Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Mj joy on April 08, 2021, 07:15:37 AM

Title: সিগনেচার বিষয়ে কিছু কথা
Post by: Mj joy on April 08, 2021, 07:15:37 AM
 আমার একটু জানার বিষয়, আমাদের এই ক্রিপ্টোকারেন্সি ফোরামে কিছু সেকশন রয়েছে । সেকশন গুলো হল :

ক্রিপ্টো ডিসকাশন ফোরাম
এলার্টকয়েন টক ফোরাম
ক্রিপ্টোকারেন্সি ইকোসিস্টেম
ক্রিপ্ত প্রজেক্ট
ফেদারড প্রজেক্ট
মার্কেটপ্লেস
ট্রেডিং এন্ড ট্রেডার্স
ফেদার ডিসকাশন
লোকাল বোর্ড
এখন আমার কথা হচ্ছে সিগনেচার এর জন্য এবং ব্যাঙ্ক আপ করার জন্য  আমি কি এইসকল সেকশনে পোস্ট করতে পারবো নাকি শুধু ক্রিপ্টোকারেন্সি ইকোসিস্টেমে পোস্ট করতে হবে যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই বিষয়টি সুন্দরভাবে তুলে ধরবেন। আমি আশা করব এই বিষয়গুলো যদি সবার জানা থাকে তাহলে আমাদের ফোরামে স্পামিং হবে না ধন্যবাদ ।
Title: Re: সিগনেচার বিষয়ে কিছু কথা
Post by: Centus on April 08, 2021, 07:23:07 AM
আপনি সব জায়গায় পোস্ট করতে পারেন। তবে অফটপিকে আলোচনা থেকে বিরত থাকতে হবে। আপনি যদি বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেন এবং সেটা যদি জেনারেল ডিসকাশন হয়, তাহলে বাউন্টি ম্যানেজার সেই পোস্ট অ্যাকসেপ্ট করবে না। আপনাকে সিগনেচার পোস্ট করতে হলে অবশ্যই ক্রিপ্টোকারেন্সি রিলেটেড সেকশনগুলোতে আলোচনা করতে হবে। আর পোস্ট বৃদ্ধি করার জন্য আপনি যে কোন সেকশন এ পোস্ট করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে আবার প্রশ্ন করুন।
Title: Re: সিগনেচার বিষয়ে কিছু কথা
Post by: Malam90 on April 08, 2021, 07:31:15 AM
সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা। (https://www.altcoinstalks.com/index.php?topic=103963.0)
এই টপিকটা মনোযোগ সহকারে পড়ুন। আপনার প্রশ্নের উত্তর সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
আপনি র‌্যাংক আপের জন্য যে কোন সেকশনে কমেন্ট করতে পারেন সমস্যা নেই।
তবে সিগনেচার এর রুলস পড়বেন সেখানে যে যে সেকশনের কাউন্ট হবে বলা আছে সেই সেই সেকশনে কেবল পোস্ট করলে কাউন্ট হবে। সব পোস্ট আবার লোকাল সেকশনে করলে তারা কাউন্ট করবেনা। যেমন বাউন্টি ডিটেকটিভ ৫ টা পোস্ট লোকাল সেকশনে কাউন্ট করে। অর্থাৎ সিগনেচার রুলস অনুযায়ী কমেন্ট করবেন।
Title: Re: সিগনেচার বিষয়ে কিছু কথা
Post by: Mj joy on April 08, 2021, 07:47:32 AM
সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা। (https://www.altcoinstalks.com/index.php?topic=103963.0)
এই টপিকটা মনোযোগ সহকারে পড়ুন। আপনার প্রশ্নের উত্তর সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
আপনি র‌্যাংক আপের জন্য যে কোন সেকশনে কমেন্ট করতে পারেন সমস্যা নেই।
তবে সিগনেচার এর রুলস পড়বেন সেখানে যে যে সেকশনের কাউন্ট হবে বলা আছে সেই সেই সেকশনে কেবল পোস্ট করলে কাউন্ট হবে। সব পোস্ট আবার লোকাল সেকশনে করলে তারা কাউন্ট করবেনা। যেমন বাউন্টি ডিটেকটিভ ৫ টা পোস্ট লোকাল সেকশনে কাউন্ট করে। অর্থাৎ সিগনেচার রুলস অনুযায়ী কমেন্ট করবেন।
সিগনেচার বিষয়ে কিছু কথা এই পোস্টটি আমার এখন পর্যন্ত পড়া হয়নি মালাম যদি পড়া থাকতো  তাহলে হয়তোবা বিষয়টা আমার আগেই জানা থাকতো। তবে আপনি যে আনসার দিয়েছেন সে আনসার পেয়ে আমি বুঝতে পেরেছি। তবে আমার কথা হচ্ছে সকল সিগনেচারয়েই কি এই কথা বলা থাকে যে কোন কোন সেকশনে পোস্ট কাউন্ট করা হবে নাকি কিছু কিছু বাদ থাকে। যদি কিছু কিছু সিগনেচার এগুলো বলা না থাকে  তাহলে ওগুলোতে তো অবশ্যই সব সেকশনে পোস্ট করা যাবে ?
Title: Re: সিগনেচার বিষয়ে কিছু কথা
Post by: Malam90 on April 08, 2021, 07:57:31 AM
সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা। (https://www.altcoinstalks.com/index.php?topic=103963.0)
এই টপিকটা মনোযোগ সহকারে পড়ুন। আপনার প্রশ্নের উত্তর সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
আপনি র‌্যাংক আপের জন্য যে কোন সেকশনে কমেন্ট করতে পারেন সমস্যা নেই।
তবে সিগনেচার এর রুলস পড়বেন সেখানে যে যে সেকশনের কাউন্ট হবে বলা আছে সেই সেই সেকশনে কেবল পোস্ট করলে কাউন্ট হবে। সব পোস্ট আবার লোকাল সেকশনে করলে তারা কাউন্ট করবেনা। যেমন বাউন্টি ডিটেকটিভ ৫ টা পোস্ট লোকাল সেকশনে কাউন্ট করে। অর্থাৎ সিগনেচার রুলস অনুযায়ী কমেন্ট করবেন।
সিগনেচার বিষয়ে কিছু কথা এই পোস্টটি আমার এখন পর্যন্ত পড়া হয়নি মালাম যদি পড়া থাকতো  তাহলে হয়তোবা বিষয়টা আমার আগেই জানা থাকতো। তবে আপনি যে আনসার দিয়েছেন সে আনসার পেয়ে আমি বুঝতে পেরেছি। তবে আমার কথা হচ্ছে সকল সিগনেচারয়েই কি এই কথা বলা থাকে যে কোন কোন সেকশনে পোস্ট কাউন্ট করা হবে নাকি কিছু কিছু বাদ থাকে। যদি কিছু কিছু সিগনেচার এগুলো বলা না থাকে  তাহলে ওগুলোতে তো অবশ্যই সব সেকশনে পোস্ট করা যাবে ?

আপনি আগে একটা সিগনেচার বাউন্টি লিংক এখানে দিন। আমি বলে দিচ্ছি সেখানে কি কি নিয়ম আছে। সেই অনুযায়ী কমেন্ট করতে হবে তাহলে স্টেকস পাবেন। ধরুন বলা হয়েছে যে আপনি লোকালে ৫টা পর্যন্ত পোস্ট কাউন্ট হবে। তার বেশি কাউন্ট হবেনা। তাহলে মোট যদি ১৫ টা কমেন্টস করতে বলে তাহলে বাকি ১০ টা ইংরেজি সেকশনে করবেন। তবে যদি বলা থাকে যে অমুক সেকশনে করতে হবে তাহলে সেখানে করতে হবে, যদি কিছুই বলা না থাকে তাহলে যে সেকশনে করবেন সেটা কাউন্ট হবে। এক কথায় রুলস পড়বেন ভালো করে।
Title: Re: সিগনেচার বিষয়ে কিছু কথা
Post by: babu10 on April 08, 2021, 08:00:47 AM
সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা। (https://www.altcoinstalks.com/index.php?topic=103963.0)
এই টপিকটা মনোযোগ সহকারে পড়ুন। আপনার প্রশ্নের উত্তর সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
আপনি র‌্যাংক আপের জন্য যে কোন সেকশনে কমেন্ট করতে পারেন সমস্যা নেই।
তবে সিগনেচার এর রুলস পড়বেন সেখানে যে যে সেকশনের কাউন্ট হবে বলা আছে সেই সেই সেকশনে কেবল পোস্ট করলে কাউন্ট হবে। সব পোস্ট আবার লোকাল সেকশনে করলে তারা কাউন্ট করবেনা। যেমন বাউন্টি ডিটেকটিভ ৫ টা পোস্ট লোকাল সেকশনে কাউন্ট করে। অর্থাৎ সিগনেচার রুলস অনুযায়ী কমেন্ট করবেন।
সিগনেচার বিষয়ে কিছু কথা এই পোস্টটি আমার এখন পর্যন্ত পড়া হয়নি মালাম যদি পড়া থাকতো  তাহলে হয়তোবা বিষয়টা আমার আগেই জানা থাকতো। তবে আপনি যে আনসার দিয়েছেন সে আনসার পেয়ে আমি বুঝতে পেরেছি। তবে আমার কথা হচ্ছে সকল সিগনেচারয়েই কি এই কথা বলা থাকে যে কোন কোন সেকশনে পোস্ট কাউন্ট করা হবে নাকি কিছু কিছু বাদ থাকে। যদি কিছু কিছু সিগনেচার এগুলো বলা না থাকে  তাহলে ওগুলোতে তো অবশ্যই সব সেকশনে পোস্ট করা যাবে ?

সকল সিগনেচার এ সবসময় বলা হয়ে থাকে আপনি কোন জায়গায় পোষ্ট করতে পারবেন আর কোন জায়গায় পারবেননা তার বাহিরে আপনি পোষ্ট করলে কাউন্ট করবেনা এটা পরিষ্কার কথা। এখন যদি বলা না থাকে তবে আপনি অফ টপিক ছাড়া যেকোন জায়গায় পোষ্ট করতে পারবেন সেক্ষত্রে লোকাল বোর্ড এ সাধারণত ৩-৫টার বেশী কাউন্ট করেনা। তাই সবচেয়ে ভালো যদি কোন কিছু বলা না থাকে তবে টেলিগ্রাম এ জিনিসটা পরিষ্কার করে নিবেন ম্যানেজার থেকে।
Title: Re: সিগনেচার বিষয়ে কিছু কথা
Post by: Dark Knight on April 08, 2021, 08:07:13 AM
আমার একটু জানার বিষয়, আমাদের এই ক্রিপ্টোকারেন্সি ফোরামে কিছু সেকশন রয়েছে । সেকশন গুলো হল :

ক্রিপ্টো ডিসকাশন ফোরাম
এলার্টকয়েন টক ফোরাম
ক্রিপ্টোকারেন্সি ইকোসিস্টেম
ক্রিপ্ত প্রজেক্ট
ফেদারড প্রজেক্ট
মার্কেটপ্লেস
ট্রেডিং এন্ড ট্রেডার্স
ফেদার ডিসকাশন
লোকাল বোর্ড
এখন আমার কথা হচ্ছে সিগনেচার এর জন্য এবং ব্যাঙ্ক আপ করার জন্য  আমি কি এইসকল সেকশনে পোস্ট করতে পারবো নাকি শুধু ক্রিপ্টোকারেন্সি ইকোসিস্টেমে পোস্ট করতে হবে যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই বিষয়টি সুন্দরভাবে তুলে ধরবেন। আমি আশা করব এই বিষয়গুলো যদি সবার জানা থাকে তাহলে আমাদের ফোরামে স্পামিং হবে না ধন্যবাদ ।
আপনি যদি কোন বাউন্টি প্রোজেক্টের সিগনেচার ক্যাম্পেইনে যুক্ত হতে চান তাহলে আপনার সর্বনিম্ন ফুল মেম্বার রেংকদারী আইডি থাকতে হবে।আপনি যে প্রজেক্টে সিগনেচারে যুক্ত হবেন সেখানে সিগনেচার এর কোড দেওয়া থাকবে সেই কোড আপনার প্রোফাইলে এবং অ্যাভাটার আপনার প্রোফাইলে সেট করতে হবে। আর আপনাকে সপ্তাহে 15 টা পোস্ট করতে হবে। তার মধ্যে দশটা গ্লোবাল বোর্ড এ এবং বাকি পাঁচটা লোকাল বোর্ডে করলেও চলবে।
Title: Re: সিগনেচার বিষয়ে কিছু কথা
Post by: Markuri33 on April 08, 2021, 09:02:13 AM
আমরা যখন সিগনেচার ক্যাম্পেইনে এড হব তখন খেয়াল করতে হবে কি কি রুলস রয়েছে সে রুলস অনুযায়ী আপনাকে পোস্ট করতে হবে। বেশিরভাগ সিগনেচার ক্যাম্পেইনে দেখেছি লোকাল বোর্ডের পাঁচটি পোস্ট দেওয়া যায় এবং গ্লোবাল সেকশনে দশটি করে পোস্ট দিতে বলে। এবং আমরা যে পোস্টগুলো করব অবশ্যই সেই পোস্টগুলা ধরন ভালো হতে হবে।
Title: Re: সিগনেচার বিষয়ে কিছু কথা
Post by: Riddi on April 08, 2021, 09:34:05 AM
সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা। (https://www.altcoinstalks.com/index.php?topic=103963.0)
এই টপিকটা মনোযোগ সহকারে পড়ুন। আপনার প্রশ্নের উত্তর সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
আপনি র‌্যাংক আপের জন্য যে কোন সেকশনে কমেন্ট করতে পারেন সমস্যা নেই।
তবে সিগনেচার এর রুলস পড়বেন সেখানে যে যে সেকশনের কাউন্ট হবে বলা আছে সেই সেই সেকশনে কেবল পোস্ট করলে কাউন্ট হবে। সব পোস্ট আবার লোকাল সেকশনে করলে তারা কাউন্ট করবেনা। যেমন বাউন্টি ডিটেকটিভ ৫ টা পোস্ট লোকাল সেকশনে কাউন্ট করে। অর্থাৎ সিগনেচার রুলস অনুযায়ী কমেন্ট করবেন।

অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক যে সিগনেচার ক্যাম্পেইনে কাজ করতে চাইলে। যে সেকশনগুলোতে পোস্ট করতে হবে । এই বিষয়ে আপনার সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা এই পোস্টটি থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারলাম। সিগনেচার হলো একটি কোম্পানির লোগো বহন করা । সিগনেচার এর মাধ্যমে সেই কোম্পানির প্রচার হয়ে থাকে। সিগনেচার সম্পর্কে বিস্তারিত জানতে পেরে আমার জ্ঞানের পরিধি আরো অনেক বৃদ্ধি পেল।
Title: Re: সিগনেচার বিষয়ে কিছু কথা
Post by: Niloy on April 08, 2021, 11:01:32 AM
সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা। (https://www.altcoinstalks.com/index.php?topic=103963.0)
এই টপিকটা মনোযোগ সহকারে পড়ুন। আপনার প্রশ্নের উত্তর সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
আপনি র‌্যাংক আপের জন্য যে কোন সেকশনে কমেন্ট করতে পারেন সমস্যা নেই।
তবে সিগনেচার এর রুলস পড়বেন সেখানে যে যে সেকশনের কাউন্ট হবে বলা আছে সেই সেই সেকশনে কেবল পোস্ট করলে কাউন্ট হবে। সব পোস্ট আবার লোকাল সেকশনে করলে তারা কাউন্ট করবেনা। যেমন বাউন্টি ডিটেকটিভ ৫ টা পোস্ট লোকাল সেকশনে কাউন্ট করে। অর্থাৎ সিগনেচার রুলস অনুযায়ী কমেন্ট করবেন।
Malam90 ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার তৈরি করা ট্রপিক "সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা" এই টপিকের পোস্টটি পড়ে আমি সিগনেচার সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারলাম। আমরা যারা ফোরামে কাজ করি কমবেশি সবাই মেম্বার  থেকে শুরু করে সিনিয়র মেম্বার বা লিজেন্ডারি মেম্বার সবাই সিগনেচার করে থাকি। কিন্তু এই সিগনেচার বিষয়টা নিয়ে আমার এত ভাল ধারনা ছিল না। তবে আপনার পোস্টটি পড়ে সিগনেচার বিষয়টি নিয়ে অনেক বিস্তারিত তথ্য গুলো জানতে পারলাম।
Title: Re: সিগনেচার বিষয়ে কিছু কথা
Post by: Angel julian on April 08, 2021, 01:35:05 PM
আসসালামুয়ালাইকুম সিগনেচার বিষয়ে আমার অনেক কিছু জানার আছে। হমে দুই থেকে তিন মাস ধরে কাজ করতেছি। আমি কিছুদিন যাবত বাউন্টি করতেছি কিন্তু আমার সিগনেচার করার খুব ইচ্ছা। কেমন করে সিগনেচার করে এবং এটি করতে কি কি রুলস মানতে হবে আমার এ বিষয়ে জানা খুব জরুরী। আমি সিগনেচার এ কাজ করতে চাই।
Title: Re: সিগনেচার বিষয়ে কিছু কথা
Post by: bmw1 on April 08, 2021, 05:44:27 PM
সিগনেচার ক্যাম্পিং হলো বাউন্টি এর মধ্য একটি অন্যতম ক্যাম্পেইন। এ ক্যাম্পেইনে জয়েন্ট করতে হলে সর্বনিম্ন মেম্বার হতে হবে কারণ জুনিয়র এর মেম্বার ওর জায়গায় এখন আর দেওয়া হয় না। এই কারণে সিগনেচার ক্যাম্পেইনে তাই সর্বনিম্ন মেম্বার হতে হবে। সিগনেচার এ ক্যাম্পেইন এর মেম্বার, ফুল মেম্বার, সিনিয়র মেম্বার, হিরো মেম্বার, লেজেন্ডারি এইগুলার কোড দেওয়া থাকে এবং এভাটর দেওয়া থাকে সেগুলা প্রোফাইলে গিয়ে সেভ করতে হয় এবং তারপর প্রত্যেক সপ্তাহ মোট 15 টি পোস্ট করতে হয়,  সপ্তাহে সর্বনিম্ন তিন দিন পোস্ট করতে হয়। দশটা পোস্ট গ্লোবাল ফোরামে এবং বাকি পাঁচটা লোকাল বোর্ডে পোস্ট করলেই হবে। তারপরে বিনিময় কিছু স্টিক দেওয়া হয়।
Title: Re: সিগনেচার বিষয়ে কিছু কথা
Post by: Mj joy on April 08, 2021, 07:17:40 PM
আসসালামুয়ালাইকুম সিগনেচার বিষয়ে আমার অনেক কিছু জানার আছে। হমে দুই থেকে তিন মাস ধরে কাজ করতেছি। আমি কিছুদিন যাবত বাউন্টি করতেছি কিন্তু আমার সিগনেচার করার খুব ইচ্ছা। কেমন করে সিগনেচার করে এবং এটি করতে কি কি রুলস মানতে হবে আমার এ বিষয়ে জানা খুব জরুরী। আমি সিগনেচার এ কাজ করতে চাই।
ভাই আপনি সিগনেচার করতে চাইলে আপনাকে প্রথমত বাউন্টি সেকশনের সিগনেচার ক্যাম্পেইনে গিয়ে সিগনেচার ক্যাম্পেইনে রুলস গুলো ভালভাবে পড়তে হবে এবং সেগুলো সুন্দর ভাবে বুঝে নিতে হবে কি কি চেয়েছে তারা । তারা যে এবেটার  দিয়ে থাকে সেটা আপনার প্রোফাইলে সেভ করতে হবে এবং প্রত্যেক পদের জন্য কোড নাম্বার দেওয়া থাকে যে আর মেম্বার, মেম্বার, সিনিয়র মেম্বার  হিরো  মেম্বার লিজেন্ডারি সেই কোডগুলো ফিলাপ করতে হবে তারপর আপনি এড হতে পারবেন আর যে যে সেকশনে তারা পোস্ট করতে বলবে সেই সেই সেকশনে গিয়ে পোস্ট করবেন মোটকথা রুলস গুলো ভালোভাবে পড়ল এবং বুঝলে অবশ্যই আপনি কাজ করতে পারবেন ধন্যবাদ ।
Title: Re: সিগনেচার বিষয়ে কিছু কথা
Post by: Mist Joya on April 08, 2021, 07:23:23 PM
সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা। (https://www.altcoinstalks.com/index.php?topic=103963.0)
এই টপিকটা মনোযোগ সহকারে পড়ুন। আপনার প্রশ্নের উত্তর সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
আপনি র‌্যাংক আপের জন্য যে কোন সেকশনে কমেন্ট করতে পারেন সমস্যা নেই।
তবে সিগনেচার এর রুলস পড়বেন সেখানে যে যে সেকশনের কাউন্ট হবে বলা আছে সেই সেই সেকশনে কেবল পোস্ট করলে কাউন্ট হবে। সব পোস্ট আবার লোকাল সেকশনে করলে তারা কাউন্ট করবেনা। যেমন বাউন্টি ডিটেকটিভ ৫ টা পোস্ট লোকাল সেকশনে কাউন্ট করে। অর্থাৎ সিগনেচার রুলস অনুযায়ী কমেন্ট করবেন।
প্রথমত mj জয়  ভাইয়াকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটি পোস্ট তৈরী করার জন্য তারপর মালাম ভাই আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনি পোস্টে রিপ্লাই টা খুব সুন্দর ভাবে দিয়েছেন কারণ হচ্ছে সিগনেচার সম্পর্কে আমার কিছু ডাউট ছিল কিন্তু সেগুলো আপনার পোস্ট পড়ার পরে সব ক্লিয়ার হতে পেরেছি । মোটকথা আমাদের সিগনেচার ক্যাম্পেইনে রুলস গুলো ভালোভাবে পড়লে অবশ্যই আমরা এটা সুন্দরভাবে বুঝতে পারব যে কোন কোন সেকশনে পোস্ট করা যাবে কোন কোন সেকশনে পোস্ট করা যাবে না ।
Title: Re: সিগনেচার বিষয়ে কিছু কথা
Post by: Farhana on April 08, 2021, 07:34:22 PM
আপনি রুলসের বাইরে তো কিছুই করতে পারবেন না ভাই, রুলস অনুযায়ী সিগনেচারের পোস্ট করতে হবে, যেমন দেখুন এফ আর এক্স চ্যাপ্টার-৩ তে বলেছে ম্যাক্স ১০ লোকাল পোস্ট উইল বি কাউন্টেড, এবং বলেছে পাবলিশ মিনিমাম ১৬ কন্সট্রাক্টিভ পোস্ট উইকলি। সুতরাং বোঝা যাচ্ছে লোকাল বোর্ডে ১০ টি আর ইংরেজি যে কোন বোর্ডে নুন্যতম ৬ টি। তাই রুলস পড়ে সেই হিসেবে সিগনেচারের পোস্ট করতে হবে।
Title: Re: সিগনেচার বিষয়ে কিছু কথা
Post by: Nusrat on April 08, 2021, 07:50:26 PM
ধন্যবাদ সিনিয়র ভাইদের সিগনেচার সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য। সিনিয়র ভাইরা আপনারা এভাবে যদি আমাদের মত জুনিয়রদের হেল্প করেন তাহলে আমরা কোন কাজে আটকে থাকবে না। সব বিষয়েই আপনারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন আশা করি। আবারো ধন্যবাদ জানাচ্ছি সকল সিনিয়র ভাইয়াদের।
Title: Re: সিগনেচার বিষয়ে কিছু কথা
Post by: Password on April 09, 2021, 12:14:09 PM
আপনি একটি খুব গুরুত্বপূর্ণ টপিক তৈরি করেছেন ফোরামে অনেক সিনিয়র মেম্বার রয়েছে যারা সিনিয়র মেম্বার হয়েও সিগনেচার ক্যাম্পেইন করে কোন সেকশনে পোস্ট করতে হয় তা পরিপূর্ণ ভাবে জানতে পারেনি। যারা এই টপিক লক্ষ্য করে সিনিয়র ভাইদের পোস্ট গুলো ভালোভাবে বুঝে নেবে তাহলে হয়তো বুঝতে পারবে যে সিগনেচার ক্যাম্পেইন করলে কোথায় পোস্ট করতে হয়। অনেক ধন্যবাদ সিনিয়র ভাই আপনাকে এরকম একটি মূল্যবান টপিক তৈরি করার জন্য।
Title: Re: সিগনেচার বিষয়ে কিছু কথা
Post by: Angel julian on April 09, 2021, 01:19:42 PM
আসসালামু আলাইকুম আমি তিন মাস যাবত বাউন্টি করতেছি। বান্টি করে মোটামুটি ভালই প্রেমেন্ট পেয়েছি। সিগনেচার করার আমার খুব ইচ্ছা। কিভাবে সিগনেচার করে সে সম্পর্কে আমার জানার খুব ইচ্ছা। কি কি কাজ করলে সিগনেচার কাজ করা যায় সে সম্পর্কে আমার জানার খুব ইচ্ছা তবে করে সিনিয়র বড় ভাইরা আমাকে জানিয়ে যাবেন।
Title: Re: সিগনেচার বিষয়ে কিছু কথা
Post by: Crypto_Somrat on April 09, 2021, 02:16:24 PM
আমার একটু জানার বিষয়, আমাদের এই ক্রিপ্টোকারেন্সি ফোরামে কিছু সেকশন রয়েছে । সেকশন গুলো হল :

ক্রিপ্টো ডিসকাশন ফোরাম
এলার্টকয়েন টক ফোরাম
ক্রিপ্টোকারেন্সি ইকোসিস্টেম
ক্রিপ্ত প্রজেক্ট
ফেদারড প্রজেক্ট
মার্কেটপ্লেস
ট্রেডিং এন্ড ট্রেডার্স
ফেদার ডিসকাশন
লোকাল বোর্ড
এখন আমার কথা হচ্ছে সিগনেচার এর জন্য এবং ব্যাঙ্ক আপ করার জন্য  আমি কি এইসকল সেকশনে পোস্ট করতে পারবো নাকি শুধু ক্রিপ্টোকারেন্সি ইকোসিস্টেমে পোস্ট করতে হবে যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই বিষয়টি সুন্দরভাবে তুলে ধরবেন। আমি আশা করব এই বিষয়গুলো যদি সবার জানা থাকে তাহলে আমাদের ফোরামে স্পামিং হবে না ধন্যবাদ ।
আপনি খেয়াল করে দেখবেন, বেশিরভাগ সিগনেচার ক্যাম্পেইনে আপনাকে গ্লোবাল সেকশনে পোস্ট করতে হবে অর্থাৎ আপনার লোকাল বোর্ড বাদ দিয়ে আপনি ইংরেজি যে কোন সেকশনে পোস্ট করতে পারবেন। কিন্তু তাই বলে পুরনো অফটপিকে আলোচনা করবেন না এটা রুলস বিরোধী। তাছাড়া কিছু কিছু সিগনেচার ক্যাম্পেইন রয়েছে সেগুলোতে আপনি আপনার লোকাল বোর্ডে দশটা পর্যন্ত পোস্ট করার অনুমতি পাবেন আর বাকি পাঁচটা আপনাকে গ্লোবাল এ পোস্ট করতে হবে। আর রেঙ্ক আপ করার জন্য আপনি যে কোন সেকশনে ভালো মানসম্মত পোস্ট করতে পারেন।
Title: Re: সিগনেচার বিষয়ে কিছু কথা
Post by: raisajahan on April 09, 2021, 03:07:53 PM
সিগনেচার করার জন্য আপনাকে সর্বপ্রথম সিগনেচার রুলস পরতে হবে। সেখানে তারা বলে দিবে দিনে কয়টি পোস্ট করতে হবে এবং তারা সপ্তাহে সর্বনিম্ন কয়েকটি দিন কাউন্ট করবে এবং সপ্তাহে সর্বমোট কয়টি পোস্ট কাউন্ট করবে। তারা আর ও বলে দিবে কোন কোন সেকশান এ কমেন্ট করলে তারা সে পোস্ট কাউন্ট করবে। এছাড়াও তারা সর্বনিম্ন কত ক্যারেক্টর এর পোস্ট করতে হবে সেটাও বলে দিবে। এই বিষয় গুলো ফলো করলে আপনি সিগনেচার এর স্টেক পাবেন আশা করি। তবে তারা লোকাল বোর্ড এ সিমিত সংখ্যক পোস্ট কাউন্ট করে। এই সব বিষয় বিবেচনায় রেখে পোস্ট করতে হবে।
Title: Re: সিগনেচার বিষয়ে কিছু কথা
Post by: Random203 on April 09, 2021, 04:45:24 PM
সিগনেচার করার ক্ষেত্রে আপনাকে বাউন্টি টিম ম্যানেজমেন্ট এর দেওয়া সিগনেচার রুলস মেনে কাজ করতে হবে। হতে পারে আপনার জয়েন হওয়া সিগনেচারে পাচটি লোকাল ও দশটি গ্লোবাল সেকশনের পোস্ট কাউন্ট করতে পারে।  আবার সব গুলোই গ্লোবালও চাইতে পারে।  নিদিষ্ট করে যদি কোন সেকশন উল্লেখ না থাকে তবে আপনি সব জায়গায়ই পোস্ট করতে পারবেন।                           
Title: Re: সিগনেচার বিষয়ে কিছু কথা
Post by: Magepai on April 10, 2021, 09:41:26 AM
সিগনেচার করতে হলে আপনাকে অবশ্যই সিগনেচার এর সকল রোজ গুলো ফলো করতে হবে। সেখানে প্রত্যেক সপ্তাহে কয়টি করে পোস্ট দিতে বলে প্রবাল সেকশনে কয়টি পোস্ট দেওয়া যাবে এবং কি লোকাল সেকশনে কয়টি দেওয়া যাবে। সে বিষয়ে আপনাকে জানতে হবে তা না হলে কিন্তু আপনি যদি শুধু লোকাল বোর্ডে দেন তাহলে আপনি সিগনেচার করাটা বৃথা হবে। জন্য আপনাকে অবশ্যই রুলস গুলো ফলো করতে হবে আপনি নিজে নিজেই বুঝতে পারবেন কিভাবে করতে হবে।
Title: Re: সিগনেচার বিষয়ে কিছু কথা
Post by: saidul2105 on April 10, 2021, 11:11:04 AM
সিগনেচারের ক্ষেত্রে আপনি কোথায় পোস্ট করবেন সেইটা তো নির্ভর করে ওই  সিগনেচারের রুলস এর উপর। রুলস এ আপনাকে যে নির্দেশনা দেওয়া হবে, আপনাকে নেই রুলস মোতাবেকই পোস্ট করতে হবে। লোকাল ও গ্লোবাল   সেকশনে পোস্ট করতে বলা হলে আপনার নিদিষ্ট পরিমান লোকাল পোস্ট কাউন্ট হবে এবং বাকি গুলো গ্লোবাল সেকশনের পোস্ট কাউন্ট হবে।                       
Title: Re: সিগনেচার বিষয়ে কিছু কথা
Post by: President on April 11, 2021, 07:34:05 AM
আপনি সিগনেচারে কোথায় পোস্ট করবেন সেটা তো নির্ভর করে ওই সিগনেচার এর রুলস এর উপর। রুলস আপনাকে যে নির্দেশনা দেয়া হবে আপনাকে সেই রুলস মোতাবেক পোস্ট করতে হবে। লোকাল ও গ্লোবাল সেকশনে পোস্ট করতে বলা হলে আপনার নির্দিষ্ট লোকাল পোস্ট কাউন্ট হবে এবং বাকিগুলো গলবাল সেকশনে পোস্ট কাউন্ট হবে।
Title: Re: সিগনেচার বিষয়ে কিছু কথা
Post by: sohel10 on April 11, 2021, 08:42:05 AM
সিগনেচার বিষয় নিয়ে আমি কিছু জানি না এ সম্পর্কে কেউ আমাকে একটু ধারনা দিলে আমার উপকার হত।
Title: Re: সিগনেচার বিষয়ে কিছু কথা
Post by: Angel julian on April 11, 2021, 10:17:35 AM
আসসালামু আলাইকুম সিগনেচার বিষয়ে আমার অনেক কিছু জানার আছে। আমি এই ফর্মে নতুন কাজ করতেছি। সিগনেচার সম্পর্কে তেমন আমার ধারনা নেই আমি কিছুদিন যাবৎ বাহনটি তো কাজ করতেছি কিন্তু এখন আমার সিগনেচার শেখার খুব ইচ্ছা এবং আমি সিগনেচার কাজ করতে চাই কি কি কাজ করলে আমি কাজ করতে পারব কি কি রুলস মানতে হবে তাই সকল সিনিয়র বড় ভাইদের কাছে অনুরোধ আমাকে জানিয়ে যাবেন।
Title: Re: সিগনেচার বিষয়ে কিছু কথা
Post by: Rice Daddy on April 11, 2021, 11:39:27 AM
সিগনেচার কিভাবে করতে হয় সেই সম্পর্কে আমার কোন ধারণা নেই ।যদি গ্রুপের সিনিয়র ভাইরা সিগনেচার সম্পর্কে আমাকে বোঝাতো তাহলে আমার জন্য অনেক সহজ হতো ।কেননা আমি এই গ্রুপে নতুন জয়েন করেছি ।তাই সিগনেচার কিভাবে করতে হয় সে সম্পর্কে যদি সিনিয়র ভাইরা আমাকে একটু হেল্প করত তাহলে আমার জন্য সিগনেচার করাটা অনেক সহজ হতো।
Title: Re: সিগনেচার বিষয়ে কিছু কথা
Post by: Mj joy on April 15, 2021, 08:36:44 AM
আমার একটু জানার বিষয়, আমাদের এই ক্রিপ্টোকারেন্সি ফোরামে কিছু সেকশন রয়েছে । সেকশন গুলো হল :

ক্রিপ্টো ডিসকাশন ফোরাম
এলার্টকয়েন টক ফোরাম
ক্রিপ্টোকারেন্সি ইকোসিস্টেম
ক্রিপ্ত প্রজেক্ট
ফেদারড প্রজেক্ট
মার্কেটপ্লেস
ট্রেডিং এন্ড ট্রেডার্স
ফেদার ডিসকাশন
লোকাল বোর্ড
এখন আমার কথা হচ্ছে সিগনেচার এর জন্য এবং ব্যাঙ্ক আপ করার জন্য  আমি কি এইসকল সেকশনে পোস্ট করতে পারবো নাকি শুধু ক্রিপ্টোকারেন্সি ইকোসিস্টেমে পোস্ট করতে হবে যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই বিষয়টি সুন্দরভাবে তুলে ধরবেন। আমি আশা করব এই বিষয়গুলো যদি সবার জানা থাকে তাহলে আমাদের ফোরামে স্পামিং হবে না ধন্যবাদ ।
আপনি যদি কোন বাউন্টি প্রোজেক্টের সিগনেচার ক্যাম্পেইনে যুক্ত হতে চান তাহলে আপনার সর্বনিম্ন ফুল মেম্বার রেংকদারী আইডি থাকতে হবে।আপনি যে প্রজেক্টে সিগনেচারে যুক্ত হবেন সেখানে সিগনেচার এর কোড দেওয়া থাকবে সেই কোড আপনার প্রোফাইলে এবং অ্যাভাটার আপনার প্রোফাইলে সেট করতে হবে। আর আপনাকে সপ্তাহে 15 টা পোস্ট করতে হবে। তার মধ্যে দশটা গ্লোবাল বোর্ড এ এবং বাকি পাঁচটা লোকাল বোর্ডে করলেও চলবে।
ভাই আমি যে টপিকটি তৈরি করেছিস এই টপিকে সিগনেচার ক্যাম্পেইনে জয়েন হওয়ার টপিক নয় আমি বলেছি সিগনেচার ক্যাম্পেইনে জয়েন হবার পর কোন কোন সেকশনে আমি পোস্ট করলে পোষ্ট কাউন্ট হবে এবং কোন কোন সেকশনে পোস্ট করা যাবে না সেটা তুলে ধরেছি । আপনি আগে ভালোভাবে পোস্ট পড়ুন এবং বুঝুন  তারপর দয়া করে সুন্দরভাবে পোষ্ট করুন ধন্যবাদ ।
Title: Re: সিগনেচার বিষয়ে কিছু কথা
Post by: bmw1 on April 15, 2021, 05:31:59 PM
সিগনেচার ক্যাম্পেইন করতে হলে আপনাকে সর্ব নিম্ন যে আর মেম্বার হতে হবে তাহলে আপনি  সিগনেচার ক্যাম্পেইন এ জয়েন হতে পারবেন। তাছাড়া আপনি যান হতে পারবেন না, সিগনেচার ক্যাম্পেইন মূলত একটা বাউন্টি প্রচারের জন্য কাজ করা হয়। সিগনেচার ক্যাম্পেইনে jr.membe, member,full.membe, sr.membe, hero.membe, এর জন্য আলাদা আলাদা কোড দেওয়া থাকে। যে রেংকে থাকবেন তাঁর সেই রেংকের কোড নিয়ে প্রোফাইলে সেভ করতে হবে। তারপর বান্টির এভাটর সেভ করতে হবে। তারপরে সব প্রায় 15 টি পোস্ট করতে হবে, দশটা পোস্ট লোকাল বোর্ডে আর বাকি পাঁচটা পোস্ট গলবাল ফোরামে করতে হবে।
Title: Re: সিগনেচার বিষয়ে কিছু কথা
Post by: Crypto_Somrat on April 16, 2021, 07:01:12 AM
আমার একটু জানার বিষয়, আমাদের এই ক্রিপ্টোকারেন্সি ফোরামে কিছু সেকশন রয়েছে । সেকশন গুলো হল :

ক্রিপ্টো ডিসকাশন ফোরাম
এলার্টকয়েন টক ফোরাম
ক্রিপ্টোকারেন্সি ইকোসিস্টেম
ক্রিপ্ত প্রজেক্ট
ফেদারড প্রজেক্ট
মার্কেটপ্লেস
ট্রেডিং এন্ড ট্রেডার্স
ফেদার ডিসকাশন
লোকাল বোর্ড
এখন আমার কথা হচ্ছে সিগনেচার এর জন্য এবং ব্যাঙ্ক আপ করার জন্য  আমি কি এইসকল সেকশনে পোস্ট করতে পারবো নাকি শুধু ক্রিপ্টোকারেন্সি ইকোসিস্টেমে পোস্ট করতে হবে যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই বিষয়টি সুন্দরভাবে তুলে ধরবেন। আমি আশা করব এই বিষয়গুলো যদি সবার জানা থাকে তাহলে আমাদের ফোরামে স্পামিং হবে না ধন্যবাদ ।
আপনি সিগনেচার ক্যাম্পেইন এর জন্য কোন কোন সেকশনে পোস্ট করতে হবে সেটা জানতে চেয়েছেন। এর জন্য আপনাকে সিগনেচার ক্যাম্পেইন এর রুলস ভালো ভাবে ফলো করতে হবে। সব সিগনেচার ক্যাম্পেইন এর রুলস এক নয়। কোন কোন সিগনেচার ক্যাম্পেইনের রুলস-এ বলা হয়ে থাকে যে, সর্বোচ্চ 10 টা পোস্ট লোকাল বোর্ডে করতে পারবেন আর বাকি 5 টা পোস্ট গ্লোবাল বোর্ডে করতে হবে। আবার অনেক সিগনেচার ক্যাম্পেইন রুলস ও বলা হয়ে থাকে যে, লোকাল বোর্ডে সর্বোচ্চ 5 টা পোস্ট কাউন্ট হবে, বাকী 10 টা গ্লোবাল বোর্ড এ করতে হবে। কোন কোন ক্যাম্পেইনে লোকাল বোর্ড পোস্ট একেবারেই কাউন্টেড নয়। আপনাকে আরেকটু ক্লিয়ার করে বলি, আপনার লোকাল বোর্ড বাদে সবগুলোই গ্লোবাল বোর্ড। আর যে কোন সেকশনে পোস্ট করলেই আপনার রেংক বৃদ্ধি পাবে। আশা করি আপনাকে বোঝাতে পেরেছি।
Title: Re: সিগনেচার বিষয়ে কিছু কথা
Post by: Angel julian on April 16, 2021, 12:15:49 PM
আসসালামুয়ালাইকুম সিগনেচার বিষয়ে আমার অনেক কিছু শেখার আছে। দিন হলো আমি বাউন্টিতে কাজ করতেছি। আমি বান্টি এর পাশাপাশি সিগনেচার এ কাজ করতে চাই সিগনেচারে কোথায় পোস্ট করতে হয় কিভাবে পোস্ট করতে হয় কি কাজ করলে সিগনেচার ভালোভাবে করতে পারবো এবং বিভিন্ন রোগ সম্পর্কে তেমন আমার ধারণা নেই তাই সকল সিনিয়র বড় ভাইদের কাছে অনুরোধ আমাকে জানিয়ে যাবেন দয়া করে।
Title: Re: সিগনেচার বিষয়ে কিছু কথা
Post by: Magepai on April 16, 2021, 05:53:18 PM
সিগনেচার বিষয় নিয়ে আমি কিছু জানি না এ সম্পর্কে কেউ আমাকে একটু ধারনা দিলে আমার উপকার হত।
আসলে এখানে কিন্তু সিগনেচার বিষয়ে প্রত্যেক ইউজার কথা বলেছে। কিভাবে সিগনেচার ক্যাম্পেইন করতে হয় এবং কি কি করতে হয় সিগনেচার করতে হবে সবি কিন্তু বলা আছে। আমি বলব কি সেই পোস্টগুলো আপনি ভালো ভাবে মনোযোগ সহকারে পড়বেন তাহলে আশা করি অবশ্যই আপনি সিগনেচার বিষয়ে ধারণা পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন
Title: Re: সিগনেচার বিষয়ে কিছু কথা
Post by: Angel julian on April 17, 2021, 12:20:07 PM
আসসালামুয়ালাইকুম সকল সিনিয়র বড় ভাইদের কাছে আমার অনুরোধ এর বিষয়ে আমার অনেক কিছু জানার এবং অনেক কিছু শেখার আছে। আমি এ সিগনেচারে কাজ করতে চাই। কি কি কাজ করলে আমি সিগনেচার করতে পারবো এবং কি কি ধরনের পোস্ট করলে আমি ফোনে কাজ করতে পারবো এবং কি কি বিষয়ে আমাকে রুলস মানতে হবে সে বিষয়ে আমাকে জানতে হবে তাই সকল বড় ভাইদের কাছে অনুরোধ আমাকে জানিয়ে যাবেন আমি সিগনেচারে কাজ করতে চাই।
Title: Re: সিগনেচার বিষয়ে কিছু কথা
Post by: CryptoRiders on May 01, 2021, 05:33:43 AM
সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা। (https://www.altcoinstalks.com/index.php?topic=103963.0)
এই টপিকটা মনোযোগ সহকারে পড়ুন। আপনার প্রশ্নের উত্তর সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
আপনি র‌্যাংক আপের জন্য যে কোন সেকশনে কমেন্ট করতে পারেন সমস্যা নেই।
তবে সিগনেচার এর রুলস পড়বেন সেখানে যে যে সেকশনের কাউন্ট হবে বলা আছে সেই সেই সেকশনে কেবল পোস্ট করলে কাউন্ট হবে। সব পোস্ট আবার লোকাল সেকশনে করলে তারা কাউন্ট করবেনা। যেমন বাউন্টি ডিটেকটিভ ৫ টা পোস্ট লোকাল সেকশনে কাউন্ট করে। অর্থাৎ সিগনেচার রুলস অনুযায়ী কমেন্ট করবেন।
ধন্যবাদ ভাইয়া, আপনাকে আসলে আমি একজন নতুন ইউজার। তাই সিগনেচার ক্যাম্পেইন সম্পর্কে আমার কোন ধারণা ছিল। না তবে আপনার পোষ্টটি পড়ে আমি এই সম্পর্কে পুরোপুরি ভাবে বুঝতে পেরেছি। এখন আমি সিগনেচার ক্যাম্পেইনে জয়েন করে   কাজ করব আর আপনি যে পরামর্শ দিয়েছেন সেই অনুযায়ী চলার চেষ্টা করব।
Title: Re: সিগনেচার বিষয়ে কিছু কথা
Post by: JISAN on May 01, 2021, 05:52:14 AM
আপনার র‍্যাংক আপ হওয়ার পোস্ট যেকোনো জায়গায় দিতে পারবেন এটা কোনো সমস্যা না। কিন্তু যদি সিগনেচার করেন তাহলে সবসময় ক্যাম্পেনের রুলস ফলো করবেন। যে ম্যনেজার কোন কোন জায়গায় পোস্ট করলে কাউন্ট করবে আর কোন কোন জায়গায় করলে কাউন্ট করবে না। সেই রুলস অনুযায়ী পোস্ট করবেন। এটা জটিল কোনো কিছু না।
Title: Re: সিগনেচার বিষয়ে কিছু কথা
Post by: Angel julian on May 01, 2021, 06:05:55 AM
সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা। (https://www.altcoinstalks.com/index.php?topic=103963.0)
এই টপিকটা মনোযোগ সহকারে পড়ুন। আপনার প্রশ্নের উত্তর সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
আপনি র‌্যাংক আপের জন্য যে কোন সেকশনে কমেন্ট করতে পারেন সমস্যা নেই।
তবে সিগনেচার এর রুলস পড়বেন সেখানে যে যে সেকশনের কাউন্ট হবে বলা আছে সেই সেই সেকশনে কেবল পোস্ট করলে কাউন্ট হবে। সব পোস্ট আবার লোকাল সেকশনে করলে তারা কাউন্ট করবেনা। যেমন বাউন্টি ডিটেকটিভ ৫ টা পোস্ট লোকাল সেকশনে কাউন্ট করে। অর্থাৎ সিগনেচার রুলস অনুযায়ী কমেন্ট করবেন।
আসসালামু আলাইকুম ভাইয়া আপনি যতটুকু পোস্ট তুলে ধরেছেন আমি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পড়েছি। আপনার এই পোস্টটি পড়ে আমি সিগনেচার বিষয়ে মোটামুটি ভালোভাবে জানতে পারলাম। কিছুদিনের মধ্যেই সিগনেচার করা শুরু করবো তো আপনার পোস্টটি অনেক সহজ ভাবে বুঝতে পারলাম ভাইয়া। অনেক সুন্দর ভাবে বুঝিয়েছেন ধন্যবাদ ভাই আপনাকে।
Title: Re: সিগনেচার বিষয়ে কিছু কথা
Post by: Rifan Khan on May 01, 2021, 01:09:49 PM
হ্যাঁ সিগনেচার সবাই করতে পারবে না। সিগনেচার করতে পারবে সিনিয়র মেম্বার এবং হিরো/লিজেন্টা রিমেম্বার ইত্যাদি। তারা সিগনেচার করতে পারবে। আমি একটু জানি। আর যদি কেউ ভালোভাবে বলেন তাহলে আরো একটু ভালো হবে।
Title: Re: সিগনেচার বিষয়ে কিছু কথা
Post by: Jacksoon99 on May 01, 2021, 05:09:17 PM
আসসালামুয়ালাইকুম আমি এই ফর্মে নতুন। সিগনেচার ক্যাম্পেইন নিয়ে বড় ভাইদের পোস্ট পড়ে অনেক ধারণা পেয়েছি।সিনিয়র ভাইদের কাছ থেকে আরেকটু জানতে চাই। সপ্তাহে 15 টি পোস্ট কোন বিষয়ে করতে হবে ? আর পোস্ট লিংক কি কোন জায়গায় জমা দেওয়া লাগবে? এই দুইটা বিষয় আমার জানা নাই দয়া করে সিনিয়র ভাইরা আমাকে জানাবে।
Title: Re: সিগনেচার বিষয়ে কিছু কথা
Post by: Angel julian on May 02, 2021, 05:42:24 AM
সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা। (https://www.altcoinstalks.com/index.php?topic=103963.0)
এই টপিকটা মনোযোগ সহকারে পড়ুন। আপনার প্রশ্নের উত্তর সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
আপনি র‌্যাংক আপের জন্য যে কোন সেকশনে কমেন্ট করতে পারেন সমস্যা নেই।
তবে সিগনেচার এর রুলস পড়বেন সেখানে যে যে সেকশনের কাউন্ট হবে বলা আছে সেই সেই সেকশনে কেবল পোস্ট করলে কাউন্ট হবে। সব পোস্ট আবার লোকাল সেকশনে করলে তারা কাউন্ট করবেনা। যেমন বাউন্টি ডিটেকটিভ ৫ টা পোস্ট লোকাল সেকশনে কাউন্ট করে। অর্থাৎ সিগনেচার রুলস অনুযায়ী কমেন্ট করবেন।
আসসালামু আলাইকুম আমি সিগনেচার বিষয়ে কিছু কথা জানতে চাই সেটা আমি আপনার পোষ্ট থেকে বুঝতে পারলাম। বিষয়টা আমার আগে জানা থাকতো তবে আপনি যে আনসার দিয়েছেন সে অ্যানসার পেয়ে আমি বুঝতে পেরেছি। তবে সিগনেচার এর রুলস করবেন যেখানে যে যে সেকশনের কাউন্ট হবে বলা হয়েছে শেষে সেকশন কেবল পোস্ট করলে কাউন্ট হবে এই বিষয়ে আমি আপনার পোষ্ট থেকে বুঝতে পারলাম। আমাকে সিগনেচার করতে হলে যাবতীয় বিষয় জানতে হবে তো আপনার পোষ্টটি পড়ে আমি বুঝতে পেলাম ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর টপিক তুলে ধরার জন্য অনেক সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন।
Title: Re: সিগনেচার বিষয়ে কিছু কথা
Post by: Dilshan on May 02, 2021, 05:52:32 AM
আসসালামুয়ালাইকুম সিগনেচার বিষয়ে আমার অনেক কিছু জানার আছে। হমে দুই থেকে তিন মাস ধরে কাজ করতেছি। আমি কিছুদিন যাবত বাউন্টি করতেছি কিন্তু আমার সিগনেচার করার খুব ইচ্ছা। কেমন করে সিগনেচার করে এবং এটি করতে কি কি রুলস মানতে হবে আমার এ বিষয়ে জানা খুব জরুরী। আমি সিগনেচার এ কাজ করতে চাই।
আপনার সমস্যাটা কি? আপনি এত স্পামিং করছেন কেন। ফাস্ট পেজে সেকেন্ড পেজে এন্ড থার্ড পেজে এই সবগুলো পেজে আপনার অনেকগুলো পোস্ট আমি লক্ষ করেছি। এগুলোর মধ্যে আপনার মত ছয় সাতটা পোস্ট রয়েছে। সবগুলো  পোস্টে আপনি একই কথা বারবার ঘুরিয়ে পেচিয়ে লিখেছেন। আপনার যদি কিছু জানার থাকে তাহলে সিনিয়র ভাইদের পোস্টগুলো ভাল করে মনোযোগ দিয়ে পড়ুন। বারবার একই পোস্ট করার তো কোন মানে নেই। তবু যদি আপনি পোস্ট করেন তাহলে মানসম্মত পোস্ট করুন। দয়া করে স্পামিং করা বন্ধ করুন।