে যেভাবে আপডাউন করে বাংলাদেশ স্বল্প উন্নয়নশীল দেশ হওয়ার জন্য অর্থনৈতিক দিক দিয়ে বিশাল ক্ষতিগ্রস্ত হতে পারে।যেহেতু আমাদের থেকে নিম্ন উন্নয়নশীল দেশগুলো বিটকয়েন এর বৈধতা পেয়েছে অতএব আমাদের দেশে যদি বিটকয়েনের বৈধতা দেয় আমি মনে করে অবশ্যই আমরা ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে পারব। এরকম আমাদের জন্য সুবিধা হবে সেরকম কিন্তু দেখা যাবে দেশটা আরো উন্নত হবে।কারণ যে পরিমাণ ব্যাংকে লেনদেন করা হবে সেখান থেকে তো সরকার ব্যাড নেবে অতএব দেশের কিন্তু অনেক উপকার হবে।
Title: Re: সত্যিই দুঃখজনক
Post by: bmw1 on April 03, 2021, 01:30:03 PM
সেই 2013 সাল থেকেই বিটকয়েন নাম শুনে আসছি.আজকে সে বিটকয়েনের দাম এখন 60 হাজার ডলার.কিন্তু আফসোস হলেও সত্যি যে বাংলাদেশের বিটকয়েন এখনো ইলিগাল ঘোষণা করা হয়েছে. যেখানে পাশের দেশ ভারতে বিটকয়েন এটিএম বুথ আছে সেখানে বাংলাদেশের বিটকয়েন এখনো ইলিগাল ঘোষণা করে রাখা সত্যিই দুঃখজনক.😢😢😢
 আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উচিত এ বিটকয়েন খুব দ্রুত আলোচনা করে দেওয়া 

হ্যাঁ আপনি ঠিকই বলেছেন যে বিটকয়েন সম্পর্কে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচিত বিটকয়েন খুব দ্রুত আলোচনা করে দেওয়া কিন্তু তারপর দেখা গেছে আমাদের পাশের দেশ যেমন ইন্ডিয়া 2021 সালে শেষের দিকে বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি বৈধ করেছে। এবং দেখা গেছে বিশ্বের সবাই মোটামুটি ভাবে ক্রিপ্টোকারেন্সি  বৈধ করা হয়েছে এবং এটির ব্যবহার করে অনেক উন্নতি সাধন করেছে। তাই আমাদের দেশেও এ ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন বৈধ করা উচিত। আশা করি অতি শীঘ্রই বৈধ করবেন।
Title: Re: সত্যিই দুঃখজনক
Post by: bmw1 on April 03, 2021, 01:49:57 PM
সেই 2013 সাল থেকেই বিটকয়েন নাম শুনে আসছি.আজকে সে বিটকয়েনের দাম এখন 60 হাজার ডলার.কিন্তু আফসোস হলেও সত্যি যে বাংলাদেশের বিটকয়েন এখনো ইলিগাল ঘোষণা করা হয়েছে. যেখানে পাশের দেশ ভারতে বিটকয়েন এটিএম বুথ আছে সেখানে বাংলাদেশের বিটকয়েন এখনো ইলিগাল ঘোষণা করে রাখা সত্যিই দুঃখজনক.😢😢😢
 আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উচিত এ বিটকয়েন খুব দ্রুত আলোচনা করে দেওয়া 

আমারও মনে হয় তাই করলে ভালো হয়
এত ছোট পোষ্ট না করার জন্য আপনাকে অনুরোধ করা হল । এছাড়া এ সম্পর্কে অনেক পোস্ট করা হয়েছে বিশেষ করে আগের পোস্ট গুলো পড়লে আপনি অনেক ভাল পোস্ট করতে পারবেন তাই আপনি সিনিয়রভাইদের পোস্টগুলো পড়ে নিন এবং তারা কিভাবে পোস্ট করে সেভাবে পোস্ট করেন এতে বাংলা ফোরাম উন্নতির দিকে অগ্রসর হবে।
Title: Re: সত্যিই দুঃখজনক
Post by: Sayema on April 03, 2021, 04:16:04 PM
2008 সালে জাপানের একজন নাগরিক সাতোশি নাকামোতো এর হাত ধরে বিটকয়েনের জন্ম হয়। 2013 সালে এ বিটকয়েনের মূল্য 10 হাজার ডলার হওয়ার পর থেকে বিটকয়েন সবার জনপ্রিয় হয়ে ওঠে। হ্যাঁ আপনি ঠিক বলেছেন, এটা সত্যিই অনেক দুঃখজনক ব্যাপার যেখানে সব দেশ বিটকয়েন কে স্বীকৃতি দিচ্ছে। সেখানে আমাদের দেশ বিটকয়েন অবৈধ ঘোষণা করে বসে আছে,এই নাকি আমাদের ডিজিটাল বাংলাদেশ। সবার মত আমিও বিটকয়েন বাংলাদেশে বৈধ এ কথা শোনার জন্য অপেক্ষা করে আছি।
Title: Re: সত্যিই দুঃখজনক
Post by: Tepona on April 03, 2021, 06:57:24 PM
বাংলাদেশের অর্থনীতিতে ক্রিপ্টোকারেন্সি এর ভূমিকা রয়েছে। ভাই বিটকয়েন লেনদেন বাংলাদেশের সরকার কখনোই নিয়ন্ত্রণ করতে পারবে না। তবে বিটকয়েনের অনুমোদন নিয়ে সরকারের কোনো মাথাব্যথা নেই। বরং বিটকয়েন ব্যবহারকারীদের তোরে শাস্তিমুলক অনেক জোরজবরদস্তি করা হয়। তবে বাংলাদেশ থেকে কতিপয় কিছু চুটকি নেতা মরলে ক্রিপ্টোকারেন্সি অনুমোদন পাবে। আমাদের মন্ত্রীরা অনেকেই অনুমোদন দিতে আগ্রহী। হাতে গোনা দুই একজন ছাড়া।
Title: Re: সত্যিই দুঃখজনক
Post by: Asad72 on April 04, 2021, 09:03:50 AM
সেই 2014 থেকে বিটকয়েনের নাম শুনে এসেছি আজ বিটকয়েনের অনেক দাম বেরিয়ে গিয়েছে 60000 ডলার কিন্তু দুঃখ একটাই যে বাংলাদেশ বিটকয়েন ইলিগাল ঘোষণা হয়েছে তাই বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিটকয়েনের আলোচনা করে দেয়
Title: Re: সত্যিই দুঃখজনক
Post by: Riddi on April 04, 2021, 10:14:27 AM
সেই 2013 সাল থেকেই বিটকয়েন নাম শুনে আসছি.আজকে সে বিটকয়েনের দাম এখন 60 হাজার ডলার.কিন্তু আফসোস হলেও সত্যি যে বাংলাদেশের বিটকয়েন এখনো ইলিগাল ঘোষণা করা হয়েছে. যেখানে পাশের দেশ ভারতে বিটকয়েন এটিএম বুথ আছে সেখানে বাংলাদেশের বিটকয়েন এখনো ইলিগাল ঘোষণা করে রাখা সত্যিই দুঃখজনক.😢😢😢
 আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উচিত এ বিটকয়েন খুব দ্রুত আলোচনা করে দেওয়া 

অনেক বছর ধরে শুনে আসছি এবং দেখতে পাচ্ছি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বিটকয়েন সবচেয়ে সেরা এবং এক নম্বর কোয়েন। যার মূল্য অন্যান্য কয়েনে রং মূল্য থেকে থেকে অনেক বেশি। সেই বিটকয়েনে বর্তমান মূল্য 60 হাজার ডলার।  বিশ্বের অন্যান্য উন্নত দেশগুলোতে বিটকয়েন বৈধ হলেও বাংলাদেশ আদৌ বিটকয়েন অবৈধ কেন।বাংলাদেশ সরকারকে বৈধতা ঘোষণা করছে না কেন। আর ভবিষ্যতে বাংলাদেশ সরকার কবে বিটকয়েন কে বৈধতা ঘোষণা করবে কিনা এ সম্পর্কে আদৌ কোনো তথ্য  জানতে পারিনি।
Title: Re: সত্যিই দুঃখজনক
Post by: Triedboy on April 04, 2021, 10:42:26 AM
বাংলাদেশের সরকার বিটকয়েন নিয়ে কোনো কথাবার্তা বলতে আমি শুনিনি কোন পজিটিভ বিষয় নিয়ে। আরো দেখছি সরকারি সংস্থা দিয়ে যারা বিটকয়েন লেনদেন করছে তাদের ধরে হেনস্থা করতে। আসলে বাংলাদেশে যে আরো মন্ত্রী রয়েছেন প্রত্যেকেরই বিটকয়েন নিয়ে গবেষণা করা উচিত এবং কিভাবে বিটকয়েন এর বৈধতা দেয়া যায় সেই হিসেবে বলাটা উচিত। তা না করে আরও দেখছি তারা বলছে এটা করলে হয়তো বা বাংলাদেশের অর্থনৈতিক দিক দিয়ে বিপর্যয় নেমে আসতে পারে। যে কারণে বিটকয়েনের বৈধতা হচ্ছে না।
Title: Re: সত্যিই দুঃখজনক
Post by: Goldlife on April 04, 2021, 11:15:51 AM
সেই 2013 সাল থেকেই বিটকয়েন নাম শুনে আসছি.আজকে সে বিটকয়েনের দাম এখন 60 হাজার ডলার.কিন্তু আফসোস হলেও সত্যি যে বাংলাদেশের বিটকয়েন এখনো ইলিগাল ঘোষণা করা হয়েছে. যেখানে পাশের দেশ ভারতে বিটকয়েন এটিএম বুথ আছে সেখানে বাংলাদেশের বিটকয়েন এখনো ইলিগাল ঘোষণা করে রাখা সত্যিই দুঃখজনক.😢😢😢
 আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উচিত এ বিটকয়েন খুব দ্রুত আলোচনা করে দেওয়া 

বাংলাদেশের এই অবস্থা দেখে আমার দুঃখ হয় যে বিশ্বের সবগুলো দেশের যদি পেট কয়েন সাপোর্ট করে বিশেষ করে সুইস ব্যাংকের মতো একটি ব্যাংক যদি বিটকয়েন কে সাপোর্ট করে সেখানে বাংলাদেশ তুচ্ছ আর করতেছে কি বাংলাদেশ সাপোর্ট করতেছে না বাংলাদেশের বিটকয়েন অবৈধ ঘোষণা করে হয়েছে কেন এটা অবশ্য অবশ্যই দুঃখজনক ব্যাপার পাশের দেশ ভারত সেখানে ক্রিপ্টোকারেন্সি লেনদেনের জন্য একটি ব্যাংক প্রতিস্থাপন করা হয়েছে তাহলে আমরা বাংলাদেশের সরকার কেন এটাকে ইলিগাল করে রেখেছে তাই আমি বলবো যে বাংলাদেশ সরকারের উচিত একটু কারেন্সিকে বৈধতা দেওয়া
Title: Re: সত্যিই দুঃখজনক
Post by: babu10 on April 04, 2021, 11:25:19 AM
@Yahoo88 প্রথমেই বলে রাখি সুইসব্যাংক কিন্তু শুধুমাত্র একটি ব্যাংক নয়। এটি কয়েকটি ব্যাংকের সমন্বয়ে একটি ব্যাংক।

দ্বিতীয় কথা হলো আমাদের পলিসি আর অন্যদেশের পলিসি এক নয় সেটাও আমাদের বুঝতে হবে তবে তার মানে এই নয় যে আমি বৈধ করার পক্ষে না। আমিও বিটকয়েন লাভার হিসেবে তার পক্ষে তবে আমার মনে হয় বাংলাদেশ সরকার এটি এত সহেজেই বৈধ করবেনা কারণ আমাদের দেশপ্রেম খুবই কম এবং আমরা ভালো কাজের চেয়ে খারাপ কাজেই নিজেকে নিয়োজিত করতে পছন্দ করি আর  এটা সরকারও ভালো ভাবেই জানে তাই কোন সরকারই চাইবেনা তার টাকা চোখের সামনে দিয়ে বিদেশে পাচার হয়ে যাক। হ্যাঁ পলিসি হয়তো আজ না কাল অবশ্যই করতে বাধ্য হবে আমাদের সরকারও সেদিনের জন্য আমাদের অপেক্ষা করতেই হবে।
Title: Re: সত্যিই দুঃখজনক
Post by: Niloy on April 04, 2021, 04:45:33 PM
সেই 2013 সাল থেকেই বিটকয়েন নাম শুনে আসছি.আজকে সে বিটকয়েনের দাম এখন 60 হাজার ডলার.কিন্তু আফসোস হলেও সত্যি যে বাংলাদেশের বিটকয়েন এখনো ইলিগাল ঘোষণা করা হয়েছে. যেখানে পাশের দেশ ভারতে বিটকয়েন এটিএম বুথ আছে সেখানে বাংলাদেশের বিটকয়েন এখনো ইলিগাল ঘোষণা করে রাখা সত্যিই দুঃখজনক.😢😢😢
 আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উচিত এ বিটকয়েন খুব দ্রুত আলোচনা করে দেওয়া 

ক্রিপ্টোকারেন্সি জগতে ভার্চুয়াল মুদ্রা গুলোর মধ্যে এক নম্বর মুদ্রা হলো বিটকয়েন। যার বর্তমান মূল্য 60 হাজার ডলার। বিশ্বের বিভিন্ন দেশে বিটকয়েনের বৈধতা পেয়েছে এবং কি তারা বিটকয়েনের মাধ্যমে সরাসরি লেনদেন করে থাকে। কিন্তু বাংলাদেশের বিটকয়েন এখনো অবৈধ। বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত বিটকয়েন বৈধ। তারা এটিএম বুথের মাধ্যমে বিটকয়েন করে থাকে । কিন্তু বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো বিটকয়েন কে বৈধ ঘোষণা দেয়নি ।
Title: Re: সত্যিই দুঃখজনক
Post by: Btceth01 on April 04, 2021, 11:40:32 PM
হ্যাঁ এটা আসলে অনেক দুঃখজনক। তবে কি করবে এদেশের মানুষ কতটা শিক্ষিত নয়। আমরা একটি উন্নয়নশীল দেশে বসবাস করি। এদেশ ততটা উন্নত নয়।যখনই এই দেশে বিটকয়েনে বৈধতা দিয়ে দিবে তখনই আমরা না বুঝলে না জেনে ইনভেস্ট করব।একসময় দেখা যাবে আমরা অনেক লস করে ফেলেছি।তবে ভারতে যেহেতু বিটকয়েনের বৈধতা দিয়ে দিছে একসময় দেখা যাবে আমাদের দেশেও বিটকয়েনের বৈধতা দিয়ে দিবে।
Title: Re: সত্যিই দুঃখজনক
Post by: Rothi roy on April 06, 2021, 08:18:28 AM
আমাদের দেশে ক্রিপ্টোকারেন্সি অবৈধ কিন্তু অন্যান্য দেশ যেখানে ক্রিপ্টোকারেন্সিকে স্বীকৃতি দিচ্ছে বা বিটকয়েন নিয়ে ব্যবসা করার অনুমতি দিয়েছে সেখানে আমাদের দেশ ক্রিপ্টোকারেন্সিকে অবৈধ ঘোষণা করে বসে আছে। আমাদের দেশের অনেক বেকার ছেলেমেয়ে এখানে কাজ করে টাকা ইনকাম করছে। আমাদের দেশ যদি বিটকয়েন কে স্বীকৃতি দেয় তাহলে অর্থনৈতিকভাবে কয়েক ধাপ এগিয়ে যাবে বলে আমি মনে করি।
Title: Re: সত্যিই দুঃখজনক
Post by: Irfan12@ on April 06, 2021, 08:25:36 AM
আমাদের বাংলাদেশে বিটকয়েন কে স্বীকৃতি দেওয়ার একটা সুবর্ণ সুযোগ ছিল বলে আমি মনে করি। কিন্তু ইদানীং আমরা শুনতে পাচ্ছি যে ভারত সরকার ক্রিপ্টোকারেন্সি লেনদেন বাতিল করে দেবে এবং তাদের নিজস্ব ক্রিপ্টো কারেন্সি চালু করবে। ভারতের সরকারি যদি ক্রিপ্টোকারেন্সি লেনদেন বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশ সরকার আর কখনোই বিটকয়েন স্বীকৃতি দেওয়ার চিন্তাভাবনা করবে না। আমরা যদি পৃথিবীর উন্নত দেশগুলোর দিকে তাকাই তাহলে দেখতে পারবো সেই দেশগুলোতে বিটকয়েন এর লেনদেন বৈধতা রয়েছে। বিটকয়েন কে স্বীকৃতি দিলে বাংলাদেশ উন্নতির শিখরেএকধাপ এগিয়ে যাবে।
Title: Re: সত্যিই দুঃখজনক
Post by: Centus on April 06, 2021, 10:04:01 AM
অনেক আগে থেকেই শুনি বাংলাদেশ সরকার বিটকয়েন এর অনুমোদন দিবে। তবে এখন পর্যন্ত বিটকয়েনের অনুমোদন দিচ্ছে না। বিটকয়েন প্রতিনিয়ত ও মূল্যবান হচ্ছে তবে বাংলাদেশে অনুমোদন পাচ্ছে না।
Title: Re: সত্যিই দুঃখজনক
Post by: Jaya60 on April 19, 2021, 03:11:01 AM
অনেক আগে থেকেই শুনি বাংলাদেশ সরকার বিটকয়েন এর অনুমোদন দিবে। তবে এখন পর্যন্ত বিটকয়েনের অনুমোদন দিচ্ছে না। বিটকয়েন প্রতিনিয়ত ও মূল্যবান হচ্ছে তবে বাংলাদেশে অনুমোদন পাচ্ছে না।
আমি কিন্তু এ পর্যন্ত শুনি নাই যে আমাদের বাংলাদেশের সরকার ঘোষণা করেছে বিটকয়েনের বৈধতা হবে। আসলে আমাদের দেশে যে সমস্ত মন্ত্রী রয়েছে তারাও কিন্তু বিটকয়েন এর বিপক্ষে রয়েছে। আমি মনে করি তাদের মধ্যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট সম্পর্কে ভালো কোনো ধারণা বা নলেজ নেই। আমাদের বাংলাদেশে থেকে অনেক গরিব দেশ গুলোতে বিটকয়েনের বৈধতা রয়েছে কিন্তু আমাদের বাংলাদেশে বৈধতা পায় নাই। তার কারণই হচ্ছে আমাদের বাংলাদেশ মানি লন্ডারিং সবথেকে বেশি হয়।
Title: Re: সত্যিই দুঃখজনক
Post by: Milon626 on April 19, 2021, 07:41:21 AM
বিটকয়েন হলো এক ধরনের ভারচুয়াল মুদ্রা যা সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর।  এটি লেনদেনে কোন প্রকার প্রমান থাকে না আর কোন প্রকার তৃতীয় পক্ষের হস্তক্ষেপও থাকে না।  এই লেনদেন থেকে আমাদের দেশের সরকার কোন প্রকার বেনেফিট পায় না। তাছাড়া এর মাধ্যমে মানি-লন্ডারিং এর ঝুঁকিও রয়েছে।
আর আমাদের বাংলাদেশের সরকার এতো কিছু সামাল দিয়ে উঠতে পারবেনা বলেই এখনো পর্যন্ত বিটকয়েনকে বৈধতা দেয়নি।                             
Title: Re: সত্যিই দুঃখজনক
Post by: Crypto_Somrat on April 19, 2021, 11:29:22 AM
সেই 2013 সাল থেকেই বিটকয়েন নাম শুনে আসছি.আজকে সে বিটকয়েনের দাম এখন 60 হাজার ডলার.কিন্তু আফসোস হলেও সত্যি যে বাংলাদেশের বিটকয়েন এখনো ইলিগাল ঘোষণা করা হয়েছে. যেখানে পাশের দেশ ভারতে বিটকয়েন এটিএম বুথ আছে সেখানে বাংলাদেশের বিটকয়েন এখনো ইলিগাল ঘোষণা করে রাখা সত্যিই দুঃখজনক.😢😢😢
 আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উচিত এ বিটকয়েন খুব দ্রুত আলোচনা করে দেওয়া 

ভাই শুধু ইন্ডিয়াতে নয়, এখন বিশ্বের অনেক রাষ্ট্রেই বিটকয়েন তথা ক্রিপ্টোকারেন্সি বৈধ। সে দিক থেকে শুধু আমরা বাঙালিরা পিছিয়ে রয়েছি। আশা করছি যেখানে বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলো বিটকয়েন তথা ক্রিপ্টোকারেন্সি কে বৈধ করে দিয়ে এর সুবিধা ভোগ করছে, সেখানে আমাদের বাংলাদেশও পিছিয়ে থাকার নয়। আশা করছি খুব দ্রুতই বাংলাদেশ সরকার এটি নিয়ে ভাববেন।