Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: babu10 on April 11, 2021, 07:13:31 AM
-
(https://i.imgur.com/kcyFvab.png)
আমি মনে করি এটা অত্যান্ত সুখের খবর যে গত 6 এপ্রিল 2021 থেকে পেপ্যাল তাদের আমেরিকায় অবস্থানকারী ব্যবহাকারীদের জন্য বিটকয়েন, লাইটকয়েন, ইথারিয়াম এর মাধ্যমে অর্থ পরিশোধের ব্যবস্থা করেছে। এখন থেকে পেপাল ব্যবহারকারীদের ফিচারে একটা ওয়ালেট দেখাবে যেখান থেকে তারা তাদের যাবতীয় কার্যক্রম সম্পাদন করতে পারবে। আপনাদের এই বিষয়ে মূল্যবান মতামত আশাকরি।
-
ভাই সুন্দর একটা নিউজ দিয়েছেন এটা আমাদের সবার জন্য সুসংবাদ বলে আমি মনে করি কারন ক্রিপ্টো কারেন্সি তে পেপ্যাল এর লেনদেন এর বৈদ্ধতা একটি বড় সংবাদ বলে আমি মনে করি। ভবিষ্যতে পেপ্যাল এর সাথে বিটকয়েন সহ আর ও অনেক কয়েন এর লেনদেন নিশ্চিত হোক এই আশা ব্যক্ত করি।
-
পেপাল তাদের লেনদেন ব্যবস্থাকে পরিবর্তন করেছেন, এখন থেকে পেপাল এ আমেরিকায় অবস্থানরত পেপাল ব্যবহারকারীদের জন্য অসাধারণ এক সুবিধা যোগ করা হয়েছে অর্থাৎ পেপাল ব্যবহারকারীরা এখন বিটকয়েন, লাইট কয়েন এবং ইথিরিয়াম এর মাধ্যমে অর্থ লেনদেন করতে পারবে। আমি মনে করি এটা আমেরিকার স্থানীয় পেপাল ব্যবহারকারীদের জন্য দারুন একটা সুখবর। তবে যাই হোক এতে করে ক্রিপ্টোকারেন্সি আরো একধাপ এগিয়ে গেলো। আশা করছি ধীরে ধীরে ক্রিপ্টোকারেন্সি আরো এগিয়ে যাবে।
-
হ্যাঁ ভাই এটা অবশ্যই ক্রিপ্টোকারেন্সি ব্যবহারকারীদের জন্য অনেক বড়।একটা সুখবর। যে পেপাল ব্যবহারকারীরা বিটকয়েন ,লাইট কয়েন এবং ইথিরিয়াম এর মত কয়েন গুলো লেনদেন করতে পারবে। বিশেষ করে যারা আমেরিকায় বসবাসকারী তাদের জন্য এটা অনেক বড় একটি পাওয়া। যে তারা পেপাল ব্যবহার করে বিটকয়েন সহ লাইটকয়েন এবং ইথিরিয়াম কয়েন গুলো লেনদেন করতে পারবে ।আমি মনে করি যে পেপাল ক্রিপ্টোকারেন্সি সাথে যুক্ত হয়ে ক্রিপ্টোকারেন্সি অবশ্যই এক ধাপ এগিয়ে যাবে।
-
অনেক মানুষের মধ্যে ক্রিপ্টো কারেন্সি নিয়ে একটা ভ্রান্ত ধারণা রয়েছে এর বৈধতা নিয়ে তবে আমি মনে করি ক্রিপ্টো কারেন্সি তে পেপ্যাল এর লেনদেন এর বৈদ্ধতা অনেকাংশে কমিয়ে আনতে সক্ষম হয়েছে। তাই এটি সবার জন্য একটি বড় সংবাদ ।
-
হ্যা সত্যিই পেপাল বিটকয়েনের উপর আস্থার ধারক হিসেবে অনেক গুরুত্বপুর্ন কাজ করেছে। ক্রিপ্টোর প্রতি পজিটিভ অসপেক্ট সত্যিই অতুলনীয়। আগামিতে আরও এর ব্যাবহার বাড়বে বলে সবাই মত প্রকাশ করছে।
-
পেপ্যাল আমেরিকায় অবস্থানকারী তাদের ব্যবহাকারীদের জন্য বিটকয়েন, লাইটকয়েন, ইথারিয়াম এর মাধ্যমে অর্থ পরিশোধের ব্যবস্থা করায় আমি একজন ক্রিপ্টোলাভার হিসেবে খুব আনন্দিত। আমি মনেকরি এতে ক্রিপ্টোজগত আরেকধাপ এগিয়ে গেল। আমার প্রত্যাশা পেপ্যাল খুব শীঘ্রই সারা বিশ্বের ক্রিপ্টো ব্যবহারকারীদের জন্য এ সুযোগ প্রসারিত করবেন।
-
পেপ্যাল আমেরিকায় অবস্থানরত তাদের ইউজারদের জন্য বিটকয়েন সহ বেশ কিছু ক্রিপ্টো সাপোর্ট করেছে এবং ক্রিপ্টোতে লেনদেন এর ব্যবস্থা করেছেন এটি শুনে সত্যিই খুব ভালো লাগলো। এতে করে ক্রিপ্টোকারেন্সি সারাবিশ্বে আরো একধাপ এগিয়ে গেলো। আমি মনে করি এই ক্রিপ্টোকারেন্সি সারাবিশ্বে এভাবেই ধাপে ধাপে এগিয়ে যাবে এবং প্রভাব বিস্তার করবে। আশাকরি পেপাল ধীরে ধীরে আরও অধিক ক্রিপ্টো সাপোর্ট করবে।
-
হাঁ ভাই আমরা আপনার মাধ্যমে জানতে পারলাম যে গত ৬ এপ্রিল ২০২১ পেপাল তাদের ওয়েসাইটে আমেরিকায় অবস্থানরত ইউজারদের জন্য বিভিন্ন ক্রিপ্টো তে লেনদেন এর ব্যাবস্থা করেছে।যেটা সত্যিই আমাদের জন্য খুবই আনন্দদায়ক।তাই আমি আশা করছি ভবিষ্যতে এলন মাস্ক এর প্রতিষ্ঠিত পেপাল আরো অনেক দূরে এগিয়ে যাবে।যা ভবিষ্যতে ক্রিপ্টো জগতের জন্য খুবই যুগ উপযোগী বলে আমরা মনে করছি।
-
হ্যা সত্যিই পেপাল বিটকয়েনের উপর আস্থার ধারক হিসেবে অনেক গুরুত্বপুর্ন কাজ করেছে। ক্রিপ্টোর প্রতি পজিটিভ অসপেক্ট সত্যিই অতুলনীয়। আগামিতে আরও এর ব্যাবহার বাড়বে বলে সবাই মত প্রকাশ করছে।
পেপাল ক্রিপ্টোকারেন্সি কে বরণ করে নিয়েছে এবং তাদের আমেরিকার স্থানীয় বাসিন্দারা যারা পেপাল ব্যবহার করেন তারা বিটকয়েন এবং ইথেরিয়াম এর মত ক্রিপ্টোকারেন্সি এর মাধ্যমে পেপাল এ লেনদেন করতে পারবেন। এটা সত্যি ক্রিপ্টো রিলেটেড সবার জন্য সুখবর। এতে করে ক্রিপ্টোকারেন্সি আরো একধাপ এগিয়ে গেলো। আশা করছি ধীরে ধীরে ক্রিপ্টোকারেন্সি সারাবিশ্বে এভাবেই এগুতে থাকবে।
-
এটা আমেরিকাবাসীদের জন্য এবং পেপ্যাল এর জন্য একটা টেস্ট কেইস এবং তারা যদি এটা সাকসেসফুলভাবে চালু করতে পারে তবে সারাবিশ্বে চালু করার চিন্তা আছে যেটা আমাদের জন্য খুবেই পজেটিভ মনে করি। এখন বাংলাদেশতো মনেহয় এটার অংশ হতে পারবেনা কারণ বাংলাদেশে পেপ্যাল অনুমোদন করেনী সরকার যার কারনে আমরা সবসময় পিছিয়ে থাকব যেটা আমাদের জন্য হতাশার। যেই কোন একটা ওয়ে চালু করলে আমরা গর্বের সহিত টাকা নিয়ে আসতে পারতাম।