Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: Irfan12@ on April 11, 2021, 05:03:55 PM
-
অবশেষে রিপল (XRP) 1$ ডলার অতিক্রম করে ফেলেছে। হয়তো আমরা কেউ ধারণা করতে পারি নাই যে রিপল ( XRP) এর দাম এত দ্রুত বৃদ্ধি পাবে এবং 1$ ডলার অতিক্রম করে ফেলবে। গতকালকে রিপল (XRP) এর দাম সর্বোচ্চ 1.48$ ডলারে উঠেছিল। তাহলে কি রিপল 2$ ডলার হিট করতে যাচ্ছে ?
সকল সিনিয়রদের মতামত আশা করছি।
-
অন্য সকল কয়েন এর সাথে ripple কে তুলনা করলে অতি সহজে বুঝতে পারা যায় যে রিপল দাম এই চলতি বছরে পাঁচ ডলারের উপরে চলে যাবে। রিপনের সমসাময়িক সকল কয়েন বর্তমানে বাজারে সর্বোচ্চ হিট করে অবস্থান করছে। কিন্তু সেই বিচারে ripple এর সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এর তথ্য মোতাবেক যে সমস্যাগুলোর সম্মুখীন হয়েছিল তার রেশ কাটতে না কাটতেই দাম বৃদ্ধি পেতে শুরু করেছে।
-
বর্তমানে রিপল যেভাবে বৃদ্ধি পেতে শুরু করেছে তাতে মনে হয় খুব শীঘ্রই রিপল দুই ডলারের অবস্থান করবে। আমরা দেখেছিলাম রিপল এর দাম একটু কমেছে তারপর আবার বৃদ্ধি পেতে শুরু করেছে। বেশ কিছুদিন আগে এটি অনেক পিছিয়ে গিয়ে ছিল। মোটামুটি ধ্বংস হয়ে গিয়েছিল।কিন্তু আবারও দাম বাড়তে শুরু করেছে এবং আগের পর্যায়ে চলে আসছে।আমার মনে হয় দুই একদিনের মধ্যে রিপল এর দাম দুই ডলার এ অবস্থান করবে
-
XRP এই কয়েন কয়েকদিন আগে প্রাইস অনেক কমে গিয়েছিল কিন্তু বর্তমানে আবারো প্রাইস বৃদ্ধি পাচ্ছে। যেভাবে এই কয়েনটি এখন বৃদ্ধি পাচ্ছে হয়তো অনেক তাড়াতাড়ি দুই ডলারে হিট করবে। এখন যে কয়েনের প্রাইস বৃদ্ধি পাওয়ার পরে হঠাৎ করে অনেক কমে যায়। কার দেখা যায় কিছুদিন পরে সেই কয়েন এর প্রাইস অনেক গুণ বৃদ্ধি পায়। আমরা কিন্তু বর্তমানে অবস্থাটাই দেখতে পাচ্ছি।
-
অন্য সকল কয়েন এর সাথে ripple কে তুলনা করলে অতি সহজে বুঝতে পারা যায় যে রিপল দাম এই চলতি বছরে পাঁচ ডলারের উপরে চলে যাবে। রিপনের সমসাময়িক সকল কয়েন বর্তমানে বাজারে সর্বোচ্চ হিট করে অবস্থান করছে। কিন্তু সেই বিচারে ripple এর সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এর তথ্য মোতাবেক যে সমস্যাগুলোর সম্মুখীন হয়েছিল তার রেশ কাটতে না কাটতেই দাম বৃদ্ধি পেতে শুরু করেছে।
আমিও একটি নিউজ দেখতে পারলাম যে রিপল অনেকগুলো সমস্যা ছিল যে সমস্যার কারণে রিপল এর দাম সেরকম বৃদ্ধি পায়নি। মোটামুটি এই কয়েন মার্কেট থেকে হারিয়ে যেতে বসেছিল। বর্তমানে সেই সমস্যাগুলো সমাধান করা হয়েছে আর তার জন্যই হয়তো রিপল কয়েন এর দাম এত দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আশা করা যায় খুব তাড়াতাড়ি 2 ডলার ছাড়িয়ে যাবে
-
হয়তো আমরা কেউ ধারণা করতে পারি নাই যে রিপল ( XRP) এর দাম এত দ্রুত বৃদ্ধি পাবে এবং 1$ ডলার অতিক্রম করে ফেলবে। গতকালকে রিপল (XRP) এর দাম সর্বোচ্চ 1.48$ ডলারে উঠেছিল। তাহলে কি রিপল 2$ ডলার হিট করতে যাচ্ছে ?
সকল সিনিয়রদের মতামত আশা করছি।
যারা রিপল ও SEC এর মামলাটি নিয়ে নিয়মিত নিজেকে হালনাগাদ রেখেছিল, তাদের কাছে এটি স্বাভাবিক এবং যারা এটি করে নাই,তাদের কাছে হয়তো অবাক করা বিষয়। সকলের জন্য একটি বিষয়টি সহজভাবে বলি, রিপল কোর্টে একটি আবেদন করেছে যে রিপল যদি সিকিউরিটি টোকেন হয় , তাহলে বিটকয়েন এবং ইথিরিয়াম সিকিউরিটি টোকেন নয় কেন? কারণ ইথিরিয়াম ছিল প্রথম আইসিও এবং বিনিয়োগকারীদের থেকে অর্থ উত্তোলন করেছিল। আর এটি রিপলকে মামলাতে বিজয়ী হওয়ার পথে নিয়ে যাচ্ছে। আর এই খবরটিই রিপলকে উর্ধ্বোগতিতে বাড়তে সহযোগিতা করেছিল। এরপর আর একটি আপডেট আসে সেটি হলো কোর্ট SEC এর করা চাওয়া অনুমতিকে বরখাস্ত করে, যেটিতে SEC চাইছিল রিপলের সিইও কিংবা সহ-প্রতিষ্ঠাতাদের ব্যক্তিগত অর্থের উপর নজরদারি করতে। এটিও একটি ভালো খবর যে, রিপল শীঘ্রই এই মামলাটিতে বিজয়ী হবে। আর এই মামলাটি নিয়ে যদি আরো ২-৩টি ভালো খবর চলে আসে , তাহলে রিপল কিন্তু $৫ এর বেশি যাইতে পারে, তার উপর রি-লিস্টিং এর খবর আসলে রিপল সেই ধরনের পাম্প করবে। ;)
-
রিপল যেভাবে দাম বেড়ে চলছে তা অনুমান করা যেত পারে যে খুবই দ্রুত$2 অতিক্রম করবে এবং এ বছর অব্দি $5 স্পর্শ করতে পারে।রিপল বর্তমান সময়ের একটি জনপ্রিয় কয়েন।
-
ripple(XRP) বর্তমান সময়ে সারা পৃথিবীর মানুষের কাছে জনপ্রিয়তা লাভ করেছে। যদিও এর সাপ্লাই অনেক বেশি তার পর ও এটির অবস্থান ক্রিপ্টো কারেন্সি মার্কেট এ অনেক ভাল। যেহেতু বিটকয়েন এর মত ripple এর ব্লোকচেইন টেকনোলজি ব্যবহার করে সুতরাং এর ভবিষ্যৎ অনেক ভাল। তাই আমি মনে করি ২০২১ কিংবা ২০২২ সালের মধ্যে ripple $৫ অতিক্রম কবে।
-
অন্য সকল কয়েন এর সাথে ripple কে তুলনা করলে অতি সহজে বুঝতে পারা যায় যে রিপল দাম এই চলতি বছরে পাঁচ ডলারের উপরে চলে যাবে। রিপনের সমসাময়িক সকল কয়েন বর্তমানে বাজারে সর্বোচ্চ হিট করে অবস্থান করছে। কিন্তু সেই বিচারে ripple এর সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এর তথ্য মোতাবেক যে সমস্যাগুলোর সম্মুখীন হয়েছিল তার রেশ কাটতে না কাটতেই দাম বৃদ্ধি পেতে শুরু করেছে।
ভাইকে বানানের প্রতি আরো যত্নশীল হওয়ার জন্য অনুরোধ করা হলো, আপনি এক যায়গায় রিপন লিখেছেন, যেখানে হবে রিপল। একটু সতর্ক হলেই এই ভুলটি হয়না। তবে রিপল এই বছরে ৫ ডলার যেতে হলে তার মার্কেটক্যাপ ৩৩০+ বিলিয়ন ডলার হতে হবে যা বর্তমান ইথিরিয়ামের মার্কেটক্যাপের প্রায় কাছাকাছি। সুতরাং খুব সহজে ৫ ডলার যাবে আমার কাছে তা মনে হচ্ছে না।
-
হয়তো আমরা কেউ ধারণা করতে পারি নাই যে রিপল ( XRP) এর দাম এত দ্রুত বৃদ্ধি পাবে এবং 1$ ডলার অতিক্রম করে ফেলবে। গতকালকে রিপল (XRP) এর দাম সর্বোচ্চ 1.48$ ডলারে উঠেছিল। তাহলে কি রিপল 2$ ডলার হিট করতে যাচ্ছে ?
সকল সিনিয়রদের মতামত আশা করছি।
যারা রিপল ও SEC এর মামলাটি নিয়ে নিয়মিত নিজেকে হালনাগাদ রেখেছিল, তাদের কাছে এটি স্বাভাবিক এবং যারা এটি করে নাই,তাদের কাছে হয়তো অবাক করা বিষয়। সকলের জন্য একটি বিষয়টি সহজভাবে বলি, রিপল কোর্টে একটি আবেদন করেছে যে রিপল যদি সিকিউরিটি টোকেন হয় , তাহলে বিটকয়েন এবং ইথিরিয়াম সিকিউরিটি টোকেন নয় কেন? কারণ ইথিরিয়াম ছিল প্রথম আইসিও এবং বিনিয়োগকারীদের থেকে অর্থ উত্তোলন করেছিল। আর এটি রিপলকে মামলাতে বিজয়ী হওয়ার পথে নিয়ে যাচ্ছে। আর এই খবরটিই রিপলকে উর্ধ্বোগতিতে বাড়তে সহযোগিতা করেছিল। এরপর আর একটি আপডেট আসে সেটি হলো কোর্ট SEC এর করা চাওয়া অনুমতিকে বরখাস্ত করে, যেটিতে SEC চাইছিল রিপলের সিইও কিংবা সহ-প্রতিষ্ঠাতাদের ব্যক্তিগত অর্থের উপর নজরদারি করতে। এটিও একটি ভালো খবর যে, রিপল শীঘ্রই এই মামলাটিতে বিজয়ী হবে। আর এই মামলাটি নিয়ে যদি আরো ২-৩টি ভালো খবর চলে আসে , তাহলে রিপল কিন্তু $৫ এর বেশি যাইতে পারে, তার উপর রি-লিস্টিং এর খবর আসলে রিপল সেই ধরনের পাম্প করবে। ;)
খুবই গুরুত্বপূর্ণ এবং আপডেটেড একটা কমেন্টস করেছেন এবং আমি চাই এমনি করে আমার সব ভাইয়েরা কমেন্টস করুক তাহলে তারা কিছু শিখবে কারন আপনাকে এই পোষ্টটি করতে পড়াশোনা করতে হয়েছে এবং বুঝা যাচ্ছে আপনি এটার খবর রাখেন। আসলেই রিপল বরাবরের মতই একটা ভালো কয়েন এবং শীঘ্রই তারা তাদের ঝামেলা মিটিয়ে নতুন উদ্দ্যেমে যাত্রা শুরু করবে এবং আমি মনে করি যারা কম দামে ইনভেস্ট করতে চান এখনি তাদের উপর্যুক্ত সময়।
-
বর্তমানে কয়েন মার্কেট ক্যাপে রিপল (XRP) চতুর্থ অবস্থানে আছে এবং এর মূল্য 1 ডলার অতিক্রম করেছে। বর্তমানে এই রিপল (XRP) এর মূল্য 1.71$হয়েছে।রিপল এর প্রায় সব কয়েন বাজারে ভালো অবস্থানে আছে। আমার মনে হয়, খুব তাড়াতাড়ি XRP এর দাম 4$ অতিক্রম করবে ।
-
হ্যা, এস ই সির থেকে মুক্ত হবার পর থেকে এর গতি এত এগয়ে গিয়েছে যে খুব স্বল্প সময়ে এটি 2 ডলারে হিট করছে। আগামিতে এর দাম আরও বাড়তে পারে বলে অনেকেই ধারনা করে যাচ্ছে।
-
বর্তমান মার্কেট এর চেয়ে অবস্থা এতে করে আর অল্প কিছুদিনের মধ্যেই হয়তো ক্রিপ্টোকারেন্সি জগতের যতগুলো গান আছে সব গুলো দাম এক ডলারের মত হয়ে যাবে আর BNB হাজার ডলারে পৌঁছাবে বিটকয়েন এক লাখ ডলারে পৌঁছানো সম্ভব না কিন্তু রয়েছে হান্ডেট পার্সেন্ট আমরা যারা এখানে কাজ করতেছে তারা অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে কাজ করব এবং ইনকাম করার জন্য যা করতে প্রয়োজন অবশ্যই করবো bounty project সাকসেসফুল হচ্ছে সবাই আমরা bounty করব signature এড হব
-
অন্যান্য কয়েনের সাথে তাল মিলিয়ে রিপলের দামও ধিরে ধিরে ভালোই পাম্প করেছে। কিছু দিন আগেও রিপলের দাম কমতে ছিল, তবে গত কয়েক দিন ধরে রিপলের দাম বৃদ্ধি পেতে শুরু করেছে এবং ইতোমধ্যে ১$ এর উপরে অবস্থান করছে। এভাবে চলতে থাকলে খুব শীগ্রই রিপলের দাম ৩-৪ ডলার স্পর্শ করবে বলে আমার মনে হয়।
-
রিপলের দাম আগের তুলনায় অনেক বৃদ্ধি পাচ্ছে । অন্যান্য কয়েনের মতোই রিপলও এখন ভালো পাম্প করতেছে। কয়েক দিন আগে রিপলের দাম ১$ এর কম ছিল। কিন্তু এখন পাম্প করতে করতে রিপল ১$ এর অনেক উপরে উঠে গেছে। ধারণা করা হচ্ছে এই সপ্তাহের মধ্যেই রিপলের দাম ২$ হিট করবে।
-
হ্যা রিপল খুব দ্রুত 2 ডলার পার হয়ে তারও অধিক হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি রিপল কিনতে চেয়েও একটু বিলম্ব করে ফেলেছিলাম যার কারনে আমি এই প্রফিট থেকে বঞ্চিত হলাম। তবে একটু কমে গেলে আবার কেনার চেস্টা করব।
-
হ্যাঁ এটা সঠিক যে রিপল টোকেন খুব দ্রুত 2 ডলার স্পর্শ করতে যাচ্ছে। রিপল যেমন xrp টোকেন বর্তমান দাম 1.74 ডলার। এক্স আরপি একটি জনপ্রিয় টোকেন যা মার্কেট কেঁপে চতুর্থ নাম্বার এর অবস্থান। এটির দাম আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে তাই বলা যায় অতি শীঘ্রই রিপল কয়েন 2 ডলার স্পর্শ করবে।
-
ক্রিপ্টো XRP ভালো একটি কয়েন নেবে পরিচিত কিন্তু কোন এক অনাকাঙ্খিত কারণে এর দাম কেমন একটা বৃদ্ধি পায়নি। কিছুদিন আগেও এর দাম অনেক কম ছিল। তখন তো অনেকেই ধারণা করেছিল যে এটি ধ্বংস হওয়ার পথে। কিন্তু সকল বাধা বিঘ্ন পেরিয়ে এই টোকেন এর প্রাইস এখন আবার বাড়তে শুরু করেছে। আমি মনে করি এই কয়েন এর ভবিষ্যত উজ্জ্বল। অতি শীঘ্রই এখন এটি 2 ডলার অতিক্রম করতে পারে।
-
আমি বেশ কয়েকদিন ইউটিউবে রিপলের বেশ কিছু রিভিউ দেখলাম যেখানে বলা হচ্ছে যে রিপলের দাম না কি অনেক বেশি হবে। কেউ কেউ বলছে যে এটি 3500 ডলার হবে বা তারও অধিক। তবে এখন এর দাম আছে মাত্র 1.60 ডলার তবে এটি আমার কাছে মনে হচ্ছে যে খুব স্বল্প সময়ে 2 ডলার হবে।
-
XRP খুবই ভালো মানের কয়েন। কিন্তু তুলনামূলক দেখা যায় তেমনটা বৃদ্ধি পায়নি এর প্রাইস।কিন্তু এখন দেখা যায় আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এর প্রাইস। আসলে দেখা যায় XRP এর প্রাইস খুব তাড়াতাড়ি দুই ডলারের উপরে চলে যাবে। এবং কি তিন থেকে পাঁচ ডলারের মধ্যে এটিই স্টাবল হয়ে থাকার সম্ভাবনা রয়েছে।
-
রিপল বর্তমানে যে ভাবে ভাবতে শুরু করেছে তাতে মনে হচ্ছে খুব শীঘ্রই ২ ডলারের মধ্যে হিট করবে। তবে বর্তমানে এর দাম একটু কমে গেছে। রিপল এর বর্তমান দাম ১.৫২$। যারা ইনভেস্ট করতে চান তারা কিনে ইনভেস্ট করতে পারেন। এটি খুব শীঘ্রই 2 ডলার ছাড়িয়ে যাবে।
-
আমরা জানি ক্রিপ্টো জগতের অন্যতম কয়েন গুলোর মধ্যে একটি হচ্ছে XRP (Ripple)। যা বর্তমান সময়ে তুলনামূলকভাবে অনেক ভালো অবস্থানে রয়েছে।তবে আমার মনে হয় দিনের পর দিন এর দাম আগের তুলনায় অনেক বেশি হবে।কেননা আমরা দেখতে পাচ্ছি যে XRP কয়েন এর দাম উর্দ্ধমুখী।তাই আমরা বলতে পারি যে খুব তাড়াতাড়ি XRP কয়েন 2$ ডলার স্পর্শ করবে।