Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => অর্থনীতি ও ক্রিপ্টোকারেন্সি => Topic started by: Malam90 on April 06, 2021, 02:14:21 PM

Title: ক্রিপ্টোকারেন্সির বাজার দুই ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে।
Post by: Malam90 on April 06, 2021, 02:14:21 PM
ক্রিপ্টোকারেন্সির বাজার এখন দুই ট্রিলিয়ন ডলারের। সোমবার (৫ এপ্রিল) দ্বিতীয় শক্তিশালী ডিজিটাল মুদ্রা ইথারের দর বাড়ায় ক্রিপ্টোকারেন্সির বৈশ্বিক মূল্য প্রথমবারের মতো ২ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। গত দুই মাসে ক্রিপ্টোকারেন্সির বাজার বাড়তির দিকে। এ সময় ডিজিটাল মুদ্রার বাজারের আকার দ্বিগুণ হয়েছে। খবর সিএনবিসি।

বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের মূল্যের দ্রুত উল্লম্ফনের ফলে সামগ্রিক ডিজিটাল মুদ্রার বাজারের আকার বেড়েছে। ক্রিপ্টোকারেন্সির বাজারের ৫০ শতাংশই বিটকয়েনের দখলে। বিটকয়েনের উল্লম্ফনে অন্যান্য ক্রিপ্টোকারেন্সিরও মূল্য বাড়তির দিকে। গত মাসে বিটকয়েনের মূল্য বৃদ্ধির রেকর্ড গড়ে ৬১ হাজার ডলার পর্যন্ত পৌঁছায়। ক্রিপ্টোকারেন্সি কেনাবেচার ওয়েবসাইট কয়েনডেস্কের তথ্য অনুসারে মঙ্গলবার এ ডিজিটাল মুদ্রা ৫৮ হাজার ডলারে বেচাকেনা হয়।

তবে বিটকয়েনের মূল্য বৃদ্ধির পাশাপাশি দ্বিতীয় বৃহত্তম ডিজিটাল মুদ্রা ইথারের মূল্যও বাড়তির দিকে। মঙ্গলবার সিঙ্গাপুরের স্থানীয় সময় সকালে ইথারের মূল্য সর্বকালের রেকর্ড ২,১৫১.২৫ ডলার পর্যন্ত বৃদ্ধি পায়। সব মিলিয়ে ক্রিপ্টোকারেন্সির বাজারের আকার দুই ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে। সোর্স লিংক (https://sarabangla.net/post/sb-538008/)
Title: Re: ক্রিপ্টোকারেন্সির বাজার দুই ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে।
Post by: Review Master on April 09, 2021, 12:42:45 PM
সকল ক্রিপ্টো ব্যবহারকারীকে ২ ট্রিলিয়ন মার্কেটক্যাপ অর্জন করায় অভিনন্দন জানাই। আর একটি বিষয় সকলের অবগতির জন্য জানাতে চাই, আর সেটি হলো: সকলেই অল্টকয়েনের বুলরান চালু হওয়ার অপেক্ষায় রয়েছেন। আর আমার মনে হয়, সেটি খুবই তাড়াতাড়ি চালু হবে, যদিও কিছু টোকেন ইতিমধ্যে ব্যাপক বৃদ্ধি পেয়েছে। কারণ হিসেবে বলা যায়, ক্রিপ্টোমার্কেটের একদিকে ২ ট্রিলিয়নে পদার্পণ এবং অন্যদিকে বিটকয়েনের ডোমিন্যান্স কমা ও অল্টকয়েনের ডোমিন্যান্স বৃদ্ধি পাওয়া। তাই সকলে নিজেদের বিশ্লেষণের পর নির্ধারণ করা অল্টকয়েনগুলো কমমূল্যে ক্রয় করে রাখতে পারেন। আর ক্রিপ্টোমার্কেট আশা করি, অল্টকয়েনের বুলরানের মাধ্যমে ৩ ট্রিলিয়নে পৌছাবে করবে।