Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: babu10 on April 17, 2021, 08:27:06 AM

Title: নতুন ফিচারে নিউজ ফিডে ব্যবসা দেখাবে ফেইসবুক
Post by: babu10 on April 17, 2021, 08:27:06 AM
প্রতিবছর ফেসবুক তাদের নতুন নতুন ফিচার যুক্ত করে তারই অংশ হিসাবে ফেসবুক কোম্পানি তাদের পেজের নিউজ ফিডে বিভিন্ন ব্যাবসায়ের পোষ্ট দেখাবে যার ফলে যে মানুষ হয়তো কোন ব্যাবসার আইডিয়া পাচ্ছেনা সেটা খুঁজে পাবে এখান থেকে তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে এখনো এটা ট্রায়াল পর্যায়ে রয়েছে এবং একমাত্র আমেরিকাতে এটা পরীক্ষা করে দেখবে তারপর হয়তো পুরাপুরি মেইনস্ট্রিম এ আনবে।
 বিস্তারিত....................... (https://bangla.bdnews24.com/tech/article1880956.bdnews)
Title: Re: নতুন ফিচারে নিউজ ফিডে ব্যবসা দেখাবে ফেইসবুক
Post by: Azharul on April 23, 2021, 02:23:28 AM
ভাইয়া আমরা আপনার মাধ্যমে জানতে পারলাম যে বর্তমান সময়ে ফেসবুক তাদের নতুন ফিচার যুক্ত করেছে।যার মাধ্যমে ফেসবুক কোম্পানি তাদের পেজে নিউজ ফিডে বিভিন্ন ব্যাবসার নিউজ আপডেট দেখাবে।আমি মনে করি ভবিষ্যতে এই রকম একটা উদ্যোগ আমাদের ফেসবুক পেজ এর জন্য খুবই উপকারী হবে বলে আমরা মনে করছি।আমরা বিশ্বাস করি যে এ রকম একটা উদ্যোগ জনগন এর কাছে অনেক গ্রহণযোগ্য একটা বিষয় হবে,যা আমাদের ভবিষ্যত ফেসবুক ব্যবহারকাীদের জন্য খুবই আনন্দদয়ক হবে বলে আমরা মনে করি।