Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: babu10 on April 17, 2021, 08:34:51 AM

Title: শিশুদের জন্য এজ ব্রাউজারে চলে এলো ‘কিডস মোড’
Post by: babu10 on April 17, 2021, 08:34:51 AM
প্রযুক্তির কল্যাণে এখন আমরা ব্রাউজার অন করলে না চাইলেও এডাল্ট বা শিশুদের জন্য প্রযোজ্য নয় এমন বিষয় সামনে এসে হাজির হয় য়েটার প্রতিকার খুঁজছে প্রতিটি শিশুর বাবা,মা অনেকদিন ধরেই। এই প্রথম একটা ব্রাউজার সেটা মাথায় রেখে ‘‘কিডস মোড’’ চালু করল যেটা দিয়ে নিশ্চত মনে শিশুর সামনে ব্রাউজ করা যাবে এবং শিশুটি যদি ব্যবহার করতে পারে তবে তাকেও সেই মোডে ব্যবহার করতে দেয়া যাবে।

বিস্তারিত.......... (https://bangla.bdnews24.com/tech/article1880949.bdnews)
Title: Re: শিশুদের জন্য এজ ব্রাউজারে চলে এলো ‘কিডস মোড’
Post by: Riddi on April 17, 2021, 09:29:12 AM
আমরা প্রত্যেকেই কম-বেশি বিভিন্ন ধরনের ব্রাউজার ব্যবহার করে থাকি। অনেক সময় দেখা যায় আমরা শিশু বা বাবা-মার সামনে বাউজার ব্যবহার করতে গিয়ে কিছু অপ্রত্যাশিত বিষয় সামনে এসে পড়ে। যেগুলো আমরা মোটেও আশা করি না। এধরনের সমস্যা এড়ানোর জন্য প্রযুক্তির এই অগ্রগতি যে ব্রাউজার অন করলেই কিডস মোড চলে আসা এটা প্রযুক্তির ভালো একটি দিক বলে মনে করি। এতে করে আমাদের শিশুদের বা পিতা মাতার সামনে বাউজার ব্যবহারকারীদের কোন ধরনের অপ্রত্যাশিত বিষয় গুলোর সম্মুখীন হতে হবে না। এ ধরনের প্রযুক্তির পরিবর্তনকে আমি সাধুবাদ জানাই।
Title: Re: শিশুদের জন্য এজ ব্রাউজারে চলে এলো ‘কিডস মোড’
Post by: Heron on April 17, 2021, 04:00:57 PM
ধন্যবাদ জানাই এজ ব্রাউজার কর্তৃপক্ষকে, আমার মনে হয় প্রযুক্তির এই অগ্রগতি টা অন্তত প্রয়োজন ছিলো। আমি মনে করি অধিকাংশ মা-বাবা এই সমস্যায় ভোগেন। সন্তানেরা ফোনের জন্য কান্নাকাটি করে আবার ফোন দিলে ব্রাউজিং করতে করতে হঠাৎ করে এমন এমন আপত্তিকর ভিডিও চলে আসে যেটা শিশুদের ব্রেন বিগ্রে দিতে পারে। এরকম প্রযুক্তিকে সত্যিই সাধুবাদ না জানালেই নয়। এখন বাবা-মা নিশ্চিন্তে সন্তানকে নেট ব্রাউজিং করতে দিতে পারবে।
Title: Re: শিশুদের জন্য এজ ব্রাউজারে চলে এলো ‘কিডস মোড’
Post by: AGM on April 17, 2021, 05:44:50 PM
এটা একটি ভাল একটি উদ্দ্যোগ। এখনকার শিশুরা একটু এডভ্যান্স হয়ে থাকে। তারা সেকেন্ডের মধ্যে সব কিছু এলোমেলো করে ফেলে। তবে আমার মনে হয় এই ধরনের একটি অপশন ইউটিউবে রাখা উচিত। কারন শিশুরা বেশির ভাগ ইউটিউব দেখে থাকে। আর সেখানে না না ধরনের ভিডিও থাকে যা সহজে দৃশ্যমান হয়।
Title: Re: শিশুদের জন্য এজ ব্রাউজারে চলে এলো ‘কিডস মোড’
Post by: babu10 on April 17, 2021, 06:34:14 PM
এটা একটি ভাল একটি উদ্দ্যোগ। এখনকার শিশুরা একটু এডভ্যান্স হয়ে থাকে। তারা সেকেন্ডের মধ্যে সব কিছু এলোমেলো করে ফেলে। তবে আমার মনে হয় এই ধরনের একটি অপশন ইউটিউবে রাখা উচিত। কারন শিশুরা বেশির ভাগ ইউটিউব দেখে থাকে। আর সেখানে না না ধরনের ভিডিও থাকে যা সহজে দৃশ্যমান হয়।

আসলে সময়ের প্রয়োজনে সবই আস্তে আস্তে চলে আসবে এতে কোন সন্দেহ নাই। কারণ যেখানে সমস্যা সেখানেই সমাধান খুঁজবে সবাই তাই ভবিষ্যতে আমরা ইউটিউবএ ও এমন অপশন হয়তো খুবই তারাতারি দেখতে পাব। আমিও তার অপেক্ষায় থাকলাম কারন এনড্রয়েড টিভি আসাতে সবাই এখন টিভি আর দেখেনা তেমন প্রয়োজন ছাড়া তাই এটাও দরকার।
Title: Re: শিশুদের জন্য এজ ব্রাউজারে চলে এলো ‘কিডস মোড’
Post by: Farhana on April 17, 2021, 07:22:01 PM
নিঃসন্দেহে একটি অত্যন্ত সময়উপযোগী সিদ্ধান্ত। আমি মনে করি প্রত্যেক বাবা মার জন্য বিশাল স্বস্তির নিঃশ্বাস। কারন আমরা লক্ষ করি বাবা মা সন্তানের হাতে ফোন দিয়ে মনের মধ্যে একটা অস্বস্তি নিয়ে থাকেন না জানি কখন কোন আপত্তিকর বিষয়টি সামনে চলে আসে যাতে সন্তানের মনমানষিকতার উপর বিশাল নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই এটি সত্যিই প্রসংসার দাবিদার। তবে আমার মনে হয় বিশেষ করে ফেসবুক, ব্রাউজার ও ইউটিউব এ এটি কার্যকর করতে হবে। তাহলেই আমরা সকলে শিশুদের থেকে একটি সুন্দর আগামী দেখতে পাব।
Title: Re: শিশুদের জন্য এজ ব্রাউজারে চলে এলো ‘কিডস মোড’
Post by: Crypto_Somrat on April 18, 2021, 05:35:48 AM
নিঃসন্দেহে একটি অত্যন্ত সময়উপযোগী সিদ্ধান্ত। আমি মনে করি প্রত্যেক বাবা মার জন্য বিশাল স্বস্তির নিঃশ্বাস। কারন আমরা লক্ষ করি বাবা মা সন্তানের হাতে ফোন দিয়ে মনের মধ্যে একটা অস্বস্তি নিয়ে থাকেন না জানি কখন কোন আপত্তিকর বিষয়টি সামনে চলে আসে যাতে সন্তানের মনমানষিকতার উপর বিশাল নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই এটি সত্যিই প্রসংসার দাবিদার। তবে আমার মনে হয় বিশেষ করে ফেসবুক, ব্রাউজার ও ইউটিউব এ এটি কার্যকর করতে হবে। তাহলেই আমরা সকলে শিশুদের থেকে একটি সুন্দর আগামী দেখতে পাব।
ঠিক বলেছেন এটি প্রত্যেক বাবা মার জন্য একটি স্বস্তির নিঃশ্বাস, কারণ তারা তাদের সন্তানকে নেট ব্রাউজিং করতে দিয়ে স্বস্তিতে থাকতে পারে না কখন কোন আপত্তিকর ভিডিও সামনে চলে আসে। এই আপত্তিকর ভিডিও গুলো শিশু সমাজকে ধ্বংস করে দিতে পারে। সময়ের প্রয়োজনে যুগোপযোগী একটি প্রযুক্তি চালু হয়েছে যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। ধীরে ধীরে প্রয়োজনীয় সব প্রযুক্তি আমাদের সামনে আসবে কিন্তু একটু সময়ের অপেক্ষা মাত্র।
Title: Re: শিশুদের জন্য এজ ব্রাউজারে চলে এলো ‘কিডস মোড’
Post by: Azharul on April 19, 2021, 03:23:47 PM
আসলেই আমরা সবাই জানি যে বর্তমান সময়ে ইন্টারনেট জগতে কিছু কিছু সাইটে ফ্যামিলি নিয়ে কাজ করা খুবই দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কেননা আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান সময়ে এই সকল সাইট গুলোতে বিভিন্ন পর্নগ্রাফি পিকচার দ্বারা পরিপূর্ণ থাকে।যার ফলে আমরা এই সাইট গুলোতে সব সময় ঢুকতে পারি না।তবে আমরা বর্তমান সময়ে জানতে পারলাম যে শিশুদের জন্য নতুন একটি ব্রাউজার চলে এসেছে।যেটা শিশুদের নিয়ে কাজ করতে গিয়ে ও নিরাপদে কাজ করা যাবে।তাই আমি আশা করবো সবাই এটি ভালোভাবে ব্যাবহার করতে পারবে এবং প্রত্যেক বাবা মা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে।
Title: Re: শিশুদের জন্য এজ ব্রাউজারে চলে এলো ‘কিডস মোড’
Post by: Web Designer on December 22, 2023, 08:16:19 PM
এটি একঠি ভালো কাজ করেছে। কারন এখনকার ছোট বাচ্চারা ফোন না দিলে খেতেই চায় না আর তখন যদি কোন এডার্লট কোন কিছু আসে তখন বাচ্চারা সেই বিষয়ে নিয়ে ঝুঁকে যাবে তাই আমার কাছে এই বিষয়টি অনেক ভালো লেগেছে।
Title: Re: শিশুদের জন্য এজ ব্রাউজারে চলে এলো ‘কিডস মোড’
Post by: MVL~$ on December 26, 2023, 02:44:26 AM
ব্রাউজারে কিডস মোড ব্যবহার করার সুবিধা অনেক। আমরা অনেক সময় বাবা-মা বা অভিভাবকের সামনে ব্রাউজার ওপেন করে থাকি এবং হঠাৎ করেই কিছু অপ্রত্যাশিত ভিডিও বা ছবি সামনে এসে পড়ে, যার জন্য ব্যক্তি এবং তার অভিভাবক অসস্তিবোধ এবং নিজেরও লজ্জা লাগে। তবে এই অ্যাপ্লিকেশনটি থাকার কারণে এরকম আর অস্বস্তিতে আমাদের করতে হবে না।