Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Malam90 on April 06, 2021, 04:10:41 PM

Title: ইথারিয়াম নেটওয়ার্ক আর ভালো লাগেনা।
Post by: Malam90 on April 06, 2021, 04:10:41 PM
আজকে প্রায় দুই ঘন্টা হয়ে গেছে ২০ ডলারের মত গ্যাস ফি দিলাম, ১২০ জিউয়ি। ট্রানজেকশন করার আগে ইস্টিমেশন টাইম দেখালো মাত্র ৫-৬ মিনিট। ২ ঘন্টা হয়ে গেছে এখনো ট্রানজেকশন কম্পিলিট হয়নি। এভাবে এত গ্যাস ফি দিয়ে তাও যদি ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় তাহলে কেমনটা লাগে। ফি দিব আবার এত টাইম লাগলে। আসলে ইথারিয়াম নেটওয়ার্ক এখন গলার কাঁটা হয়ে দাড়িয়েছে। হার্ড ফোর্ক না হওয়া পর্যন্ত গ্যাস ফি কমতেছে না। মানুষ এখন ইথারিয়াম নেটওয়ার্ক বাদ দিয়ে বিকল্প হিসেবে বিএসসি ব্যবহার শুরু করেছে। আমাদের বাউন্টি টোকেনের জন্য সুযোগ থাকলে আমরাও তাই করতাম।
Title: Re: ইথারিয়াম নেটওয়ার্ক আর ভালো লাগেনা।
Post by: raisajahan on April 06, 2021, 04:28:12 PM
আপনার সাথে আমি ও একমত কারন বর্তমান সময়ে ইথারিয়াম নেটওয়ার্ক এর ট্রানজেকশন ফি অনেক বেশি এবং সময় অ অনেক বেশি লাগছে। তাই আমরা যারা ERC-20 ওয়ালেট ব্যবহার করছি তারা দিন দিন ইথারিয়াম নেটওয়ার্ক এর উপর বিরক্ত হয়ে যাচ্ছি। আর এই সমস্যার জন্য মানুষ ইথারিয়াম নেটওয়ার্ক ইউজ থেকে বিরত থাকছে। এই সমষ্যা দ্রুত সমাধান না হলে মার্কেটে এর খারাপ প্রভাব পরবে বলে আমি মনে করি।
Title: Re: ইথারিয়াম নেটওয়ার্ক আর ভালো লাগেনা।
Post by: Review Master on April 06, 2021, 06:30:29 PM
আজকে প্রায় দুই ঘন্টা হয়ে গেছে ২০ ডলারের মত গ্যাস ফি দিলাম, ১২০ জিউয়ি। ট্রানজেকশন করার আগে ইস্টিমেশন টাইম দেখালো মাত্র ৫-৬ মিনিট। ২ ঘন্টা হয়ে গেছে এখনো ট্রানজেকশন কম্পিলিট হয়নি।

খুবই দুঃখ লাগে যখন অতিরিক্ত ট্রান্সজেকশন ফি দেয়ার পরও ট্রান্সজেকশন কনফার্ম হতে সময় লাগে। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কিছু বিষয় নিচে তুলে ধরলাম, যেটি আপনাকে কম ট্রান্সজেকশন ফ্রি প্রদানে সহায়তা করবে এবং খবই দ্রুত ট্রান্সজেকশন করতে সহায়হা করবে।
(১) যদি কারো কম্পিউটার/ল্যাপটপ/ডেস্কটপ থাকে, তাহলে অবশ্যই Brave ব্রাউজারটি ব্যবহার করবেন।
(২) ট্রান্সজেকশনটি বাংলাদেশ সময় সকাল ৯ থেকে দুপুর ২ টার মধ্যে করলে অনেকাংশে কম জিউয়ি ফি লাগে।
(৩) ট্রান্সজেকশন করার সময় আপনারা তিনটি অপশন পাবেন: "Slow" , "Average" ও "Fast" এবং এই তিনটি অপশন থেকে অবশ্যই "Fast" অপশনটি সিলেক্ট করবেন। এখন হয়তো অনেকে বলবেন যে, এই অপশনটি সিলক্ট করলে ফি অনেক বেশি নিবে। তাহলে তাদের জন্য বলব যে, যদি কেউ Brave ব্রাউজারের ইন-বিল্ড "Crypto Wallet" টি ব্যবহার করে যেটি হুবহু MetaMask এর মতো, তাহলে আপনার যেটা ট্রান্সজেকশন ফি দেখাবে, তার অর্ধেক কাটবে। আমি আজকেই ASM টোকেনটি বিক্রি করার জন্য যকন সেন্ড করি, তখন ফি দেখাই ছিল $18, কিন্তু ট্রান্সজেকশন কনফার্ম হওয়ার পর দেখি মাত্র $8 ট্রান্সজেকশন ফি কেটে নিয়েছে। তাই Brave ব্রাউজারের 'Crypto Wallet" টি ব্যবহার করা ভালো হবে।
Title: Re: ইথারিয়াম নেটওয়ার্ক আর ভালো লাগেনা।
Post by: bmr on April 06, 2021, 07:10:02 PM
কিছুই করার নেই। আমরা কিছু টোকেন আছে যেগুলো সেল করতে পারছিনা। অতিরিক্ত গ্যাস ফির কারনে। ছোট এমাউন্ট কিন্তু গ্যাস ফি বেশি। খুবই খারাপ লাগে। এই রকম অবস্থায় আর কত দিন?
Title: Re: ইথারিয়াম নেটওয়ার্ক আর ভালো লাগেনা।
Post by: Centus on April 06, 2021, 09:11:02 PM
বর্তমানে ইথেরিয়াম ওয়ালেট থেকে লেনদেন করতে অনেক দেরি হয়। আরও অতিরিক্ত নেটওয়ার্ক ফি লাগে। যার ফলে আমরা ইউজাররা অনেক ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে বেশিরভাগ প্রজেক্টগুলো অন্যান্য প্লাটফর্মে তৈরি করার চেষ্টা চালাচ্ছে। অন্য প্ল্যাটফর্মের লেনদেনের জন্য ফি অনেক কম। তাই লেনদেনের জন্য সুবিধা। এবং অতি দ্রুত লেনদেন সম্পন্ন হয়।
Title: Re: ইথারিয়াম নেটওয়ার্ক আর ভালো লাগেনা।
Post by: SobujAkash#8 on April 07, 2021, 05:03:56 AM
এ ভাই আপনারা ঠিকই বলেছেন ইথেরিয়াম নেটওয়ার্ক আমার কাছেও ভাল লাগে না। ইথেরিয়াম নেটওয়ার্কে হে যদি কিছু লাভ হয় থাকে তবুও লেনদেন করার সময় সমস্যা দেখা দেয়। ইথেরিয়ামে লেনদেন করার সময় গ্যাস ফ্রী বেশি কাটে। অন্যান্য প্রজেক্টগুলো কম কাটে এবং লেনদেন অসুবিধা হয় তাছাড়া খুব তাড়াতাড়ি সম্পন্ন হয়।
Title: Re: ইথারিয়াম নেটওয়ার্ক আর ভালো লাগেনা।
Post by: Random203 on April 07, 2021, 05:05:21 AM
আপনি ঠিকই বলেছেন, ইথেরিয়াম নেটওয়ার্ক এখন আমাদের সবার গলার কাটা হয়ে দাঁড়িয়েছে।  না পারছি এই নেটওয়ার্ক ছাড়তে, না পারছি এখানে শান্তি মতো থাকতে।  একে তো গ্যাস ফী বেশী, তার উপর আবার ট্রানজেকশন স্পিড  কম।  সব দিক থেকে এটি এখন বিরক্তিকর একটা প্লাটফর্ম।                   
Title: Re: ইথারিয়াম নেটওয়ার্ক আর ভালো লাগেনা।
Post by: Dark Knight on April 07, 2021, 11:35:02 AM
ভাই ভালো না লাগলেও বাধ্য হয়ে করতে হয়। বর্তমানে ইথেরিয়াম প্ল্যাটফর্মের সবচেয়ে বড় সমস্যা হলো অতিরিক্ত ট্রানজেকশন ফি।দেখা গেছে আমরা অনেক সময় 50 থেকে 60 ডলারের মতো দামের কোন টোকেন বিক্রি করলে তার মধ্য থেকে 20 থেকে 25 ডলার ট্রানজেকশন ফি দিতে হচ্ছে।আগে যেখানে 4 থেকে 5 ডলার দেওয়া যেত এখন সেখানে 20 থেকে 25 ডলার দিতে হয়। গ্যাস ফি নেয় ঠিক আছে কিন্তু স্পীড একেবারেই কম। যখন এই সমস্যার সমাধান হবে তখন আমরা সবাই হাফ ছেড়ে বাঁচবো।
Title: Re: ইথারিয়াম নেটওয়ার্ক আর ভালো লাগেনা।
Post by: Phython on April 07, 2021, 01:18:21 PM
ইথেরিয়াম নেটওয়ার্কে হে যদি কিছু লাভ হয় থাকে তবুও লেনদেন করার সময় সমস্যা দেখা দেয়। ইথেরিয়ামে লেনদেন করার সময় গ্যাস ফ্রী বেশি কাটে। অন্যান্য প্রজেক্টগুলো কম কাটে এবং লেনদেন অসুবিধা হয় তাছাড়া খুব তাড়াতাড়ি সম্পন্ন হয়।
Title: Re: ইথারিয়াম নেটওয়ার্ক আর ভালো লাগেনা।
Post by: Angel julian on April 07, 2021, 01:42:33 PM
ইথেরিয়াম নেটওয়ার্ক সম্পর্কে আর কি বলব আমি অনেক বিরক্ত হয়ে গেছি এটি আমার কাছে মোটেও ভালো লাগে না। কারণ তার কারণ কিছু লেনদেন করার জন্য ইথিলেনে গ্যাস ফ্রি অত্যাধিক পরিমাণে কাটে। এজন্য বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কিছুদিন আগে আমি 340 ডলার সেল দেওয়ার জন্য আমার 56 ডলার ইথেরিয়াম এবং অনেক গ্যাস ফ্রি লাগছে। গ্যাস ফি নিচ্ছে তাও ঠিক আছে কিন্তু নেটওয়ার্ক ফ্রি অনেক কম ফলে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
Title: Re: ইথারিয়াম নেটওয়ার্ক আর ভালো লাগেনা।
Post by: saidul2105 on April 08, 2021, 04:04:31 PM
ভাই ইথেরিয়াম প্লাটফর্ম এখন বিরক্তিকর একটা প্লাটফর্ম হয়ে দাড়িয়েছে। এখানে ট্রানজেকশন ফি বেশি নেওয়ার পরেও তাদের ট্রানজেকশন স্পিড অনেক কম। যার ফলে সকল ইউজার এর মনে  ইথেরিয়াম নেটওয়ার্ক ব্যবহারে অনিহা   সৃষ্টি হচ্ছে।  এভাবে চলতে থাকলে ইথেরিয়াম তার জনপ্রিয়তা হারিয়ে ফেলবে।                     
Title: Re: ইথারিয়াম নেটওয়ার্ক আর ভালো লাগেনা।
Post by: bmw1 on April 08, 2021, 05:57:16 PM
হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন কারণ ইথেরিয়াম নেটওয়ার্ক আর কারো ভালো লাগে না তার কারণ হলো যেকোনো টোকেন এক্সচেঞ্জার লিস্ট এ সেন্ড করতে চাইলে ইথেরিয়াম নেটওয়ার্কটি অনেক চায় বিশেষ করে 20 থেকে 25 ডলার। তারপরও যদি সেন্ড করা হয় ট্রান্জাক্শন-এ অনেক সময় লাগে আর বারবার ফেল্ট হয়ে যায় একারণে ইথেরিয়াম নেটওয়ার্ক আর ভালো লাগেনা।
Title: Re: ইথারিয়াম নেটওয়ার্ক আর ভালো লাগেনা।
Post by: Blue_sea on April 08, 2021, 07:57:40 PM
আমিও বেশি কিছুদিন আগে থেকেই এই প্লাটফরমে ট্রানজেকশন সহ সব ধরনের কাজ থকে বিরত আছি। আমার মনে হয় বেশির ভাগ ইউজাররা ঠিক তাই করছে।
Title: Re: ইথারিয়াম নেটওয়ার্ক আর ভালো লাগেনা।
Post by: Rokon5 on April 09, 2021, 04:59:13 AM
সবার একই মতামত যে ইথারিয়াম নেটওয়ার্ক আর ভালো লাগেনা বিকজ ট্টানজেকশ ফি হাই&ট্টানজেকশ কমপ্লিট হতে অনেক সময় লাগে। অনেক ট্টেডার আছে তারা তাদের ব্যালেন্স ট্টানজেকশ করতে পারছে না কারণ ব্যালেন্স ইজ লো বাট ট্টানজেকশ ইজ হাই।
Title: Re: ইথারিয়াম নেটওয়ার্ক আর ভালো লাগেনা।
Post by: Magepai on April 09, 2021, 10:57:47 AM
আসলে ভাই সত্যিই এটা খুবই খারাপ লাগে ইথারিয়াম এত জনপ্রিয়তা অর্জন করেছে কিন্তু ট্রানজেকশন ফ্রী প্রচুর বৃদ্ধি পেয়েছে। এজন্য দেখছি আসলেই ইথিরিয়াম প্লাটফর্ম বাদ দিয়ে বিএসসি প্ল্যাটফর্ম ইউজ করছে। ইথেরিয়াম প্ল্যাটফর্ম ট্রানজেকশন ফ্রি এতটা বৃদ্ধি পাওয়ার জন্য সবাই অন্যান্য পথ বেছে নিয়েছে। আসলে আমরা বাউন্টি যারা করি তাদের জন্য সবচেয়ে বড় সমস্যা হয়েছে।
Title: Re: ইথারিয়াম নেটওয়ার্ক আর ভালো লাগেনা।
Post by: Irfan12@ on April 09, 2021, 11:01:32 AM
আজকে প্রায় দুই ঘন্টা হয়ে গেছে ২০ ডলারের মত গ্যাস ফি দিলাম, ১২০ জিউয়ি। ট্রানজেকশন করার আগে ইস্টিমেশন টাইম দেখালো মাত্র ৫-৬ মিনিট। ২ ঘন্টা হয়ে গেছে এখনো ট্রানজেকশন কম্পিলিট হয়নি। এভাবে এত গ্যাস ফি দিয়ে তাও যদি ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় তাহলে কেমনটা লাগে। ফি দিব আবার এত টাইম লাগলে। আসলে ইথারিয়াম নেটওয়ার্ক এখন গলার কাঁটা হয়ে দাড়িয়েছে। হার্ড ফোর্ক না হওয়া পর্যন্ত গ্যাস ফি কমতেছে না। মানুষ এখন ইথারিয়াম নেটওয়ার্ক বাদ দিয়ে বিকল্প হিসেবে বিএসসি ব্যবহার শুরু করেছে। আমাদের বাউন্টি টোকেনের জন্য সুযোগ থাকলে আমরাও তাই করতাম।
হ্যাঁ বর্তমানে ইথেরিয়াম নেটওয়ার্ক মানুষ পরিবর্তন করে অন্যান্য প্লাটফর্মে চলে যাচ্ছে শুধু অতিরিক্ত গ্যাস ফ্রি এবং ট্রানজেকশন করতে অনেক সময় লাগার জন্য। এভাবে চলতে থাকলে ইথেরিয়াম নেটওয়ার্ক এর জনপ্রিয়তা একেবারে হারিয়ে যাবে। আর হার্ড ফোর্ক হইতে অনেক সময়ের ব্যাপার বলে আমি মনে করি। আমারও আর একটুও ভালো লাগে না এই ইথেরিয়াম নেটওয়ার্কের এই সমস্যা গুলোর জন্য।
Title: Re: ইথারিয়াম নেটওয়ার্ক আর ভালো লাগেনা।
Post by: Angel julian on April 09, 2021, 01:48:55 PM
আমার কাছেও ইথেরিয়াম নেটওয়ার্ক ভালো লাগে না কারন এটি বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি হচ্ছে। ছোট ক্যানসেল দিতে চাইলে অনেক ফি দিতে হয় এভাবে এত গ্যাস ফ্রি দিয়ে তাও যদি ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয় তাহলে। ফ্রী দিব আবার এত টাইম লাগল আসলেই থীরাম নেটওয়ার্ক এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে । আর আমি এই ফর্মে কিছুদিন যাবত কাজ করতেছি আর আমি বিয়ে করি তো আমাদের জন্য ইথেরিয়াম এ নেটওয়ার্ক বড় ধরনের সমস্যা হচ্ছে।
Title: Re: ইথারিয়াম নেটওয়ার্ক আর ভালো লাগেনা।
Post by: Crypto_Somrat on April 09, 2021, 02:05:06 PM
আমার কাছেও ইথেরিয়াম নেটওয়ার্ক ভালো লাগে না কারন এটি বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি হচ্ছে। ছোট ক্যানসেল দিতে চাইলে অনেক ফি দিতে হয় এভাবে এত গ্যাস ফ্রি দিয়ে তাও যদি ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয় তাহলে। ফ্রী দিব আবার এত টাইম লাগল আসলেই থীরাম নেটওয়ার্ক এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে । আর আমি এই ফর্মে কিছুদিন যাবত কাজ করতেছি আর আমি বিয়ে করি তো আমাদের জন্য ইথেরিয়াম এ নেটওয়ার্ক বড় ধরনের সমস্যা হচ্ছে।
অতিরিক্ত গ্যাস ফি হওয়ার কারণে কারো কাছেই ইথেরিয়াম নেটওয়ার্ক এখন ভালো লাগার কথা নয়। খুব গুরুত্বপূর্ণ প্রয়োজনে যখন অতিরিক্ত গ্যাস ফি দিয়েও সঠিক সময়ে ট্রানজেকশন হয় না, তখন আরো বেশি বিরক্তিকর মনে হয়। এই বাজে অবস্থার কারণে অনেকে এখন ইথেরিয়াম নেটওয়ার্ক এর বিকল্প খুঁজছেন।
আর ভাই পোস্ট করার আগে একটু ভালভাবে দেখে পোস্ট করবেন যে, আপনি কী লিখতে চেয়েছেন, আর কি লিখা হয়েছে। বাঙালি হয়ে বাংলা ভাষা লিখতে যদি ভুল হয় তাহলে সেটা দেখতে খুব বাজে দেখায়। আশা করি পরবর্তীতে এই বিষয়টি নজরে রাখবেন।
Title: Re: ইথারিয়াম নেটওয়ার্ক আর ভালো লাগেনা।
Post by: President on April 11, 2021, 07:06:37 AM
ইথেরিয়াম এর নেটওয়ার্ক এটি ভালো লাগেনা কারণ এটি বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি হয়। তবুও বাধ্যতামূলক কাজ করতে হয় তা ছাড়া কোন উপায় নেই। এটা অনেক গ্যাস ফিল্ডে গ্যাস হওয়ার পরেও ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। ইথেরিয়াম এখন সবার গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। আমি এই ফোরামে কিছুদিন ধরে কাজ করছি ইথেরিয়াম এই নেটওয়ার্ক বড় ধরনের সমস্যা হচ্ছে।
Title: Re: ইথারিয়াম নেটওয়ার্ক আর ভালো লাগেনা।
Post by: Markuri33 on April 12, 2021, 03:22:59 AM
আসলে ভাই আপনি ঠিক বলেছেন এরকম ইথিরিয়াম নেটওয়ার্ক ফি হওয়ার জন্য আর ভালো লাগে না একটুও। আসলে বিনান্স স্মার্ট চেইন বর্তমানে সবথেকে বেশি ভালো লাগছে কারণ খুবই কম গ্যাস ফ্রি লাগে। এজন্য কিন্তু ইথেরিয়াম এর প্রাইস তেমনটা বৃদ্ধি পাচ্ছে না। গ্যাস ফি এত বেশি হওয়ার জন্য ইথেরিয়াম প্লাটফর্মে কোন টোকেন বিক্রি করাটা অনেক কষ্ট হয়ে দাঁড়িয়েছে।
Title: Re: ইথারিয়াম নেটওয়ার্ক আর ভালো লাগেনা।
Post by: Damrai5$ on April 18, 2021, 05:20:01 PM
ইথেরিয়াম এর প্রাইস যেটুকু বৃদ্ধি পেয়েছে মোটামুটি ভালো অবস্থা আছে। কিন্তু দেখা গেছে ইথিরিয়াম প্রাইস বৃদ্ধির সাথে ইথেরিয়াম গ্যাস ফি অনেক বৃদ্ধি পেয়েছে। এজন্য ইথেরিয়াম প্ল্যাটফর্মের কোন টোকেন বিক্রি করতে এরকম গ্যাস ফি কারণে ভালো লাগেনা। আমার মনে হয় ইথারিয়াম গ্যাস ফি অবশ্যই কমে আসবে।
Title: Re: ইথারিয়াম নেটওয়ার্ক আর ভালো লাগেনা।
Post by: Azharul on April 19, 2021, 11:47:34 AM
আমরা জানি ক্রিপ্টো জগতের দ্বিতীয় সর্বোচ্চ ডিজিটাল মুদ্রা হলো ইথেরিয়াম।যাকে আমরা ক্রিপ্টো জগতের রানী হিসাবে চিনি।তাই আমরা বলতে পারি যে বর্তমান সময়ে ইথেরিয়াম খুব ভালো অবস্থানে রয়েছে।তবে ইথেরিয়াম এর গ্যাস ফি অনেক বেশি হওয়ার কারণে এর চাহিদা অনেক কমে গেছে এবং এর ট্রানজেকশন ফি বাড়ার কারণে এর জনপ্রিয়তা অনেক কমেছে বলে আমরা মনে করি।
Title: Re: ইথারিয়াম নেটওয়ার্ক আর ভালো লাগেনা।
Post by: Rafiq on April 19, 2021, 08:33:55 PM
ভাই ভালো না লাগলেও বাধ্য হয়ে করতে হয়। বর্তমানে ইথেরিয়াম প্ল্যাটফর্মের সবচেয়ে বড় সমস্যা হলো অতিরিক্ত ট্রানজেকশন ফি।দেখা গেছে আমরা অনেক সময় 50 থেকে 60 ডলারের মতো দামের কোন টোকেন বিক্রি করলে তার মধ্য থেকে 20 থেকে 25 ডলার ট্রানজেকশন ফি দিতে হচ্ছে।আগে যেখানে 4 থেকে 5 ডলার দেওয়া যেত এখন সেখানে 20 থেকে 25 ডলার দিতে হয়। গ্যাস ফি নেয় ঠিক আছে কিন্তু স্পীড একেবারেই কম। যখন এই সমস্যার সমাধান হবে তখন আমরা সবাই হাফ ছেড়ে বাঁচবো।
ভাই ঠিকই বলেছেন, আমরা যারা অনুগ্রহ শিকারি হিসেবে কাজ করি তারা বাধ্য হয়েই এই কষ্ট মেনে নিচ্ছি, বিকল্প কিছু করার নেই আমাদের । আমার মিউতে এমন অনেক টোকেন আছে যে গুলোতে ১০ ডলার , ২০ ডলার ,৩০ ডলার এর মত দাম দেখাচ্ছে কিন্তু সে গুলো এক্সচেঞ্জে নিতে গেলে ট্রানজেকশন ফি লাগে ২০ থেকে ৪৫ ডলার পযর্ন্ত; ফলে সেই সমস্ত টোকেন বিক্রি করা বাদ দিয়ে মিউতে রেখে দিতে হচ্ছে।
Title: Re: ইথারিয়াম নেটওয়ার্ক আর ভালো লাগেনা।
Post by: Angel julian on April 20, 2021, 10:17:08 AM
ইথেরিয়াম নেটওয়ার্ক নিয়ে আর কি বলব এটি নিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন আমিও হয়েছি। কারেন্সি জগতের দ্বিতীয় সর্বোচ্চ ডিজিটাল মুদ্রা হিসেবে আমরা চিনি ইথিরিয়াম কিন্তু এটি বর্তমান সময়ে বিভিন্ন রকমের সমস্যা করছে দেখা যাচ্ছে কিছু ডলার সেল দিতে গেলে অনেকটা ফ্রি দিতে হয় তারপরেও অনেক সময় লাগে ফলে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাই আমাদের কাছে এখন আর ভালো লাগছে না এটি অনেক ভেজালের কারণ হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে বিএনবি অনেকটা ভালো পজিশনে আছে।
Title: Re: ইথারিয়াম নেটওয়ার্ক আর ভালো লাগেনা।
Post by: Md.Nurnobe3483 on April 20, 2021, 10:57:55 AM
বর্তমানে ইথেরিয়াম এর গ্যাস ফ্রি যেভাবে বাড়তে চলেছে তাতে দেখা যায় যে আমাদের লেনদেন করার পক্ষে অনেক বাধাগ্রস্থ হচ্ছে। ইথেরিয়াম এর গ্যাস ফ্রি এভাবে বাড়তে থাকে তাহলে আমাদের লেনদেন করা অসম্ভব হয়ে যাবে। ইথেরিয়াম গ্যাস ফ্রি ডাবল হওয়ার বর্তমানে লেনদেনের সংখ্যা অনেক কমে গিয়েছে। কিন্তু এমন কিছু মানুষ রয়েছে যে তাদের বাধ্য হয়ে ডাবল গ্যাস ফ্রী দিয়ে লেনদেন করতে হচ্ছে। কিন্তু তারপরেও অনেক সময় ব্যয় করতে হচ্ছে। তাই আমরা যারা সবাই কাজ করছি সবারই কাজের মনোযোগী কম রয়েছে।
Title: Re: ইথারিয়াম নেটওয়ার্ক আর ভালো লাগেনা।
Post by: HeartBit143 on April 20, 2021, 11:16:54 AM
ইথেরিয়াম নেটওয়ার্ক এ বর্তমানে গ্যাস ফী অনেক বড় ধরনের সমস্যা হয়ে দাড়িয়েছে।  এই নেটওয়ার্ক কিছু দিন আগেও সকলের কাছে সব চেয়ে জনপ্রিয় একটি প্লাটফর্ম ছিলো।  কিন্তু এখন এর গ্যাস ফী বেশী এবং ট্রানজেকশন স্পিড অনেক কম।  তাই দিন দিন এর জনপ্রিয়তা আগের তুলনায় কমতেছে।                               
Title: Re: ইথারিয়াম নেটওয়ার্ক আর ভালো লাগেনা।
Post by: Goldlife on April 20, 2021, 01:43:46 PM
আপনি একদম ঠিক কথা বলেছেন গতকালকে আমি একটা টোকেন ট্রানস্ফার করতে গিয়ে দেখলাম যে 17 ডলার ফি যাচ্ছে আমার দোকানের মূল্য আছে 40 ডলার যদি আমি 17 ডলার ফি দিয়ে দেই তাহলে আমার কি থাকে তাই আমরা এই পার্ট ফর্ম থেকে বিচ্ছিন্ন হতে ইচ্ছে করতেছে কারণ এত গ্যাস ফির মাধ্যমে যদি আমরা ট্রানস্ফার করতে চান তাহলে আমাদের প্রতি ট্রানজেকশন ফি দিতে দিতেই কেটে যায় আবার উদ্যোগে এক্সচেঞ্জে সেজন্য আমি বলবো যদি ট্রানজেকশন বিয়ে না দেয় সে ক্ষেত্রে কিন্তু বিএসসি কিন্তু ইতিরে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে চলে যাবে তখন আর ইথেরিয়াম ট্রানজেকশন হবেনা সবাই কিন্তু স্মার্ট চিনে রাখবে এবং এটি সবাই ব্যবহার করবে ধন্যবাদ
Title: Re: ইথারিয়াম নেটওয়ার্ক আর ভালো লাগেনা।
Post by: kulkhan on April 20, 2021, 04:54:21 PM
মানুষ দিন দিন ইথারিয়াম নেটওয়ার্ক এর উপর বিরক্ত হয়ে উঠছে এসব কারনে আমার কিছু টোকেন আছে কিন্তু আমি সেগুলো ট্রান্সফার করতে পারছি না ইথারিয়াম নেটওয়ার্ক এর উচ্চ ফির কারনে। এভাবে চলতে থাকলে সবাই ট্রন নেটওয়ার্ক বা বিএসসি নেটওয়ার্ক ব্যবহার শুরু করে দিবে।
Title: Re: ইথারিয়াম নেটওয়ার্ক আর ভালো লাগেনা।
Post by: babu10 on April 20, 2021, 04:57:08 PM
জ্বি ভাই আপনি ঠিকিই বলেছেন এখন ইথারিয়াম ফিল্ড জীবনকে অতীষ্ট করে তুলেছে। একটা ট্রানজেকশান করতে গেলেই সব জমানে কিছু শেষ হয়ে যাচ্ছে কি আর ট্রেড করব তাই খুব তারাতারি হার্ডফর্ক দরকার না হলে আর পারা যাচ্ছেনা। তাছাড়া বিএসসি ফিল্ড ও এখন অনেক সক্রিয় হয়ে গেছে কারন মানুষ যেখানে সুবিধা পাবে সেখানে যাবে আমি নিজেও তাই করার চেষ্টা করছি।
Title: Re: ইথারিয়াম নেটওয়ার্ক আর ভালো লাগেনা।
Post by: Milon626 on April 20, 2021, 06:52:42 PM
ইথেরিয়াম প্লাটফর্ম এর অবস্থা  এখন অনেক খারাপ।  এখানে অতিরিক্ত হারে গ্যাস ফী কেটে নিচ্ছে তবে সে তুলনায় তাদের স্পিড অনেক কম।  ফলে ইউজারদের অনেক সমস্যা হচ্ছে।  আর এই জন্যই এখান অনেক ইউজার ইথেরিয়াম নেটওয়ার্ক ছেড়ে দিচ্ছে।  এখন প্রায় সবাই এই নেটওয়ার্ক এর বিপরীত কিছু চিন্তা করে। দিন দিন ইথেরিয়াম  প্লাটফর্মের জনপ্রিয়তা কমে যাচ্ছে।                                     
Title: Re: ইথারিয়াম নেটওয়ার্ক আর ভালো লাগেনা।
Post by: Afnan on April 20, 2021, 07:52:48 PM
আজকে প্রায় দুই ঘন্টা হয়ে গেছে ২০ ডলারের মত গ্যাস ফি দিলাম, ১২০ জিউয়ি। ট্রানজেকশন করার আগে ইস্টিমেশন টাইম দেখালো মাত্র ৫-৬ মিনিট। ২ ঘন্টা হয়ে গেছে এখনো ট্রানজেকশন কম্পিলিট হয়নি। এভাবে এত গ্যাস ফি দিয়ে তাও যদি ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় তাহলে কেমনটা লাগে। ফি দিব আবার এত টাইম লাগলে। আসলে ইথারিয়াম নেটওয়ার্ক এখন গলার কাঁটা হয়ে দাড়িয়েছে। হার্ড ফোর্ক না হওয়া পর্যন্ত গ্যাস ফি কমতেছে না। মানুষ এখন ইথারিয়াম নেটওয়ার্ক বাদ দিয়ে বিকল্প হিসেবে বিএসসি ব্যবহার শুরু করেছে। আমাদের বাউন্টি টোকেনের জন্য সুযোগ থাকলে আমরাও তাই করতাম।
হ্যাঁ বর্তমানে ইথেরিয়াম নেটওয়ার্ক মানুষ পরিবর্তন করে অন্যান্য প্লাটফর্মে চলে যাচ্ছে শুধু অতিরিক্ত গ্যাস ফ্রি এবং ট্রানজেকশন করতে অনেক সময় লাগার জন্য। এভাবে চলতে থাকলে ইথেরিয়াম নেটওয়ার্ক এর জনপ্রিয়তা একেবারে হারিয়ে যাবে। আর হার্ড ফোর্ক হইতে অনেক সময়ের ব্যাপার বলে আমি মনে করি। আমারও আর একটুও ভালো লাগে না এই ইথেরিয়াম নেটওয়ার্কের এই সমস্যা গুলোর জন্য।
বর্তমানে ইথেরিয়ামের গ্যাস ফি অনেক বেড়ে গেছে। অতিরিক্ত গ্যাস ফি থাকার জন্য আমাদের পক্ষে টাকা উঠানো সম্ভব হচ্ছে না। তারপরও ইথেরিয়াম নেটওয়ার্কও বিভিন্নভাবে সমস্যা করতেছে গ্যাস ফি দেওয়ার পরও ট্রানজেকশন করতে অনেক সময় লেগে যাচ্ছে। এভাবে ইথেরিয়াম নেটওয়ার্কের উপর সবাই বরিং ফিল করতেছে।         
Title: Re: ইথারিয়াম নেটওয়ার্ক আর ভালো লাগেনা।
Post by: Rifan Khan on May 04, 2021, 02:53:44 PM
আমি কিছুদিন আগে ইথারে আমি ওর জন্য অনেক গ্যাস ফ্রি দিয়েছে। আমার আর ইচ্ছে হয় না। আমার মনে হয় ইথারিয়াম এ আমাদের অনেক বেশি গ্যাস কাটে। কেন এত গ্যাস ফ্রি কাটে। সেটা একটু দয়া করে বলবেন।
Title: Re: ইথারিয়াম নেটওয়ার্ক আর ভালো লাগেনা।
Post by: Cz Rock on May 04, 2021, 03:36:43 PM
আজকে প্রায় দুই ঘন্টা হয়ে গেছে ২০ ডলারের মত গ্যাস ফি দিলাম, ১২০ জিউয়ি। ট্রানজেকশন করার আগে ইস্টিমেশন টাইম দেখালো মাত্র ৫-৬ মিনিট। ২ ঘন্টা হয়ে গেছে এখনো ট্রানজেকশন কম্পিলিট হয়নি। এভাবে এত গ্যাস ফি দিয়ে তাও যদি ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় তাহলে কেমনটা লাগে। ফি দিব আবার এত টাইম লাগলে। আসলে ইথারিয়াম নেটওয়ার্ক এখন গলার কাঁটা হয়ে দাড়িয়েছে। হার্ড ফোর্ক না হওয়া পর্যন্ত গ্যাস ফি কমতেছে না। মানুষ এখন ইথারিয়াম নেটওয়ার্ক বাদ দিয়ে বিকল্প হিসেবে বিএসসি ব্যবহার শুরু করেছে। আমাদের বাউন্টি টোকেনের জন্য সুযোগ থাকলে আমরাও তাই করতাম।
আপনার সাথে সহমত। ইথেরিয়াম নেটওয়ার্ক আগের তুলনায় এখন অনেক খারাপ অবস্থানে রয়েছে। দিন যত যাচ্ছে ইথেরিয়াম নেটওয়ার্কের অবস্থা এত খারাপ হচ্ছে। কিছুদিন আগে আমি 37 ডলার ট্রানজেকশন ফি দিয়ে একটি টোকেন এক্সচেঞ্জ করার জন্য এক্সচেঞ্জার সাইটে নিয়ে যায়। প্রায় দু দিন লেগেছিল যেতে। প্রথম দিন দেওয়ার পর অটোমেটিক ভাবে ফেল লেখা উঠে। পরের দিন আবার আমি সেন্ড করি। ঠিক সাত ঘন্টা পরে এটি কমপ্লিট হয়। দিনের-পর-দিন ইথেরিয়াম এর এমন বাজে অবস্থা হচ্ছে আমার মনে হচ্ছে ইথেরিয়াম এর জনপ্রিয়তা ধীরে ধীরে কমে যাবে ট্রানজাকশন এর জন্য।
Title: Re: ইথারিয়াম নেটওয়ার্ক আর ভালো লাগেনা।
Post by: salukhe on May 04, 2021, 03:43:06 PM
বর্তমানে সবচেয়ে বড় একটা সমস্যা হলো ইথেরিয়াম এর গ্যাস ফ্রি। ইথেরিয়াম এর গ্যাস ফ্রি র জন্য আমরা ভালো প্রফিট পাচ্ছি না। আমরা বাউন্টি করে যা টোকেন পাই তার অর্ধেকের বেশি গ্যাস ফ্রি দেয়া লাগে। ইথেরিয়াম এর গ্যাস ফ্রি এখন চরম পর্যায়ে পৌঁছে গেছে। ইথেরিয়াম এর গ্যাস ফ্রী যখন কমবে তখন আমার ভাল প্রফিট পাবো। ইথেরিয়াম এর গ্যাস ফ্রি কমলে সবার জন্যই মঙ্গলময়।
Title: Re: ইথারিয়াম নেটওয়ার্ক আর ভালো লাগেনা।
Post by: Crypto_Somrat on May 04, 2021, 03:51:20 PM
আমি কিছুদিন আগে ইথারে আমি ওর জন্য অনেক গ্যাস ফ্রি দিয়েছে। আমার আর ইচ্ছে হয় না। আমার মনে হয় ইথারিয়াম এ আমাদের অনেক বেশি গ্যাস কাটে। কেন এত গ্যাস ফ্রি কাটে। সেটা একটু দয়া করে বলবেন।

আরে ভাই বলার কিছুই নেই। বেশ কিছু দিন ধরেই ইথেরিয়াম নেটওয়ার্ক এর গ্যাস ফি বেড়ে গিয়েছে। এবং ট্রানজেকশন সিস্টেমটাও দুর্বল মনে হচ্ছে। বিরোক্ত হয়ে গেছি এই বাজে ট্রানজেকশন এবং অতিরিক্ত গ্যাস ফি দিয়ে। আসলে বুঝতেই পারছি না ইথেরিয়াম নেটওয়ার্ক এর পারফরম্যান্স দিন দিন লো কোয়ালিটি হয়ে যাচ্ছে এবং গ্যাস ফিও ক্রমাগত বেড়েই চলেছে। তাই সবাই বিরোক্ত হয়ে বাইনান্স নেটওয়ার্ক ব্যাবহার করতে শুরু করে দিয়েছে। এবং অধিকাংশ ক্রিপ্টো প্রজেক্টও বাইনান্স নেটওয়ার্কে লন্স হচ্ছে। যার কারনে বর্তমানে ইথেরিয়াম নেটওয়ার্ক এর জনপ্রিয়তা হুমকির মুখে।
Title: Re: ইথারিয়াম নেটওয়ার্ক আর ভালো লাগেনা।
Post by: Madmax789 on November 15, 2022, 11:54:44 AM
আমি ও এক মতানুযায়ী বর্তমান সময়ে ইথারিয়াম নেটওয়ার্ক এর ট্রানজ সক্রিয় ফি অনেক বেশি এবং সময় অনেক বেশি। কিন্তু এটি 2022 সালের শেষ দিকে পরিবর্তিত হবে। ইথেরিয়াম আপডেট হবে