Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: Lutera94 on April 16, 2021, 05:28:40 AM
-
অত্যান্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে আমাদের বাংলা বোর্ডের সিনিয়র মডারেটর @Malam90 ভাই এখন থেকে গ্লোবাল মডারেটরের দায়িত্ব পালন করবেন। যা ওনার জন্য তথা বাংলাদেশের জন্য বিশাল গর্বের বিষয়। অন্যান্য দেশের লোকেরা ফোরামে রাজ করলেও আমরাও কিন্তু পিছিয়ে নেই, তার প্রমাণ আমাদের Malam90 ভাই। তাই আমাদের সবার উচিৎ Malam90 ভাইকে অনুসরণ করে ভালো কিছু করার। সর্বোপরি বলতে চাই, অভিনন্দন Malam90 ভাই। আপনার দেখানো পথেই আমরা হাটতে চাই
-
গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি malam90 কে আজ তার এই সাফল্য শুধু তার একার নয় এই সাফল্য সারা বাংলাদেশিদের। তার অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের ফোরামে তার গ্লোবাল মডারেটর হওয়া। পরিশ্রম বৃথা যায়না তার প্রমান আমরা নিজেরা আবার পেলাম। সুতরাং ধন্যবাদ জানাই altcoinstalks ফোরামকে সেই সাথে অভিনন্দন জানাই malam90 কে তার এই সাফল্যের জন্য।
-
অভিনন্দন আমাদের Malam90 ভাইকে। সত্যিই আমরা গর্বিত আমাদের দেশের এমন একজন ব্যক্তিকে ফোরামে পেয়ে। বিশ্বাবাসি জানবে আমরা এখন আর পিছিয়ে নেই। আমরাও Malam90 ভাইকে অনুসরন করতে চাই। তার মত হতে চাই।
-
দোয়া আর ভালোবাসা রইল Malam90 ভাইকে। তিনি আমাদের দেশের গর্ব। আমি তাকে সবসময় অনুসরণ করার চেষ্টা করি। তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারি। তার গ্লোবাল মডারেটর হওয়ায় আমি অনেক খুশি। আমি মনেকরি এটা তার প্রাপ্য ছিল। তিনি ফোরামে প্রচুর সময় দেন এবং অনেক প্রয়োজনীয় তথ্য শেয়ার করেন যা আমাদের জন্য অনেক প্রয়োজনীয়। আমি তার মঙ্গল কামনা করি।
-
অভিনন্দন অভিনন্দন প্রিয় malam90 ভাই, আপনি আপনার সফলতার মাধ্যমে বাংলাদেশের নাম আজ আবার নতুনভাবে তুলে ধরলেন সারাবিশ্বের কাছে, সত্যিই আপনার কাছে কৃতজ্ঞ আমরা সকল বাংলাদেশি। আপনার পরামর্শ আমাদের সামনের পথ চলার পাথেয় হিসেবে থাকবে। তবে আমি মনে করি উপযুক্ত মানুষই তার উপযুক্ত প্রাপ্য টা পেয়েছে। আপনার মঙ্গল কামনা করি।
-
আন্তরিক অভিনন্দন ও গভীর ভাবে শ্রদ্ধা জানাই Malam90 ভাইয়াকে গ্লোবাল মডারেটর এর দায়িত্বে পদার্পণ করার জন্য।যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে নিজ গুনে গ্লোবাল মডারেটর এর মত উচ্চ পর্যায়ে পদার্পণ করার জন্য।সেই সঙ্গে আমিও অনেক গর্ববোধ করছি।আপনার জন্য শুভকামনা রইল।
-
মানুষের কর্মটাই তার সাফল্যের বড় প্রমান যেটা আমাদের মডারেটর ভাই পেয়েছেন। এটা উনার প্রাপ্য ছিল কারণ বাংলাদেশ থেকে উনার মত পরিশ্রমী মানুষ আমি আর দেখিনা সেই সাথে এডমিন এবং প্রেসিডেন্ট এর পর অল্টাফোরামের কেউ উনার মত মনে হয়না ফোরামে সময় দেয়। স্বদেশী এবং জুনিয়র মডারেটর হিসেবে উনার সম্মানে আমি নিজেও সম্মানিত বোধ করছি।
-
প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন রইলো malam90 ভাই এর জন্য। তিনি এখন গ্লোবাল সেকশনে মোডারেটর এর দায়িত্ব পালন করবেন এটি আমাদের বাংলাদেশি সবার জন্য গর্ভের বিষয়। তিনি এই ফোরামের জন্য অনেক কিছুই করেছেন, অনেক ত্যাগও শিকার করেছেন তিনি। আমি মনে করি, এটা তার প্রাপ্য ছিলো।
-
খুব ভাল লাগছে। উনি খুব ভাল এবং সৎ মানুষ। ফেরামের জন্য একজন ডেডিকেটেড মোডারেটর। অনেক ভাল কাজ করেন আশা করি সামনে উনার কাছ থেকে ভাল কিছু পাবে বিশ্ব।
-
অত্যন্ত মেধাবী, নিরলস পরিশ্রমী ও বাংলা বোর্ডের মডারেটর @Malam90 গ্লোবাল মডারেটরের দায়িত্ব পাওয়ায় তাকে অন্তরের অন্তস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি এবং শুভকামনা করছি। আমি মনেকরি @Malam90 তার কাজের স্বীকৃতি পেয়েছেন, এটা তার প্রাপ্য ছিল। তিনি ফোরাম কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন; বিশেষকরে বাংলাবোর্ডে তার পদচারণা এ বোর্ডকে সমৃদ্ধ করে তুলেছে। তিনি আমাদের গর্ব ও আদর্শ। আমাদের সকলেরই উচিত তার আদর্শ অনুসরণ করা।
-
ধন্যবাদ সবাইকে।
আসলে আমি বাংলাদেশ থেকে এই ফোরামে প্রথম গ্লোবাল মডারেটর হওয়ায় ভালো লাগছে। তবে এটা শুরু। আশা করি সামনের দিনে বাংলাদেশ থেকে পারফরম্যান্স দিয়ে আরো অনেকে অনেক ভালো পজিশনে যাবেন সেই দোয়াই করি। সবচেয়ে বড় কথা হচ্ছে-অধ্যবসায় থাকতে হবে, সময় দিতে হবে তাহলে সফল হওয়া যাবে।
-
প্রিয় Malam90 ভাই আপনাকে আমার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। প্রায় দীর্ঘদিন ধরে malam90 ভাই বাংলা বোর্ডের মডারেটর হিসেবে দায়িত্ব পালন করে আসছে। সম্প্রতি নতুন করে গ্লোবাল বোর্ডের মডারেটর হিসেবে নিযুক্ত হয়েছে। এটি আমাদের বাংলাদেশীদের জন্য অত্যান্ত সুখবর। মডারেটর হিসেবে নিযুক্ত হওয়ায় খবরটি শুনে আমি খুব আনন্দিত। আশা করি ভবিষ্যতে আরও বহুদূর এগিয়ে যাবেন। এবং আমরা যারা আছি আপনার পথ অনুসরণ করে ভবিষ্যতে আমরাও ফোরামে ভাল কিছু ককরতে পারব ইনশাআল্লাহ।
-
ধন্যবাদ সবাইকে।
আসলে আমি বাংলাদেশ থেকে এই ফোরামে প্রথম গ্লোবাল মডারেটর হওয়ায় ভালো লাগছে। তবে এটা শুরু। আশা করি সামনের দিনে বাংলাদেশ থেকে পারফরম্যান্স দিয়ে আরো অনেকে অনেক ভালো পজিশনে যাবেন সেই দোয়াই করি। সবচেয়ে বড় কথা হচ্ছে-অধ্যবসায় থাকতে হবে, সময় দিতে হবে তাহলে সফল হওয়া যাবে।
অনেক অনেক অভিনন্দন আপনাকে।মেধার মুল্য এভাবেই বিকশীত হয় এবং হবে এটাই স্বাভাবিক।একটা কথা খুবই বলতে ইচ্ছা করছে সেটা হচ্ছে আর যাই হোক বাঙ্গালীকে কেউ দাবিয়ে রাখতে পারেনি আর পারবেও না সেটা আপনার প্রতিভার মাধ্যমে আবারও প্রকাশিত হলো।আপানার জন্য অনেক অনেক দুয়া এবং শুভকামনা ।আপনার আগামী দিনের পথচলা অনেক বেশি সুন্দর হোক এই কামনা।
-
মালাম ভাই আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের বাংলাদেশী মডারেটরদের মধ্য আপনি প্রথম গ্লোবাল মডারেটর হয়েছেন। তার পরেও আমি দেখেছি আপনার বাংলা বোর্ডে আপনার বিশেষ অবদান রয়েছে। মালাম ভাই দোয়া করি আপনি আরো অনেক এগিয়ে যান।যেন আমরা আপনাকে অনুসরণ করে চলতে পারি সে দোয়াই আল্লাহ তাআলার কাছে করি।
-
গ্লোবাল মডারেটর-এর দায়িত্বে উন্নিত হওয়ায় মালাম ভাই এর প্রতি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আপনি আমাদের বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন। ক্রিপ্টোকারেন্সিতে অন্যান্য দেশের তুলনায় আমরাও আর খুব একটা পিছিয়ে নেই। আপনার এই অর্জন আপনারই ধৈর্য্য ও পরিশ্রমের ফল। আপনার কাছে থেকে আমাদের সকলের শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিৎ। আপনি হলেন আমাদের বাংলাদেশের সকলের রোল মডেল।
-
গ্লোবাল মডারেটর হওয়ার জন্য সুযোগ্য মডারেটর ভাইকে অনেক অভিনন্দন।আপনি আপনার নিজ প্রচেষ্টায় এবং সুকর্মের দ্বারা নিজের সুনাম অর্জন করেছেন এমনকি আমাদের বাংলাদেশের সুনাম বয়ে এনেছেন। আপনার পদোন্নতি দেখেই বোঝা যায় আপনি কতটা কষ্ট করে পরিশ্রম করে নিষ্ঠার সাথে ফোরামে কাজ করেন। আশা করি ভবিষ্যতে আরো অনেক দূর পর্যন্ত এগিয়ে যান।
-
মালাম ভাইয়ের প্রতি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইলো। মালাম ভাইয়ের দক্ষতা ও পরিশ্রমের ফলে সে আজ গ্লোবাল মডারেটর। আমাদের বাংলাদেশীদের মধ্যে থেকে তিনিই প্রথম গ্লোবাল মডারেটর যা আমাদের গর্বের বিষয়। ভাইয়ের জন্য শুভকামনা রইলো।
-
আমাদের বাংলা ফোরামের মধ্যে এই প্রথম মালাম ভাই গ্লোবাল মডারেটর হয়েছেন।সালাম ভাই কে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। ভাই দোয়া করি আপনি আরো অনেক এগিয়ে যান সেই সাথে আমাদের বাংলা বোর্ডের সুনাম বয়ে আনবেন। শুধু বাংলা ফোরামে মালাম ভাইয়ের কৃতিত্ব আছে যে তা নয় গ্লোবাল সেকশনে মালাম ভাইয়ের অনেক কৃতিত্ব রয়েছে সেই সাথে অনেক সুনাম বয়ে এনেছে আমাদের বাংলা ফোরামের। ভাই আপনার পথ চলা আরো সুন্দর হোক।
-
Malam90 ভাই আমার পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের এই বাংলা বোর্ডের অনেক পরিশ্রমী এবং মেধাবী মডারেটর হিসেবে অনেক দিন যাবত দায়িত্ব পালন করে আসছে। সে এখন গ্লোবাল বোর্ডের মডারেটর হিসেবে দায়িত্ব পেলেন খবরটি শুনে আমার মনটা আনন্দে ভরে গেল। স্বদেশী malam90 ভাই গ্লোবাল বোর্ডের মডারেটর হিসেবে দায়িত্ব পেলে এটা আমাদের বাংলাদেশী ভাইদের জন্য গর্ব। ভাই আপনার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইলো।
-
এটা অনেকট আনন্দের সংবাদ যে বাংলাদেশ থেকে কেউ গ্লোবাল সেকশনে মডারেটর হয়েছে। এটা Malam90 ভাইয়ের প্রাপ্য, কারণ তিনি অত্যন্ত পরিশ্রমী এবং আমাদের ফোরামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক কাজ করে থাকে।
Malam90 ভাই গ্লোবাল সেকশনের মডারেটর হওয়ায় আমি তাকে হাজার হাজার গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি এবং ভবিষ্যতে তিনি যেন আরো ভালো অবস্থানে পৌঁছাতে পারে তার জন্য দোয়া কামনা করছি।
-
অভিনন্দন Malam90 ভাই আপনাকে।
আমাদের বাংলা ফোরামের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা এরকম দায়িত্ব পাওয়ার পর আপনার কি অনুভুতি হচ্ছে যদি একটু পর আমি একটি পোস্ট করতেন তাহলে আমরা সবাই খুশি হতাম। আমরা আশা করবো যে আমাদের বাংলাদেশের যতগুলো মেমবার আছে এই ফোরামে তাদেরকে আপনি আপনার ছায়ার নিচে রাখবেন এবং আমাদের বড় ধরনের সমস্যা থেকে রক্ষা করবেন এবং আমরা আপনার দেখানো পথেই চলব ইনশাআল্লাহ।
-
যদিও আমি দেরি করে ফেললাম, কিন্তু শুরু থেকেই @Malam90 ভাইসহ সকলের জন্য শুভকামনা ছিল এবং থাকবে। আর এটি শুধুমাত্র শুরুর পথ এবং আশা করি, সামনে আরো অনেক ভালো কিছু করবেন, যেন বাংলাদেশের নাম উজ্জ্বল হয়। আর সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা রইল।
-
অভিনন্দন Malam90 ভাই আপনাকে।
আমাদের বাংলা ফোরামের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা এরকম দায়িত্ব পাওয়ার পর আপনার কি অনুভুতি হচ্ছে যদি একটু পর আমি একটি পোস্ট করতেন তাহলে আমরা সবাই খুশি হতাম। আমরা আশা করবো যে আমাদের বাংলাদেশের যতগুলো মেমবার আছে এই ফোরামে তাদেরকে আপনি আপনার ছায়ার নিচে রাখবেন এবং আমাদের বড় ধরনের সমস্যা থেকে রক্ষা করবেন এবং আমরা আপনার দেখানো পথেই চলব ইনশাআল্লাহ।
ভাই, অনুভূতি কি বলবো-সবি আল্লাহর দয়া। আর আগে ছিলাম ৭ টা সেকশনের মডারেটর এখন থেকে আর কোন নির্দিষ্ট সেকশনের মড নেই। ফোরামের যে কোন সেকশনের মড এখন। তাই সামনে ইংরেজি বোর্ডগুলো থেকে লিভ নিয়ে নিব। যাতে ৬-৭টা বোডে সীমাবদ্ধ না থেকে সব বোর্ডেই সময় দিতে পারি, কাজ করতে পারি এজন্য।
আপনাদের জন্য একটা পরামর্শ হচ্ছে-কেউ স্পাম করবেন না, কপি পেস্ট করবেন না, সাম্প্রতিট টপিকে কমেন্ট করবেন, বাউন্টি চিটিং করবেন না-এগুলো না করলে ছোট খাটো সমস্যা আমি দেখলে পোস্ট ডিলিট করে দেই যাতে অন্য মডরা দেখার আগেই কাজ সেরে ফেলি।
-
মালাম ভাই আপনি গ্লোবাল মডারেটর হয়েছেন আপনাকে আমার বুক ভরা ভালোবাসা রইলো। আপনি মডারেটরের সুন্দর দায়িত্ব পালন করেছেন যে সকল সেকশনের মডারেটর ছিলেন। বিশেষ করে আপনি আমাদের বাংলা বোর্ডের জন্য অনেক কিছু করেছেন। এখন আপনি গ্লোবাল মডারেটর হয়েছেন অবশ্যই এটা আমাদের বাংলা ফোরাম এর সুনাম বয়ে আনবে। ভাই আপনি আরও অনেক এগিয়ে যান দোয়া রইল।
-
মালাম ভাইয়ের প্রতি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি ফোরামে প্রবেশ কাল থেকেই একটি বিষয় খেয়াল করেছি আর সেটা হলো মালাম ভাইয়ের ফোরামে সময় দেওয়ার ব্যাপার টা। সে ফোরামে অনেক সময় দিয়ে থাকে। তার ধৈর্য্য, কার্যক্ষমতা, মানবিকতা, ইচ্ছাশক্তি ইত্যাদি বিষয় পর্যালোচনা করলে দেখা যাবে যে সে গ্লোবাল মডারেটর হওয়ার জন্য একদম পারফেক্ট পারসন। আর আমি মনে করি যে সে তার যোগ্যতার বিচারেই এই দায়িত্বটা পেয়েছেন। আমাদের সকলেরই উচিৎ মালাম ভাইকে অনুসরণ করে সামনের দিকে এগিয়ে যাওয়া।
মালাম ভাই, গ্লোবাল মডারেটর হওয়ার জন্য আবারও আপনার প্রতি অভিনন্দন ও ভালবাসা রইলো।
-
আমাদের বাংলা সকল ভাষাভাষীদের মধ্যে থেকে প্রথম গ্লোবাল মডারেটর হিসেবে মালাম ভাই দায়িত্ব পাওয়ায় তার প্রতি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। মালাম ভাই আমাদের বাংলাদেশের সকল ফ্রিল্যান্সারদের হয়ে বিশ্ব দরবারে মাথা উচিয়ে দায়িত্ব পালন করবেন। সে আমাদের সকলের অহংকার। আমি মালাম ভাইয়ের সুসাস্থ ও দীর্ঘায়ু কামনা করছি।
-
গ্লোবাল মডারেটর হওয়ার জন্য সুযোগ্য মডারেটর ভাইকে অনেক অভিনন্দন।আপনি আপনার নিজ প্রচেষ্টায় এবং সুকর্মের দ্বারা নিজের সুনাম অর্জন করেছেন এমনকি আমাদের বাংলাদেশের সুনাম বয়ে এনেছেন। আপনার পদোন্নতি দেখেই বোঝা যায় আপনি কতটা কষ্ট করে পরিশ্রম করে নিষ্ঠার সাথে ফোরামে কাজ করেন। আশা করি ভবিষ্যতে আরো অনেক দূর পর্যন্ত এগিয়ে যান।
গ্লোবাল মডারেটরের দায়িত্ব পেলেন Malam90 ভাই তাই আমাদের সবার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই ফোরামে তার অনেক পরিশ্রম ও নিষ্ঠার সাথে করার জন্যই আজ তার পদোন্নতি। তিনি শুধু নিজের জন্যই কাজ করেননি বাংলা বোর্ডকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের সকলকেই টিপস দিয়ে যেতেন। আমাদের সকলের কাছে তিনি অত্যন্ত ভালো মনের মানুষ তার জন্য আমাদের সকলের পক্ষ থেকে দোয়া রইলো আরও এগিয়ে যাওয়ার জন্য।
-
আমি ধন্য বাংলাদেশের জন্য আমি গর্বিত বাংলাদেশ আমার জন্ম। অন্যান্য দেশের চেয়ে আমরা খুব একটা পিছিয়ে নেই। এটা আমাদের গর্বের বিষয় যে আমাদের বাংলাদেশের কোন ব্যক্তি যদি ভালো কিছু করতে পারে তাহলে সেটা আমাদের বাংলাদেশের সকলের গর্বিত ও আনন্দিত বিষয়। বাংলাদেশের Malam90 ভাই কে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গ্লোবাল সেকশনে আপনি যে দায়িত্বটি সেটা জানো খুব সুন্দর ভাবে পরিচালনা করতে পারেন তার জন্য শুভকামনা রইল আপনার প্রতি Malam90 ভাই। আপনাদেরকে ফলো করে আমরাও যাতে এগিয়ে যেতে পারি।
-
সকলকে আন্তরিক ধন্যবাদ।
সকলের সহযোগীতা ছাড়া এই অর্জন সম্ভবপর ছিলোনা।
আমাদের কমিউনিটিকে আরো শক্তিশালী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
ফোরামে স্পাম, চিটিং, কপিপেস্ট, এবং লোকোয়ালিটি পোস্ট বর্জন করে আমাদের সুনাম বাড়াতে হবে।
-
দোয়া আর ভালোবাসা রইল Malam90 ভাইকে। তিনি আমাদের দেশের গর্ব। আমি তাকে সবসময় অনুসরণ করার চেষ্টা করি। তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারি। তার গ্লোবাল মডারেটর হওয়ায় আমি অনেক খুশি। আমি মনেকরি এটা তার প্রাপ্য ছিল। তিনি ফোরামে প্রচুর সময় দেন এবং অনেক প্রয়োজনীয় তথ্য শেয়ার করেন যা আমাদের জন্য অনেক প্রয়োজনীয়। আমি তার মঙ্গল কামনা করি।
-
মালাম ভাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যদিও আমি অনেক দেরি করে ফেলছি। অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো। সামনের দিনগুলোতে ফোরামে আরো এগিয়ে যাবেন বলে আশা করি।
-
আলাইকুম ভাইয়া আমিয়ে ফ্রম এই কিছুদিন হলো কাজ করতেছি তো সব বিষয়ে আমার তেমন কোন ধারণা নেই। বিষয়ে আমি মোটামুটি জানি তবে গ্লোবাল মডারেটরের দায়িত্ব পেলেন আমাদের স্বদেশী malam90 তাই। মালাম ভাইয়ের প্রতি দোয়া ও ভালোবাসা রইলো। আমাদের দেশের গর্ব আমি মনে করে যে আমি সবসময় তাকে অনুসরণ করে চলার চেষ্টা করব। হয়তো আমি ভালো কিছু করতে পারবো তার গ্লোবাল মডারেটর হওয়াতে আমি অনেক খুশি হয়েছি । গ্লোবাল মডারেটর আপনি যে দায়িত্বটা পেয়েছেন আমি দোয়া করি আপনি যেন এই দায়িত্বটা অনেক সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন। আপনি সামনে আরো ভালো পর্যায়ে জানেটি আমি মন থেকে দোয়া করি। আমি একটা বিষয় মনে করি যে আমাদের সবাইকে মালাম ভাই কে অনুসরণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমাদের বাংলা প্রমে এপ্রথম মালাম ভাই গ্লোবাল মডারেটর হয়েছেন। অভিনন্দন ভাইয়া দোয়া ও ভালোবাসা রইলো আপনার জন্য।
-
অত্যান্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে আমাদের বাংলা বোর্ডের সিনিয়র মডারেটর @Malam90 ভাই এখন থেকে গ্লোবাল মডারেটরের দায়িত্ব পালন করবেন। যা ওনার জন্য তথা বাংলাদেশের জন্য বিশাল গর্বের বিষয়। অন্যান্য দেশের লোকেরা ফোরামে রাজ করলেও আমরাও কিন্তু পিছিয়ে নেই, তার প্রমাণ আমাদের Malam90 ভাই। তাই আমাদের সবার উচিৎ Malam90 ভাইকে অনুসরণ করে ভালো কিছু করার। সর্বোপরি বলতে চাই, অভিনন্দন Malam90 ভাই। আপনার দেখানো পথেই আমরা হাটতে চাই
আপনাকে অনেক ধন্যবাদ আপনি এমন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে আমার খুব ভালো লাগছে যে আমাদের বাংলা ফোরামে একজন সিনিয়র ভাই গ্লোবাল সেকশনের মডারেটর হতে যাচ্ছে এটা আমাদের কাছে খুবই জনপ্রিয়। আমি বাংলা ফোরামের মডারেটর মালাম ভাই কে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমরা চাই যে আমাদের বাংলা ফোরাম থেকে সিনিয়র ভাইরা যাতে আরো উপরে চলে যেতে পারে সে আশাই কামনা করি। আপনার জন্য প্রার্থনা করি যে আপনি যেন ভালোভাবে গ্লোবাল সেকশনে মডারেটর হয়ে ভালোভাবে দায়িত্ব পালন করতে পারেন সেই আশাই কামনা করি।
-
হ্যা আমার পক্ষ থেকে মালাম ভাইকে স্বাগতম। কারণ তাকে গ্লোবাল মডারেটরের দায়িত্ব দিয়ে অনেক ভালো করেছেন। আমি মনে করব আমারই অনেক ভালো। আমি চাইবো সে যেন আরও উপর দিকে উঠতে পারে।
-
আলাইকুম ভাইয়া আমিয়ে ফ্রম এই কিছুদিন হলো কাজ করতেছি তো সব বিষয়ে আমার তেমন কোন ধারণা নেই। বিষয়ে আমি মোটামুটি জানি তবে গ্লোবাল মডারেটরের দায়িত্ব পেলেন আমাদের স্বদেশী malam90 তাই। মালাম ভাইয়ের প্রতি দোয়া ও ভালোবাসা রইলো। আমাদের দেশের গর্ব আমি মনে করে যে আমি সবসময় তাকে অনুসরণ করে চলার চেষ্টা করব। হয়তো আমি ভালো কিছু করতে পারবো তার গ্লোবাল মডারেটর হওয়াতে আমি অনেক খুশি হয়েছি । গ্লোবাল মডারেটর আপনি যে দায়িত্বটা পেয়েছেন আমি দোয়া করি আপনি যেন এই দায়িত্বটা অনেক সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন। আপনি সামনে আরো ভালো পর্যায়ে জানেটি আমি মন থেকে দোয়া করি। আমি একটা বিষয় মনে করি যে আমাদের সবাইকে মালাম ভাই কে অনুসরণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমাদের বাংলা প্রমে এপ্রথম মালাম ভাই গ্লোবাল মডারেটর হয়েছেন। অভিনন্দন ভাইয়া দোয়া ও ভালোবাসা রইলো আপনার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের ফোরামের দায়িত্বে থাকা ভাইয়ের জন্য অসংখ্য প্রশংসা করেছেন। আমি আমাদের গ্লোবাল মডারেটরের দায়িত্ব দেখাও ভাইয়ের জন্য শুভ কামনা করছি। আশাকরি সর্বদাই আমাদের পাশে থেকে তার দায়িত্ব সঠিকভাবে পালন করে।
-
অভিনন্দন মালাম ভাইকে। আমি শুনেছি মালান ভাই অনেকদিন ধরে মডারেটরের দায়িত্ব পালন করে এসেছেন। আর আজ উনি গ্লোবাল মডারেটরের দায়িত্ব পালন করছেন। এটা বাঙালির জন্য গর্বের বিষয়। এই ফোরামে আমি উনার মত কর্মঠ আর দায়িত্ববান কোন ব্যক্তিকে দেখিন। তিনি সময় আমাদের সাথে থেকেছেন। সব সময় পরিশ্রম করে গেছেন। আর তার ফল আজ পেয়েছেন। মালাম ভাইয়ের জন্য অনেক দোয়া করি যাতে উনি সাফল্যের সাথে এই গ্লোবাল সেকশনে কাজ করতে পারেন আর ভবিষ্যতে আরও এগিয়ে যেতে পারেন।