Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Mental on April 08, 2021, 07:02:11 PM

Title: ড্যাশ এবং ইথেরিয়াম।
Post by: Mental on April 08, 2021, 07:02:11 PM
ড্যাশ এবং ইথেরিয়াম খুব ভাল মুদ্রা তবে ইথেরিয়ামে অনেক স্মার্ট চুক্তি রয়েছে এবং এর ভাল সম্ভাবনা রয়েছে, ড্যাশ কি ইথেরিয়ামের ওপরে যেতে পারে?
Title: Re: ড্যাশ এবং ইথেরিয়াম।
Post by: Mist Joya on April 08, 2021, 07:28:34 PM
ড্যাশ এবং ইথেরিয়াম খুব ভাল মুদ্রা তবে ইথেরিয়ামে অনেক স্মার্ট চুক্তি রয়েছে এবং এর ভাল সম্ভাবনা রয়েছে, ড্যাশ কি ইথেরিয়ামের ওপরে যেতে পারে?
ক্রিপ্টোকারেন্সি তে আমরা যারা কাজ করছি আমরা সবাই জানি ইথিরিয়াম হচ্ছে বিটকয়েনের পরের অবস্থানে। ইথেরিয়াম সারা বিশ্বে ক্রিপ্টোকারেন্সি দ্বিতীয় নম্বর স্থান দখল করে আছে এবং এর পরিচিতিটা বর্তমানে খুব ভালো সারা বিশ্বে আমি মনে করি ইথেরিয়ামকে পেছনে ফেলা সহজ ব্যাপার নয়। ইথেরিয়ামকে সহজেই ড্যাস পেছনে ফেলতে পারবে না। তাছাড়া এই ইথেরিয়াম বর্তমানে অফিস-আদালতসহ নানান ধরনের কাজ করার সিদ্ধান্ত এবং প্রচুর পরিমাণে বিনিয়োগ করা হচ্ছে ধন্যবাদ ।
Title: Re: ড্যাশ এবং ইথেরিয়াম।
Post by: Blue_sea on April 08, 2021, 07:49:31 PM
পরিচিতির দিক থেকে দুটোই ভাল অবস্থানে আছে এ নিয়ে কোন সন্দেহ নেই। তবে ইথারিয়ামের পরিচিতি এবং একটিভিটি অনেক বেশি যার কারনে সবাই ইথারকে এগয়ে রাখবে আমিও এর বাইরে নয়।
Title: Re: ড্যাশ এবং ইথেরিয়াম।
Post by: Dark Knight on April 09, 2021, 06:06:39 AM
পরিচিতির দিক থেকে দুটোই ভাল অবস্থানে আছে এ নিয়ে কোন সন্দেহ নেই। তবে ইথারিয়ামের পরিচিতি এবং একটিভিটি অনেক বেশি যার কারনে সবাই ইথারকে এগয়ে রাখবে আমিও এর বাইরে নয়।
ইথেরিয়াম এবং ড্যাস কয়েন এর মধ্যে ইথিরিয়াম কয়েন অনেক বেশি এগিয়ে থাকবে। কারণ দাম ও জনপ্রিয়তায় ইথেরিয়াম এই কয়েন এর থেকে অনেক উপরে। ড্যাশ কয়েনের দাম ২৬৩ ডলারের মত। কিন্তু ইথেরিয়াম এর দাম 2080 ডলার। তাই এই দুটোর মধ্যে ইথেরিয়াম অনেক এগিয়ে।
Title: Re: ড্যাশ এবং ইথেরিয়াম।
Post by: Centus on April 09, 2021, 08:32:15 AM
ড্যাশ এবং ইথেরিয়াম দুটি জনপ্রিয় মুদ্রা। তবে ইথেরিয়াম সবচেয়ে বেশি জনপ্রিয়। ড্যাশ প্রাইভেসি মুদ্রা। বর্তমানে বাজারে ইথেরিয়াম এর চাহিদা সবচেয়ে বেশি। ভবিষ্যতেও ইথেরিয়াম এর চাহিদা অব্যাহত থাকবে।
Title: Re: ড্যাশ এবং ইথেরিয়াম।
Post by: Irfan12@ on April 09, 2021, 11:23:18 AM
ড্যাশ এবং ইথেরিয়াম খুব ভাল মুদ্রা তবে ইথেরিয়ামে অনেক স্মার্ট চুক্তি রয়েছে এবং এর ভাল সম্ভাবনা রয়েছে, ড্যাশ কি ইথেরিয়ামের ওপরে যেতে পারে?
বিটকয়েন এর পরের জনপ্রিয় মুদ্রা হচ্ছে ইথেরিয়াম। বর্তমানে ইথেরিয়াম এর দাম দুই হাজারের উপরে। এবং ইথিরিয়াম স্মার্ট কনট্যাক্ট প্ল্যাটফর্ম। আমি মনে করি কখনোই ড্যাশ মুদ্রা ইথেরিয়াম এর উপরে যেতে পারবেনা। ড্যাশ মুদ্রার থেকে ইথেরিয়াম এর জনপ্রিয়তা ও অনেক গুণ বেশি।
Title: Re: ড্যাশ এবং ইথেরিয়াম।
Post by: Rothi roy on April 09, 2021, 06:17:38 PM
ড্যাস এবং ইথেরিয়াম দুটোই অনেক ভালো মুদ্রা হলেও জনপ্রিয়তার দিক থেকে ইথেরিয়াম সেরা। বর্তমানে কয়েন মার্কেট ক্যাপে ইথেরিয়াম দ্বিতীয় অবস্থানে আছে। ইথেরিয়াম তারি স্মার্ট কন্টাক্ট ও চুক্তির জন্য সেরা। বর্তমানে প্রতিটি ইথেরিয়াম এর মূল্য 2k ডলার এবং ড্যাসের মূল্য 267$.
Title: Re: ড্যাশ এবং ইথেরিয়াম।
Post by: Rice Daddy on April 11, 2021, 12:47:43 PM
ড্যাশ এবং ইথেরিয়াম কি জিনিস আমার ভালো করে জানা নেই ।যদি গ্রুপের সিনিয়র ভাইয়েরা আমাকে এই বিষয়ে জানতে সাহায্য করতো তাহলে আমার জন্য অনেক সহজ হত ।কেননা এই গ্রুপে আমি নতুন জয়েন করেছি। তাই এই সম্পর্কে আমার কোন ধারণা নেই।
Title: Re: ড্যাশ এবং ইথেরিয়াম।
Post by: Niloy on April 11, 2021, 01:00:01 PM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বিটকয়েন হলো সর্বোচ্চ জনপ্রিয় এবং এক নম্বর মুদ্রা। বিটকয়েন এর পরেই ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ইথিরিয়াম এর অবস্থান জনপ্রিয়তার দিক থেকে ২ নম্বর অবস্থানে। অন্যদিকে ড্যাশ ও  ইথেরিয়াম দুটি মুদ্রা অনেক জনপ্রিয়। তবে  ড্যাশ থেকে ইথেরিয়ামের  জনপ্রিয়তা এবং অনেক বেশি।
Title: Re: ড্যাশ এবং ইথেরিয়াম।
Post by: Malam90 on April 12, 2021, 04:33:35 AM
ড্যাশ এবং ইথিরিয়াম কি জিনিস আমার জানা নেই। যদি গ্রুপের কোনো সিনিয়র ভাই জেনে থাকেন তাহলে একটু সাহায্য করবেন এ ব্যাপারে কিছু আলোচনা করবেন। আমি এই ফোরামের একজন নতুন সদস্য।

যে বিষয়ে জানবেন না সে বিষয়ে কমেন্ট করবেন না। আপনাকে শেষ বারের মত সতর্ক করা হলো।
এত আলোচনার পরেও আপনি যদি না জানেন, না পড়েন তাহলে কমেন্ট করবেন না। যে বিষয়ে ধারণা আছে সে বিষয়ে কমেন্ট করবেন। মাইন্ড ইট।
Title: Re: ড্যাশ এবং ইথেরিয়াম।
Post by: Jannat on April 12, 2021, 09:00:12 AM
ড্যাশ এবং ইথেরিয়াম খুব ভাল মুদ্রা তবে ইথেরিয়ামে অনেক স্মার্ট চুক্তি রয়েছে এবং এর ভাল সম্ভাবনা রয়েছে, ড্যাশ কি ইথেরিয়ামের ওপরে যেতে পারে?
সারা ক্রিপ্টোকারেন্সি জগতে ইথেরিয়াম দ্বিতীয় নম্বর স্থান দখল করে আছে। আর বিশেষ করে এই থোরিয়ামের ইস্মার্ট চুক্তির জন্য এটি মানুষ বেশি পছন্দ করে থাকে। আমি যতোটুকু জানি ইথেরিয়াম কে পিছনে ফেলা খুব সহজ ব্যাপার নয় ড্যাসের পক্ষে এটা করা খুব কঠিন বিষয়।
Title: Re: ড্যাশ এবং ইথেরিয়াম।
Post by: Cz Rock on April 12, 2021, 09:14:43 AM
ইথেরিয়াম হলো একটি স্মার্ট প্ল্যাটফর্ম জনপ্রিয়তা সারা বিশ্বে রয়েছে। সারা বিশ্বের মানুষ ইথেরিয়াম কে সাপোর্ট করে। আবার ক্রিপ্টোকারেন্সি বেশিরভাগ কাজে ইথেরিয়াম ব্যবহার করা হয়। ইথেরিয়াম কে কখনো ছাড়িয়ে যেতে পারবেনা।
Title: Re: ড্যাশ এবং ইথেরিয়াম।
Post by: Azharul on April 23, 2021, 03:24:00 AM
আমরা জানি ক্রিপ্টো জগতের দ্বিতীয় সর্বোচ্চ ডিজিটাল মুদ্রা হলো ইথেরিয়াম।যেটা ক্রিপ্টো জগতের অনেক উচুতে অবস্থান করছে,এবং ক্রিপ্টো জগতের সব থেকে শীর্ষ ডিজিটাল মুদ্রা বিটকয়েনের পরেই স্থান দখল করেছে।তাই ইথেরিয়ামকে ক্রিপ্টো জগতের রানী বলা হয়।তবে আমার মনে হয় ক্রিপ্টো জগতে ড্যাশ ও খুব ভালো একটা ডিজিটাল মুদ্রা,তবে ড্যাশ এত সহজে ইথেরিয়ামকে অতিক্রম করতে পারে বলে আমি মনে করি না।
Title: Re: ড্যাশ এবং ইথেরিয়াম।
Post by: Crypto_Somrat on April 23, 2021, 05:32:53 AM
ড্যাশ এবং ইথেরিয়াম খুব ভাল মুদ্রা তবে ইথেরিয়ামে অনেক স্মার্ট চুক্তি রয়েছে এবং এর ভাল সম্ভাবনা রয়েছে, ড্যাশ কি ইথেরিয়ামের ওপরে যেতে পারে?
ইথেরিয়াম টি অনেক পুরনো একটি মুদ্রা। বিশ্বের দ্বিতীয় জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি হচ্ছে এই ইথেরিয়াম। আমরা সবাই জানি ইথেরিয়াম কে ক্রিপ্টো রানী বলা হয়। আপনি ইথেরিয়াম কে ড্যাস কয়েন এর সাথে তুলনা করেছেন। আমার মনে হয় ড্যাস কয়েন কখনোই ইথেরিয়াম কে পেছনে ফেলতে পারবে না। তবে ড্যাস কয়েনও বর্তমানে ভালো একটি মুদ্রা হিসেবে পরিচিত। এর জনপ্রিয়তাও দিন দিন বাড়ছে, এখন দেখার বিষয় এই ড্যাস কয়েন কত দূর যেতে পারে।
Title: Re: ড্যাশ এবং ইথেরিয়াম।
Post by: Najmul on April 25, 2021, 05:53:34 AM
আমার জানামতে ড্যাশ এবং ইথিরিয়াম দুটোই ভালো মানের কয়েন। এর মধ্যে জনপ্রিয় কয়েন হলো ইথেরিয়াম। ইথেরিয়াম এর বর্তমান দাম প্রায় 2 হাজার ডলারের কাছাকাছি। কিন্তু অন্যদিকে ড্যাশ কয়েনের দাম ২৬৩ ডলারের মত। আর ইথেরিয়াম এর চেয়ে ড্যাস কয়েনের দাম কম আর জনপ্রিয়তা ও কম তাই বলা যায় যে ড্যাস কয়েনের চেয়ে ইথেরিয়াম ভালো। তবে ইথেরিয়াম এর একটি সমস্যা হল এর অনেক গ্যাস ফ্রী লাগে।
Title: Re: ড্যাশ এবং ইথেরিয়াম।
Post by: Angel julian on April 25, 2021, 07:30:38 AM
আমার জানামতে বা আমি মনে করি যে গ্যাস এবং ইথিরিয়াম দুটোই ভালো মানের কয়েন। এর মধ্যে সবচেয়ে বেশি এবং সবচেয়ে জনপ্রিয় কয়েন হল ইথেরিয়াম। এই ইথেরিয়াম টি অনেক পুরানো একটি মুদ্রা। আমরা সবাই জানি যে ইথেরিয়াম কে ক্রিপ্টোকারেন্সি জগতে বিটকয়েনের রানী বলা হয়। তবে আমি মনে করি যে ইথেরিয়াম কে দেশ কয়েন কখনো পেছনে ফেলতে পারবে না। যে ড্যাস এর চেয়ে ইথেরিয়াম কয়েন অনেক ভালো।
Title: Re: ড্যাশ এবং ইথেরিয়াম।
Post by: Jacksoon99 on April 29, 2021, 06:30:44 PM
আমরা সবাই জানি ইথিরিয়াম হচ্ছে বিটকয়েনের পরের অবস্থানে। ইথেরিয়াম সারা বিশ্বে ক্রিপ্টোকারেন্সি দ্বিতীয় নম্বর স্থান দখল করে আছে এবং এর পরিচিতিটা বর্তমানে খুব ভালো সারা বিশ্বে আমি মনে করি ইথেরিয়ামকে পেছনে ফেলা সহজ ব্যাপার নয়।কারণ ইথেরিয়াম সারা বিশ্বের জনপ্রিয় একটি মুদ্রা। আমরা যে কোন টোকেন এক্সচেঞ্জ করতে গেলে বেশিরভাগ ইথেরিয়াম এর প্রয়োজন হয়।
Title: Re: ড্যাশ এবং ইথেরিয়াম।
Post by: Nusrat on April 29, 2021, 07:13:05 PM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে অনেক সময় অনেক কয়েন আসে। আমি বেশ কিছুদিন ধরে ক্রিপ্টোকারেন্সি তে কাজ করতেছি এর মধ্যে যতগুলো কয়েন এসেছে তারমধ্যে বিটকয়েন হলো সবার ঊর্ধ্বে প্রথম স্থানে রয়েছে এবং দ্বিতীয় স্থানে রয়েছে ইথিরিয়াম বিটকয়েন এর চেয়ে ইতি নামের দাম অনেকটা কম হলেও ইথেরিয়াম কিন্তু দ্বিতীয় স্থানে রয়েছে। ড্যাশ এটি একটি ও ভালো করেন মনে করি তবে ইথিরিয়াম কে অতিক্রম করা সম্ভব নয়। ইতি রামকে অতিক্রম করে দ্বিতীয় স্থান দখল করতে পারবে না। ইথেরিয়াম হল ক্রিপ্টোকারেন্সি মার্কেটে পরিচিত একটি কয়েন এবং এর জনপ্রিয়তা রয়েছে অনেক বেশি।
Title: Re: ড্যাশ এবং ইথেরিয়াম।
Post by: Angel julian on April 30, 2021, 06:28:41 AM
আসসালামুয়ালাইকুম এই ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আমি অনেকদিন যাবত কাজ করিতেছি। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে সবচেয়ে জনপ্রিয় কয়েন হচ্ছে বিটকয়েন তার উপরে কোন কয়েন নেই। বিটকয়েন এর চেয়ে ভালো আর কোন কয়েন নেই। কয়েন ক্রিপ্টোকারেন্সি মার্কেটে উর্দু স্থানে বা প্রথম স্থানে অবস্থান করেছে। আমার জানামতে দ্বিতীয় স্থানে অবস্থান করেছে ইথিরিয়াম। ড্যাশ কয়েন ইথারিয়াম এরচেয়ে ভালো একটি কয়েন নয়। এই ড্যাশ কয়েন ইথারিয়াম কে অতিক্রম করা সম্ভব নয়। ইথেরিয়াম হচ্ছে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জনপ্রিয় একটি কয়েন। আমি মনে করি যে সবচেয়ে ভালো মানের কয়েন হচ্ছে বিটকয়েন এবং তার পরে ইথেরিয়াম অনেকটা ভালো। বিটকয়েন হলো প্রথম স্থানে আর ইথেরিয়াম হচ্ছে দ্বিতীয় স্থানে জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে।
Title: Re: ড্যাশ এবং ইথেরিয়াম।
Post by: Rifan Khan on April 30, 2021, 06:38:08 PM
আমি এই ফার্মে অল্প কিছুদিন ধরে হলো কাজ করে আসতেছি। আমি যেটা মনে করি সেটি হল ড্যাশ এবং ইথারিয়াম এ দুটোর মধ্যে আমি মনে করব ইথেরিয়াম কয়েনটি একটু ভালো হবে। ইথারিয়াম কয়েন টি একটু বেশি ভালো হবে