Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Damrai5$ on April 18, 2021, 05:25:21 PM

Title: ক্রিপ্টোকারেন্সি মার্কেট এ সকল কয়েনের প্রাইস এরকম কমে যাওয়ার কারন কি??
Post by: Damrai5$ on April 18, 2021, 05:25:21 PM
আমরা কিন্তু দেখেছি যদিও বিটকয়েনের প্রাইস কমেছে কিন্তু ইথেরিয়াম বা BNB প্রাইস বৃদ্ধি পাচ্ছে। কিন্তু বর্তমান সময়ে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে প্রায় সব কয়েন এর প্রাইস হঠাৎ করে অনেক কমে গিয়েছে আসলে এরকম কমে যাওয়ার কারণ কি??
যেভাবে সকল কয়েনের প্রাইস কমে গেছে ক্রিপ্টোকারেন্সি মার্কেট আবারো একদমই কমে যাবে। এবং বিটকয়েনের প্রাইস কি পুনরায় 40K ডলারের নিচে নেমে যাওয়ার কোন সম্ভাবনা রয়েছে নাকি। নাকি আবারো মার্কেট পজিশন ভালো হবে।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি মার্কেট এ সকল কয়েনের প্রাইস এরকম কমে যাওয়ার কারন কি??
Post by: Sasa on April 18, 2021, 05:44:29 PM
এখন মার্কেট কারেকশন হচ্ছে। এই ক্রিপ্টোকারেন্সি মার্কেট কখনো স্থির অবস্থায় থাকতে পারে না। মার্কেটের সকল মুদ্রার দাম এখন ডাম্পিং করতেছে হয়তো কিছুদিনের মধ্যে আবারও তার আগের অবস্থানে ফিরে যেতে পারে । তবে বিষয়টি সঠিক করে বলা যাচ্ছে না যে ক্রিপ্টো মার্কেট আরো ডাম্পিং করবে কিনা। আমি মনে করি বিটকয়েনের দাম 40 হাজার ডলারের নিচে আসবে না। বিটকয়েন এর জনপ্রিয়তা আগের তুলনায় এখন আরো বেশি এবং বিনিয়োগকারীর সংখ্যাও বেশি। সেজন্য বিটকয়েনের দাম 40 হাজার ডলারের নিচে আসার সম্ভাবনা একদমই নাই।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি মার্কেট এ সকল কয়েনের প্রাইস এরকম কমে যাওয়ার কারন কি??
Post by: Random203 on April 18, 2021, 06:00:55 PM
আমরা কিন্তু দেখেছি যদিও বিটকয়েনের প্রাইস কমেছে কিন্তু ইথেরিয়াম বা BNB প্রাইস বৃদ্ধি পাচ্ছে। কিন্তু বর্তমান সময়ে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে প্রায় সব কয়েন এর প্রাইস হঠাৎ করে অনেক কমে গিয়েছে আসলে এরকম কমে যাওয়ার কারণ কি??
যেভাবে সকল কয়েনের প্রাইস কমে গেছে ক্রিপ্টোকারেন্সি মার্কেট আবারো একদমই কমে যাবে। এবং বিটকয়েনের প্রাইস কি পুনরায় 40K ডলারের নিচে নেমে যাওয়ার কোন সম্ভাবনা রয়েছে নাকি। নাকি আবারো মার্কেট পজিশন ভালো হবে।
মার্কেট কারেকশনের জন্য এখন বিভিন্ন কয়েনের দাম কিছুটা ডাম্প করছে।  তবে আমার মনে হয় এটা নিয়ে দুঃচিন্তার কোন কারণ নেই।  কিছু দিনের মধ্যেই আবারও মার্কেট আগের অবস্থানে ফিরে যাবে। আর বিটকয়েনের এখন যে জনপ্রিয়তা তাতে মনে হয় না যে বিটকয়েনের দাম ৪০০০০ ডলারের নিচে নেমে যাবে।                           
Title: Re: ক্রিপ্টোকারেন্সি মার্কেট এ সকল কয়েনের প্রাইস এরকম কমে যাওয়ার কারন কি??
Post by: Malam90 on April 18, 2021, 06:13:11 PM
এমন টপিক না করাই ভালো।
আপনি টপিক তৈরি করেছেন তথ্য উপাত্ত, নিউজ এর রেফারেন্স, বিশ্লেষণ করে টপিক তৈরি করতেন। সিনিয়র মেম্বার হয়েছেন প্রশ্ন করছেন নিউবির মতই।